Bengal shines at UN: Didi receives first prize for public service

Today, Chief Minister Mamata Banerjee received the United Nations Public Service Award in the category of Reaching the Poorest and Most Vulnerable through Inclusive Services and Participation for the Kanyashree Prakalpa at a UN event in The Hague. Out of 552 projects from 63 countries selected, Kanyashree came first. The award was given in recognition of the West Bengal Government’s innovation and excellence in public services supporting the implementation of the 2030 Agenda for Sustainable Development.

Mamata Banerjee spoke on the occasion, before the award was handed out. Today happens to be Public Service Day, celebrated worldwide by the United Nations.

Mamata Banerjee spoke about the developmental projects that have brought about a new era for public service in Bengal. It is indeed a matter a pride that this has been recognised at the highest level – by the United Nations.

Here is the speech she gave on the occasion:

Thank you so much. I think public service is service for all; and public means people – government of the people, by the people, for the people. I come from West Bengal in India, home to 100 million people. But public service also means continuous monitoring, and providing regular service for the people.

I have attended more than 300 administrative review meetings where we meet all the public representatives including block-level officials. Because of the accountability, transparency and sustainable developmental work, we achieve 100 per cent of our goals.

You will be happy to know that out of our state’s 100 million people, we offer direct benefits to 90 per cent of them, making them very happy. We empower the girl child through the Kanyashree project. We help everyone, including the minorities and the other backward classes (OBCs), and at every stage of a person’s life – from a newborn to a senior citizen. When a baby is born, we give each one a plant. Student scholarships are given to 20 million people. We have given free bicycles, which is a green transportation, to about 7 million students. Senior citizens get pensions and other benefits. Rural people are guaranteed 100 days’ work; we thus ensure job opportunities for the poor. Free food grains are also given to the people. The poor are also happy because we give free healthcare, from kidney transplantation to heart transplantation to many other things.

Thus, we provide help throughout the life of a person. We feel we must help the downtrodden people, so we ensure that benefits reach the people at the grassroots. The benefits have reached so many people because we ensure continuous monitoring, and because of the administrative review meetings and the administrative calendar.

There must be commitment, dedication and determination. If you have a dream, you have to achieve it. What is needed is for the leader to lead the people. We lead the people. Thank you so much.

 

জগৎসভায় বাংলার জয়পতাকা

বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মমতার স্বপ্নের প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পেল। বিশ্বের দরবারে ইতিহাস হয়ে থাকল মমতার কন্যাশ্রী। পুরস্কার পাওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌আমি গর্বিত। এই পুরস্কার রাজ্য ও দেশকে উৎসর্গ করলাম। কন্যাশ্রীর জন্য রাষ্ট্রপুঞ্জ আমাদের সম্মান দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।‌ রাষ্ট্রপুঞ্জ তথ্য নিয়ে জেনেছে বাংলা কীভাবে বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ করছে। এই পুরস্কার পাওয়ার পর প্রতিটি কন্যাশ্রীর গর্ব হবে।’‌

বিশ্বের ১১টি দেশ তাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ নিয়ে অনুষ্ঠানে এসেছিল। তাদের মধ্যে প্রথম হয় মমতার বাংলা। রাষ্ট্রপুঞ্জের নেদারল্যান্ডসের সদর দপ্তরে এদিন অনুষ্ঠান হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা ক্ষমতায় এসে প্রথম মনে করেছি, সরকার হচ্ছে মানুষের। মানুষের কণ্ঠস্বরকে আমরা গুরুত্ব দিয়েছি। আজও দিচ্ছি। আমি মনে করি, মানুষ ছাড়া কিছুই হতে পারে না। তাদের অভাব–অভিযোগ শুনতে হবে। সেইমতো কাজ করতে হবে। তবেই একটা সরকার এগিয়ে যেতে পারে। মানুষের পরিষেবা যখন ঠিক পথে পৌঁছে দেওয়া যায়, তখনই মনে হয় একটা ভাল সরকার চলছে। সরকারের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতাই বড় ব্যাপার। সরকারে এসে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেছি। পৌঁছে যাচ্ছি মানুষের কাছে। গরিবদের পাশে আমরা আছি, থাকব।’‌

মুখ্যমন্ত্রী এদিন কন্যাশ্রী, সবুজসাথী, সমব্যথী, খাদ্যশ্রী–সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‌আমরা গ্রামে গিয়ে স্কুলপড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিয়েছি। আরও সাইকেল দেওয়া হবে। যাতে তারা স্কুলে পড়তে আসতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছি। তাদের কথা আমরা সবসময় ভাবি। তাদের জন্য আরও কাজ করছি।’‌

তিনি আরও বলেন, ‘‌আমি উন্নয়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। বাংলায় একসঙ্গে আমরা কাজ করি। দারিদ্র‌্য দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’‌

ভারতের এই প্রথম একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে এসে রাজ্যের কথা তুলে ধরলেন।

 

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

‘Bondhu Application’ launched by Kolkata Police

In an attempt to access the scope of digitisation in the law and order space, Kolkata Police has launched its ‘Bondhu Application’ this week. The app, a first in Bengal, aims to make filing general diaries (GD) for theft, communication with the Kolkata Police headquarters (Lalbazar) and other such functions easier and more time-efficient for both citizens and the police.

With the feature to create personal login accounts with telephone details, users will have access to sixteen features provided by the Kolkata Police. This step is being seen by many as a welcome move towards changing the way law and order procedures are seen.

The app will also act as a platform to disseminate information about traffic rules, penalties for traffic violations and overall safety measures. It will also facilitate citizens to send photographic and documental evidences to the police against crimes that have been witnessed.

Interaction and engagement through the digital space using applications and virtual platforms such as these are facilitating institutions such as the police to broaden their reach and register complaints as well as act on them effectively.

In a speedy surge towards digitisation it becomes imperative for organs of the government to be technology-ready and adept with e-mediums of communication and awareness-spreading. This is especially relevant in urban spaces like Kolkata, which placed third in the number of internet users in a 2014 survey.

To download the Bondhu app from Google Play store, click here

 

কলকাতা পুলিশের নতুন অ্যাপ ‘বন্ধু’

এখন থেকে কোনরকম অভিযোগ জনাতে সাধারণ মানুষকে আর থানায় ছুটে যেতে হবে না। দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে এবার বাজারে এল কলকাতা পুলিশের নিজস্ব অ্যাপ ‘বন্ধু’।

ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে শুরু করে যে কোনও রকম অপরাধের অভিযোগ জানানো যাবে এই ‘বন্ধু’ অ্যাপে। বৃহস্পতিবার এই অ্যাপটির উদ্বোধন হয়।

এদিন নগরপাল রাজীব কুমার নির্দেশ দেন,  প্রতিটি থানার কম্পিউটারের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা যেন এই অ্যাপটির ওপর নজর রাখেন এবং এখানে আসা অভিযোগগুলি পেয়ে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

গুগুল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন 

 

 

 

 

 

 

Banglashree: Biswa Bangla puts stories from Sahaj Path on handloom sarees

Biswa Bangla stores are going to get another addition – Banglashree – which is a line of handloom sarees with designs based on stories from Rabindranath Tagore’s ever popular children’s book, Sahaj Path.

The nomenclature is by none other than the Chief Minister, Mamata Banerjee, whose contribution to creating names and logos of various Government schemes and products have been widely appreciated.

The designer sarees are going to hit the stores before or during this Durga Puja. Plans are also afoot to export these sarees.

The Research and Development Wing of the Biswa Bangla Marketing Corporation Limited and the craftsmen are consulting and trying out the designs to be used for the final products. The Chief Minister is also taking an active interest in the designing process.

Designs other than those based on Sahaj Path are going to be incorporated into this new line of sarees.

Craftspeople in the State have welcomed this new concept, and are excited about its prospects. They are also being encouraged to come up with newer concepts by Biswa Bangla Corporation.

Biswa Bangla, another of Mamata Banerjee’s many contributions, has done a yeomen’s service in popularising worldwide traditional goods from Bengal – be it textile items or handicrafts or foods.

