Slice of Bengal on display at Dharmatala on the occasion of Shahid Dibas

The July 21 mega-public meeting today on the occasion of Shahid Dibas turned into a display of a slice of Bengal.

The stage hosted stalwarts from various fields of arts, sports and culture. People from all walks of life came to the rally in huge numbers to pay tributes to the martyrs of the July 21, 1993 police firing.

Celebrity singers like Nachiketa, Kabir Suman and Indranil Sen enthralled the crowd with their patriotic songs. Several personalities from the Bengali film and television fraternity were present. The Trinamool Congress Chairperson, Mamata Banerjee spoke to each of them individually.

Near the main dais, there was a list of the 13 people who were martyred on July 21, 1993, even as LED screens displayed the proceedings on the dais for the huge gathering of supporters that stretched up to 2km from the venue. Medical camps were set up at various points.

People in all their colours were seen everywhere. From Cooch Behar to Jangalmahal, they came from every corner of Bengal to commemorate July 21.

The Esplanade East area saw colourful dance performances by the Tusu dancers of Jangalmahal, sakhi dancers of Mukutmanipur, tribal dancers of Bankura, chhau dancers of Purulia and dhakis. They won the hearts of the people through their performances.

There were tableaux depicting the history of July 21. People came adorned in the colours of the party – be it cutouts of the party symbol or tricolour shirts and kurtas or decorative headdresses. Teenagers to the elderly braved the possibility of showers to attend the meeting.

It was a spontaneous outpouring of the Maa-Mati-Manush of Bengal.
 

 

 

 

 

Trinamool’s Sukhendu Sekhar Roy asks a question on cow vigilantism

Data regarding all other crimes are being maintained by National Crime Records Bureau. Why are incidents of violence in the name of cow vigilantism left out?

 

 

 

First-of-its-kind trilingual Ol Chiki dictionary by State Govt on the anvil

The Bengal Government will soon bring out a trilingual Ol Chiki dictionary, the first-of-its-kind in the country. The dictionary has been prepared by the State Backward Classes Welfare Department.

The Ol Chiki script for writing Santhali was created by Raghunath Murmu in the 1920s. Previously, Santhali used to be been written in the Latin script. Ol Chiki has 30 letters. The script is written from left to right.

The dictionary will list translations of 24,800 words – from Santhali to English and Bengali. It will constitute a major step towards popularising the Santhali language.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took the initiative to popularise Ol Chiki. At a recent function held at Uttirno, the new auditorium in Kolkata, she felicitated Uday Murmu who got the highest marks in Santhali language in the 2017 Madhyamik examination.

The Chief Minister wants tribal youths to develop by getting modern education, while at the same time preserve their own culture and tradition.

 

Source: Millenium Post

 

 

প্রথম ত্রৈভাষিক অলচিকি শব্দকোষ প্রকাশ করবে রাজ্য সরকার

খুব শীঘ্রই অলচিকি লিপির একটি ত্রৈভাষিক শব্দকোষ প্রকাশ করবে রাজ্য সরকার। দেশে এই লিপির এটিই হবে সর্বপ্রথম শব্দকোষ। এই শব্দকোষটি রচনা করেছে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ।

এই কোষটিতে ২৪,৮০০ সাঁওতালি শব্দের অনুবাদ থাকবে – প্রথমে অলচিকি থেকে ইংরেজি ও তারপর ইংরেজি থেকে বাংলা। এই উদ্যোগের ফলে স্বাভাবিক ভাবেই আরও জনপ্রিয়তা লাভ করবে সাঁওতালি ভাষা।

১৯২০র দশকে সাঁওতালি ভাষাকে লিপিবদ্ধ করার জন্য এই লিপির সৃষ্টি করেছিলেন রঘুনাথ মুর্মু। এই লিপি লেখা হয়েছিল মূলত লাতিন ভাষার অনুকরনে। সব মিলিয়ে মোট ৩০টি অক্ষর আছে অলচিকি লিপিতে । এই হরফ লেখা হয় বামদিক থেকে ডানদিকে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকি লিপির জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নেন। কিছুদিন আগেই ‘উত্তীর্ণ’ তে এক অনুষ্ঠানে তিনি সম্বর্ধিত করেন উদয় মুর্মুকে যে ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি ভাষায় পেয়েছে সর্বোচ্চ নম্বর।

মুখ্যমন্ত্রী চান এই উপজাতি আধুনিক শিক্ষা লাভ করে নিজেদের আরও সমৃদ্ধ করুক এবং পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুক।

 

Bengal CM writes slogan for Van Mahotsav

Chief Minister Mamata Banerjee has written a new slogan for Van Mahotsav, the week-long forest festival to be celebrated by the Government all over the state from July 14.

