Bengal CM inaugurates 4th Unit of Sagardighi Thermal Power Station

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the fourth unit of the Sagardighi Thermal Power project among many others and lay foundation stones for a bouquet of projects from a public meeting at Domkal, Murshidabad, today.

The Bengal Chief Minister inaugurated numerous developmental projects including a SNCU, primary health centres, an ITI, road projects, girls’ hostels, drinking water projects, a Karma Tirtha and a Patha Sathi. She laid foundation stones for projects including the fifth unit of the Sagar Dighi Thermal Power project, Karmatirthas, road projects, primary health centres, school buildings among others.

CM distributed cycles under Sabuj Sathi and other benefits like Kanyashree, Sikshashree, Yubashree, Sabushree, Sasthya Sathi, agricultural machinery, Gatidhara and other such projects.

 

Highlights of her speech:

  • The 4th unit of Sagardighi Thermal Power Plant (Rs 3000 project) has been inaugurated today
  • We have laid the foundation stone for the 5th unit of Sagardighi Thermal Power Plant (Rs 800 crore project)
  • Bengal is a power surplus State
  • We are setting up 3 multi super speciality hospitals in Murshidabad
  • We gave land for campus of Aligarh Muslim University in Murshidabad district
  • 90% people in Murshidabad have received direct government benefits. 50,000 people received benefits today
  • We have set up 25 SNCUs, 5 fair price medicine shops, 3 fair price diagnostic centres in Murshidabad
  • 8 model schools, 3 ITIs, 21 Krishi Mandis have been set up in Murshidabad
  • We have waived khajna (tax) on agricultural land. Bengal is the only State to do it
  • 4000 people in Murshidabad benefited under Samarthan scheme for those who lost jobs due to DeMonetisation
  • We have laid the foundation stone for Beldanga Garments Hub today
  • We have allotted Rs 440 crore for Kandi Master Plan to prevent floods
  • Projects worth Rs 8000 crore have been inaugurated/laid foundation today
  • About 40 lakh girls receive Kanyashree scholarships
  • Rice at Rs 2/kg is given to 8 crore people in the State under Khadya Sathi scheme
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi. Next year we will give 30 lakh cycles
  • More than 60 lakh minority students have received scholarships worth Rs 1100 crore
  • 10,000 people have received financial assistance to buy vehicles under Gatidhara scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury their near and dear ones
  • Healthcare is free in Bengal. We started health insurance for ICDS, Asha workers, media, civic volunteers etc
  • Bengal has received Krishi Karman award five years in a row for excellence in agriculture
  • We will observe Ambedkar Jayanti in every block of the State

 

সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশনের চতুর্থ ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী  

আজ মুর্শিদাবাদের ডোমকলে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের চতুর্থ ইউনিট সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জঙ্গিপুরে নার্সিং ট্রেনিং স্কুল, কুলি মোড় থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, ডোমকলে পুরভবন নির্মাণ, জেলাপরিষদের ১৩৬ কিলোমিটার রাস্তা, নওদার আমতলায় জলঙ্গি নদীর উপর সেতু নির্মাণ, ডোমকলে গোরস্থানে সীমানাপ্রাচীর দেওয়া, শ্মশানে বৈদ্যুতিন চুল্লি বসানো প্রভৃতি সহ প্রায় ১৭০টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এছাড়া বেশ কিছু গ্রামীণ রাস্তা, পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ, স্কুল সহ প্রায় ৭৫টি প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল, প্রাণী মিত্র, গীতাঞ্জলী, শিল্পীদের ক্রেডিট কার্ড, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সুযোগ সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ ইউনিটের উদ্বোধন হল
  • সাগরদিঘির তাপ বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটের (৮০০ কোটি টাকার প্রকল্প) শিলান্যাস হল আজ
  • বাংলা এখন ‘পাওয়ার সারপ্লাস’ রাজ্য
  • মুর্শিদাবাদে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে
  • মুর্শিদাবাদ জেলায় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরীর জন্য আমরা জমি দিয়েছি
  • মুর্শিদাবাদ জেলায় ৯০% লোকের কাছে আমরা সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। ৫০ হাজার মানুষকে আজ সরকারী পরিষেবা দেওয়া হল
  • মুর্শিদাবাদে ২৫ টি এস এন সি ইউ, ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ৩টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে
  • মুর্শিদাবাদে ৮ টি মডেল স্কুল, ৩টি আইটিআই, ২১টি কৃষক বাজার তৈরী হয়েছে
  • কৃষিজমির ওপর খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • নোট বাতিলের ফলে কর্মহীন হয়েছেন এরকম ৪০০০ মানুষ (মুর্শিদাবাদ জেলার) সমর্থন প্রকল্পের আওতায় এসেছেন
  • আজ বেলডাঙ্গা বস্ত্র হাবের শিলান্যাস হয়েছে
  • বন্যা নিয়ন্ত্রণে কান্দি মাস্টার প্ল্যানের জন্য আমরা ৪৪০ কোটি টাকা বরাদ্দ করেছি
  • আজ প্রায় ৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল
  • সবুজ সাথী প্রকল্পে আমরা ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। আগামী বছর আমরা ৩০ লক্ষ সাইকেল প্রদান করব
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৪০ লক্ষ কন্যা সন্তান স্কলারশিপ পাচ্ছে
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় আমরা ৮ কোটি মানুষকে ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি
  • ৬০ লক্ষেরও বেশী সংখ্যালঘু ছেলেমেয়েরা প্রায় ১১০০ কোটি টাকা স্কলারশিপ পেয়েছে
  • গতিধারা প্রকল্পের আওতায় ১০ হাজার মানুষ গাড়ি কেনার জন্য আর্থিক সাহায্য পেয়েছেন
  • বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়
  • আইসিডিএস, আশা কর্মী, মিডিয়া ও সিভিক ভলেন্টিয়ারদের আমরা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি
  • গত ৫ বছর ধরে বাংলা কৃষি কর্মণ পুরস্কার পেয়ে আসছে
  • রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে আমরা আম্বেডকর দিবস পালন করব

 

Bengal to set up 500 beauty parlours to make SC, ST girls self-reliant

In a bid to make SC and ST girls economically self-reliant, Backward Class Welfare department (BCW) will set up around 500 beauty parlours in the blocks and municipalities in collaboration with Shahnaz Husain, the well known beauty therapist.

This is for the first time in the country when such a venture has been taken up by a state government.

BCW has provided training in beautician course to 28,000 SC and ST girls in Level I. The duration of the residential training course is three months. Those who have received training will get a certificate. The girls who will receive training will become entrepreneurs and open their own beauty parlours.

The West Bengal Scheduled Caste Scheduled Tribe Development Finance Corporation will provide Rs 2 lakh as soft loans to those who will open the parlours. A sum of Rs 10 crore has been provided for the purpose.

 

তপসিলি জাতি ও উপজাতির মেয়েদের স্বনির্ভর করতে বিউটি পার্লার গড়বে রাজ্য সরকার

তপসিলি জাতি ও উপজাতির মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আবারও উদ্যোগী হল রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বিভিন্ন ব্লক ও পৌরসভায় ৫০০টি বিউটি পার্লার গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এইরকম উদ্যোগ দেশে প্রথম।

অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ইতিমধ্যেই ২৮,০০০ তপসিলি জাতি ও উপজাতির মেয়েদের বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দিয়েছে। এই কোর্সের মেয়াদ তিন মাস। কোর্স শেষ করলে দেওয়া হয় শংসাপত্র। এই প্রশিক্ষণ পেয়ে মহিলারা নিজেরাই বিউটি পার্লার খুলতে পারবেন।

পশ্চিমবঙ্গ তপসিলি জাতি ও উপজাতি উন্নয়ন পর্ষদের তরফে আর্থিক সহায়তাও দেওয়া হবে। দু লক্ষ টাকার ঋণ দেওয়া হবে বিউটি পার্লার খোলার জন্য। এর জন্য ১০ কোটি টাকার একটি তহবিলও বানানো হয়েছে।

 

Samabyay Mela to begin today

The Bengal Cooperation Department, under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, is organising the Samabyay Mela 2017 at Netaji Indoor Stadium in Kolkata. It starts today and would continue till April 13.

The fair would remain open from 12 pm to 8 pm on all three days.

