WB Govt to launch mobile vans to reach out to farmers in rural areas

In a bid to spread awareness among farmers in every district about the various welfare schemes and projects taken up by the state government, the Agriculture department has come up with the unique idea of introducing mobile vans in the districts to carry out a campaign in the rural areas.

Experts travelling in a mobile van will impart knowledge and special training to the farmers to help increase their production. The mobile vans will be equipped with various instruments as well to examine the nature and condition of the land.

Chief Minister Mamata Banerjee has repeatedly laid emphasis on improving the agriculture infrastructure in the state. Various projects were taken to help farmers increase their production. More than 128 Kisan Bazars have been set up throughout the state. The present government had taken necessary steps so that farmers can directly sell their produce in the city markets.

 

কৃষকদের সচেতনতা বাড়াতে সরকার আনছে মোবাইল ভ্যান

রাজ্যের প্রতিটি জেলার কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির জন্য রাজ্য সরকার দ্বারা বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে। প্রত্যন্ত গ্রমাঞ্চলে মোবাইল ভ্যানের মাধ্যমে প্রচার চালানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।

ফসলের উ९পাদন বৃদ্ধির জন্য এই মোবাইল ভ্যান ভ্রমণের সঙ্গে সঙ্গে কৃষকদের জ্ঞান এবং বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে। এই মোবাইল ভ্যানে জমি ও আবহাওয়া পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষি পরিকাঠামো উন্নত করার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষকদের উ९পাদন বৃদ্ধির জন্যও বিভিন্নরকম উদ্যোগ নেওয়া হয়েছে, ১২৮ টিরও বেশি কৃষক বাজার তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে। কৃষকরা যাতে সরাসরি তাদের পণ্যদ্রব্য শহরের বাজারে বিক্রি করতে পারেন সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

 

WB CM announces several schemes for north Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced a slew of development initiatives for North Bengal after holding an administration meeting in Siliguri.

She announced that from now on, a tea directorate, under the chairmanship of Sourav Chakroborty, will work to address all issues confronting the plantations including welfare of tea garden workers.

To promote sports in the region, the North Bengal Board of Sports and Games will start functioning under the chairmanship of former footballer Baichung Bhutia. He will be assisted by two Deputy Chairpersons – Mantu Ghosh and Mon Ghising, Banerjee said.

There will be two members in the Board as well -cricketers Wriddhiman Saha and Shibshankar Pal, the Chief Minister said.

WB CM said Tenzing Norgay Bus Terminus here will be upgraded to international standard with one floor given to private sector for revenue generation and the ground floor will be thoroughly revamped.

As part of exploring the tourism potential of the region, which is close to the borders with Nepal, Bangladesh and Bhutan, aeroplane service to Malda and Balurghat will commence soon with an MoU signed with Airports Authority of India, she said.

The Chief Minister said the North Bengal Development Council will work in coordination with the North Bengal Development Department and new Council Chairperson Abdul Karim Chowdhury and Deputy Chairpersons Harkabahadur Chhhetri and Bhaichung Bhutia will work as a team.

 

উত্তরবঙ্গ উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

দ্বিতীয় ইনিংসে এই প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার উন্নয়নের নতুন দিক খুলতে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি৷

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, চা বাগানগুলির জন্য একটি পৃথক টি-ডিরেক্টরেট তৈরি করেছে রাজ্য সরকার। এর চেয়ারম্যান পদে থাকবেন সৌরভ চক্রবর্তী। চা শ্রমিকদের সব সুবিধা অসুবিধা ও সমস্যার সমাধানের দায়িত্বে থাকবেন তিনি।

‘ভাইচুং ভুটিয়ার নেতৃত্বে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করবে। তাকে সহযোগিতা করবেন দুজন ডেপুটি চেয়ারপার্সন – মান্তু ঘোষ এবং মন ঘিসিং’, জানান মুখ্যমন্ত্রী।  এই বোর্ডের দুজন সদস্য থাকবেন – ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং শিবশঙ্কর প্রসাদ।

মুখ্যমন্ত্রী জানান, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ করা হবে। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য। বিদেশি পর্যটকদের কাছে উত্তরবঙ্গকে আরও পরিচিত করে তোলা এবং শিল্পদ্যোগীদের কাছে উত্তরবঙ্গকে তুলে ধরাই এর মূল লক্ষ্য।

উত্তরবঙ্গের সঙ্গে সার্কভুক্ত দেশগুলোকে উড়ান মানচিত্রে জুড়তে চাইছে রাজ্য৷ বাগডোগরা বিমানবন্দরের আমূল সংস্কার করে সেখান থেকে বাংলাদেশ, নেপাল এবং ভুটানে বিমান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বাগডোগরা থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি করলে প্রচুর পর্যটক লাভবান হবেন৷ একইসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে নাইট ফ্লাইট দ্রুত চালুর বিষয়েও জোর দিতে বলেন তিনি৷ অন্যদিকে রাজ্যের বিমান মানচিত্রে জুড়তে চলেছে মালদহ ও বালুরঘাট৷

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উত্তরবঙ্গ উন্নয়ন কাউন্সিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে একসাথে কাজ করবে। নতুন কাউন্সিল চেয়ারপার্সন আব্দুল করিম চৌধুরী ও ডেপুটি চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রি এবং ভাইচুং ভুটিয়া একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করবে।

WB CM’s initiative helps girl get Cochlear implant

This is for the first time when the implant which costs Rs 10 lakh was installed free of cost of a girl coming from economically challenged background. The initiative was taken by the Chief Minister Mamata Banerjee. The state health department on Wednesday installed Cochlear implant on a 7-year-old girl Swapnika Barik.

The girl’s mother Toton Ghosh Barick, a resident of Bansulia under Mahisadal police station in East Midnapore met Banerjee at her residence a few days after the election results.

Toton, deserted by her husband requested Banerjee to save the life of her daughter, who was born deaf. She said because of economic hardship it was not possible for her to undertake her treatment.

The CM who is looking after the health portfolio, sent Swapnika to SSKM hospital where Dr Arunava Sengupta, head of the department of ENT examined her and found that Cochlear implant was necessary to combat the problem.

Dr Sengupta on Wednesday installed the implant successfully. The seven-year-old got a new lease of life. When contacted Toton said: “It was didi who has given a new lease of life to my daughter. I never thought that Swapnika would ever hear anything. Didi is God to us.”

 

First published on 30 June, 2016 in Millennium Post

 

মমতায় স্বপ্নহারা জীবনে ফুটলো কথা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে অবশেষে ভাষা খুঁজে পেল সাত বছরের স্বপ্ননীতা বারিক। সরকারি খরচে বুধবার এসএসকেএম-এ সফল অস্ত্রোপচার হল তাঁর৷

পূর্ব মেদিনীপুরে মহিষাদলের বাসিন্দা স্বপ্ননীতা। কিছু দিন আগে নির্বাচনের ফল ঘোষণার দিন স্বপ্ননীতার মা তোতন ঘোষ বারিক মুখ্যমন্ত্রীর বাসভবনে যান সাহায্যের আবেদন নিয়ে। তিনি জানান যে অর্থের অভাবে মেয়ের চিকি९সা করাতে পারছেন না তাঁরা।

মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন এবং তাকে এস এস কে এমের চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর কাছে পাঠান চিকি९সার জন্য। বরাদ্দ হয় ১০ লক্ষ টাকা৷

বুধবারই স্বপ্ননীতার সফল অস্ত্রোপচার করেছেন চিকি९সক অরুণাভ সেনগুপ্ত৷ ছোট বাচ্চাটির কানের হাড়ের ভিতর বসানো হয়েছে একটি ছোট যন্ত্র৷ তিন সপ্তাহ পর সেটিতে চার্জ দেওয়া হবে৷ তার জন্য কানের বাইরে লাগানো থাকবে একটি ইলেকট্রনিক ব্যাটারি৷ এর পরে বাচ্চাকে স্পিচ থেরাপি করাবেন এসএসকেএম-এর চিকি९সকরা৷ মুখ্যমন্ত্রীর সহায়তায় সাত বছরের এই মূক ও বধির শিশুটি নতুন করে তার জীবন ফিরে পেল।

তার মা বলেছেন, “দিদি আমার মেয়েকে নতুন জীবন দিয়েছে। আমি কোনদিন ভাবতে পারিনি আমার মেয়ে কথা বলতে পারবে”।

State-level Hool Utsav to begin in Jhargram today

For the first time, the state level Hool Utsav will be organised at Jhargram in West Midnapore, giving the people of Jangalmahal an opportunity to witness the programme on a large scale. Around 22 teams of different tribal art forms will be participating in the programme.

Hool Utsav is organised every year to commemorate the fight of the tribal people against the British Raj in 1885. The three-day-long Hool Utsav will begin on June 30 at the ground of Kumud Kumari Institution at Jhargram in West Midnapore.

There will be programmes in all districts, including Kolkata on the same day.

The programmes in the districts other than West Midnapore will last two day s. On the other hand, the state level programme at Jhargram will be three-days long.

Tribal dances, including Pata and Karam, will be performed in the Hul Utsav. Artists from four districts – Purulia, Burdwan, Murshidabad and Nadia – will be performing in the state level programme. The programme will be inaugurated at 4 pm on June 30. State tribal Development Minister James Kujur and Backward Classes Welfare Minister Churamoni Mahata will be present in the programme.

Besides cultural programmes, camps of different departments of the West Bengal government – including MSME, Panchayat and Rural Development, Agriculture Marketing and Fisheries – will be set up in the premises of Hul Utsav. Awareness will be spread among people about the different facilities and schemes taken up the departments for their benefits in the camps.

Women from different self help groups will also be participating in the programme. Goods and other products prepared by them will be exhibited and available for sale.

The State Government will also showcase its achievements in bringing an overall development of Jangalmahal in the past five years. In other districts, two-day long programmes will be held, in which folk and tribal artists will be performing to celebrate the occasion.

 

আজ ঝাড়গ্রামে শুরু হবে হুল দিবস অনুষ্ঠান   

এই প্রথমবার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ১৮৮৫ সালে ব্রিটিশ রাজের বিরুদ্ধে উপজাতীয়দের যুদ্ধ স্মৃতিরক্ষার্থে প্রতি বছর হূল উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসব হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এ কুমুদ কুমারীর ইনস্টিটিউশনের মাঠে।

কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই দিনেই এই উৎসব পালিত হবে।  পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলায় দু-দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং ঝাড়গ্রামে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।

প্রতি বছরই রাজ্যস্তরের হুল উৎসব পালিত হয় কলকাতায়।  এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। এর ফলে জঙ্গলমহলের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন উপজাতী শিল্পীদের ২২ টি দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

পাতা, করম এইসব আদিবাসী নাচ হবে হুল উতসবে। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।উৎসব চলবে ৩০ জুন-২ জুলাই পর্যন্ত।

বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়-সহ অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত পাঁচ বছরে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পৃথক আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করেছে। এই পর্ষদ গঠনের পর আদিবাসী বিভাগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাঁরা অনেক উপকৃত হয়েছেন। গত হূল উৎসবে মুখ্যমন্ত্রী শিল্পীদের বাদ্যযন্ত্র বিতরণ করেছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এইসব শিল্পীদের উৎসাহ দিয়েছে।

রাজ্য সরকারের সহযোগিতায়, শিল্পী, খুব, এখন তাদের সেরা দিচ্ছেন উচ্চ মাত্রার শিল্প ফর্ম নিতে তাছাড়া, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে হূল উৎসব  রাজ্য স্তরের একটি জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

WB CM urges Centre to take immediate steps for the sick tea gardens

West Bengal Chief Minister Mamata Banerjee urged the Centre to take immediate steps to pay wages to the workers of seven tea gardens owned by the Duncans group that it had decided to take over in January. She also announced that the State Government would take over six other closed tea gardens and put them up for auction. She said the State Government would soon formulate a policy for this.

Blaming the Centre for the worsening condition in the Duncans’ tea gardens, she said the workers there were now in a “peculiar condition” because in spite of the Centre asking the Tea Board to take them over, the workers there continue to be deprived of everything. “The state government is providing them rice and electricity and looking after their health,” Mamata Banerjee said.

The CM held an administrative meeting at Subasani tea garden in Alipurduar district during the day. “The Centre’s decision to take over seven of the Duncans’ 14 tea gardens in the Dooars in Alipurduar district has only increased the workers’ suffering,” she said.

 

চা বাগান নিয়ে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বললেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারকে বন্ধ চা বাগানগুলি খোলার অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ভোটের আগে৷ সেগুলি খুলে দেওয়ার অনুরোধ জানানো হবে। তিনি আরও জানান ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করে নিলামের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। চা বাগানের সমস্যা দেখার জন্য মুখ্যমন্ত্রী এদিন ডিরেক্টরেট গঠন করে দেন৷

ডানকানের বন্ধ হওয়া চা বাগানগুলির খারাপ অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে তিনি বলেন যে ‘চা শ্রমিকরা এখন এক অদ্ভুত পরিস্থিতিতে রয়েছেন’। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার এইসব চা শ্রমিকদের চাল ও বিদ্যুৎ সরবরাহ করছে এবং তাদের দেখাশোনা করছে’।

গতকাল আলিপুরদুয়ার জেলায় একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্র শুধু ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান অধিগ্রহণের আশ্বাস দিয়েছে কিন্তু আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের ১৪টি চা বাগানের শ্রমিকরা এখনও ভুক্তভোগী।

India’s first govt-owned stem cell preservation unveiled in Kolkata

The country’s first state government-owned stem cell preservation centre started its formal functioning at the School of Tropical Medicine in Kolkata from Friday.

The umbilical cord of newborns containing stem cells can be stored in the bank. The preserved stem cells can be used in the future for the treatment of an adult in case of congenital and genetic problems and will also help to check various complicated diseases which could not be cured by an ordinary treatment.

The cord blood bank functions as per the rules and guidelines of the Centre and the state government. With its addition to state’s health infrastructure, it will be beneficial for people and according to the doctors the umbilical cord is rich in life-saving and can only be collected during birth and can be preserved for a lifetime. These stem cells have the potential to treat over 80 medical conditions including blood disorders, immune diseases with research on going to bring about additional benefits of these cells.

It was the initiative of the Chief Minister Mamata Banerjee, who wanted to transform School of Tropical of Medicine into a stem cell preservation system, opening a new avenue of health care system in the state.

 

The image is representative (source)

Chambers of commerce laud ‘forward-looking’ Budget

The Bengal Chamber of Commerce and Industry on Friday congratulated state Finance Minister Dr Amit Mitra for presenting a forward looking Budget for 2016-17, with an almost five-fold increase in planned expenditure that focuses on education, employment, agriculture and the MSME sector.

The Chamber said it was encouraging that the state has also been able to achieve a robust growth of seven times in agriculture and four times in infrastructure development in the past five years, while at the same time pushing down fiscal and revenue deficits within manageable limits even against the backdrop of a huge inherited debt burden of over Rs. 2.5 lakh crore.

Rakesh Shah, president of Bharat Chamber of Commerce, Kolkata said: “Amit Mitra deserves rich accolades for the most remarkable accomplishments in terms of the reduction in fiscal deficit and revenue deficit. This is despite large scale implementation of several ambitious schemes and projects for growth in the social development sector, which are being emulated in other States of the country.”

Anil Vaswani, Chairman, CII West Bengal State Council said that the Budget is a developmental one “with a focus on small-scale industries, health, infrastructure and education. The Finance Minister has made proposals to expedite speedy dispute resolution of VAT appeal cases. This will certainly go a long a long way in improving business environment in the state.”

Schools, colleges and universities to get virtual classrooms

The state government has decided to introduce “virtual classrooms” in universities, colleges and schools. State Finance Minister Dr Amit Mitra said in the Assembly that the initiative has been taken to let students, even from the remotest part of the state, access information related to education and developments taking place in this sector across the globe.

They will be provided high speed internet connectivity capable of handling live streaming of videos. There will also be facility for projection and audio system for better viewing of the facts. The project will come up at a cost of Rs 100 crore. “This is one of the dream projects of the Chief Minister Mamata Banerjee,” said Dr Mitra.

Explaining the usefulness of the project, Dr Mitra said that a student in a village does not get the opportunity to interact with an expert in a particular subject from the city. However, with the introduction of the e-classrooms, he or she can even interact with educationists and experts from educational institutions abroad.

Partha Chatterjee, the state education minister, said that e-classrooms will be set up in 732 state-aided universities and government colleges and 2000 secondary schools in the first phase. There will be two e-classes in every institution.

 

The image is representative

State government to organise workshops to revive traditional dance forms

The state government has decided to organise workshops to revive different forms of folk dances which are on the verge of getting extinct. West Bengal Chief Minister had taken many initiatives for revival of different traditional dance forms in the past five years.

The Information and Cultural Affairs Department will organise the workshop in which around 70 artists will be participating from different parts of the state.

Dance forms like Chandi Dance, Bhandi Dance, Rabankata Dance, Gajan Dance and Samsan Dance will be the part of the workshop scheduled to be held on June 25 at Lalan Mancha in Chitkalikapur.

Teams of Chandi Dance from Bhetaguri and Dinhata in Cooch Behar, Bhandi Dance from Mathabhanga in Cooch Behar, Rabankata from Bishnupur in Bankura, Gajan Dance from Sudpur in Burdwan and Samsan Dance Shiblun in Burdwan will be present in the workshop.

The artists will be interacting with the folk dance experts during the workshop. There will also be dress designers and experts in the workshop where they will work along with the artists to develop new ideas maintaining the tradition of the dance forms.

Folk dance researchers will also be present in the workshop and they will speak to the artists about their respective dance forms. The artists will be immensely benefited as they will get an opportunity to work with the people who are experts in the field.

The artists will also be provided with dress, musical instruments and other equipment including masks after the workshop ends.

Highlights of West Bengal Budget 2016-17

The State Finance Minister, Dr Amit Mitra placed the Interim Budget for 2016-17 today in the West Bengal Assembly. Dr Mitra had placed a vote-on-account earlier this year because of the election.

While presenting the vote-on-account in the Assembly earlier, Dr Mitra had introduced no new taxes and proposed a 17% hike in Plan outlay, amounting to Rs 57,905 crore, for financial year 2017.

Finance Minister Dr Mitra had listed the Government’s “unprecedented” allocation in the social sector, while pointing out that the debt-ridden State has received no help from the Centre in terms of debt moratorium. He added that the State, on the basis of Gross Value Added, has expanded at 12% against the national growth of 7.3%.

Dr Mitra claimed that the State had set a record in terms of expenditure in the social sector — increasing rural development budget four times, health budget three times, minority development budget five times and agricultural budget three times, and creating planned expenditure for women and child welfare.

 

LIVE BLOG of the Budget speech

Main bure halat ke tufano se ghabrata nahi/ Mujhe apne hauslo pe betahasha naaz hai

Our aim is to establish Bengal as number one among the States in every sector

Planned Expenditure for 2015-16 was Rs 53,000 crore, the highest ever

Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi, Fair Price Medicine Shops and e-governance are some of our achievements

Jean Drèze, the famed economist, who penned books with Amartya Sen, praised Bengal’s Khadya Sathi Scheme

Capital Expenditure in 2015-16 rose seven fold over the capital expenditure in 2010-11

GSDP has risen to Rs 9,20,083 crore

Revenue has risen from Rs 20,000 crore to Rs 42,000 crore

Fiscal deficit was 4.2% in 2010-11 and now it is 2.6%

We have a huge debt burden; yet, we have followed fiscal discipline

We spent over Rs 94,000 crore to repay the debt incurred by the Left Front

Several schemes of Bengal have been adopted as models by other States

Revenue deficit has come down to 1.03%

Institutional delivery has increased from 68 to 90%

30 lakh farmer families have received compensation after floods

There has been a five-fold increase in the disbursal of loans to Self Help Groups

Infant mortality in Bengal has come down from 32 to 27 per 1000 live births

We have sanctioned new permits for 4,000 new routes; this is unprecedented

We have registered 78,000 folk artistes under Lok Prasar Prakalpa

UN has appreciated Bengal for Nirmal Bangla Mission; four top districts in India in the cleanliness mission are from Bengal

We have focussed on the MSME sector – bank funding has increased substantially, which is now the highest in India

We have organised Bengal Global Business Summit twice, which was attended by representatives of 31 nations

A new district was created out of Alipurduar

Five police commissionerates were created

One municipality and three municipal corporations were created

West Bengal Chief Minister has conducted 127 administrative meetings across the State

Chief Minister’s brainchild – Administrative Calendar – is now a model for the rest of the country

Integrated Financial Management System was launched, which helped in the optimal use of assets

2 lakh housings for the poor were made under Geetanjali Scheme

We will do away with manual TDS certificate submission for work contracts; it will now be done online

The deadline for disposal of tax dispute cases regarding VAT reduced from 1 year to six months

Over 8,000 cases of tax disputes settled in fast-track courts; we are doing away with the Settlement Commission

Rs 200 crore allotted for Swami Vivekananda Merit-cum-Means Scholarship

732 virtual classrooms (e-classrooms) with high-speed internet to be set up at universities and colleges; 2,000 such classrooms to be set up in higher secondary schools

Rs 1,000 crore allocatted to the e-classroom project

Rs 57,905 crore allocatted for Planned Expenditure

Rs 285 crore allocatted for agricultural marketing

Social sector spending has increased 4.5 times compared to 2010-11

Infrastructure sector spending increased by 4 times

Agricultural spending increased 7 times over 2010-11

Food grain procurement increased nine-fold over 2010-11; total food grain production was 174 lakh metric tonnes

Rs 495 crore allocatted towards forest conservation

22 lakh new employment opportunities will be created this year

Over 1,000 km of roads built and renovated; this is unprecedented

100% rural electrification has been achieved under the Sobar Ghore Aalo Scheme

85 lakh man-days created under MGNREGA, with an expenditure of Rs 18,000 crore

We created the North Bengal Development Department, Tribal Welfare Department, Child Welfare Department and Sericulture Department

89 police stations, 65 women police stations, 88 fast-track courts, 51 women’s courts have been set up

Five development authorities set up for providing even better governance to the people

হবে জয়, হবে জয়,হবে জয় রে, ওহে বীর, হে নির্ভয়। হবে জয়

 

২০১৬১৭ আর্থিক বছরের বাজেটের অংশবিশেষ 

আজ বিধানসভায় ২০১৬-১৭ আর্থিক বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। নির্বাচনের কারণে তিনি এ বছরের ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউণ্ট পেশ করেছিলেন।

ভোট অন অ্যাকাউণ্ট পেশ করার সময় অর্থমন্ত্রী নতুন কোন কর ঘোষণা করেননি। বরং তিনি ২০১৭ আর্থিক বর্ষে পরিকল্পনা খাতে ব্যয় ১৭ শতাংশ অর্থাৎ ৫৭.৯০৫কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন।

রাজ্যের ওপর বিপুল ঋণের বোঝা ও কেন্দ্র থেকে কোনরকম সাহায্য না পাওয়া সত্ত্বেও সামাজিক ক্ষেত্রে “নজিরবিহীন” বরাদ্দ তালিকাভুক্ত করেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্য তার GVA growth (Gross Value Added growth) ১২% বৃদ্ধি করেছে, যখন দেশের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ৭.৩%।

ডাঃ মিত্র দাবি করেন, রাজ্য সামাজিক খাতে ব্যয়ের দিক থেকে রেকর্ড তৈরি করেছে – গ্রামোন্নয়ন বাজেট বৃদ্ধি চার বার, স্বাস্থ্য বাজেট তিনবার, সংখ্যালঘু উন্নয়ন বাজেটের পাঁচবার এবং কৃষি বাজেট ও নারী ও শিশু কল্যাণে পরিকল্পনা ব্যয় বৃদ্ধি পেয়েছে তিনবার।

তার বক্তব্যের কিছু অংশঃ 

  • ২০১৫-১৬ সালের পরিকল্পনা ব্যয় ছিল ৫৩০০০ কোটি টাকা, যা সর্বোচ্চ
  • কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমাদের কৃতিত্ব
  • ২০১৫-১৬ সালের পরিকল্পনা ব্যয় ২০১০-১১ সালের চেয়ে সাত গুন বৃদ্ধি পেয়েছে
  • GSDP বেড়ে হয়েছে ৯,২০,০৮৩ কোটি টাকা, রাজস্ব ২০০০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪২০০০ কোটি টাকা
  • ২০১০-১১ সালে রাজস্ব ঘাটতি ছিল ৪.২% এখন তা ২.৬%
  • বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রেখেছি
  • ৩০ লক্ষ চাষিকে বন্যার জন্য ক্ষতিপূরণ  দেওয়া হয়েছে
  • স্বনির্ভর গোষ্ঠীর ঋণের পরিমান পাঁচগুণ বৃদ্ধি কড়া হয়েছে
  • বাংলায় শিশু মৃত্যুর হার ৩২% থেকে ২৭% এ নেমে এসেছে
  • ৭৮০০০ শিল্পী লোক প্রসার প্রকল্পের আওতায় এসেছে
  • নির্মল বাংলা মিশন ইউ এন দ্বারা প্রশংসিত, রাজ্যের ৪টি জেলা এই প্রকল্পে শীর্ষস্থানে রয়েছে
  • আমরা MSME সেক্টরে নজর দিয়েছি. ব্যাঙ্ক তহবিল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যা ভারতের সর্বোচ্চ
  • আমরা বাংলায় দুবার গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করেছি যেখানে ৩১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
  • আলিপুরদুয়ার নতুন জেলা তৈরি হয়েছে, পাঁচটি নতুন পুলিশ কমিশনারেট তৈরি করা হয়েছে
  • সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মোট ১২৭টি প্রশাসনিক বৈঠক করেছেন
  • একটি নতুন পৌরসভা ও তিনটি নতুন পৌর কর্পোরেশন তৈরি করা হয়েছে
  • মুখ্যমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ ‘প্রশাসনিক ক্যালেন্ডার’ দেশের বাকি রাজ্যের জন্য একটি মডেল
  • গীতাঞ্জলী প্রকল্পের অধীনে ২ লাখ গরীব মানুষের জন্য আবাসন তৈরি করা হয়েছে
  • ইন্টিগ্রেটেড আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে, এর মাধমে সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়েছে
  • স্বামী বিবেকানন্দের মেরিট স্কলারশিপের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • বিশ্ববিদ্যালয় এবং কলেজে ৭৩২টি ভার্চুয়াল ক্লাসরুম (ই-ক্লাসরুম) হাই স্পিড ইন্টারনেট সহ স্থাপন করা হবে
  • উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের আরও ২০০টি  ক্লাসরুম তৈরি করা হবে
  • ই-ক্লাসরুমের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ। পরিকল্পিত ব্যয়ের জন্য ৫৭.৯০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • ২০১০-১১ সালের তুলনায় সামাজিক খাতে ব্যয় ৪.৫ গুণ বেড়ে গেছে
  • পরিকাঠামো খাতে খরচ চার গুন বেড়েছে। ২০১০-১১ সালের তুলনায় ২০১৫-১৬ সালে কৃষিখাতে খরচ সাতগুন বৃদ্ধি পেয়েছে
  • বন সংরক্ষণের জন্যও ৪৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • NREGA প্রকল্পের আওতায় ১৮০০০ কোটি টাকা ব্যয়ের সঙ্গে সঙ্গে ৮৫ লাখ শ্রমদিবস তৈরি করা হয়েছে
  • ১০০০ কিমি নতুন রাস্তা নির্মাণ ও পুনঃসংস্করণ করা হয়েছে যা নজিরবিহীন
  • ‘সবার ঘরে আলো’ প্রকল্পের অধীনে ১০০ শতাংশ বাড়িতে বিদ্যুতায়ন সম্ভব হয়েছে
  • ২০১০-১১ সালের তুলনায় এবছর খাদ্য শস্য উৎপাদন নয় গুন বেড়েছে. মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমান ১৭৪ লাখ মেট্রিক টন
  • আমরা উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, আদিবাসী উন্নয়ন দপ্তর, শিশু কল্যাণ দপ্তর এবং একটি রেশম দপ্তর তৈরি করেছি
  • ৮৯টি নতুন থানা, ৬৫টি মহিলা থানা, ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট, ৫১টি মহিলা আদালত স্থাপন করা হয়েছে
  • সুশাসন ও গতিশীল পরিষেবা দেওয়ার জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ স্থাপন করা হয়েছে
  • বৃত্তিকর ছাড়ের উর্দ্ধসীমা ১০০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব রাখা হচ্ছে
  • শিল্প উন্নয়ন সহায়ক প্রকল্পের মেয়াদ ৩ বছর বৃদ্ধি করা হয়েছে
  • ৬৮ লাখ লোকের কর্মসংস্থানের তৈরি হয়েছে গত ৫ বছরে আরও ২ লক্ষ কর্মসংস্থান তৈরির কাজ চলছে
  • এই বছর ২২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে