I believe in religion that teaches you to love all humans: Mamata Banerjee

In a stern message to a section of people who are trying to incite communal tension in the State, Chief Minister Mamata Banerjee today said Bengal is a land of culture and politics of riots has no place here. She urged people to be aware and not pay heed to rumours.

“We believe in religious amity. We do not believe in the politics of riots,” she said.

“I believe in religion that teaches you to love all humans. I participate in Durga Puja, Eid, Christmas as well as Guru Parab. The human body is incomplete without all organs. We must treat all humans equally. A mother can never discriminate between her children,” she added.

The CM said Constitution of India was her guiding principle and it taught her to be tolerant and respectful of people from various backgrounds.

 

যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায়

এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে রাজ্যে বিভেদ সৃষ্টি করে বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে একটি জনসভায় তিনি বলেন, “আমি জাতি-ধর্মের ভেদাভেদে বিশ্বাস করি না, দাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করি না। উৎসবের সময় বেশ কিছু মানুষ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেন।” তিনি জনগণকে সতর্ক হওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ারও আর্জি জানান।

তিনি বলেন, “যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী। বাংলায় দুর্বৃত্তদের কোন জায়গা নেই। এ মাটি সংস্কৃতির মাটি।”

“আমি দুর্গা পুজো, ঈদ, ক্রিসমাস, গুরু পরব সবেতেই যোগদান করি। সব অঙ্গ ছাড়া মানব-শরীর অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। একজন মা কখনও নিজের সন্তানদের মধ্যে বিভেদ করেন না” মুখ্যমন্ত্রী বলেন।

তিনি আরও বলেন, “ভারতের সংবিধান আমাদের সহনশীল হতে শেখায়। সংবিধানই আমাদের পথ দেখায়।”

 

Mriganka Mahato speaks on The National Institutes of Technology, Science Education & Research (Second Amendment) Bill, 2016

FULL TRANSCRIPT

The National Institutes of Technology, Science Education and Research (Second Amendment) Bill, 2016 is a very important Bill in the context of engineering education in India at the undergraduate and post-graduate levels and in the context of research. The Bill was first introduced in the year 2007. The motto behind this Bill is for giving national importance to certain institutes of engineering and science so that they can provide quality education, both at the undergraduate and post-graduate levels of engineering, and do research work in the frontal areas of engineering.

The Bill was first amended in 2012. In 2007, 20 such institutions run by different societies across the country were included and were mentioned in the first schedule. In 2012, when the first amendment was done, another 10 institutions run by different societies were included and added to those in the first schedule. At that time, another five IISER – that is, Indian Institute of Science Education and Research – were incorporated and mentioned in the second schedule. Another institute, Indian Institute of Science Technology and Research in Shibpur, was mentioned in the third schedule. All these endeavours are very good in promoting engineering education. Recently, in 2016, two new IISERs were incorporated to correct the regional imbalance after the bifurcation of Andhra Pradesh into Andhra Pradesh and Telangana – one in Tirupati in Andhra Pradesh and another in Berhampur in Odisha. So the endeavours for promoting engineering education and moreover, to correct the regional imbalance in terms of institutes of national importance, by the Government are very good. At present there are a total of 31 NITs and five IISERs and two more will be included in the Bill, bringing the number of IISERs to seven. All these are welcome approaches. But my humble submission in the floor of the House is regarding my points of concern.

The first point of concern is regarding the quality of education. The prime focus of the Government should be to provide substantial amount of finance to these institutions. As far as my information goes, the global ranking of these NITs is between 3,500 to 4,000, that is, far down in the list and the global ranking of the IITs – that is, only IIT Delhi and IIT Bombay – is between 400 and 450. Only the Indian Institute of Science, Bangalore is ranked between 300 and 350. So, in the global ranking, we are far behind and in the Asian context, the ranks of the NITs is not even within 1,000. In the Asian raking too, even IIT Bombay and IIT Delhi are within 300. So my humble submission to the Minister and the Government is that there should be an expert committee which should monitor the declining quality of education in India and address the issue of bridging the huge gap in the ranking of Indian institutes with respect to the world’s top ones, both in the context of the global ranking and the Asian ranking. There should also be a committee to monitor the quality of education in the NITs. The 31 NITs should be ranked, and then efforts should be made to address the gaps in quality. The faculty from one NIT should be moved to some other NIT, students from one NIT should be allowed to go to another NIT, etc. so that the parity of engineering education in the country is maintained. The next point of concern is regarding research work. The Minister has said that the purpose of the IISERs is mainly to focus on research work. So, does the Government have any report on how many research papers are submitted by the engineering students in these institutions each year in Indian and international journal?

