Bengal flying ahead on the industrial front – latest data say it all

Going by statistics for the last six years, Chief Minister Mamata Banerjee-led Bengal has indeed come a long way since the dark days of the Left Front. Be it general production or manufacturing, in all areas of industry, indices of production have shown significant improvement.

The manufacturing index for financial year 2011-12 was 0.94 per cent, which rose to 6.6 per cent during 2016-17 (April-January period). In general industrial production, corresponding figures were 2.14 per cent 6.97 per cent, respectively. During 2015-16, when the percentage increase in industrial production in India was 7.3, that for Bengal was 10.6.

These data have been have been published in the book, Let’s Unite to Grow Together, published by the Trinamool Congress Government to commemorate its sixth anniversary.

Among the projects being currently implemented in the State by big companies include a Rs 40,000 crore project by public sector unit SAIL, Rs 6,600 crore by Matix Fertilisers, Rs 4,600 by Aditya Birla Group, Rs 4,000 crore by ITC (Integrated Food Park and Infotech Park), Rs 700 crore each by OCL Cement and JSW Cement, Rs 700 crore by Exide, Rs 378 crore by Coca-Cola, Rs 350 crore by PepsiCo and Rs 250 crore by Amul Diary.

The Left Front Government had, till March 31, 2011, set up 89 industrial clusters. This number has shot up to 343 (till March 31, 2017) during the six-year tenure of the Trinamool Congress Government. Besides industrial clusters, Mamata Banerjee led initiatives to set up some unique clusters like Rural Haat, Urban Haat and Karma Tirtha. Till March 31, 2017, 31 such haats or markets have been established.

 

 

তৃণমূলের জমানায় শিল্পোৎপাদনের সূচক প্রায় ৬ শতাংশ বেড়েছে

অতীতের তুলনায় শিল্পোৎপাদনের সূচক অনেকটাই বেড়েছে। তা জেনারেল প্রোডাকশন বা ম্যানুফাকচারিং ক্ষেত্র যাই হোক না কেন, সব ক্ষেত্রে শিল্পোৎপাদনের সূচক বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ২০১১-১২ সালে ম্যানুফাকচারিংয়ের সূচক ছিল ০.৯৪ শতাংশ। সেখানে ২০১৬-১৭ সালে (এপ্রিল-জানুয়ারি পর্যন্ত) তা বেড়ে হয়েছে ৬.৬ শতাংশ। জেনারেল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে ২০১১-১২ সালের সূচক ছিল ২.১৪ শতাংশ। ২০১৬-১৭ সালে (এপ্রিল-জানুয়ারি পর্যন্ত) তা বেড়ে হয়েছে ৬.৯৭ শতাংশ। গোটা দেশে ২০১৫-১৬ সালে যেখানে শিল্পোৎপাদনের বৃদ্ধি ৭.৩ শতাংশ, সেখানে রাজ্যের বৃদ্ধি হল ১০.৬ শতাংশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠ বর্ষপূর্তিতে প্রকাশিত বই, ‘লেট’স ইউনাইট টু গ্রো টুগেদার’-এ তথ্য সহকারে শিল্পোৎপাদনের সূচকের মাধ্যমে রাজ্যের শিল্পে অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পেপসিকো ইন্ডিয়া ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করে ফুডপার্ক তৈরি করছে। ম্যাটিক্স ফার্টিলাইজার ৬৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের সংস্থার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। ওসিএল সিমেন্ট ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। জেএসডব্লু সংস্থা ৭০০ কোটি টাকা দিয়ে সিমেন্ট কারখানা তৈরি করেছে। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উদ্বোধন করেছেন। আমূল ডেয়ারি ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আদিত্য বিড়লা গ্রুপ ৪৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। অন্যতম সেরা জুতোর কোম্পানি ফরিদা গ্রুপ গয়েশপুরে জুতোর কারখানা তৈরি করেছে। সেইল ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। আইটিসি চার হাজার কোটি টাকা খরচ করে ইন্টিগ্রেটেড ফুড পার্ক এবং ইনফোটেক পার্ক তৈরি করছে। কোকাকোলা ৩৭৮ কোটি টাকা বিনিয়োগ করছে। হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এক্সাইড। ইতিমধ্যে যার উদ্বোধন করেছেন মমতা।

