Bengal Govt takes up plans for infrastructural development of the Sundarbans

The Sunderbans Affairs department has taken up a number of projects with the help of Rs 300 crore funds sanctioned by the government to spruce up the infrastructure of Sunderban. The plans include setting up more brick paved roads, culverts and bridges, further developing mangrove plantation and improving agriculture and fisheries activities.

The objective is to spruce up the infrastructure as well as improving the livelihood of the local people by imparting skill development programme.

Apart from improving road connectivity including setting up cement concrete roads and bituminous roads, the authorities are also working on skill development for the local dwellers to improve their livelihood.

 

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্য সরকারের

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন উন্নয়ন বিভাগ ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। পাকা ইটের রাস্তা, কালভার্ট এবং সেতু স্থাপনের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, কৃষি ও মাছ চাষের অগ্রগতির পরিকল্পনাও রয়েছে।

উদ্দেশ্য হল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।

সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতকরার জন্য সিমেন্টের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এছাড়া স্থানীয় লকেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

 

70 State bus terminuses to be renovated and modernised

The Bengal Government has taken grand up plans to renovate and modernise 70 bus terminuses in the State. The work for 20 would be completed in the first phase (by this December) and that for 50 more in the second phase.

Among the first 20 are the terminuses in Jadavpur, Garia, Taratala, Joka, Esplanade, Howrah, Kolkata Airport and Santragachi (three terminuses each in the last two places).

Among the facilities to be provided at each modernised terminus would be a passenger centre, an information centre manned by employees of the State Transport Department, a digital time table and an elevated display board, public address system, comfortable seating arrangements and a park, with a separate space for children.

Besides all the terminuses would be fully covered and would have floors paved with costly stones. There would be adequate lighting, arrangement for drinking water and toilets too. The area around the terminuses would be decorated with plants.

 

৭০টি বাস টার্মিনাসের আধুনিকীকরণ করবে রাজ্য সরকার

ভঙ্গুর টার্মিনাসগুলো আমূল সংস্কারের মাধ্যমে সুসজ্জিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের ৭০টি বাস টার্মিনাসকে সংস্কার করে যাত্রী সহায়ক গড়ে তোলা হবে। প্রথম ধাপে ২০ টি টার্মিনাসের কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। পরে বাকি ৫০টির কাজও শেষ হয়ে যাবে।

প্রথম পর্যায়ের এই ২০টি টার্মিনাসের তালিকায় রয়েছে যাদবপুর, গড়িয়া, তারাতলা, জোকা, এসপ্ল্যানেডের ট্রাম টার্মিনাস থেকে শুরু করে হাওড়া, বিমানবন্দরের ৩টে এবং সাঁতরাগাছির ৩টে টার্মিনাসও।

অত্যাধুনিক বাস টার্মিনাসগুলির বিশেষ সুবিধাঃ

টার্মিনাসগুলির ভিতরে তৈরী হবে পার্ক। পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম থাকবে। টার্মিনাসের মাথার ওপর শেড থাকবে, মেঝে তৈরী করা হবে দামি পাথর দিয়ে। যাত্রীদের বসার জন্য থাকবে আরামদায়ক আসন।

এছাড়াও যাত্রী সুবিধার্থে ডিজিটাল টাইম টেবিল এবং এলিভেটেড ডিস প্লে বোর্ড থাকবে। এর মাধ্যমে বাস ছাড়ার ও পৌঁছানোর নির্দিষ্ট টাইম জানা যাবে। একইসঙ্গে বাস টার্মিনাসের ভিতরেই তৈরী করা হবে ‘অনুসন্ধান কেন্দ্র’। এখানে সবসময় একজন করে পরিবহণ দপ্তরের কর্মী থাকবেন যার কাছ থেকে যাত্রীরা বাস সম্পর্কে সব রকম তথ্য পাবেন।

পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, পর্যাপ্ত আলো, পরিস্রুত পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা থাকবে বাস টার্মিনাসগুলোয়। পুরো টার্মিনাস এলাকাগুলো গাছগাছালি দিয়ে সাজিয়ে তোলা হবে, বাস প্রবেশ ও প্রস্থানের জন্য তৈরী হবে সুদৃশ্য গেট।

Verdict of Bengal: Trinamool all the way

Trinamool Congress swept the municipal polls held in seven municipalities, winning in Mirik , Domkal, Pujali and Raiganj. People of Bengal have yet again reposed their faith on the development initiatives of Mamata Banerjee.

For the first time in decades, a party which is not based in the Hills has won majority in a municipality of the Hills. Trinamool won Mirik municipality and won several seats in Kurseong, Darjeeling and Kalimpong.

Trinamool retained their hold on Pujali municipality and wrested Raiganj municipality from Congress. Domkal, which is a new municipality, also came this way.

The people of Bengal have yet again rejected the opposition forces and ploys to play divisive politics.

 

After the results were declared Mamata Banerjee tweeted:

Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled.

Congratulations to my brothers/sisters in hill areas of Darjeeling Kurseong Kalimpong Mirik for participating in the democratic process.

Special thanks to Mirik for reposing faith in us. We will work sincerely for you.After so many decades we begin a new era in the hills.

The hills are smiling.

 

সাত পুরসভার ভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

সাতটি পুরসভার ভোটের ফলাফল বেরোতেই পাহাড় থেকে সমতল সব জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। সাতটির মধ্যে ৪টি পুরসভায় বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল। সমতলে পূজালি, রায়গঞ্জ ও ডোমকলে জয়ী দল।

পাহাড়ে এই প্রথম খাতা খুলল তৃণমূল। মিরিক পুরসভার দখল নিল দল। কার্শিয়ং, দার্জিলিং ও কালিম্পঙেও খাতা খুলেছে তৃণমূল।

বাংলার মা, মাটি, মানুষ আবারও বিরোধীদের কুৎসার রাজনীতিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই বেছে নিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী টুইট করে মা-মাটি-মানুষকে অভিনন্দন জানান।

আমাদের ওপর আস্থা রাখার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকের ভাই বোনেদেরও আমার শুভেচ্ছা। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য মিরিককে বিশেষ ধন্যবাদ। আমরা আপনাদের জন্য কাজ করব। কয়েক দশক পর পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। পাহাড় হাসছে।

 

Bengal Govt to provide space to set up banks in rural areas

The Bengal government will help by providing basic infrastructure like space to set up banks in villages where they are yet to be established, the state Finance Minister Dr Amit Mitra has said.

Dr Mitra held a meeting with the top brass of all banks and chambers of commerce at Nabanna on Monday. Senior officials of the state government were also present at the meeting in which district magistrates gave their views on the matter through a video conference. Chief Minister Mamata Banerjee had expressed her concerns over the issue of villages in Bengal without banks while presiding over an administrative review meeting in Howrah on Friday. She had also expressed her wish to be present at the Finance minister’s meeting but couldn’t as she had to leave for Delhi before it was conducted.

Dr Mitra said that it was decided in the meeting that the state government will be providing basic infrastructure to set up banks. The government will provide space of around 300 to 400 square feet in panchayats and other office buildings where branches of nationalised banks could be set up. The first issue that came up at the meeting was that there are around 706 gram panchayats and 359 villages with a population exceeding 5,000 that do not have any bank.

The district magistrates have been asked to file a report stating the availability of space in such villages that can be given to banks to set up their branches. A detailed report on this issue has to be submitted within the next 15 days. The Chief Minister had recently also expressed concerns that farmers were not getting loans despite having Kisan Credit Cards (KCC). Both the issues came up during the meeting held at the state Secretariat on Monday. A decision has been taken to take the necessary steps to ensure that loans are sanctioned to KCC card holders.

At present, farmers having KCC are entitled to loans of Rs 37,091 and a new target has been set to give them a loan of Rs 50,000. Each of the SHGs gets loans of Rs 1.48 lakh. In 2016-17, a target was set to give a loan of Rs 3,263 crore to SHGs but Rs 3,417 crore was instead given as loan to the SHGs. In Monday’s meeting, issues like the Artisan Credit Card and the setting up of more micro ATMs and ATMs in rural areas have also been discussed.