The second thing of concern is this: there are several scientific programmes and scientific competitions in the country; now, how many students from the NITs and the IITs participate in these engineering competitions, and are there records on that or not? This is very important to know with respect to research work. We all know and we appreciate the research work by our scientists in space technology, research work done by the DRDO. So all our engineering faculty should do a lot of research work.

The third point is regarding the long-standing problem of brain drain in India. We all know that every year a large number of students passing from these institutions go abroad and do their research work there and then one day we read in the newspaper or see on TV that some Indian scientist doing research work in MIT or Harvard has got the Nobel Prize in physics or chemistry. This should be stopped. We should create such an environment that all brilliant Indian students do their research work in India, and we should be proud of such institutions that bring fame to India. We should think of this. And my last humble submission to the Minister is to enquire whether the Government is thinking of any common test for engineering students before they graduate from the NITs after the eighth semester, so that the Government can get a sense of the amount of parity in engineering education in India. The Government should consider this proposal.

At the end, I want to congratulate the Minister for correcting the regional imbalance in terms of the IISERs by setting up two new ones in Andhra Pradesh and Odisha. I welcome this Bill. Thank you, Sir.
 

Mamata Banerjee expresses concern over recent happenings in Uttar Pradesh

Bengal Chief Minister Mamata Banerjee today expressed her concern over the recent happenings in Uttar Pradesh. She said that “people are afraid & many are scared about differences over caste, creed & religion.”

The Chief Minister reiterated that “we are all one”. She posted on Twitter: “A government has to be for all. ‘Sabka Saath, Sabka Vikas’ sirf bolna nahi hain, karna hain. We have to do it, to make it meaningful.”

Mamata Banerjee added that “we must all safeguard the Constitution and allow it to guide us.”

 

উত্তর প্রদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

উত্তর প্রদেশের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষ আজ ভীত। জাতি, ধর্মের ভেদাভেদের কারণে অনেকেই আতঙ্কিত। মনে রাখতে হবে আমরা সবাই এক।”

তিনি টুইটারে বলেন, “সরকারের দায়িত্ব সকলের পাশে দাঁড়ানো। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ শুধু বললেই হবে না, কাজে করে দেখাতে হবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন যে সবার উচিত সংবিধানের গরিমা রক্ষা করা যাতে আগামী দিনে সংবিধান আমাদের পাথেয় হতে পারে।

Jalpaiguri to have a medical college soon: Bengal CM

Bengal Chief Minister chaired an administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra today where she took stock of various development projects.

Later in the day, the Chief Minister inaugurated and laid the foundation stones for several projects during a public meeting. She also distributed benefits among people of the district. She announced the formation of a medical college in Jalpaiguri.

The projects inaugurated by the CM include a mobile animal treatment unit, seven long-distance buses of North Bengal State Transport Corporation (NBSTC), a women’s police station and a residential complex for sub-inspectors. The newly constructed building of Banarhat police station and barrack was also inaugurated by the Chief Minister.

During her speech, the CM said that the natural beauty of Jalpaiguri was unmatched. She laid stress on tourism in the district and said Gajoldoba was a ‘dream project’ that would attract tourists from all over the world.  She said once complete, the various road projects in the district would help cut down the time to travel to Kolkata.

Mamata Banerjee said the aim of her government was to turn Bengal around and make the State the best in the world.

 

জলপাইগুড়িতে গড়া হবে একটি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

জলপাইগুড়ি শহরে একটি মহিলা থানার উদ্বোধন করলেনমুখ্যমন্ত্রী। এছাড়া বানারহাট থানার নতুন ভবন এবং জলপাইগুড়ি ও বানারহাটে নতুন পুলিস ব্যারাকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ৭টি অত্যাধুনিক রকেট বাস চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়া কৃষকদের মধ্যে বিতরণ করা হয় ট্রাক্টর, পাওয়ার টিলার ও কৃষি সরঞ্জাম। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় কয়েক হাজার সাইকেল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকশো মানুষকে চেকের মাধ্যমে অনুদানও তুলে দেন মুখ্যমন্ত্রী।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, জলপাইগুড়ি জেলার যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আছে কৃষ্টি ও সংস্কৃতি। এদিন গাজলডোবা- ড্রিম প্রজেক্ট প্রসঙ্গে তিনি বলেন এই প্রজেক্ট হলে আগামী দিনে সারা বিশ্বের লোক এখানে আসবে। তিনি আরও বলেন অন্যান্য সড়ক প্রকল্পগুলির কাজ শেষ হয়ে গেলে কম সময়ে কলকাতা পৌঁছানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন বাংলাকে ঘুরে দাঁড় করানো এবং বাংলাকে বিশ্ব সেরা করাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।

 

Saugata Roy speaks on the Indo-Bangla Teesta Water Treaty

FULL TRANSCRIPT

Madam, I am raising a matter of urgent public importance.

There are different stands on water pacts with Pakistan and Bangladesh agreed into by the Centre. The Government is pushing for the Teesta pact. This week India demonstrated two very different approaches in sharing water resources with its neighbours. Pakistan will have to live with the fact that India plans to continue utilisation of its allocation under the Indus Water Treaty as it refused to countenance any change in the design of the Baglihar Dam in Jammu and Kashmir.

Meanwhile, on the Bangladesh front, the Modi Government is working hard to conclude the Teesta Water-sharing Agreement with Sheikh Hasina’s Government, unperturbed by West Bengal Chief Minister Mamata Banerjee’s statement expressing deep concern for not having been consulted on the Teesta Water-sharing Agreement between India and Bangladesh. The Centre has said that stakeholders would be consulted at the right time in the spirit of cooperative federalism. A Government spokesman has said that just as the Centre and the State had collaborated in the Land Boundary Agreement, there would be consultations here too. Mamata Banerjee, the Chief Minister said, “We were told that the signing of the treaty would be on May 25 following the visit of the Bangladesh Prime Minister from April 7 to 10”.

Other northeastern States’ CMs have been invited to the signing, she said, but not she. She also said. “I have very good relations with Sheikh Hasina. I took the initiative in initiative in resolving the chhit mahal problem, that is, the enclave problem – the land boundary and the exchange of enclaves issue with the Bangladesh Government”. But when it comes to protecting the interests of Bengal, Mamata Banerjee said, “I shall not put the seal of approval on any treaty without knowing what it is about”. She said. “The Centre is interacting directly with the District Magistrate through video conference. Why is the Centre bypassing the State Government?” “I strongly protest against this attitude of the Centre of going behind the back of the State Government for an international agreement”. We strongly protest any attempt to sign the Teesta Treaty without the consent of the West Bengal Government.

Thank you.

 

Kestopur Canal gets a facelift

Children’s parks, a paved walkway, gazebos, mini hillocks, fountains and a palm tree nursery – these would soon completely replace a 3.5 km sliver of land on the western bank of Kestopur Canal, between Ultadanga and Kestopur, that was a garbage-littered stretch till recently. The work has been going on for the last two months, and would be over soon.

The Rs 30-crore project of the Bengal Government began by fresh soil being dumped on the garbage-filled land. Then, gradually, grass was planted all over the area – a carpet of soft Mexican grass. Vegetation planted includes several varieties of palm trees, ornamental plants and flowering plants.

The entire area is being divided up into two children’s parks with swings and multiple gazebos. Installation art, similar to those at Eco Park, will adorn the stretch at regular intervals. These would be illuminated with multi-coloured lights in the evenings.

A 1.8 m-wide paved walkway will skirt the entire stretch of the parks. It would act as a walking and jogging as well as a cycling track.

Two illuminated fountains are being planned – one with a pool with a rock fountain as its base, and the other, a football-shaped one. Grass-topped hillocks are being built to break the monotony of the landscape.

Not just the fountains, but the entire bank of the Kestopur Canal that is part of the park would be illuminated with different types of lights.

Ever since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has been taking up urban beautification projects with gusto across Bengal, to increase the green cover and thus improve the environment. Development and governance have been two of the cornerstones of the Chief Minister’s planning towards bringing back the lost glory of Bengal. The Kolkata Municipal Corporation has also placed a lot of budgetary emphasis on the creation of parks and maintenance of the existing ones.

 

কেষ্টপুরের খালপাড় সাজছে নতুনভাবে 

 ভিআইপি রোডের পাশে সৌন্দর্যায়নের পর এ বার উল্টোডাঙা থেকে দমদম পার্ক পর্যন্ত কেষ্টপুর খালের দু’পাশে জগিং ট্র্যাক করা হচ্ছে।

প্রাতর্ভ্রমণকারীদের সুবিধার্থে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে রাস্তা তৈরি করে তার উপর টালি পাতার কাজ শুরু করে দিয়েছে পূর্ত দপ্তর। সেই সঙ্গে খালের দু’পাড় সাজানো হচ্ছে পার্ক, বসার জায়গা, ফোয়ারা, ঘাস এবং আলো দিয়ে।

সল্টলেকের দিকে রাস্তার কাজ প্রায় শেষের দিকে। লেক টাউনের দিকেও কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। সার দিয়ে লাগানো হয়েছে পাম গাছ। পাতা হয়েছে ঘাস। পাথর দিয়ে তৈরি হয়েছে ছোট ছোট টিলা। শিশুদের জন্য রয়েছে দোলনা।

 

Bengal Govt begins procuring potatoes at minimum support price from farmers

Giving much relief to potato cultivators, the state government has started procuring the staple food at the minimum support price from farmers in different potato cultivating areas.

