Bengal’s children’s commission to now look after rights of prisoners’ children

Bengal’s State Commission for Protection of Child Rights is now going to get involved with the care and protection of children of prisoners.

Soon, it will start enquiring after the condition of children of prisoners who are growing up with their mothers inside the prisons. They have already asked for reports from correctional home authorities in Bengal.

The job of the commission is to look after the rights of children, and whether these are being violated in any way. Now it has added prisoners’ children to its list of duties, which is a welcome step.

It would ensure that though these children lead a life unlike most children, they do not suffer from any major disadvantages with regard to education, physical and mental health, diet, etc. it would also try to see whether these children, wherever possible, could be sent to children’s homes.

 

এবার থেকে জেলবন্দীদের সন্তানদেরও দেখভাল করবে বেঙ্গল চিলড্রেন কমিশন

বেঙ্গলস স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবার থেকে জেলবন্দীদের সন্তানদেরও দেখভাল করবে। জেলের ভিতর যে যে শিশু তাদের মা’দের সঙ্গে বড় হচ্ছে তাদের দেখাশোনা করবে কমিশন। তারা ইতিমধ্যেই সংশোধনাগারে এই বিষয়ে রিপোর্ট দাবি করেছে।

কমিশনের কাজ শিশুদের অধিকার রক্ষা করা। তারা এবার জেলের বন্দীদের শিশুদের অধিকারও রক্ষা করবে।

যদিও এই শিশুরা আর পাঁচটা শিশুর মতো জীবন পায়নি, তাও কমিশন চেষ্টা করবে এই শিশুরা যেন শিক্ষা, শারীরিক, মানসিক ভাবে কোনও বাধার সম্মুখীন না হয়। পরে সম্ভব হলে, এই শিশুদের হোম-এ পাঠাবার চেষ্টাও করা হবে।

 

 

Bengal CM holds meeting with private schools and colleges

Bengal Chief Minister Mamata Banerjee held a meeting with the heads of private schools, colleges and other educational institutions and discussed fee disparity with their representatives.

The Bengal Government has taken a stand to see that poor and meritorious students get opportunity to study in the institutions of their choice.

Recently the Bengal Government mooted on the three-language forumla and have suggested that Bengali should be one of the three languages in school curriculum.

 

Highlights of her speech: 

There are around 12,500 schools in our state

Bengal’s merit is famous in the world; it is the source of our excellence

Money cannot judge merit

Some schools even charge for exercise books, uniforms

Some schools take huge donation fees

Why should fees and session fees be separate?

We have started the three-language formula; we want students to know their mother tongue

We do not want to make things compulsory, students should choose their subjects

There is no differentiation in Bengal. Here everybody are treated equally

Why should those living in Bengal not study Bangla?

Everybody has the right to study:

We want our students to shine at international level

Bengal is an education hub.

Self Regulatory Committees to be formed to decide school fees.

Keep a section for grievances on your website.

The educational institutions of Kolkata are our pride.

On June 13, we will meet the toppers of of the Board exams at Uttirna in Alipore.

 

আজ বেসরকারী স্কুল, কলেজগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী

বেসরকারী স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভর্তির ফি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এবার বেসরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও যেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকে সেই আবেদন করে রাজ্য সরকার।

সম্প্রতি বাংলা সরকার ত্রিভাষা নীতি চালু করেছে এবং সিদ্ধান্ত হয়েছে সব স্কুলের পাঠ্যক্রমে এই তিনটি ভাষার মধ্যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

রাজ্যে প্রায় ১২,৫০০ স্কুল রয়েছে

বাংলার মেধা সর্বত্র প্রথম, বাংলার মেধাই প্রধান উৎকর্ষতা

টাকা দিয়ে মেধার বিচার হয় না

কিছু কিছু স্কুলে টেক্সট বই ও ইউনিফর্মের জন্য টাকা নেওয়া হয়

কিছু স্কুলে ডোনেশনের নামে যা ইচ্ছে তাই চলছেঃ মুখ্যমন্ত্রী

ফিজ এবং সেশন ফিজ কেন আলাদা হবে?

