Bengal govt to set up mini Mother and Child Hubs for infants and children

Four Mini Mother and Child Hubs are being set up in three districts of Bengal – in Silanpur and Sujapur in Malda district, at Anupnagar in Murshidabad district and in Jalpaiguri.

These 50-bedded facilities would be built at Rs 12 crore each.

Six full-fledged Mother and Child Hubs have recently been started at the Uluberia, Murshidabad and Nadia District Hospitals, and at the Calcutta, Bankura Sammilani and Malda Medical College Hospitals.

Three more are going to come up within this year at Jalpaiguri District Hospital, Midnapore Medical College Hospital and Cooch Behar Medical College Hospital.

Mother and Child Hubs are facilities, mostly set up in district hospitals and medical college hospitals, where infants and their mothers get full care in the first few days after delivery. It is a concept of Chief Minister Mamata Banerjee, who also heads the State Health Department.

 

 

‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করবে রাজ্য সরকার 

 

আমাদের রাজ্যে আগের তুলনায় শিশু এবং প্রসূতির মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। মু্খ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে  প্রসবের পর প্রসূতি ও শিশু, উভয়ই সুস্থ থাকছে। এই কাজের অঙ্গ হিসাবেই চারটি ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করা হবে।

মালদহের সিলানপুর ও সুজাপুর, মুর্শিদাবাদের অনুপনগরে এবং জলপাইগুড়িতে এই ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী হবে। প্রত্যেকটি হাবে ৫০টি করে শয্যা থাকবে। ১২ কোটি টাকা ব্যয়ে তৈরী হচ্ছে এগুলি।

এছাড়াও ন’টি জায়গায় পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাবও গড়া হচ্ছে। যার মধ্যে ছ’টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। উলুবেড়িয়া জেলা হাসপাতাল, মুর্শিদাবাদ জেলা হাসপাতাল, নদীয়া জেলা হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাব চালু হয়েছে।

জলপাইগুড়ি জেলা হাসপাতালে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কোচবিহার জেলা হাসপাতাল চলতি বছরের মধ্যে চালু হয়ে যাবে।

 

Let’s Unite to Grow Together published to celebrate six years of Trinamool Congress Govt

A book, Let’s Unite to Grow Together was published on the occasion of the sixth anniversary of the Trinamool Congress Government in Bengal.

On May 27, 2016, after a historic mandate by the people of Bengal, Mamata Banerjee took oath as the Chief Minister of the State for the second term.

The book details the State Government’s achievements during the six years from 2011 to 2017.

Click here to read the book, Let’s Unite to Grow Together: 6 Years – A Saga of Spectacular Growth

 

 

তৃণমূল কংগ্রেস সরকারের ষষ্ঠ বর্ষ পূর্তিতে প্রকাশিত হল ‘লেট্‌স ইউনাইট টু গ্রো টুগেদার’

 

তৃণমূল কংগ্রেস সরকারের ষষ্ঠ বর্ষ পূর্তিতে প্রকাশিত হল একটি বই, ‘লেটস ইউনাইট টু গ্রো টুগেদার’।
২০১৬ সালের ২৭সে মে রাজ্যবাসীর কাছে ঐতিহাসিক জনপ্রিয়তাকে সঙ্গী করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ছয় বছরে সরকারের সকল সফলতা লিপিবদ্ধ আছে এই বইটিতে।

 

‘লেটস ইউনাইট টু গ্রো টুগেদার’ বইটি পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Let us all pledge to build a better Bengal in the future: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today gave a speech at the State secretariat, Nabanna on the occasion of six years of the formation of the Trinamool Congress Government in Bengal, as well as one year of the formation of the second Trinamool Congress Government.

She also launched a book of achievements, titled Six Years of Poriborton.

In her speech, Mamata Banerjee listed the achievements of her Government, and also held out on the fact that some aspects of her governance have been taken up as a model by the Central Government.

She also flagged off 53 air-conditioned ambulances.

Salient features of her speech:

  • Last year on this day I had received a Guard of Honour from the police here in Nabanna. It was like a homecoming.
  • We could have celebrated the anniversary of our Government in a luxurious and grand manner like the others.
  • An auditorium is coming up at Nabanna for meetings and programmes.
  • My best wishes to the police and Government employees who organised the blood donation camp today.
  • There is a shortage of blood during summer; 16,000 police workers donated blood in the last one week.
  • I requested Trinamool workers to organise blood donation camps from today till the first week of June.
  • 66,000 bottles of blood will be collected during the blood donation drive.
  • I do not believe in making speeches. It is neither my profession nor my passion.
  • For the next one month several social programmes will be held all over the State.
  • Evidence speaks for itself. We have released a book listing the work done by our Government during the last six years.
  • We are setting up 42 multi super-speciality hospitals, 307 SNSUs, 70 HDUs.
  • We have set up 117 fair price diagnostic centres, 119 fair price medicine shops, 16 medical colleges.
  • We have set up over 100 police stations, over 60 women’s police station, 88 fast track courts.
  • We have given 40 lakh Kanyashree scholarships, 70 lakh Sabuj Sathi bicycles, 35 lakh Shikshashree scholarships.
  • 2 lakh youths have received financial assistance under Yuvashree.
  • We have given 3 lakh land pattas, 1.1 crore minority scholarships.
  • From tea gardens to Jangalmahal to the Hills – we have included nearly 9 crore people under Khadya Sathi.
  • Bengal is number one in skill development and MSME. We have received the Krishi Karman Award five years in a row.
  • Despite a huge debt burden, we have always paid the salaries of Government employees on first day of the month.
  • We have conducted 153 block-level meetings where all officials from Nabanna were present.
  • Let us all pledge to build a better Bengal in future.
  • We do not share fake images on social media for propaganda. We do not believe in slander campaigns.
  • Bengal is marching ahead.
  • My best wishes to students who have passed the Madhyamik and Madrassah examinations.
  • In the true sense, what Bengal thinks today, the world thinks tomorrow.
  • Sarva Dharma Samannay and unity is the motto of Bengal.
  • From Renaissance in India to social reforms, it all started in Bengal. We do not believe in discrimination.
  • We have adopted the three-language formula – choose any language as your first option but at least study Bangla as the third language.
  • Bangla abar jogot sobhay srestho ashon lobe (Bengal will become the best in the world).

 

আসুন আমরা শপথ নিই গর্বের বাংলা গড়ার: মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস সরকার গঠনের ছয় বছর পূর্তি উপলক্ষে আজ নবান্নে একটি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।

