November 20, 2013
১০০ দিনের কাজে রোজ কাজ দেওয়া হবে ১৫ লক্ষ মানুষকে, সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তরের
আগামী চার মাস ধরে প্রতিদিন ১৫ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজে যুক্ত করার লক্ষ্যমাত্রা নিল পঞ্চায়েত দফতর। মঙ্গলবার রাজ্যের ১৯টি জেলার জেলাশাসককে এক বৈঠকে ডেকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।
বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “নানা কারণে এত দিন প্রকল্পটি গতি পায়নি। পঞ্চায়েত ভোটের জন্য প্রথম তিন–চার মাস কোনও কাজ হয়নি। তার পরই বর্ষা নেমেছে। কিন্তু সামনের চার মাস কাজের সময়। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এই ক`মাস ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।“ জেলাশাসকদের তাঁর বার্তা, “সামনের ১২০ দিন অন্য সব কিছু ভুলে ১০০ দিনের কাজে জোর দিন। তা হলে এ বার আমরা ৫০০০ কোটি টাকা খরচ করতে পারব।“
সেচখাল, নয়ানজুলি, জলাশয় সংস্কারের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সঙ্গে সংযোগরক্ষাকারী মাটির রাস্তা নির্মাণেও ১০০ দিনের কাজ থেকে মজুরি দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় কর্তারা। পাশাপাশি গ্রামে পাকা শৌচালয় নির্মাণের জন্য শ্রমিকের মজুরিও এখন ১০০ দিনের কাজ থেকে দেওয়া যাবে। ফলে টাকা খরচের নতুন ক্ষেত্র তৈরি হল বলে ধারণা পঞ্চায়েত কর্তাদের।
পাশাপাশি এখন প্রতিদিন ৬৯ কিউবিক ফুট মাটি কাটলে তবেই পুরো মজুরি পাওয়া যায়। রাজ্যের দাবি ছিল, নারী–পুরুষ নির্বিশেষে একই মাপ রাখা ঠিক না। কারণ, এক জন পুরুষ শ্রমিক সারা দিনে যতটা মাটি কাটবেন, এক জন মহিলা শ্রমিকের পক্ষে তা কঠিন। সেই কারণে মেয়েরা কম মাটি কাটলেও তাঁদের পুরো মজুরি দেওয়ার ব্যাপারে দাবি জানিয়েছিল রাজ্য। কেন্দ্র সেই দাবিও মেনে নিয়েছে।