Bengal Tourism to set up more lodges in north Bengal

The state Tourism department has decided to set up more tourist lodges in various parts of North Bengal and it has already identified land where the proposed lodges would be constructed.

A tourist lodge will be set up inside the forest near Chalsa. A tourist lodge would also come up at Domhani area of Jalpaiguri.

A Day Centre would also be constructed in the forest area of Bhutanghat in Alipurduar.

The tourists lodges are being constructed in places abound in natural beauty.

It may be mentioned that after coming to power, the Mamata Banerjee-led Trinamool Congress government laid great stress on developing the tourism infrastructure across the state.

A host of new projects have come up promoting various tourist spots in the state. Homestay has also been given a special importance by the government. It is aimed at helping boost the socio-economic condition of villagers in North Bengal. Tiger Safari is also coming up in North Bengal, which is believed to be one of the largest attractions in the state.

 

উত্তরবঙ্গে আরও লজ তৈরী করবে পর্যটন দপ্তর

উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পর্যটকদের জন্য আরও লজ তৈরি করার রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য উপযুক্ত জমিও চিহ্নিত করা হয়ে গেছে। এমন জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে পর্যটকরা প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

চালসার কাছে জঙ্গলে একটি লজ তৈরি করা হবে, জলপাইগুড়ির দোমহনিতেও তৈরি করা হবে আরেকটি লজ। আলিপুরদুয়ারের ভুটানঘাটের জঙ্গলে একটি ডে-সেন্টার তৈরি করা হবে। উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামো আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সারা রাজ্য জুড়েই পর্যটনের বিকাশে জোর দিয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নত করতে শুরু হয়েছে নানা প্রকল্প।

রাজ্য সরকারের তরফে হোম স্টে ব্যবস্থার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গে “টাইগার সাফারি” শুরু হতে চলেছে; আশা করা যায় এর ফলে উত্তরবঙ্গের পর্যটন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

 

 

Bengal CM lays foundation stone for Baul Academy in Birbhum

Bauls, the mystic minstrels of Bengal, will now have an academy at Kenduli in Birbhum. Chief minister Mamata Banerjee today laid the foundation stone of the upcoming Baul academy at the onset of the Joydeb Mela.

The academy will be named after Joydeb, the 13th-century poet who penned ‘Geet Govinda’ from his ancestral home at Kenduli.

Speaking on the occasion, the Chief Minister said: “A visit to Birbhum is incomplete without meeting the Bauls and listening to them play the ektara. Baul songs help in shaping our lives. With just an ektara they create such soulful music.”

“We have to develop the Baul Academy into a world-class exhibition centre where people from across the world will come,” she added.

The Chief Minister also said, “We have started Lok Prasar Prakalpa for our folk artistes. 80,000 artistes have been registered under the scheme. We request local clubs to give opportunity to local artistes to perform.”

কেন্দুলিতেবাউল লোক উ९সবেরসূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ বাউল ও লোক উ९সব ২০১৭ র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জয়দেব মেলা থেকে বাউল অ্যাকাডেমির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জুন মাসে এই অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর কাজ শুরু হয়ে গেছে। অ্যাকাডেমির নামকরণ হবে ত্রয়োদশ শতকের কবি জয়দেবের নামে।

অজয় নদীর তীরে কেন্দুলিতে জয়দেবের মন্দিরে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়, প্রতি বছর বাউলরা এখানে মিলিত হয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করে।