The main motive behind the organising of the fair is enabling the achievement of economic self-reliance and thus removing the scourge of unemployment through cooperative societies.

The primary attractions at the fair would be the products for sale made by the cooperative societies and self-help groups of the State, discussions and a question-and-answer session on the cooperative movement, and daily cultural programmes by well-known artistes of Bengal.

The products to be sold include foods and beverages like goyna bori, jam, jelly, pickles, chocolate, aromatic rice, Darjeeling tea, special types of honey, traditional handloom items like tant and silk sarees, handicrafts like sitalpati, madur, dokra, terracotta and masks used in chhau dance, different types of traditional ornaments, patachitra and various items of interior decoration.

 

আজ শুরু সমবায় মেলা ২০১৭

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সমবায় দপ্তর আয়োজন করেছে ৩দিন ব্যাপী সমবায় মেলার। মেলাটি চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিদিন মেলা খোলা থাকবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

এই মেলার মুখ্য উদ্দেশ্য হল, সমবায় সমিতির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আর্থিক স্বনির্ভরতা অর্জন। মেলার মুখ্য আকর্ষণ হবে সমবায় সমিতি ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি দ্রব্যাদির বিক্রয়। এছাড়া সমবায় সমিতিগুলির কাজের ওপর আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন থাকছে। স্বনামধন্য শিল্পীরা উপস্থিত থাকবেন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করতে।

এখানে যেসকল দ্রব্য পাওয়া যাবে তার মধ্যে থাকবে গয়না, বড়ি, জেলি, জ্যাম, আচার, চকোলেট, দার্জিলিং চা, সুগন্ধি চাল, বিশেষ ধরনের মধু। এর সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের তাঁত ও সিল্কের শাড়ী, থাকবে শীতলপাটি, মাদুর, ডোকরা, টেরাকোটা, ছৌ-মুখোশ। বিভিন্ন ধরনের অলঙ্কার, পটচিত্রসহ ঘর সাজানোর সামগ্রীও পাওয়া যাবে এই মেলায়।

Nadimul Haque speaks on the need to urgently release funds under BRGF

FULL TRANSCRIPT

Sir, the State of West Bengal has been neglected for the release of various funds. Under MNREGA, the Centre owes us Rs 1546.87 crore, under Swachh Bharat Mission, Rs 1514 crore, under BRGF, Rs 2330 crore, under the food subsidy for 2015-16 and 1016-17, Rs 1584 crore, and further owed under Sarva Shiksha Abhiyan and other schemes. The State of West Bengal owed a total of Rs 10,469 crore. It’s a matter of great concern that these funds are not being released. The BRGF scheme covers 250 districts in 27 States. It is a unique sector fund as it puts the panchayats and the municipalities at the forefront of planning and implementation. In rural areas, it benefits 56 per cent SCs and STs, and 40 per cent OBCs; in urban areas, the figure is 47 per cent and 9 per cent, respectively. We have used the money granted under this fund for the development of the backward districts of Bengal through myriad ways which includes setting up of schools, multi super-speciality hospitals, it is, polytechnics, Kisan Mandis, girls’ hostels and electrification of villages.

Out of the water supply schemes sanctioned for six towns, those for four have already been completed; those for the other two are pending are funds are yet to be released. We have even started innovative programmes like the National Fibre Mission, a rural livelihood generation programme that helps leverage national fibres which are common throughout the State. One of the biggest success stories of the Trinamool Congress in the implementation of this fund has been to ease the Left Wing Extremism in the Jangalmahal region of Bengal, where there has been progress from violence to welfare. Numerous schools and hospitals have been built, and new blood banks, sick newborn care units (SNCUs) and sick rehabilitation centres have been established. However, the BTGS funds have been stopped by the Centre and the payment of Rs 2,330 crore is owed to the State of Bengal. The reasoning behind this is that since the Twelfth Five-Year Plan has ended, al payments under it have been stopped. It is clear that the Trinamool Congress Government attaches serious importance in improving the lives of people in the backward districts, and the money owed to it is absolutely essential for various critical welfare schemes.

I demand the immediate release of funds already mentioned so that the progress in the State of West Bengal can take place.

