Natya Mela begins today

The 17th edition of Natya Mela will be inaugurated today at 5 pm at Rabindra Sadan. With the inspiration of Chief Minister Mamata Banerjee, this event is being organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

The plays will be staged at: Rabindra Sadan, Madhusudan Mancha, Girish Mancha, Sisir Mancha, Minerva Theatre, Paschimbanga Natya Academy grounds and Mukto Mancha.

A special exhibition on ‘Professional Theatre Post-independence’ is being held at Rabindra Sadan on the occasion.

Natya Mela is open for all.

আজ থেকে শুরু নাট্য মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আজ শুরু হচ্ছে সপ্তদশ নাট্য মেলা। এই মেলাতে পরিবেশিত হবে পূর্ণ দৈর্ঘ্যের নাটক, স্বল্প দৈর্ঘ্যের নাটক, অন্তরঙ্গ থিয়েটার, নাটকের গান, মূকাভিনয়, লোকনাট্য ও পুতুল নাটক।

মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। যে যে প্রেক্ষাগৃহে এই নাট্য মেলার নাটকগুলি পরিবেশিত হবে, সেগুলি হল: রবীন্দ্রসদন, মধুসূদন মঞ্চ, গিরিশ মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা থিয়েটার, তৃপ্তি মিত্র নাট্যগৃহ, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রাঙ্গণ ও মুক্তমঞ্চ।

আজ এই মেলার উদ্বোধন হবে বিকেল ৫টায়, রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। এই মেলার অংশ হিসেবে রবীন্দ্রসদনে আয়োজন হয়েছে একটি প্রদর্শনীরও। বিষয় হল, স্বাধীনতা-উত্তর পেশাদার রঙ্গমঞ্চ।

এই মেলায় জনসাধারণের প্রবেশ অবাধ।

 

Maa, Mati, Manush Govt completes 500 days in second term

Led by Chief Minister Mamata Banerjee, the Maa-Mati-Manush Government in Bengal has completed 500 days in service of the people in the second term.

Besides implementing developmental works in all sectors, the present Government has taken numerous decisions which have been hailed by people.

Here are some of major developmental initiatives during the last 500 days:

• Formation of new districts like Kalimpong, Jhargram and West Midnapore, East Bardhaman and West Bardhaman.
• Bengal’s Kanyashree scheme received the United Nations Public Service Award.
• New Police commissionerates in Hooghly formed.
• Samarthan Scheme was launched for demonetisation hit traders
• Successful organisation of FIFA U-17 World Cup including the semi-final and the Final match
• Popular ‘Ekushe Annapurna’ scheme is being extended to the districts.
• Bengal government is providing free software to small traders for filing goods and services tax (GST) returns.
• Bengal is number one in rice production in the country at present. In 2016-17, 1 crore 60 lakh 70 thousand metric tonnes were produced.
• ‘Khajna’ tax on agricultural land has been abolished.
• Bengal Government has decided to sanction paid maternity leave for all categories of female contractual employees engaged directly by the State Government.
• 12 more medical colleges will be set up in the state by 2021.
• The State has been awarded ‘Krishi Karman Award’ by Government of India in 2016, consecutively for 4th year in a row.
• Under the programme “Universalization of Soil Health Card for the farmers” 13 lakh Soil Health Cards (SHC) have been distributed till end of November, 2016.
• The coverage under Bangla Fasal Bima Yojana has gone up from 10•09 lakh farmers in kharif 2015 to 32•40 lakh farmers in kharif, 2016.
• 165 Krishak Bazars have been completed till date and they are being operationalised for optimum utilisation of assets.
• During the financial year 2016-17 (from April to December) an amount of Rs.522 crore has been spent and 446•985 KM road length has been constructed under Gramin Sadak Yojana.
• 10 new Government Polytechnics and one Government Sponsored Polytechnic were operationalized in 2016. WIFI connectivity has been done in 47 Polytechnics.
• ‘Safe Drive Save Life’ has picked up tremendous momentum towards greater road safety.
• A new scheme named ‘Baitarani’ has been undertaken to renovate the cremation ghats of the Hindus.
• Three Development Authorities, viz., Bakreswar Development Authority, Patharchapuri Development Authority and Mukutmanipur Development Authority have been created.

