November 20, 2013
Despite financial constraints, WB CM hikes DA of state government employees by 6%

West Bengal Chief Minister Mamata Banerjee today announced an additional DA instalment of six per cent for state government employees. WB CM, who appeared in the House to give a statement on the price rise situation during the question hour, said that despite all the financial constraints the state was facing, the employees would get a six per cent increase in DA from January, 2014.
When Trinamool Congress assumed power the gap between DA of state and central government employees was 23%. In 2011, state govt employees got a 10% hike in DA followed by a 7% hike in 2012. This 6% hike now bridges the gap between state and central govt employees.
——
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিউ ইয়ার গিফট৷ জানুয়ারিতে ৬ শতাংশ হারে তাঁরা মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন৷ বুধবার বিধানসভায় এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়ে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ১৭ শতাংশ কম ডিএ পেতেন৷ তৃণমূল সরকারের শুরুর কয়েকদিনের মধ্যে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে৷ এ দিন বিধানসভার বাইরে অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১১ সালের শেষে তাঁরা রাজ্য সরকারি কর্মীদের ১০ শতাংশ হারে ডিএ দিয়েছেন৷ ২০১২ সালে দিয়েছেন ৭ শতাংশ হারে৷ আর এবার ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে৷ এভাবেই, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারির কর্মচারীদের পাওয়া ডিএর যে ২৩ শতাংশ ব্যবধান ছিল তা মুছে গেল৷