Mamata Banerjee announces Trinamool candidates for forthcoming Rajya Sabha election

Trinamool Congress Chairperson Mamata Banerjee today, through a Facebook post, announced the names of the party’s candidates for the forthcoming Rajya Sabha election.

The elections are due on 8 June.

 

Mamata Banerjee’s Facebook post:

The following are All India Trinamool Congress candidates for forthcoming Rajya Sabha election:

1. Derek O’Brien
2. Sukhendu Sekhar Roy
3. Dola Sen
4. Dr Manas Bhunia
5. Smt Shanta Chhetri (Kurseong, Darjeeling)

My best wishes to all of them. Salute to Ma, Mati, Manush.

 

রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ফেসবুকের মাধ্যমে রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন:

আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা হলেন:

১. ডেরেক ও’ব্রায়েন
২. সুখেন্দু শেখর রায়
৩. দোলা সেন
৪. ডঃ মানস ভুঁইয়া
৫. শান্তা ছেত্রী (কার্শীয়াং, দার্জিলিং)

ওঁদের জানাই আমার শুভেচ্ছা। মা, মাটি, মানুষকে আমার অভিবাদন জানাই।

 

 

Proud to have been born in Bengal: Mamata Banerjee at Banga Samman ceremony

The 2017 Banga Samman awards ceremony was held at Nazrul Mancha in Kolkata today. The evening was lit up by colourful cultural programmes, including folk songs and dances, and Rabindrasangeet.

Two categories of awards are presented as part of Banga Samman – Banga Bhushan and Banga Bibhushan. They were given away by Chief Minister Mamata Banerjee.

These awards, which are the highest civilian awards of the State, were instituted in 2011, after Mamata Banerjee came to power. Celebrated artistes, sportspersons, film-makers and intellectuals have been honoured with these awards in the past.

The recipients of Banga Bibhushan this year are YC Deveshwar, Dr Dhiman Ganguly, Dr Arun Prasad Mukherjee, Soumitra Chatterjee and Nirendranath Chakraborty. The recipients of Banga Bhushan are Khidmat Fakir, Chapal Bhaduri, Lakshman Das Baul, Rezwana Chowdhury Bonya, Dr Abhijit Chowdhury.

 

The salient points of the Chief Minister’s speech are:

  • Today is a historic and memorable day for us.
  • We are honoured to have felicitated poet Nirendranath Chakraborty. He is our inspiration.
  • Shri YC Deveshwar is a celebrated industrialist. Dr Dhiman Ganguly is a venerated doctor.
  • We are deeply honoured for being able to honour Soumitra Chatterjee. He has made Bengal famous across the globe.
  • Dr AP Mukherjee is an experienced administrator. We also have with us Khidmat Fakir and Mr Rabha.
  • Chapal Bhaduri is a famous name in the theatre world. We are honoured to have him with us.
  • Our Maa-Mati-Manush Government took oath on May 20, 2011. We celebrate this day every year by giving away the Banga Samman awards.
  • Bengal is a powerhouse of talent. Bengal shows the way to the world.
  • Bengal is the epicentre of culture, harmony and progress.
  • We are proud that we were born in Bengal. As long as we live, we will work for our motherland.
  • People are our inspiration. We are here to work for the people.
  • Our motto is ‘Bengal will be the world’s best’.

 

 

‘বঙ্গ সম্মাননা’ প্রদান করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবারের মতো এবছরও ‘বঙ্গ সম্মাননা’ প্রদান করলেন মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানটি আজ নজরুল মঞ্চে পরিবেশনা করা হল। পুরস্কার প্রদানের পাশাপাশি বিশিষ্ট শিল্পীরা পরিবেশন করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের গুণী মানুষজনদের সম্মানিত করতে ‘বঙ্গ সম্মাননা’ শুরু করেন। নানা কৃতি মানুষজনকে ‘বঙ্গ বিভূষণ’ ও ‘বঙ্গ ভূষণ’ সম্মাননায় ভূষিত করা হয়।

এবছরের বঙ্গ বিভূষণ পুরস্কারের প্রাপকরা হলেন ওয়াই সি দেবেশ্বর, ডাঃ ধীমান গাঙ্গুলি, ডাঃ অরুণ প্রসাদ মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বঙ্গ ভূষণ পেলেন খিদমত ফকির, চপল ভাদুরি, লক্ষ্ণণ দাস বাউল, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ডঃ অভিজিৎ চৌধুরী।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রধান বক্তব্য :-

  • আজকের দিনটি আমাদের কাছে ঐতিহাসিক ও স্মরণীয় দিন।
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী-কে সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ।
  • শ্রী ওয়াই সি দেবেশ্বর একজন গণ্যমান্য শিল্পপতি। ডঃ ধীমান গাঙ্গুলি একজন বরেণ্য নাম।
  • শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ। বাংলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন।
  • ডঃ এ পি মুখার্জি প্রশাসনিক কাজের জীবন্ত উদাহরণ। আমাদের সাথে আজ আছেন খিদমত ফকির, মিঃ রাভা।
  • চপল ভাদুরি থিয়েটার জগতের এক বিখ্যাত নাম। ওনাকে আজ আমাদের সঙ্গে পেয়ে আমরা আপ্লুত।
  • ২০১১ সালের ২০ মে আমাদের মা মাটি মানুষ সরকার শপথ গ্রহণ করেছিল। প্রতি বছর এই দিন আমরা বঙ্গ সম্মাননা দিই।
  • এই দিনটি আমাদের কাছে পবিত্র ও মধুর।
  • বাংলায় অনেক প্রতিভা ও যশ আছে। বাংলাই সারা বিশ্বকে পথ দেখায়।
  • বাংলাই সভ্যতা, সৃষ্টি, সংস্কৃতির মেরুকরণের সবচেয়ে বড় জায়গা।
  • বাংলাই মানবিকতার পীঠস্থান, বাংলাই সম্প্রীতির জায়গা।
  • বাংলায় জন্মগ্রহণ করে আমরা গর্বিত। যতদিন বাঁচব বাংলার জন্য কাজ করে যাব।
  • মানুষই আমাদের পথ চলতে শেখায়। আমরা মানুষের জন্য কাজ করি।
  • বাংলাই হোক বিশ্বসেরা এটাই আমাদের লক্ষ্য।
  • আসুন আমরা শপথের বাংলা গড়ি, আসুন আমরা গর্বের বাংলা গড়ি।

 

 

Blood donation camps across Bengal to mark the anniversary of Trinamool Govt

To celebrate the anniversaries of the oath-taking ceremonies of the first and second Trinamool Congress Governments in Bengal, blood donation camps are going to be organised across the State from May 20 till May 27.

Donating one’s blood is perhaps the greatest gift that one can give, as it means saving a life, and so, through these camps, Mamata Banerjee would be giving the message that Trinamool Congress has always stood by the people, and will do so always.

The camps are going to be organised at all the police station in the State from 8 pm to 11 pm.

Blood donation camps are also going to be organised at the panchayat and block levels. The camps are going to run for a month. The various clubs in the State are also going to organise such camps during this period.

Requirements for blood become acute particularly during the summer and so these camps would also help in fulfilling that demand.

Trinamool Congress has always stood by the needy, the poor and the downtrodden, and these blood donation camps are just another way of affirming it.

 

মা, মাটি, মানুষের সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান উৎসব

নিজের সরকারের বর্ষপূর্তিকে সামনে রেখে প্রবল গ্রীষ্মে রাজ্যের মানুষের রক্তসঙ্কট মেটাতে বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য প্রশাসনের পাশাপাশি এই কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।

জননেত্রী ঘোষণা করেছেন, আগামী ২০ মে থেকে ২৭ মে রাজ্যজুড়ে রক্তদান উৎসব হবে।

২০ মে প্রথমবার ৩৪ বছরের অপশাসন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বাংলায় ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। পরেরবার বিরোধীদের জোটবদ্ধ কুৎসা ও অপপ্রচার এবং কেন্দ্রীয় সরকারের সীমাহীন ‘প্রশাসনিক সন্ত্রাস’ উপেক্ষা করে মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল গরিষ্ঠতার মধ্য দিয়ে ২৭ মে ক্ষমতায় ফিরেছে জননেত্রীর সরকার। এই দু’দিন মানুষের পাশে থাকার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছেন তিনি।

২০ মে থেকে ২৭ মে বাংলার সমস্ত থানায় রক্তদান শিবির হবে। গরমের কারণে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত শিবির চলবে। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলও এই কর্মসূচি পালন করবে। কর্মসূচি চলবে একমাস ধরে। রক্তদানের মতো মহৎ কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল নিজেদের ত্যাগ ও সেবার কথা আরও একবার মানুষের কাছে পৌঁছে দেবে।

সরকারের প্রতিষ্ঠা দিবস পালনে তিনি অভিনব এবং মানব ধর্মের সর্বশ্রেষ্ঠ দান ‘রক্তদান’ কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন। গরমের সময় রক্তদান কর্মসূচি নয়া ইতিহাস রচনা করবে রাজ্য।

 

‘Bangla Hobe Biswa Sera’ – Motto of Maa, Mati, Manush Govt

13 May, 2011 was a red letter day in the history of Bengal politics. On that day, Trinamool Congress led by Mamata Banerjee uprooted the 34 year old Left Front Government. Mamata Banerjee faced her first election as incumbent Chief Minister in 2016. On 19 May, 2016, the people of Bengal handed her a massive mandate with 211 out of 294 seats.

Like 13 May, 19 May is also thus marked in golden colours in our calendar. On that day, the Maa, Mati, Manush Government came back to power on the plank of development. Social justice, economic reforms and massive growth in infrastructure were the main reasons for the huge victory.

The past one year saw the continuance of the development agenda set by Mamata Banerjee. In the face of a huge debt burden, political vendetta and an onslaught on the social fabric of the State, Didi remained steadfast in her goal and took Bengal to newer heights.

The biggest achievement in the past one year was definitely the historic verdict of Supreme Court declaring the land acquisition in Singur (during Left Front regime) as unconstitutional and ordering the return of land to farmers. On 16 September, 2016, Didi finally fulfilled her promise and handed over land deeds to the farmers in Singur.

Mamata Banerjee had started the tradition of holding administrative review meetings in districts where the entire administration from CMO to BDO were present. She continued this practice and has already conducted at least one meeting in every district. In fact, in the last one year, the CM announced the formation of three new districts: Kalimpong, Bardhaman West and Jhargram.

This year the Bengal Global Business Summit saw the participation of 29 countries with investment proposals worth Rs 2.35 lakh crores.

This year, the number of registered girls under Kanyashree touched 40 lakhs. The CM started distribution of 30 lakh new cycles under Sabuj Sathi scheme. A new scheme called Sabuj Shree was launched where in every family was given a sapling for the birth of a baby. The other schemes like Siksha Shree, Khadya Sathi, Gatidhara, Gitanjali among others continue with equal importance.

The government took a major decision to abolish khajna tax on agricultural land. This would help the farmers, who have been affected by demonetisation. As a matter of fact, the government has started a scheme called Samarthan to financially assist 50,000 workers who lost their jobs due to demonetisation.

In short, the surge of development continues under Mamata Banerjee. As she says, Bangla hobe Biswa Sera (Bengal will become the best in the world).

 

‘বাংলা হবে বিশ্ব সেরা’ মন্ত্রেই কাজ করে চলেছে মা-মাটি-মানুষ সরকার

বাংলার রাজনৈতিক ইতিহাসে ১৩ মে ২০১১ এক অবিস্মরণীয় দিন। ৩৪ বছরের বাম রাজত্বের অপসাশন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বাংলায় ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। শুরু হল এক নতুন রাজনৈতিক অধ্যায়। ২০১৬ সালে প্রথমবার  মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে  দাঁড়ালেন এবং  বাংলার মানুষ ১৯ শে মে ২০১৬ তে  ২৯৪ টি আসনের মধ্যে ২১১টি আসন তৃণমূল কংগ্রেসকে  জয়যুক্ত করল।

১৩ই মে ও ১৯শে মে দুটি তারিখই ক্যালেন্ডারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই ব্যাপক জয়ের কারণই হলো ক্ষমতায় আসার পর মা ,মাটি,মানুষের সরকার উন্নয়ন ,সামাজিক ন্যায় ,অর্থনৈতিক পরিকাঠামোর যে  উন্নতি ঘটিয়েছে এটা  তারই ফল।

গত একবছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ধারা তৈরী  করেছে তা আমরা দেখেছি। বাম সরকারের ঋণের বিশাল বোঝা,গণতান্ত্রিক কাঠমোর উপর বারবার আক্রমন করা সত্বেও ,দিদি  তার লক্ষ্যে স্থির থেকে বাংলা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন সিএমও, বিডিও দের। গত একবছরের মধ্যে মুখ্যমন্ত্রী তিনটি নতুন জেলার ঘোষণা করেন কালিম্পঙ,পশ্চিম বর্ধমান ,ঝাড়গ্রাম।

এই বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ২৯টি দেশ অংশগ্রহনের সাথে সাথে ২.৩৫ লাখ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবও পেয়েছে বাংলা।

এই বছর কন্যাশ্রী প্রকল্পটি  ৪০লক্ষে পৌঁছেছে। সবুজ সাথীতে ৩০লক্ষ নতুন সাইকেল প্রদান করা হয়েছে। সবুজ শ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে প্রতিটি পরিবার একটি শিশুর জন্মের জন্য একটি চারা গাছ দেওয়া হয়। অন্যান্য প্রকল্পের মধ্যে যেমন শিক্ষাশ্রী ,খাদ্যসাথী ,গতিধারা সমান গুরুত্বের সঙ্গে চলছে।

কৃষি জমির খাজনা বাতিলের একটি বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে। নোটবাতিলের প্রভাবে যে সকল কৃষকরা প্রভাবিত হয়েছেন তারা এর মাধ্যমে সাহায্য পাবেন। এছাড়া নোটবাতিলের কারণেই যে সকল কর্মী তাদের চাকরি হারিয়েছেন তারা সমর্থন প্রকল্পের দ্বারা ৫০০০০ হাজার টাকা করে সাহায্যে পাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা হবে বিশ্বসেরা।

 

Trinamool all the way in Bengal, since May 2011

On May 13, 2011, the counting of the votes started at 8 AM for the West Bengal Assembly Elections 2011. Earlier the polling had been completed between April 18 and May 10, in six phases. At around 12 noon, the results indicated that Poriborton had finally come to Bengal led by Mamata Banerjee. History was rewritten.

Earlier, Trinamool Chairperson Ms Mamata Banerjee had ended her campaign on 9 May, 2011, in the constituency of Jadavpur. Before campaigning ended at 17:00, she appealed to the electorate to “Help me bring about change”. People showered their blessings.

The 34 years of Left oppression were washed away by the waves of change and the slogan, Bodla Noy, Bodol Chai. Mamata Banerjee became the first woman to be the Chief Minister of West Bengal.

Since then, the Maa Mati Manush of Bengal has never left the side of Ms Mamata Banerjee and the ensuing developmental wave that swept past Bengal.

The successive wins in the Panchayat Elections in 2013, the Municipal Elections in 12 municipalities in 2013, the General elections in 2014 and the Municipal Elections in 2015 reaffirmed the faith of people on West Bengal Chief Minister Ms Mamata Banerjee and Trinamool Congress. Besides, Trinamool Congress won several by-elections that happened time to time.

Looking back:

West Bengal Assembly Election 2011

Total no of constituencies: 294
Total contestants in fray: 1792
No of electors who voted: 47464338
Polling percentage: 84.33 %
Seats won by All India Trinamool Congress: 184

Panchayat Election 2013

The Panchayat Election 2013 was the first major challenge to Trinamool Congress after the massive win in 2011.

Of the 17 districts, the Trinamool Congress won Zilla Parishads in 13 districts. Out of the 824 zilla parishad seats, the Trinamool Congress won 530 seats.

Results:

Gram Panchayat

Total no. Of Gram Panchayat- 3,215
TMC – 1,745

Panchayat Samiti

Total no. Of Panchayat Samiti – 329
TMC- 192

Zilla Parishad

Total no. Of Zilla Parishad – 17
TMC- 13

On September 21, 2014 elections were held at 12 municipalities: – Mekhliganj (Cooch Behar), Haldibari (Coochbehar), Alipurduar (Jalpaiguri), Balurghat (South Dinajpur), Dalkhola (North Dinajpur), Chakdaha (Nadia,)Panihati (North 24 Parganas), Habra (North 24 Pargana), Diamond Harbour (South 24 Parganas),Burdwan Town, Guskara (Burdwan)and Dubrajpur (Birbhum).

The Trinamool Congress continued with its streak of electoral victories in the State, winning eight of the 12 civic bodies. It won at Diamond Harbour, Habra, Guskara Burdwan, Panihati, Chakdah Balurghat and Dubrajpur.

Over 80 per cent of the 8.4 lakh voters in the State had exercised their franchise on September 21 for the elections to the civic bodies spread across nine districts in the State.

Later in the year, Municipal elections were conducted in Jhargram, Krishnnagar, Medinipur, Baharampur and Howrah. Trinamool won the election in four out of the five bodies, winning at Jhargram, Medinipur, Krishnanagar and the prestigious Howrah municipal board.

General Election 2014

The opposition parties had only one weapon to campaign against the developmental wave of Bengal under Mamata Banerjee. The major media houses were brought into alliance and a campaign of slander through television and print media tried to undermine 2 and half years of restructuring Bengal under Trinamool Congress. People of Bengal didn’t bother much before casting their votes. Out of the 42 seats, Trinamool Congress won 34, compared to 19 in 2009.

Trinamool Congress got 39.40% votes, up from 31.18% in 2009 to finish as the 4th largest party in the Lok Sabha. Around 5, 16, 22,555 people voted and the turnout of voters was 82.16%.

The Trinamool Congress had in 2009 Lok Sabha election won 19 seats. In 2014, Trinamool Congress won all these 20 seats and bagged 14 more.

Municipal Election 2015

Trinamool Congress continued its winning streak by recording a thumping majority in 71 of the 92 civic bodies in West Bengal. The party wrested control of the Kolkata Municipal Corporation by winning 114 of the 144 wards. Twelve civic bodies have no clear winner. In 2010, Trinamool won 66 municipalities.

Trinamool Congress improved its performance from 95 to 114. Of the 2,090 wards in the State, the Trinamool won an overwhelming 1,425 wards.

Assembly Election 2016

Trinamool Congress won a massive victory in the 2016 Assembly elections by winning 211 out of 294 seats. In the bypoll for Cooch Behar and Tamluk bypolls also the party increased its vote share and registered a massive victory.

Bypolls and Municipal Election, 2017

In the bypoll for Kanthi Dakshin Assembly Constituency, the party again registered a massive victory.

In the elections held in 7 municipalities, Trinamool bagged 4 (Raiganj, Domkal, Pujali and Mirik). The party became the first non-mainstream Hill party to win a municipality (Mirik).

Bottomline

It is the voice of the people that matters in democracy. The people of Bengal now know who can make their life better by bringing in actual change they had waited for years. Development speaks for itself. The Trinamool Government strives for development of the people, especially the poor, the financially backward class. People of Bengal understand this simple point and their faith on their Didi remains unhindered.

 

২০১১ সাল থেকে বাংলা জুড়ে শুধুই তৃণমূল

২০১১ সালের ১৩ মে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে। এক নতুন ইতিহাসের সূচনা হয়। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এল পরিবর্তন।

‘পরিবর্তন আনতে আমাকে সমর্থন করুন’ নির্বাচনী প্রচারের সময় তৃণমূল সুপ্রিমো মানুষের কাছে এই আবেদনই জানিয়েছিলেন। মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন।

৩৪ বছরের অপশাসন থেকে মুক্তির জন্য পরিবর্তনের ডাক হিসেবে ‘বদলা নয় বদল চাই’ এই স্লোগানই বেছে নেওয়া হয়েছিল। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে মা-মাটি-মানুষ তাঁকে সমর্থন করে এসেছেন এবং বাংলায় উন্নয়নকে স্বাগত জানিয়েছেন।

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ধারাবাহিক জয়লাভ, ২০১৩ সালে ১২ টি পৌরসভা নির্বাচন, ২০১৪ সালের সাধারণ নির্বাচন এবং ২০১৫ সালের পৌর নির্বাচনের ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থার উদাহরন। এর পাশাপাশি তৃণমূল অনেক উপনির্বাচনেও জয়লাভ করেছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ২১১ টি আসন পেয়ে আবার ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস। কোচবিহার ও তমলুক উপনির্বাচনেও জয়ী হয় তৃণমূল। ২০১৭-র কাঁথি দক্ষিণ উপনির্বাচনেও বিপুল ভোটে জ্য লাভ করে তৃণমূল। এরপর পুরসভা নির্বাচনেও ৭ টির মধ্যে ৪ টি পুরসভা (রায়গঞ্জ, ডোমকল, পূজালি ও মিরিক) আসে তৃণমূল কংগ্রেসের দখলে। দীর্ঘ ৪০ বছর পর পাহাড়ে এই প্রথমবার ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল।

গণতন্ত্রে মানুষই সব কথা বলে। বাংলার মানুষ এখন জানে কে প্রকৃত পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারবে। তৃণমূল সরকার জনগণের উন্নয়ন, বিশেষ করে গরীব, আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর উন্নয়নের জন্য অনেক প্রকল্প চালু করেছে। বাংলার মানুষ তাই বারবার আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।

 

Celebrations across Bengal mark six years of State Government

Trinamool Congress started the celebrations of its sixth consecutive year in power today with a grand display of tableaux at Nabanna.

Two tableaus, one titled Ekatai Sampriti (‘unity leads to harmony’), were taken out from the State secretariat, Nabanna at 1.01 pm and simultaneously from the district capitals too. The time of 1.01 pm was chosen because at that moment on May 20, 2011 Mamata Banerjee was sworn in as Chief Minister for the first time. The slogan, Ekatai Sampriti has been coined by Mamata Banerjee herself.

One tableau has the slogan along with the names of the State Government’s developmental schemes. Besides Ekatai Sampriti, it also have a handful of other slogans, all coined by the Chief Minister – Bangla Hobe Biswasera (‘Bengal would be the world’s best’), Unnoyoner Pothe Manusher Sathe (‘With the people on the path of development’), Ashun Sobai Mile Sapath Kori (‘let us all pledge together’) and Gorber Bangla Gori (‘let us create a Bengal we can be proud of’).

The other tableau hosts some of the artistes getting benefits under Lok Prasar Prakalpa, who, through cultural programmes, would spread the message of development and harmony.

These tableaus would travel all over the State, from the hills to the plains. They are meant to highlight the fact that in this atmosphere of social and political instability across the nation, Bengal is a role model of peace.

Also, from May 26 to June 20, in all the districts, three-day celebrations would be organised centering on exhibitions and sales (including handicrafts), cultural programmes and various competitions, in which the party wants to involve everyone, right from students.

The artistes covered under Lok Prasar Prakalpa would also be a part of these three-day programmes, where they would spread the benefits of developmental schemes like Kanyashree, Yuvashree, Khadya Sathi, etc.

 

তৃণমূল সরকারের ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ট্যাবলো

তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আসার ছ’বছর পূর্তি উপলক্ষে জেলায় জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দেওয়া ‘একতাই সম্প্রীতি’ নামে ২ টি ট্যাবলো নবান্ন সহ প্রতিটি জেলা সদর থেকে পরিক্রমায় বেরোয়। এই ২ টি ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা করেন পার্থ চট্টোপাধ্যায় ও অমিত মিত্র।

২০১১ সালে এই দিন দুপুর ১টা ১১ মিনিটে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ও সময়কে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।

আজ থেকে গোটা রাজ্যে অনুষ্ঠানের সূচনা হল। প্রথম পর্যায়ে অনুষ্ঠান শেষে আবার তিনদিন করে এক একটি জেলার সদর শহরের প্রেক্ষাগৃহেও অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের থিম বা নামকরণ করা হয়েছে, ‘একতাই সম্প্রীতি’।

দেশ জুড়ে যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়েছে তার মাঝে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি তৃণমূল সরকার ৬ বছরের শাসনকালে রাজ্যবাসীর জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে, তার সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

একটি ট্যাবলোয় সাম্প্রদায়িক সম্প্রীতি সহ উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রদর্শিত হবে। ট্যাবলোর গায়ে স্লোগান থাকবে – বাংলা হবে বিশ্বসেরা, উন্নয়নের পথে মানুষের সাথে, আসুন সবাই মিলে শপথ করি, গর্বের বাংলা গড়ি। প্রতিটি স্লোগান মুখ্যমন্ত্রীর নিজের লেখা। অন্য ট্যাবলোটিতে লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেবেন। প্রায় ৩২০জন লোকশিল্পী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিদিন ছ’টি করে অনুষ্ঠান হবে। কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, সবুজশ্রী, এসবের প্রচার করা হবে। এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের হাতে তৈরী জিনিসের প্রদর্শনী ও বিক্রি করবেন।

এক মাস ধরে সারা রাজ্যব্যাপী, পাহাড় থেকে সমতল সর্বত্র এই ট্যাবলো ২টি পরিক্রমা করবে। এই উপলক্ষে গোটা রাজ্যে অনুষ্ঠান চলবে ২৬ জুন পর্যন্ত।

 

 

Gatidhara to empower 10,000 more people towards self-employment

Around 10,000 people will be getting financial assistance to buy their own vehicles under Gatidhara Scheme during the 2017-18 fiscal. The State Transport Department will start the process of taking new applications by the middle of May.

This is the first time when so many people would be getting the benefits of Gatidhara scheme. During the last two financial years, a total of 13,700 people have received the benefits. The budget allocation for Gatidhara this fiscal is around Rs 94 crore.

Gatidhara is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the step was taken to create opportunities for self-employment in the State.

Under the scheme, a person gets a financial assistance of Rs 1 lakh to buy a vehicle from the State Government. Most people face difficulty in gathering the minimum amount of money that one has to pay to buy a car against bank loans. This initiative of the State Government helps them to pay the minimum amount to buy the car against a bank loan.

The state Transport department has set up 1,300 centres across the State to help unemployed youth avail the Gatidhara scheme. Officials have been posted at these centres to provide all necessary information, and provide and accept application forms as well. One can also apply for the scheme at the Regional Transport Offices (RTOs).

The applicants also receive assistance in getting road permits and registration numbers for their vehicles without any hassle.

 

 

আরও ১০ হাজার মানুষকে স্বনির্ভরতার পথ দেখাবে গতিধারা

 

২০১৭-১৮ অর্থবর্ষে প্রায় ১০ হাজার মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হবে গতিধারা প্রকল্পের অধীনে। মে
মাসের মাঝামাঝি থেকে এই প্রক্রিয়া শুরু করবে রাজ্য পরিবহণ দপ্তর।

এই প্রথম এতজন মানুষ একসাথে গতিধারার সুবিধা পাচ্ছে। গত দুই আর্থিক বছরে মোট ১৩,৭০০ জন
গতিধারা প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই অর্থবর্ষে গতিধারা প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৯৪ কোটি টাকা।

গতিধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি, যেটি রাজ্যে স্বনির্ভরতার একটি
নজির সৃষ্টি করেছে।

এই প্রকল্পের অধীনে, একজন ব্যক্তি গাড়ি কেনার জন্য সরকারের কাছ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য
পাবে। অনেক মানুষকে গাড়ির লোন পাওয়ার জন্য যে ন্যুনতম অর্থ জমা দিতে হয় তা সংগ্রহ করতেও প্রচুর কাঠখড় পোড়াতে হয়। এই গতিধারা প্রকল্প সেয় ন্যুনতম অর্থ জগাড় করতে সহায়তা করে।

পরিবহন বিভাগ রাজ্য জুড়ে প্রায় ১,৩০০ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে যেখান থেকে গতিধারা প্রকল্প সম্পর্কে সব রকম তথ্য সহ গাড়ির জন্য অ্যাপ্লিকেশন দেওয়া ও জমা নেওয়া হয়। প্রত্যেকটি কেন্দ্রে উপযুক্ত আধিকারিক নিয়োজিত আছে।

এছাড়া রোড পারমিট ও রেজিস্ট্রেশন নম্বর পেতে যাতে কোনরকম সমস্যা না হয় সেই সংক্রান্ত সবরকম সহায়তাও করে এই কেন্দ্রগুলি।

 

State Biotechnology Dept to set up tissue culture lab 

The Biotechnology Department of the Bengal Government has decided to set up a state-of-the-art plant tissue culture laboratory at Kolkata Biotech Park to enhance production and quality of plants and vegetables.

At the laboratory, scientists and research fellows will carry out research on plants and biofertilizers. Various medicinal plants will also be conserved in the laboratory at the biotechnology park for research purposes.

The department is in the process of formulating the Biotech Policy for Bengal. The State Government is also setting up new biotechnology hubs in Bardhaman and Kalimpong. The department has been focusing on the modernisation and expansion of the Common Instrument Facility Centre at the biotechnology park in the city.

The Biotechnology Department will tie up with other departments like Agriculture, Fisheries and Food Processing to strengthen organisational collaboration. Better co-ordination with other departments will help the Biotechnology Department to successfully implement its schemes. The department, in  turn, will help the Agriculture Department to improve the quality of various fertilizers. It is also working to increase the production of fishes for the Fisheries department.

Bengal is rich in the biodiversity of crops, vegetables, fruits, flowers and other plant resources. The main objectives of the department are to provide better facilities to the common people and to improve the quality of life. It also promotes the overall development of both traditional and modern biotechnology in the State, including formulating livelihood development programmes.

The Biotechnology Department will also strengthen biotechnology-based aspects that will help in the development of the State’s economy at the grassroots level. The department is applying specialised knowledge, skills and management to develop a viable and vibrant biotechnology-based industry in Bengal. It stresses on equitable and inclusive development through scientific means.

 

টিস্যু কালচার ল্যাবরেটরি তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তর একটি টিস্যু কালচার ল্যাবরেটরি তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। এটি তৈরী হবে কলকাতা বায়োটেক পার্কে। শাক সবজির উৎপাদন বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জৈব সার কিভাবে কৃষিকাজে ব্যবহার করা যায় তা নিয়ে রিসার্চ করার জন্য বেশ কিছু বৈজ্ঞানিকও থাকবেন এই ল্যাবরেটরিতে। রিসার্চের জন্য বিভিন্ন মেডিসিন প্ল্যান্টও সংরক্ষণ করে রাখা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার কলকাতার বায়োটেক পার্ক সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়াও বর্ধমান ও কালিম্পঙে বায়োটেকনোলজি হাব তৈরী হচ্ছে। এছাড়া যন্ত্রপাতির আধুনিকীকরণের ওপরও জোর দিচ্ছে রাজ্য সরকার।

এই সংস্থাকে আরও শক্তিশালী করার জন্য বায়োটেকনোলজি দপ্তর অন্যান্য দপ্তর যেমন কৃষি, ফিশারিজ ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। অন্যন্য দপ্তরের সঙ্গে এই যোগাযোগ এই প্রকল্পের সাফল্যের জন্য অনেক সহায়তা করবে। কিভাবে আরও বেশি মাছ উৎপাদন করা যায় এছাড়া কৃষিকাজে কিভাবে আরও উন্নতমানের সার ব্যবহার করা যায় এসব ক্ষেত্রেও সাহায্য করবে এই দপ্তর। সাধারণ মানুষকে আরও সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করারই এই দপ্তরের উদ্দেশ্য।

 

 

 

 

State Govt to set up ‘budget hospitals’ across Bengal

Chief Minister Mamata Banerjee has come out with a new concept for Bengal’s health sector – ‘budget hospital’.

A plan to set up such a hospital at the SSKM Hospital campus in Kolkata had already been taken. Now, a decision has been taken to set up similar Government hospitals across the State.

The five medical college hospitals in Kolkata, viz., SSKM Hospital, Medical College Hospital, RG Kar Medical College Hospital, NRS Medical College Hospital and National Medical College Hospital, Burdwan Medical College Hospital, North Bengal Medical College Hospital and Bankura Sammilani Medical College Hospital, among other hospitals, would build such hospitals within their campuses.

These hospitals would be equipped with facilities like private cabins with ACs and TVs, single, double and four-bedded cabins, ICUs, etc. The user charges would be decided later.

These budget hospitals would serve a two-fold purpose: the rush of patients at the general hospitals would lessen as patients with better means would find an alternative inside the same campuses; as a result of competition, private hospitals would have to bring down their costs.

 

The image is representative

 

 

‘বাজেট হাসপাতাল’ তৈরী করবে রাজ্য সরকার

বাংলার স্বাস্থ্য ব্যাবস্থাকে আরও উন্নত করতে এক অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। মধ্যবিত্তদের জন্য তৈরী হবে বাজেট হাসপাতাল। পিজি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলাতেও এই হাসপাতাল তৈরির নির্দেশ দিলেন তিনি।

কলকাতার পিজিসহ পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষরা ছাড়াও বর্ধমান, উত্তরবঙ্গ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কর্তারা শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে।

এসি-টিভিতে সাজানো ঝাঁ চকচকে সিঙ্গল, ডবল, ফোর বেডের কেবিন, ওয়ার্ড, আইসিইউ—সবই থাকবে সেখানে। খরচ নিশ্চিতভাবেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।

‘বাজেট হাসপাতাল’ করলে একসঙ্গে একাধিক লক্ষ্যপূরণ হবে। প্রথমত, রোগীর চাপ কিছুটা হলেও কমবে। যাঁদের কিছুটা আর্থিক সামর্থ্য আছে, তাঁরা একই ক্যাম্পাসের মধ্যে বাজেট হাসপাতালে রোগীকে ভরতি করতে পারবেন। দ্বিতীয়ত, প্রতিযোগিতার বাজারে বেসরকারী হাসপাতালগুলি খরচ কমাতে বাধ্য হবে। তৃতীয়ত, কর্পোরেট হাসপাতালে চিকিৎসার খরচ দিতে গিয়ে হয়রান মধ্যবিত্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।

 

Advanced training for medical staff of State-run hospitals in Bengal

The Bengal Government has decided to impart high-level training for advanced critical care on a large scale to doctors, nurses and paramedical staff of the State-run hospitals. This is a part of the move to better equip all the State-run hospitals in Bengal in handling patients.

The State Health Department will impart knowledge on critical care among the doctors and paramedical staff working at different critical care units (CCU), intensive care units (ICU) and high-dependency units (HDU) of the State-run hospitals. It has been found that many of the paramedical staff lack adequate knowledge on what should be the best mode of treatment for a critical patient.

It may be mentioned that the Bengal government has already tied up with the Singapore Government to impart knowledge of advanced critical care among doctors. Singapore has the one of the best expertise in critical care management. The programme that had been started in Bijoygarh in Kolkata has started giving results.

 

The image is representative

 

 

রাজ্য পরিচালিত হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেবে রাজ্য

রাজ্য সরকার পরিচালিত হাসপাতালের বেশীর ভাগ ডাক্তার, নার্স ও প্যারাকর্মীদের অ্যাডভান্সড ক্রিটিকাল কেয়ারের উন্নত মানের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার।

রাজ্য পরিচালিত হাসপাতালগুলোর উন্নতিসাধনের জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচি তারই একটি অংশ। হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট-এ যে সকল স্বাস্থ্য কর্মীরা কাজ করেন, সকলেই উপকৃত হবেন এই প্রশিক্ষনের ফলে।

তবে এই প্রশিক্ষণের ফলে প্রধানত উপকৃত হবেন রোগীরাই, উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পাবেন তারা। স্বাস্থ্য কর্মীদের এরম প্রশিক্ষণ আরও বেশি করে দেওয়া হলে রোগীদের আরও উন্নত মানের ক্রিটিকাল কেয়ার পরিষেবা প্রদান করা যাবে। মেডিক্যাল অফিসার, নার্স ও যন্ত্রবিদদের আলাদা আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচির ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনিই সিঙ্গাপুর সরকারের উচ্চ আধিকারিকদের আর্জি জানান, ওনারা যেন এই প্রশিক্ষণ এ রাজ্যে এসে দেন যাতে করে স্বাস্থ্যকর্মীরা ক্রিটিকাল রোগীদের আরও ভাল স্বাস্থ্য সেবা দিতে পারে। সিঙ্গাপুর সরকার সহসম্মত হয়ে একটি মৌ স্বাক্ষর করেন কলকাতায় এসে প্রশিক্ষণ দেওয়ার জন্য।