 

Bengal CM meets the Prime Minister, seeks funds due to the State

Bengal Chief Minister Mamata Banerjee on Monday met Prime Minister Narendra Modi seeking release of funds over Rs 10,000 crore due to the state under various centrally sponsored schemes.

In nearly half an hour meeting, the Chief Minister, who has long been seeking debt moratorium for her state, discussed West Bengal’s debt situation with the PM. “We discussed about the debt situation of the state and release of funds due to the state under various projects and schemes,” CM Mamata Banerjee said after the meeting.

“Around Rs 10,459 crore is pending with the Centre, I apprised the Prime Minister about that and the problems arising out of that. I requested him to ensure that the funds are released. He said he will try to release the funds,” the CM added.

 

বাংলার দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন আর্থিক দাবিদাওয়া নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিগত বাম সরকারের বিপুল অঙ্কের ঋণ শোধ করতে হচ্ছে রাজ্যেকে। তার উপরে বেশ কিছু প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক প্রকল্পে কমেছে কেন্দ্রীয় বরাদ্দ।

প্রায় আধ ঘণ্টার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, “রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলার বিপুল ঋণের বোঝার কথা বলেছি। বিভিন্ন প্রকল্পে বরাদ্দর ব্যাপারেও কথা হয়েছে”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রায় ১০,৪৫৯ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র, তার একটি তালিকাও প্রধানমন্ত্রীকে দিয়েছি। রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি, উনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন”।

 

One-horned rhinos of Bengal to get two new homes

Many of the one-horned rhinoceros of Gorumara and Jaldapara national parks will soon get new homes as the state government has prepared natural habits by developing two other parks — one of which is situated close to Gorumara and the other at Patlakhawa in Cooch Behar.

There are currently more than 255 one-horned rhinos in Gorumara and Jaldapara. Bengal Forest Minister said that the department has a plan to shift around 50 one-horned rhinos to the new forest parks that are coming up in North Bengal.

Natural habitats are there in two new parks where the rhinos would be shifted. The department has also taken up various schemes to build infrastructure. The project aims at the promotion and conservation of the endangered species.

This project will also help in promoting tourism in north Bengal. Chief Minister Mamata Banerjee has laid great stress in promoting tourism in north Bengal besides other places.

 

এবার নতুন ঠিকানা পেতে চলেছে বাংলার এক শিংওয়ালা গন্ডার

গরুমারা ও জলদাপাড়া ন্যাশানাল পার্কের এক শিংওয়ালা গন্ডাররা শীঘ্রই নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকার ২টি নতুন পার্ক তৈরি করেছে তাদের জন্য। একটি গরুমারার কাছে ও অন্যটি কোচবিহারের পাতলাখাওয়া’য় নতুন পার্ক তৈরি করেছে রাজ্য বন দপ্তর।

এই মুহূর্তে গরুমারা ও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা ২৫৫র বেশী। রাজ্যের বনমন্ত্রী বলেন, আনুমানিক ৫০টি এক শিংওয়ালা গন্ডারকে নতুন পার্ক দুটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। পরিকাঠামো তৈরির জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উত্তরবঙ্গে পর্যটনের ওপর জোর দিয়েছেন।

AC mini buses to be flagged off in Kolkata today

State Transport Minister Suvendu Adhikari will flag off a fleet of 10 air-conditioned mini buses today.

Five air-conditioned mini-buses will be flagged off at Netaji Subhas Chandra Bose International Airport. Another five such buses will be flagged off from the bus depot of the West Bengal Transport Corporation at Joka.

This is the first time ever in the history of the state’s transport sector when such air-conditioned mini-buses are getting introduced. Five of the buses will be plying on Kolkata Airport to Esplanade route and the other five on Behala-Joka to Esplanade route.

Each of the buses with 30 seats is the first-of-its-kind in the state to have panic buttons, GPS system and surveillance cameras.

 

কলকাতায় চালু হচ্ছে এসি মিনিবাস পরিষেবা

আজ কলকাতায় এসি মিনিবাস পরিষেবার সূচনা করবেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম বিমানবন্দর থেকে ৫টি ও জোকার সরকারি বাস ডিপো থেকে আরও ৫টি বাসের শুভ সূচনা করা হবে।

এই প্রথম রাজ্যে এসি মিনিবাস পরিষেবা চালু হচ্ছে।

৩০-সিট বিশিষ্ট এই বাসগুলি দুটো রুটে চলবে – বিমানবন্দর-এসপ্ল্যানেড ও বেহালা/জোকা-এসপ্ল্যানেড। প্রত্যেকটি বসে থাকবে যাত্রীদের জন্য প্যানিক বাটন, জিপিএস ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা।

Bengal CM launches Misti Hub in Bardhaman

On Friday, after inaugurating a new district in Paschim Bardhaman, Chief Minister Mamata Banerjee inaugurated a Misti Hub in Bardhaman with a remote control from the Asansol Police Line.

The Misti Hub has come up at an approximate cost of around Rs 2.51 crore. The Misti Hub will have 15 shops. Banerjee had announced the Misti Hub while inaugurating Maati Utsav in Bardhaman in 2016. She had directed the concerned officials to take necessary steps so that the construction work could be completed on time. Following the Chief Minister’s instructions, the construction work was done on a war footing. Ever since the announcement, the members of Bardhaman Sitabhog Mihidana Traders’ Welfare Association (BSMTWA) started receiving orders for sweets including langcha, mihidana and sitabhog.

The announcement of constructing of Misti Hub has already seen a tremendous response from the people across the state. The decision of constructing a Misti Hub was taken after considering the business potential of the locally-made traditional sweets in various parts of the state. The traditional sweets of Bardhaman would be sold in small packets in all the outlets of Biswa Bangla.

The Bengal Chief Minister also announced that the same sweets will also be marketed abroad. A member of the BSMTWA said that a particular standard will be maintained to prepare the sweets in the hub. He also said that they have also got the GI certification that will allow no one else to use the technique to prepare sitabhog and mihidana.

 

বর্ধমানে মিষ্টি হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার আসানসোলের এক জনসভায় পশ্চিম বর্ধমানকে রাজ্যের ২৩তম জেলা হিসেবে স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি আসানসোল পুলিশ লাইন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বর্ধমানের মিষ্টি হাবের উদ্বোধন করেন।

এই মিষ্টি হাবটি তৈরী করতে আনুমানিক খরচ হয়েছে ২.৫১ কোটি টাকা। এই মিষ্টি হাবে থাকছে ১৫টি দোকান। ২০১৬ সালে বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী এই মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণা করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন নির্ধারিত সময়ের মধ্যে মিষ্টি হাবের নির্মাণ সম্পূর্ণ করার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছে মিষ্টি হাব। উদ্বোধনের পর থেকেই বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগের অর্ডার পাওয়া শুরু করেছে।

মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণার পর থেকেই সারা রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টিগুলোর ব্যাবসার প্রবল সম্ভবনা দেখেই তিনি রাজ্যের বিভিন্ন অঞ্চলে মিষ্টি হাব নির্মাণের সিদ্ধান্ত নেন। ছোট ছোট প্যাকেট করে বর্ধমানের ঐতিহ্যবাহী মিষ্টি বিশ্ব বাংলার স্টলে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, বিদেশেও পাড়ি দেবে এই মিষ্টি। বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের এক সদস্য বলেন, এই হাবে যে মিষ্টি তৈরি করা হবে, তার গুনমান বিচারের জন্য থাকবে সুনির্দিষ্ট মাপকাঠি। তারা জিআই সার্টিফিকেটও পেয়ে গেছেন, যার ফলে সীতাভোগ ও মিহিদানা তৈরীতে তাঁরা যে পদ্ধতি অবলম্বন করবেন, সেটা আর কেউ করতে পারবে না।

 

Trinamool spoke up for the people in Parliament, be it the interest rate cut for small savings or the GST Bill

This was an eventful week for Trinamool Congress. On April 5, Trinamool MPs protested outside Parliament against the cut in interest rates for small savings schemes, which has affected a lot of people in the country. Trinamool Congress put forth its views on this issue in the two Houses of Parliament too. The party also moved two Amendments on the GST Bill.

LOK SABHA

April 5, 2017

Bills
Saugata Roy spoke on the issue of interest rate cut for small savings schemes.
Saugata Roy spoke on The Footwear Design and Development Institute Bill, 2017.

April 6, 2017

Bills
Kalyan Banerjee spoke on The Taxation Laws (Amendment) Bill, 2017.

Question Hour
Kalyan Banerjee asked a Supplementary Question on tidal wave energy.

April 7, 2017

Bills
Arpita Ghosh spoke on The Motor Vehicles (Amendment) Bill, 2016.
Ratna De Nag spoke on The Motor Vehicles (Amendment) Bill, 2016.

Question Hour
Arpita Ghosh asked a Supplementary Question on remuneration for Anganwadi workers.
Ratna De Nag asked a Supplementary Question on miscarriages.

 

RAJYA SABHA

April 5, 2017

Bills
Derek O’Brien spoke on the GST Bill.

April 6, 2017

Bills
Nadimul Haque spoke on the interest rate cut for small savings schemes.
Sukhendu Sekhar Roy spoke on the GST Bill.
Derek O’Brien moved Amendments on the GST Bill.

Special Mention
Ahamed Hassan made a Special Mention on the World Bank’s appreciation of the panchayat system of Bengal.

April 7, 2017

Zero Hour
Vivek Gupta made a Zero Hour mention on the delay in the delivery of passports.
Ahamed Hassan made a Zero Hour mention seeking the Centre’s help in combating wheat blast disease in Bengal.

Question Hour
Sukhendu Sekhar Roy asked a Supplementary Question on the speed limits trains passing through the elephant corridors in north Bengal need to maintain.
Manish Gupta asked a Supplementary Question on the dignity of the railway system getting affected by random advertisements.

Thus it was an eventful week for the party in both the Lok Sabha and the Rajya Sabha.

Paschim Bardhaman becomes the 23rd district of Bengal

Today Bengal Chief Minister Mamata Banerjee declared Paschim Bardhaman as a district at a public meeting in Asansol.

On April 4, Jhargram began its journey as a district. In February, Kalimpong was declared as a district by the CM. Earlier, in 2014, Alipurduar became the 20th district of the State. Two more districts – Basirhar and Sunderbans – will be carved out of North and South 24 Parganas districts.

The CM also inaugurated 34 projects worth Rs 190 crores today. She also distributed the benefits of various government schemes.

 

Highlights of her speech:

  • Every year, April 7 will be celebrated as the birthday of Paschim Bardhaman district
  • The new district comprises Bardhaman Paschim, Asansol and Durgapur
  • People do not have to go to Kolkata for administrative work anymore
  • Today, Mishti Hub in Bardhaman has also been inaugurated
  • Rs 302 cr has been given to Kulti Municipality by the PHE Dept
  • A Rs 143.65 cr proposal for Asansol and Agnibina Township has been sent by the Asansol Municipal Corp
  • Rs 173 cr has been granted for water supply
  • Industrial parks have been set up on 1,500 acres in the district
  • 100% electrification has been achieved in this district
  • 5 polytechnic colleges, 2 ITIs, Kazi Nazrul University set up
  • We have enabled India’s first greenfield airport at Andal, named after Kazi Nazrul
  • Rs 1,012 cr spent on setting up small-scale industries in the district
  • 22,000 youth given financial aid under Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa
  • 100% institutional delivery has been achieved by the district; multi super-speciality hospital being set up in Asansol
  • Relief scheme for 45,000 people taken up for those affected by coal mine subsidence
  • 44,500 flats under housing scheme being built for coal mine subsidence-affected
  • Government schemes now reach 95% of the people living in the 2 districts
  • 24 SNSUs, 5 SNCUs, 2 multi super-speciality hospitals built in Bardhaman district
  • 7 fair-price medicine shops, 2 fair-price diagnostic centres have been set up
  • 2 Govt colleges, an agricultural university, Mati Tirtha have been set up
  • We have schemes covering the whole lifespan of a person
  • We have given scholarships to minorities, bicyles under Sabuj Sathi Scheme and aid under Yuvashree Scheme
  • Free shoes, uniforms, school-books have been given to primary school children
  • From now on, we will give free copies to children from classes 6 to 12
  • We have started Samarthan Scheme for people who have lost their jobs due to Demonetisation
  • Healthcare is free in Bengal
  • ICDS and ASHA workers have been brought under Swasthya Sathi Scheme
  • We are providing rice at Rs 2/kg
  • We have given land pattas to 3 lakh people
  • We are renovating crematoria and burial grounds under Baitarini Scheme
  • We will not tolerate any riots in Bengal
  • Who are they to decide who eats what?
  • We do not indulge in the politics of division
  • Religion and politics are not the one and the same; they (BJP) do not understand the culture of the country

 

 

২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল ‘পশ্চিম বর্ধমান’

আজ ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল বর্ধমান জেলা। আসানসোলের একটি জনসভা থেকে বর্ধমানকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মিষ্টি হাব সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

আসানসোল ও দুর্গাপুরকে নিয়ে তৈরী এই নতুন জেলা ‘পশ্চিম বর্ধমান’। ১৯০ কোটি ২৯ লক্ষ টাকার ৩৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৩৯৭ কোটি টাকার ৪৮টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক আটতলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস  করার পাশাপাশি জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে নানা সরকারি প্রকল্পের পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • প্রতি বছর ৭ এপ্রিল ‘পশ্চিম বর্ধমান’ জেলার জন্মদিবস পালন করা হবে
  • আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান পশ্চিম নিয়ে এই নতুন জেলা তৈরী হল
  • সরকারী কাজের জন্য এখন আর মানুষকে কলকাতা ছুটে যেতে হয় না
  • আজ বর্ধমান ‘মিষ্টি হাবের’ উদ্বোধন করা হল
  • জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে কুলটি পুরসভাকে ৩০২ কোটি টাকা দেওয়া হয়েছে
  • আসানসোল ও অগ্নিবীণা টাউনশিপ এর জন্য ১৪৩.৬৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে
  • জল সরবরাহ প্রকল্পে ১৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • জেলার ১৫০০ একর জমিতে শিল্প তালুক তৈরী হয়েছে
  • এই জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছে
  • ৫টি নতুন পলিটেকনিক কলেজ, ২ টি আই টি আই কলেজ তৈরী হয়েছে
  • আমরা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। তাঁর নামে অণ্ডালে বিমানবন্দর হয়েছে
  • এই জেলায় ক্ষুদ্র শিল্পে ১ হাজার ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • স্বামী বিবেকানন্দ কর্মসংস্থান প্রকল্পে ২২ হাজার যুবক-যুবতীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছ
  • আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে, এই জেলায় ১০০% ইন্সটিটিউশন ডেলিভারি হয়ে গেছে
  • কয়লাখনির ধসে আক্রান্তদের পুনর্বাসনের জন্য আমরা আবাসন তৈরী করব
  • আবাসন প্রকল্পে আমরা ৪৪,৫০০ বাড়ি তৈরী করা হবে
  • এই ২ জেলা মিলিয়ে প্রায় ৯৫% মানুষের কাছে আমরা সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি
  • বর্ধমান জেলায় ২৪টি এস এন এস ইউ, ৫ টি এস এন সি ইউ, ২টি মাল্টি সুপার হাসপাতাল তৈরী হয়েছে
  • ৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে
  • ২টি নতুন সরকারী কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, মাটি তীর্থ তৈরী হয়েছে
  • জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের প্রকল্প রয়েছে
  • সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছি আমরা
  • প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো, বই, পোশাক দেওয়া হচ্ছে
  • ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা এখন থেকে বিনামূল্যে খাতা দেব
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • আই সি ডি এস ও আশা কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি
  • ‘বৈতরণী’ প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • মা-বোনেরা সিঁদুর খেলে শান্তির জন্য আর ওরা তরোয়াল খেলে মানুষ কাটার জন্য
  • আমরা বাংলায় কোনরকম দাঙ্গা বরদাস্ত করব না
  • কে কি খাবেন সেটা কি ওরা (বিজেপি) ঠিক করে দেব?এভাবে কখনোও দেশ চলে না
  • আমরা বিভাজনের রাজনীতি করি না
  • ধর্ম আর রাজনীতি এক নয়, ওরা (বিজেপি) দেশের সংস্কৃতি জানে না
  • বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হোক হে ভগবান