 

 

Image: biswabangla.in

 

 

‘বাংলাশ্রী’ – সহজপাঠ এবার বাংলার তাঁতের শাড়িতে

বাংলার শাড়িতে এবার মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৈরী শাড়ির নাম দিয়েছেন ‘বাংলাশ্রী’।পুজোর আগে বা পুজোর সময়ে এই শাড়ি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। দেশ–বিদেশেও পাঠানো হবে এই শাড়ি।

বিশ্ব বাংলা নিগমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের অফিসাররা ইতিমধ্যেই তাঁতশিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের শাড়ির নকশা দেখছেন এবং নিজেরাও নানান নকশা বলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকেও বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে। জোর দেওয়া হয়েছে গুণগতমানের ওপর। সহজপাঠ ছাড়াও নানান নকশার কথা ভাবা হচ্ছে।

বাংলার শিল্পীরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এর মাধ্যমে তারা নতুন শিল্পসৃষ্টির অনুপ্রেরণা পেয়েছেন। তাদের শিল্পনৈপুণ্য পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে।

 

Bengal Govt promoting mango cultivation as part of 100 Days’ Work

Mangoes are now being grown in places in Bengal which are not known to be mango-growing regions. This effort by the State Government is helping a lot of people to make a proper living.

The State Government has started these projects as part of the 100 Days’ Work Scheme, in which Bengal has been acknowledged as a leader multiple times in multiple categories by the Central Government.

Villagers who till now were mostly engaged in work like cutting canals and digging wells are now turning into mango growers. Self-help groups (SHGs) have been formed in many villages for the purpose.

Due to these projects, the dry districts of Bankura, Birbhum and Purulia, and Jhargram, are turning into major mango-producing regions. Some of the best varieties of mango like amrapali, mallika and lyangra are being cultivated in these places.

In fact, recently, at mango fests organised by the State Government in Kolkata, mangoes from these regions were a major hit. People were pleasantly surprised by the quality of the fruits.

The land on which the orchards are being planted have been taken on lease for 25 years by the State. Of the profits, 25 per cent goes to the land owners, 65 per cent to the self-help groups and 10 per cent to the local panchayats.

 

রাজ্য সরকারের উদ্যোগে একশো দিনের কাজের তালিকায় আম চাষ

যেসব অঞ্চলে কখনও আমের ফলন হত না, সেসব অঞ্চলের এখন আশাতীত ভাবে হচ্ছে আমের ফলন। দিব্যি ফলছে আম্রপালী, মল্লিকা, ল্যাংড়া। এর পেছনে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। এর ফলে সেই সব অঞ্চলের মানুষরা হয়েছেন স্বনির্ভর।

রাজ্য সরকার এই প্রকল্পকে ১০০দিনের কাজের আওতায় এনেছে। আর ১০০ দিনের কাজে দেশের মধ্যে বহু মাপকাঠিতে ও বহুবার সেরা হয়েছে বাংলাই।

আগে যেসকল শ্রমজীবী মানুষ ১০০ দিনের কাজের আওতায় কুয়ো বা খাল খনন করতেন, তারাই এখন হয়ে উঠেছেন আমচাষী। এই বাবদ অনেক জেলায় অনেক স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে।

এই প্রকল্পের সৌজন্যে শুষ্ক জেলা যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম আসতে আসতে হয়ে উঠেছে আম ফলনকারী জেলা।
রাজ্য সরকারের উদ্যোগে সাম্প্রতিককালে সারা রাজ্যের বিভিন্ন প্রজাতির কলকাতায় যে আমের ও আমজাত খাদ্যদ্রব্যের মেলা হল, তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মেলায় আগত মানুষরা আশান্বিত ভাবে খুশি আমের গুনমান নিয়ে।

যেসকল জমিতে আমচাষ হচ্ছে, সেসব জমি ২৫ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। চুক্তি হয়েছে, জমি-মালিক পাবে ফলনের ২৫%। ১০% দিতে হবে পঞ্চায়েতকে। বাকি ৬৫% পাবে স্বনির্ভর গোষ্ঠী।

 

 

State Health Dept to introduce SMS alert system to fight dengue

The State Health Department is developing an SMS alert system to improve the monitoring and effective implementation of house-to-house surveillance for prevention and control of dengue.

Rs 12.2 lakh has been allocated for the first phase of the project, to be implemented by the State Urban Development Agency (SUDA).

People throughout the state will be able to avail various services in this regard through SMS messages. The Health Department will be able to send messages to people, especially important in dengue-prone areas, and vice versa, suspected victims of dengue and their family members will also be able to get in touch with the Health Department.

Patients will get to know information about treatment facilities available in State Government-run health centres, blood testing facilities, etc.