শিল্পের প্রসারে ২০১১ সালের ৩১ মার্চ পযর্ন্ত ৪৯টি ক্লাস্টার তৈরি হয়েছিল। এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩টি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রুরাল হাট, আরবান হাট বা কর্মতীর্থ তৈরির পরিকল্পনা করেন। এ বছর ৩১ মার্চ পর্যন্ত ১৬টি এ ধরনের হাট তৈরি হয়েছে।

 

UN invites Bengal CM to Public Service Day celebrations in the Netherlands 

On the invitation of the United Nations, Chief Minister Mamata Banerjee is going to the Netherlands. She is the first Chief Minister from India to be invited to a United Nations summit, and therefore, this is indeed something to be proud of for Bengal.

The occasion for which Mamata Banerjee is going to The Hague is the United Nations’ Public Service Day celebrations on June 22 and 23. This international day celebrates public servants’ contribution to sustainable development.

The theme of the 2017 UN Public Service Forum is ‘The Future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030’. Five hundred dignitaries from around the world are going to grace the occasion.

The Mamata Banerjee Government’s Kanyashree Scheme has garnered international acclaim, and has been awarded by the United Nations. Other public service schemes like Sabuj Sathi and Yuvashree have also received a lot of praise for their effectiveness in addressing pressing social concerns.

This invitation is yet another recognition of the fact that the twin agendas of development and governance of Mamata Banerjee’s Trinamool Congress Government have ushered in a reign of hope and happiness.

 

রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব দরবারে সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসের হেগে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যা কার্যত নজিরবিহীন।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। ফলত আন্তর্জাতিক মঞ্চের এই আমন্ত্রণ একদিকে যেমন বাংলার কাছে সম্মানের আর একদিকে বাঙালির গর্বের বিষয়ও বটে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এযাবৎ যা করতে পারেননি তা গত ছয় বছরে বাংলায় করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতায় আসার পরই একাধিক জনসেবামূলক প্রকল্প গ্রহণ করে সেগুলিকে কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। যার তালিকায় রয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রীর মতো প্রকল্পগুলি। কয়েক বছরের মধ্যেই যা সাফল্যের শিখরে পৌঁছয়। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে যথার্থ মানব উন্নয়নের নিরিখে বিশেষ স্বীকৃতি পেয়েছে। জনগণের স্বার্থে তাঁর উদ্যোগে গৃহীত একগুচ্ছ অভিনব প্রকল্পর সুবিধা পেয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ, যা আজ সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তস্বরূপ।

আগামী ২২ ও ২৩ জুন ওয়ার্ল্ড অডিটোরিয়ামে রাষ্ট্রসঙ্ঘে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানটির ফোকাল থিম ‘দ্য ফিউচার ইজ নাও’। আর্থ-সামাজিক ক্ষেত্রে স্বীকৃতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রপুঞ্জ।

গোটা পৃথিবী থেকে মোট ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনার বিষয়বস্তু হল নাগরিকদের কীভাবে সরকার সুবিধা প্রদান করে। বৃহৎ রাষ্ট্রগুলির নানাবিধ সমস্যা মেটানোর জায়গা হচ্ছে হেগ। এ ছাড়াও ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, বিভিন্ন সময় বহু ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়েছে এখানে। এবার সেই মঞ্চেই বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই দিকেই তাকিয়ে আজ তামাম ভারতের মানুষ।

 

 

Silk Hub soon in Serampore

The Bengal Government is going to set up a Silk Hub in Serampore in Hooghly district. This was announced recently by Chief Minister Mamata Banerjee.

Like her other innovative hubs which have opened up new horizons in the world of traditional crafts and trades, like the Mishti Hubs, Muslin Hub, etc., the Silk Hub is also expected to bring in new opportunities to silk craftsmen.

The hub would draw skilled craftsmen from across Bengal. It would enable sharing of skills and other ideas, including marketing ideas. The Silk Hub would become a centre of innovation and is expected to become a major base for export of silk in the future.

The hub would provide a steady source of income for many families and also help in preserving their craftsmanship.

 

শীঘ্রই শ্রীরামপুরে তৈরী হবে সিল্ক হাব

রাজ্য সরকার খুব শীঘ্রই হুগলী জেলার শ্রীরামপুরে তৈরী করতে চলেছে সিল্ক হাব। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।

তাঁর অন্যান্য উদ্যোগগুলো যেমন মিষ্টি হাব, মসলিন হাব যেগুলো পারম্পরিক শিল্পে দিয়েছে এক নতুন মাত্রা, তেমনই আশা করা যায় এই সিল্ক হাব তৈরি হলে সিল্ক তাঁতিরা পাবে এক নতুন সুযোগ।

এই হাবে রাজ্যের সকল প্রশিক্ষিত সিল্কের তাঁতিরা যোগ দেবেন। এর মাধ্যমে তাঁতিদের মধ্যে নানারকম ভাবনার আদান প্রদানের পাশাপাশি বিপণনের ব্যাপারেও নিত্যনতুন চিন্তা ভাবনার আদান প্রদান হবে। এ

ই সিল্ক হাব তৈরী হলে এটি সিল্ক সংক্রান্ত নতুন ধ্যানধারণার অন্যতম কেন্দ্র হবে ও ভবিষ্যতে সিল্ক রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে।এই হাব অনেক পরিবারের রোজগারের পথ খুলে দেবে।

 

 

Bengal CM expresses shock over Centre’s RTI reply on Netaji

Bengal Chief Minister Mamata Banerjee today expressed shock over the Central Government’s recent reply to an RTI query regarding Netaji Subhas Chandra Bose.

“I am shocked to see this unilateral decision of the Central Government without evidence. Netaji is a great son of the soil. Our state, the country and the whole world are proud of him,” she said.

“Any matter involving a person of his stature does not deserve to be handled in such a casual manner. I have drawn the attention of Hon’ble Prime Minister to this matter and has sought the considered stand of Central Government in this regard,” the CM wrote on her Facebook page.

Bengal Government had declassified all files related to Netaji in September, 2015.

নেতাজিকে নিয়ে কেন্দ্রের আরটিআই এর উত্তরে বিষ্ময় প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুরহস্য সংক্রান্ত এক আরটিআই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের জবাবে দিয়েছে তাতে বিষ্ময় প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “নেতাজির মৃত্যুরহস্যের ব্যাপারে কোনও প্রমাণ ছাড়া কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা জবাব দিয়েছে তাতে আমি বিস্মিত। নেতাজি এদেশের এক কৃতি সন্তান। আমাদের রাজ্য, আমাদের দেশ তথা সারা বিশ্ব তাঁকে নিয়ে গর্ব অনুভব করে।”

তিনি ফেসবুকে লেখেন, “তাঁর মতো মর্যাদাপূর্ণ কোনও ব্যাক্তির কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার এত দায়িত্বজ্ঞ্যানহীনভাবে দেখা উচিত নয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি; কেন্দ্র এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক”।

Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

BJP does not know Bengali culture: Mamata Banerjee

At a public meeting in Tarakeswar today, Chief Minister Mamata Banerjee once again slammed the BJP for its policies.

The Central Government is taking away Rs 40,000 crore per year for servicing debts, leaving nothing for the State Government to spend for the development of the State.

Another strong complaint she had against the Centre was that it had stopped 90 per cent of the money due to the States under various schemes; despite that, she said, “I am continuing with ICDS with our own funds”.