আমরা ত্রিভাষা নীতি প্রণয়ন করেছি, আমরা চাই সকলে তাদের মাতৃভাষা জানুক

আমরা কিছু compulsory করতে চাই না, যে যার পছন্দমতো বিষয় নিয়ে পড়বে

বাংলায় কোন বিভেদ নেই, এখানে সকলে সমান

বাংলায় থাকবে অথচ বাংলা পড়বে না?

সকলের পড়ার অধিকার আছে

আমারা চাই আমাদের ছাত্রছাত্রীরা বিশ্ব জয় করুক

পশ্চিমবঙ্গ হল এডুকেশন হাব

ফি ঠিক করতে একটি সেলফ রেগুলেটরি কমিটি গঠন করা হবে

আপনারা ওয়েবসাইটে একটি করে সেকশন রাখুন যেখানে মানুষ তাদের অভিযোগ জানাতে পারবে

কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের গর্ব

আগামী ১৩ জুন আলিপুরের উত্তীর্ণ-তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করব

 

 

 

 

 

 

Fish exports from Bengal to touch Rs 700 cr by 2020

The rapid improvement in the infrastructure for pisciculture that Bengal is witnessing, courtesy the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, fish traders of the State are projected to do business worth Rs 700 crore by 2020. By 2019, 1.2 lakh tonnes of fish would be cultivated in the State. These data were recently revealed by industry body, ASSOCHAM (Associated Chambers of Commerce of India) in a report.

Thus, the fish exporters of the State are looking at a bright future. However, according to the ASSOCHAM report, if the unused water bodies are used to their full potential, the State has the capacity to produce 31 lakh tonnes of fish. Another fact highlighted in the report is that every year, there is a 10 per cent increase in fish production in the State; however, during the last financial year, it was a 20 per cent jump.

The policies adopted by the Bengal Government to improve the potential of fish production and exports are indeed laudable. The Government is ensuring that all international food safety standards are being followed by the fish cultivators, processors and exporters. The latest technologies are being used by the food processors. As a result, a big demand for fish and processed fish from the State is being created in foreign markets.

The way things are progressing in the State, Bengal is going to earn a huge revenue from fish production in the future.

 

মাছ রপ্তানিতে ৭০০কোটির ব্যবসা করবে বাংলা

রাজ্যের মাছ চাষের যেভাবে পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হয়েছে তাতে আগামী ২০২০ সালে এই রাজ্যের মাছ রপ্তানির সঙ্গে যুক্ত ব্যাবসায়ীর প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন।২০১৯ এর মধ্যে ,মাছের উৎপাদন ১.২ লক্ষ টনে পৌঁছে নিয়ে যাওয়া যাবে  এমটাই দাবি করা হলো বণিক সভা ASSOCHAM এর পক্ষ থেকে।

তবে রাজ্যের যে অব্যবহৃত  জল জায়গা আছে তাকে সঠিকভাবে কাজেই লাগাতে পারা  গেলে আগামী দিনে ৩১ লক্ষ টন মাছ উৎপাদন করা সম্ভব হবে বলে ASSOCHAM এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্ৰত্যেক বছর মাছ চাষে ১০% উৎপাদন বৃদ্ধি  পায়  কিন্ত গত বছর সেই বৃদ্ধির পরিমান ২০% হয়েছে।

রাজ্য সরকার যেভাবে নতুন নীতি নির্ধারিত করেছেন মাছ চাষের ক্ষেত্রে তার ফলে আগামী দিনে রাজ্যের মাছ সারা বিশ্বের মাছ ক্রেতাদের কাছে বড় চাহিদা গড়ে তুলছে। বিশ্বের ফুড সেফটি নির্ধারণকারী সংস্থার দেওয়া মাপকাঠিতে যে কয়টি নিয়মাবলি দেওয়া হয়েছে তার সব কয়টিকেই  রাজ্যের মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। সেই মাছ বিদেশের বাজারে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে চাহিদা বাড়িয়ে তুলেছে।

এই হারেই যদি রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় তা হলে আগামী দিনে সারা বিশ্বে বাংলা মাছ রপ্তানি ব্যবসা থেকে বিপুল পরিমানে রাজস্ব আদায় করতে পারবে।

 

 

GST is not fully prepared, so it must not be rolled out on July 1: Dr Amit Mitra

Bengal Finance Minister Dr Amit Mitra today held a press conference in Kolkata regarding Goods and Services Tax (GST). During the interaction with the press, he underlined the fact that Bengal is not ready to accept GST in its current form.

Dr Mitra is the chairman of the Empowered Committee on GST, comprising all the 29 States was. It had met in Kolkata on June 14, 2016 in a historic meeting.

The constitutional amendment said that Parliament may, on the recommendation of the GST Council, compensate States for loss of revenue arising out of implementation of GST, upto five yrs. Secondly, for a State, if the income from tax decreases at any time during these five years, the State can decide to not to give its share of the tax to the Centre.

However, Dr Mitra said, “it was decided at this meeting that it should be ‘shall’, not ‘may’, and secondly, not ‘upto 5 years’ but ’period of 5 years’ “.

Other major decisions were taken during the historic meeting in Kolkata.

“It was decided at the meeting that if a business is worth less than Rs 1.5 crore, it would only attract State tax”.

Then, “in the cases 90 per cent of small businesses below Rs 1.5 crore, there would not be any dual control”.

At the 4th GST summit (November 3 and 4), the States had proposed that food grains have to be kept out of GST. “After everyone consented to it, food grains are now tax-free. This is a major victory for the common man”.

The Bengal Finance Minister said, “Daily essentials like raw vegetables and flowers are now tax-free”.

“We have fought to make cottage cheese, puffed rice, flattened rice, betel leaves, popped rice, green tea, vermilion, aalta, organic fertilizers, poultry and khadi clothing tax-free, health services, doctors’ fees, newspapers, textbooks and human hair.”.

Another victory for the States is that “on processed tea, instead of a 12-18 per cent tax, 5 per cent tax has been imposed”.

“The Empowered Committee has given a letter to also make news printing tax-free”, Dr Mitra said.

Some other major victories for the States, as stated by the Finance Minister, are:

He further said, “A 12% tax was proposed on cashew nuts; the fight on that is still going on”.

“They had said that shoes would be taxed at 12%; we have proposed that shoes costing up to Rs 500 should be tax-free”

On films, Dr Mitra said, “In West Bengal, films are taxed at 2% while the Centre is thinking of imposing a 28% tax. We will fight this. If regional films are taxed at 28%, won’t they bite the dust?”

He said, “Though my own powers are limited, I have fought for Maa-Mati-Manush under the inspiration of the Chief Minister and I will continue my fight”.

The Bengal Finance Minister said that GST is not fully prepared and ready, and that rules and forms not completed, so July 1 must not be finalised as the date for the roll-out of GST.

“Until and unless a solution is reached on GST, it will not be introduced in the Bengal assembly”

He questioned whether small and medium-scale industries are equipped to handle the new tax regime.

“The fight is still on,” Dr Amit Mitra said, pointing out that he is likely to attend the June 3 GST Council meeting. “Majority of the country is still not ready to roll out GST,” he added.

 

 

১লা জুলাই থেকে জিএসটি চালু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেনঃ অর্থমন্ত্রী

জিএসটি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ২৯ টি রাজ্য ও ২ টি ইউনিয়ন টেরিটরি নিয়ে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটি গঠন হয়েছে, সেখানে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে। ১৪ জুন ২০১৬ কলকাতায় এমপাওয়ার্ড কমিটি’র ঐতিহাসিক বৈঠক হয়। সংসদে বিল পাস হওয়ার পর চালু হল জিএসটি কাউন্সিল যা হল সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলী, যার চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তিনি বলেন, সাংবিধানিক সংশোধনীর বক্তব্য অনুযায়ী রাজ্যের রাজস্ব কমে গেলে তাহলে তারা ক্ষতিপূরণ দিতে পারে, কোন নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, ৫ বছরের যে কোন সময় যদি রাজস্ব কমে যায় কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে যে তারা রাজস্ব দেবে না। ওই কলকাতার বৈঠকে ঠিক হয় “it should be ‘shall’, not ‘may’, and secondly, not ‘upto 5 years’ but ’period of 5 years।”

ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যে ১.৫ কোটির নিচে ব্যবসা হলে তাদের ক্ষেত্রে শুধু রাজ্যের কন্ট্রোল থাকবে। জিএসটি কাউন্সিল তৈরি হলে অবশেষে সিদ্ধান্ত হল ১.৫ কোটির নিচে ৯০ শতাংশ ছোট ব্যবসায় দ্বৈত নিয়ন্ত্রণ থাকবে না।
চতুর্থ জিএসটি বৈঠকে (৩ ও ৪ নভেম্বর) আমরা প্রস্তাব দিয়েছিলাম খাদ্যশস্য জি এস টির বাইরে রাখতে হবে, সকলে সম্মতি দেওয়ায় এখন খাদ্যশস্য করমুক্ত। এটা সাধারন মানুষের একটা বড় পাওনা।

কাঁচা সবজি, ফল, স্বাস্থ্য পরিষেবা, ডাক্তারের ফি, নিউজ পেপার এগুলো করমুক্ত হয়েছে, যা সাধারন মানুষের প্রয়োজনীয়। ছানা, মুড়ি, চিড়ে, পানের পাতা, খই, সবুজ চা, সিঁদুর, আলতা, পোল্ট্রি, জৈব সার, খাদির জামাকাপড় ওপর ট্যাক্স বসাচ্ছিল, লড়াই করে এগুলো করমুক্ত করেছি আমরা।

তিনি আরও বলেন, জুতোর অপর ১২ ট্যাক্স বসাবে বলেছিল, আমরা প্রস্তাব দিয়েছি ৫০০ টাকা পর্যন্ত কোন কর ছাড় দিতে হবে।নিউজ প্রিন্টিং করমুক্ত করার জন্য আমরা চিঠি দিয়েছি, কাজুর ওপর ১২ ট্যাক্স বসাবে বলেছিল, সেই নিয়ে লড়াই এখনো বাকি।

বর্তমানে পশ্চিমবঙ্গে সিনেমার ওপর ট্যাক্স ২ শতাংশ, আজ কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ ট্যাক্স বসানোর চিন্তা করছে, আমাদের লড়াই জারি রয়েছে, আঞ্চলিক ভাষার ছবিতে যদি ২৮% ট্যাক্স বসানো হয় তাহলে তা ধুলিস্মাত হয়ে যাবে।সবশেষে তিনি বলেন, আমার একার ক্ষমতা সীমাবদ্ধ তবুও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা-মাটি-মানুষের জন্য লড়াই করেছি এবং এই লড়াই চালিয়ে যাব। জিএসটি পুরোপুরি তৈরী নয়। ১লা জুলাই এটি চূড়ান্ত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন অর্থমন্ত্রী বলেন যতক্ষণ না জিএসটি সমাধান হয় ততক্ষণ এটি বিধানসভাতেও পেশ করা হবে না।

 

 

 

Bengal Govt to hold State Cabinet meetings in Hills, Jangalmahal

In the meeting of the State Cabinet at Nabanna on Monday, it was decided to hold four Cabinet meetings in the Hills and in Jangalmahal every year to ensure better administration.

Chief Minister Mamata Banerjee on Monday announced in Nabanna that every year, two Cabinet meetings will be held in the Hills and two in Jangalmahal. The first Cabinet meeting of her government in the Hills will be held on June 8 in Darjeeling.

The Chief Minister has given clear instructions that tourists should not be inconvenienced in any way because of the Cabinet meeting being held in the Hills. “This is peak season for tourism in Darjeeling, Terai and Dooars. Bookings made by tourists in hotels should not be cancelled. Thus, a decision was taken that no minister should try to stay in Darjeeling. However, there would be no problem if someone can manage to arrange accommodation there without cancelling the bookings of any tourists.

Journalists who will be going to cover the meeting will also have to make arrangements for accommodation in Siliguri,” said the Chief Minister. The Cabinet meeting will be held at Raj Bhavan in Darjeeling. Accommodation for some senior ministers could be managed in Darjeeling itself. Trinamool Congress has “established democracy” in the Hills by winning the Mirik Municipality election and steps taken by the Chief Minister have ensured both peace and development in the Hills. Now, the initiative to hold Cabinet meetings in the Hills is a “big step” as it would make it easier to sort out and solve the problems of the Hills.

After four decades, the Bengal government has once again revived the old practice to assess the problems of the Hills by visiting the place. Similarly, Cabinet meetings will also be held in Jangalmahal, which covers parts of five districts – Birbhum, Bankura, Purulia, Jhargram and West Midnapore. Banerjee had initiated the practice of holding district administrative review meetings in districts to take stock of the progress of ongoing developmental projects to assess what more could be done to ensure overall development of the region.

 

এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়, জঙ্গলমহলে

 

প্রশাসনের কাজ যাতে আরও ভাল ভাবে সম্পন্ন করা যায়, তাই এবার থেকে বছরে চারটি মন্ত্রীসভার বৈঠক আয়োজিত হবে পাহাড়ে ও জঙ্গলমহলে। সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেন, বছরে দুটি মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়ে এবং দুটি জঙ্গলমহলে। এই কর্মসূচী অনুযায়ী প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ই জুন দার্জিলিঙে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দার্জিলিঙে মন্ত্রীসভার বৈঠকের জন্য কোনও পর্যটকের যেন কোনও অসুবিধা না হয়। তিনি বলেন, “এই মরসুমে দার্জিলিং, তেরাই ও ডুয়ার্সে সব থেকে বেশী পর্যটক যান। পর্যটকদের বুকিং যেন বাতিল করা না হয়। তাই, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীরা দার্জিলিঙে না থাকারই চেষ্টা করবেন। কোনও মন্ত্রী যদি পর্যটকদের বুকিং বাতিল না করিয়ে হোটেলে বা নিজের চেনা পরিচিতদের কাছে থাকে, তাতে কোনও বাধা নেই।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসব সাংবাদিক ওখানে যাবেন, তাঁরাও যেন নিজেদের থাকার আয়োজন করেন শিলিগুড়িতে। এই বৈঠক আয়োজিত হবে দার্জিলিঙের রাজভবনে। কয়েকজন প্রবীণ মন্ত্রীর থাকার আয়োজন দার্জিলিঙে করা যেতে পারে। মিরিক মিউনিসিপালিটি জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পাহাড়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মুখ্যমন্ত্রীর গ্রহণ করা পদক্ষেপে পাহাড়ে শান্তি ফিরেছে ও উন্নয়নের জোয়ার এসেছে। এবার এই পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করার পদক্ষেপ নিঃসন্দেহে পাহাড়ের সমস্যা আরও সমাধান করবে।

চার দশক পর রাজ্য সরকার আবার সেই পদক্ষেপ ফিরিয়ে এনেছে, পাহাড়ে গিয়ে পাহাড়ের সমস্যা সমাধান করার। একইভাবে জঙ্গলমহলেও হবে এই বৈঠক। জঙ্গলমহল বিস্তৃত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর – এই পাঁচ জেলা জুড়ে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক আয়োজিত হয় প্রতি জেলার জন্য। এই বৈঠকে প্রতি জেলায় চলতে থাকা প্রকল্পগুলির গতি সম্বন্ধে জানা যায়।

 

 

Bengal to have a state symbol for the first time

Chief Minister Mamata Banerjee on Monday unveiled the state symbol that will be sent to the Centre for its approval. This is for the first time when such a step has been taken by the state government to have a symbol for the state.

The Bengal CM said: “There are many states that have their own logos. We didn’t have anything as such. Thus, the decision was taken to have a logo.” Citing examples of logos of Uttar Pradesh and Bihar, the Chief Minister said: “Logos of many states do not have the national emblem. But the symbol of our state has the national emblem.”  The new symbol will be sent to Delhi to get the final approval. The symbol has been designed by the Bengal Chief Minister.

The Bengal Chief Minister had also taken step to rename the state as “Bangla” in Bengali and “Bengal” in English. The Bengal Chief Minister, in spite of her ever busy schedule spends her leisure time in painting landscapes and has sketched the logos of various projects taken up by the state government.

The logo of the most popular project of the state government Sabuj Sathi, where 30 lakh bicycle have been distributed among the students of state-run, sponsored and aided schools and another 35 lakhs will be distributed shortly, was designed by her. The logo has been fitted on the bicycles in such a way that the users cannot remove it without damaging the bicycle.

The logo of Gatidhara, another very successful project of the state government, was also been sketched by her. In the maiden Kolkata-Andal-Delhi flight, she had sketched the logo. The logo is printed on all the vehicles given to the beneficiaries under the project.

She has named several projects and along with several state government establishments including the state secretariat — Nabanna — and the newly-constructed open air ampitheatre which she named Uttirnya.

 

আত্মপ্রকাশ করতে চলেছে বাংলার লোগো

 

বিশ্ব বাংলার দরবারে আলাদা পরিচিতি তৈরী করতে নিজস্ব প্রতীক তৈরী করল রাজ্য সরকার। লোগোর নকশা এঁকেছেন মুখ্যমন্ত্রী নিজে। লোগোর ভিতরে বিশ্ববাংলা এবং নীচে বাংলা ও ইংরেজিতে ‘পশ্চিমবঙ্গ’ নামটি লেখা থাকছে। উপরে থাকছে অশোক স্তম্ভের চিহ্ন। রাজ্য সরকারের পছন্দের  নীল ও সাদা রঙ ব্যবহার হয়েছে লোগোটিতে।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে প্রতীকতিকে সরকারী ভাবে গ্রহণ করার পর দিল্লিতে পাঠানো হচ্ছে অনুমোদনের জন্য।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক রাজ্য নিজেদের লোগো ব্যবহার করে।  অথচ আমাদের কোন নিজস্ব লোগো ছিল না।”

তিনি আরও বলেন, “অন্যান্য রাজ্যের লোগোতে অশোক স্তম্ভ ব্যবহার হয় না, কিন্তু আমরা অশোক স্তম্ভ ব্যবহার করব, সাথে রাজ্যের লোগো-ও থাকবে”।

গত ছয় বছরে রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, উৎকর্ষ বাংলা, সবুজ সাথী সহ নানান জনপ্রিয় প্রকল্পের লোগো এঁকেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কন্যাশ্রীর লোগো ইউনিসেফ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রশংসা আদায় করে নিয়েছে।

এছাড়া ‘নবান্ন’, ‘উত্তীর্ন’ সহ বিভিন্ন সরকারী ভবন ও সরকারী পরিষেবারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bengal Cabinet decides on setting up development authorities at Tarakeswar, Changrabanda

Monday’s State Cabinet meeting at Nabanna decided on setting up Tarakeswar Development Authority, Changrabanda Development Authority and West Bengal Rajbangshi Development and Cultural Board for an overall development of those regions. The meeting was chaired by Bengal Chief Minister Mamata Banerjee.

It was also decided that the Hazari Muslim community would be included on the list of OBC. After the meeting, WB CM Mamata Banerjee said: “Today (Monday) the Cabinet has decided to set up Tarakeswar Development Authority and the state government will allocate funds to the authority. I will visit the place as I am going to hold the administrative review meeting of Hooghly district on June 1 in Tarakeswar. We will look into what more development work can be done. Changrabanda Development Authority was also formed today (Monday). This is an area bordering Bangladesh and steps will be taken for the overall development of the region including the creation of infrastructure to set up industries there”.

She added that she had promised the people of the Rajbangshi community during her visit to Cooch Behar that the West Bengal Rajbangshi Development and Cultural Board would be formed for the community. She further said that clearance has also been given for the creation of 5,000 posts on Monday which includes 3,200 posts to ensure better security in state-run hospitals.

 

তারকেশ্বর, চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তারকেশ্বর ও চ্যাংরাবান্ধা উন্নয়নের জন্য নতুন পর্ষদ তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজবংশীদের সাংস্কৃতিক মানের উন্নতির জন্য আলাদা করে একটি পর্ষদ গঠন করা হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক নয়।

মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “তারকেশ্বরে প্রতি বছর বহু  তীর্থযাত্রী যাতায়াত করেন। তাদের সুবিধার্থে ওই এলাকার সার্বিক উন্নয়ন প্রয়োজন। পর্যটনক্ষেত্র হিসেবে তারকেশ্বর যথেষ্ট গুরুত্বপূ্র্ণ। তাই এলাকার উন্নয়নের জন্য একটা পর্ষদ গঠন করা হয়েছে।“‌

আগামী মাসের ১লা তারিখ হুগলি জেলার প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী তারকেশ্বরেই করবেন। সেখানেই পর্ষদ গঠন নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “‌বাংলাদেশ সীমান্ত–লাগোয়া ওই এলাকার হলদিবাড়ি নিয়ে এলাকার উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হবে। এর ফলে ভারত–বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক ভাল হবে।“‌

এবার কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়কে কথা দিয়ে এসেছিলেন তাদের সাংস্কৃতিক মানোন্নয়নের জন্য একটি পর্ষদ গঠন করবেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ রাজবংশী সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদ গঠন করা হল। পাশাপাশি এদিনের বৈঠকে হাজারি মুসলমানদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Banning sale of cows for slaughter encroaches into State powers – is undemocratic, unethical: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at Nabanna after a cabinet meeting.

During the press meet, Mamata Banerjee attacked the Central Government for its one-sided decision on banning the sale of cows for slaughter. She termed it an attempt to encroach into State powers, and that it was undemocratic and unethical.

She said that such decisions are destroying the federal structure of the country, and that they are attempts to pare down the powers of the States.

She said, “The Central Government runs according to its own laws and the State Government, according to it’s own”.

She also mocked the decision to have Aadhaar cards for cows as a highly impractical one.

She said that the decision has spiked the relationship between the Centre and the States, because “the Centre is acting according to its whims and fancies”.

She asked rhetorically, “Are they to decide who eats what, who wears what?” and warned the Centre to not to interfere in the federal structure laid down by the Constitution of India, because such interferences would be challenged in court.

She said that like the Central Government, the State Government is also brought into power by the people. “Governments may come, Governments may go, but democracy will live on for ever”.

“Federal structure is the pillar of our democracy; if you destroy it, you destroy the heritage”.

On these decisions mocking the federal structure, she said, “All the secular political parties are united”.

The ban on cow meat also discriminates on religion: “All religions are one and the same for me – the law cannot discriminate”. “Now there is interference by the Centre in people’s day-to-day matters”

She also said that the Centre is stopping money for schemes which are due to Bengal.

 

গবাদি পশু আইন নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে আক্রমন করে তিনি  বলেন, গরু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত একতরফা, এটা অসাংবিধানিক।

তিনি বলেন, কেন্দ্রের এই একতরফা  সিদ্ধান্তে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হচ্ছে ও এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার তাদের নিয়ম অনুযায়ী চলে, রাজ্য সরকার তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। এদিন তিনি কেন্দ্রের অযৌক্তিক গরুর আধার কার্ডের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নষ্ট হচ্ছে, আইন খুব পরিষ্কার তাও আমাদের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

“যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের গণতন্ত্রের স্তম্ভ। এটাকে ধ্বংস করলে হেরিটেজকে ধ্বংস করা হবে।” যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই সব কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, সব ধর্মনিরপেক্ষ পার্টি একত্রিত হয়েছে।

তিনি বলেন, “আমার কাছে সব ধর্ম সমান। কে কি খাবে, কি পরবে সেসব কি ওনারা ঠিক করবেন?” বিভিন্ন প্রকল্পের জন্য এরাজ্যের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।

 

 

 

Bengal Education Dept makes class XI admission forms available on website

From now on, form for admission to class XI in State Government schools which do not have websites of their own would be available on the State Education Department’s website. The form needs to be downloaded and submitted to the schools. As a result, parents and candidates would not have to stand in long queues to collect the form.

The PDF document also contains details like the subjects that are taught in a school, the number of seats it has, fees, etc. As of now, details for 35 schools are available in the form

The forms can be submitted from May 29 to June 6, between 11 am and 4 pm. The list of students selected for admission would be published on June 13.

Please click here to download and print the form

 

একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম মিলবে অনলাইনে

সরকারী বিদ্যালয়গুলির ফর্ম স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা । তবে জমা দিতে হলে, সংশ্লিষ্ট স্কুলেই তা দিতে হবে।প্রসঙ্গত, এর আগে স্কুলগুলির নিজস্ব ওয়েবসাইটে একাদশে ভর্তির ফর্ম আপলোড করে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর।  স্কুলগুলিতে কী বিষয় পড়ানো হয়, কত আসন ইত্যাদি তথ্যও সংগ্রহ করা হয়। সেই মতো একটি ফর্ম তৈরী করে আপলোড করা আছে। পড়ুয়ারা বাড়িতে বসেই তাঁদের পছন্দের স্কুলের জন্য ফর্ম পূরণ করতে পারবেন।

দপ্তরের ওয়েবসাইট www.wbsed.gov.in –এ ঢুকে সেখানে নোটিস বলে একটি অপশন রয়েছে। তাতে ক্লিক করলেই প্রথমে এই ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেই কোন স্কুলে কত আসন, কী কী বিষয় পড়ানো হয়, ভর্তির সময় কত টাকা লাগবে, ইত্যাদি তথ্য দেওয়া হয়েছে।

আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ফর্ম ডাউনলোড এবং জমা করতে পারবেন পড়ুয়ারা। ১১টা থেকে ৪টে পর্যন্ত তা করা যাবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ১৪ থেকে ১৬ জুন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

 

 

Bengal govt to launch new rehabilitation scheme – ‘Banglar Bari’

The Trinamool Congress-led Bengal Government has set up a new rehabilitation scheme named ‘Banglar Bari’, under which slum-dwelling families of Kolkata and other municipalities in the State would be given a flat each.

The pilot project for the scheme has already been completed – a multi-storied flat for the families from Dattabad in Salt Lake, which had to give away their homes and land to make way for the East-West Metro Railway.

In the second stage of the project, such apartment complexes would be constructed in Chetla, Khidderpore and Howrah.

Each floor of a six-storied complex would have four flats, with each 1BHK flat being of approximately 300 square feet.

This is the second housing scheme by the Bengal Government, after the hugely successful Gitanjali Scheme. Chief Minister Mamata Banerjee has been a messiah for the people of Bengal, after the 34-year misrule of the Left Front.

 

পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প ‘বাংলার বাড়ি’

পুনর্বাসনের জন্যও আরও একটি প্রকল্প নিল রাজ্য সরকার যার নাম – ‘বাংলার বাড়ি’। এই প্রকল্পে কলকাতা মিউনিসিপালিটি ও অন্যান্য মিউনিসিপালিটির অন্তর্গত গৃহহীন বস্তিবাসীরা একটি করে ফ্ল্যাট পাবেন।

এই প্রকল্পের পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সল্টলেকের দত্তাবাদে। যেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যে সকল বস্তিবাসীরা তাদের বাড়ি হারিয়েছেন তারা সকলেই পেয়েছে বহুতল বাড়িতে একটি করে ফ্ল্যাট।

চেতলা, খিদিরপুর ও হাওড়া অঞ্চলেও এই রকম বাড়ি তৈরী হবে। এই বাড়ি গুলিতে থাকবে ৬টি তলা, প্রতি তলায় থাকবে ৪টি করে ফ্ল্যাট। ১টি শোবার ঘর সম্বলিত প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৩০০ বর্গ ফুট।

গীতাঞ্জলী প্রকল্পের পর এটি রাজ্য সরকারের দ্বিতীয় সফল আবাসন প্রকল্প।