বাউল ও ফকিরদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করেন। সমগ্র রাজ্যে এই মেলা খুব জনপ্রিয়। রাজ্যের সব জায়গা থেকে বাউলরা আসেন এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • এটা পৌষ মাস। নতুন ধান ঘরে তোলার সময়
  • বছরের এই সময় পিঠে উ९সব, পায়েস উ९সব, বাউল উ९সব হয় সারা বাংলা জুড়ে
  • নবান্ন থেকে হোলি, ক্রিসমাস থেকে দুর্গা পুজো সব উ९সব বাংলায় পালিত হয়
  • বাউলদের একতারার গান না শুনলে, তাদের সঙ্গে দেখা না করলে বীরভূম সফর সম্পূর্ণ হয় না
  • আজ আমরা বাউল অ্যাকাডেমির শিলান্যাস করলাম
  • বাউল গান আমাদের মাটির গান। শুধুমাত্র একতারার মাধ্যমে তারা এত সুন্দর সুর সৃষ্টি করে
  • বাউল অ্যাকাডেমিকে বিশ্বমানের প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে সারা বিশ্বের মানুষ আসতে পারবেন
  • বীরভূমে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে। বীরভূমের জঙ্গলে আমরা ইকো-ট্যুরিজম প্রকল্প শুরু করব
  • বীরভূমে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। ওই আদলে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করব
  • লোক শিল্পীদের জন্য আমরা লোক প্রসার প্রকল্প শুরু করেছি। ৮০০০০ লোক শিল্পী এই প্রকল্পের আওতায় আছেন
  • আমি লোকাল ক্লাবগুলিকে অনুরোধ করেছি লোকাল শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য

 

 

Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।

 

 

 

Bengal’s talents are the best in the world: Mamata Banerjee at Shikshak Samipe

Bengal Chief Minister Mamata Banerjee hosted a major conference on education at Netaji Indoor Stadium today. The conference, called ‘Shikshak Samipe’, is the first State-level conference dedicated to discussing and finding ways to address various issues, including ways to improve, higher education in Bengal.

All university and college professors of the State were invited to the conference. Along with Mamata Banerjee as the chief speaker, the Minister for Higher Education, and Science and Technology and Biotechnology, Partha Chatterjee, was also present at the conference.

The Chief Minister gave a rousing speech at the conference, exhorting the educators of Bengal to create the world’s best teaching infrastructure in the State. She also announced a host of schemes, both for teachers and non-teaching staff.

She also announced the setting up of Biswa Bangla University in Bolpur.

The key points of the Chief Minster’s speech at the conference:

  • Bengal had 13 universities; we have established 16 more universities and 46 new government colleges.
  • Education cannot be associated with political colours; education, culture, humanity and our motherland come before everything.
  • We must feel proud of our motherland; this is the land of our language, our culture and our values
    Education cannot be sold.
  • There is no retirement age for education or educators.
  • It is the professors and educators who can make our future bright and make Bengal shine in the world.
  • We must go out into the world, learn, develop ourselves and then give back to our motherland. We cannot forget our roots.
  • It should not be that after education, when we go out into the world, we forget our motherland.
  • It is teachers who can preserve culture, harmony, knowledge and unity, and show us the way.
  • Bengal has led in the fields of agriculture, science, medicine and literature, and in others as well.
  • Bengal has been blessed with knowledge; no other State can match this. The talents from Bengal are the best in the world.
  • Why should students of Bengal run to Chicago & Harvard? We should create Chicago and Harvard-like universities here too.
  • The top researchers of the world should come to Bengal.
  • We should lead the world in teaching.
  • We do not promote our achievements; we should highlight our successes to counter false publicity.
  • We must march ahead with true and positive facts.
  • In the coming year, we have to pay Rs 70,000 crore towards the debts left behind by the previous Government; due to demonetisation our earnings have also reduced.
  • We have increased the budget for education from Rs 111.74 crore to Rs 471 crore in four years.
  • There is a difference between e-governance and forcing people to use cards by stopping the flow of cash. Everything cannot be done by force.
  • We have started an award, Shiksha Ratna for teachers; we have introduced paternity leave too.
  • Teachers would now be entitled for leave travel concession (LTC) for travels inside India after completing 10 years of service, and for travels outside India after completing 20 years of service.
  • We are introducing West Bengal Health Scheme to cover college and university teachers.
  • The part-time and non-teaching staff would be included in the Swasthya Sathi scheme.
  • We are starting Biswa Bangla University in Bolpur on the lines of Visva-Bharati; the land has already been identified.
  • We are increasing the retirement age of teachers of colleges and universities from 60 to 62.
  • I wish a very happy New Year to all the teachers – may we all work together to take Bengal forward.