Kolkata Municipal Corporation (KMC) has taken up a similar initiative to check the spread of dengue, malaria and the other vector-borne diseases. KMC is also going to introduce a mobile application for providing information relating to the KMC-run health centres and the various health services that it provides.

 

ডেঙ্গুর প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ে এল এসএমএস পরিষেবা

ডেঙ্গু প্রতিরোধ করতে একটি এসএমএস সচেতনতা সিস্টেম তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ।রাজ্য নগরোন্নয়ন সংস্থা এই প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ১২.২লক্ষ টাকা বরাদ্দ করেছে।

এই এসএমএস বার্তার মাধ্যমে রাজ্যবাসী ডেঙ্গু প্রতিরোধ সহ অন্যান্য পরিষেবা সংক্রান্ত অনেক পরিষেবা পাবে। স্বাস্থ্য দপ্তর সকলকে এসএমএস বার্তা পাঠাবে বিশেষত ডেঙ্গু প্রবণ অঞ্চলগুলিতে। পাশাপাশি ডেঙ্গু পীড়িত মানুষ ও তার পরিবার পরিজনও স্বাস্থ্য দপ্তরকে এসএমএস করে নানারকম অনুসন্ধান করতে পারবেন।

রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য ক্যাম্পগুলোতে রক্ত পরীক্ষা সহ আর কি কি পরিষেবা পেতে পারেন তা জানতে পারবেন জনসাধারন।

মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ করতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনও একই রকম উদ্যোগ নিয়েছে। তারাও খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করতে চলেছে, যেখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে কি কি পরিষেবা পাওয়া যায়, তার বিস্তারিত বিবরণ থাকবে।

 

Pathadisha app and transport card increasing popularity of State Govt’s AC buses

Calculations by the Bengal Transport Department have shown that the Pathadisha app and the transport card – both initiatives by the State Government – have resulted in increased popularity and hence, earnings for the Government-run AC buses.

The Pathadisha app has enabled people to know the real-time location of the buses, therefore, they now know exactly how long to wait or when to leave home. Therefore, more people are availing of the buses. The transport card has helped too, as people no longer need to have ready cash.

Both the initiatives are first-of-its-kind initiatives by the Bengal Government, and people are benefitting a lot. Because of the intense summer, more and more people are travelling on these buses.

Currently, CSTC runs 234 AC buses, earning from which in May 2017 stood at Rs 4,77,79,000, up from Rs 4,13,75,000 in April 2017, which was an improvement too from the previous month’s Rs 3,55,83,000, which combine to Rs 12,47,37,000. The earning from the same three months in 2016 was Rs 10,50,59,000. Therefore, there has been an increase of 18.37 per cent.

The department has further plans to improve on the aspects which have led to this increase in earnings.

অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ডের দৌলতে সরকারি এসি বাস থেকে আয় বাড়ছে

সরকারের এসি বাসে টিকিট বিক্রি বাড়িয়ে দিয়েছে অ্যাপ এবং ট্রান্সপোর্ট কার্ড। চলতি গরমে এসি বাসগুলি থেকে আয় কত হল, তা নিয়ে গত কয়েকদিন ধরে হিসাব চলছিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমে।
নিগম সূত্রে জানা গিয়েছে, গত মার্চ থেকে তুলনামূলকভাবে প্রতি মাসেই বেড়েছে এসি বাসের আয়। এবারের গরমে মোট আয় গত বছরের থেকেও অনেকটাই বেশী।

পথদিশা অ্যাপ চালু এবং ট্রান্সপোর্ট কার্ডের জনপ্রিয়তা বাড়তে থাকাতেই গরমে এসি বাসের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী বলে মনে করছেন কর্তাদের অনেকেই।অ্যাপের মাধ্যমে বাসের খবর যাত্রীরা আগাম জানতে পারায় সরকারি বাসের উপরে নির্ভরতা বেড়েছে আরও। তাতে বেড়েছে যাত্রী সংখ্যাও। তারই প্রভাব পড়েছে আয়ের উপরে।

গত মার্চ মাসে এসি বাসগুলি থেকে মোট আয় হয়েছে ৩কোটি ৫৫লক্ষ ৮৩হাজার টাকা। এপ্রিল মাসের হিসেবে দেখা যাচ্ছে, বাসগুলি থেকে আয় বেড়ে হয়েছে ৪ কোটি ১৩লক্ষ ৭৫হাজার টাকা। মে মাসে এসি বাসগুলি থেকে আয় বেড়েছে আরও। ওই মাসে এই খাতে মোট ৪কোটি ৭৭লক্ষ ৭৯হাজার টাকা আয় হয়েছে। সব মিলিয়ে চলতি গরমে শুধু এসি বাস থেকেই মোট আয় হয়েছে ১২কোটি ৪৭লক্ষ ৩৭হাজার টাকা।

