February 26, 2016
Highlights of West Bengal Vote-On-Account 2016-17

The West Bengal Finance Minister Amit Mitra presented the 2016-17 Vote-on-Account statement today. This would be the last Budget presentation during the first term of the Trinamool Congress Government.
During the five years of the Trinamool Congress administration, led by Chief Minister Mamata Banerjee, West Bengal has taken long strides forward. West Bengal is one of the best-performing economies of India. What Trinamool Congress has done for the State in the last five years, the Left Front could not achieve even in 34 years.
Through prudent financial management, including taking many processes online, the West Bengal Government has improved revenue augmenting capacity to an extent where even the RBI and Central government has appreciated the State. The State’s model of e-governance has been awarded by the Central government. Over the years, the State has also cut down the fiscal deficit as a percentage of gross state domestic product (GDP).
Despite the huge debt burden that the State is facing, which is a result of the 34-year-misrule of the Left Front, and which load the Centre has refused to make easy, it has made commendable progress. West Bengal now has the best performance in the whole of the country, even outperforming the country’s performances on parameters like (state) gross domestic product, gross value-added growth, per capita income and increase industry.
Highlights of Dr Amit Mitra’s Vote-on-Account speech:
- Bengal’s growth rate in industry is 10.5% while that of India is 5%.
- Capital expenditure of Bengal has increased 6 times. Plan expenditure has increased 3 times.
- Bengal has set records in expenditure in social sector.
- We have increased the rural development budget 4 times.
- We have increased health budget by 3 times.
- Budget for minority development has increased by 5 times.
-
The agricultural budget of Bengal has increased 3 times.
-
The planned expenditure for women and child welfare has increased three-fold.
-
The planned expenditure for education has increased three times.
-
Even after considering inflation, the increase in budgetary allocation is unprecedented.
- More than Rs 1 lakh crore has been deducted from our treasury due to debt incurred by the Left Front.
- The Centre did not offer us any help in terms of debt moratorium.
- In the name of reorganising funding for Central schemes, the Centre has stopped giving us money for several schemes like ICDS, BRGF, police modernisation, etc.
- We have faced all the challenges and scaled new heights in development and progress.
- In agriculture and allied services, we have surpassed all records. Since 2011, we have won the Krishi Karman Award for 4 years consecutively.
- Till 2011, only 26 lakh Kisan Credit Cards (KCC) were distributed. In the last 5, years we have distributed 69 lakh KCC.
- We have set up 176 Kisan Bazaars.
- 64 cold storages have been set up for storing 8 lakh metric tonnes of food grains.
- Number of Mother’s Dairy kiosks has increased to 1509, a four-fold increase since 2006-11.
- 85,000 fishermen are getting monthly pension.
- A research centre for hilsa has been set up in South 24-Parganas district.
- 5 lakh metric tonnes of food grains have been stored in godowns, a 64-fold increase from 2006-11.
- The Khadya Sathi Scheme ensures food grains at Rs 2/kg for 8 crore people, an increase from the 3 crore between 2006 and 2011.
- Subsidy on food grains was Rs 516 crore between 2006 and 11. It is Rs 6500 crore now.
- Over 1.45 lakh ponds have been dug, while our target was 50,000.
- We have taken up Jal Tirtha Scheme for Birbhum, Bankura and Purulia districts.
- There has been a three-fold increase in the budget for the Irrigation Department.
- 98 crore man-days have been created by our government.
- Under Indira Awas Yojana, allocation was over Rs 6,000 crore between 2006 and 2011. Now it is over Rs 11,000 crore.
- Over 11,000 km roads have been laid under PMGSY.
- Nadia has been declared an open defecation free (ODF) district. Bengal is number one among the States in India.
- 1.35 lakh houses have been built under the Gitanjali Scheme.
- Under Nija Griha Nija Bhoomi Scheme, 3 lakh pattas have been distributed between 2011 and 2015. This is a three-fold increase from 2006 to 2011.
- Over 2 lakh mutations (four-fold increase from 2006 to 2011) has been carried out between 2011 and 2016.
- 666 rural pipelined water projects have been taken up.
- Two-fold increase in the number of tube wells set up by the government.
- Deliveries at health centres have increased from 68% to 90% between 2011 and 2016.
- 82 fair price diagnostic centres have been set up.
- 109 fair price medicine shops have been set up.
- In just 4 years, we have set up 308 SNSUs and 48 SNCUs to ensure proper healthcare for children.
- 8 new health districts have been formed.
- Number of beds in government-run hospitals have increased to 27,000. Number of seats in MBBS/BDS have increased to 2900.
- 9 new medical colleges are being set up across the State along with 41 multi super-specialtiy hospitals.
- Budgetary allocation of health department has increased three-fold compared to 2006-11.
- 65% students were covered by mid-day meals between 2006 and 2011. Now we have 100% coevrage.
- 5851 new high schools have been set up between 2011 and 2016, compared to 500 high schools between 2006 and 2011.
- 33,628 primary schools have been electrified.
- 7 government universities, 8 private universities and 45 new colleges have been set up.
- A women’s degree college has come up at Ekbalpore and a Hindi College has been set up in Jalpaiguri district.
- There were 80 ITIs till 2011. By August 2016, the number will be over 170.
- The government has started Utkarsh Bangla Scheme to train school drop-outs.
- Rs 1835 crore has been allocated (three-fold increase) for skill development.
- 84 lakh minority students have received scholarships.
- 132 marketing hubs are coming up to encourage self-employment.
- 33 lakh girls have been registered under the visionary Kanyashree Scheme
- Kanyashree has received national and international acclaim. UNICEF and DFID have praised the scheme.
- Drop-out rate among girls and early marriage has come down because of Kanyashree.
- Allocation for Kanyashree scheme is Rs 2,000 crore for the upcoming year.
- We have taken up the work of renovating several stadiums and set up 44 new stadiums in the districts.
- 19 youth hostels have been renovated.
- Rs 16.88 crore have been spent for sports infrastructure in the Jangalmahal region.
- Number of labourers from the unorganised sector who were registered between 2007 and 11 was 15.25 lakh. The figure has increased to 26 lakh in the 2011-16 period.
- We have registered over 1 lakh youth under the Yuvashree Scheme in the employment bank.
- 32 lakh Samajik Mukti Cards have been distributed.
- 5212 km of roads have been renovated in 2011-16. The figure was 3,000 in 2007-11.
- 55 new bridges have been built between 2011 and 2016.
- 1,12,000 hectares of land is under irrigation now, a 3.5 fold increase.
- 640 km of embankments were done during 2007 to 2011. There has been a three-fold increase in 2011-16 period.
- Anti-erosion measures have been taken for 1634 km of river banks, including those along Teesta, Bhagirathi and Karala.
- 3 new municipalities have been created. Bidhannagar Municipal Corporation has been created.
- Asansol and Howrah Municipal Corporations have been reorganised.
- 5 new municipalities are on the anvil in the State.
- Furfura Sharif Development Authority and Rampurhat-Tarapith Development Authority have been set up.
- We have launched a new township policy. Six new theme townships are being set up.
- Construction of a world-class convention centre is going on at Rajarhat.
- Rs 736 crore has been spent in North Bengal for various developmental projects.
- 9330 units have been completed under the Gitanjali Scheme in the Jangalmahal region.
- Rs 3169 crore has been spent for the Sobar Ghore Aalo Scheme. By March, 100% households will be covered by the scheme.
- Only 18% BPL households had power supply in March 2011. Now the figure stands at 90%.
- From 52% in 2011, the number of APL households with power supply stands at 98%.
- Pumpsets are being distributed at an expense of Rs 4200 crore.
- In the Dooars region, and in Darjeeling and Kalimpong, we are promoting eco-tourism.
- We have started Jungle Safari Park near Siliguri.
- We have taken up the Bhorer Aalo mega tourism project in North Bengal.
- Helicopter services have been introduced (between Kolkata and other tourist destinations like Santiniketan, Malda, Durgapur, Balurghat, Gangasagar, Haldia and Digha).
- About 4,000 private bus permits issued.
- 15,000 comfortable ‘No Refusal Taxis’ in the urban centres introduced.
- We have started the Gatidhara Scheme to encourage the youth to seek employment.
- Work for 8 IT parks have been completed and 8 more are on the verge of completion.
- E-office has been launched all over the State. Similarly, the E-district project was launched in November, 2015.
- 331 MSME clusters have been set up.