 

দ্বিতীয় মা মাটি মানুষ সরকারের ৫০০ দিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় মা মাটি মানুষ সরকারের ৫০০ দিন পূর্ণ হল। উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রচুর জনমুখী সিদ্ধান্ত নিয়েছে এই সরকার।

দেখে নেওয়া যাক গত ৫০০ দিনে নেওয়া কিছু উন্নয়নমূলক কর্মসূচীঃ-

  • বাংলার কন্যাশ্রীর বিশ্বজয়। রাষ্ট্রসংঘের ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প।
  • কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা নির্মাণ।
  • হুগলী জেলায় নতুন পুলিশ কমিশনারেট তৈরী।
  • নোট বাতিলে ক্ষতিগ্রস্তদের জন্য সমর্থন প্রকল্প।
  • সফল ভাবে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা সঞ্চালনা।
  • দুর্গা পুজো, দীপাবলি ও ছট পুজোতে বিশেষ ফুড প্যাকেজ বিতরণ।
  • ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প এবার পৌঁছে গেছে জেলায় জেলায়।
  • জিএসটি রিটার্ন জমা দেওয়ার জন্য ছোট ব্যাবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার প্রদান।
  • ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে। ২০১৬-১৭ অর্থবর্ষে ১.৬ কোটি মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
  • কৃষিজমির ওপর খাজনা মকুব করেছে রাজ্য সরকার।
  • রাজ্য সরকারের সমস্ত চুক্তিভিত্তিক মহিলা কর্মীরা পুরো বেতন পাবেন মাতৃত্বকালীন ছুটির সময়।
  • ২০২১ সালের মধে রাজ্যে নতুন ১২টি মেডিক্যাল কলেজ খোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • ২০১৬ সালে চতুর্থবার রাজ্য পেয়েছে কৃষি কর্মন পুরস্কার।
  • ২০১৫ সালের (১০.০৯ লক্ষ) তুলনায় ২০১৬ সালের (৩২.৪০ লক্ষ) খারিফ মরশুমে বাংলা ফসল বিমা যোজনার আওতায় এসেছে অনেক বেশী কৃষক।
  • এখন পর্যন্ত ১৬৫টি কৃষক বাজার তৈরি হয়েছে। এর মধ্যে ১৪৯টি কৃষক বাজার মূলত ধান উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করে।
  • ২০১৬ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে গ্রামীণ সড়ক যোজনায় ৫২২ কোটি টাকা ব্যয়ে ৪৪৬.৯৮৫ কিঃ মিঃ রাস্তা নির্মাণ হয়েছে।
  • ১০টি নতুন সরকারি পলিটেকনিক এবং ১টি সরকারি স্পন্সর্ড পলিটেকনিক চালু হয়েছে ২০১৬ সালে।
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীতে উন্নতমানের পথ নিরাপত্তা প্রদান করার লক্ষ্যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে ট্রাফিক যন্ত্রপাতি, রোড ফার্নিচার, রোড ইঞ্জিনিয়ারিং ও সিসিটিভিতে।
  • শ্মশানগুলি সংস্কারের জন্য শুরু হয়েছে বৈতরণী প্রকল্প।

 

15 things Mamata Banerjee said at Conclave East 2017

1. Bengal is back on the map. We are growing in every sector, whether it is GDP, ease of doing business, agriculture or industry. Despite a legacy of 34 years, we are moving ahead.

2. Historically, irrespective of which party is in power, the Centre has given priority to western Indian States. We are not begging. We want what is rightfully ours. On the one hand, there is a State with 47 ports while our request for permission to build two ports in Bengal is falling on deaf ears.

3. There is no cooperative federalism in the country now. It is ‘super emergency’ now. The Centre is telling industrialists not to invest in Bengal. Democracy is finished.

4. Industrialists are under threat. More than 12,000 farmers have died. The media is under the scanner and cannot raise its voice. In fact, a section of the Delhi-based media has become His Master’s Voice for the BJP.

5. I do not have any personal vendetta against anyone. It is our responsibility to collectively fight for issues concerning the people. We must work together for the greater interest.

6. The BJP has no chance in Bengal. They only have a propaganda machinery and sponsored social media. They believe in divide and rule. They incite riots because they cannot fight us politically.

7. When I am on the chair, I work for all. It is wrong to say there is appeasement of minorities in Bengal. It is a propaganda by the BJP and a section of the national media. I am proud of the people of Bengal. The festive season passed off peacefully without any untoward incident.

8. We inherited a huge legacy of debt from the Left. Yet, we doubled our GDP and revenue earnings. We are running so many social schemes despite the debt. I have personally met the Prime Minister and the Finance Minister for the restructuring of debt of not just Bengal but other States too.

9. Narendra Modi is behaving like Tughlaq. They listed three targets for demonetisation – recovering black money, stopping terrorist activities and bringing in transparency. They have failed on all three counts. Even GST was passed hurriedly. Amit Mitra’s voice was not heard in the GST Council.

10. They conducted elections in Bengal by imposing curfew and Section 144. In Gujarat, Central forces, state forces and various agencies are all working together.

11. I have not changed at all. Politics is not a piece of cloth that you change three times a day. I am always with the people. Their trust matters the most in a democracy.

12. Today, union ministers are busy in expanding their party in different States. There is no development. This government believes only in bhashan, not action. They gave funds towards flood relief to BJP-ruled States but Bengal did not receive a penny.

13. The Centre, with their MP from the region, played a dirty game in the Hills. A conspiracy was hatched based on a rumour. Now peace has returned to the Hills.

14. Our ideology has always been pro-people, come what may. We are ready to go to jail; we won’t do any ‘understanding’ with them (BJP).

15. In Bengal, the income of farmers has doubled in six years. We have given employment to 81 lakh people. More than 100 crore man-days have been created. Despite non-cooperation by the Centre, we are focussed on growth in infrastructure. Bengal will lead the country in future.

 

 

কনক্লেভ ইস্ট ২০১৭’য় কি বললেন মুখ্যমন্ত্রী? দেখে নিন

 

১. উন্নয়ন ও প্রগতির পথে এগোচ্ছে বাংলা। জিডিপি থেকে শুরু করে ease of doing business, শিল্প, কৃষি সবেতেই এগিয়ে বাংলা। গত ৫-৬ বছরে বাংলার অভূতপূর্ব উন্নতি হয়েছে।

২. রাজনৈতিক দল নির্বিশেষে কেন্দ্র পশ্চিম ভারতীয় রাজ্যগুলিকে প্রাধান্য দিয়েছে। আমরা কেউ ভিক্ষা চাইছি না। আমরা আমাদের অধিকার দাবি করছি। একটা রাজ্যে ৪৭ টি বন্দর রয়েছে আর আমরা ২ টি বন্দর গড়তে অনুমতি চাইছি, কিন্তু ওরা পাত্তাই দিচ্ছে না।

৩. দেশে এখন ‘সুপার এমারজেন্সি’ চলছে। কেন্দ্র শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করতে বারণ করছে। দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে।

৪. শিল্পপতিদের ভয় দেখানো হচ্ছে। ১২০০০ এর বেশি কৃষক প্রাণ হারিয়েছে। সংবাদমাধ্যমও চাপের মধ্যে রয়েছে যাতে ওরা কথা বলতে না পারে। এমনকি, সংবাদমাধ্যমের একাংশ বিজেপির মুখপাত্রতে রূপান্তরিত হয়েছে।

৫. ব্যক্তিগতভাবে আমার কারো ওপর কোন রাগ নেই। মানুষের স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে আমাদের একজোট হতে হবে।

৬. বিজেপি বাংলায় কোন জায়গা করে নিতে পারবে না। ওরা শুধু সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও অপপ্রচার করে। ওরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না তাই ওরা দাঙ্গা লাগায়।

৭. আমি যেহেতু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসি আমার দায়িত্ব সকলের জন্য কাজ করা। বাংলায় সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে এটা ভুল ধারণা। এটা বিজেপি এবং সংবাদমাধ্যমের একটা অংশের অপপ্রচার। আমি বাংলার মানুষের জন্য গর্বিত। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উত্সবের দিনগুলো শান্তিপূর্ণভাবে কেটেছে।

৮. বাম আমলের বিপুল ঋণের বোঝা আমাদের ওপর। তা সত্ত্বেও আমরা আমাদের জিডিপি ও রাজস্ব দ্বিগুন করেছি। বিপুল আর্থিক বোঝা থাকা সত্ত্বেও আমরা সব সামাজিক প্রকল্পগুলি চালু রেখেছি। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং
শুধু বাংলা নয় অন্য রাজ্য গুলির বিপুল ঋণের বোঝা লাঘব করার কথা বলেছি।

৯. নরেন্দ্র মোদী মহম্মদ বিন তুঘলকের মতন আচরণ করছেন। নোট বাতিলের তিনটি উদ্দেশ্য ছিল – কালো টাকা ফেরত আনা, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ এবং স্বচ্ছতা। সব ক্ষেত্রেই ওরা ব্যর্থ হয়েছে। এমনকি জি এস টি তাড়াহুড়ো করে পাশ করানো হয়েছে। জি এস টি কাউন্সিল বৈঠকে অমিত মিত্রর বক্তব্য কেউ শোনেনি।

১০. ওরা ১৪৪ ধারা জারি করে নির্বাচন করিয়েছে বাংলায়। গুজরাতে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের বাহিনী এবং বিভিন্ন সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে।

১১. আমি একদমই বদলাইনি। রাজনৈতিক আদর্শ জামাকাপড়ের মত সকাল, বিকেল, সন্ধ্যে বদলানো যায় না। আমি মানুষের পাশে আছি। তাদের আস্থা জয় করাটাই আমার কর্তব্য।

১২. কেন্দ্রীয় মন্ত্রীরা উন্নয়নের কাজ না করে রাজ্যে রাজ্যে নিজেদের দলের বিস্তার করে বেড়াচ্ছেন। এই সরকার কাজ করে না, শুধু ভাষণ দেয়। ওরা বিজেপি শাসিত রাজ্যগুলিকে বন্যাট্রনের জন্য টাকা দিল, কিন্তু বাংলা কানাকড়িও পেল না।

১৩. পাহাড়ে কেন্দ্র, ও তাদের ওখানকার সাংসদ, নোংরা রাজনীতি করেছে। গুজব রটিয়ে পাহাড়ে আগুন লাগানোর চক্রান্ত হয়েছে। এখন পাহাড়ে শান্তি ফিরে এসেছে।

১৪. মানুষের পক্ষে থাকাটাই আমাদের আদর্শ। আমরা জেলে যেতেও প্রস্তুত কিন্তু ওদের সাথে কোনও আপস করব না।

১৫. গত ছয় বছরে বাংলার কৃষকদের যায় দ্বিগুন হয়েছে। আমরা ৮১ লক্ষ কর্মসংস্থান করেছি। ১০০ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে বাংলায় আমাদের আমলে। কেন্দ্রের চরম অসহযোগিতা সত্ত্বেও আমরা পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি। আগামী দিনে বাংলাই দেশ কে পথ দেখাবে।

 

Farmers’ income in Bengal has increased more than 2.5 times in 6 years

The condition of farmers in Bengal now is a far cry from the Left Front days. Over the last six years, the average annual income of farmers has increased by more than 2.5 times. From Rs 91,011 during financial year (FY) 2010-11, it has become Rs 2,39,123 during 2016-17 – an increase by 2.63 times.

This is the result of Chief Minister Mamata Banerjee’s thrust to the agriculture sector, a sector on which the majority of the people depend. For six years in a row, the latest being in 2017, the Bengal Government has received the Krishi Karman Award for highest production in different crops.

The biggest reason for the success in agriculture is the mapping of the soil introduced by the Trinamool Congress Government. As a result, farmers know exactly what to sow when. Then, the government is regular about buying at from farmers at minimum support price (MSP). It is building more warehouses, which is enabling much higher storage capacities of various crops, and hence higher buying capacities by the government.

Not just that, on Mamata Banerjee’s instructions, compensation is paid promptly to farmers whose crops are affected by natural disasters.

Source: Sangbad Pratidin

বাম আমলের তুলনায় রাজ্যে কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ

বিগত বাম আমলের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সমীক্ষায় জানা গিয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে একজন কৃষকের বার্ষিক গড় আয় ছিল ৯১ হাজার ১১ টাকা। ছ’বছর বাদে অর্থাৎ ২০১৬-’১৭ সালে সেই কৃষকেরই বার্ষিক গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা।

কৃষকদের আয় বাড়ানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। সেই কারণেই কৃষিজমিতে বহু ফসলি চাষের উপরে জোর দেওয়া হয়েছে। অনাবাদী জমিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে বিশেষ জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের বিনা পয়সায় বীজ, সার এবং যন্ত্রপাতি দিচ্ছে রাজ্য সরকার। আবার বাংলার ফসল বিমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার। যা আর কোনও রাজ্য করেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা শুরু হয়েছে। এ বছর বরাদ্দ হয়েছে ১,১৮১ কোটি টাকা। নানাভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে এই সরকার। তার ফলে কৃষকদের আয় বেড়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী দাবি করেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরপর ছ’বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় রয়েছে এই রাজ্য। ডাল, ভুট্টা, তৈলবীজ উৎপাদনে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।

কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যই হল, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা। আর সে কারণেই গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার হাল ভালো করা হয়েছে। জমিতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন (এফএসএসএম) প্রকল্প চালু হয়েছে। এমনকী কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্র চালুর জন্য কৃষি দপ্তরকে প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Charukala Utsav to be inaugurated today

The West Bengal Charukala Utsav will be inaugurated today at Rabindra Sadan at 5 PM by eminent artist and Trinamool Congress’s Rajya Sabha member, Jogen Chowdhury.