 

 

 

বাংলার মেধা বিশ্বসেরাঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শিক্ষক সমীপে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সরকার ইতিমধ্যেই নতুন ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৪৬টি সরকারি কলেজ তৈরি করেছে।

তিনি বলেন, শিক্ষা অর্জন করতে হয়, কেনা যায় না ও শিক্ষকরা কখনও অবসর গ্রহন করেন না, যতদিন তাঁরা বাঁচেন, সমাজকে শিক্ষিত করে যান। শিক্ষকরাই শুধুমাত্র পারেন দেশ ও সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। আমরা শিক্ষা অর্জন করে বিদেশ পাড়ি দিলেও কখনও যেন নিজের মাতৃভূমিকে না ভুলে যাই। আমরা বিশ্বের দরবারে উপস্থিত হলেও মাতৃভূমির জন্য যেন কিছু করি।

বাংলা কৃষি থেকে বিজ্ঞান, চিকিৎসা থেকে সাহিত্য সব দিক দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। মুখ্যমন্ত্রী এও বলেন, এরাজ্যের মত মেধা শুধু দেশে কেন সারা পৃথিবীর কাছে ঈর্ষার কারণ। তিনি বলেন, কেন এখানকার ছাত্র ছাত্রীরা শিকাগো বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে? আমরা চেষ্টা করলে এখানেই শিকাগো বা হার্ভার্ড মানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, সেই মেধা ও ক্ষমতা আমাদের আছেও।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রচার বিমুখ, কিন্তু কুতসা ও অপপ্রচারকে একমাত্র নিজেদের কৃতিত্বর প্রচারই আটকাতে পারে, তাই আমাদের সাফল্যের কথা মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যেই শিক্ষকদের জন্য শিক্ষা রত্ন ও পিতৃত্বকালিন ছুটির ঘোষণা করেছে। এখন থেকে শিক্ষকদেরও এলটিসির আওতায় আনা হবে, ১০ বছর অভিজ্ঞতা যে শিক্ষকের আছে, তিনি দেশের মধ্যে একবার কোথাও সরকারি খরচে ভ্রমন করতে পারবেন ও ২০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা সরকারি খরচে একবার দেশে ও একবার বিদেশ ভ্রমনের সুযোগ পাবেন।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তাদের পরিবার পরিজনদের জন্য পশ্চিম বঙ্গ স্বাস্থ্য প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কলেজ ও অধ্যাপকদের অবসর গ্রহনের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করেন।

সব শেষে তিনি জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশেই রাজ্য সরকার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়তে চলেছে সম্পূর্ণ বিশ্ব ভারতীর আদলে ও সেই জন্য জমির ব্যাবস্থাও করা হয়ে গেছে।

Mamata Banerjee shows solidarity with land movement of tribals in Jharkhand

Trinamool Congress supremo Mamata Banerjee expressed solidarity with tribals in Jharkhand against forceful acquisition of land from tribals by the Bharatiya Janata Party-led Jharkhand government.

She said on Friday: “Around 1500 acres of land were forcefully acquired from tribals in Jharkhand and given to someone as it had happened in Singur.”

“They sought our support to build protest against such forceful acquisition of land and a team comprising the state Agriculture Minister Purnendu Basu and MLAs including Srikanto Mahato and Sadhyarani Tudu will go to Jharkhand to speak to the land losers. They will file a report after visiting the place and then I will visit the place,” the Chief Minister added.

She further said: “I would visit all the BJP-led states (to raise voice against the on-going dictatorship going on in the country).”

It may be mentioned that Banerjee had already given a call for demonstration against the use of different agencies by the Centre for political purpose. There will be demonstrations across Bengal and other States on January 9, 10 and 11.