গত বছরের তুলনায় এ বছর এসি বাসের সংখ্যায় কোনও হেরফের হয়নি। তা সত্ত্বেও গত বছরের গরমের তিন মাসের তুলনায় এবার আয় অনেকটাই বেড়েছে। গত বছরে এই তিন মাসে মোট আয় হয়েছিল ১০কোটি ৫০লক্ষ ৫৯হাজার টাকা অর্থাৎ শতাংশের হিসাবে এবারে আয় বৃদ্ধি পেয়েছে ১৮.৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশেষ এই অ্যাপটির সূচনা করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ ছাড়াও ট্রান্সপোর্ট কার্ড চালু করাকেও আয়বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। গত মার্চ মাস থেকে নয়া কার্ড চালু হয়ে যাওয়া এবং ক্রমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াও এসি বাসের আয়বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

Bengal Govt’s Bharsa Scheme to create a pool of professional care-givers for the aged

The Bengal Government is starting another social scheme – Bharsa – to create a pool of professional care-givers for senior citizens of the State. The scheme would be implemented through the State Women and Child Welfare Department.

As part of the scheme, youths would be given training as care-givers for the aged. The four-month training programmes would start from coming July.

The fundamental idea behind the scheme is the fact that young men and women as friends-cum-care-givers are much more appealing to the aged. The training would focus on the care and health management as well as on the aspect of developing empathy for senior citizens.

In the initial batch, 50 people would be provided the training to become professional care-giving. Importantly, keeping in view the security of senior citizens, all those to be provided training would have to undergo a thorough police verification.

 

বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘ভরসা’

বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় নতুন মানবিক প্রকল্প আনতে চলেছে মা মাটি মানুষের সরকার । নতুন প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘ভরসা’।

এই প্রকল্পের অভিনবত্ব হল বয়স্কদের যত্ন নেওয়ার জন্য যুবক-যুবতীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে আগামী জুলাইয়ের শুরু থেকেই।

এই প্রশিক্ষণের পেছনে মৌলিক ধারণা হল, বয়স্কদের কাছে যুবকদের বন্ধু হিসেবে গড়ে তোলা। বয়স্কদের বিশেষ চিকিৎসাগত পরিষেবা, যত্ন এবং সহানুভূতি সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যুবকদের।

নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর, আপাতত চার মাসের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ৫০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে দুটি ব্যাচে। যারা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের পরে অংশ গ্রহণ করতে পারবেন।

 

Bengal Govt to start distributing wheat under food security schemes from July

State Food and Supplies department will start distributing wheat among beneficiaries under the food security scheme from July.

Wheat will be procured after floating a tender. It is expected that the processes of distributing wheat will be started from July. The department has decided to distribute wheat as it has a demand among the people

Meanwhile, ration shops are being set up at Dooars of North Bengal. In the first, phase ration shops will be set up at 126 locations. The state Food and Supplies mMinisterJyotipriya Mullick has recently held a meeting at Uttarkanya in Siliguri in this regard.

The Bengal government had decided to distribute free ration to mothers with newborn babies across the state so that they do not suffer from malnourishment and for this, the department will distribute coupons to around 30,000 mothers across the state. The department has also chalked out a detailed plan to bring more number of pregnant women under the scheme. Mothers can now show the coupons at ration shops where they will be supplied with rice, wheat, gram and lentils. They would be given the coupons at the time when the leave the government hospitals or sub-centres, after their deliveries. One of the main purpose of this initiative was to bring down malnutrition.

The department has already instructed the ration shops to provide five kg of rice, 2.5 kg of wheat and 1 kg of lentil every month to the mothers against the coupons.