The inauguration will be followed by the felicitation of eminent artists and sculptors and the awarding of young and upcoming fine arts practitioners.

An exhibition of works by the awarded artists and sculptors will be held from today till December 3 at Gaganendra Shilpa Pradarshanshala, adjacent to the Rabindra Sadan complex, from 2 PM to 8 PM.

A fine arts exhibition will be held at the Academy of Fine Arts from today till December 3, from 3 PM to 8 PM, and a fine arts exhibition will be held at Mohor Kunja from November 28 to December 7, from 2 PM to 8 PM.

Talk shows and cultural programmes will be held at Mohor Kunja every evening from November 28 to December 7. A painting exhibition will also be held at the open-air exhibition space adjacent to Charukala Bhawan.

আজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৭

রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আজ বিকেল ৫টায় পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা জগতের কৃতী মানুষদের সম্মাননা জ্ঞাপন ও প্রতিভাবান তরুন শিল্পীদের পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী, কলকাতার মহানাগরিক, পর্যটন বিভাগের মন্ত্রী। সঙ্গে থাকবেন প্রথিতযশা শিল্পীরা।

অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি শ্রী যোগেন চৌধুরী।

গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় ৩রা ডিসেম্বর পর্যন্ত রোজ বেলা ২টো থেকে রাত ৮টা অবধি চলবে শিল্পপ্রদর্শনী। একাডেমী অফ ফাইন আর্টসেও হবে শিল্পপ্রদর্শনী, রোজ বেলা ৩টা থেকে রাত ৮টা অবধি। মোহরকুঞ্জে হবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলা ভবন সংলগ্ন মুক্তমঞ্চে তথ্য চিত্র প্রদর্শনীও হবে।

Leakage of Aadhaar data dangerous for country, says Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Monday criticised the Centre for the alleged leakage of data of some Aadhaar beneficiaries on more than 200 Central and state government websites and described it as “dangerous” for the individual, society and the country.

Her criticism came on a day when the Unique Identification Authority of India, in response to a report based on a RTI reply stating that 210 government websites had made Aadhaar data public, accepted that the data was displayed on the government websites.

“What is happening in the name of Aadhaar is extremely dangerous for freedom of expression. It is dangerous for the individual, for the society and for the country,” said Ms. Banerjee. She further alleged that because of Aadhaar even personal conversations may get leaked.

“Even the conversations between a mother and daughter or husband and wife may get leaked,” the Chief Minister said. She also raised questions over the logic behind linking phone numbers and bank accounts with Aaadhaar.

“I don’t know why they (the Centre) are doing it. We already have PAN card and voter identity card. There are some people like Muhammad bin Tughlaq who are happy in committing whimsical acts like demonetisation,” said Ms. Banerjee.

 

আধারের তথ্য ফাঁস, সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি সরকারি ওয়েবসাইটে আধারের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানিয়েছে আধার প্রস্ততকারক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। তারপরই বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘আধার অত্যন্ত বিপজ্জনক। আমি নিজে ইউনিক কার্ডের পক্ষপাতি। একটাই কার্ড হোক। ১০টা কার্ড তো আর হয় না। কিন্তু, আধার কার্ডের নাম করে মানুষের তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা বিপজ্জনক।’’

পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের নীতি নিয়েও তাদের একহাত নেন। মমতা বলেন, ‘‘হঠাৎ করে মুদ্রা পরিবর্তন! একটা পাল্টে অন্য মুদ্রা চালু করে দেব। এটা খামখেয়ালিপনা। মহম্মদ বিনতুঘলকের মতো কাজ করা।’’

তিনি আরও বলেন, ‘‘এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। ডেনঞ্জারাস ফর দ্যা ইনডিভিজুয়াল। ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।’’

আধার কার্ড মানুষের গোপনীয়তার পরিপন্থী, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তুলেছিলেন।

 

 

Calculated plan to destroy freedom of expression: Bengal CM on Padmavati row

Bengal Chief Minister Mamata Banerjee today charged that the controversy over Sanjay Leela Bhansali’s Padmavati was a “calculated plan” of a political party to destroy freedom of expression.