She said that she had tweeted during the early stages of demonetisation that GDP would fall by almost 2 per cent, and it has been proved true by the latest data. Another consequence of demonetisation, she said, is that “lakhs of people have been rendered jobless due to demonetisation”.

While mentioning the blood donation camps that the party is organising across Bengal, she said that “when we are organising blood donation camps, the CPI(M) and the BJP are engaging in bloodshed, hurling bombs and brandishing swords”.

Continuing on the topic of bloodshed, Mamata Banerjee said, “They (BJP) are terrorising farmers for possessing cattle. They are inciting riots, pelting stones. What one can eat or wear is one’s own choice, not for others to dictate”.

“Sarva Dharma Samanyaya is our culture. But do they follow Bengali culture? Their culture is an outsider’s culture. BJP does not believe in religion. They indulge in adharma not dharma”.

 

 

বিজেপি বাংলার সংস্কৃতি জানে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ হুগলীর জনসভা থেকে আরও একবার বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র তা সত্ত্বেও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। অনেক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র, রাজ্য নিজের টাকায় সেই সব প্রকল্পের কাজ সম্পন্ন করছে।

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য আবারও কেন্দ্রকে আক্রমন করে মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের ফলে জি ডি পি ২% কমে গেছে। রাজ্যের অনেক মানুষ কর্মহীন হয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম আন্দোলনের নামে বোমা ছুড়ছে আর বিজেপি আন্দোলনের নামে তরোয়াল দেখাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের বর্ষপূর্তিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। যখন আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি তখন সিপিএম বাংলায় রক্ত ঝরাচ্ছে”।

এ রাজ্যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে এদিন তিনি বলেন, “গরুর নামে কৃষকদের ভয় দেখাচ্ছে ওরা, দাঙ্গা লাগাতে চাইছে। পাথর, বোমা মারছে। কে কি খাবে কি পরবে সেটাও ওরা ঠিক করে দিচ্ছে। আমাদের সরকার সব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ওরা বাংলার সংস্কৃতি মানে না। যারা ধর্মকে ধর্মীয় পথে পরিচালনা করে আমি তাদের শ্রদ্ধা করি, অধর্মকে নয়। ওদের বাংলায় কোন স্থান নেই”।

My apprehensions proved – GDP down, rampant job loss: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today came down heavily on the Centre for the state of the country as a result of demonetisation. She posted her views on Facebook today.

Among other things, the Quarter 4 GDP figure during 2016-17 has come down to 6.1 per cent, a decline of nearly 2 per cent, and there has been rampant job loss across India, with the agriculture and the unorganised sectors being the worst affected.

Mamata Banerjee was the first person to slam the draconian legislation of demonetisation, within an hour of its announcement, on November 8, 2016.
The Facebook post is given below:

Right at the time demonetisation was announced by the Central Government, I had voiced my concern that the country would have to face severe loss of jobs and drastic decline in productivity due to demonetisation.

My apprehension is now proven to be true.

The Q4 GDP figure this fiscal has come down to 6.1%. The corresponding GDP figure in the previous fiscal was 7.9%. So, the decline is nearly 2 per cent point.

Rampant job loss has been reported across the country with the agriculture and unorganised sector in worst shape.

What have the people, who pushed the country to this crisis, to say?

 

Click here to read the post

 

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য আবারও কেন্দ্রকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে তিনি একটি ফেসবুক পোস্ট করেন।

২০১৬-১৭ সালে চতুর্থ ত্রৈমাসিক জিডিপির হার কমে হয়েছে ৬.১ শতাংশ।  ইতিমধ্যেই নোটবাতিলের ফলে রাজ্য জুড়ে অনেক মানুষ কর্মহীন হয়েছেন। কৃষি সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের অবস্থার অবনতি হয়েছে। আজ দেশ আর এক সংকটের সম্মুখীন।

২০১৬ –র ৮ ডিসেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ফেসসবুক পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন

 

 

Fish exports from Bengal to touch Rs 700 cr by 2020

The rapid improvement in the infrastructure for pisciculture that Bengal is witnessing, courtesy the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, fish traders of the State are projected to do business worth Rs 700 crore by 2020. By 2019, 1.2 lakh tonnes of fish would be cultivated in the State. These data were recently revealed by industry body, ASSOCHAM (Associated Chambers of Commerce of India) in a report.

Thus, the fish exporters of the State are looking at a bright future. However, according to the ASSOCHAM report, if the unused water bodies are used to their full potential, the State has the capacity to produce 31 lakh tonnes of fish. Another fact highlighted in the report is that every year, there is a 10 per cent increase in fish production in the State; however, during the last financial year, it was a 20 per cent jump.

The policies adopted by the Bengal Government to improve the potential of fish production and exports are indeed laudable. The Government is ensuring that all international food safety standards are being followed by the fish cultivators, processors and exporters. The latest technologies are being used by the food processors. As a result, a big demand for fish and processed fish from the State is being created in foreign markets.

The way things are progressing in the State, Bengal is going to earn a huge revenue from fish production in the future.

 

মাছ রপ্তানিতে ৭০০কোটির ব্যবসা করবে বাংলা

রাজ্যের মাছ চাষের যেভাবে পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হয়েছে তাতে আগামী ২০২০ সালে এই রাজ্যের মাছ রপ্তানির সঙ্গে যুক্ত ব্যাবসায়ীর প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন।২০১৯ এর মধ্যে ,মাছের উৎপাদন ১.২ লক্ষ টনে পৌঁছে নিয়ে যাওয়া যাবে  এমটাই দাবি করা হলো বণিক সভা ASSOCHAM এর পক্ষ থেকে।

তবে রাজ্যের যে অব্যবহৃত  জল জায়গা আছে তাকে সঠিকভাবে কাজেই লাগাতে পারা  গেলে আগামী দিনে ৩১ লক্ষ টন মাছ উৎপাদন করা সম্ভব হবে বলে ASSOCHAM এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্ৰত্যেক বছর মাছ চাষে ১০% উৎপাদন বৃদ্ধি  পায়  কিন্ত গত বছর সেই বৃদ্ধির পরিমান ২০% হয়েছে।

রাজ্য সরকার যেভাবে নতুন নীতি নির্ধারিত করেছেন মাছ চাষের ক্ষেত্রে তার ফলে আগামী দিনে রাজ্যের মাছ সারা বিশ্বের মাছ ক্রেতাদের কাছে বড় চাহিদা গড়ে তুলছে। বিশ্বের ফুড সেফটি নির্ধারণকারী সংস্থার দেওয়া মাপকাঠিতে যে কয়টি নিয়মাবলি দেওয়া হয়েছে তার সব কয়টিকেই  রাজ্যের মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। সেই মাছ বিদেশের বাজারে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে চাহিদা বাড়িয়ে তুলেছে।

এই হারেই যদি রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় তা হলে আগামী দিনে সারা বিশ্বে বাংলা মাছ রপ্তানি ব্যবসা থেকে বিপুল পরিমানে রাজস্ব আদায় করতে পারবে।

 

 

Banning sale of cows for slaughter encroaches into State powers – is undemocratic, unethical: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at Nabanna after a cabinet meeting.

During the press meet, Mamata Banerjee attacked the Central Government for its one-sided decision on banning the sale of cows for slaughter. She termed it an attempt to encroach into State powers, and that it was undemocratic and unethical.

She said that such decisions are destroying the federal structure of the country, and that they are attempts to pare down the powers of the States.

She said, “The Central Government runs according to its own laws and the State Government, according to it’s own”.

She also mocked the decision to have Aadhaar cards for cows as a highly impractical one.

She said that the decision has spiked the relationship between the Centre and the States, because “the Centre is acting according to its whims and fancies”.

She asked rhetorically, “Are they to decide who eats what, who wears what?” and warned the Centre to not to interfere in the federal structure laid down by the Constitution of India, because such interferences would be challenged in court.

She said that like the Central Government, the State Government is also brought into power by the people. “Governments may come, Governments may go, but democracy will live on for ever”.

“Federal structure is the pillar of our democracy; if you destroy it, you destroy the heritage”.

On these decisions mocking the federal structure, she said, “All the secular political parties are united”.

The ban on cow meat also discriminates on religion: “All religions are one and the same for me – the law cannot discriminate”. “Now there is interference by the Centre in people’s day-to-day matters”

She also said that the Centre is stopping money for schemes which are due to Bengal.

 

গবাদি পশু আইন নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে আক্রমন করে তিনি  বলেন, গরু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত একতরফা, এটা অসাংবিধানিক।

তিনি বলেন, কেন্দ্রের এই একতরফা  সিদ্ধান্তে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হচ্ছে ও এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার তাদের নিয়ম অনুযায়ী চলে, রাজ্য সরকার তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। এদিন তিনি কেন্দ্রের অযৌক্তিক গরুর আধার কার্ডের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নষ্ট হচ্ছে, আইন খুব পরিষ্কার তাও আমাদের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

“যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের গণতন্ত্রের স্তম্ভ। এটাকে ধ্বংস করলে হেরিটেজকে ধ্বংস করা হবে।” যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই সব কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, সব ধর্মনিরপেক্ষ পার্টি একত্রিত হয়েছে।

তিনি বলেন, “আমার কাছে সব ধর্ম সমান। কে কি খাবে, কি পরবে সেসব কি ওনারা ঠিক করবেন?” বিভিন্ন প্রকল্পের জন্য এরাজ্যের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।

 

 

 

Bengal Education Dept makes class XI admission forms available on website

From now on, form for admission to class XI in State Government schools which do not have websites of their own would be available on the State Education Department’s website. The form needs to be downloaded and submitted to the schools. As a result, parents and candidates would not have to stand in long queues to collect the form.

The PDF document also contains details like the subjects that are taught in a school, the number of seats it has, fees, etc. As of now, details for 35 schools are available in the form

The forms can be submitted from May 29 to June 6, between 11 am and 4 pm. The list of students selected for admission would be published on June 13.

Please click here to download and print the form

 

একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম মিলবে অনলাইনে

সরকারী বিদ্যালয়গুলির ফর্ম স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা । তবে জমা দিতে হলে, সংশ্লিষ্ট স্কুলেই তা দিতে হবে।প্রসঙ্গত, এর আগে স্কুলগুলির নিজস্ব ওয়েবসাইটে একাদশে ভর্তির ফর্ম আপলোড করে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর।  স্কুলগুলিতে কী বিষয় পড়ানো হয়, কত আসন ইত্যাদি তথ্যও সংগ্রহ করা হয়। সেই মতো একটি ফর্ম তৈরী করে আপলোড করা আছে। পড়ুয়ারা বাড়িতে বসেই তাঁদের পছন্দের স্কুলের জন্য ফর্ম পূরণ করতে পারবেন।

দপ্তরের ওয়েবসাইট www.wbsed.gov.in –এ ঢুকে সেখানে নোটিস বলে একটি অপশন রয়েছে। তাতে ক্লিক করলেই প্রথমে এই ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেই কোন স্কুলে কত আসন, কী কী বিষয় পড়ানো হয়, ভর্তির সময় কত টাকা লাগবে, ইত্যাদি তথ্য দেওয়া হয়েছে।

আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ফর্ম ডাউনলোড এবং জমা করতে পারবেন পড়ুয়ারা। ১১টা থেকে ৪টে পর্যন্ত তা করা যাবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ১৪ থেকে ১৬ জুন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।