 

খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য সরকার

আগামী জুলাই মাস থেকে খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

একটি টেন্ডারের পরই এই প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে যে জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জনসাধারণের মধ্যে চাহিদা আছে বলে দপ্তর এই গম বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সেও রেশন দোকান গড়ে তোলা হচ্ছে। প্রথম দফায়, ১২৬ টি জায়গায় রেশন দোকান হবে। সম্প্রতি এই নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় একটি বৈঠক করেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিকে, উত্তর বঙ্গের ডুয়ার্সে রাশির দোকান চালু করা হচ্ছে। প্রথমত, ১২৬ টি স্থানে ফেজ রাশির দোকান স্থাপন করা হবে। রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মুলিক সম্প্রতি শিলিগুড়িের উত্তরাণকানায় একটি বৈঠক করেছেন।

রাজ্যের নবজাতক শিশুরা যাতে অপুষ্টির শিকার না হয় তাই ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৩০ হাজার মায়েদের এই কুপন দেওয়া হবে।

এই স্কিমের অধীনে গর্ভবতী মহিলাদের আনারও পরিকল্পনা করা হচ্ছে। ওই কুপনগুলি রেশন দোকানে দেখালেই তাদেরকে চাল, গম, ডাল সরবরাহ করা হবে। প্রসবের পর সরকারি হাসপাতাল থেকে ছুটির দিন মায়েদের এই কুপনগুলি দেওয়া হবে।

দপ্তরের নির্দেশে কুপনের পরিবর্তে রেশন দোকানগুলি প্রতি মাসে ৫ কেজি চাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ডাল  দেবে।

 

Mamata Banerjee reacts to NDA’s candidate for Presidential election

Bengal Chief Minister Mamata Banerjee’s statement regarding NDA’s candidate for Presidential election:

“In order to support someone, we must know the person. Candidate should be someone who will be beneficial for the country. Opposition will meet on 22nd June, then only we can announce our decision.

I am not for a moment saying that the Bihar Governor Ram Nath Kovind is unfit to be the President. I have spoken to 2 or 3 other Opposition leaders, they are also surprised. There are other big Dalit leaders in the country. Just because he was the leader of Dalit Morcha of BJP they have made him the candidate.

The office of President is a key post. Someone of the stature of Pranab Mukherjee, or even Sushma Swaraj or Advani ji may have been made the candidate.”

Earlier, the Chief National Spokesperson of the party, Derek O’Brien also took to Twitter to react to the news. He said: “The name was announced at the BJP Press conference. That’s how we got to know. Not even informed. How many of you logged onto Wikipedia today? I did.”

 

বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি

“শুনলাম যার নাম বলা হয়েছে উনি বিহারের রাজ্যপাল। আমি জানি না, চিনি না এবং এই নাম নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়নি। আমরা একটা consensus এরপ্রস্তাব দিয়েছিলাম।

Consensus মানে সবাই মিলে একসাথে করা। রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ portfolio এবং সংবিধান ও দেশকে রক্ষা করা তাঁর এক নম্বর কাজ। সুতরাং আমরা ভেবেছিলাম প্রণবদার মত কাউকে করা হবে।

এটা শুনে আমি নিজেই অবাক হচ্ছি, দেশে কি আর কেউ ছিল না? আরও অনেক বড় বড় দলিত নেতা আছেন। এটা একটা political purpose. আমার মনে হয়maturity থাকলে এরকম হয় না।

কিন্তু আমি এখনই কিছু বলব না, ২২ তারিখে আমাদের একটা সর্ব দলীয় বৈঠক আছে। আমাদের সাথে নাম নিয়ে আগে কোন আলোচনা হয়নি। নাম ঘোষণা হয়েযাওয়ার পর যদি কেউ কথা বলতে চায় তাহলে আমরা বলব আমরা জানি না, চিনি না।  এটা consensus candidate বলে আমার মনে হয় না।

যারা সংবিধানকে জানে এরকম কেউ হতে পারত, প্রণবদা, আদবানি জি বা সুষমা জি হতে পারতেন। আমি বলছি না বিহারের রাজ্যপাল সংবিধান জানে না। উনি বিজেপির দলিত শাখার president ছিলেন। যাকে দেশের কাজে লাগবে, যিনি দেশটাকে ভালো চিনবেন তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত”।

এর আগে, দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও টুইটারে এই খবরটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “বিজেপি সাংবাদিক সম্মেলন করে এই নাম ঘোষণা করেছে। তাই আমরা জানতে পেরেছি। আজ আপনারা কজন উইকিপিডিয়ায় লগ ইন করেছেন? আমি করেছিলাম”।