গত ছয় বছরে সরকারের কাজের খতিয়ান দিয়ে একটি পুস্তক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ৫৩ টি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের দিনে গত বছর এই দিনটিতে পুলিশ আমায় স্যালুট জানিয়েছিল। আমরা নবান্নে এসেছিলাম
  • ইচ্ছে করলে অন্যদের মতো অনেক খরচ করে এই অনুষ্ঠান করতে পারতাম
  • নবান্নে একটি অডিটোরিয়াম তৈরী হচ্ছে সরকারী অনুষ্ঠান ও বৈঠকের জন্য
  • পুলিশ ও সরকারী কর্মচারীরা যারা আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদের আমার শুভেচ্ছা
  • গরমকালে এমনিতেই রক্তের যোগান কম থাকে। গত সপ্তাহে ১৬০০০ পুলিশকর্মী রক্তদান করেছেন
  • আজ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তৃণমূল কর্মীদের রক্তদান শিবিরের আয়োজন করার অনুরোধ করেছি
  • রক্তদান শিবিরের মাধ্যমে ৬৬০০০ বোতল রক্ত সংগ্রহ করা হবে
  • আমি বেশি কথা বলতে ভালোবাসি না। ভাষণ দেওয়া আমার পেশাও না, নেশাও না
  • আগামী একমাস রাজ্য জুড়ে সামাজিক কর্মসূচি নেওয়া হবে
  • Evidence speaks for itself. সরকার গত ৬ বছরে কি কি কাজ করেছে তা নিয়ে একটা বই আজ আমরা পাবলিশ করলাম
  • ১১৭ টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক সেন্টার, ১১৯ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ১৬ টি নতুন মেডিকেল কলেজ তৈরী হয়েছে
  • ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩০৭টি SNSU, ৭০ টি HDU তৈরী হয়েছে
  • ১০০ টি নতুন পুলিশ স্টেশন, ৬০ টি মহিলা থানা। ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরী হয়েছে
  • ৪০ লক্ষ কন্যাশ্রী স্কলারশিপ, ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল, ৩৫ লক্ষ শিক্ষাশ্রী, ২ লক্ষ যুবশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে
  • ৩ লক্ষ পাট্টা দেওয়া হয়েছে, ১ কোটি ১০ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে
  • চা বাগান থেকে জঙ্গলমহল, পাহাড় – সারা রাজ্যে ৯ কোটি মানুষ খাদ্য সাথী প্রকল্পের আওতায় এসেছে
  • Skill Development, MSME তে বাংলা এক নম্বর। পরপর ৫ বছর আমরা কৃষি কর্মণ পুরস্কার পেয়েছি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মাসের প্রথম দিনে সরকারী কর্মচারীদের বেতন দিচ্ছি
  • ব্লক স্তরে আমরা ১৫৩ টি প্রশাসনিক বৈঠক করেছি
  • আসুন আমরা শপথ নিই গর্বের বাংলা গড়ার
  • সোশ্যাল মিডিয়ায় আমরা নকল ছবি শেয়ার করি না। কুৎসা ও অপপ্রচারে আমরা বিশ্বাস করি না
    বাংলা এগিয়ে চলেছে
  • আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। গত সপ্তাহে মাদ্রাসা পরীক্ষার ফল বেরিয়েছিল। ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা
  • সর্ব ধর্ম সমন্বয় ও একতাই সম্প্রীতি এই মাটির বিশিষ্টতা
  • নবজাগরণ থেকে শুরু করে সমাজ সংস্কার, সব বাংলাতেই শুরু হয়েছিল। বাংলায় ভেদাভেদের রাজনীতি হয়না
  • আমরা থ্রি ল্যাঙ্গুয়েজে ফর্মুলা চালু করেছি। নিজের পছন্দের ভাষা প্রথম ভাষা হিসেবে পড়ুন। কিন্তু বাংলাও শিখুন
  • বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে

 

 

Second Maa, Mati, Manush Govt completes one year

On May 27, 2016, after a historic mandate by the people of Bengal, Mamata Banerjee took oath as the Chief Minister of the State for the second term.

Here are a few of the achievements of the Trinamool Government in the first year of the second term:

 

Administration and Finance and e-Governance

The West Bengal Assembly August 29 passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English.

On August 31, 2016, the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant. On Nomber 8, physical possession of 846 acres of land were given to farmers as par the Supreme court order,

For better administration, the Government created the Kalimpong district. Later Bardhaman has been divided to form Paschim and Purba Bardhaman and Jhargram district has been carved out of Paschim Medinipur. Mirik has been created as a separate subdivision in Darjeeling district

The Department of Information Technology & Electronics, Govt. of Bengal has launched Digital Bangla Outreach Campaign. The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The State Urban Development Department has set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district.

To successfully confront cyber threats, the Government has decided to set up a centre of excellence in cyber security. The State Cabinet has already given its approval.

In terms of small savings, after four years, the State of West Bengal has left Uttar Pradesh behind to become number one in the country. As per the latest data from the Ministry of Finance, after remaining second behind Uttar Pradesh for four consecutive financial years from 2011-12, in 2015-16, West Bengal toppled Uttar Pradesh to occupy the top position, with the total small savings amounting to Rs 8,362.78 crore. This amount is almost Rs 2,500 crore more than that of the second-placed Uttar Pradesh.

The West Bengal Government is deciding to set up a Start-Up Incubation Centre to support the educated youth to start its own businesses. Powered by the State Information & Technology Department and WEBEL, the centre will come up a WEBEL premises in Saltlake Sector V.

