We will lodge a strong protest: Partha Chatterjee on the discrepancy in the standards of NEET questions

Today afternoon, Patha Chatterjee, the State Education Minister addressed a press conference at Nabanna.

In it, he criticised the Centre over the difference in the standard of questions set for Bengali-medium students, vis-à-vis the English questions.

“The manner in which the Centre is attacking Bengal and its talents, and acting against the interests of the students of the State, is condemnable”.

He said, “They (the Centre) said there will be one exam but the Bengali question paper is much more difficult than the English paper”.

So, “students of ICSE and CBSE boards are at a position of advantage over Bengali boards” since the “exam is conducted in English”.

He further said, “The Centre tried to do the same thing for the engineering entrance exam but we opposed the move. In the name of one exam, how could they have two different question papers for different languages?”

“This is the Centre’s tactic to deprive Bengal and neglect the talent of the State. Bengal cannot be deprived like this”.

He stated, “We will not bow down to this. We are writing to the CBSE on this issue. We will lodge a strong protest”.

 

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের। আজ দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাংলার মেধাকে আটকে দিতেই কেন্দ্র এই কৌশল নিয়েছে।

তিনি বলেন, “কেন্দ্র যেভাবে বাংলার মেধা ও বাংলার ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করছে এককথায় তা নিয়ে নিন্দার কোন ভাষা নেই। বলা হল অভিন্ন পরীক্ষা হবে কিন্তু দুরকম প্রশ্নপত্র হল” তিনি আরও বলেন, “ইংলিশের চেয়ে বাংলার প্রশ্নপত্র অনেক বেশি কঠিন”।

“ICSE/CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক বেশি সুবিধা পাবে বঞ্চিত হবে বাংলা বোর্ডের ছাত্রছাত্রীরা। একই কায়দায় ইঞ্জিনিয়ারিং করারও চেষ্টা করেছিল, আমরা চিঠি দিয়ে বলেছিলাম এই সিদ্ধান্ত ভুল, আমরা মানব না। অভিন্ন প্রশ্নপত্রের নামে দু ধরনের প্রশ্নপত্র করে তা যে কাজ করলেন তা নিঃসন্দেহে বাংলাকে বঞ্চিত করার কৌশল,” বলেন শিক্ষামন্ত্রী।

“বাংলাকে বঞ্চিত করার কৌশল ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। এভাবে বাংলার মেধাকে আটকে রাখা যাবে না। বাংলাকে বঞ্চিত করা যাবে না। আমরা এই কৌশলের কাছে মাথা নত করব না। আমরা CBSE বোর্ডকে চিঠি দেব। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

Rabindranath’s favourite dishes for a special ‘Pochishe Boishakh’ feast

This is news to rejoice for food lovers: ‘Pochishe Boishakh’ (Baisakh 25, or May 9) onwards – which is Rabindranath Tagore’s birth anniversary – for three days, West Bengal Fisheries Development Corporation, under the State Fisheries Department, has laid out a veritable feast for all and sundry.

On these three days, Rabindranath Tagore’s favourite foods would be available for savouring at Nalban Food Park in Kolkata, and considering the food connoisseur that he was, it’s going to be something to remember.

The festival has been named ‘Janmadiner Khaowadawa’ (Birthday Feast). The price of each dish ranges from Rs 60 to Rs 100. The plates and bowls to be served in would also be similar to those used during Tagore’s time, but they would be of clay.

Most of the delicacies have been selected from the book, Amish O Niramish Randhan (Non-vegetarian and Vegetarian Food) by Prajnasundari Devi, a niece of Rabindranath Tagore, published in 1900. Other sources for the foods include old recipes from Thakurbari.

Tagore had a particular habit which has made Thakurbari cuisine what it is: wherever he went for a feast, he would carry back the menu with him; then he would instruct his home chefs to rustle up the same dishes, with additions of his own, thus creating new dishes.

Since fish was a particular favourite of Rabindranath Tagore, the cuisine at Thakurbari had a larger proportion of fish dishes, and hence, so would the feast at Nalban. Different types of kebabs were another of his favourites. The Nobel laureate was also fond of cuisines from Spain, England and Turkey.

Some of the food items are as follows: jackfruit fish (catla fish with jackfruit), spicy boal fish, pulao sprinkled with fish cubes, soured mourola fish and pnuti fish, shoal fish with unripe mango, potoler dolma (stuffed potol) with ardh or boal fish, fried chapila fish, prawns in poppy seed-and-onion paste, prawns in methi leaves and home-made curd.

 

Image: nynjbengali.com

 

রবির প্রিয় পদ নিয়ে কবিপ্রণাম

খাদ্যপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ – রবি ঠাকুরের পছন্দের খাবারে এবার আম-বাঙালিও কবজি ডোবানোর সুযোগ পাবে। ২৫শে বৈশাখ থেকে পরপর তিনদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য মৎস্য দপ্তরের অধীন ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই উৎসবের আয়োজন করছে।

কলকাতার নলবন ফুড পার্কে আইয়োজিত হবে এই উৎসব। উৎসবের নাম দেওয়া হয়েছে ‘জন্মদিনের খাওয়াদাওয়া’। তিনদিন ব্যাপী এই উৎসবে গানবাজনা সহ থাকছে এলাহি আসর, ঠিক যেমন ঠাকুরবাড়িতে হত।

শুধু ঠাকুরবাড়ির রান্নাই নয়, সেখানে যে পাত্রে এইসব খাবার পরিবেশন করা হত সেইসব পাত্রও থাকছে এখানে। তবে সেগুলি মাটির। প্রতিটি ডিশের মূল্য ৬০ টাকা থেকে ১০০ টাকা।

বেশিরভাগ রান্নাই নেওয়া হয়েছে কবির ভাইজি প্রজ্ঞাসুন্দরীদেবীর বই ‘আমিষ ও নিরামিষ রন্ধন’ থেকে। বাকি রান্নার পদগুলি ঠাকুরবাড়ির পুরনো রেসিপি থেকে নেওয়া।

রবি ঠাকুরের পছন্দের খাবার ছিল জ্যাকফ্রুট ফিশ, বোয়াল মাছের ঝোল, মাছের কিউব দেওয়া পোলাও, মৌরলা কিংবা পুঁটি মাছের টক, আম দিয়ে তৈরী শোল মাছের পদ, পটলের দোলমায় আড় বা বোয়াল মাছের পুর। আমপোড়া শরবতও তাঁর খুব প্রিয় ছিল। গরমের দুপুরে জমিদারির কাজ দেখভালের ফাঁকে ফাঁকে এই শরবত ছিল কবির এনার্জি বুস্টার।

কাবাব তো বটেই, টার্কি, লন্ডন বা স্পেনের বিভিন্ন খাবারও ভালবাসতেন রবীন্দ্রনাথ। তবে তাঁর সবচেয়ে পছন্দের পদ ছিল মাছ।

 

 

 

 

Bringing back peace in Jangalmahal is the biggest success story of the Maa Mati Manush Govt

Bringing back peace in Jangalmahal is the biggest success story of the Maa Mati Manush Government. Left Wing Extremism (LWE) in Jangalmahal is a thing of the past. The Bengal Government, under the able leadership of Chief Minister Mamata Banerjee, has been able to spread the light of development in the the vast area, once infamous for being a hub of extremist activities.

The Bengal Chief Minister, who has visited the area comprising the districts of Bankura, Purulia and Jhargam districts more than hundred times since 2011, has given the area a new ray of hope.

From providing rice at Rs 2/kg to the tribal people and the poor to setting up new schools, colleges, super-speciality hospitals and stadiums, the Bengal Government under Mamata Banerjee has taken all the necessary steps to enable the people of Jangalmahal to lead a peaceful and violence-free life, and hence provided the relief from which they were deprived.

The tribal people have received benefits like forest patta, kendu industry workers have received benefits, students have received bicycles under Sabuj Sathi and scholarships under Kanyashree. The youth of the area now take part in the annual Jangalmahal Cup, initiated by Mamata Banerjee.

Numerous water supply projects and rural road projects have given a boost to the villages in the interiors of Jangalmahal. Tourism has been given a special impetus. As a result of so many measures taken, the locals are thriving.

In fact, after years of hardship, Jangalmahal is smiling again. The Bengal Chief Minister has rightly claimed that bringing back peace in the Jangalmahal region is the biggest success story of the Maa Mati Manush Government.

 

 

জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনাই মা মাটি মানুষের সরকারের সব থেকে বড় সাফল্য

মা মাটি মানুষ সরকারের সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালকটি হল জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনা। নক্সাল হিংসার ফলে জঙ্গলমহল জুড়ে ছিল অশান্তির বাতাবরণ। অশান্ত জঙ্গলমহল আজ হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ জঙ্গলমহল আজ উন্নয়নে সামিল হয়েছে।

২০১১ তে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় শতাধিক বার গেছেন ও জঙ্গলমহলবাসীদের দিয়েছেন উন্নয়নের দিশা। ২টাকা কিলো দরে চাল প্রদান, নতুন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্টেডিয়াম – শান্তির পরিবেশ তৈরী করতে সরকার নিয়েছেন সব পদক্ষেপ। এতদিন যে মানুষরা বঞ্চিত ছিল তারা পেয়েছেন উন্নয়নের আস্বাদ।

আদিবাসীরা পেয়েছেন জঙ্গলের পাট্টা, কেন্দু শিল্পের সঙ্গে জড়িতেরা পেয়েছেন সুবিধা, সবুজ সাথী প্রকল্পে পড়ুয়ারা পেয়েছে সাইকেল, কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা পেয়েছে স্কলারশিপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বার্ষিক জঙ্গলমহল কাপে অংশ নেয় স্থানীয় যুবরা।

 

Trinamool will win in all the 16 seats in Pujali: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee today took part in a padayatra in Pujali, South 24 Parganas, while campaigning for the municipal polls of the Pujali Municipality. The four km padayatra which started from Pujali Oriental More and continued till Chhoto Battala on the Sunday morning saw thousands of people walking along with the fiery youth icon.

Abhishek Banerjee said that Trinamool will win in all the 16 wards of the Pujali Municipality. He said that the opposition will be washed out. Trinamool has no fear, the more Trinamool will be threatened, it will be more strong, he said.

Abhishek Banerjee said that Pujali did not see and development during the Left rule. 80% of the water supply project has been completed in the area, he said. He stressed on the development of the area and said that the Hindutwa factor will not work here. He asked all party workers to work united against the combined opposition force.

বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না: অভিষেক ব্যানার্জি

বিরোধীরা দাঁত ফোটাতে পারবেন না পূজালি পুরসভায়। এবারও তৃণমূলই জিতবে। ২০ মে পূজালিতে তৃণমূলের বিজয় মিছিল বেরোবে। রবিবার পূজালির ওরিয়েন্টাল মোড় থেকে প্রায় ৪ কিমি পায়ে হেঁটে ছোট বটতলা পর্যন্ত মহামিছিল করেন সাংসদ অভিষেক ব্যানার্জি। তার পর ছোট বটতলাতেই তিনি সভা করেন। সেই সভাতেই তিনি এই ঘোষণা করেন।

এদিন সভায় তিনি বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন। বলেন, ‘‌পূজালির ১৬টি আসনেই জিতবে তৃণমূল। বিরোধীদের কোনও অস্তিত্বই থাকবে না। তারা দাঁত ফোটাতে পারবে না।’‌ তৃণমূল সাংসদ সাফ জানিয়ে দিলেন, এবারও বিরোধীশূন্য করেই পূজালিতে ঘাসফুল ফুটবে। তিনি সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর জবাবে বলেন, ‘‌যতই ভয় দেখান না কেন, তৃণমূল ভয় পায় না। এখানে ভয় দেখিয়ে তৃণমূলকে হারানো যাবে না। তূণমূলকে ধমকালে–‌চমকালে তৃণমূলের শক্তি আরও বাড়বে।’‌

তাঁর অভিযোগ, ‘‌বাম আমলে পূজালির কোনও উন্নয়নই হয়নি। তৃণমূল এসে এখানে জলপ্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ করেছে। পূজালির মানুষ উন্নয়ন চান। আর এখানে সেই উন্নয়নই হয়েছে। প্রচুর টাকার উন্নয়নের কাজ হয়েছে এই পুরসভায়। তাই কোনও হিন্দুত্ব তত্ত্ব এখানে চলবে না। মানুষ তৃণমূলকেই ভোট দিয়ে জেতাবেন।’ তিনি এদিনও ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দেন। বলেন, ‘ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই পুরসভার প্রতিটি আসনেই জিততে হবে।’ এদিন তিনি অভিযোগ করে বলেন, ‘এখানে বিরোধীদের গোপন আঁতাত তৈরি হয়েছে। সামনে যা–ই দেখাক না কেন, ভেতরে ভেতরে সিপিএম, কংগ্রেস ও বিজেপি আঁতাত করে লড়াইয়ে নেমেছে।’

এদিন তাঁর সঙ্গে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, শওকত মোল্লা, গৌতম দাশগুপ্ত প্রমুখ।

Theme park dedicated to Satyajit Ray’s ‘Sonar Kella’ comes up in Newtown

Sonar Kella Udyan, a theme park dedicated to one of Satyajit Ray’s masterpieces, Sonar Kella has been recently inaugurated in Newtown in Kolkata.

Scenes from the film have been recreated at the park. The famous desert scene where Feluda, his nephew, Topshe and writer-friend Jatayu are crossing the desert on camel-back has been recreated with the help of models.

Then, there are models of cacti, associated with Jayatu’s famous question to Feluda on whether camels eat cacti after segregating thorns. There are date palm trees, wall paintings depicting some scenes from the film and many more things.

The desert of Rajasthan has been created impeccably.

 

সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লার’ আদলে থিম পার্ক নিউটাউনে

জোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ। তবে সে তো মাত্র চার দিনের দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে নিউ টাউনে। সৌজন্যে, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

সংস্থাটি ওই অঞ্চলের সব ক’টি উদ্যানে সৌন্দর্যায়নের প্রকল্প হাতে নিয়েছে। বাগানগুলোকে মানুষের চোখে আকর্ষণীয় করে তুলতেই এই থিমের ভাবনা। শিশু অথবা বয়স্কদের পার্কগুলিকে এক এক রকম থিমে সাজিয়ে তোলার কাজ শুরুও হয়েছে।

শনিবার বিকেলে তেমনই একটি থিম-পার্কের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউটাউনের বিএ ব্লকের পার্কের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিখ্যাত ছবি ‘সোনার কেল্লা’। সত্যজিৎ রায় পরিচালিত ওই ছবির কিছু দৃশ্য হাজির হয়েছে উদ্যানে।

পাঁচিলের গায়ে ফুটে উঠেছে সিনেমার নানা কিংবদন্তি হয়ে যাওয়া দৃশ্য। ছবিতে, ভাস্কর্যে পার্ক জুড়ে বিখ্যাত ফেলু-তোপসে-জটায়ু ত্রয়ীর দেখা মিলছে। ‘সোনার কেল্লা’র সেই রাজস্থানি মরুভূমির আবহ জীবন্ত করে তুলতে সওয়ারি-সহ উটের মূর্তিও বসেছে। শুধু চলচ্চিত্রের অনুকরণেই ভাস্কর্য বা ছবি নয়, পার্কে বসার জন্য মানানসই প্যাগোডাও থাকছে।

আশা করাই যায়, নিউ টাউনের পাশাপাশি শহরের অন্যান্য এলাকার মানুষের কাছেও পার্কগুলির আকর্ষণ বাড়াবে থিমের ব্যবহার।

GJM indulges in politics of deceit, says Abhishek Banerjee

All India Trinamool Congress Youth president and MP Abhishek Banerjee while laying bare Mamata Banerjee’s Hill development report card alleged that the Bimal Gurung-led Gorkha Janmukti Morcha (GJM) is only indulging in politics of deceit.

Abhishek flagged off his Municipal election campaign trail from Darjeeling on Friday by addressing a TMC rally. “The GJM only knows how to hoodwink public. They have been betraying the simple hill folks over the years. They can go to any extent to retain their power, pelf and chairs. There has been no development in the Hills under the GJM,” claimed Abhishek.

Taking a dig at the GJM and the BJP, Banerjee stated: “As per the BJP, Prime Minister Narendra Modi has a 56 inch chest. Here in Darjeeling, the GJM leaders including Bimal Gurung and Roshan Giri have 56 inch long tongues which they use to tell lies efficiently,” alleged Abhishek.

He also stated that despite having no elected public representatives in the Hills including MLAs, MP, Municipal Councillors, Panchayats or GTA members, Chief Minister Mamata Banerjee has opened the floodgates of development in the Hills. “She works sincerely for the poor and the downtrodden and the Hills occupy a special place in her heart. Whatever she had committed for the Hills has been fulfilled,” Abhishek asserted.

The AITMYC President stated that as per the Chief Minister’s commitment, Lamahatta has been developed into a new tourist spot; Kalimpong has been made into a separate district; Mirik upgraded to a sub-division; 15 community-based boards have been constituted that are working for the preservation of the language and culture; a campus of Presidency College is being opened in Kurseong along with new ITIs and colleges all over the Hills.

“Despite having all public representatives under them and the four Hill Municipalities what have the GJM done in the past 5 years? They cannot boast of a single successful achievement. The state has given the Darjeeling Municipality Rs 12 crore for drinking water scheme; Rs 4 crore for street lights and Rs 15 crore for waste management. Not a single thing has been done. Where has the money gone,” questioned Abhishek.

The youth leader stated that the BJP is not sincere towards their commitments to the Hills. “BJP President visited North Bengal but did not undertake the three-hour journey to Darjeeling. Your BJP MP does not raise your voice in the Parliament,” claimed the TMC MP.

He further stated that the TMC does not resort to divisive and communal politics. “While GJM divides, we want to unite. We want to take all along in our pace of development and good governance,” he added. “Whether we win or lose, we will ensure that politics of violence, intimidation and bandh ends in the Hills. Democracy has returned and different parties along with independent candidates for the first time in a long while are taking part in Municipal elections in the Hills,” claimed Abhishek.

 

মোর্চাকে পাহাড়ছাড়া করার ডাক অভিষেকের

দার্জিলিঙে তৃণমূলের জনসভায় জনস্রোত। অভিষেক ব্যানার্জির ভাষণ শুনতে পাহাড়ি পাকদণ্ডীতে শুধু মানুষ আর মানুষ। সেই ভিড়ের দিকে হাত তুলে মোর্চাকে পাহাড়ছাড়া করার ডাক দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জি।

তিনি বলেন, ‘১৭ মে–‌র পর পাহাড়বাসীর সঙ্গে ওঁদের মাথা নিচু করে কথা বলতে হবে। দার্জিলিং মানে টি ট্যুরিজম টিম্বার। এবারে এর সঙ্গে আরও একটি ‘টি’ যুক্ত হবে। সেটা হল টিএমসি।’

তিনি মোর্চাকে উদ্দেশ্য করে জানান, ‘এতদিন পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে বারে বারে জিতে এসেছে। কিন্তু ভয় পাওয়ার দিন আর নেই। আর ভয় পাবেন না। ওরা চমকালে আপনারাও চমকাবেন। ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’ মোর্চাকে বারে বারে মিথ্যেবাদী বলে অভিহিত করেছেন অভিষেক। বলেন,‘মিথ্যে কথা বলে বলে এদের জিভ ৫৪ ইঞ্চি লম্বা হয়ে গেছে। ওখানে লাগাম টানতে হবে। আমরা মিথ্যার রাজনীতি করি না, জনগণের কাজ করি।’

মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী পাহাড়কে ভালবাসেন। পাহাড় ওঁর হৃদয়ে আছে। গত ৬ বছরে অন্তত ৭০ বার পাহাড়ে এসেছেন। পর্যটন থেকে শিক্ষা, যোগাযোগের রাস্তা থেকে পানীয় জলের জন্য সবরকম কাজ করেছেন। দার্জিলিং পুরসভাকে ১২–১৩ কোটি টাকা দিয়েছেন পানীয় জলের জন্য। পথবাতির জন্য ৪ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এরা কিচ্ছু করেনি। এদের কাজ একটাই, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই।’

Bike taxis to operate in Sector V soon

Buoyed by the success of bike taxis, Housing Infrastructure Development Corporation (HIDCO) has requested the state Transport department to allow them to ply bike taxis in Sector V, the state’s most important IT hub off Salt Lake.

K Bike taxi has so far deployed 21 taxis out of a total of 50 two-wheelers which they will introduce in phases. Meanwhile, One Man Taxi has deployed 22 two-wheelers. So far, 1,400 people have availed bike taxis.

The State Transport minister, had for the first time in the state, introduced the bike taxis at a function for New Town on March 16. Bike taxis have become immensely popular in New Town because of its affordability factor. The charge for the first two kilometres is Rs 20 and then Rs 5 per additional kilometre. There is additional helmet for the pillion rider and a panic button. Every taxi is fitted with GPS and during monsoon, there will be raincoats for pillion riders.

The drivers have been given special training and they follow the copy book riding style, that is driving the two -wheelers at a maximum speed of 40 km per hour and take the left lane and never the right or the middle lanes which are used by most of the bike riders risking their lives.

 

বাইক ট্যাক্সি পরিষেবা সেক্টর ফাইভেও চালু করার ভাবনা

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবায় মিলেছে ব্যাপক সাড়া। এর সাফল্যকে ধরে রাখতে হিডকো এই পরিষেবা ছড়িয়ে দিতে চায় রাজ্যের তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র বিধাননগরের সেক্টর ৫-এও। এই বিষয়ে তাঁরা রাজ্য পরিবহণ দপ্তরকে আবেদনও জানিয়েছে।

মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর রাজারহাট ও নিউটাউনের পরিবহণের সুবিধার্থে ২১টি বাইক নিয়ে চালু করে বাইক ট্যাক্সি পরিষেবা। তারপর চালু হয় আরও ২২টি বাইক ট্যাক্সি। এখন পর্যন্ত মোট ১৪০০জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন।

রাজ্য পরিবহণ সংস্থা কিছু নিয়মাবলী তৈরি করেছেন যা সকল বাইক ট্যাক্সি’কে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে। বাইক ট্যাক্সিতে থাকছে একটি প্যানিক বোতাম। এছাড়া বাইক ট্যাক্সিতে একটি অতিরিক্ত হেলমেট রাখতে হবে যেটা যাত্রী পরবেন ও বর্ষাকালের কথা মাথায় রেখে এই বাইক ট্যাক্সিতে যাত্রীদের জন্য একটি রেনকোটও থাকবে।

Bengal to renovate three heritage buildings

The Bengal Heritage Commission has taken up a project to restore three most crucial heritage buildings of the state, namely Mahishadal Rangibashan Rajbari, Dr Graham Home’s Church in Kalimpong and the house of Alexander Duff on Nimtala Ghat Street.

Several buildings with unique architecture had been developed in Mashidal in East Midnapore in the 18th century. Most of them were Rajbaris. At least 150-year-old Rangibashan Rajbari is the grandest among all.

In Kalimpong, Dr Graham’s Home was set up in the British era for destitute children and orphans. There is a century-old stone-made church situated adjacent to the home and it was heavily damaged during 2011 earthquake in Sikkim.

The third project is the house of Alexander Duff on Nimtala Ghat Street. The building once also housed Jorabagan police station.

West Bengal Heritage Commission, which is under Information and Cultural Affairs Department, had sent detailed DPRs to Ministry of Culture. It is learnt that Rs 5 crore has been granted for restoration of Alexander Duff’s house while Rs 6 crore each has been granted for Mahishadal Rangibashan Rajbari and Dr Graham Home’s Church.

 

Bengal’s e-district project will transform governance in rural areas

The Bengal government, which has achieved tremendous success in e-governance with its e-pension project, is likely to touch another milestone by initiating the e-district programme for rural Bengal.

Bengal is among the top performing states across the country in Information Technology (IT) and e-governance sector. The government has given maximum priority to augment IT in the state through projects like e-governance.

The e-district project will bring about a revolution providing government-run services in rural Bengal. It may not be necessary to visit the government offices for submitting the applications, knowing the statuses or receiving certificates or licenses. People can get their services through internet in such cases.

According to the IT department, the project aims at providing support to the district administrations. This project would work under three specific systems – State Wide Area Network (SWAN) of connectivity, State Data Centre (SDC) for safe data storage and Common Service Centre (CSC) for service delivery.

Work for the e-district service is in the process of implementation in Jalpaiguri and Bankura districts and on its successful implementation, the same will be rolled out to the remaining districts of Bengal.

 

Bengal Government to distribute ration for free to mothers with newborn babies

The Bengal Government is planning to distribute free ration to mothers with newborn babies across the State so that they do not suffer from malnourishment. The State Food department will distribute coupons to around 30,000 mothers across the state.

The mothers can now show the coupons to ration shops where they will be supplied with rice, wheat, grams and lentil. They would be given the coupons at the time when the leave the government hospitals or sub-centres, after giving birth to their young ones.

The Food Supply department has instructed the ration shops to provide five kg of rice, 2,5 kg of wheat, 1 kg of lentil and 1 kg of gram every month to the mothers against the coupons. The State government has made this move keeping in mind bringing down malnutrition figures among the new mothers belonging to the economically weaker class.

 

অপুষ্টি থেকে রক্ষা করতে নিখরচায় রেশন প্রসূতিদের

সরকারি কুপন দেখালেই এবার থেকে নিখরচায় রেশন পাবে প্রসূতি। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথভাবে নয়া এই কর্মসূচি আনছে খাদ্য দপ্তর। কন্যাশ্রী প্রকল্পের সফল রুপায়ণের পর আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের প্রসূতিদের অপুষ্টির কবল থেকে রক্ষা করতেই এই পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।

প্রথম দফায় মে মাস থেকেই এই কর্মসূচির আওতায় আসছেন রাজ্যের অন্তত ৩০ হাজার প্রসূতি। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের আওতায় এই কর্মসূচি দ্রুত রুপায়ণ করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে খাদ্য সরবরাহ দপ্তর। সরকারের এই সিদ্ধান্ত দ্রুত চালু করার জন্য রেশন ডিলারদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এবার তাই রেশনে কুপন দেখালেই মে মাস থেকে প্রসূতিরা পাবেন চাল, গম, ছোলা ও মসুরি ডাল। সরকারি হাসপাতাল বা সাবসেন্টারে ওই প্রসূতির পরিবারের বার্ষিক আর্থিক আয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবে খাদ্য সরবরাহ দপ্তর। তার ওপর ভিত্তি করেই কুপন দেওয়ার কাজ শুরু হয়েছে। এক বছরের জন্য এই রেশন নিখরচায় পাবেন প্রসূতি।

খাদ্য দপ্তরের তরফে রেশন দোকানের ডিলারদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মাসে ৫ কিলোগ্রাম চাল, ২.৫ কিলোগ্রাম গম বা আটা এবং ১ কিলোগ্রাম মসুর ডাল ও ১ কিলোগ্রাম ছোলার ডাল সরবরাহ করা হবে। নবান্ন সূত্রে খবর, গরিব পরিবারের প্রসূতিদের নিখরচায় পুষ্টিকর খাদ্য সরবরাহ করার জন্য কিছুদিন ধরেই প্রসাশনের শীর্ষস্তরে আলোচনা চলছিল। অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গরিব প্রসূতির মায়েরা শিশু জন্ম দেওয়ার পর যাতে অন্তত পরিমিত খাবার খেতে পারেন, সেকথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই পরিকল্পনা।