Saugata Roy speaks on The Right of Persons with Disabilities Bill, 2014 | FULL TRANSCRIPT

Madam, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014, I am so happy to see the condition of the house today. If only the ruling party had this intention in mind, then the debate on demonetisation could have been held. I am so happy at this situation, Madam, you sitting quietly without getting excited and the Ministers all sitting in their seats; this is an ideal situation, why we could not do it, I lament.

The session is a washout in any case, but, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014

First thing I want to mention is that this Bill was brought to Rajya Sabha in 2014. At that time Mr. Arun Jaitley was the Leader of Opposition in Rajya Sabha; he said that this Bill should not be passed urgently; we should send it to the Standing Committee. The Standing Committee submitted its report in 2015 and now the Bill has come in 2016. Of course, it is better late than never; it took more than two years in actually passing of the Bill.

There is no doubt that Bill has very many improved features for which we must commend The Government. For the first time a comprehensive legislation has been brought forward for the aid of those who are disadvantaged – some from birth, some through accidents or, diseases acquired later. They are the really the most unfortunate condemned people in our society.

It is good that the Parliament is one in passing this Bill. Whatever our political differences, we are with the very disadvantaged people. They have shown that much of humanity and compassion which is a good thing in itself.

Now there are certain – Mr. Venugopal has spoken at length – good features in the Bill, which the Minister has also mentioned. The main thing is that they have included 21 categories as part of disabilities. For instance, for the first time autism, an intellectual problem for learning disorders, has been included. For the first time learning disorders like dyslexia has been included. I did not know for a long time that there was a disease such as dyslexia. Only after seeing Aamir Khan’s Taare Zameen Par, I came to know that there is such a learning disorder. So now that has also been included. And for the first time acid attack victims have been, included.

Madam, the other day during the release of B Mahtab’s book, we were talking of the problems of the old people, senior citizens, the elderly who were hit by geriatric diseases such as Parkinson’s Disease. Now Parkinson’s Disease has also been included as a disability which I strongly commend. Also for the first time, blood disorders – like, thalassemia, haemophilia – have been included, they were not there earlier, we know what problems people with thalassemia and haemophilia havee faced.

Now, I support Mr Venugopal, when he said that reservation should be increased to five per cent instead of four per cent as promised in the Bill. I hope that in this atmosphere of cordiality the Minister will accede to our request. There is no loss of prestige if you accept the Opposition’s recommendation in this very important matter of reservation for the persons with disabilities. Also there is five per cent reservation in land allotments by the Government. So, if there is five per cent reservation there, there should be five per cent reservation in employment.

Now, the Central and State Advisory Boards are being formed and our Parliament will elect members to the Central Board, MLAs will also elect members to the State Advisory Boards. As Mr Venugopal has suggested, I again support him that the District Advisory Boards should also have representatives of the people. If you don’t want MLAs and MPs, at least district ZIlla Parishad members, some people’s representatives should be kept in the District Advisory Boards.

Now, for the first time a national fund for the persons with disabilities is being created and it will mainly depend on Central allotments. I do hope finance ministers in future will allot sufficient fund for the help of the persons with disabilities.

There is also a committee on research on disabilities, which is very good because a lot of these disabilities could be cured if there is proper training.

Now, there are two points in I would like to mention in brief. Our country is not friendly to the specially-abled people. Madam, you travel to the West very often. Every building there has a ramp. Every medium of transport has a ramp for people with orthopaedic problems. We have not been able to introduce that in our trains, in our buses, and even in some of our Government buildings, these ramps have not been put for specially-abled people. This should be strictly implemented.

Madam, I have been working with the specially-abled people for many years. The National Institute of Orthopedically Handicapped is in my constituency, in Bonhooghly. Also, branches of the National Institute of Visually Handicapped and Hearing Impaired are also in the same campus. But, I find that NIOH is very badly maintained and managed. There is a big rush of patients there but not sufficient doctors, particularly doctors who can perform surgery on the orthopedically disabled. I want the Minister to give personal attention.

Madam, many people do not know that the Central Government has a scheme to give free appliances to the handicapped – wheel chairs, tricycles, blind sticks, hearing aids etc. All this is distributed freely. But, we have to organise camps. Now to organise a camps for thousand or two thousand people, it takes a lot of money, there is no help from the Government.

And then again in camps, there is a problem that unless they have the Disability Certificate, they will not get this aid from the Government of India. So, I would request the Minister, to make this provision of having certificate, not compulsory, not mandatory, but optional. Rules for camps need to be made simple.

Madam, we support this Bill wholeheartedly with the 59 amendments. Now there is not much left to amending the Bill accept the reservation. In this context, I would quote from Tagore:

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান

[O my unfortunate country, those who have been insulted by you, ultimately the country will be insulted by them. So unless we can do proper justice to the disabled, we shall not be fulfilling our duties as citizens of the country.]

Lastly, the Minister promised that he would bring a Bill on Transgenders (already there is a Private Members’ Bill on the subject). I would request him to also expedite the Bill so that can pass it unanimously again just as we are passing this Right of Persons with Disabilities Bill, 2014 in a Parliament session raked by controversies and disturbed by commotion.

Thank you.

Week 5: Despite the Opposition’s efforts, Treasury benches prevented discussion on demonetisation

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended today, that is, on December 16.

 

 

শীতকালীন অধিবেশনের পঞ্চম সপ্তাহে সংসদ চলতে দিল না সরকারপক্ষ
সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”

রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন

ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন।

ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

 

We are ready for a discussion in Parliament even tomorrow: Sudip Bandyopadhyay

Statement by Sudip Bandyopadhyay, Leader of AITC Parliamentary Party in Lok Sabha

Prime Minister Narendra Modi is accountable and answerable to Parliament. The voice of Opposition is being gagged. Sixteen Opposition parties are speaking in a united voice.

We have given Adjournment Motions from Day 1. We gave our Notice under Rule 56, Congress gave its under Rule 184. From the Government’s side they wanted a discussion under Rule 193.

An understanding was reached that the Opposition will begin a discussion but suddenly a rumour was spread that the Opposition will not let the House run after they speak. So, BJP wants to speak first.

We are ready for a discussion even tomorrow. What is happening is not just unfortunate but disgraceful.

 

 

আমরা কালকেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:

প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ। বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। ১৬টি বিরোধী দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ।

আমরা প্রথম দিন থেকেই মুলতুবি প্রস্তাব আনছি। তৃণমূল ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছে, কংগ্রেস ১৮৪ নম্বর অনুযায়ী নোটিশ দিয়েছে। সরকারের তরফ থেকে ১৯৩ নম্বর মেনে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।

একটি সমঝোতা হয়েছিল যে বিরোধীরা আলোচনা শুরু করবে, কিন্তু, হঠাৎ গুজব ছড়ানো হল যে বিরোধীরা বক্তব্য রাখার পর তাদের তরফে আর কক্ষ চলতে দেওয়া হবে না। সেই জন্য বিজেপি আগে বক্তব্য রাখতে চায়।

আমরা কালকেও আলোচনার জন্য প্রস্তুত আছি। এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।

Demonetisation is a major catastrophe: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today called demonetisation a “visionless policy”, which has caused “a major catastrophe”.

She wrote this in a post on Facebook, through which she expressed her deep anguish about the loss of jobs, especially in the unorganised sector.

She wrote, “Crores of people have become victims of visionless policy. It’s a major catastrophe”.

She went on to write that “the draconian decision of demonetisation by the Central Government has drastically affected about 5 crore workers in the country”.

“It is indeed a major setback for the employees since independence”.

Writing about the unorganised sector, Mamata Banerjee wrote, “According to reports, around 1.25 crore workers in the country in unorganised sector, e-commerce, leather, jute, textiles, glass, beedi, gems and jewellery sectors and daily wage earners under Government schemes like MNREGA have either lost jobs or have been seriously affected due to cash crunch”.

Even in the big industries, “retrenchment process is going on, which has made or will make huge number of workers jobless”.

She went on to write about her profound sorrow at the sufferings caused due to demonetisation: “I can feel with deep sorrow the extensive sufferings and ordeal that these people are going through now”.

She ended her post on a note of grave concern: “It is a matter of great concern that I wanted to share with all of you”.

 

নোটবাতিল একটি ভয়ঙ্কর বিপর্যয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন নোটবাতিল একটি দিগ্বিদিকহীন সিদ্ধান্ত যার ফলে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে।

তিনি তাঁর ফেসবুকে একটি লেখার মাধ্যমে এই নোটবাতিলের ফলে অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় ক্ষোভ জাহির করেছেন।

তিনি লেখেন, “এই দিশাহীন সিদ্ধান্ত প্রনয়ন করার ফলে কোটি কোটি মানুষ আজ জীবিকাহীন হয়ে পড়েছে, এক ভয়াবহ পরিস্থিতি উপস্থিত হয়েছে।“

তিনি আরো লেখেন, “কেন্দ্রীয় সরকারের এই নোটবাতিলের কঠোর সিদ্ধান্ত নেওয়ার ফলে রাতারাতি দেশ জুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছে।“

“স্বাধীনতা লাভের পর কোন শ্রমজীবী মানুষকে এরম বিপদের সম্মুখীন হতে হয়নি।“

অসংগঠিত খেত্রের কথা বলতে গিয়ে তিনি লেখেন, “রিপোর্ট অনুযায়ী অসংগঠিত খেত্রের ১.২৫ কোটি কর্মী, ই-কমার্স, চর্ম শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, কাচ শিল্প, বিড়ি, গহনা শিল্প ও সরকারি প্রকল্পে কর্মরত দিনমজুররা হয় পুরোপুরি জীবিকাহীন হয়ে পড়েছে বা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে নোটের যোগান না থাকায়।

“এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানেও ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে যা হয়ত ইতিমধ্যেই বা খুব শীঘ্রই আরও প্রচুর মানুষকে জীবিকাহীন করে দেবে।“

তিনি নোটবাতিলের ফলে মানুষের অভাবনীয় দুর্দশায় ব্যাথিত হয়ে আরও লেখেনঃ “আমি খুব দুঃখের সঙ্গে অনুভব করতে পারছি সাধারন মানুষ কি কথিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করছেন।“

তিনি সবশেষে লেখেন, “এটি একটি গভীর চিন্তার বিষয়, যা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই।“

 

Digital India stands exposed: Mamata Banerjee

West Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre regarding recent incidents of hacking of accounts of journalists.

“Seeing reports about hacking journalists accounts and bank details. This is not about public interest. It’s about violating privacy… It is an attempt at intimidating and silencing voices. The Government says Go Digital and promises us it is safe. If it’s so safe how are journalists bank A/c details being made public for millions by hackers. Digital India stands exposed, Modi babu.” She said in a statement on Twitter

 

Trinamool workers to hit the streets for three days starting December 14

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14.

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14, demanding the withdrawal of the Centre’s decision to demonetise high value of notes.

Partha Chatterjee, secretary general of Trinamool Congress, said: “Trinamool Congress workers and supporters will hit the street on December 14, 15 and 16 protesting against the demonetisation of notes that led to nothing apart from harassment of common people. People will hit the streets to demand withdrawal of the Centre’s hasty and arbitrary decision of demonetising Rs 1,000 and Rs 500 notes.”

He urged people to join the rally to build up protest against the loss of crores of rupees due to announcement of demonetisation without any proper planning. There will be protest marches in the nooks and corners of the state.

Chief Minister Mamata Banerjee held rallies against demonetisation in Delhi and other places including Lucknow and Patna in the last week of November. She also led a rally from College Square to Esplanade on the same issue. Now, the party has given call to build up protest in the entire state.

He said that people from different parts of the state had been complaining about the daily ordeal which they are passing through due to demonetisation of notes. Condition of farmers is also poor as it was announced at a time when they need good amount of cash in their hands to buy seeds and fertilizers.

The party workers started preparing for the rallies soon after the announcement made by Partha Chatterjee. There will be a major rally on the same issue in the city as well. Senior leaders of the party will head the rally in the city. Besides holding rallies, there will also be street corner meetings all across the state.

It may be recalled that Trinamool Congress had put up posters all across the city protesting against demonetisation of notes by the Centre a few days after it was announced. Now, all the posters would be put up across the state.

নোট বাতিলের বিরুদ্ধে ফের পথে নামছে তৃণমূল 

ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস৷ নোট বাতিলের জেরে মানুষের দুর্দশার প্রতিবাদে ফের রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়াহয়েছে৷ আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ৷ হবে প্রতিবাদ মিছিল৷ নোট বাতিলের হয়রান হয়েছেন এমন নাগরিকদের সঙ্গে নিয়ে মিছিলে শামিল হবেন নেতারা৷

রবিবার সাংবাদিকদের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, “উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷তৃণমূলকর্মীদের খুনের হুমকি দিচ্ছেন৷ তৃণমূল এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না৷ তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷”

মহাসচিব জানান, “এমন ব্যক্তিগত আক্রমণের বিষয়টিকে কোনওভাবেই রেয়াত করা হবে না৷ আসলে উনি প্রধানমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে চাইছেন৷ খবরের শিরোনামে আসতে চাইছেন৷ বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে কার সাধ্য? তাঁকে দেশের কোথাও আটকানোর কারও সাধ্য নেই৷”

পাশাপাশি তিনি এও জানান প্রতিবাদ কর্মসূচি চলবেই৷ মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবে৷ আন্দোলন হবে জেলায় জেলায়, ব্লকে ব্লকে৷

Note ban only helping Modi babu & associates: Mamata Banerjee

West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday hit back at Prime Minister Narendra Modi for his charge that opposition parties were not treading the path of honesty, saying that the “most corrupt” people were talking about eradicating corruption.

“Demonetisation (has been) done only to help Modi babu and his close associates,” Mamata Banerjee said in retaliation for the Prime Minister’s attack on opposition parties over corruption and disruption of Parliament due to protests against demonetisation.

“The most corrupt people are talking about removing corruption,” she said, joining issue with Modi over his attack on the opposition parties earlier in the day.

“Demonetisation has meant complete demolition of the Indian economy,” Mamata Banerjee said in a series of tweets, continuing her unrelenting attack against the Modi government over invalidation of Rs 1,000 and old Rs 500 notes.

“The arrogant and destructive attitude of this government is trying to destroy the world’s largest democracy,” the Trinamool Congress Chairperson said.

It may be mentioned that the Trinamool Congress Chairperson has always been raising questions on the failure of the Modi government to bring back black money from abroad as he had assured the people of the country during his election campaign.

While speaking on the same issue she had raised allegations that demonetisation is a “big scam” as crores of rupees were deposited in BJP’s bank account and huge tracts of land were purchased by the party a few months ago.

She had even demanded sit probe into the scam by a retired Supreme Court judge.

নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত শুধু মোদিবাবুকেই নয়, তাঁর ঘনিষ্ঠদেরই সাহায্য করবে। শনিবারইমমতা টুইট করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ভাষণই সর্বস্ব, নোট বাতিল বেলাইন।

রবিবার টুইটে তিনি মোদিকে আক্রমণ করে বলেছেন, এই সরকারের ঔদ্ধত্য ও ধ্বংসাত্মক রাজনীতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভারতের  গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।এটা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে দেশের অর্থনীতিকেও ধ্বংস করা হয়েছে। মমতা মনে করেন, দু্র্নীতিগ্রস্ত লোকেরাই দুর্নীতি মুক্ত করার কথা বলেন।

Week 4 in Parliament: Opposition organises Black Day protest, ruling party disrupts LS

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

Thus, demonetisation was again the focus during the fourth week of the 2016 Winter Session of Parliament, which saw Opposition MPs staging protests against the issue, including the Black Day protest of December 8, and ruling party MPs disrupting the Lok Sabha to prevent a discussion in the Lok Sabha on the same issue.

 

সংসদের চতুর্থ সপ্তাহঃ বিরোধীদের কালা দিবস পালন, শাসক দল বিঘ্নিত করল লোকসভা

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান।

চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের নয় তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন।

ডিসেম্বরের পাঁচ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের সাত তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন।

ডিসেম্বরের আট তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক।

ডিসেম্বরের নয় তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন।

পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের নয় তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সব মিলিয়ে বলা যায়, শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহেও মুল কেন্দ্রবিন্দু হয়ে থাকল নোটবাতিল। যেখানে বিরোধীরা ধর্নার পর ধর্না করে গেল, আট তারিখ কালা দিবসও পালন করল ও অন্যদিকে শাসকদল সংসদ চলতে দিল না যার ফলে নোটবাতিল নিয়ে কোনও আলোচনা না হয়।

 

infrastructure bengal

All Bengal villages to be illuminated by March 2017, says Power Minister

All Bengal villages will have power by March 2017. In a reply to a question in Assembly on Wednesday, the state power minister Sovandeb Chattopadhyay said the work on 100 per cent electrification in the state would be complete by March 2017.

He said the work of 100 per cent electrification in 11 districts was complete. In these 11 districts, all places will now be illuminated after sunset.

Overall 98 per cent of the task is complete in the state. The remaining two per cent would also be completed by the end of the current financial year, Chattopadhyay said.

“Power cut has become a thing of the past since 2012-13,” Chattopadhyay said adding that Chief Minister Mamata Banerjee had dreamed of a state where there would be power supply to each and every household. Moreover, there should be no power cuts. The situation has improved a lot in the past five and half years and it would improve further.

 

২০১৭ র মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী

২০১৭ সালের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুতায়নের ১০০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।

১১টি জেলার কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ১১ টি জেলার সব জায়গা সূর্যাস্তের পরও আলোকিত থাকবে।

রাজ্যের প্রায় ৯৮% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি ২ শতাংশ কাজ চলতি আর্থিক বছরেই শেষ হয়ে যাবে, জানান মন্ত্রী।

তিনি জানান, ২০১২-২০১৩ সাল থেকে লোডশেডিং এখন অতীত হয়ে গেছে। রাজ্যের কোথাও কোন লোডশেডিং হবে না এবং রাজ্যের প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। গত পাঁচ বছরের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে।

E-governance in Bengal to get major boost with expansion of govt data centre

The Bengal government is all set to upgrade and expand the infrastructure of its Data Centre, which facilitates the information technology (IT) related services of different government departments.

With an estimated investment of Rs 56.64 crore, the state IT department will initiate the project which is supposed to be ready for operation by May 2017.

The government had set up the state data centre (SDC) in the year 2009-2010 under the national e-governance plan to facilitate hosting of IT services for different government departments.

E-governance has been one among the core reforms that Chief Minister Mamata Banerjee has successfully undertaken in the last five years. Most of the state-run services can now be availed via e-governance, which is easier, faster and apt.

For consolidation of the services, applications and infrastructure to provide efficient electronic delivery of G2G (Government to Government), G2C (Government to Citizen) and G2B (Government to Business), the SDC plays a vital role.

These services can also be delivered by the states through common delivery platform seamlessly supported by core connectivity infrastructure such as State Wide Area Network (SWAN) and Common Service Centre (CSC), where connectivity will be extended up to village level.

With these shared service centers, implemented and managed by a competent Data Centre Operator (DCO), individual departments can now focus more on service delivery.

 

রাজ্যের ই-গভর্নেন্স পরিকাঠামো বিকাশের উদ্যোগ সরকারের

রাজ্যে ই-গভর্ন্যান্স পরিষেবাকে আরও উন্নত করতে স্টেট ডাটা সেন্টারের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আনুমানিক ৫৬.৬৪ কোটি টাকার এই প্রকল্পটি ২০১৭ সালের মে মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর এই কাজটি শুরু করতে চলেছে।

গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বৈপ্লবিক সিদ্ধান্তগুলির একটি অবশ্যই ই-গভর্ন্যান্স পরিষেবায় জোর দেওয়া। এই মুহূর্তে সরকারের বহু পরিষেবাই গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকেন।

স্টেট ওআইড এরিয়া নেটওয়ার্ক এবং কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই সকল পরিষেবা প্রত্যন্ত গ্রামের গ্রাহকদের কাছেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।