Latest News

November 23, 2013

রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে বৃহত্তর কর্মসূচি নিতে চলেছে তৃনমূল

রাজ্যের আর্থিক সঙ্কট নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত আড়াই বছরে কেন্দ্রের কাছে বহু বার দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি বার রাজ্যের হাতে আরও আর্থিক ক্ষমতার দাবিতে দিল্লির বিরুদ্ধে কোমর বেঁধে নামছে তৃণমূল প্রথম ধাপে বিদ্বজ্জনদের নিয়ে কলকাতায় শীঘ্রই নাগরিক কনভেনশন ডাকা হবে তার পর সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে কেন্দ্র বিরোধী ধারাবাহিক কর্মসূচি নেওয়া হতে পারে

কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ রাজ্য থেকে কেন্দ্র প্রতি বছর ৪০ হাজার কোটি টাকার বেশি কর বাবদ তুলে নিয়ে যায় অথচ কেন্দ্রীয় করের অংশ হিসেবে আমরা পাই মাত্র ১০ হাজার কোটি টাকারাজ্যগুলি থেকে কেন্দ্র যে পরিমাণ কর আদায় করে তার অন্তত ৭০ ভাগ ফিরিয়ে দেওয়া উচিত বলে মত মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন আর্থিক দাবিদাওয়া নিয়ে বার বার কেন্দ্রের কাছে ছুটে গিয়েছেন মমতা কখনও ঋণের সুদআসল শোধ করবার উপর তিন বছরের স্থগিতাদেশ চেয়ে, আবার কখনও বা বিশেষ আর্থিক অনুদানের অনুরোধ নিয়ে তাঁর আক্ষেপ, “গত বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী দমদমের জনসভায় জানিয়ে গিয়েছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যের ভেঙে পড়া আর্থিক অবস্থা ফেরাতে কেন্দ্র উদ্যোগী হবে কিন্তু সে সব কিছুই হয়নিতাই বার কেন্দ্রবিরোধী কর্মসূচির পথে হাঁটতে চলেছেন মমতা তাঁর দাবি, “আমরা তো টাকা ছাপতে পারি না তা হলে আমাদের ব্যাঙ্ক খোলার অনুমতি দেওয়া হোক

কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক ক্রমেই বাড়ছে তার উপর কেন্দ্র ইতিমধ্যেই নতুন বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে ফলে বেতন কমিশন গড়ার জন্য চাপ তৈরি হচ্ছে রাজ্যের উপরেও বকেয়া ডিএ এবং সম্ভাব্য বর্ধিত বেতন বাবদ রাজ্যের ঘাড়ে প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপতে চলেছে যা রাজ্যের পক্ষে বহন করা সম্ভব নয়

সেই কারণেই রাজ্যের কমর্চারীদের বর্ধিত বেতন থেকে শুরু করে ঋণ শোধের দায় কেন্দ্রকে বহন করতে হবে বলে লিখিত ভাবে জানিয়ে দিয়েছে রাজ্য পাশাপাশি আগামী তিন বছরের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আর্থিক ক্ষমতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে চাইছেন