It may be recalled that Chief Minister Mamata Banerjee had extended all support so that farmers do not incur losses due to excessive production of potatoes. She had announced that the state government will buy potatoes at minimum support price from farmers for midday meals.

The process of procuring potatoes directly from farmers at minimum support price started on Sunday at areas including Tarakeswar, Balagarh, Polba and Dhaniakhali in Hooghly district which is the highest producer of potatoes in the state.

The state government has decided to buy a total of 28,000 metric tonne potato for midday meals. Potatoes will also be exported to Nepal and Bhutan. Some quantity of the staple food will also be sent to Assam and Odisha.

 

সহায়ক মূল্যে কৃষকদের থেকে আলু কিনছে রাজ্য

আলুচাষীদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। সেইমত পদক্ষেপ নিল সরকার। আলুচাষীদের কাছ থেকে শুরু হল সহায়ক মূল্যে আলু কেনার কাজ।

রবিবার হুগলির বলাগড়ে যান কলকাতার মিড ডে মিল বিভাগের আধিকারিকরা। সমবায় সমিতির মাধ্যমে চাষীদের কাছ থেকে আলু কেনা হয়।

ক’দিন আগে মুখ্যমন্ত্রী চাষীদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেন, মিড ডে মিল সেন্টারের জন্য মাসে ২৮ হাজার মেট্রিক টন আলু লাগে। এই পরিমাণ আলু, সরাসরি চাষীদের থেকে, চার টাকা ষাট পয়সা কেজি দরে কিনবে সরকার।

এর পাশাপাশি, আলুর রপ্তানির জন্যও সরকার দেবে ভর্তুকি। রেলে কেজি পিছু পঞ্চাশ পয়সা এবং জাহাজে কেজি পিছু এক টাকা করে।

 

Bengal CM on a five-day visit to north Bengal

Chief Minister Mamata Banerjee began her north Bengal tour today.

On Tuesday, the Chief Minister will hold the administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra. The CM will inaugurate several projects and lay the foundation stones of some new projects.  She will also be distributing benefits among people of the district.

The CM will attend the administrative review meeting for Darjeeling and Kalimpong districts on Wednesday. On Thursday she will declare Mirik as a new sub-division.

 

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ থেকে পাঁচ দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছলেন উত্তরবঙ্গে।

মঙ্গলবার জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

আগামী ৩০ মার্চ মিরিকের মেলা গ্রাউন্ডে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরিককে মহকুমা হিসেবে ঘোষণা করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগের দিন পাহাড়ের উন্নয়নমূলক বিষয় নিয়ে শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। ‌‌

Opposition engaging in political pollution: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said that a political vendetta campaign had been taken up against the Trinamool Congress by the BJP government at the Centre. “What they (the Centre) are doing is political pollution. It is political vendetta. They are scaring people with the CBI,” the Chief Minister added.

She advised business leaders to form groups and protest against any political vendetta by the Centre. “Do not be scared of the CBI so much. You pay your taxes. So why are you scared so much? You should make groups and protest against such threats,” she said.

She assured that she would be always with the businessmen. “I am always with you. But you should work for the betterment of society. Companies need to do welfare work under their corporate social responsibility (CSR) programme,” the Chief Minister said.

Speaking on development, she referred to the Metro rail construction works in the city. “I can remember that I received criticism while allocating money for those Metro rail projects. Now the work is underway.  After completion of the project, these tracks will solve the transport problems in the city,” she observed.

The Chief Minister invited the industrialists to invest in manufacturing sector. She also informed that Bengal has achieved 6 per cent growth in infrastructure development. “We have Rs 40,000 crore debt on us. But the state government has been able to provide rice for Rs 2 per kg, we treat people free of cost in government-run hospitals, we have set up 307 paediatrics units in hospitals, you can find ICCU, mother and child care hub. You can find a milk bank at SSKM hospital,” the Chief Minister noted.

“Recently, we introduced laws on clinical establishments as well as a law against ransacking of property. Everybody should remember that there are two laws. Both the parties have to be cautious about their approach,” she concluded.