 

রাজ্যের সব গ্রামে ব্যাঙ্ক তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের সমস্ত গ্রামেই এবার ব্যাঙ্ক গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার।  সোমবার এই মর্মে অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,গ্রামাঞ্চলে ব্যাঙ্ক গড়ে তুলতে রাজ্য সরকার ৩০০ থেকে ৪০০ স্কোয়ার ফুট করে জায়গা দেবে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা করতে।

রাজ্যের যে ৭০৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্ক নেই ,সেখানে ব্যাঙ্ক গড়ে তুলতে গেলে কি ধরণের পরিকাঠামোর প্রয়োজন তারই বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের। এছাড়া ও আর ও যে ৩৫৯ টি গ্রাম চিহ্নিত হয়েছে ,যেখানে জনসংখ্যা ৫ হাজারের বেশি ও আশপাশের ৫ কিলোমিটাররে মধ্যে কোনও ব্যাঙ্ক নেই সেই সমস্ত জায়গার রিপোর্ট আগামী ১০দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের।

গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকার সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রামের সাধারণ মানুষের এই বাস্তব সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের কাছে। গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকায় জন্য গ্রামের কৃষকদের কৃষাণ ক্রেডিট  কার্ডে ঋণ পেতে বা স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাঙ্ক ঋনের টাকা পেতে প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনকি ক্ষুদ্র ও কুঠির শিল্পে সরকারি ঋনের টাকা পাওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবারই অর্থমন্ত্রী অমিত মিত্র সমস্ত বণিকসভার প্রতিনিধি ,একাধিক ব্যাঙ্কের প্রতিনিধি ও রাজ্যের সমস্ত দফতরের সচিব ও প্রধান সচিবদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল করা হয়েছিল।

রাজ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বতেও কিষান ক্রেডিট কার্ড ,স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋন প্রদান বা ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যের সাফল্য চোখে পড়ার মতো।

 

 

Bengal Govt makes Bangla language compulsory from Class I to X in all schools

The Bengal State Education Minister Partha Chatterjee called an urgent press conference on Monday night and said that all schools in West Bengal irrespective of boards would have to have three languages from Class I to X, one of which would have to be Bengali.

“From now, every student would compulsorily need to learn Bengali in schools. English medium schools will have Bengali as an optional subject, either as a second or third language, from Class I,” the Education Minister said. Every student would compulsorily need to learn Bengali in schools, he said.

The seven languages offered in schools affiliated to the West Bengal board at present are Bengali, English, Hindi, Urdu, Nepali, Alchiki and Gurumukhi.

According to the new rule, students who have any other language other than Bengali as their first language, would have to opt for two more languages, one of which would have to be Bengali.

It has been decided because we have received complaints that Bengali language was not an option at several schools here,” the Education Minister said.

He also said that legalities of the decision were being looked into and he was hopeful that a clearance by the state cabinet would be good enough to put it in force.

 

Chief Minister Mamata Banerjee put up a post of Facebook today regarding the language issue, which is reproduced below:

Bengal respects all languages and languages of all States. Our three language formula shows how we really do…

India is a vast country and the strength of our nation is unity in diversity. We must respect every mother tongue and also give every regional language its importance. We believe in the freedom of choice and the three language formula.

Students have the freedom to take any language of their choice as a first language, second or third language.

If the student choses Bengali, Hindi, English, Urdu , Gurmukhi, Nepali, Alchiki as a first language, he/she may opt for two other languages of their choice. One of the three languages would have to be Bengali.The two other choices are completely dependent on what the students chooses.

This method would enable them to reach regional, national and international standards.

 

 

রাজ্যের সমস্ত স্কুলে দশম শ্রেণী পর্যন্ত ‘বাংলা’ বাধ্যতামূলক করল রাজ্য সরকার

সোমবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে রাজ্যে সব স্কুলে দ্বিতীয় বা তৃতীয় আবশ্যিক ভাষা হিসেবে পড়ানো হবে বাংলা। রাজ্যের সব মাধ্যম স্কুলের জন্যই চালু হচ্ছে ত্রিভাষা নীতি।

এদিন তিনি বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের শক্তি। প্রতিটি মাতৃভাষার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এবং প্রতিটি আঞ্চলিক ভাষার গুরুত্ব আছে। আমাদের বিশ্বাস, প্রতিটি ছাত্র ছাত্রীর নিজস্ব ভাষা চয়নের স্বাধীনতা আছে। ছাত্রসমাজের স্বাধীনতা আছে তারা তাদের মতো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে যে কোনও ভাষা চয়ন করতে পারবে”।

“বাংলা, হিন্দি বা ইংরেজি, উর্দু, নেপালি, গুরুমুখী কিংবা অলচিকিকে প্রথম ভাষা হিসেবে চয়ন করলে ছাত্র বা ছাত্রীটিকে আরও দুটি ভাষাকে তাদের পছন্দমতো চয়ন করতে হবেএবং ত্রিভাষার মধ্যে বাংলা ভাষা থাকতে হবে। এই প্রক্রিয়ায় ছাত্রসমাজের পক্ষে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মানে পৌছনো সহজ হবে” মন্ত্রী বলেন।

রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে যেখানে জানা গেছে অনেক স্কুলে বাংলা ভাষা চয়ন করার কোনও সুযোগ নেই বলে অনেক অভিযোগ এসেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তের অনুমোদন দিলে, খুব শীঘ্রই এই নিয়ম চালু করা হবে।

এই প্রসঙ্গে আজ একটি ফেসবুক পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। 

 

 

6.5 lakh in 4 years: Bengal creates record in thalassaemia testing

Bengal has created a record in thalassaemia testing – 6.5 lakh people have been tested in the last four years. This data was recently revealed by the State Health Department.

There are 21 thalassaemia-testing centres in the State, where anyone can go and have themselves tested. As an encouraging sign, more and more people from all walks of life are coming forward to have themselves tested for the presence of the disease.

Basically, there are three categories of people who come for testing – couples wanting to get married, couples planning to have children and couples who already have a thalassaemia-affected child and don’t want to have another such.

Doctors also hold regular thalassaemia awareness and testing camps in schools and colleges all over the State.

There are 25,000 thalassaemia-affected people in the State.

 

 

থ্যালাসেমিয়া পরীক্ষায় এবার রেকর্ড গড়ল বাংলা

থ্যালাসেমিয়া পরীক্ষায় এবার রেকর্ড গড়ল বাংলা। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গেছে গত ৪ বছরে সাড়ে ছয় লাখের থ্যালাসেমিয়া পরীক্ষা হয়েছে বাংলায়।

কলকাতা ও জেলা মিলিয়ে বর্তমানে রাজ্যের ২১টি জায়গায় থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। সেখানে এসে বহু মানুষ থ্যালাসেমিয়া পরীক্ষা করিয়ে যাচ্ছেন।

মূলত তিন ধরনের মানুষ আসছেন। এক, বিয়ে হতে চলা দম্পতি, সন্তান গ্রহণের কথা ভাবা দম্পতি এবং একটি সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ায় দ্বিতীয়বার যাতে সে ভুল না হয়, সেকথা ভেবে সচেতন হওয়া স্বামী-স্ত্রী।

স্কুল কলেজ সহ সমগ্র রাজ্য জুড়ে সর্বস্তরে সচেতনতা বাড়াতে বিভিন্ন রকম প্রচার চালাচ্ছেন ডাক্তাররা।

বর্তমানে সরকারী হিসাব অনুযায়ী, রাজ্যে ২৫ হাজার থ্যালাসেমিয়া রোগী আছে।

 

 

Bengal to set up ‘cage culture’ for rearing fish in the deep sea

A new method of deep-sea pisciculture is soon going to be introduced in Bengal – cage culture. As the name suggests, the practice consists of culturing fish inside big floating cages in the middle of the sea. This type of fish culture is being successfully practiced in Norway, Thailand, Japan, the Philippines, etc.

The project is in the pilot stage. Two 4.5 metre-diameter cages made out of GI pipes and Netlon mesh have been set up 2 km off the coast of Mandarmani. The cages are covered with nets to prevent sea birds from feeding on the fish. They are tied down with buoys to provide stability. Each cage is going to last eight to ten years.

Hatchlings for the pilot project would be released in September, which would grow to the right size – 1 to 1.5 kg – within six months. Mostly, bhetki and pomfret would be reared in these cages, since these are fishes in high demand and are costly as well. Such deep-sea culture in large numbers would bring down the prices.

This is also being encouraged to bring down the pressure on the lakes and inland hatcheries; culture in the open seas would have no environmental impact.

Scientists are also researching the viability of culturing pearls in the cages.

In the State, the West Bengal University of Animal & Fishery Sciences is in charge of the project, which is a part of the Indian Council of Agricultural Research-led All India Network Project on Mariculture. Five other States are part of the project.

 

মাঝসমুদ্রে খাঁচায় মাছ চাষ করবে মৎস্য দপ্তর

মাঝসমুদ্রে খাঁচায় মাছ চাষ করবে রাজ্য মৎস্য দপ্তর। মাঝসমুদ্রে ভাসছে খাঁচা আর সেখানে খেলা করছে মাছ। সেই মাছ যাতে বেরিয়ে না যায় বা অন্য কোনও জলজ প্রাণী সেখানে ঢুকে পড়তে না পরে, সেজন্য ঘিরে রাখা হয়েছে সেটিকে।নরওয়ে, থাইল্যান্ড, জাপান, ফিলিপিন্সে অনেক আগেই এ ধরনের কাজে অনেক সফল হয়েছে।

আগামী দিনে সমুদ্রে মাছ চাষের ক্ষেত্রে জোর দিতে হবে। সেখানে জায়গার কোনও অভাব হবে না!‌ তাই বিজ্ঞানীরা বেছে নিয়েছেন সমুদ্রকে। কী করে মাছের উৎপাদন আরও বাড়ানো যায় তাই নিয়ে চর্চা চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অফ মেরিকালচারের অন্তর্গত এই প্রকল্পটি। বিশেষজ্ঞদের কাছে যা পরিচিত ‘কেজ কালচার’ নামে‌।

এটি একটি পাইলট প্রজেক্ট। বছরের শুরুতে বসানো হয়েছে জিআই পাইপ আর নেটলন দিয়ে তৈরী খাঁচা।  মন্দারমনির সমুদ্রের পাড়ে ২ কিমি দূরে তৈরী করা হচ্ছে এটি। আপাতত বসানো হয়েছে সাড়ে চার মিটার ব্যাসের দুটি খাঁচা। ভাসমান ওই খাঁচা ৮–১০ বছর টিকবে।  তবে নোঙর দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে সেটি জলতরঙ্গে ভেসে না যায়।

সেখানে পুজোর আগেই ছাড়া হবে মাছের চারা। মাস ছয়েকের মধ্যে তা বড় হয়ে যাবে। ভেটকি, পমফ্রেটের মতো মাছ চাষ করা হবে। কারণ বাজারে এগুলির চাহিদা রয়েছে। দামও বেশি। এই পদ্ধতিতে চাষ করার খরচ কম হবে বলে আশা করছেন প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা। এক–একটি মাছের ওজন হবে এক থেকে দেড় কেজি। এমনই হিসেব বিশেষজ্ঞদের।

মুক্তো চাষেরও চেষ্টা করে দেখছেন বিজ্ঞানীরা। স্থানীয় মাছ ব্যবসায়ীদেরও যুক্ত করা হচ্ছে। তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, আরও ৫টি রাজ্যের এই প্রকল্পের কাজ চলছে।

 

 

Brand Chitpore to patronise traditional attar, surma and zarda makers

The famed attar-makers of Chitpore are a vanishing tribe. So are the traditional surma and zarda makers.

There was a time these craftsmen were much in demand for their skill and knowledge, be it at kings’ courts or in zamindar’s houses. It was traditional business, passed down from generation to generation.

Now, Biswa Bangla Marketing Corporation, part of the Bengal Micro, Small and Medium Enterprises and Textiles Department, has taken it upon itself to identify the families skilled in the making of these items in Chitpore and promote them, by linking them with the State Government schemes, both in the national and the international markets.

These items from Chitpore are already being sold at the Biswa Bangla stores, and the numbers are very encouraging too. During 2014-15, Rs 17 lakh worth attar was sold, which rose to Rs 40 lakh during 2015-16.

During 2014-15, 44,000 attar-scented soaps were sold, a number which leapt to 10 lakh in 2015-16. Similarly, for surma, the sales climbed from Rs 88,000 to Rs 1 lakh.

The demand for attar and surma from Chitpore rose by 54 per cent and 94 per cent, respectively. Hence, the department has planned these ventures to further cultivate these traditional manufacturers.

Through these enterprises, the State Government is creating ‘Brand Chitpore’ – preserving the rich culture and heritage of Bengal.

The Biswa Bangla brand is the brainchild of Chief Minister Mamata Banerjee and it has set a benchmark in India for promoting, selling and preserving the traditional arts and crafts of a State.

 

 

 

এবার বিশ্ববাংলার দরবারে চিৎপুরের আতর, সুর্মা

 

চিৎপুর বরাবরই বিখ্যাত ছিল আতর ,সুর্মা প্রস্তুতকারীদের জন্য।

সে ছিল এক কলকাতা, যখন শৌখিন বাবুয়ানি চিৎপুরের বাছাই করা আতরের খুশবুতে মাতোয়ারা হতো। বহুদিনধরে বংশপরম্পরাগত ভাবে এই ব্যবসা চলে আসছে।

রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অন্তর্গত বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের তত্বাবধানে প্রকৃত কারিগর পরিবারগুলিকে চিহ্নিত করা, তাঁদের সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা এবং দেশি ও বিদেশি বাজারে তাদের তুলে ধরার কাজ শুরু করেছে।

বিশ্ব বাংলার বিপণিগুলিতে ‘চিৎপুর’ ব্র্যান্ড-এ শুরু হয়েছিল খাস চিৎপুরের আতর, আতরের তৈরি সাবান, সুর্মা, গোলাপ জলের বিক্রি দিয়ে । তাতেই দু’বছরের মধ্যে কিস্তিমাত।

বিশ্ব বাংলার শোরুমগুলির পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৪-’১৫ সালে ১৭ লক্ষ টাকার আতর বিক্রি হয়েছিল। ২০১৬-’১৭ সালে তা দাঁড়িয়েছে ৪০ লক্ষ টাকা। আতরের সুগন্ধী সাবান ২০১৪-’১৫ সালে বিক্রি হয়েছিল ৪৪ হাজার। গত আর্থিক বছরে তা হয়েছে ১০ লক্ষ! সুর্মার বিক্রি বছরে ৮৮ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষে। গত দু’বছরের চিৎপুরের আতরের চাহিদা ৫৪% ও সুর্মার চাহিদা ৯৪% বেড়েছে।

এই সাফল্য দেখে চিৎপুরের জর্দা আর গিলে করা পাঞ্জাবীর ঐতিহ্যকেও উদ্ধার করা নিয়ে ভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক ঘর শিল্পীকেও চিহ্নিত করা হয়েছে যাঁরা বংশ পরম্পরায় এই কাজ করে এসেছেন।

বিশ্ববাংলা ব্র্যান্ড মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্ভাবন এবং এটি রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পের প্রচার, বিক্রয় ও সংরক্ষণের জন্য ভারতে একটি বেঞ্চমার্ক স্থাপন করেছে।

 

 

Bhatora gets the perfect Mother’s Day gift – a waiting hub for pregnant women

Bhatora, the lone island area in Howrah district, got the perfect gift for Mother’s Day yesterday – a waiting hub for pregnant women. The island is surrounded by the rivers Mundewari and Rupnarayan.