- 48 lakh man-days were created till 2011 in the handloom sector. It has undergone a six-fold increase now.
- We have created the Biswa Bangla brand to promote handloom and handicraft products of the State.
- We are the first State to start a reality show called ‘Egiye Bangla’ to promote entrepreneurship.
- We have reformed the tax collection system. We have introduced e-taxation measures.
- ADB has granted a soft loan to West Bengal, which is a huge achievement.
- The e-Abgari scheme has received recognition from Computer Society of India (CSI).
- I propose to allocate Rs 57,905 crore for Plan outlay.
- We have surpassed all records and created employment opportunities for 20 lakh people in the past one year.
- To carry on with the surge of development, we seek the blessings of Bengal’s Maa, Mati, Manush.
পেশ হল ২০১৬-১৭ সালের ভোট-অন-একাউন্ট
আজ রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। গত ৫ বছরে সরকারের সাফল্যকে তুলে ধরা হল এই ভাশনের মাধ্যমে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতৃত্বে পাঁচ বছরে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে গিয়েছে। অর্থনীতির ক্ষেত্রে সারা দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবাংলা। উন্নয়নমূলক অর্থনীতির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিপুল সাফল্যের জয়জয়কার দেশের ভিতরে ও বাইরে সব জায়গায় প্রশংসিত হয়েছে। গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস যা কাজ করেছে গত ৩৪ বছরে বামফ্রন্ট তার কিছুই করতে পারেনি।
অনেক অনলাইন প্রসেস সহ বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রীয় সরকারের থেকে অনেক প্রশংসা পেয়েছে। ই-গভর্নেন্স নিয়ে রাজ্য মডেল কেন্দ্রীয় সরকার দ্বারা পুরস্কৃত হয়েছে। সারা বছর ধরে রাজস্ব ঘাটতির জন্য (জিডিপি) শতকরা হিসাবে কাটা হয়েছে।
বাম সরকারের ৩৪ বছর অপশাসনের পর এই সরকার বিশাল ঋণের বোঝার সম্মুখীন হয়েছে, কেন্দ্রীয় সরকার সাহায্য করতে অস্বীকার করা সত্ত্বেও সরকার অগ্রগতির ক্ষেত্রে অনেক প্রশংসা পেয়েছে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ GDP সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরমেন্স করেছে।
ডঃ অমিত মিত্র বক্তব্যর মূল বিষয়গুলি
- শিল্পের ক্ষেত্রে বাংলার বৃদ্ধি ১০.৫% যখন ভারতের ক্ষেত্রে শিল্পের হার ৫%
- নারী ও শিশু বিকাশ ক্ষেত্রে ৩ গুন বেড়ে ১২,৪৬৮ কোটি টাকা হয়েছে
- কৃষিক্ষেত্রে ৩ গুন ব্যয় বৃদ্ধি হয়েছে
- গ্রামীণ উন্নয়নে ব্যয় ৪ গুন বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে ৩ গুন বৃদ্ধি পেয়েছে
- গত ৫ বছরে এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে
- ৬৯ লক্ষ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, ১৭৬টি কিষাণ বাজার তৈরি হয়েছে
- ৬৪টি হিমঘর তৈরি হয়েছে সঙ্গে ৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য গুদামজাত করার ব্যবস্থা করা হয়েছে
- ৮৫০০০ মাছ চাষির পেনশনের ব্যবস্থা করা হয়েছে
- ইলিশ মাছ গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে উত্তর ২৪ পরগনায়
- ৫ লক্ষ মেট্রিক টন শস্য গুদামজাত করার ব্যবস্থা করা হয়েছে
- ১.৪৫ লক্ষ পুকুর তৈরি করা হয়েছে, আরও ৫০০০ তৈরির লক্ষ্য রয়েছে আমাদের
- বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় জল তীর্থ প্রকল্প চালু করা হয়েছে
- ২০০৬-২০০১১ এ ইন্দিরা আবাস যোজনায় বরাদ্দ করা হয়েছিল ৬০০০ কোটি টাকা বর্তমানে এই বরাদ্দ ১১০০০ কোটি টাকা
- নির্মল বাংলায় নদীয়া প্রথম স্থান অধিকার করেছে
- গীতাঞ্জলি প্রকল্পের আওতায় ১.৩৫ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে
- ‘নিজ গৃহ নিজ ভুমি’ প্রকল্পে ৩ লাখ পাট্টা প্রদান করা হয়েছে, ২০০৬-১১ সালের তুলনায় যা ৩ গুন বৃদ্ধি পেয়েছে
- ৬৬৬টি পাইপ লাইন পতইরির প্রজেক্ট নেওয়া হয়েছে
- ২০১১-১৬ র মধ্যে ২ লক্ষ মিউটেশন সম্পূর্ণ করা হয়েছে
- ২০১১-১৬ র মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে প্রসবের হার ৬৮%-৯০% বৃদ্ধি পেয়েছে
- ১০৯টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করা হয়েছে
- ৮২ টি ন্যায্য মূল্যের ডায়াগনসটিক সেন্টার তৈরি হয়েছে
- গত ৪ বছরে শিশু চিকিৎসার জন্য ৩০৮টি এস এন এস ইউ এবং ৪৮টি এস এন সি ইউ তৈরি করেছে রাজ্য সরকার
- ৯টি নতুন মেডিকেল কলেজ ও ৪১টি মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল তৈরি করা হয়েছে
- সরকারি হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে ২৭০০০ করা হয়েছে, এম বি বি এস এর আসন সংখ্যা বেড়ে হয়েছে ২৯০০
- ২০০৬-২০১১ র মধ্যে ৬৫% ছাত্রছাত্রী ছিল মিদ ডে মিলের আওতায়, এই সরকার তা ১০০% সম্পূর্ণ করেছে
- ৫৮৫১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তৈরি হয়েছে ২০১১-১৬ তে, যেখানে ২০০৬-২০১১ তে তৈরি হয়েছে ৫০০টি বিদ্যালয়
- ৩৩৬২৮ প্রাথমিক বিদ্যালয় বিদ্যুতায়িত হয়েছে
- ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৪৫টি কলেজ তৈরি করা হয়েছে
- ইকবালপুরে মহিলাদের কলেজ তৈরির কাজ চলছে ও জলপাইগুড়িতে একটি হিন্দি কলেজ তৈরি করা হয়েছে
- ২০১১ সাল পর্যন্ত ৮০টি আইটিআই তৈরি হয়েছিল, ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত মোট তৈরি আইটিআই এর সংখ্যা ১৭০টি
- বেকার যুবকদের জন্য উ९কর্ষ বাংলা প্রকল্প তৈরি করা হয়েছে
- স্কিল ডেভেলপমেন্টে মোট বরাদ্দ অর্থ ৪গুন বৃদ্ধি পেয়ে ১৮৩৫ কোটি টাকা করা হয়েছে
- ৮৪ লাখ সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছে
- ১৩২টি মার্কেটিং হাব তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার
- কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৩৩ লাখ ছাত্রী নাম নথিভুক্ত করেছে
- দেশ ও বিদেশ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্প
- ইউনিসেফ ও ডি এফ আই ডি কন্যাশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে
- বিভিন্ন জেলায় ৪৪ টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাজ্য সরকার
- ১৯টি হোস্টেল পুন: সংস্কার করা হয়েছে
- জঙ্গলমহলে খেলাধুলার পরিকাঠামো গরে তোলার জন্য ১৬.৮৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে
- প্রায় ১ লক্ষ বেকার যুবক যুবতীকে যুবশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে
- ৩২ লক্ষ সামাজিক মুক্তি কার্ড বিতরণ করা হয়েছে
- ২০১১-১৬ সালের মধ্যে ৫২১২ কিমি রাস্তা সংস্কার করা হয়েছে
- ২০১১-১৬ সালের মধ্যে ৫৫টি নতুন সেতু নির্মাণ করা হয়েছে
- ১১২ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে
- ২০০৬-১১ সালে ভাঙ্গন রোধে নদী বাঁধ নির্মাণ হয়েছিল ৬৪০ কিমি, ২০১১-১৬ সালের মধ্যে তা ৩ গুন বৃদ্ধি পেয়েছে
