Will do everything to ease GST woes: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Centre for destroying the federal structure of the country as the state governments were being forced to follow their (Centre’s) policies despite having objections.

The West Bengal Assembly on Tuesday passed the State Goods and Services Tax (SGST) Bill, 2017. Trinamool’s ideological position on GST would not alter, the Bengal CM said. “The common people are facing problems and since we value democracy the party will stand behind the masses,” she said speaking in the Assembly after the passing of the Bill.

“The Centre could have fed many poor people with the money which had gone in the ad spend for creating awareness about GST… The country is now in an acute crisis,” she said. The state had issued an ordinance in June end to facilitate treasury operations by the government from July 1, the date of implementation of the new tax regime across the country.

The Bengal CM said that the state government had “no option” but to issue the ordinance on GST as otherwise, the state would not have been able to conduct any treasury operation. “The state government is sitting before the nozzle of a gun and the central government machinations forced us to do that,” she said.

The Bengal Chief Minister said the state government was clearly against the hasty implementation of the new tax regime and had urged the Centre to postpone it by two months. “But we were really hard-pressed and so the ordinance had to be issued.” The government, she said, needed money to pay salaries, make developmental expenditure and others. As the ordinance had a definite lifetime, it had to be ultimately ratified by the Assembly. She said owing to many objections raised by state finance minister Amit Mitra at the GST Council meetings, taxes on many items of common use had been lowered.

On Trinamool’s stand, she said, “Previously we had supported GST as it was portrayed to be uniform across the nation, but the experience is totally different.” The textile sector, medicine shops, small businessmen had been affected by the new tax law, she said, adding that demonetisation and GST were “two big scandals” perpetrated by the BJP-led government at the Centre.

 

বাধ্য হয়ে মানছি জিএসটি: মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের জন্য বাধ্য হয়ে রাজ্য পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা মেনে নিয়েছি কিন্তু গরিব মানুষের স্বার্থে এই কর সম্পর্কে আমাদের যে লড়াই, তা যেমন ছিল, তেমন চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বিল অনুমোদন করাতে গিয়ে এই কথা বলেছেন।

তিনি বলেন, “পণ্য পরিষেবা করের ব্যাপারে আমরা কখনওই আমাদের অবস্থান থেকে সরে আসেনি। এক দেশ এক কর ব্যবস্থা, আমরা সমর্থন করেছি। কিন্তু, সবসময় বলেছি, দেখতে হবে এর ফলে গরিব মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। উপযুক্ত পরিকাঠামো সারা দেশে গড়ে তোলার জন্যে, বিষয়টি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য, তাড়াহুড়ো না করতে অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও ওরা তাড়াহুড়ো করেছে। গরিব মানুষের কথা ভাবেনি। এরপরেও গরিব মানুষের যেটুকু সুবিধা আছে তা আমাদের লড়াইয়ের জন্যই। আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র অনেক সময়ই একা লড়াই করেছেন। জয়ললিতা ছাড়া কেউ পাশে ছিলেন না। এর আগে আমরা অধ্যাদেশ জারি করেছি, এখন আইন করেছি। না–হলে কেন্দ্রের অসহযোগিতায় সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যেত। আমাদের টাকা আমরাই ব্যবহার করতে পারতাম না। জিএসটি আইন হয়ে যাওয়ার পর এখন তো আর এমপাওয়ার্ড কমিটি নেই। কাউন্সিল হয়েছে। তার চেয়ারম্যান অরুণ জেটলি। তবুও আমরা সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দ্রব্য ও পরিষেবায় করের হার কমানোর জন্যে লড়াই চালিয়ে যাচ্ছি।”

অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটিতে প্রচণ্ড লড়াই করেছি বলেই রাজ্যগুলো কিছুটা সুবিধা পাচ্ছে। সুজন চক্রবর্তী জানান, বাংলার বঁড়শি সারা ভারতে এমনকী দেশের বাইরেও রপ্তানি হয়। বঁড়শি ও পোশাক শিল্পে যাতে করের বোঝা কমে তা দেখতে হবে। এবং ওষুধের ওপর বিশেষ করে জীবনদায়ী ওষুধের ওপর কর যাতে ৫ শতাংশের বেশি না হয় তা নিয়ে কেন্দ্রকে চাপ দেওয়া হোক।”

 

Mamata Banerjee launches BJP Bharat Chhoro Andolan from Medinipur

On the 75th anniversary of Quit India movement, Mamata Banerjee today raised the slogan “BJP Bharat Chhoro” at a public meeting in Medinipur.