She urged film industry members to come out in support of Bhansali and his film.

“The Padmavati controversy is not only unfortunate but also a calculated plan of a political party to destroy the freedom to express ourselves.

“We condemn this super emergency. All in the film industry must come together and protest in one voice,” she said in a tweet.

 

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি নিয়ে এই বিতর্ককে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।

আজ একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন, একটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে মত প্রকাশের স্বাধীনতাকে এভাবে ধ্বংস করা হচ্ছে।

এই ‘সুপার এমারজেন্সি’র কড়া নিন্দা করেছেন তৃণমূলনেত্রী। সারা দেশের চলচ্চিত্র মহলের এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

 

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

World Food India festival turns out to be extremely successful for Bengal

The World Food India 2017, held in Delhi, where Bengal had a major presence, has turned out to be a happy hunting ground for the State Government.

The sessions over the three days were very useful for the food processing and allied sectors. More than 20 government-to-business (G2B) meetings (i.e., between departments of the State Government, which had participated at WFI, and various companies) were held, as well as many business-to-business (B2B) meetings (i.e., between Bengal-based and outside companies).

It has turned out that many entrepreneurs are extremely interested in investing in Bengal in the food processing sector. They have expressed eagerness for signing memoranda of understanding (MoUs) at the Bengal Global Business Summit (BGBS) 2018, to be held on January 16 and 17. Approximately Rs 500 crore is expected to be invested.

 

খাদ্য উৎসব থেকে রাজ্যে ৫০০ কোটি লগ্নির আশা

দিল্লিতে ‘বিশ্ব খাদ্য মেলা’য় অংশ নিয়ে মাত্র তিনদিনে পশ্চিমবঙ্গ প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক প্রতিশ্রুতি আদায় করেছে। দেশি বিদেশি বিনিয়োগ মিলিয়ে কেবলমাত্র খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার সহযোগী সেক্টরেই এই অঙ্কের ‘বাণিজ্য’ করেছে রাজ্য সরকার।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, লগ্নির বিষয়ে সরকারের সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ‘বিজনেস বৈঠক’ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ ধরনের ২৬ টি বৈঠকে চুক্তির প্রাথমিক প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এখানে। চূড়ান্ত চুক্তি হবে আগামী জানুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই এটা সম্ভব হয়েছে; বিনিয়োগের এই বাড়তি উদ্যোগে সরকারের ‘এগিয়ে বাংলা’ স্লোগান সত্যি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

কেবল বিনিয়োগই নয়। বাংলার খাদ্যসম্ভার মেলায় পাতে পড়ার অপেক্ষা রাখেনি। দেদার বিকিয়েছে সরষে ইলিশ, ফিশ পোলাও, গলদা, গুগলির দো পিঁয়াজা। তিনদিনে মাছের পদের বিপনী ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে। গেঁড়ি গুগলি, আড়, রুই, কাতলা, ইলিশ, আড়, বাসার মত ২০ রকম মাছের ৫৫৫ কেজি পেটি মেলায় গেছিল কলকাতা থেকে।

এই মাছ কোথায়, কীভাবে মিলবে তা নিয়ে খোঁজখবর নিয়েছে ইতালি, সৌদি আবর, কোরিয়ার অতিথিরা; দিল্লি, মুম্বই, তামিলনাড়ুর ব্যবসায়ীরা তো বটেই।

পাশাপাশি রাজ্য সরকারের ‘সুফল বাংলা’ প্রকল্পের রাধাতিলক, কালোনুনিয়া, তুলাইপাঞ্জি, গোবিন্দভোগের মত সুগন্ধি চালের পাশাপাশি চামড়মণি, বাঁশকাঠি ব্রাউন রাইস, কালোভাতের অর্ডার দিয়ে গিয়েছে খাদ্য মেলায় অংশ নেওয়া তামিলনাড়ু, পাঞ্জাব, কোরিয়া, নেদারল্যান্ডের প্রতিনিধিরা।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের হাঁস, টার্কি, কোয়েলের মাংস আর ২৩ রকম চিকেন পদের রেসিপি জানতে পশ্চিমবঙ্গের স্টলে উপচে পড়েছিল ভিড়।

Source: Millennium Post

 

State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.

The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.

Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.

Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.

Source: Bartaman

 

পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য

পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।

বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।

জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।