This is the fourth such waiting hub, or waiting hut, as it is also called, being set up by the State Government, after the three set up in the Sundarbans.

This is a crucial addition to the health infrastructure of the region. Deliveries would be carried out at the hub by a team of doctors and nurses. The team will function round the clock. The hub will have the capacity to accommodate 10 pregnant women at a time.

This is another step towards ensuring 100 per cent institutional delivery in Howrah district – at present it is 96.1 per cent.

Presently, pregnant women from the island, which has a population of around 25,000, have to be taken across the Mundeswari River to hospitals in Joypur or Bagnan.

 

গর্ভবতী মহিলাদের জন্য আরও একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার

হাওড়া জেলার ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত এই দ্বীপ। গতকাল মাতৃ দিবসের উপলক্ষে এই উপহার পেল হাওড়া জেলা।

এই নিয়ে ৪টি ওয়েটিং হাব তৈরী করল রাজ্য সরকার। এর আগে সুন্দরবনে তিনটি ওয়েটিং হাব তৈরী করা হয়েছে।

এই জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানেই ডেলিভারি করানো হবে। ডাক্তার ও নার্সদের একটি টিম দিনরাত্রি এখানে উপস্থিত থাকবে। একসাথে ১০ জন গর্ভবতী মহিলার চিকিৎসা হবে এই হাবে।

হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ১০০ শতাংশ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ৯৬.১ শতাংশ।

এই এলাকার জনসংখ্যা প্রায় ২৫০০০। এখানকার গর্ভবতী মহিলাদের মুণ্ডেশ্বরী নদী পাড় হয়ে যেতে হয় জয়পুর বা বাগনানের হাসপাতালে। এটি তৈরী হলে সেই সমস্যা আর থাকবে না।

 

To reduce human-animal conflict, Bengal Forest Dept constructs toilets

To reduce conflict between human and wild animals in the more forested regions of the State, the Bengal Forest department has taken up an elaborate scheme to construct toilets for the people living in forests and adjoining areas.

After conducting a thorough research, Forest Department officials have found that in many cases, villagers died after being attacked by elephants and other animals while entering the forest for open defecation.

Therefore, to check the human-animal conflicts in these areas, the department has decided to construct toilets in every household situated in the vicinity of forests in all the subdivisions.

The project has already been completed in the Baikunthapur forest division in North Bengal, where 350 households situated in forested areas have had toilets constructed in their homes.

In October 2014, the State Government had launched Mission Nirmal Bangla, a brainchild of Chief Minister Mamata Banerjee. Under this, various sanitation projects were taken up at different levels, including setting targets for various departments to achieve cleanliness and sanitation by forming administrative mechanisms for the same.

 

মানুষ-পশু সংঘাত এড়াতে বনাঞ্চলে অভিনব উদ্যোগ বন দপ্তরের

মানুষ ও বন্য প্রাণীদের সংঘাত এড়াতে বনাঞ্চলের বাসিন্দাদের জন্য আরও শৌচালয় নির্মাণের সিদ্ধান্ত নিল বন দপ্তর।

বহু ক্ষেত্রে দেখা গেছে যে স্থানীয় মানুষ শৌচকর্ম করতে জঙ্গলে গেলে অনেক সময়ই বন্য প্রানী দ্বারা আক্রান্ত হন। তাই বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে বনাঞ্চলে বসবাসকারী পরিবারগুলির জন্য শৌচাগার নির্মাণ করার।

এই প্রকল্পের কাজ উত্তরবঙ্গের বৈকুন্ঠপুর বনাঞ্চলে ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে ৩৫০ টি পরিবারের জন্য শৌচালয় নির্মাণ হয়েছে।