In a new initiative aimed to bring more industrial investment in West Bengal, an Industrial Investment Promotion Board (IIPB), which will be an umbrella organization of all industry-related corporations and other bodies of the state Government, has been formed.

The West Bengal Information Technology (IT) Department is constructing Electronics Manufacturing Clusters (EMC) in Falta and Naihati, at a cost of Rs 12,000 crore. These would lead to the generation of around 37,000 jobs, and also give a boost to the electronics sector of the State.

The Bengal Government decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

 

Health and Women and Child

On March 3, the Bengal Government ushered in sweeping reforms in healthcare system in the State with the new West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017. The bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate. Later, an 11-member West Bengal Health Regulatory Commission that will arbitrate complaints of medical negligence filed under The West Bengal Clinical Establishment (Registration, Regulation and Transparency) Act, was set up.

The Bengal Government on October announced setting up of five new medical colleges and seven nursing institutes. At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion.

To provide the better health care facilities in the remote villages of the State, the Government has set up a waiting hut for pregnant women.

The country’s first state government-owned stem cell preservation centre started its formal functioning at the School of Tropical Medicine in Kolkata.

 

Industry and MSME

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

Tantuja, a West Bengal Government undertaking that sells handloom and handicraft products, has won a national award from the Central Government. The award of Rs 1.5 lakh was given in Varanasi on the occasion of National Handloom Day on August 7, 2016.

Chief Minister Mamata Banerjee left for an eight-day tour of Italy and Germany on September 2. This was her first foreign trip after coming to power for the second time. She stayed in Italy from September 2 to 5 and attended the canonisation ceremony of Mother Teresa at Vatican City. From Italy, she flew to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. The Chief Minister was being accompanied by a 12-member of official delegation and 29 industrialists.

The state government allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

 

Agriculture and Irrigation

West Bengal was selected for the All India Coordinated Rice Improvement Project Award 2015. This was the first time when the state would be received the award.

In a unique step to help people buy fresh vegetables without visiting the market, the state Agricultural Marketing department has introduced home delivery of green vegetables through its Sufal Bangla project.

In a bid to spread awareness among farmers in every district about the various welfare schemes and projects taken up by the state government, the Agriculture department has come up with the unique idea of introducing mobile vans in the districts to carry out a campaign in the rural areas. Experts travelling in a mobile van will impart knowledge and special training to the farmers to help increase their production.

 

Transport

An integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) has been constituted to ensure better transport facility to commuters by reducing the loss incurred by the corporations.

‘Safe Drive, Save Life’ initiative was launched on August 17. The programme was observed in all 341 blocks, 117 municipalities, 6 municipal corporations, 144 wards of Kolkata Municipal Corporation, 19 district headquarters and GTA area to enhance awareness about traffic rules.

Bengal Government launched ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on February.

Pathadisha’ – an app was launched through which one can track bus from home and plan the journey accordingly.

Bengal government has introduced the Jaladhara scheme to provide financial assistance to convert semi-mechanised boats to mechanised ones to avert accidents. At the same time, standard operational procedure (SOP) would be followed to improve the safety of jetties across the state.

 

Panchayat and Rural Development, Labour and SHGs

The state government has introduced Muktidhara, a project to make rural unemployed youth self-reliant. The pilot project has earned remarkable success. Under the scheme every gram panchayat will have five groups each having 10 members. They will get bank loan at the rate of 2% while the state government will provide another 9 per cent. The scheme will provide support to the Self Help Groups by creating infrastructure.

Credit linkage of Women Self-Help Groups (SHG) with banks in West Bengal has been doubled in the 2015-16.

The daily wage of workers engaged in 100-days work under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme has been increased to Rs 180 from Rs 176.

The Bengal Government introduced Social Security Yojana by converging five separate beneficiary schemes for workers in the unorganised sectors and for self-employed people. Around 5 crore people will benefit from the Yojana, with around 1 crore getting direct benefits.

