February 9, 2016
Khadya Sathi Scheme – the hows and the whats

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the Khadya Sathi Scheme on January 27, 2016.
As per this scheme, 7 crore, or almost 90% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg. Around 50 lakh more would get the same at half the market price.
For the last few months, the State Government has been conducting the process of digitising ration cards. The digital ration cards replace the earlier ones.
The process is still ongoing. So those who have any issues regarding the ration cards, can log in to the website of the Food and Supplies Department of the Government of West Bengal, wbpds.gov.in to download the following forms, fill them up and submit them at the concerned borough or municipality office:
- For getting a name notified for ration card: Form III-R / Form III-U
- For getting the name of a family member left out, notified: Form IV-R / Form IV-U
- For getting a name or address corrected: Form V-R / Form V-U
- For getting changing to a new ration shop: Form VI-R / Form VI-U
Those who have any enquiries regarding the getting of food grains through the public distribution system (PDS), that is, from ration dealers, can call up 1967 or 18003455505, from 8 am to 8 pm.
Those who still have the old ration cards can, however, get non-PDS goods (there are 50 such items) and kerosene oil.
Also, as the Chief Minister announced at the press conference in Nabanna yesterday, rations would be valid for a period of two months, so that even if one is unable to take one’s share due to a delay in getting new cards, there is two months’ time.
Allotted ration for the different categories of ration cards:
‘খাদ্য সাথী’ প্রকল্প – কি সুবিধা পাওয়া যাবে
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২৭শে জানুয়ারি ২০১৬ থেকে সারা রাজ্যে শুরু হয়েছে ‘খাদ্য সাথী’ প্রকল্প।
এই প্রকল্পে প্রায় ৭ কোটি মানুষ ২ টাকা কিলো দরে খাদ্যশস্য পাবেন। আরও ৫০ লক্ষ মানুষ বাজার দামের অর্ধেক মূল্যে খাদ্যশস্য পাবেন।
বিগত কয়েক মাস ধরে রাজ্য সরকারের ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া এখনোও চলছে। যেসকল ব্যক্তি এখনোও রেশন কার্ড পাননি অথবা যার রেশন কার্ডে ভুল আছে তারা খাদ্য দপ্তরের ওয়েবসাইট wbpds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে/মিউনিসিপালিটি বা বোরো অফিসে ফর্ম জমা করবেন।
- নতুন নাম তোলার জন্য: Form III-R / Form III-U
- পরিবারের কেউ বাকি থাকলে তার নাম অন্তর্ভুক্তির জন্য: Form IV-R / Form IV-U
- নাম বা ঠিকানা সংশোধনের জন্য: Form V-R / Form V-U
- রেশন দোকান পরিবর্তনের জন্য: Form VI-R / Form VI-U
প্রাপ্য খাদ্যসামগ্রী পেতে অসুবিধা বোধ করলে বিনা খরচে ফোন করুন ১৯৬৭ অথবা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ এই নম্বরে। এটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।
যাদের পুরনো রেশন কার্ড আছে তারা সেটির মাধ্যমে রেশন দোকানে উপলব্ধ নন-পি.ডি সামগ্রী (৫০টি আইটেম) ও কেরোসিন তেল সংগ্রহ করতে পারবেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে বলেন যারা রেশন কার্ডের অভাবে এখনোও রেশন তুলতে পারেননি তারা ২ মাস পরও এই রেশন পাবেন।
রেশন কার্ডের ভিত্তিতে চাল ও গমের মাসিক প্রাপ্যের পরিমানঃ