Mamata Banerjee said she will go for a tour of different states to garner national support for Trinamool Congress’s “BJP Quit India” movement.

“I will go to New Delhi tomorrow. On August 27, I shall attend an anti-BJP rally at Patna. On August 30, I shall visit Jharkhand that is witnessing frequent incidences of attacks over dalits,” she said at the party rally.

She said her anti-BJP movement will continue till the current Union government is unseated in the 2019 Lok Sabha elections.

“Yesterday throughout the night we saw the battle between democracy and autocracy. I am glad that finally democracy won,” she said referring to the victory of Ahmed Patel for election to Rajya Sabha from Gujarat.

She also said that in Bengal, Trinamool Congress will organise block-level programmes in support of “BJP Quit India” movement till September 5. “We will give a break during the festive season and after that again the party will go ahead in full swing with different political programmes that will continue till 2019 Lok Sabha elections,” she said.

Mamata Banerjee also took at a dig at BJP general secretary, Amit Shah, without naming him for having lunch at the residence of a dalit in north Bengal. “On the one hand, BJP will encourage atrocities on dalits and one the other their leaders will have lunch at the residence of a dalit. These two things cannot go on together,” she remarked.

The Trinamool Congress chief also described CPI(M) as a hypocrite and alleged it is a clandestine partner of BJP. “CPI(M) is a party of hypocrites that follow double-standards. When they go to the hills they speak of division of the state and in the plains they speak differently. They have clandestine understanding with BJP,” she said.

 

মেদিনীপুরে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিজেপি’র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আজ থেকে শুরু হল ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন। চলবে আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এই আন্দোলন হবে সারা বাংলা জুড়ে। আজ মেদিনীপুরের কলেজ মাঠে একটি জনসভা থেকে এই কর্মসূচীর সূচনা করলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আমরা ভারত ভাগ হতে দেব না। যারা দিল্লিতে ক্ষমতায় আছেন তারা দেশটাকে ভাগ করতে চাইছে। কেউ কেউ রাজনৈতিক স্বার্থে আবার বাংলাও ভাগ করতে চাইছেন।

সিপিএম-বিজেপির কোন পার্থক্য নেই। সিপিএম এক এক জায়গায় এক একরকম কথা বলে। পাহাড়ে গেলে বলে বাংলা ভাগ করে নিতে, সমতলে থাকলে বলে আমরা ওয়াক আউট করলাম।

৩৪ বছর ধরে সিপিএম বাংলাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। মেদিনীপুরে এখনোও মাটির নীচে কত নরকঙ্কাল পুঁতে রেখেছে তাঁর কোন হিসেব নেই। সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই কোথাও বাকি নেই ওদের অত্যাচারের। কেউ কেউ সম্পত্তি আর নিজেদের রক্ষার স্বার্থে দিল্লির নেতাদের হাত ধরেছে। বিজেপির হাত ধরে সিপিএম ভারতেও বাঁচা যাবে না, বাংলাতেও বাঁচা যাবে না।

এটা রাজনৈতিক লড়াই। গণতন্ত্রের লড়াই। সংঘাত আদর্শের, দর্শনের, চিন্তনের, মননের। ব্যক্তিগতভাবে কারো সাথে আমার কোন শত্রুতা নেই।

দলিতদের পিটিয়ে মারব, আর ফাইভ স্টার হোটেলের খাবার নিয়ে দলিতদের বাড়িতে গিয়ে লোক দেখিয়ে খেয়ে ছবি তুলব, এই রাজনীতি দিয়ে দলিতদের ভালোবাসা যায় না। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আগামী ৩১ আগস্ট আদিবাসীদের সমর্থনে সভা করতে আমি ঝাড়খণ্ড যাব। ২৭ তারিখ বিহারে লালু প্রসাদ যাদব জি-র পাটনার সভায় যাব।

ভারত ভাগ করার খেলা আমরা করতে দেব না। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এটা কি হচ্ছে – যারা ক্ষমতায় থাকবে শুধু তারাই থাকবে, আর বিরোধীদের কণ্ঠরোধ করতে হবে, মুখ বন্ধ করে দিতে হবে? আজ শাসকদলের under এ ভারতবর্ষ বিপন্ন। ভারতবর্ষের গণতন্ত্র , মানুষের স্বাধীনতা বিপন্ন, মানুষের ব্যক্তিগত অধিকার বিপন্ন।

তাই আমাদের স্লোগান – বিজেপি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো, অসহিষ্ণুতা ভারত ছাড়ো। আমাদের এই লড়াই চলছে, চলবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ব্লক, বুথে মিটিং-মিছিল চলবে।

কাল সারা রাত ধরে গুজরাত নিয়ে গণতন্ত্র বনাম একনায়ক তন্ত্রের খেলা হয়েছে। অবশেষে গণতন্ত্রের জয় হয়েছে; এটাই ভারতবর্ষের সহিষ্ণুতা, ভারতবর্ষের শক্তি।

জোর করে নোট বাতিল, নোট বন্দি থেকে জনগণ বন্দি, GST র নামে জনগণকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কখনো বলে এসব গরিব লোকেদের স্বার্থে করেছে। গরিব মানুষ কারা? তাদের চিনি, কেরোসিন তেল বন্ধ করে দিয়েছে, ICDS এর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আধার কার্ড না হলে মিড ডে মিল পাবে না, ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, জিনিসপত্র কেনা যাবে না – কোন আঁধারে আমরা রয়েছি? মানুষকে জোর করে বাধ্য করছে।

কেন নোট বন্দির জন্য ভারতবর্ষের ১০০ জন প্রাণ দিয়েছে। কার দোষে এতগুলো নিরীহ মানুষকে প্রাণ দিতে হল?

আমি একটা কথা বলি বিজেপি সরকারকে, কো-অপারেটিভ ব্যাঙ্কে নোট বন্দির নামে প্রায় ৪৫ হাজার কোটি টাকা জমা হয়েছিল, সেই টাকাগুলো আজও সেইভাবে পড়ে আছে কেন? সদুত্তোর চাই। টাকাটা যদি জনগণের হয়, তাহলে জনগণের টাকায় কি করবেন সরকার? জানান। আর যদি জনগণের না হয়, সেটাও কি করবেন সরকার জানান। ৪৫ হাজার কোটি টাকার মুল্য তো কম নয়, একটা স্টেটের বাজেট হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে।

নোট বন্দির নামে বেকারি বেড়েছে, যারা বাইরে কাজ করত, ফিরে এসছে, কৃষকরা জমিতে ফসল করতে পারে নি, ১০০র ওপর লোক মারা গিয়েছে।

এই জিএসটি আমরা চাই না। আমরা বাধ্য হয়েছি আইন করতে কারণ আমাদের স্টেটের ট্রেসারির ট্রানজাকশন বন্ধ করে দিচ্ছিল।

মিষ্টির দোকানে যান, দই খেলে ২৮% ট্যাক্স, আর লস্যি খেলে ট্যাক্স নেই। বাংলার ঘিয়ে ১৪% ট্যাক্স, গুজরাতে ঘিয়ে তিন% ট্যাক্স। আমরা কারোর বিরুদ্ধে নই। কিন্তু, এটা কেন হবে?

আমরা বারবার বলেছিলাম জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে করতে যেও না, মানুষকে সময় দাও, বুঝতে দাও, জানতে দাও। তা না, সব বন্ধ, খুচরো বাজার বন্ধ, টেক্সটাইল বাজার বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আজকে প্রায়।

ওরা মানুষের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছে। আমরা চিরকাল সব ধর্ম সকলে একসাথে বসবাস করেছি।

একতাই সম্প্রীতি এটাই আমাদের বাংলার সংহতি। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতবর্ষের বড় কথা।

দিল্লি থেকে এল নকল রাম, সাথে জুটল সিপিএমের বাম। বাবুরা শিখিয়ে দিচ্ছেন তরোয়াল নিয়ে রাস্তায় নামতে।

দাঙ্গার থেকে বড় শত্রু আমাদের জীবনে আর কিছু নয়।

Our lives are incomplete without sports: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee was the chief guest at the CAB annual awards ceremony in Kolkata today.

The best men and women cricketers in Bengal are presented awards annually. The Lifetime Achievement Award was presented to Palash Nandy. A special reception was given to pace bowler Jhulan Goswami for her exploits at the recently-concluded ICC Women’s World Cup in England, where India reached the final.

The main points of her speech were:

It is a matter of great pride that the final of the under-17 FIFA World Cup will be held in Kolkata. A total of seven to eight matches would be held here. This tournament will produce the Indian footballers of the future.

Another big gain for Kolkata would be the fact that Diego Maradona and many other giants of world football would come to Kolkata on the occasion of the World Cup.

Our lives are incomplete without sports. Sports is an integral part of our civilization and our culture.

A lot of academies are coming up these days where a lot of children are getting training in various sports. The State Government presents awards and thus encourages sporting activities.

I ask the children and youth of Bengal to get involved more in sports – be it cricket, kabaddi, football, swimming, archery or any other sports.

 

 

খেলা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ হয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ CAB-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বছরের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়। জীবনকৃতির পুরস্কার তুলে দেওয়া হয় পলাশ নন্দীর হাতে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীকে তাঁর সাফল্যের জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ: 

এবছর ফুটবলের আন্ডার ১৭-এর ফাইনাল ম্যাচ কলকাতায় হচ্ছে, এটা কিন্তু একটা বড় গর্বের ব্যাপার। ফাইনাল আগামী ২৮শে অক্টোবর। এরকম প্রায় ৭টা ৮টা খেলা হবে। এই সুযোগে আগামী দিনের খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য তৈরি হবে।

সারা বিশ্বের মারাদোনা থেকে শুরু করে সবাই তারাও নিশ্চয়ই অনেকেই আসবেন, সুতরাং এটা কিন্তু কলকাতার একটা বড় পাওনা।

খেলা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ হয় না, খেলা আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির মধ্যে এমন ভাবে জড়িয়ে আছে।

আজকাল অনেক অ্যাকাডেমিও তৈরি হচ্ছে, অনেক জায়গায় বাচ্চাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে এখন পুরস্কার দেওয়া হয়।

ক্রিকেট, কাবাডি, ফুটবল থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে আরচারি থেকে শুরু করে সমস্ত স্পোর্টসে আপনারা সকলে এগিয়ে যান।

 

 

Trinamool’s Derek O’Brien raises a Point of Order about different designs of Rs 500 notes

FULL TRANSCRIPT

My Point of Order is that Mr Kapil Sibal has raised a serious issue (of different designs of Rs 500 notes). Give us a chance, look at the (currency) notes. The Finance Minister is here. Even if Rule 267 is not allowed, any point can be raised under Rule 258.

For the last three weeks, we are giving Notices to discuss the ill-effects of demonetisation & hasty rollout of GST. Even today it has not been listed. We have given the Notice. As per Rule 29, we have raised this issue before. The Government is not serious about allowing a discussion on the ill-effects of demonetisation and hasty rollout of GST.

Mr Sibal has raised a point of order on post demonetisation and GST. This is a serious issue.

 

Sudip Bandyopadhyay speaks on the attack on Rahul Gandhi in Gujarat

FULL TRANSCRIPT

Madam, Rahul Gandhi ji is the leader of the largest Opposition party of the country. I think there should be no ifs and buts and no questions (about condemning) the attack on him. The incident is highly condemnable and disgraceful. Everybody should condemn it. We feel that this incident is the reflection of intolerance which is rising in the society.

Why should a political leader not be allowed to campaign or carry out any party work? Like Rajnath ji has said, I will also request Rahul ji to be covered always by the SPG forces. His life is important to all of us; his security should be taken care of.

Let the House condemn the incident unanimously.

State Govt boost for silk production in Bengal

The Bengal Government is hand-holding the sericulture industry in the State back to good times. A primary impetus towards this came when, under the direction of Chief Minister Mamata Banerjee, the Sericulture Department was brought under the fold of the Agriculture Department. This was part of a large-scale realignment of departments that is intended to increase productivity.

Among the measures the State Government is taking is the opening of ‘krishak samaj’ or farmers’ cooperatives in the districts for culturing mulberry worms, which subsequently lead to production of tussar silk.

The Government is setting up model sericulture centres and, through them, providing knowhow, equipment and pest-control chemicals. To encourage more farmers towards this, the compensation for crop insurance with respect to mulberry farming has been increased. Not only that, health insurance has also been introduced for women farmers.

Collective mulberry farming hubs, called ‘community nucleus centres’, have also been set up in some districts.

The State Government has provided employment opportunities to more than 1.05 lakh families in Bengal through these measures. It has conceived a ‘farm-to-fabric’ model for sericulture, and set a target for silk production for financial year 2017-18.

 

 

Source: 365 Din

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রেশম-তসর শিল্পের বাজারের হাল ফিরছে

 

বাংলার বিখ্যাত রেশম ও তসর বস্ত্রের খ্যাতি ফের স্বমহিমায় ফিরতে চলেছে এ রাজ্যে। শুধু রেশম বস্ত্রের খ্যাতি ফেরানোই নয়, রাজ্য সরকারের উদ্দেশ্য রেশম চাষের মাধ্যমে লাভজনক কর্মসংস্থান তৈরি করা। বিশেষত গ্রামীণ মহিলা, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষজনের অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টা করা হচ্ছে লাভজনক রেশম চাষের মাধ্যমে। বাম আমলের পুরো সময়টাই অবহেলিত ছিল সেরিকালচার দপ্তরটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেরিকারচার’ (রেশমগুটি চাষ) দপ্তরটিকে কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত করার পরই ফের সুনামের শিখরে পৌঁছতে চলেছে বাংলার রেশম ও তসর বস্ত্র।

সরকার রেশম চাষের উন্নতি সাধন থেকে শুরু করে রেশম থেকে পরবর্তী ক্ষেত্রে কোকুন এবং সুতা তৈরির ক্ষেত্রসমুহের ওপরও জোর দেওয়া শুরু করেছে। এক সময় বাংলার রেশমের বস্ত্রের সুখ্যাতি ছিল জগতজোড়া। তবে স্বাধীনতা পরবর্তীকালে ক্রমশই সেই সুখ্যাতিতে ভাটা পড়তে শুরু করে। ফলতই লাভজনক এই চাষ ক্রমশ ফিকে হতে থাকে। কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু সেরিকালচার দপ্তরের দায়িত্ব হাতে নেওয়ার পরই একাধিক পদক্ষেপ গ্রহণ করেন রেশম চাষের সমৃদ্ধির উদ্দেশ্যে।

এ প্রসঙ্গে কৃষি দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘রাজ্যের জঙ্গলমহল থেকে শুরু করে সমস্ত জেলাতেই রেশম চাষের জন্য একটি স্থায়ী কৃষকসমাজ গড়ে তোলার চেষ্টা করছে সরকার। তুঁত চাষ এবং তসরের ক্ষেত্রে বীজের চাহিদার বিষয়ে স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই উন্নতমানের রেশম

 

 

 

Ahamed Hassan makes a Special Mention on reforms in the education sector

FULL TRANSCRIPT

Sir, the education sector in India faces structural issues. The case of West Bengal may be studied to address these issues.

Between May 2011 and May 2017, 16 universities have been set up, out of which seven are State-aided. Thirty-one Government colleges and 16 Government-aided colleges have also been established.

The State mandated a 17 per cent reservation for OBC students as a result of which almost 60,000 OBC students were given admission at the State’s UG and PG level courses in 2014-15, and almost 1,00,000 in 2015-16.

The State has also established 732 smart classrooms in State-aided universities, Government colleges and Government-aided colleges at a total cost of Rs 22 crore. Every State-funded higher education institution has an e-learning space with free internet facilities for students and teachers during work hours. The budget of the Swami Vivekananda Merit-cum-Means Scholarship Scheme has been enhanced to Rs 200 crore in 2016-17 from Rs 45 crore in 2015-16. During 2016-17, the number of student beneficiaries has been almost 74,000.

Issues concerning teachers and other staff have also been addressed. These include granting leave travel concession to university and college teachers, bringing them under the West Bengal Health Services Scheme, conferring child care leave and paternity leave on male and female university and college teachers respectively, conferring teaching status on librarians, deputy librarians and assistant librarians of Government-aided colleges and graduate laboratory Instructors, etc.

A study of these schemes may be instructive for the Central and State Governments.

 

Sukhendu Sekhar Roy makes a Zero Hour mention on the deplorable state of the jute sector in India

FULL TRANSCRIPT

Sir, through you I would like to draw the attention of the Central Government to the pitiable condition of the jute sector in India. Last year, 13 lakh tonnes of jute were produced in 5 lakh hectares of land.

The Jute Corporation of India, under the Government of India, bought only 56,000 bales whereas 90 lakh bales were available. Farmers who are associated with the jute industry are forced to opt for distress sale. They are selling jute at a loss of Rs 400-500 per quintal. The Jute Corporation has not reached out to them in this distress.

Even this year, the Jute Corporation of India has not yet intervened in the market until now. As a result, farmers are not getting the MSP (as decided by the Government) on jute. This year too the farmers are selling their produce at a loss of Rs 700-800 per quintal. This is the sorry state our farmers are in. Almost 30 lakh families are connected to the jute sector; hence, this is a matter of concern.

That apart, due to the anti-people policies adopted by the Centre, 17 of the 62 jute mills have had to close down last year, of which seven have closed down permanently. There are three Government-run mills among these – National, Alexandra and Union. These three jute mills have closed down forever.

The policy that the Government announced this year is helping the plastic lobby; the Jute Packaging Material Compulsory Act has been violated and diluted. The Government has announced instructions to stop the use of all jute bags by 2024. Till now, the Government has decreased up to 80% the use of jute bags for sugar packaging, and up to 50% for other foodgrains.

Manish Gupta asks a Question about sanctioned work-charged posts in Railways

FULL TRANSCRIPT

Sir, the issue of work-charged staff in the Railways is very old and will continue for many years. We have this issue in other departments of the Government too; work-charged staff is a serious issue.

Now, I would like to ask the Minister, through you Mr Chairman, whether the Railways is deploying any other policy to control this malaise. Is something like benchmarking of manpower productivity ratio being continuously done because it is a useful tool to control the dynamics of work-charged staff?

 

 

Mamata Bala Thakur asks a Question on Swadhar Greh Scheme

FULL TRANSCRIPT

How many educational benefits have children been given and what is the policy that has been adopted to make children more educated to help save them from child labour? How many congeries have been organised?

The national women’s helpline number, 18181, does not work/function properly. The Various States have their own helpline numbers, most of which do not function properly as well. It is due to this, that rural women are facing a lot of trouble and confusion.

My question is that whether this Government has taken any practical, concerted efforts via helplines to assist women and what are the various schemes available and for how long will one helpline number be applicable?

Thank you.