 

Education, Women and Child development

The number of girls registered under Kanyashree has crossed 40 lakhs. In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government introduced internet-based platforms on the third Kanyashree Divas on August 16.

Sukanyashree, a project to make girls economically independent has been launched in the state under the guidance of Chief Minister Mamata Banerjee. The pilot project has been launched in Nadia district and the model will be replicated in other districts in course of time.

 

Power, Tourism and Forestry

Sabujshree: West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State. The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl. Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well.

The West Bengal government has set 2017-18 as the deadline to install grid-connected rooftop solar photo-voltaic system at all public buildings. The project has been christened as `Aaloshree’.

India’s first 10 MW Canal Bank Solar PV Plant was inaugurated at Chopra, North Dinajpur. The project, which has been successfully implemented by WBSEDCL, incurred a cost of Rs 65.88 lakh.

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’. Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The ‘tiger safari’ at Bengal Safari Park at Sukna was launched on January 22 by the CM.

 

 

Bengal Government to celebrate Nazrul Jayanti today

Bengal Government is going to celebrate the birth anniversary of Kazi Nazrul Islam with full honours today. A cultural function will be held at Nazrul Tirtha in Newtown at 5 PM.

The function, which is being held as per the guidance and planning of Hon. Chief Minister Mamata Banerjee, will also see the felicitation and award presentation by various academies.

The function is going to be attended by several ministers of the State Government. Dignitaries and artistes will perform on the occasion. Cultural events will be held at Rabindra Sadan, Sisir Mancha and Fani Bhushan Jatra Mancha between 27-29 May to mark Nazrul’s birth anniversary.

 

আজ নজরুল জয়ন্তী পালন করবে রাজ্য সরকার

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করবে রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় বিদ্রোহী কবির জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন এবং বিভিন্ন অ্যাকাডেমির পুরস্কার প্রদান করা হবে।

নিউটাউনের নজরুল তীর্থে আজ বিকেল ৫ টায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ বিভিন্ন শিল্পীবৃন্দ।

এছাড়া নজরুল জয়ন্তী উপলক্ষে আগামী ২৭-২৯ মে প্রতিদিন বিকেল ৫ টায় রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মুক্ত মঞ্চ, শিশির মঞ্চ ও ফণিভূষণ যাত্রা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হবে।

 

Bengal Govt to set up a new college at Narayangarh

A new degree college will be coming up in Narayangarh, Paschim Medinipur – the state Education Minister Partha Chatterjee announced it in the Assembly on Wednesday. The decision to set up a degree college at Narayangarh in Paschim Midnapore will help thousands of students from the area. He said, “We have taken steps to take education to the doorsteps.”

After coming to power, the Mamata Banerjee-led government has given stress on expansion, equity, employability and excellence in education. Several steps were taken to improve and create Several steps were taken to improve and create infrastructure to ensure better quality education so that students from Bengal can compete in the national level.

47 new colleges have been set up. At the same time, 17 universities have also come into existence in the state. Steps were also taken to ensure education for all. Stress was also given on education for girls.

Chief Minister Mamata Banerjee had held the first public meeting in Narayangarh after winning the Assembly polls in 2016.

নারায়ণগড়ে তৈরী হবে ডিগ্রি কলেজ

নারায়ণগড়ে ডিগ্রি কলেজ তৈরী করছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে এই ডিগ্রি কলেজ তৈরী হলে এলাকার প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী উপকৃত হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার শিক্ষার সম্প্রসারণ ও কর্ম সংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উচ্চ শিক্ষার মাধ্যমে বাংলার ছাত্রছাত্রীরা যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিতে পারে ও শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

৪৭ টি নতুন কলেজ ও ১৭ টি বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে। সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এছাড়া মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

Bengal Govt to employ personnel to ensure safety at 279 jetties across the state

The Bengal Transport department has decided to engage two trained men in each of the 279 jetties across the state which are to be upgraded soon. The trained personnel would be tasked to keep a tab on whether the drop gates are functioning properly and to ensure that passengers beyond the capacity of the jetties do not board them at a time.

