Latest News

November 14, 2013

Meter printouts made mandatory in taxis from January 1, 2014

Meter printouts made mandatory in taxis from January 1, 2014

State transport minister Madan Mitra on Wednesday urged cab commuters to take meter printouts after reaching their destinations and lodge a police complaint if any driver refuses to do so.

“I am receiving complaints that many cab drivers are refusing to give meter printouts. I have asked the police to take stern action against errant cab drivers if commuters complain,“ said Mitra after flagging off the new fleet of white-and-blue cabs at Sealdah station.

In order to protect passengers from being fleeced by manipulated meters, Calcutta High Court on March 30, 2012 banned plying of taxis without tamper-proof meters and printers.

“We have asked all cab drivers to synchronise meters in such a way that it displays the exact fare and commuters need not have to do any calculation. Accordingly printers would have to be synchronised. We will not tolerate any excuses,“ said the transport minister.

—-

কড়া পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ তিনি জানিয়ে দিলেন, বাড়ানো হবে না বাস ভাড়া৷ তিনি আরও জানিয়েছেন, জানুয়ারি থেকে ট্যাক্সিতে উঠলেই যাত্রীদের দিতে হবে মিটারের প্রিন্টআউট৷

যাত্রী প্রতারণা ঠেকাতে সম্প্রতি বেশ কিছু মিটারের ক্যালিব্রেশন চেঞ্জও করা হয়েছে৷ এবার ট্যাক্সিতে মিটারের প্রিন্টআউট দেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ বুধবার পরিবহণমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিন থেকে ট্যাক্সিতে মিটারের প্রিন্টআউট দিতেই হবে৷ না দিলে সংশ্লিষ্ট ট্যাক্সি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

ট্যাক্সি প্রত্যাখ্যান নিয়েও শহরে হাজার অভিযোগ৷ তা রুখতে শহরে নন রিফিউজাল ট্যাক্সি নামানোর পরিকল্পনা নেয় রাজ্য সরকার৷ এদিন পাঁচজন চালকের হাতে নো রিফিউজাল ট্যাক্সির চাবি তুলে দেন পরিবহণমন্ত্রী৷ জানান, ৩১ ডিসেম্বর এক হাজার নো রিফিউজাল ট্যাক্সির ফ্ল্যাগ অফ করবেন মুখ্যমন্ত্রী৷

পাশাপাশি, পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এখনই বাসভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই রাজ্যের৷ তিনি বলেন, গোটা রাজ্যে জেএনএনইউআরএমের আওতায় নতুন এক হাজার বাস কয়েকদিনের মধ্যেই রাস্তায় নামবে৷