Singur movement: A look back in time

On Wednesday, when the Apex Court of the country ordered the return of acquired land taken by the erstwhile Left Front government within 12 weeks, the chronicle of Singur beacons as the bright reminder of series of incidents. The Singur incident brought a socio-political change in Bengal.

2006

Tata Motors announced the small car factory in Singur on May 18, 2006.

Just after two months, on July 18, the Trinamool Congress chief Mamata Banerjee started protesting the issue. The ground of the protest was forceful land acquisition by an elected state government. Mamata Banerjee’s rally at Singur, as a sign of protest – started the historical movement.

The LF government acquired 997 acres of multi-crop farmland to allocate the Tata’s to construct their factory. The rule is meant for public improvement projects, and the LF government wanted Tata to build factory under this rule.

However, amidst the huge protest Tata started to set up their plant in Singur in January 21. By then, they had already promised to produce ‘Nano’ – the affordable car which would cost just above a lakh only.

Intellectuals

The protest had also turned turbulent as many of the internationally famed social activists, and Bengali luminaries had stood beside the movement led by Mamata Banerjee. The protesters – Anuradha Talwar, Medha Patkar, Arundhuti Roy, Mahasweta Devi and others were started to protest saying the location of Tata Motors site is the most fertile one in the whole of the Singur block. The local population depended on agriculture. Almost 20,000 farmers are making their livelihood from the multi-crop land.

Hunger strike

On December 3, 2006, Mamata Banerjee started her indefinite hunger strike for 26 days.

In the meantime, the rape case of Tapasi Malik had stunned the entire country. The fenced off area of the Nano-factory, which has been continuously guarded by the policemen, where allegedly guarded by cadres of the CPI (M) party as well. The girl, Tapasi malik, who was one of the protesters, was allegedly gang-raped and burnt to death by those CPI(M) cadres. Later, a CPI (M) leader, a zonal committee leader, Suhrid Dutta was arrested by CBI.

2008

On August 2008, Mamata Banerjee started indefinite dharna at Singur. Tata Motors suspended development work on Nano factory on September 2, 2008.

On September 3, 2008, then governor Gopal Krishna Gandhi agreed to play a mediator to resolve the issue between government and the Trinamool Congress but in vain.

Tata Motors decided to move out from Singur and conveyed the decision on October 3, 2008.

Maa Mati Manush government

In May 20, 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal and announced in her first Cabinet meeting that they will return the 400 acres land to the unwilling farmers for the Singur. An ordinance to that effect was promulgated but it was challenged in court.

Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.

The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.

 

A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.

The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.

The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.

 

Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict

 

সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।

বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।

বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।

Landmark verdict, we have been vindicated: Mamata Banerjee on Singur verdict

“I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy,” this was the reaction of Mamata Banerjee after the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant.

We have been saying all along the land acquisition in Singur was illegal. We have been vindicated, she added.

 

Here are 10 things Mamata Banerjee said:

The farmers of Singur did not part with their land against all odds. We salute them.

I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy. Now I can die in peace.

We will organise a Vijay Utsav in Singur. On September 2, we will observe Singur Utsav in every block of Bengal.

We do not believe in forceful acquisition of land. We believe in negotiation.

CPI(M) committed historic suicide not ‘historic blunder’ in Singur.

People are the biggest pillars of democracy. They had given their verdict in 2011. Supreme Court has given verdict today.

We are missing Mahasweta Di today. She was a pillar of strength during Singur andolan. She would have been happy today.

Nandigram carnage happened right after Singur. Then there was Netai massacre. We salute all martyrs.

This (Singur verdict) is the first gift we got after renaming of our State. Bangla Ma is happy today.

Bengal is the final destination for industry.

 

 

ঐতিহাসিক রায়: সিঙ্গুর প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

“আজ খুব আনন্দের দিন। খুশির সাথেই চোখে জল চলে আসছে,” এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় সম্বন্ধে।

আমরা বরাবর বলে এসেছি সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল বেআইনি। আজ সত্যের জয় হল, তিনি বলেন।

আজই সুপ্রিম কোর্ট ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে।

 

সিঙ্গুর রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অংশবিশেষ:

এটা গণদেবতার জয়, অনশনের জয়, মা-মাটি-মানুষের জয়।

আগামী ২ সেপ্টেম্বর সব ব্লকে ব্লকে আমরা সিঙ্গুর উ९সব পালন করব। সিঙ্গুরে আমরা বিজয় উতসব করব।

সবুজ ফসল যার অধিকার, যারা আমাদের ধান ফলায় তাদের জমি জোর করে আমরা অধিগ্রহণ করব না।

সিঙ্গুর সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ নয় ‘ঐতিহাসিক আত্মহত্যা’।

গণতন্ত্রে মানুষই সব। ২০১১ সালে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজ তাদের রায় দিলেন।

আজ আমরা মহাশ্বেতা দেবীকে মিস করছি। সিঙ্গুর আন্দোলনের সময় উনি ছিলেন আমাদের প্রেরণা।

সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের সমস্ত শহিদদের আমাদের শ্রদ্ধা জানাই।

রাজ্যের নাম বদলের পর এটি আমাদের প্রথম উপহার। বাংলা মা আজ খুশি।

বাংলাই এখন বিনিয়োগকারীদের গন্তব্য।

আমি এখন শান্তিতে মরতে পারবো।

Bengal Tourism gears up to attract tourists with road shows in other states

The state tourism department is taking several measures to promote Bengal tourism across the country. The department has coined a new slogan ‘Experience Bengal: The Sweetest part of India’.

Recently the State Tourism department has conducted road shows in Hyderabad, Delhi, Chandigarh and Jaipur, all of which have been hugely successful.

State Tourism minister Gautam Deb said that is the vision of Bengal Chief Minister Mamata Banerjee to showcase the Biswa Bangla brand all over the world and to promote the richness of Bengali culture. To fulfill that vision these roadshows were held in various cities to familiarise people from other States about Bengal.

The State Tourism Department has now targeted the small cities besides cities like Delhi, Mumbai, Chennai and Bangalore.  A survey says the number of tourists from these cities are much larger than the big five cities combined.

 

পর্যটনের প্রসারে ভিন রাজ্যে রোড শো বাংলার

বাংলার পর্যটন শিল্প প্রসারের জন্য রাজ্য পর্যটন দপ্তর রাজ্য জুড়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ নিয়েছে। পর্যটন বিভাগের নতুন স্লোগান : ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল : দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’।

বাংলার অপরিমেয় সম্পদ-সৌন্দর্যের ডালি নিয়ে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে রাজ্য পর্যটন দফতর৷ দেশের প্রতিটি রাজ্যে গিয়ে রোড শো করে বাংলার চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই অভিযান৷ সম্প্রতি রাজ্য পর্যটন বিভাগ হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড় এবং জয়পুরে রোড শো-র আয়োজন করেছে যা বেশ সফল হয়েছে।

রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, বাংলাকে বিশ্বের দরবারে প্রদর্শন করাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, এই ‘বিশ্ব বাংলা’র মধ্যে দিয়ে বাংলার যা কিছু সুন্দর, তাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে৷ সেই নির্দেশ অনুযায়ীই রাজ্যে রাজ্যে গিয়ে বাংলার যা কিছু সৌন্দর্য-সম্পদকে পরিচিত করতেই এই রোড শো-র আয়োজন৷”

দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু শহর ছাড়াও ছোট শহরগুলোও এখন রাজ্য পর্যটন দপ্তরের প্রধান লক্ষ্য। সমীক্ষা অনুযায়ী, এই সব বড় শহর থেকে প্রতি বছর বহু মানুষ বেড়াতে যান৷ যে সংখ্যাটা মিলিতভাবে দেশের প্রধান পাঁচ বড় শহর থেকে বেশি৷

 

Will not tolerate indiscipline in Govt hospitals: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday categorically said that the government will not tolerate any indiscipline and high handedness by the junior doctors and asked the senior medical practitioners to teach them the ‘basic ethics of medical practice’.

She was paying a surprise visit to the SSKM hospital to take a stock of the situation there, on her way to Nabanna.

“The junior doctors must be taught how to behave soberly with the people and maintain their cool while treating patients at the hospital,” Chief Minister told hospital authorities.

The Chief Minister asked the hospital authorities to ensure the basic health facilities to the patients.

 

হাসপাতালে বিশৃঙ্খলা বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকার জুনিয়র ডাক্তারদের কোনরকম অনিয়ম এবং বিশৃঙ্খলা সহ্য করবে না। কী করে রোগীর পরিবারকে সামলাতে হবে তা জুনিয়রদের শেখানো উচিত সিনিয়র চিকি९সকদের।

এদিন নবান্ন যাওয়ার পথে আচমকা এস এস কে এমের পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “জুনিয়র ডাক্তারদের মানুষের সঙ্গে ভালোভাবে আচরণ করা উচিত এবং তাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। হাসপাতালে রোগীদের চিকি९সা করার সময় মানুষজনকে ভালোভাবে বোঝাতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে”।

মুখ্যমন্ত্রী রোগীদের প্রাথমিক চিকি९সা পরিষেবা নিশ্চিত করার জন্যও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

 

 

KMC puts up hoardings discouraging Sep 2 bandh

The Kolkata Municipal Corporation (KMC) has put up hoardings all over the city asking people to keep offices and shops open and assured every cooperation to them. The Left trade unions have called a country-wide bandh on September 2.

The hoardings put up by KMC reads: Keep shops and markets and offices open. Let transport ply normally. The state government will stand by you and KMC will provide every cooperation.

Chief Minister Mamata Banerjee had said in the Assembly that the State Government would not support the bandh and steps would be taken to keep the offices open. “We have seen how CPI(M) had crippled the state’s economy by calling frequent  bandhs in its 34 years of rule. We are against bandhs and the state government will oppose it,” she said. The state government has decided to deduct a day’s salary for those who will not turn up for work.

The state government has decided to ply buses and requested private operators to ply them. The Chief Minister announced that the state government would give compensation if the vehicles got damaged by the bandh mongers and those doing this would be booked. Requests have also been made to the unions looking after taxis and mini buses.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করতে কলকাতা পুরসভার প্রচার অভিযান

বনধে জনজীবন স্বাভাবিক রাখার জন্য সব অফিস, দোকান খোলা রাখার আর্জি জানিয়ে শহরজুড়ে হোর্ডিং লাগিয়ে প্রচার অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। আগামী ২ সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়ন দেশব্যাপী বনধের ডেকেছে।

পুরসভার এই হোর্ডিং-এ লেখা আছে: সমস্ত দোকান, বাজার ও অফিস খোলা রাখুন। পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখুন। রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থা সবরকম সহযোগিতা প্রদান করবে।

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, রাজ্য সরকার বনধ সমর্থন করবে না এবং সব অফিস খোলা রাখা হবে। আমরা দেখেছি গত ৩৪ বছরে সিপিএম কিভাবে বনধ ডেকে রাজ্য অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা সবসময় বনধের বিরুদ্ধে এবং রাজ্য সরকার বনধের বিরোধিতা করবে। তিনি জানান, ওইদিন যেসব সরকারি কর্মচারীরা ছুটি নেবেন রাজ্য সরকার তাদের একদিনের বেতন কেটে করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি ও বেসরকারি বাস গুলো যাতে ঠিকঠাক চলাচল করে সেজন্য বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছেন তিনি। বনধের কারণে কোনরকম ক্ষয়ক্ষতি হলে রাজ্য সরকার তার ক্ষতিপূরণ দেবে সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। ট্যাক্সি ইউনিয়ন এবং মিনি বাস সংগঠনগুলিকেও সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

 

Maintain peace and harmony during Puja: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday gave a message to the people of the state urging to maintain peace and harmony during Durga Puja and Muharram. She also directed puja organisers to follow all norms to ensure safety of pandal hoppers and extended all sort of support for conducting their Puja.

The Chief Minister was speaking at an administrative and co-ordination meeting for conducting Durga Puja, Id-Ul-Zoha and Muharram smoothly.

She said: “There are some people who try to create trouble. Thus, I would like to urge people from all communities, clubs and youngsters to ensure peace and harmony during Durga Puja and Muharram. There are the brothers and sisters of Bengal to stop if they find anyone trying to play a spoilsport.”

“There are certain guidelines that are to be followed this time as well as Durga Puja and Muharram is at the same time. Like previous year, this year too immersion of Goddesses Durga and her entourage will take place on the mentioned dates.

For the first time, this year on October 14, idols of award winning Durga Puja will be passing in a procession while heading for immersion through Red Road with people watching from makeshift galleries to be set up on both sides of the road.

Chief Minister also launched the online based single window system to secure permission for organising Durga Puja. The online based system has been named ‘Aasan’ and puja orgnaisers just need to log into the website of the Kolkata Police to apply for permission.

Chief Minister directed the district police to introduce the same in their jurisdiction.

 

পুজোর সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন: মুখ্যমন্ত্রী

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ দুর্গাপুজোয় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এবং মহরম এবং বিজয়া দশমী সুশৃঙ্খলভাবে পালন করার জন্য বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি পূজার আয়োজক ও কর্তৃপক্ষদের মণ্ডপ এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব নিয়ম অনুসরণ করারও নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশাবলীঃ 

  • সিঙ্গল উইনডো সিস্টেমে অনলাইনে পুজোর জন্য আবেদনপত্র পূরণ করে অনুমতিপত্র পাওয়ার ব্যবস্থা করল কলকাতা পুলিশ৷ ১৪ সেপ্টেম্বর থেকে ‘আসান’ নামে এই প্রক্রিয়া শুরু করবে তারা৷ রাজ্যজুড়ে সেই পদ্ধতিতেই পুলিশ অনুমতি দেবে পুজো কমিটিগুলিকে৷
  • কলকাতা পুরসভা পুজোর বিজ্ঞাপনের টাকা নেয় না৷ রাজ্যের অন্য পুরসভাগুলিও সেই বিজ্ঞাপনের টাকা নেবে না৷
  • বিদ্যুতের খরচবাবদ সিইএসসির থেকে এবার ১৮ শতাংশ ছাড় পাবে পুজো কমিটি গুলি৷
  • মহিলা পরিচালিত ২৫টি ক্লাব ও গরিব ২৫টি পুজোকমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার৷
  • কলকাতা পুরসভা ১০০টি মহিলা ক্লাব ও ১০০টি গরিব ক্লাবকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে৷
  • কলকাতার বড় ক্লাবগুলি ছোট ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করবে৷
  • পুজো করতে গিয়ে মাঠ পাওয়ার সমস্যা থেকে শুরু করে চেকবিলি নিয়ে যাবতীয় গোলমাল মেটাবেন স্থানীয় মন্ত্রী, সাংসদ, বিধায়করা৷
  • পুজোমণ্ডপের গেট চওড়া করতে হবে৷ পার্কে পুজো হলে পার্কের সব ক’টি গেট খোলা রাখতে হবে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে৷
  • দমকল, অ্যাম্বুল্যান্স ঢোকার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে৷
  • মণ্ডপে ভিড় সামলাতে মোড়া দড়ি, বড় টর্চ মাইক্রোফোন রাখতে হবে৷
  • রাত জেগে পাহারার ব্যবস্থা রাখুন৷
  • রাজ্যের ‘বাংলা’ নামকে সর্বত্র প্রচারে আনতে হবে৷
  • সুস্থ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করতে হবে৷
  • ১১ অক্টোবর দশমী৷ বিকেল ৪ টের মধ্যে বাড়ি ও ছোট পুজোগুলির বিসর্জন দিয়ে দিতে হবে৷ তার পর বেরোবে মহরমের মিছিল৷ যদি একইসঙ্গে বিসর্জন ও মহরমের যাত্রা যাতে সুশৃঙ্খলভাবে বেরোয়, তা দেখবে পুলিশ৷
  • ১২ অক্টোবর একাদশী৷ ওই দিন মহরমও৷ ফলে ওই দিন কোনও বিসর্জন হবে না৷ পরদিন থেকে আবার হবে বিসর্জন৷ কোন পুজো কমিটি তাদের প্রতিমা কোথায় বিসর্জন দেবে, তা ঠিক করবে পুলিশ৷

 

 

Govt not to tolerate any negligence in dengue cases: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee said that the State Government will not tolerate any kind of negligence to tackle dengue cases in the state. In her speech during the Assembly session, she said that everybody has to work together to prevent further spread of the disease.

“The State Government did not neglect diseases like dengue, malaria and encephalitis,” she said. She emphasised on taking preventive measures and asked the MLA s of the Opposition parties for helping the State Government to spread awareness of this disease.

She also said that the State Government has taken several drives to combat the deadly mosquito-borne virus. During this campaign, 87,000 additional workers have been deployed for cleaning of roads, drains, water bodies, regular lifting of waste and garbage from roads, markets,hospitals and major places of the town, scientific management of solid waste by way of using around 200 compactors.

Various cleanliness activities are being undertaken in each ward by involving councillors, health functionaries, self-help groups, ICDS workers, conservancy workers, schools, colleges, clubs, market committee members and various government organisations. In all, the 125 municipalities intensive awareness campaigns are being conducted to spread health awareness on vector-borne diseases.

 

ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কর্তব্যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ এই সময়ে রাজ্যের পাশে থাকা উচিত বিরোধীদের’৷ অন্যদিকে, ডেঙ্গু মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা৷

তিনি বলেন, “রাজ্য সরকার ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিসের মত রোগ অবহেলা করে না”। তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিরোধী দলের বিধায়কদের রাজ্য সরকারকে সাহায্য করার কথা বলেন।

তিনি আরও বলেন, যে সরকার মশাবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। রাস্তা, ড্রেন, জলাশয়, বর্জ্য ও রাস্তাঘাট, বাজার, হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার জন্য ৮৭,০০০ অতিরিক্ত শ্রমিক মোতায়েন করা হয়েছে এবং ২০০টি কম্প্যাক্টর বসানো হয়েছে।

বিভিন্ন কাউন্সিলরসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বনির্ভর গোষ্ঠী, আই সি ডি এস কর্মী, শ্রমিক, স্কুল, কলেজ, ক্লাব, বাজার কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে ১২৫টি পৌরসভায় মশা বাহিত বিভিন্ন রোগের জন্য সচেতনতামূলক কাজ শুরু হয়েছে।

Under Mamata, Bengal’s becoming a favourite investment address again – Dr Amit Mitra Interview

Edited excerpts of Dr Amit Mitra’s interview with Economic Times (published on August 30, 2016)

 

What’s the mood among industrialists?

Everybody I met today, including private equity firms, multinational corporations, acknowledge the change that has happened in West Bengal. The growth of gross value added (GVA) in 2014-15 has been a little over 10% when India’s growth has been 7.3%.

1

Tell us what happened in the financial year 2015-16?

We are perhaps looking at GVA growth of as much as 12%, when India has been growing at least 3 to 4 percentage points less. In 2010-11, our state’s nominal GDP was Rs 4,61,000 crore. In 2014-15, it has doubled to Rs 8,00,000 crore, and in 2015-16, our revised figures are Rs 9,39,000 crore.

 

How did this happen? What were the drivers?

There are three major drivers. The first is the government expenditure which translates into Keynesian multiplier. During 2010-11(the last year of the communist government), West Bengal’s planned expenditure was little over Rs 14,650 crore. The actual planned expenditure in 2014-15, (under Trinamool) had touched Rs 39,893 crore. In 2015-16, it is Rs 54,000 crore. So from Rs 14,000 crore to Rs 54,000 crore – it is quite a jump.

 

What’s it spent on?

Capital expenditure within planned expenditure, which is asset creation, was a negative 26% in 2010-11 under the communist regime. We reversed it. It is actually six times of what it was in four years. What it simply means to me as an economist is that Keynesian multiplier on asset creating expenditure, which means cement, steel — the whole down-the-chain industry which creates Keynesian multiplier is approximately 4 times in India. One of the factors that’s debated in the West is when private expenditure is slow, public expenditure can trigger private investment.

One element of this is private expenditure and it gets attracted once they see GDP growth taking place in a stimulated economy and the dipstick tests show there’s a lot of energy in the economy. So, these numbers — of planned expenditure and capital expenditure — are the triggers. Whereas in communist rule, capital expenditure was at a negative 26% during their last year, and it was shrinking. Planned expenditure was a puny Rs 14,000 crore. A climb to Rs 54,000 crore in five years – this has never happened in any state to my knowledge. And no one knows about it.

 

Isn’t there a flipside to the public expenditure? The looming debt trap which West Bengal is facing, which Mamata Banerjee herself termed as a death trap…

The debt is phenomenal — the debt left behind by the communist government was Rs 2,00,000 crore. Its bonds or small savings matured, I’m not talking about interest. I’m talking just about repayment of principal amount. In five years, we repaid Rs 42,000 crore, which is all from the Rs 2,00,000 crore left behind by the CPI(M). What we have borrowed has not come back to maturity.

These are all 10-year debt which we repaid. The total amount we have borrowed during our regime is Rs 1,13,000 crore of which Rs 94,000 crore is for repayment and interest of that Rs 2,00,000 crore. Imagine, my last year’s repayment and interest was Rs 28,000 crore. This year, it is about Rs 33,000 crore. And the coming years when they borrowed the most in 2007-08, those bonds will come to haunt us.

 

Are your new borrowings at a lower cost?

At a much lower cost as we have borrowed from the market. We have borrowed at a much lower rate. At least 200 points difference. Having said so, our debt GDP ratio has come down.

 

How come?

Because GDP has grown phenomenally. So, while there’s no question that we are in a debt trap because we are essentially borrowing. Just Imagine, we have borrowed .Rs 1,13,000 crore of which Rs 94,000 crore has gone towards repayment and interest. We have thus borrowed for development about Rs 18,000 to Rs 19,000 crore in five years. So we haven’t borrowed much at all.

 

How did you fund the growth in GDP that you mentioned earlier?

Taxes have exactly doubled.

 

How did you manage to do that?

Tax collections went up from Rs 21,000 crore to almost Rs 43,000 crore in four years in our regime. We have implemented the largest e-taxation drive by any state in India during the period, and the central government has given us the highest award for that.

 

How does this e-taxation work?

Every part of the tax can only function transparently through the computer. For example, VAT registration and digitised signature cannot be done in paper. It has to be done compulsorily online. What did the government give you back? Dematerialised VAT certificate with digitised signature. Then the ease of doing business in the state.

Businessmen were complaining that they paid VAT and should be able to seek refund, but they don’t get it. So I said we’ll give you 90% of what you self-declare. Then I got information that some officer arrives at their offices — you know what that means. I’m perhaps the only finance minister in India who said on the floor of the house after consulting with the chief minister that no officer shall go to a dealer’s office without an official letter from the commissioner. Within three months, the loophole got plugged, and now it’s a perfect system.

Bengal CM urges people to boycott Sep 2 strike

Bengal Chief Minister Mamata Banerjee urged people to keep all financial institutions open on September 2 and not to support the bandh called by the Left Front trade unions. The State Government has directed its employee not to take leaves between September 1 and 5.

Thus, there exists a possibility of the state government employees going on leave for five days at a stretch, from September 1 to 5 with Saturday and Sunday falling in between. Taking a proactive step, the State Government clearly stated that employees will be show-caused if they take leave anywhere between September 1 and 5 without any genuine and serious cause.

Based on the reply of the employee to the show-cause, the concerned authorities will take the decision whether he or she would be eligible to get the leave and salary for that day.It would also leave a bad remark on their service record. The step was taken to ensure a healthy turnout on the day of the strike.

The present Government is against the policy of going for a strike which causes losses in crores.

Bengal Chief Minister said that the state government has always been against bandh. “We are against the policies of the Centre. People employed in industrial units may have some problem. I am not ruling it out. But there are other processes of sorting it out instead of going for a strike,” she said.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করার ডাক মুখ্যমন্ত্রীর

বনধের নামে কোনও বিশৃঙ্খলা বা কর্মনাশা-সংস্কৃতি বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ আগামী ২ সেপ্টেম্বর বামফ্রন্টের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দিন সমস্ত প্রতিষ্ঠান অফিস খোলা রাখার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারী কর্মচারীদের ছুটি না নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

২ সেপ্টেম্বর কোনও ছুটি নেওয়া যাবে না৷ শুধু তাই নয়, তার আগের দিন বৃহস্পতিবার এবং পরবর্তী কাজের দিন অর্থাৎ সোমবারও সমস্ত ছুটি বাতিল করেছে সরকার৷ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে গুরুতর কারণ ছাড়া ছুটি নিলে কর্মীদের শো-কজ করা হবে।

শো-কজের জবাবের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ছুটি নিতে পারবে কিনা এবং ছুটির জন্য বেতন কাটা যাবে কিনা। ধর্মঘটের দিন যাতে সব কিছু সুস্থভাবে চলে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা।

বনধের ফলে অনেক কর্মদিবস নষ্ট হয়, তাই বনধের নামে কোটি কোটি টাকার ক্ষতি বরদাস্ত করবে না রাজ্য সরকার।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বলেন যে, “রাজ্য সরকার বনধ সমর্থন করে না। আমরা কেন্দ্রের নীতির বিরুদ্ধে। শ্রমিকদের অনেক দাবি-দাওয়া, ইস্যু থাকতে পারে, আমরা সেটা সমর্থন করি৷ কিন্তু বন্ধের নামে অযথা একটা ছুটিকে সমর্থন করতে পারছি না”।