- ৩টি নতুন পুরসভা তৈরি করা হয়েছে, বিধাননগর পুরসভা তৈরি হয়েছে
- আসানসোল ও হাওড়া কর্পোরেশন পুনর্গঠিত হয়েছে
- রাজ্যে নতুন টাউনশিপ নীতি চালু হয়েছে, ৬ টি নতুন টাউনশিপ তৈরি হচ্ছে
- তিস্তা, ভাগীরথী ও অন্যান্য নদী সহ ১৬৩৪ কিমি নদীতীরে ভাঙন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
- তারাপীঠ ও রামপুরহাটে ফুরফুরা শরিফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছে
- রাজারহাটে আন্তর্জাতিক মানের কনভেশন সেন্টার তৈরি হচ্ছে
- উত্তরবঙ্গের উন্নয়নের নানা প্রকল্পের খাতে ৭৩৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে
- জঙ্গলমহলের ৯৩৩০টি ইউনিট গীতাঞ্জলি প্রকল্পের আওতায় এসেছে
- সবার ঘরে আলো প্রকল্পে ৩১৬৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে। মার্চের মধ্যে ১০০% ঘরে বিদ্যুত পৌঁছে যাবে
- ২০১১ অবধি, ৫২% এপিএল পরিবারে বিদ্যুত পৌঁছেছিল। ২০১৬তে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮%
- ২০১১ পর্যন্ত মাত্র ১৮% বিপিএল পরিবার বিদ্যু९ পাচ্ছিল এখ 90% মানুষ এই পরিষেবা পাচ্ছে
- ৪২০০০ কোটি টাকার পাম্পসেট বিতরণ করা হয়েছে
- উত্তরবঙ্গে শুরু হয়েছে ভোরের আলো পর্যটন প্রকল্প
- ডুয়ার্স, দার্জিলিং ও কালিম্পঙে চালু হয়েছে ইকো-টুরিসম। শিলিগুড়িতে চালু হয়েছে জঙ্গল সাফারি পার্ক
- হেলিকপ্টার পরিষেবা (কলকাতা ও শান্তিনিকেতনে, মালদহ, দুর্গাপুর, বালুরঘাট, গঙ্গাসাগর, হলদিয়া ও দীঘার মধ্যে) চালু করা হয়েছে
- ৪০০০ প্রাইভেট বাস ও ১৫০০০ ‘নো রিফিউসল’ ট্যাক্সির পার্মিট দেওয়া হয়েছে গত পাঁচ বছরে
- যুব সম্প্রদায়ের জন্য ‘গতিধারা’ প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে ৫০০০ বেকার যুবক উপকৃত হবেন
- ৮টি আইটি পার্কের নির্মাণ কাজ শেষ হয়েছে ও ৮টির কাজ খুব শীঘ্র্রই শেষ হয়ে যাবে
- ৩৩১টি MSME ক্লাস্টার তৈরি করা হয়েছে
- ই-অফিস ও ই-ডিস্ট্রিক্ট প্রকল্প চালু হয়েছে রাজ্যে
- ২০১১ সাল পর্যন্ত ৪৮ লাখ শ্রমদিবস তৈরি করা হয়েছিল, এখন তা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে
- রাজ্যের হস্তশিল্প ও তাঁতশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে মুখ্যমন্ত্রী চালু করেছেন বিশ্ব বাংলা ব্র্যান্ড
- রাজ্যের কর ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। চালু হয়েছে ই-ট্যাক্স পদ্ধতি
- নতুন উদ্যোগপতিদের তুলে ধরতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছে ‘এগিয়ে বাংলা’ রিয়েলিটি শো
- আমাদের রাজ্যের ই-আবগারী ব্যবস্থা কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া থেকে পেয়েছে পুরস্কার
- ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে সবথেকে বেশি সফট লোণ প্রদান করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
- পরিকল্পনা খাতে ২০১৬-১৭ আর্থিক বর্ষে ৫৭৯০৫ কোটি টাকা বরাদ্দ করা হল
- আমরা বিগত সমস্ত রেকর্ড ছাপিয়ে গত বছর ২০ লক্ষ্য কর্মসংস্থান করেছি
- ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের সামগ্রিক বৃদ্ধির হার ১২.০২%
- কৃষি ক্ষেত্রে ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার ৫.৫%
- পরিষেবা ক্ষেত্রে ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার ১৩%
- রাজ্যের অগ্রগতি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আমরা মা, মাটি, মানুষের আশির্বাদপ্রার্থী