 

বিরোধীরা কুৎসা করছে, যা ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’: মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় না পেয়ে একজোট হোন। শিল্পপতিদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু বললেই সিবিআই, আয়কর চলে আসবে। আমার সঙ্গে কথা বললেও আপনাদের বিপদ হতে পারে। প্রয়োজনে রাস্তায় নামুন। শিল্পোদ্যোগীদের বিভিন্ন সংগঠন রয়েছে। একজন আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবেন না কেন? একজন আঘাত পেলে ৫০ জন পাশে দাঁড়ান। প্রয়োজনে রাস্তায় নামুন। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লেডিজ স্টাডি গ্রুপ করলে হবে না। পথে নামতে হবে। বাড়ির মহিলাদের আন্দোলনের পথে নামান। আপনাদের চিন্তা কীসের? আপনারা তো নিয়ম মেনে কাজ করেন। রাজ্য সরকার যা সাহায্য করার তা তো করবেই।

শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে এস এল ধানুকা গার্লস হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যা নার্জি। তিনি বলেন, নির্বাচিত সরকারকে ১০টা বাধা পেরিয়ে কাজ করতে হচ্ছে। কখনও সবুজ, কখনও হলুদ বেঞ্চ, কখনও রায়, আবার কখনও সংস্থা, এটা, সেটার বাধা আসছে। এদিন নাম না করে কেন্ত্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি শিল্পপতিদের বলেন, নোটবন্দীর ফলে ৩ মাস দুঃসময় গেছে। মানুষকে ঘা, গুঁতো খেতে হয়েছে। শিল্পের ক্ষতি হয়েছে। আপনারাও তা জানেন। তবে কিছু বললেই সিবিআই, আয়কর বিভাগ চলে আসবে। প্রতিবাদ করায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই, আয়কর বিভাগ নেমে পড়েছে। দলের একাংশকে জেলে পাঠালে আর এক অংশ তৈরি বলে জানান তিনি। বলেন, ভয় পাই না। কেউ একটা কিছু ভাঙলে এক লক্ষ গড়ি। যে কাজ ভাল না, তা সকলের বর্জন করা উচিত। সরকার কোনও নীতি গ্রহণ করতেই পারে। তবে সবার সঙ্গে কথা বলে, বুঝিয়ে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভাল করতে আইন আনার কাজ করেছি। তাদের কাজে নাক গলাতে চাইনি। মঞ্চ থেকে ঘোষণা করা হয় ধানুকা ধানসেরি গোষ্ঠী মহিলাদের জন্য নিউ টাউনে তাদের তৃতীয় হস্টেল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী, কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জি, শিল্পোদ্যোগী সি কে ধানুকা, ভারতী ধানুকা।

বিজেপির তোলা বিভাজনের রাজনীতির অভিযোগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায়। ৩৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে । রাজ্যের ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পান। কোনও তারতম্য নেই। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সবাই পায়। অনেকে মিথ্যে বলেন, কুৎসা করেন। এটা কোনও ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’।

তিনি বলেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করে না। এ জন্য গর্বিত । তিনি জানান, রাজ্যে বিনিয়োগের জন্য পোল্যান্ড, জার্মানি , চীন, রাশিয়া আগ্রহ দেখিয়েছে। উৎপাদন শিল্প যাতে আরও বাড়ে দেখতে হবে। আস্তে আস্তে আরও শিল্প হোক। শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়। একটার জায়গায় ২০টি শিল্প হোক। তিনি জানান, রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্প ঘোষণা করে ছিলেন তা শেষ হবেই। বছর দুয়েকের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

 

State Govt to set up state-of-the-art Emergency Operation Cell

A state-of-the-art Emergency Operation Cell is being set up on the second floor of the Bengal State Secretariat, Nabanna, at the Disaster Management Department.

The cell would work during any emergency situation – be it floods, earthquakes or any other emergency – and would maintain co-ordination with officials in all the districts of the State. All decisions on matters related to disaster management would be taken by this unit.

The cell would be set up within the next six months.

 

নবান্নে অত্যাধুনিক এমারজেন্সি অপারেশন সেল তৈরী করছে রাজ্য সরকার

বিপর্যয় মোকাবিলার জন্য নবান্নে তৈরী হচ্ছে এমারজেন্সি অপারেশন সেল। নবান্নের তিনতলায় বিপর্যয় মোকাবিলা দফতরে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই সেল।

বন্যা, ভুমিকম্প বা অন্য যে কোন বিপর্যয়ের সময়  কাজ করবে এই এমারজেন্সি সেল। অন্যান্য জেলার কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখবে এই সেল। বিপর্যয় মোকাবিলার জন্য সব সিদ্ধান্ত এই সেলেই নেওয়া হবে।

আগামী ৬ মাসের মধ্যেই এই সেল তৈরী হয়ে যাবে।