 

The image is representative

 

ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে মমতা

ঝাড়খণ্ডের জমি আন্দোলনে আদিবাসীদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ৩ জনকে পাঠাচ্ছেন তিনি। তাঁরা হলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, শান্তিরাম মাহাতো, সন্ধ্যা টুডু এবং শ্রীকান্ত মাহাতো। তাঁরা ফিরে এসে মুখ্যমন্ত্রীকে ঘটনার রিপোর্ট দেবেন। তারপর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে যাবেন।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বললেন, ‘‌বিজেপি বলেছে আমাকে মারবে। রিপোর্ট পাওয়ার পর আমি ওদের রাজ্যে যাব। ঝাড়খণ্ডে দেড় হাজার একর জমি নিয়ে আদিবাসীরা লড়াই শুরু করেছে। ৯,‌ ১০, ‌১১ জানুয়ারি তৃণমূলের ধর্না আছে।’‌‌‌

 

Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

Opposing the Narendra Modi government’s decision to dissolve the Board for Industrial and Financial Reconstruction (BIFR), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said the central government is “breaking the spine” of the country’s economy.

“BIFR was constituted for reconstruction of industries and protection of workers. Sick industries registered in the Board could reconstruct their assets and run the company accordingly. Suddenly, the centre dissolved it,” she said.

“They are breaking the spine of the country,” said Mamata Banerjee adding that centre sent a letter to her government.

The letter sent to West Bengal Chief Secretary said that BIFR and its appellate body, the Appellate Authority for Industrial Finance and Reconstruction (AAIFR), which were entrusted with the revival and rehabilitation of sick industrial companies under the Sick Industrial Companies (Special Provisions) Act 1985, has been dissolved.

Mamata Banerjee said, “We have a lot of companies registered in the Board. We have asked what would happen to old cases. They said fresh application are needed.”

The CM called for a national government led by Advani ji or Rajnath ji or Jaitley ji to rid the country of the current situation. She said the current Prime Minister has to go.

 

বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর

বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, চিঠি দিয়ে কেন্দ্র বলছে বিআইএফআর তুলে দেওয়া হল। তাঁর প্রশ্ন, এখন পুরনো কেসের কী হবে? মমতা যোগ করেন, কেন্দ্র বলছে, নতুন করে চালু করতে হবে। কিন্তু, বিআইএফআর ভেঙে দেওয়ায় শ্রমিক-মজদুরদের চরম সমস্যা হবে।

বিআইএফআরের অধীনে রাজ্যে চারশোর কাছাকাছি কারখানা রয়েছে। রাজ্য সরকারের মতে, বিআইএফআর তুলে দেওয়ায় এই সব কারখানা এবং কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যত এখন অথৈ জলে। কারণ, বিকল্প ব্যবস্থা কী তার কোনও দিশা দেখায়নি কেন্দ্র। শুক্রবার, টাউন হলের বৈঠকে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রুগ্ন শিল্প সংস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়। ১৯৮৫ সালে তৈরি হওয়া ‘দ্য সিক ইন্ডাস্ট্রিয়াল কম্পানিজ অ্যাক্ট’ অনুযায়ী ১৯৮৭ সালে গঠিত হয় বিআইএফআর। যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ। অরবিন্দ মিলস, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া-র মতো বিভিন্ন সংস্থা, বিআইএফআর -এর হাত ধরে নতুন জীবন পায়।

It is time for President’s Rule at the Centre: Mamata Banerjee

It is time for President’s Rule at the Centre. This was the gist of what Bengal Chief Minister said at a press conference called at Town Hall today, calling on all Opposition to come together to oppose the anti-people policies of the Central Government.

With demonetisation causing havoc all over the country, playing with people’s lives, things have become unbearable. This arbitrary draconian decision has been widely condemned across the country, by well-known economists, both from India and abroad, politicians as well as the common people.

Mamata Banerjee slammed the way the Central Government was being run by the Prime Minister, saying that “in the current situation, a national Government should be formed with another BJP person at the helm”; however, “‘he’ has to go”, referring to Prime Minister Modi. Crucially, she said “the President and the Supreme Court have important roles to play”.

To buttress her viewpoint, she further said, “To save this country, let a national Government be formed: Advani ji, Rajnath ji or Jaitleyji could head it. This current situation just unacceptable”.

Giving the example of her own State to put forth the devastation that demonetisation has brought across vast swathes of India, she said, “We have lost Rs 5,500 crore of revenue due to demonetisation in the last two months”; and, “over 1.7 crore people in the State have been affected due to demonetisation”.

Moreover, in the unorganised sector, “81.5 lakh workers have lost their jobs due to demonetisation in various sectors like tea, jute, jewellery, beedi, etc.”

Coming down hard on demonetisation, Mamata Banerjee said, “They are talking of cashless economy while the people are ‘cash less’”.

Due to this “cash less” state of the people, among other things, “farmers could not sow Rabi crops because of which there will be an effect on the prices of food”.

Her words underlined the fact that the hardship on the people, which began on November 8 with the sudden announcement of the decision of demonetisation, continues: “Restrictions on cash withdrawal have not yet been taken back. People cannot withdraw their own money”.

She said that she and her party, the Trinamool Congress, “welcome” the statement of the Honorary President yesterday, voicing “his concern about demonetisation”.

The Chief Minister said, “The Prime Minister is behaving like Kalidas, trying to cut the branch he is sitting on”.

She rightly accused the Central Government of dismantling the Planning Commission and setting up NITI Ayog, peopling it with their own men, who, however, “do not understand the country”.

She accused the Centre of diverting the people’s attention from the crucial issues by raking up “terrorism and hallabazi in the name of governance at the Centre”. “Does the Centre want us to carry out development or perform Modi Puja?”

She said, “We appeal to the President to save the country from the mess. It is time for President’s Rule at Centre”.

She also hit out at the Centre’s poking its nose unnecessarily in certain matters: for example, she said, “They are deploying CRPF in the State without even informing the State”.

She called on all the Opposition parties to “set aside the political differences, draft a Common Minimum Agenda and form a National Government at the Centre”.

Another decision that the Centre has taken, and that has affected workers badly, is the doing away with the Board for Industrial and Financial Reconstruction (BIFR), which restructures poorly performing industries to profitability. “This”, she said, “will affect workers and labourers immensely”, who are already suffering the effects of demonetisation.

Mamata Banerjee said, “All the institutions are under attack”. She warned the country that “this is a dangerous game” the Centre was playing and exhorted all the Opposition parties to rise up together.

 

 

কেন্দ্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার টাউন হলে প্রশাসনিক বৈঠকের পর নোট বাতিল ইস্যুতে ফের নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ‘জাতীয় সরকার’ তৈরির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, “এই ‘জাতীয় সরকার ’-এর মাথায় যদি বিজেপি-র প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আডবাণী বা রাজনাথ সিংহ বা অরুন জেটলি জি কেও  বসানো হয়, তাতেও তৃণমূলের কোনও আপত্তি থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতেই হবে”।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে গত দুমাসে আমাদের ৫৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। রাজ্যের ১.৭ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। চা, জুট, গয়না বিভিন্ন শিল্পে সব মিলিয়ে ৮১ লক্ষ ৫০ হাজার মানুষ কর্মহীন হয়েছেন। কৃষকরা রবি শস্য চাষ করতে পারছেন না এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। মানুষের কাছে যখন নগদ টাকা নেই তখন ওরা ক্যাশলেস অর্থনীতি চালু করছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “দেশে এখন কোনও সরকার নেই। গণতান্ত্রিক অধিকারের উপরে বুলডোজার চালানো হয়েছে। দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। দেশ চালানোর নামে শুধুই সন্ত্রাস আর হল্লাবাজি চলছে। রাজ্য সরকারকে না জানিয়ে গায়ের জোরে রাজ্যে সিআরপিএফ নামিয়ে দিচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। এটা একটা সাংঘাতিক খেলা”।

তাঁর বক্তব্য “ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন, দেশের স্বার্থে সকলে একত্র হয়ে সরকার গঠন করতে হবে। দেশকে সরবনাশের হাত থেকে বাঁচাতে প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা হোক। আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি দেশটাকে বাঁচান। রাজনৈতিক বিরোধ ভুলে আমাদের উচিত Common Minimum Agenda বানিয়ে জাতীয় সরকার গঠন করা”।

মোদীকে ‘কালীদাস’ বলেও কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ডালে বসে আছেন সেই ডালই কেটে ফেলছেন।

 

Bengal CM urges people to maintain communal harmony

Bengal Chief Minister Mamata Banerjee urged people to maintain peace and communal harmony. She attended the 350th birth anniversary celebrations of Guru Govind Singh on Thursday afternoon.

“Bengal and Punjab are very close for ages and Bengal is the home for people belonging to different religions. We live happily and peacefully. This is our culture and this is our tradition,” she said.

The Chief Minister also reiterated on the the close relation between Punjab and Bengal for decades. The freedom fighters of these two states sacrificed their lives for the country.

“The relation between Punjab and Bengal is very close and will remain forever,” she maintained.

Appreciating the social service carried out by the Gurdwaras, she said that after demonetisation of high value notes was announced, many poor people did not have money to buy food as banks did not have cash.

They queued up in front of the Gurdwaras and were given food. “In Delhi, I saw long queues of people in front of Gurdwaras, after demonetisation of high value notes was announced.

Banks did not have cash and poor people had nothing to eat. The Gurdwaras gave them food and I appreciate this gesture.”

Mamata Banerjee said a museum on the life and work of Guru Govind Singh will be set up at Rashbehari Avenue. A gate named after Guru Nanak will come up at Dunlop where a big Gurdwara has recently come up.

 

বাংলার সম্প্রীতি নষ্ট হতে দেব না: মুখ্যমন্ত্রী

গুরু গোবিন্দ সিংয়ের ৩৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনারে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন, “বাংলার সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক অনেক দিনের। বাংলায় সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করে। এটাই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি”।

এদিন গুরু গোবিন্দ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দিল্লি গিয়ে দেখেছি, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কীভাবে সারা দিনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে গুরুদ্বারগুলি৷ কত শ্রদ্ধা, পরম নিষ্ঠায় তাঁরা মানুষের সেবা করেন৷ আসলে এটা আমাদের দেশের পরম্পরা৷ মানবসেবাই আসল ধর্ম৷”

এদিন গুরুদ্বারের সামাজিক কাজের প্রশংসা করে তিনি বলেন, “নোট বাতিলের ফলে ব্যাঙ্কে টাকা নেই, গরীব মানুষ খেতে পাচ্ছে না। দেশের এই আর্থিক জরুরি অবস্থায় গুরুদ্বারগুলি তাদের খাবার দিয়ে সাহায্য করছে আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই”।

তিনি আরও বলেন, “সাহস নিয়ে কাজ করাই হল ধর্ম৷ ধর্মের অর্থ হল ঐক্য, বিশ্বাস৷ কেউ বড় না, কেউ ছোট না, সবাই এক৷ মানুষের উপর বিশ্বাস রাখতে হবে৷ তবেই দেশ উন্নতির পথে এগোবে৷”

রাসবিহারীতে গুরু গোবিন্দ সিং জির নামে একটি সংগ্রহশালা তৈরি হবে। ডানলপে যে গুরুদ্বার রয়েছে সেখানে গুরু নানকের নামে একটি তোরণ বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

 

Protests across Bengal against political vendetta by Centre, Trinamool MPs detained in Delhi

36 MPs belonging to Trinamool Congress were rounded up and detained by Delhi Police while they were peacefully holding a demonstration outside the Prime Minister’s residence. Several veteran MPs were manhandled, women MPs were also badly behaved with.

The MPs were taken to Tughlaq Road Police Station where they sat on a dharna.

Check out live tweets of the protests in Delhi on our Twitter feed

Trinamool delegation meets the Governor

To protest against the political vendetta of the Centre and the emergency-like situation prevailing in the country, Trinamool today organised massive protests across the State. A delegation of Trinamool MLAs met the Governor to register the party’s complaint against the constant attacks on federal structure.

After meeting the Governor, Secretary General of the party, Partha Chatterjee said: “We have complained to the Governor about attempts to break the federal structure Without consulting the State Govt CRPF was deployed in Bengal outside BJP party office. This is an assault on federalism.”

“Just because Trinamool is vocal about people’s interest in demonetisation issue, conspiracies are being hatched to malign the party Why should leaders of other parties, like Babul Supriyo who are associated with chit funds, not be arrested We cannot be silenced by these fear-mongering tactics. We are with the people. We will stand beside the people,” he added.

“Our backbone cannot be broken like this. We will continue our movement against DeMonetisation Leaders from outside, who do not know the history or geography of Bengal cannot scare us. Mamata Banerjee has the support of people,” Partha Chatterjee said.

Protests across Bengal

Rallies were taken out in various parts of Kolkata. Protests were held in Coochbehar, Singut, Dankuni, Asansol, Kulti, East Midnapore, Malda, Canning, Sodepur, Titagarh, Kharagpur, Nadia, Hooghly, north Dinajpur, Haldia and several other places.

Dharnas were organised outside CGO Complex in Kolkata as well as CBI office in Odisha.

 

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদ সমগ্র বাংলা জুড়ে

প্রধানমন্ত্রীর বাসবভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল কংগ্রেসের ৩৬ জন সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। আটক করার সময় পুলিশ তাদের চূড়ান্ত হেনস্থা করেছে। ঘটনায় আহত হয়েছেন দুই সাংসদ। এমনকি মহিলা সাংসদদেরও রেয়াত করা হয়নি।

আটক করার পর সাংসদদের তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সেখানে তারা ধর্নায় বসেন।

তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ 

এদিন তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীদের এক প্রতিনিধি দলও রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে এ বিষয়ে আমরা রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ওরা বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে – এটা গণতন্ত্রের অপমান”।

বাবুল সুপ্রিয়র মত অন্য দলের নেতারা যারা চিট ফান্ডের সঙ্গে যুক্ত তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা এই ধরনের আক্রমণে ভয় পেয়ে চুপ করে থাকব না। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। এভাবে আমাদের শিরদাঁড়া ভাঙা যাবে না। নোট বাতিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে”।

তিনি আরও বলেন, “বাইরের নেতারা যারা কখনও বাংলার রাজনৈতিক ইতিহাসে ছিলই না, তারা আমাদের ভয় দেখাতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের সমর্থন আছে। একথা গোপন নয় যে বিজেপির কেউ কেউ রাজ্যপালকে ও তাঁর আসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। রাজ্যপাল এই ঘটনায় দুঃখিত। রাজ্যপালকে এভাবে কালিমালিপ্ত করার চেষ্টাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি”।

বাংলা জুড়ে প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ মহানগর সহ রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূল কর্মীদের মিছিল ও প্রতিবাদে উত্তাল রাজ্য ৷

কলকাতার আলিপুর, গোপালনগর, কাঁকুড়গাছি সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল কর্মীরা।

এদিন ভুবনেশ্বরে সিবিআই অফিসের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল সমর্থকরা।

এছাড়া, কোচবিহার, আলিপুরদুয়ার, সিঙ্গুর ও ডানকুনি আসানসোল, পূর্ব মেদিনীপুর, ওড়িশা সীমানায়, মালদহের ফোয়ারা মোড় ক্যানিং, সোদপুর, কোচবিহার, টিটাগড়ে বিটি রোড, খড়গপুর ৬ নং জাতীয় সড়ক, নদিয়া, হুগলি, উত্তর দিনাজপুর ও হলদিয়াতেও প্রতিবাদ মিছিল হয়।

 

Why should Modi or Amit Shah not be arrested: Mamata Banerjee

“People will teach them a lesson”, said Bengal Chief Minister Mamata Banerjee today, lambasting the Central Government for harassing senior politicians of the Trinamool Congress.

She said the arrest of Sudip Bandyopadhyay as “having been made under pressure from the PMO”.

Regarding chit funds in the State of Bengal, she said that they had started under the patronage of the CPI(M) Government; hence, people like Sujan Chakraborty who are known to be involved should be arrested. She also asked for the arrest of the BJP’s Babul Supriyo who also has a connection with chit funds.

She came down strongly on the BJP-led Central Government: “Like ‘note bandi’, this is an attempt at ‘Trinamool-bandi’.

She said, “Modi is dangabaaz. He tries to silence his opponents using fear tactics”.

She asked, “Why should Narendra Modi and Amit Shah not be arrested?” since they are involved in a lot of misdemeanours too.

She said that “many political parties are scared, so are not able to speak out”. However, she asked the affected Opposition parties, and there are a lot of Opposition parties across India who have been affected by this political vendetta of the BJP, to fight this “emergency situation” that is going on.

Mamata Banerjee said, “People should come out on to the roads against demonetisation, people will teach them (the BJP) a lesson”.

“I challenge the PM. He won’t be able to do anything because he won’t be able to suppress the voice of the people”.

True to her nature, however, Mamata Banerjee said that she won’t indulge in a tit-for-tat by arresting leaders. Rather, she said, “We will take the battle forward legally”. She added that “it has come to our notice that even lawyers are being threatened and judges are being influenced”.

Mamata Banerjee announced a sustained programme of protest against the BJP from tomorrow. Tomorrow, a protest march will be taken out in Kolkata from 12 pm; also tomorrow, there will be a protest by Trinamool Congress MPs at the parliament complex.

There will be a protest outside the Reserve Bank of India (RBI) office in Kolkata on January 9, and further protests in Delhi on January 10 and 11.

On January 9, too, protests against the BJP will start all over India, to be led by senior Trinamool Congress leaders.

 

In a series of tweets she expressed the same sentiment:

 

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর চাপেই এই গ্রেফতার করা হয়েছে। “জনগন উচিত শিক্ষা দেবে।”

তিনি বলেন, এই চিট ফান্ড সিপিআইএম সরকারের আমলে শুরু হয়েছে। চিটফান্ডের সাথে জড়িত অন্যান্য দলের নেতাদের (সুজন চক্রবর্তী, বাবুল সুপ্রিয় প্রমুখ) কেন গ্রেপ্তার করা হচ্ছে না তও জানতে চান তিনি।

তিনি বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নোটবন্দির সাথে তৃণমূলবন্দি শুরু করেছে। তিনি আরও জানান, “মোদী দাঙ্গাবাজ, তিনি তার বিরোধীদের এইভাবেই ভয় দেখান।“

অনেক দাঙ্গায় জড়িত মোদী ও অমিত শাহের গ্রেফতারের দাবি জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল খুব ভিতু, তাই তারা কোনও প্রতিবাদ করছে না। তিনি সমস্ত রাজনৈতিক দলকে বিজেপির এই প্রতিহিংসাপরায়ন রাজনিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

মমতা ব্যানার্জি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি। উনি এসব করে কিছুই করতে পারবেন না কারন তিনি জনগনের কণ্ঠস্বর চেপে রাখতে পারবেন না।“

তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিবাদ কর্মসূচীর কথা ঘোষণা করেন। আগামীকাল দুপুর ১২টায় কলকাতায় একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হবে ও পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে প্রতিবাদ জানাবেন।

৯ই জানুয়ারী কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে প্রতিবাদ জানাবে তৃণমূল। ১০ ও ১১ জানুয়ারী দিল্লিতে প্রতিবাদ চলবে।