Experts have framed a Standard Operating Procedure (SOP) which must be followed on all the jetties and accordingly, the identified 279 will be upgraded. There will be drop gates on the jetties to restrict excessive loading of passengers on each vessel. At the same time, there will be life jackets that passengers have to put on to ferry across the river on vessels and arrangements will be made for proper illumination on board.

“In a bid to ensure that the SOP is followed, it has been decided that two trained men will be engaged in each of the jetties. Agencies will be engaged to deploy those trained men,” said Bengal  Transport Minister Suvendu Adhikari on Wednesday, adding that out of these jetties, 28 are in Hooghly, 60 in North 24 Parganas, 16 in Howrah, 12 in South 24 Parganas and 11 of the West Bengal Transport Corporation.

He also informed that there will be an investment of around Rs 10 lakh for the upgradation of each of the jetties and Rs 5 lakh has already been released. The state Transport department has taken the initiative to upgrade some of the 279 jetties to model ones. There will be an investment of around Rs 3.5 crore to build each of the model jetties. There are already 18 model jetties in the state built in the last financial year.

 

রাজ্যের ২৬৯টি মডেল জেটিতে থাকবেন সুরক্ষা কর্মীরা

রাজ্যে ২৬৯টি জেটিকে মডেল জেটি হিসাবে তৈরি করা হবে বলে বুধবার বিধানসভায় জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। রাজ্য সরকার জেটি রক্ষণাবেক্ষণ ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কতগুলি পদক্ষেপ নিয়েছে।

ওই মডেল জেটি তৈরির জন্য ১০ লক্ষ টাকা করে খরচ করা হবে। জেলাশাসকদের ওই টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক জেটিতে দু’জন করে নুলিয়া রাখা হবে। যাঁরা সর্বদা নজর রাখবেন। অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। জেটিতে ড্রপগেট লাগানো হবে। পরিবহণ দপ্তর সব জেটির নিয়ন্ত্রণ নেবে। অস্থায়ী জেটি থাকবে না।

শুভেন্দু অধিকারি জানান, জেটি রক্ষণাবেক্ষণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী মুখ্যসচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তর এবং সকল জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে জেটি বা ফেরিঘাটে প্রয়োজনীয় সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে জেটি ও ফেরিঘাটে যাত্রীদের সতর্কতামূলক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত নোটিস বোর্ড লাগানো হবে।

যান্ত্রিক নৌকা চালানোর জন্য জলধারা প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, এই প্রকল্পে মাথাপিছু সর্বাধিক এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার।

 

 

Nabanna to host blood donation camp to mark 6 years of TMC govt

To mark the completion of the sixth year of the Trinamool Congress government, a blood donation camp will be organised in the state Secretariat Nabanna on May 27.

Chief Minister had directed the organisation of blood donation camps across the state with the target of collecting 50,000 units. The decision was taken to overcome the acute shortage of blood during summers. The state government will be introducing 52 new ambulances. State government employees will donate blood in the camp that will be organised in the state secretariat.

On May 20, 2011 Chief Minister Mamata Banerjee had taken oath. After returning to power in 2016, the Chief Minister had taken oath on May 27. Thus, to mark the completion of the sixth year of the Mamata Banerjee government, it was decided that blood donation camps will be held in the state from May 20 to 27 this year.

Blood donation camps are being organised at different places both by members of the ruling party as well as by different civic bodies. The police are also organising blood donation camps with a target of collecting 20,000 of the total 50,000 units.

After came to power in 2011 the Trinamool government has changed the face of healthcare service in the state by taking several measures. Now, with the introduction of 52 ambulances, hundreds of people will be benefitted.

The state government has also organised a one-month-long programme from May 20 to June 20 to mark the completion of the sixth year of the government. Tableaus displaying different development projects of the state governments are reaching the grass-root level in districts through this month-long initiative.

 

দ্বিতীয় সরকারের বর্ষপূর্তিতে রক্তদান শিবিরের আয়োজন নবান্নে

আগামী ২৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। এই  উপলক্ষে নবান্নে রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার।

একইসঙ্গে নবান্নে ৫২টি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব অ্যাম্বুলেন্স বিভিন্ন জেলায় পাঠানো হবে। নবান্নে রক্তদান শিবিরে সরকারি কর্মচারীরা রক্তদান করবেন। শুধু নবান্ন নয়, ওই দিন জেলাতেও বর্ষপূর্তি পালন করা হবে। জেলায় জেলায় রক্তদান অনুষ্ঠান করা হবে।

গ্রীষ্মকালীন রক্তসংকট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে রক্তদানের উদ্যোগ নিয়েছেন। দলীয় কর্মীদের তো বটেই পুলিশকেও রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০ মে নবান্ন থেকে দুটি ট্যাবলো ছাড়া হয়। যেখানে সরকারের কন্যাশ্রীসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়। ২০১১ সালে ২০ মে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শপথ নিয়েছিলেন। সেইদিনকে স্মরণ করেই ওই ট্যাবলো ছাড়া হয়েছে। ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য জিতে শপথ নিয়েছিলেন ২৭ মে। সেই দিনটিকে স্মরণ করতেই নবান্নে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 

Tourist spots in Purulia being developed by the Bengal Govt

The Bengal Government is enthusiastically developing the district of Purulia as a tourist destination. Chief Minister Mamata Banerjee had, during a public meeting in the distinct, stressed on the potential of Purulia as a destination for tourists, and the present initiatives are a result of that.

A decision has been taken to develop a tourism circuit in the district by stringing together spots in the Ayodhya Hills region.

As a part of that, roads have already been built connecting the spots to Jhalda, Baghmundi and Balarampur. The less-known but equally beautiful tourist spots are also in the process of being connected through roads.

The State Government has also chalked out plans to build tourist resorts. Private operators are also being encouraged in these ventures.

Some of the prominent tourist spots of the district, besides the Ayodhya Hills, are the Jaichandi and Garpanchakot Hills, Kashipur Rajbari, Koshjuri, Baranti Bird Sanctuary, the forst of Dandahit, Muraddi Lake, Garpanchakot, Bandwan Duarsini, Doladanga, etc.

 

পর্যটনে পুরুলিয়ার গুচ্ছ প্রকল্প

পুরুলিয়া জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া সার্কিট হাউসে বসে একটি কবিতা লিখেছিলেন। পরদিন পুরুলিয়ার বেলকুড়ি ময়দানে সেই কবিতা পাঠ করে বুঝিয়ে দিয়েছিলেন এবার পুরুলিয়ার পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা এবার কার্যকরী হতে চলেছে।

জানা গিয়েছে অযোধ্যা পাহাড়ের সুন্দর কেন্দ্রগুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজম বা গুচ্ছ পর্যটন ব্যাবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাহাড়ের পরিচিত পর্যটন স্থলগুলিকে হিলটপ ও ঝালদা-বাঘমুন্ডি-বলরামপুরের সাথে যুক্ত করা হয়েছে সড়কপথের মাধ্যমে। যেসব পর্যটনস্থলগুলি তেমন পরিচিত নয়, সেগুলিকে রাস্তা দিয়ে যুক্ত করা হবে। অযোধ্যা পাহাড়ের একাধিক পর্যটন ক্ষেত্রে পর্যটন আবাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে সমস্ত ক্ষেত্রেই। মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেছেন, “পুরুলিয়ার পর্যটন শিল্পের বিকাশে অযোধ্যা পাহাড়ের পাশাপাশি অন্য এলাকা যেমন জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড় ছাড়াও কাশীপুর রাজবাড়ি, কোশজুড়ি, বড়ন্তি পাখিরালয়, দন্ডহিত অরণ্য, মুরাড্ডি জলাধার, পঞ্চকোট রাজপরিবারের ইতিহাস সমৃদ্ধ গড়পঞ্চকোট, বান্দোয়ানের দুয়ারসিনি, দোলাডাঙা-সহ বেশ কয়েকটি জায়গার কথা মুখ্যমন্ত্রী তার ওই কবিতায় তুলে ধরেন। সেই বিষয়কে মাথায় রেখে পর্যটনে উন্নয়ন ঘটানো হচ্ছে।”

মন্ত্রীর দাবি, প্রয়োজনে পুরুলিয়ার পর্যটন ক্ষেত্রগুলির উন্নয়নে একটি বিশেষ বোর্ড গঠন করা হবে। যে বোর্ড পুরো স্বাধীন ভাবে এলাকা ভিত্তিক উন্নয়নের কাজ করবে।

Fruit farms to be developed in Paschimanchal by the State Govt

The unused plots of land in Bankura district are being developed by the State Government into fruit farms. The project would start with a farm on 810 hectares unused piece of land, spread over Ranibandh, Raipur, Simlapal, Onda, Taldangra, Hirbandh and Indopur blocks.

This is part of a mega project named as’Horticulture Development in Paschimanchal Districts’. Five districts forming the western region of the State are part of this – Bankura, Purulia, Paschim Medinipur, Birbhum and Paschim Bardhaman.

Among the fruit trees to be planted are those of mango, mosambi (sweet lemon), pomegranate, guave, orange, plum and custard apple.

The farmers who agree to plant fruit trees in these plats of land would be given all forms of assistance by the State Government, including in selling the fruits outside the State.

 

পশ্চিমাঞ্চলের পতিত জমিতে ফল চাষের পরিকল্পনা রাজ্য সরকারের

পতিত জমিকে এবার ফল গাছ চাষের মাধ্যমে সবুজ করার একটি মেগা প্রকল্প নিল রাজ্য সরকার। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘হর্টিকালচার ডেভেলপমেন্ট ইন পশ্চিমাঞ্চল ডিস্ট্রিক্টস।’

এই প্রকল্পের মধ্যে আসবে রাজ্যের পশ্চিমাঞ্চল এলাকার পাঁচটি জেলা। জেলাগুলি হল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান। জেলায় অকেজো জমির পরিমাণ প্রচুর হওয়ায় এই প্রকল্পে বাঁকুড়া জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৮১০হেক্টর পতিত জমিতে প্রথম পর্যায়ে ফলের বাগান গড়ে তোলার পরিকল্পনা নিল সরকার।

ফলগুলির মধ্যে আছে আম, মুসম্বি, বেদানা, পেয়ারা, কমলালেবু, বড় কুল এবং আতা। যে ৮১০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে তাঁর বেশীরভাগটাই ব্যাক্তি মালিকানাধীন। এই জমিগুলি রাণীবাঁধ, রাইপুর, সিমলাপাল, ওন্দা, তালডাংরা, হিড়বাঁধ ও ইন্দপুর ব্লকের মধ্যে পড়ছে।

উদ্দেশ্য চাষীদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা। চাষীরা এই প্রকল্পের অধীন ফলের বাগান করলে যাবতীয় খরচ বহন করবে সরকার। চাষীরা পাবে বিনামুল্যে চারা, সার, ওষুধ এমনকি যে জমিতে ফলের বাগান তৈরি করা হবে তার চারদিকে বেড়া দেওয়ার খরচও সরকারের কাছ থেকে পাবেন চাষীরা। প্রথম দফায় ৪ লক্ষ চারা চাষীদের মধ্যে বিলি করা হবে। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গেই চারা বিলির কাজ শুরু হয়ে যাবে।

বাগান থেকে যে ফল উৎপন্ন হবে, তা রপ্তানীকারকের মাধ্যমে বাজারজাত করার ব্যাবস্থা করবে সরকার। ফলের বাগানে সবজি চাষও করা হবে এবং সেই চাষের জন্যও যাবতীয় খরচ বহন করবে সরকার। যে সবজিগুলো চাষ হবে তা হল , আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, শসা, উচ্ছে, গাজর ও বিট। এর ফলে চাষীদের আর্থিক ব্যবস্থার অনেক উন্নতি হবে।