Regional parties can defeat the BJP together: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday called on her Odisha counterpart Naveen Pattanaik in Bhubaneshwar.

Addressing the media following the meeting, she said that BJP is not a threat to regional parties and that the regional parties can together defeat the BJP. She also said that she wanted to strengthen the federal structure of the country.

The CM also slammed the BJP for indulging in “divisive” politics. She said: “They (BJP) wanted to divide the nation in the name of religion, region and caste. They pit Hindus against Muslims, Christians against Hindus, SC/STs against General caste. They are even dividing Hindus. We don’t do it. We want unity.”

Mamata Banerjee said that regional parties are always in contact. “It is a continuous process. We want to strengthen the federal structure in the country. All the States are important.”

 

আঞ্চলিক দলগুলি একসাথে বিজেপিকে হারাতে পারবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কোন থ্রেট নয়। আঞ্চলিক দলগুলি একসাথে ওদের (বিজেপি) হারাতে পারবে”।

বিজেপির বিভাজনের রাজনীতির নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা জাতিধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের, হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের, জেনারেল কাস্টের বিরুদ্ধে SC/ST-দের উত্তক্ত করছে। এমনকি হিন্দুদের মধ্যেও ওরা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এসব করি না। আমরা একতায় বিশ্বাস করি”।

মুখ্যমন্ত্রী বলেন, “আঞ্চলিক দলগুলি সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা চাই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হোক। সব রাজ্যই গুরুত্বপূর্ণ”।

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।

 

Another set of 22 bike taxis to be introduced in Rajarhat, New Town

The Benngal Transport department on Wednesday introduced another set of 22 bike taxis that will serve as last-mile connectivity vehicles in Rajarhat and New  Town respectively.

The Transport department had already introduced around 21 bike taxis for Rajarhat and New Town on March 16. The bike taxis were named as K Bike Taxi.

The state Transport department had framed a set of guidelines that all the operators of bike taxis will have to follow. Such guidelines have been framed considering the safety and security of passengers.

Panic buttons have been made mandatory in the bike taxis and at the same time the fare will also be controlled by the transport department. Moreover, riders of the bike taxis will carry an additional helmet that the pillion rider might need to put on while availing the service. At the same time, raincoats for pillion riders during the monsoon season will also be provided.

 

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি। ইতিমধ্যেই মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর রাজারহাট ও নিউটাউনের পরিবহণের সুবিধার্থে চালু করে বাইক ট্যাক্সি পরিষেবা। বাইক ট্যাক্সি গুলির পোশাকি নাম রাখা হয়েছে ‘কে বাইক ট্যাক্সি’।

রাজ্য পরিবহণ সংস্থা কিছু নিয়মাবলী তৈরি করেছেন যা সকল বাইক ট্যাক্সি’কে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে।

বাইক ট্যাক্সিতে থাকছে একটি প্যানিক বোতাম; পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহণ দপ্তর। এছাড়া বাইক ট্যাক্সিতে একটি অতিরিক্ত হেলমেট রাখতে হবে যেটা যাত্রী পরবেন ও বর্ষাকালের কথা মাথায় রেখে এই বাইক ট্যাক্সিতে যাত্রীদের জন্য একটি রেনকোটও থাকবে।

Mamata Banerjee hits out against hate and malicious political campaign on social media

Bengal Chief Minister and Chairperson of All India Trinamool Congress Mamata Banerjee today hit out against the hate and malicious political campaign on social media. She accused “one section of religious group, belonging to a political party ruling at the Centre and also in the name of their sister organizations and others (either in their real names or fictitious names – আসল নামে ও বেনামে – असली नाम या बेनाम) are distorting my views, opinions, sayings and thus misleading people with my photos through some fake accounts.”

“I strongly condemn such scandalous activities by the so-called Hindu zealots. This type of communal forces, with their political vendetta, is maligning people. They cannot fight the battle politically and also on developmental front with me. So they are launching personal attack and using hate-campaign through social media. Those are sponsored by various persons and organizations,” she added.

“Our fight will continue and let us join hands together against these hate and malicious political campaign,” the Bengal CM said.

Here is the full post by Mamata Banerjee:

 

 

সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য বিকৃত করে কুৎসা করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ওড়িশায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি–‌র বিরুদ্ধে তোপ দাগলেন। বুধবার পুরীর মন্দিরে তিনি পুজো দেন। মিডিয়াকে মমতা বলেন, বিজেপি পুবের দিকে তাকালে আমি দিল্লির দিকে তাকাব। ওড়িশার মাটিতে দাঁড়িয়ে মমতা বলেন, অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর বিজেপি বেশি অত্যাচার করছে। আঞ্চলিক দলগুলির জোট বাঁধার প্রয়োজন। বিজেপি মনে করে, বাংলা, ওড়িশা, বিহার–‌সহ অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলি খারাপ। তাই তাদের ওপর যত পারো অত্যাচার করো। মমতা বলেন, কীসের ভাল বিজেপি?‌ ওরা তো দাঙ্গা লাগাতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি।

মমতা মিডিয়াকে বলেন, নারদ কাণ্ড বিজেপি–‌র চাল। নিজেদের স্বার্থে ওরা এ কাজ করছে। মমতা নিজেকে প্রকৃত হিন্দু বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি হিন্দুত্বের কলঙ্ক। ওরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। এর জবাব মানুষ দেবে।

ফেসবুকে মমতা

এদিন তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর মতামত ‌ও বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ফেসবুক পোস্টে মমতা জানালেন, কিছুদিন ধরে কেন্দ্রের শাসক দলের ছত্রছায়ায় ‌থাকা বিশেষ একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন এভাবে তাঁকে জনসমক্ষে হেয় করার চেষ্টা চালাচ্ছে। তথাকথিত হিন্দুত্ববাদী তকমা তাদের গায়ে। আসলে তারা মৌলবাদী। রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে তারা এ–‌সব কাজ করে চলেছে। রাজনৈতিকভাবে না পেরে, উন্নয়নের কর্মযজ্ঞের সামনে দাঁড়াতে না পেরে, এখন তারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের রাস্তা নিয়েছে। এদের পিছনে রয়েছে কিছু ব্যক্তি আর সংগঠন। তাদের কাছ থেকে হিন্দুত্ব শেখার কিছু নেই। হিন্দুত্ব ধর্মীয় সহিষ্ণুতা শেখায়। হিন্দু ধর্ম তথাকথিত এই হিন্দুত্ববাদীদের একচেটিয়া নয়। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রই আমাদের ঐতিহ্য। আম্বেদকরের তৈরি সংবিধান সেই রক্ষাকবচ দিয়েছে। দেশ ও দেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গিত। ওদের ও–‌সব জঘন্য প্রচার আমাদের আঘাত করতে পারবে না। ঐক্যই আমাদের শক্তি। ওই সব গুজব বা মিথ্যা প্রচারে কান না দেওয়ার জন্যও সকলের কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী।

Eco Park a major success, footfall crosses 75 lakh

The footfall at Eco Park has crossed the 75 lakh mark according to a statistics issued by the Housing Infrastructure Development Corporation (HIDCO). Exactly 75,01,629 have visited the Eco Park.

Chief Minister Mamata Banerjee inaugurated the park on December 29, 2012 and it was thrown open to public from January 1, 2013. The park was set up on a 480-acre land and is surrounded by 112 acres of waterbody.

The park has become the most attractive destination for both domestic and foreign tourists because of its uniqueness. There are flower gardens and mystic gardens and the new addition will be a hibiscus garden. There is an arena where people can enjoy cycling and also a joggers’ ally. There is a zone for other indoor games as well and people can go for boating inside the park.

Two restaurants, Café Ekanta renamed by Chief Minister and a houseboat restaurant offer mouthwatering dishes. The USP of Eco Park is cleanliness. A person littering or throwing soiled papers and plastic outside waste bins are fined.

 

নিউটাউন ইকোপার্কে পর্যটকের সংখ্যা ছাড়াল ৭৫ লক্ষ

নিউটাউনের এক পার্ক এখন এক জমজমাট পর্যটন কেন্দ্র। ২০১২ সালে এই পার্কের উদ্বোধনের পর থেকে এখানে এখন অবধি ৭৫ লক্ষেরও বেশি মানুষ এসেছেন, এমনটাই দাবি হিডকোর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালের ২৯শে ডিসেম্বর এই পার্কটির উদ্বোধন করেন ও ২০১৩ সালের ১লা জানুয়ারি সাধারন মানুষের জন্য পার্কটি খুলে দেওয়া হয়। ১১২ একরের একটি জলাশয়কে ঘিরে ৪৮০ একর জমিতে তৈরী হয়েছে এই পার্কটি।

ইতিমধ্যেই এক পার্ক দেশী ও বিদেশী পর্যটকদের মন জয় করে নিয়েছে। এখানে আছে বিভিন্ন ধরনের ফুলের বাগান, জগিং ও সাইক্লিং করার জায়গা, বিভিন্ন ইনডোর গেমস। পাশাপাশি মানুষ এখানে বোটিংও করতে পারেন। ভোজনরসিকদের জন্য এখানে আছে নানা খাবারের সম্ভার; রয়েছে ক্যাফে একান্তে।

পার্কের পরিচ্ছন্নতা একে করে তুলেছে দর্শকদের কাছে আরও মনোগ্রাহী। কেউ নির্দিষ্ট স্থান ছাড়া নোংরা ফেললে বা কোনও ভাবে পার্কটিকে অপরিচ্ছন্ন করলে তাকে ফাইন দিতে হয়।

 

Bengal to export 1,000 MW power to Nepal, Bhutan

The Bengal Government will soon export 1,000 Mega Watt (MW) electricity to various neighbouring countries including Nepal and Bhutan. Meanwhile, the capacity of the export of electricity to Bangladesh will also be increased.

The power plants in Bengal have been generating nearly around 7,000 MW of electricity every day on an average and private power plants around 11,000 MW.  During peak hours, the state needs nearly 9,000 MW a day. Bengal ranks second after Maharashtra in terms of production of electricity without the assistance of the Centre.

Bengal is among the few Indian states to have surplus power which is a major achievement as it has been viewed by many. Production of power in the State has gone up in the last few years.

 

নেপাল, ভুটানে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বাংলা

শীঘ্রই নেপাল ও ভুটান সহ বিভিন্ন প্রতিবেশী দেশগুলোকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য সরকার। এর পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পরিমাণও বৃদ্ধি করা হবে।

বাংলার সরকারী পাওয়ার প্ল্যান্ট গুলি প্রতিদিনে প্রায় ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং বেসরকারী পাওয়ার প্ল্যান্ট গুলি প্রতিদিনে প্রায় ১১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। একটি কর্মব্যস্ত দিনে প্রায় ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন রাজ্যের।  কেন্দ্রের সহযোগিতা ছাড়া বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলার স্থান (দ্বিতীয়) মহারাষ্ট্রের পরেই।

ভারতবর্ষের কয়েকটি মাত্র রাজ্যের মধ্যে বাংলা একটি যেখানে পাওয়ার সারপ্লাস আছে যা নিঃসন্দেহে একটি বড় অ্যাচিভমেন্ট। গত কয়েক বছরে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

 

Bengal Govt initiates steps to ensure water supply till ‘tail end’

The state Irrigation and Waterways department has initiated taking all necessary steps to ensure supply of water till the “tail end” of Purulia district for cultivation of crops. The state Irrigation department has decided to bring in 35,000 acre of agricultural land in Purulia, which is a drought-prone district, under the irrigation project.

In a bid to make this huge challenge of providing water to this drought-prone district a reality, the state Irrigation and Waterways department has decided to carry out different projects worth Rs 30 crore this year. It includes the crucial task of restoration of canals. At the same time, the embankments of different canals will also be repaired.

It may be mentioned that once Purulia used to suffer immensely as agriculture was almost impossible due to lack of water. The scenario has changed a lot with several steps being taken in the past five-and-a-half years after the change of guard took place in the state. Now, the present government is aiming supply of water to each and every part of the district.

The Irrigation and Waterways department has already created 89 check dams only in Bankura and the work to construct another eight is going on in full swing.  It may be mentioned that the state government has brought in more 3 lakh acre of agricultural land under the irrigation programme in the current fiscal and as a result there was no shortage of water either for Rabi or Boro crops. Moreover, one lakh out of the three lakh acre comes under Jangalmahal area.

 

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও জল সরবরাহ করার উদ্যোগ নিল রাজ্য সরকার

পুরুলিয়া জেলার মত প্রত্যন্ত অঞ্চলেও যাতে পর্যাপ্ত জলের জোগান দিয়ে চাষবাস করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে রাজ্যের সেচ ও জলপথ দপ্তর। পুরুলিয়া জেলার ৩৫,০০০ একর চাষের জমিকে এই সেচ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ওই দপ্তর।

পুরুলিয়ার মত খরা প্রবণ অঞ্চলে জল পৌঁছে দেওয়া খুব কঠিন কাজ। তাই, সেচ ও জলপথ দপ্তর ৩০ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, খাল সংস্কার, খালগুলির বাঁধ মেরামত করা, ইত্যাদি।

উল্লেক্ষ্য, সাড়ে পাঁচ বছর আগে জলের অভাবের জন্য পুরুলিয়ায় চাষবাস ছিল প্রায় অসম্ভব। কিন্তু ২০১১ সালে পরিবর্তনের পর রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেচ ও জলপথ দপ্তর শুধু বাঁকুড়া জেলাতেই ৮৯ টি চেক ড্যাম তৈরি করেছে; আরও ৮ টি তৈরীর কাজ জোর কদমে চলছে।

রাজ্য সরকার চলতি আর্থিক বর্ষে ৩ লক্ষ একর জমিকে সেচ প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। এর ফলে রবি ও বোরো চাষের জন্য জলের অভাব হবে না। এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমি জঙ্গলমহলে।

 

Tea gardens on the banks of the Subarnarekha

Surprising as it may sound, tea gardens are coming up in the newly-created Jhargram district, on the banks of the Subarnarekha. The project has been taken up by the Gopiballavpur-2 panchayat samity as part of the 100 Days’ Work scheme.

Sloping grounds have been built and the tea saplings planted. The tea saplings have been brought from Siliguri. Water has been arranged through special irrigation facilities. The plantations are being looked after by 100 Days’ Work job card-holders.

The advantages would be two-fold: employment and tourism. There are also plans to expand the tea cultivation in the district.

 

সুবর্ণরেখা নদীর বাঁধে ১০০ দিনের কাজ প্রকল্পে তৈরী হচ্ছে চা বাগান

সুবর্ণরেখা নদীর বাঁধে মাটির ঢাল তৈরী করে সেখানে চা বাগান তৈরী করছে ঝাড়গ্রাম জেলা।

গোপীবল্লভপুর-২ পঞ্চায়েত সমিতি এই প্রকল্পের কাজ চালু করেছে। ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের নিযুক্ত করা হচ্ছে এই কাজে। দক্ষিণবঙ্গে তো বটেই, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলায় এইভাবে চা বাগান তৈরীর উদাহরণ প্রায় নেই বললেই চলে।

গত ডিসেম্বর মাসেই শিলিগুড়ি থেকে আড়াই ফুট উচ্চতার চা গাছ এনে দেড় বিঘা জমিতে লাগানো হয়েছে। কুঠিঘাটে চা বাগান তৈরী করে কার্যত নজির তৈরি করেছে এই ব্লক।

১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা ঢালু জমি তৈরী করে এই চা গাছ লাগিয়েছেন। জবকার্ড হোল্ডারদের গাছ পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, পর্যটকদের কাছে জায়গাটি আকর্ষণীয় করে তোলা এবং কর্মসংস্থান। চা চাষে সাফল্য মিললে ভবিষ্যতে আরও বেশি ঢালু জমি তৈরী করে চাষের এলাকা বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হবে।

 

 

 

36,000 Self-Help Groups to be set up soon in Bengal

The Bengal Panchayat and Rural Development is going to set up 36,000 Self-Help Groups (SHGs) under the Anandadhara Scheme during financial year 2017-18.

Creating so many SHGs in just one year is something unprecedented among the State Governments. Self-Help Groups are a major source of revenue for the rural economy. They have also played a big role in making women self-sufficient.

Presently, there are 2,000 SHGs created under the aegis of the Anandadhara Scheme. As part of the scheme, each SHG is given a bank loan of Rs 1 lakh to Rs 15 lakh. The State Government is in talks with various public sector banks as well as private banks to provide loans. For repaying the loans on time, the SHGs are given bonus payments.

Development and governance have been the mantras of the Bengal Government ever since Trinamool Congress led by Chief Minister Mamata Banerjee came to power. The State has set up numerous schemes for the welfare of the State’s citizenry, covering their entire lifespan.

 

চলতি অর্থবর্ষে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য সরকার

২০১৭-১৮ অর্থবর্ষের মধ্যেই রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ‘আনন্দধারা’ প্রকল্পে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠন করে গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনতে উদ্যোগী হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী গঠনের মধ্যে দিয়ে রাজ্যের দুস্থ পরিবারগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রয়াস এর আগে কোনও রাজ্য সরকার নেয়নি। স্বনির্ভর গোষ্ঠী দপ্তর পৃথক ভাবে নতুন নতুন উদ্যোগে রাজ্যের মহিলাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে।

প্রসঙ্গত, বর্তমানে আনন্দধারা প্রকল্পের অধীনে দুই হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই প্রকল্পের অধীনে থেকে প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়।

পঞ্চায়েত দপ্তর সুত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কের সঙ্গেও কথা বলা হয়েছে। ঠিক সময় ব্যাঙ্ক ঋণ পরিশোধ করলে, গোষ্ঠীগুলিকে বোনাস দেওয়ার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলির গুডউইল আরও বহুগুন বেড়ে যায়।

ইতিমধ্যেই আনন্দধারা প্রকল্পের মধ্যে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি সময় মতো ঋণ পরিশোধ করেছে তাঁদের বাড়তি বোনাস দেওয়া হয়েছে।

উন্নয়নকেই পাথেয় করেছে রাজ্য সরকার। শিশুজন্মের পরে চারা গাছ উপহার দেওয়া থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্নে সৎকার করার জন্য ‘সমব্যাথী প্রকল্প’-র মধ্য দিয়ে রাজ্যবাসীর জীবনচক্র জুড়ে কন্যাশ্রী, যুবশ্রী-র মতো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্ভাবন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-পরিচালিত সরকার।

Bengal Forest Dept sets up toll-free number for helping wild animals

Often it happens that wild animals enter localities, and then they have to be sent back into forests. It is the Forest Department which is tasked with this work. Then, poaching forms a major threat to the existence of many wild fauna.

The State Forest Department, naturally, is seized of the issues, and so is constantly on the lookout for ways and means to counter these in a firm manner.

As a step towards that, the Department has started a 24-hour toll-free helpline to enable people to contact its personnel regarding any concern related to the wild denizens of Bengal. After being intimated of any issue, the Forest Department would take adequate steps.

The helpline consists of three numbers – one landline number and two mobile numbers: 23340234, 9073237918, 9073237918.

 

 

বন্যপ্রাণীদের নিরাপত্তায় টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য বন দপ্তর

প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে বন্যপ্রাণীরা, তখন তাদের আবার বনে ফেরত পাঠাতে হয়। চোরাশিকারের ফলে সারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বহু প্রাণী, এই অপরাধ আটকানো খুব প্রয়োজন।

এই ব্যাপারে সবসময়ই তৎপর রাজ্য বন দপ্তর। এবার তারা নিলেন আরও এক দৃঢ় পদক্ষেপ। তারা নিয়ে এলেন বন দপ্তরের ২৪ ঘণ্টার টোল ফ্রি নম্বর।

এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে রাজ্যের সকল প্রান্তের মানুষ ২৪ ঘণ্টা বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বন দপ্তরও মুহূর্তের মধ্যে উপযুক্ত ব্যাবস্থা নিতে পারবেন।

এই নম্বরগুলি হল ২৩৩৪-০২৩৪, ৯০৭৩২৩৭৯১৮, ৯০৭৩২৩৭৯১৮।