The slogan – ‘Sabuj Bangla, Biswa Bangla/ Mayer hate chara-gach, poth dekhabe Bangla aaj’ – pays tribute to the greenery of Bengal and how it will help Bengal show the way.

The festival, which will continue till July 20, will be centred around two places – Malbazar in the north of the state and Jhargram in the south. Both places are situated in the midst of forested regions and so are ideal for celebrating Van Mahotsav.

According to the State Forest Minister, 50 lakh saplings would be planted all over the state as part of this festival. All types of trees would be planted. He also said that the aim of the State Government was to plant 3 crore trees in the state every year.

The Forest Department has appealed to schools, colleges, universities, hospitals and health centres to plant trees to enable a green resurgence across the state.

MLAs would be given 1,000 saplings each for distribution among the people of their respective regions. Each person would get five saplings for planting. Those who plant trees and look after them properly would be rewarded as part of the festival by the West Bengal Forest Development Corporation Limited, with first, second and third prize-winners to be given Rs 1 lakh, Rs 75,000 and Rs 50,000 respectively.

During the festival week, State Government forestry products like haldi, triphala, citronella oil, honey, among other items, would be available at a 10 per cent discount.

With global warming occurring all over the world, it is specially important to lay stress on the planting and taking care of trees, which are effective combat weapons against ozone depletion. The State Government is also laying a lot of stress on solar power.

Source: Aajkal

বনমহোৎসবের স্লোগান লিখলেন মুখ্যমন্ত্রী

বনমহোৎসবের স্লোগান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ জুলাই রাজ্যে পালন করা হবে বন মহোৎসব। উৎসব চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।

স্লোগানটি হল-‘সবুজ বাংলা, বিশ্ব বাংলা। মায়ের হাতে চারা গাছ, পথ দেখাবে বাংলা আজ।’ দুটি অনুষ্ঠানের একটি হবে উত্তরবঙ্গের মালবাজারে, অন্যটি হবে নতুন জেলা ঝাড়গ্রামে।

বনমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যকে সবুজের মলাটে ঢেকে দিতে চান। এই বন মহোৎসবে আমরা রাজ্যজুড়ে ৫০ লক্ষ গাছ লাগাব। এখানে ফল, ফুল–সহ বিভিন্ন ধরনের গাছ থাকছে। যেখানে গাছ কম সেখানে বেশি করে লাগানো হবে। লক্ষ্য রাজ্যে এই বছরে তিন কোটি গাছ লাগানো।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র যাদের জায়গা আছে তারা গাছ লাগানোর জন্য বন দপ্তরে আবেদন করতে পারেন।

প্রত্যেক বিধায়ককে ১ হাজার করে গাছের চারা দেওয়া হচ্ছে। প্রতি চারার দাম নেওয়া হবে ২ টাকা। ১৪ থেকে ২০ জুলাই, বনজ জিনিসের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। হলুদ, ত্রিফলা, সিট্রেনোলা অয়েল–সহ আরও নানান জিনিস। যারা ভাল গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন তাঁদের পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগম পুরস্কৃত করবে। প্রথম পুরস্কার ১ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার। তৃতীয় পুরস্কার ৫০ হাজার। সঙ্গে দেওয়া হবে একটি স্মারক।

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ফলে গোটা দুনিয়া গাছ লাগানোর ওপর ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে। রাজ্য সরকারও এই পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে।

 

 

 

 

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

 

Salient points of her speech:

 

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

 

 

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

 

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

 

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

 

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।

 

 

Bengal does not tolerate malice, conspiracy or divisive mentality: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a number of developmental projects for Purba Medinipur district in Nandakumar today.

She inaugurated road projects, a youth hostel, a bus depot, a new jetty, a renovated heritage park in Haldia, as well as flagged off a night-time bus service on the Mecheda-Haldia route. The Chief Minister also laid foundation stones for a bouquet of projects in the district and distributed various benefits.

After the inaugurations, she gave a speech, the salient points of which are given below:

 

  • Our government works for the people – protecting them is our duty. After Jammu and Kashmir, which is a small state with less population, Bengal has defeated all other states and is lowest in the infant mortality rate again this year. This has been possible because medical colleges along with neonatal intensive care units have been set up in each district. The state is spending large amounts for providing free treatment for its people, which very few states do.
  • Bengal is ahead in many aspects and has to reach the number one spot again. For this, we need cooperation from the Centre. But despite a court order, CRPF troops have not been dispatched to Darjeeling. We will still have to stop all trouble with our lives.
  • Why should there be malice, misinformation and conspiracy against a government? Both the central and state governments are elected by the people. Then why should the former conspire against the latter? We want an answer — they will have to give an answer.
  • Central forces like the SSB and the BSF are manning the borders. How are they allowing people to come in? After opening the borders, they are using outsiders in a pre-planned manner to foment riots. And then they are conspiring to ask the State Government for an explanation. Despite all this scheming, we have managed to maintain peace among the people. And for achieving this, I would like to thank the Maa-Mati-Manush of Bengal.
  • Bengal is the seat of culture. Bengal will not accept malice, conspiracy or divisive mentality.
  • The people of Bengal will not tolerate the fact that some people are turning Facebook into ‘Fakebook’ by posting fake pictures and fake news for their political ends. We respect Facebook, but not any ‘Fakebook’. An incident in Comilla in Bangladesh is being passed off as having occurred in Bengal, and a clip taken from a Bhojpuri film is being shown as having taken place in this state.
  • They are sometimes rioting, and at other times indulging in arson – this seems to be their only work. We pledge that we won’t let such things happen here. And for this, we will stay united.
  • Bengal will not tolerate such activities. Unity is harmony, unity is solidarity. Don’t be fooled by their machinations, be careful of them, and do not be a part of their conspiracies.
  • I saw from a video clip that the Vishwa Hindu Parishad (VHP, a sister organisation of the BJP) is giving arms training to women in Assam. Handling arms and ammunition is the work of the administration. So how can the VHP indulge in this? I can challenge them that it is illegal to do this. They want to wreak havoc on the country and destroy it.
  • Those who make use of their education, intelligence and self-sacrifice to stand by the people are true political leaders. Those who have no ideals or vision, those who pit one person against the other, can never become political leaders.
  • I appeal to all to save India from disaster. Don’t destroy democracy. Let people live like true human beings.
  • The State Government will do all the real hard work, and on the other hand, they (the Centre) will set people against people and foment riots, and then go on foreign trips as if nothing happened.
  • The people’s accounts in banks have still not normalised even months after ‘note bandi’. And now GST is being foisted on the people. This is a big corruption. From workers to farmers to everyone else – darkness has befallen all lives.
  • Rules are being made which say that food won’t be distributed to those without Aadhaar cards, and even to children till nine years. They are destroying the country like this.
  • Our State Government will extend all help to encourage industry. Let Bengal march forward, let people progress. Those in their youthful years now are the ones who will build this country in the future. Keep religious unity, and peace, harmony and solidarity. Bengal will walk the path of development – this is our solemn resolve.
  • A lot of developmental work has been done in this region. Power plants have also been set up here. More investment will come to Haldia.
  • My warm wishes to everyone here. Stay good, stay happy. Let peace prevail.

 

 

বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোমবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে নন্দকুমার এবং দীঘায় জোড়া সভা এবং প্রশাসনিক বৈঠক করলেন তিনি।

আজ বিকেল ৪টেয় ১১৬বি জাতীয় সড়কের নন্দকুমারের চৌরাস্তা মোড়ে প্রথম প্রকাশ্য প্রশাসনিক সভা করলেন তিনি। আজ সড়ক প্রকল্প, বাস ডিপো, হলদিয়ায় হেরিটেজ পার্ক, একটি নতুন জেটি, মেচেদা-হলদিয়া বাস পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলান্যাসসহ এবং অনেকের হাতে সরকারী পরিষেবা তুলে দিলেনন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় সভা করবেন নিউ দীঘার পুলিস হলিডে হোম ময়দানে। বুধবার বিকেলে আধিকারিকদের সঙ্গে ওল্ড দীঘায় বিদ্যুৎ দপ্তরের বাংলোয় প্রশাসনিক বৈঠক করবেন। ১৩ তারিখ সকালে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

 

পূর্ব মেদিনীপুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের মূল অংশঃ-

  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।  জম্মু কাশ্মীরে লোকসংখ্যা খুবই কম, ও রাজ্যটি খুবই ছোট। সেই জম্মু কাশ্মীরের পর পশ্চিমবঙ্গ আবারও এই বছর রেকর্ড করেছে সব থেকে কম শিশু মৃত্যুর হারে। এই সবই সম্ভব হয়েছে প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও সদ্যোজাতদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরির ফলে। এরাজ্য বিপুল পরিমানে অর্থ ব্যায় করে বিনামুল্যে চিকিৎসা প্রদানের জন্যও, যা দেশের মধ্যে দৃষ্টান্ত।
  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।
  • কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো দার্জিলিং এর জন্য CRPF দেওয়া হয়নি। আমরা সব গণ্ডগোল জীবন দিয়ে রুখব।
  • একটা সরকারের বিরুদ্ধে কেন কুৎসা, অপপ্রচার, চক্রান্ত হবে?রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই মানুষ দ্বারা নির্বাচিত। তাও কেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করবে? জবাব চাই, জবাব দিতে হবে।
  • বর্ডার খুলে দিয়ে কিছু বাইরের লোক দিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা করানো হচ্ছে। চক্রান্ত করে আবার রাজ্য সরকারের কাছে জবাব চাইছে। এত চক্রান্ত সত্ত্বেও আমরা মানুষকে শান্ত রেখেছি। আমি এজন্য বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাই।
  • বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না।
  • বাংলাকে রাজনৈতিক কারণে উচ্ছশৃঙ্খল কয়েকজন ফেক নিউজ দিয়ে ফেকবুকে মিথ্যে রটাবে
  • বাংলার মানুষ এসব সহ্য করেনি, কখনো করবে না। আমরা ফেসবুক কে সম্মান করি ফেকবুক কে নয়। বাংলাদেশের কুমিল্লার ঘটনা দেখিয়ে বলছে বাংলায় হয়েছে, ভোজপুরি সিনেমার ক্লিপ দিয়ে বলেছে বাংলায় হয়েছে।
  • কখনো দাঙ্গা করছে, কখনো আগুন জ্বালিয়ে দিচ্ছে – এগুলোই ওদের কাজ। আমরা শপথ নিচ্ছি আমরা এই কাজ করতে দেব না। সকলে মিলিত ভাবে থাকব।
  • বাংলা এসব মেনে নেবে না। একতাই সম্প্রীতি, একতাই সংহতি। ওদের চক্রান্তে পা দেবেন না, ওদের থেকে সাবধান হন।
  • একটা ভিডিও ক্লিপে দেখলাম আসামে বিশ্ব হিন্দু পরিষদ (বিজেপির শাখা) মেয়েদের বন্দুকের প্রশিক্ষণ দিচ্ছে। এটা প্রশাসনের কাজ। ওরা কিভাবে করছে এ কাজ? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওরা এসব করতে পারে না। দেশটার সর্বনাশ করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়।
  • যারা বিদ্যা, বুদ্ধি, আত্মত্যাগ দিয়ে শান্তি রক্ষা করে মানুষের পাশে দাঁড়াবে তারাই রাজনৈতিক নেতা। যাদের আদর্শ, দর্শন নেই, যারা মানুষে মানুষে আগুন লাগায় তারা দেশের শত্রু, তারা রাজনৈতিক নেতা হতে পারে না।
  • Save India from disaster. গণতন্ত্র ধ্বংস করবেন না। মানুষকে মানুষের মত বাঁচতে দিন।
  • সব কাজ রাজ্য সরকার করবে, আর ওরা দালালি করে বেড়াবে, আগুন লাগিয়ে বেড়াবে আর বিদেশে গিয়ে ঘুরে বেড়াবে।
  • নোটবন্দির নামে আজও ব্যাঙ্কে মানুষের অ্যাকাউন্ট স্বাভাবিক হয়নি। GST চাপিয়ে দেওয়া হয়েছে, এটা big corruption। শ্রমিক কৃষক থেকে শুরু করে সব মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে।
  • আধার কার্ড না করলে খাবার দেবে না বলছে। ০-৯ বছরের শিশুদের আধার কার্ড না করলে তাদের কিছু দেবে না বলছে। এভাবে দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে।
  • রাজ্যে আরও শিল্প আসুক। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে। বাংলা এগিয়ে যাক, মানুষ এগিয়ে যাক। আমাদের ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশকে তৈরী করবে। সব ধর্ম সমন্বয়, একতা-সম্প্রীতি সংহতি বজায় রেখে চলুন। বাংলা উন্নয়নের সঙ্গে এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার।
  • অনেক কাজ হয়েছে। এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরী হয়েছে। হলদিয়াতে আরও বিনিয়োগ হবে।
  • সকলকে অভিনন্দন, সকলে ভালো থাকুন, এলাকার শান্তি রক্ষা করুন।

 

Summary of the press conference addressed by Mamata Banerjee at 3.30 pm

Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference at 3.30 pm today on the Darjeeling and Basirhat incidents, and on the non-cooperation by the Centre.

Here are the main points:

 

  • We will conduct a judicial enquiry into the Basirhat incident. Action will be taken for spreading fake pictures and videos. The law will take its own course.
  • I congratulate the people of Bengal for not getting trapped by those spreading rumours and communal hatred. Peace has been restored.
  • The Central Government is showing total non-cooperation in the Hills. I am open to talks with all. Reject violence and restore peace in Darjeeling.
  • There is ‘Fakebook’ happening in the name of Facebook. I respect Facebook but not ‘Fakebook’.

 

Education makes one a real human being: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the new campus of St Xavier’s University today. She gave a speech after the inauguration.

Salient points from her speech:

I believe this university would prove itself to be number one in the future.

I believe in dreams – without dreams one cannot afford to survive.

The standard of education at St Xavier’s is very high. We have given 70 acres to this university. I attend their programmes every year.

During the last six years, we have set up 17 universities and 47 colleges, as a result of which the number of seats in institutions of higher education have increased by 4.5 lakh.

We have also set up 6,000 schools, 300 industrial training institutes (ITIs), polytechnic colleges and medical colleges.

We are proud of our Kanyashree girls. This scheme has bagged the first prize at the United Nations Public Forum Awards recently. As a result of Kanyashree, the number girl students leaving schools midway and child marriages have come down.

We have started scholarship schemes like Shikshashree, Yuvashree and Vivekananda Merit Scholarship, meant for all categories, including OBC and general.

I feel people are known by the education that they acquire; education makes one a real human being. Minority institutions have a very vital and important role. Christian institutions, Ramakrishna Mission are known for the quality of learning and education that they impart.

All missionary schools and colleges, including St Xavier’s, provide good education. We are for all those who believe in human values. I believe, in three to four years, St Xavier’s would be able to compete with institutions like Harvard and Oxford.

 

 

শিক্ষা মানুষকে মানুষ তৈরী করে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ সেন্ট জেভিয়ার্স কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, তাঁর বিশ্বাস এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে নিজেদের ১ নম্বর প্রমাণ করবে।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না।

সেন্ট জেভিয়ার্স এর পড়ানোর স্ট্যান্ডার্ড খুব ভালো। আমরা এই বিশ্ববিদ্যালয়কে ৭০ একর জমি দিয়েছি। আমি প্রতি বছর এদের অনুষ্ঠানে আসি।

আমরা গত ৬ বছরে ১৭ টি বিশ্ববিদ্যালয় করেছি। গত ৬ বছরে ৪৭ টি নতুন কলেজ, ৬০০০ নতুন স্কুল, ৩০০ আই টি আই ছাড়াও অনেকগুলি পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজ তৈরী হয়েছে।

‘কন্যাশ্রী’ মেয়েদের জন্য আমরা গর্বিত। UN এ ১ নম্বর হয়েছে বাংলার কন্যাশ্রী। মেয়েদের স্কুল ছুটের হার, বাল্যবিবাহের হার কমে গেছে।

সংখ্যালঘু এবং সাধারণ ছাত্রছাত্রী সকলের জন্য শিক্ষাশ্রী, যুবশ্রী, বিবেকানন্দ মেরিট স্কলারশিপ সহ আরও অনেক স্কলারশিপ চালু করা হয়েছে।

আমি মনে করি একটা জাতি বেঁচে থাকে তার শিক্ষার জন্য, শিক্ষা মানুষকে মানুষ তৈরী করে।  সব খ্রিষ্টান স্কুল, কলেজ, মিশনারিজ ওরা আমাদের ভালো শিক্ষা দেয়। রামকৃষ্ণ মিশন আমাদের ভালো শিক্ষা দেয়।

যারা মানুষ তৈরী করে তাদের জন্য আমরা আছি, থাকব। আমি বিশ্বাস করি ৩-৪ বছরের মধ্যে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, অক্সফোর্ড এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

 

Trinamool can’t be scared to submission by the CBI and the ED: Abhishek Banerjee

Abhishek Banerjee addressed a public meeting in Sabang in Paschim Medinipur district on Wednesday. He also walked for 2 km in a rally. Yesterday’s rally was a curtain-raiser for the annual July 21 Shaheed Divas.

He said, “I have never seen so many people attending my meetings, the way you have gathered here today”.

He appealed to the people to felicitate the old-timers. “I get greetings everywhere. Now it is time for you to felicitate the old-timers in Trinamool, who have been with the party right from the start”.

About July 21, Sahid Divas, he said, “July 21 (‘ekush’) is not just a date, there is a lot of our emotion involved with the date. ‘Ekush’ signifies a flood of change, a storm of destruction, followed by renewal”.

About threats to Trinamool Congress, he said, “The more people try to scare Trinamool, the stronger would it become”.

He appealed to veteran leaders of Congress and other parties to join Trinamool. “Congress is bereft of principles and good ideals”.

He said those who at one time walked around with red flags are now in saffron garbs.

“Trinamool can’t be scared to submission by the CBI and the ED”, he concluded, referring to the Centre’s move to come down on party leaders with false cases.

 

CBI আর ED দিয়ে তৃণমূলকে রোখা যাবে নাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল পশ্চিম মেদিনীপুরের সবং এ ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় প্রচুর জনসমাগম হয়।

এদিন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা প্রথম দিন থেকে তৃণমূল করছেন, তাদের প্রত্যেককে সংবর্ধিত করুন, আমরা অনেক সংবর্ধনা পাই, আর নয় এবার কর্মীদের সংবর্ধিত করুন”।

২১ শে জুলাই প্রসঙ্গে তাঁর বক্তব্য “২১ শুধুমাত্র একটি তারিখ নয় ২১ আমাদের আবেগ, অহংকার। ২১ মানে বৃষ্টি, বাদল, প্লাবন”।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “লাল পতকা নিয়ে যারা ঘুরত তারাই আজ গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে। বাংলার প্রতিটি দেওয়াল লিখন করুন ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হতে সাবধান’ আর কংগ্রেস দলের তো কোনও নীতি নেই। তৃণমূল কংগ্রেসেকে যত তাতাবেন, যত চমকামবেন, তৃণমূল ততই শক্তিশালী হবে। CBI আর ED দিয়ে তৃণমূলকে রোখা যাবে না”।

 

44658583-06ec-4091-9b86-73cda7330969

TMYC President takes part in a padayatra at Sabang

087fedcf-dfbd-4790-b95a-797fc6c13f5d

TMYC President at the Sabang meeting

Image courtesy Sandip Singha 

Hilsa from New Town for Kolkatans’ plates

In a welcome news for the people of Kolkata, hilsa or ilish has been discovered in a 15-hectare water body in New Town, on the outskirts of Kolkata. Purified water from this lake is supplied to parts of Kolkata.

The Fisheries Department has started tending to the fish with special care as the crop can satisfy a big portion of the demand in Kolkata. This discovery was made recently when a team from the State Fisheries Department had gone there to inspect it.

According to officials, the presence of hilsa is because the lake is connected to the Hooghly through canals, and during high tide some of the hatchlings find their way into the lake from the canals.

The lake is a freshwater lake, and the hilsa found in such water is called ‘jhatka’. On an average, each fish weighs 300 to 400 grams.

 

 

নিউ টাউনের ইলিশ এখন কলকাতাবাসীর পাতে

কলকাতাবাসীর জন্য সুখবর। নিউ টাউনের ১৫ হেক্টর জলাভুমিতে সন্ধান মিলল ইলিশ মাছের। এই লেকের পরিস্রুত জল কলকাতার অনেক অঞ্চলে পাঠানো হয়ে থাকে।

মৎস্য দপ্তর ইতিমধ্যেই এই ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করেছে, কারণ এখান থেকে মাছ পাওয়া গেলে কলকাতার বেশ কিছু অঞ্চলের মাছের যোগান দেওয়া যাবে।

আধিকারিকদের মতে এখানে ইলিশ মাছ পাওয়া যাওয়ার কারণ হল এই লেকটি খালের মাধ্যমে হুগলী নদীর সঙ্গে যুক্ত। জোয়ারের সময় চারা মাছেরা খাল হয়ে এই লেকে ঢুকে পড়ে।

এই লেকটি মিষ্টি জলের, এখানে যে ইলিশ মাছ পাওয়া যায়, তাকে বলে “ঝটকা”, প্রতিটি মাছের গড় ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম।