We are developing Purulia as a tourism hub: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today declared Manbazar and Jhalda as the new sub-divisions of Purulia district. She also inaugurated a slew of developmental projects at Belkuri Hat Maidan in Purulia.

The CM laid the foundation stone for a medical college and hospital at Purulia. To boost the health infrastructure in Jangalmahal, she also inaugurated a 20-bedded SNCU at Raghunathpur Sub-Divisional Hospital in Purulia.

Mamata Banerjee also distributed the benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sikshashree, Sabuj Shree, Sabuj Sathi among others.

Highlights of the CM’s speech:

  • We have distributed benefits to 22,000 people in Purulia today. 91% people in the district have received some benefit
  • We distribute saplings to the families of newborns under Sabuj Shree scheme
  • We give various scholarships to students – from Kanyashree to Sikshashree
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. We will distribute 30 lakh cycles more this year
  • We have laid the foundation stone for a medical college in Purulia today
  • We have inaugurated a new SNCU at Raghunathpur today
  • We have inaugurated 28 check dams in Purulia district today along with 2 power sub-stations
  • We have inaugurated 3 bridges and 2 eco-tourism projects in Purulia
  • We have allotted 8 SNCUs and 2 multi super speciality hospitals to Purulia district
  • Purulia has achieved 100% electrification
  • We have given recognition to Al Chiki language
  • We are providing education loans up to Rs 10 lakh to SC/ST students to pursue higher education
  • We have started an Integrated Jangalmahal Development Project although Centre has stopped funds for Jangalmahal
  • 33,000 local youths have received employment in police forces in Purulia
  • We have taken up a Rs 1200 crore water supply project in Purulia
  • We are sanctioning more funds for development of stadia in the district. We want to promote sports
  • We will set up West Bengal Mahato-Kurmi Development Board with HQ in Purulia
  • We will develop Purulia as granite hub without causing harm to environment, keeping the interests of tribals intact
  • Why should youths of Purulia seek employment outside the district? We will create employment here itself
  • We will help self-help groups in poultry farming and egg production
  • 82,000 folk artistes receive monthly stipends. We will register one lakh artistes more by Durga Pujo
  • We are providing rice at Rs 2 /kg to people. Health care is free in Bengal
  • During Left rule, govt hospitals were in shambles. Now people praise the service in govt hospitals
  • Our Govt pays the premium of farmers’ crop insurance. We have registered 16 lakh farmers in this scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury the dead
  • We are renovating crematoria and burial grounds under Baitarini scheme
  • We have started Samarthan scheme for people who lost their jobs due to demonetisation
  • We have given land pattas to 3 lakh people. We are providing houses under Geetanjali scheme
  • We have done away with khajna (tax) on agricultural land
  • The youths and students are our future. They will make Bengal the best in the world

 

ঝালদা ও মানবাজারকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলকুড়ি হাটের ময়দানে আজ বেলা তিনটের সময় একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এছাড়াও বেশকিছু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তিনি আজ ২০ শয্যার একটি এস যেন সি ইউ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা হাসপাতালে।

আজকের সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ ২২ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এই জেলার ৯১ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
  • সদ্যোজাত শিশুদের পরিবারকে আমরা সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ দিচ্ছি
  • ছাত্রছাত্রীদের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। এই বছর আরও৩০ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আজ পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করা হল
  • আজ রঘুনাথপুরে একটি নতুন এস এন সি ইউ- র উদ্বোধন করা হল
  • আজ এই জেলার জন্য ২৮টি চেক ড্যাম সহ ২টি বিদুতের সাব স্টেশনেরও উদ্বোধন করা হল
  • ৩টি ব্রিজ ও ২ টি ইকো-ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন হল আজ
  • পুরুলিয়া জেলায় ৮টি এস এন সি ইউ এবং ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হবে
  • পুরুলিয়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছ গেছে
  • অল চিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি
  • তপসিলি,  ট্রাইবাল ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি
  • আমরা জঙ্গলমহলের উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড জঙ্গলমহল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছি
  • কেন্দ্র জঙ্গলমহল উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • পুরুলিয়ার ৩৩ হাজার স্থানীয় ছেলেমেয়েদের পুলিশে চাকরি দেওয়া হয়েছে
  • পুরুলিয়ার জলসমস্যা মেটানোর জন্য জল সরবরাহ প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এই জেলার স্টেডিয়ামের উনয়নের জন্য আমরা আরও টাকা বরাদ্দ করেছি
  • পুরুলিয়ায় মাহাতো-কুর্মি উন্নয়ন পর্ষদ গঠন হবে
  • পরিবেশরক্ষা করে আর আদিবাসী ভাই বোনেদের স্বার্থ রক্ষা করে আমরা পুরুলিয়াকে গ্রানাইট হাব হিসেবে তৈরী করব
  • পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা কেন অন্য জেলায় যাবে চাকরির জন্য? আমরা এখানে কর্মসংস্থান করব
  • পোল্ট্রি চাষ ও ডিম উৎপাদনে আমরা স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করব
  • ৮২ হাজার লোকশিল্পীদের আমরা মাসিক ভাতা দিই, দুর্গা পুজোর আগেই আরও ১ লক্ষ লোকশিল্পীর নাম নথিভুক্ত হবে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে, বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • বাম আমলে সরকারী হাসপাতালগুলির অবস্থা ছিল শোচনীয়। এখন মানুষ সরকারী হাসপাতালের পরিষেবার প্রশংসা করে
  • ১৬ লক্ষ কৃষককে আমরা ফসল বীমা দিচ্ছি। বীমার প্রিমিয়াম সরকার দেয়
  • গরীব মানুষদের সৎকারের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বৈতরণী প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আমরা বাড়ি দিচ্ছি মানুষকে
  • কৃষিজমির খাজনা আমরা মকুব করে দিয়েছি
  • যুব ও ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই বাংলাকে বিশ্বসেরা করবে

 

Don’t fan communalism in Bengal: Mamata Banerjee warns BJP

Coming down heavily on the BJP, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday slammed the party for “appropriating festivals” and accused it of insulting the ‘Om’ symbol by using it in political rallies.

“Do not hold Ram Navami programme claiming the festival to be your exclusive thing. Do not try to incite unrest. For thousands of years, various religious organisations have been carrying on Ram Navami rallies,” she said at a public rally in Bankura.

“A party is planting flags and placing ‘Om’ symbols. You can sit at home and chant ‘Om’. How can they (BJP) use religious symbols in political rally? In UP, they (BJP) talk of ‘Sabka Saath, Sabka Vikas’ and in Bengal they play divisive politics.. they want to divide the Hindus-Muslims… the Sikhs-Christians, she added.

“One day if the Banerjees say that they have no relation with Chatterjees… if the tribals will say we will not live with Hindus… so on and so forth…. what will happen? Everything will shatter to pieces. The country will not remain united,” she said, adding Basanti Puja was always celebrated in Bengal.

 

ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মের নাম ভেদাভেদের রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় একটি জনসভায় তিনি বলেন:

• ভারতে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। কেউ রামের পুজো করে, আবার কেউ রহিমের।
• আগেও বাংলায় বাসন্তী পূজো ছিল। নবমীর দিন রামনবমী পালন করা হতো। একে নিজেদের (বিজেপি) প্রোগ্রাম বলে চালাবেন না। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।
• কোনও কাজ নেই, বিজেপি শুধু ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। পার্টির মিটিং-এ ধর্মের কথা বলছে। এখন বিজেপি উৎসব-ধর্মীয় অনুষ্ঠান নিয়েও রাজনীতি করছে।
• পার্টির পতাকায় ‘ওঁ’ লিখে দিচ্ছে। ধর্মগুরুরা ‘ওঁ’ লেখে। পলিটিক্যাল পার্টির পতাকায় ‘ওঁ’ লিখছে। কী ভাবে ধর্মীয় প্রতীক রাজনৈতিক মিছিলে ব্যবহার করছে? তাহ লে প্রতীক পরিবর্তন করে নিন।
• উত্তরপ্রদেশে বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। বলছে মুসলমানদের ভোট পেয়েছে। আর এখানে এসে হিন্দু-মুসলমান ভাগ করছে।
• সিপিএম-এর মন্ত্রে চলছে বিজেপি। এরা দিনে সিপিএম, রাতে বিজেপি। দিনে বিজেপি, রাতে সিপিএম। আসলে সিপিএম-এর কোলে বিজেপি দোলে।
• আমরা যেমন ঈদ পালন করি, তেমনই ক্রিসমাসও পালন করি। আমার বাড়িতে গত ৪০ বছর ধরে কালী পুজো হয়ে আসছে।

Our track record in development unmatched: Mamata Banerjee

On the third day of her visit to Paschimanchal, Bengal Chief Minister Mamata Banerjee today addressed a public meeting at Shunukpahari ground in Bankura.

The Bengal Chief Minister inaugurated numerous developmental projects from today’s meeting, including road projects, bridges, check dams, hostel buildings, a handloom development project and several government buildings.

She also laid foundation stones for a bouquet of developmental projects and distributed various government benefits.

Here’s what the Chief Minister said:

No match for Trinamool in development:

  • People do not have to go to Kolkata for administrative work anymore. The Secretariat comes to districts now
  • We have done away with khajna (tax) on agricultural land. We are always with our farmers
  • Bengal produces 80 lakh eggs annually. We will become self-sufficient in egg production
  • We will help self-help groups to set up poultries to increase production
  • We give stipend to 82,000 folk artistes. One lakh more artistes will be brought under Lok Prasar Prakalpa before Durga Pujo
  • Healthcare is free in Bengal. We have started ‘Swasthya Sathi’ health insurance scheme
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi. 35 lakh more will be distributed this year
  • We have started Swami Vivekananda Merit scholarship and allotted Rs 200 crore for it
  • From Sabuj Shree at birth to Samabyathi at death, we have a scheme for every phase of life

Development initiatives for Bankura district:

  • We believe actions speak louder than words. We have distributed various govt services to 10000 people today
  • We conducted an administrative review meeting for 3 hours yesterday in Bankura. We took stock of all projects
  • Why did they (the CPM) not start any water supply project for Bankura, Purulia?
  • Till 2011, only 3% people in Bankura used to get water. Now 65% people receive water supply
  • We will start a new water supply project for 8 more blocks of Bankura by August
  • Industrial investments worth Rs 11,000 crore have been made in Bankura district
  • We have set up a university in Bankura. A multi super speciality hospital is coming up at Barjora
  • We are developing the tourism infrastructure in Bankura, from Mukutmanipur to terracotta temples of Bishnupur
  • We have started a new project worth Rs 500 crore to build check dams for irrigation
  • A project worth Rs 3,000 crore to build embankments in lower Damodar region has been taken up
  • We have started an insurance scheme for Kendu leaf collectors
  • We will provide training to local youths to prevent elephants from straying into localities

About CPI(M):

  • Left Front Govt left behind a huge debt burden. Rs 40,000 Cr goes in paying debt installments
  • I went on hunger strike for 26 days to fight for the rights of farmers. Can they (Opposition) do it?
  • When they were in power they closed down industries, forcibly took away farmlands. They are giving us lectures
  • CPI(M) and BJP have become one now. They are obstructing developmental projects just for the sake of opposition

পাঁচ বছরে যা কাজ করেছি কেউ তা পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমাঞ্চল সফরের তৃতীয় দিনে আজ বাঁকুড়ার শুনুকপাহাড়ী মাঠে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক প্রকল্প, ব্রিজ, চেক ড্যাম, হোস্টেল, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রজেক্ট ইত্যাদি।

আজ আইটিআই, বাস টার্মিনাস, সড়ক প্রকল্প, ইকো-ট্যুরিজম প্রকল্প, কৃষি প্রকল্প, সরকারী বাসভবন সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন তিনি।

পাশাপাশি বেশ কিছু সরকারী পরিষেবা যেমন – কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী ও শিক্ষাশ্রী, বিভিন্ন মেশিনারি জিনিসপত্র, লোন ইত্যাদি প্রদান করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

উন্নয়ন:

  • সরকারী কাজের জন্য এখন আর মানুষকে কলকাতা ছুটে যেতে হয় না। এখন প্রশাসন আসে জেলার মানুষের কাছে
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের পাশে আছি
  • বাংলায় বছরে ৮০ লক্ষ ডিম উৎপাদন হয়। ডিম উৎপাদনে বাংলা স্বয়ং-সম্পূর্ণ হবে
  • পোল্ট্রি তৈরী করতে ও ডিম উৎপাদন বৃদ্ধিতে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করব
  • ৮২ হাজার লোক শিল্পীকে লোকপ্রসার প্রকল্পের আওতায় আনা হয়েছে। দুর্গা পুজোর আগে আরও ১ লক্ষ শিল্পীর নাম নথিভুক্ত হবে
  • বাংলায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আমরা ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি এবং এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • সবুজশ্রী থেকে সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • নোট বাতিলের ফলে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য আমরা সমর্থন প্রকল্প চালু করেছি

বাঁকুড়ার উন্নয়ন:

  • কথা নয়, আমরা কাজে বিশ্বাসী। আজ প্রায় ১০ হাজার মানুষকে আমরা বিভিন্ন সরকারী পরিষেবা প্রদান করেছি
  • গতকাল বাঁকুড়ায় ৩ ঘণ্টা প্রশাসনিক বৈঠক করেছি। বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তাঁর খোঁজখবর নিয়েছি
  • বাঁকুড়া, পুরুলিয়ার জন্য কেন ওরা কোন পানীয় জল সরবরাহ প্রকল্প চালু করেনি?
  • ২০১১ সাল পর্যন্ত বাঁকুড়ার ৩% লোক জল পেত। এখন ৬৫% লোক পানীয় জল পান
  • আমরা আরও একটি নতুন জল সরবরাহ প্রকল্প চালু করব, আগামী আগস্ট মাসের মধ্যে বাঁকুড়ার আরও ৮টি ব্লক জল পাবে
  • বাঁকুড়ায় ১১ হাজার কোটি টাকা শিল্প লগ্নি হয়েছে
  • বাঁকুড়ায় আমরা একটি বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। বড়জোড়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে
  • মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির – বাঁকুড়ার পর্যটন পরিকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে
  • সেচের জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি চেক ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়েছে
  • লোয়ার দামোদর অঞ্চলে সেচের জন্য এম্ব্যাঙ্কমেন্ট তৈরী করা হবে। ৩০০০ হাজার কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • হাতিরা যাতে লোকালয়ে না ঢুকে আসে তার জন্য আমরা স্থানীয় ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেব

সিপিএম:

  • বাম সরকার আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। ঋণ শোধ করছি করতে বছরে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যায়
  • কৃষকদের আধিকারের জন্য আমি ২৬ দিন অনশন করেছিলাম। ওরা (বিরোধীরা) করে দেখাতে পারবে?
  • সিপিএমের কোলে বিজেপি দোলে
  • কেউ যদি ভাঙচুর করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে আইন এনেছি
  • ওরা যখন ক্ষমতায় ছিল, একের পর এক কারখানা বন্ধ করে দিয়েছিলো, কৃষিজমি কেড়ে নিয়েছিল। এখন বড় বড় কথা।

Bengal Govt sets up Mukutmanipur Development Board

The state Urban Development and Municipal Affairs department have set up Mukutmanipur Development Board for comprehensive development of the area, particularly tourism.

The area under the jurisdiction of the newly formed Mukutmanipur Development Authority ( MDA) is 87.50 km. This includes 10 mouzas of Hirabandh block, 19 mouzas of Khatra block and 27 mouzas of Ranibandh block.

The main purpose of MDA would be to develop tourism in vast areas surrounding Mukutmanipur. The planning area covers the Mukutmanipur dam, a well-known tourist spot with great scenic beauty, Pareshnath temple, Musafirana, a hillock beside the dam and Banpukhuria deer park.

In addition to this, vast areas of Jangalmahal like Jhilmil Sutan and Talberia which are situated close to MDA will be developed as tourist spots. The areas have rich cultural heritage and there are artisans who can manufacture craft items from bamboo, babui grass etc.

Attempts would be made to showcase the products made by local artisans.

 

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ গঠন করলো রাজ্য সরকার

মুকুটমণিপুরের সার্বিক উন্নয়ন পর্যটনের বিকাশের লক্ষ্যে গঠিত হল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর গঠন করলো এই পর্ষদ।

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের অধীনে প্রায় ৮৭.৫ কিঃ মিঃ অঞ্চল থাকবে। এর মধ্যে আছে হীরাবাঁধ ব্লকের ১০টি মৌজা, খাতরা ব্লকের ১৯টি মৌজা ও রানীবাঁধ ব্লকের ২৭টি মৌজা।

সার্বিক উন্নয়ন লক্ষ্য হলেও এই পর্ষদের পাখির চোখ হবে মুকুটমণিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে পর্যটনের বিকাশ। মুকুটমণিপুর বাঁধ, পরেশনাথ মন্দির, মুসাফিরানা, বনপুখুরিয়ার ডিয়ার পার্ক এই অঞ্চলের বেশ কিছু আকর্ষণ। এর সঙ্গে জঙ্গলমহলের ঝিলমিল সুতান, তালবেড়িয়া অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এই অঞ্চলের এক সাংস্কৃতিক ঐতিহ্য আছে। এখানে অনেক হস্তশিল্পী আছেন যারা বাঁশ ও বাবুই ঘাস দিয়ে নানা সামগ্রী তৈরী করেন। এই শিল্পীদেরও সাহায্য করবে এই পর্ষদ।

 

Biswa Bangla outlet in China by July this year

The state government is going to set up a Biswa Bangla outlet at Kunming Changshui International Airport in China this July. A Memorandum of Understanding (MoU) in this regard was signed recently in the state administrative headquarters at Nabanna.

A Chinese delegation had attended the Bengal Global Business Summit (BGBS) held in January and expressed its willingness to invest in Bengal. After BGBS, a Chinese had come to the city and held talks with businessmen and senior officials of the Industry department. Senior state government officials felt that opening of the stall would start a new chapter and would showcase some of the typical products from Bengal.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took special measures to revive the nearly-forgotten products like Muslim and sital pati along with utensils made of bell-metal. The mask industry of Purulia and South Dinajpur also witnessed a revival. The artisans were looked after. The weavers who produced Muslins for generations were not only taken care of but also given elaborate training by reputed fashion designers.

Now, along with Muslin sarees, kurtas, pyjamas, tops for women, pillow covers and bed linens have become immensely popular.

 

বিদেশের মাটিতে এই প্রথম বিশ্ববাংলা বিপণি

এই প্রথম দেশের বাইরে চালু হতে চলেছে বিশ্ববাংলা স্টল। এবার বিশ্ববাংলা স্টল জায়গা পাচ্ছে কমিউনিস্ট চিনে।ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে চিনের একটি মউ চুক্তি স্বাক্ষরও হয়েছে।

আগামী জুলাই মাসের মধ্যেই চিনের মাটিতে বিশ্ববাংলার স্টল তৈরির কাজ শেষ হবে।  চিনের কানমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্ববাংলা স্টল।

পুরুলিয়ার মুখোশ কোচবিহারে শীতলপাটি ,ডোকরা, বাংলার মসলিন শাড়ি, কাঁসার বাসন থেকে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এবার জায়গা পাবে সুদূর চিনে।  মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা ব্র্যান্ড এবার সত্যিই পৌঁছচ্ছে বিশ্বের দরবারে।  বাংলার শিল্প সংস্কৃতি থেকে খাদ্য সম্ভার এবার জায়গা করে নেবে কমিউনিস্ট চিনে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল বিশ্ববাংলা ব্র্যান্ডের মধ্যে দিয়ে রাজ্যের হারিয়ে যেতে বসা হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করা ও এই পণ্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা। পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরাও যাতে উপকৃত হয় সেইদিকেও নজর রাখা।

কলকাতায় দমদম  বিমানবন্দর ,ঢাকুরিয়া ,দক্ষিণাপণে এবং বাগডোগরায় রয়েছে বিশ্ববাংলা স্টল।

 

We will set up a university in Jhargram district in the future: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee declared Jhargram the 22nd district of the State today.

On November 28, 2016, the Calcutta High Court had given the necessary permissions to set up three new districts — Kalimpong, Jhargram and Asansol. On the same day, the Chief Minister had announced that the new districts will be “officially” created before Poila Boishakh – the Bengali New Year – which falls on April 15.

Earlier, the Chief Minister had declared Kalimpong as the 21st district of the State, on February 14. A new district, Paschim Bardhaman, comprising the industrial zone of Bardhaman, will be declared the 23rd district of the State on April 7, 2017.

Mamata Banerjee addressed a large crowd during the inauguration ceremony today. The salient points of her speech are sas follows:

  • A long-standing demand of the people have been fulfilled today.
  • The days of violence are gone. Peace reigns in Jhargram now.
  • April 4 will be celebrated as Jhargram Dibas from now.
  • We organise sports tournaments involving the people of Jangalmahal every year.
  • 35,000 youths have been given jobs by the police.
  • 32 lakh SC/ST students receive scholarship under the Shikshashree Scheme.
  • We will set up a university in Jhargram district in the future.
  • We have set up 9 colleges, 6 multi super-speciality hospitals in Jhargram district.
  • One lakh artistes get a monthly stipend of Rs 1,000. We will register one lakh more artistes.
  • We have registered 14,000 new people under the scheme for giving pensions to widows.
  • We have started a pension scheme for kendu leaf collectors.
  • From birth to death, we have a scheme for every phase of life.
  • We have given recognition to the Ol Chiki language.
  • We have distributed 35 lakh bicycles under the Sabuj Sathi Scheme. This year 35 lakh more bicycles will be distributed.
  • We have made healthcare free at Government hospitals. ICDS and ASHA workers have been brought under the coverage of health insurance.
  • We started the scheme of providing rice at Rs 2 per kg from Jangalmahal. Eight crore people are now covered under the Khadya Sathi Scheme.
  • We have done away with khajna (tax) on agricultural land.
  • I again urge the Centre to waive farmers’ loans.
  • We have given land pattas to 3 lakh people.
  • People of Jangalmahal are famous across the country for the chhau dance and for archery.
  • We will set up an archery academy in Jhargram.
  • We have taken up a project worth Rs 500 crore to build check dams.
  • The major share of our revenue is taken away by the Centre to pay off the debt incurred by the Left Front Government.
  • Our youths and students are the future of our country.
  • We will make Bengal the best in the world.

 

 

ভবিষ্যতে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরী হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের ৮টি ব্লককে নিয়ে পশ্চিম মেদিনীপুর ভেঙে গঠিত হচ্ছে ৩০২৪.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের পৃথক ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৪ টি বিধানসভাকেন্দ্র- ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বিনপুর।

আজ, মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, অনুন্নত এলাকার সুংসহত উন্নয়নের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম অংশকে নিয়ে আলাদা জেলা করা হোক। সেই দাবিকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ফেব্রুয়ারী মাসে কালিম্পঙকে রাজ্যের ২১তম জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ই এপ্রিল বর্ধমান শিল্পাঞ্চল এলাকাকে গঠিত নিয়ে ‘বর্ধমান পশ্চিম’ জেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ আমরা গর্বের সাথে বলি আমাদের নতুন জেলা ঝাড়গ্রাম যা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন
  • অনেক সাধারণ মানুষ খুন হয়েছেন ঝাড়গ্রাম, লালপাহাড়ি তে। আজ জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত
  • আজ থেকে প্রতি বছর ৪ এপ্রিল ঝাড়গ্রাম দিবস পালন করা হবে
  • জঙ্গলমহলের মানুষদের জন্য প্রতি বছর স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়
  • জঙ্গলমহলের ৩৫ হাজার ছেলেমেয়ে পুলিশে চাকরি পেয়েছে
  • ৩২ লক্ষ তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রীর স্কলারশিপের টাকা পায়
  • ভবিষ্যতে ঝাড়গ্রামের জন্য আমরা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করব
  • ঝাড়গ্রাম জেলায় ৯ টি কলেজ, ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • এক লক্ষ লোকশিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পায়। আরও ১ লক্ষ শিল্পীকে আমরা এই প্রকল্পের আওতায় আনব
  • বিধবা ভাতা প্রকল্পের আওতায় ১৪০০০ মানুষের নাম নথিভুক্ত হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • অল চিকি ভাষা কে আমরা স্বীকৃতি দিয়েছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আইসিডিএস ও আশা কর্মীদের আমরা স্বাস্থ্য বীমার আওতায় এনেছি
  • দু টাকা কেজি চাল প্রকল্প আমরা জঙ্গলমহল থেকেই শুরু করেছিলাম। রাজ্যের ৮ কোটি মানুষ এখন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা জমির পাট্টা দিয়েছি
  • ছৌ নাচ ও তীরন্দাজির জন্য জঙ্গলমহলের মানুষ সারা দেশে জনপ্রিয়
  • ঝাড়গ্রামে আমরা তীরন্দাজির অ্যাকাডেমি তৈরী করব
  • চেক ড্যাম তৈরীর জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে
  • ছাত্র ও যুবরাই আমাদের দেশের সম্পদ
  • বাংলাকে আমরা বিশ্ব সেরা তৈরী করব

 

 

Mamata Banerjee says allegations of EVM tampering must be probed

Bengal Chief Minister Mamata Banerjee on Monday demanded a probe into the alleged tampering of EVMs in the recently-concluded assembly elections.

“You can’t win elections every time by hijacking EVMs. I didn’t contest but had I done so, I would have counted from one to ten. Those who had contested the elections, should have demanded a probe,” she said.

“I think there should be a probe. Even the ones that were used in the polls, they should be subjected to a sample survey,” Mamata Banerjee said at a public rally in Kharagpur.

The Trinamool Congress Chairperson also slammed the central government’s decision to lower the interest rate in small savings scheme by 0.1 percent. “This is why chit funds flourish. There are no chit funds in our regime. One day CPI-M, Congress and BJP will have to answer for them,” she said.

 

ইভিএম কারচুপির অভিযোগের তদন্ত হোক, চান মুখ্যমন্ত্রী

সোমবার খড়্গপুরের এক জনসভায় ইভিএম কারচুপির অভিযোগের তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“ইভিএম কারচুপি করে সব সময় জিততে পারবে না বিজেপি। আমি (উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে) লড়িনি। যারা লড়েছে তাদের আগেই তদন্ত চাওয়া উচিত ছিল,” তিনি বলেন।

“আমার মনে হয় তদন্ত হয় উচিত,” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, স্বল্প সঞ্চয় প্রকল্পর সুদের হার কমিয়ে দেওয়ায় কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এর ফলে চিট ফান্ড বাড়বে। “আমাদের সময় কোনও চিট ফান্ড তৈরী হয়নি। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে মানুষের কাছে জবাব দিতে হবে,” বলেন তিনি।

Nothing wrong with eggs in Bengal: CM

Following the anxiety of the public over the issue of “artificial eggs” having plastic-like quality, Chief Minister Mamata Banerjee has encouraged people of Bengal to consume eggs with any fear.

“I had a discussion with the Bengal poultry foundation. I have given them the responsibility to label eggs produced in Bengal. Bengal produces 80 lakh eggs. There is no problem with eggs produced in Bengal. Just check that they should be Bengal eggs,” she said.

The CM said action will be taken if something is discovered. “We will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens,” she said.

 

বাংলার ডিম নির্ভয়ে খান: মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ডিম নিয়ে রাজ্য তোলপাড়। এই অবস্থায় অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়্গপুরের জনসভায় তাঁর ঘোষণা, ‘‘বাংলার ডিমে কোনও সমস্যা নেই। বাংলার ডিম নির্ভয়ে খান।’’

মুখ্যমন্ত্রী বলেন, “আদৌ প্লাস্টিক ডিম হয় কি না, কোনটাকে প্লাস্টিক বলা হচ্ছে, এটা আমাকে একটু দেখে নিতে হবে। বাইরে থেকে যে ডিম আসছে তা একটু দেখে নিতে হবে। সব দিক দেখে নিতে আরও তিন-চার দিন সময় লাগবে।”

রাজ্যের ডিম যাতে সহজে চেনা যায়, সে জন্য দোকানিদের ‘বাংলার ডিম’ লেখা সাইনবোর্ড ঝোলানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ম্যাগি-বিতর্ক টেনে তিনি বলেন, “যখন ম্যাগি নিয়ে খুব অভিযোগ উঠল, সবাই ভয়ে ম্যাগি খাওয়া বন্ধ করে দিল। পরে জানলাম, রাজ্যে এ নিয়ে কোনও অভিযোগ হয়নি।“ তবে প্লাস্টিক ডিমের বিষয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সন্দিহান। তাঁর কথায়, “আমি জানতে চেয়েছিলাম, এটা কে রটালো? আমার কাছে যতদূর খবর, তাঁরা না কি বাংলার নয়।”

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today strongly condemned the politics of riots and communal violence at a public meeting in Kharagpur. She said that Bengal will never tolerate politics of hate.

“I believe in equality of all religions. Just like I participate in Durga Puja, I participate in Eid and Christmas also. I was born in a Hindu family. I do not need lectures in Hinduism from people who use religion for politics,” she said.

She also said that she will pray to Maa Durga to teach a lesson to the Ravans who are harassing people. She said a mother never discriminates between her children.

Referring to rumours of a ban on Mangal Aaroti at Dakkhineshwar temple, the CM said: “One Union Minister posted on FB that we have banned Mangal Aaroti at Dakkhineshwar. How can an Union Minister spread misleading information? What country are we living in? I pray to Maa Bhabotarini to give them (BJP) some good sense. We never indulge in politics over Maa Kali.”

She asked people to always cross-check the information you see on social media. “Do not believe in rumours,” the CM advised.

 

 

সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পড়লে সর্বদা তা যাচাই করে নেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আজ আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের একটি জনসভায় তিনি বলেন বাংলা কোন রকম হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।  

“আমি বিশ্বাস করি সব ধর্ম এক। আমি যেমন দুর্গা পুজোয় যাই, তেমনই ঈদ ও ক্রিসমাসেও অংশগ্রহণ করি। আমি হিন্দু পরিবারে জন্মেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আমি হিন্দু ধর্মের পাঠ চাইনা”, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যে সব রাবণ মানুষকে হয়রান করছে তাদের যেন তিনি শিক্ষা দেন।

দক্ষিণেশ্বরে মা কালীর আরতি বন্ধ হওয়ার গুজব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী গুজব রটিয়েছেন আমরা নাকি দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি।  একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এরকম গুজব রটাতে পারেন? আমরা এ কোন দেশে বাস করছি? মা ভবতারিণী ওদের সুমতি দিন। মা কালী কে নিয়ে আমরা রাজনীতি করি না”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পড়লে আগে যাচাই করে নেবেন। গুজবে কান দেবেন না”।