Mitsubishi Chemicals to invest Rs 5,000 cr in textile plant in Bengal: Dr Amit Mitra

Bengal Finance and Industries Minister Dr Amit Mitra made a major announcement yesterday from the UK, where he has gone as part of Chief Minister Mamata Banerjee’s entourage for meeting potential investors for Bengal as well as for inviting prominent industrialists to the upcoming Bengal Global Business Summit.

He announced that Mitsubishi Chemicals is going to set up a large-capacity plant for manufacturing components required in the textile industry.

Explaining the process, he said that the PTA (purified terephthalic acid) made by the company would be converted through the process of continuous polymerisation in the plant to fibre, which would then be converted by spinning mills into the textile components.

The plant is going to provide employment opportunities for 50,000 to 1 lakh people. This number would be gradually upped to 5 lakh. The minister said that work is going to start on a priority basis.

The initial investment amount would be Rs 5,000 crore, which would be scaled up to Rs 10,000 crore in due course.

Dr Mitra said that Bengal would soon be at the forefront of the textile sector in the country.

 

রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মিৎসুবিশি: অমিত মিত্র

রাজ্যের বস্ত্রশিল্পে এবার বিনিয়োগ আসছে মিৎসুবিশির হাত ধরে। এ বার রাজ্যে পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করবে মিৎসুবিশি। এর জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ফলে ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশন ইন্ডিয়া এই প্রথম একটি বাইপ্রডোক্ট তৈরি করবে। নাম পিটিএ অর্থাৎ পিউরিফায়েড টেরিপ্যাথিলিক অ্যাসিড। এই বাইপ্রোডাক্ট থেকেই পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করা যাবে।

এতদিন রাজ্যে এধরনের ফ্যাব্রিক তৈরি হত না। মিৎসুবিসি তা তৈরি করা শুরু করলে বাংলাদেশে রফতানিও বিপুল বাড়বে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। রাজ্যে বস্ত্রশিল্পের নবদিগন্ত খুলতে চলেছে।

মঙ্গলবার রাতে লন্ডনে বৈঠক সেরে ট্রেনে করে এডিনবরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এডিনবরায় বসছে রাজ্যের বাণিজ্য সম্মেলন। সেখানে বাংলার সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান শিল্পপতিদের জানানো হবে।

তার আগে মিৎসুবিসির এই বিনিয়োগের আশ্বাস রাজ্যের বাড়তি পাওনা বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।

 

 

Replicas of ‘Seven Wonders of the World’ inaugurated at Eco Park

State Urban Development minister inaugurated the replicas of the Seven Wonders of the World at Eco Park on Saturday.

It may be mentioned that Chief Minister Mamata Banerjee had urged the Housing Infrastructure Development Corporation (HIDCO) authorities to set up replicas of the Seven Wonders which will be appreciated by those who love to travel. The replicas have come up on a three acre land.

The park houses the replicas of Taj Mahal, Christ — the Redeemer, the Colosseum, the Great Wall of China, the Easter Island statues, the Petra Jordan and the Pyramid. The facia of all the structures are made of fibre reinforced polymer which have been fixed on RCC and steel frames.

 

পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি এবার ইকো পার্কে

শনিবার নিউটাউনের ইকো পার্কে পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

ইকো পার্কে তিন একর জমিতে গড়ে তোলা হয়েছে এই পপ্রতিলিপিগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পটি শুরু করে হিডকো।

প্রতিলিপিগুলির মধ্যে রয়েছে আগ্রার তাজ মহল, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোসিয়াম, ইস্টার আইল্যান্ডের মূর্তিসমূহ, পেত্রা জর্দান, এমং মিশরের পিরামিড।

স্টিলের ফ্রেমের ওপর বসানো পলিমার-যুক্ত ফাইবারের তৈরী এই প্রতিলিপিগুলি দেখতে দর্শকদের ৩০ টাকা প্রবেশমূল্য দিতে হবে।

#Nov8BlackDay 22 ways in which the Indian economy was affected by demonetisation

Demonetisation has been proved, over the course of the past one year, to be a complete disaster for the Indian economy. For the economy, getting back on feet has been a herculean task.

Many people lost their lives, and lakhs lost their jobs. Businesses in both the formal and informal sectors have been devastated.

The purported aim of demonetisation, of recovering black money, has been proved to be an empty boast. The Reserved Bank of India (RBI) has stated that 99 per cent of the demonetised Rs 500 and Rs 1,000 currency notes, which formed an overwhelming 86 per cent of the paper currency on circulation, has come back into the economy, yet no black money has been traced.

1. Demonetisation failed all four stated objectives: curbing black money, corruption, terrorism and fake currency.

2. 99 per cent of demonetised currency came back to banks; so where did the black money go?

3. India is neither the fastest-growing economy in South Asia nor the fastest growing large economy in the world anymore.

4. International Monetary Fund (IMF) slashed India’s 2017-18 economic growth forecast by 50 basis points to 6.7 per cent.

5. Further, IMF cut India’s growth forecast for the next year, i.e., 2018-19, by 30 basis points to 7.4 per cent.

6. India’s GDP growth slowed down to 5.7 per cent in April-June. It was 7.1 per cent during the same period a year ago.

7. Bank credit growth to large industries contracted by 1.7 per cent and to medium companies by 4.1 per cent this year.

8. Only 448 new industrial and infrastructural projects were announced during the first quarter of 2017-18, the lowest since June 2014.

9. The value of stalled infrastructure projects in the quarter ended September 2017 increased to Rs 13.22 lakh crore. That is the fifth straight quarter of increase.

10. Agricultural growth in April-June 2017 declined to 2.3 per cent from 5.2 per cent in January-March 2017.

11. Gross fixed capital formation, a measure of private investment in the economy, grew by just 1.16 per cent during the April-June quarter compared to 7.39 per cent in the same period in 2016.

12. The Business Confidence Index (BCI) of the services sector fell by 5.3 per cent between April-July 2017.

13. The BCI of the capital goods and consumer non-durables sectors declined by 13.5 per cent and 10.3 per cent, respectively, between April -July 2017

14. Fiscal deficit at July-end touched 92.4 per cent of the budget. The deficit figure for the same period of 2016-17 was 73.7 per cent of the target.

15. Incremental bank credit in the current fiscal year is declining. It is now less by Rs 1.37 lakh crore from last year’s figure during the corresponding period of April to August: it is a negative growth of 1.8 per cent, which is a historical record.

16. In urban India, unemployment was 8.2 per cent in the week ended October 8. This is the highest unemployment rate in urban India in the past 11 months.

17. Reserve Bank of India’s (RBI) Consumer Confidence Survey showed that the Current Situation Index was in the pessimistic zone, reflecting the deterioration in the employment scenario, price level and income.

18. Households’ current perceptions on the general economic situation remained in the pessimistic zone for four successive quarters.

19. More than 150 people died due to demonetisation.

20. Unemployment increased to 7 per cent in the weeks following demonetisation: 25 crore daily wage workers lost employment.

21. In the micro, small and medium enterprises (MSME) sector there was a 50 per cent decline in revenue and 35 per cent of job loss.

22. If demonetisation was a surgical strike, the victim was the Indian economy.

 

নোটবাতিলে বিধ্বংস দেশের অর্থনীতি

কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী, অমানবিক, অপরিকল্পিত নোটবাতিলের সিদ্ধান্তের বর্ষপূর্তি আজ। এর ফলে বিধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন মানুষ। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রাণ হারিয়েছেন শতাধিক দেশবাসী।

কেন্দ্রের দাবি ছিল, কালো টাকা উদ্ধারের জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু, দেশের অর্থনীতিতে ফিরে এসেছে বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশ, হদিস মেলেনি কালো টাকার।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একঝলকে দেখে নেওয়া যাক দেশের অর্থনীতি কি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেঃ-

১. কালো টাকা দমনে, দুর্নীতি রুখতে, সন্ত্রাসবাদ ও জালনোট ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ।

২. বাতিল নোটের ৯৯% ব্যাঙ্কে ফিরে এসেছে, তাহলে কালো টাকা কোথায় গেল?

৩. ভারতবর্ষ এই মুহূর্তে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি। এমনকি পৃথিবীর দ্রুততম ক্রমবর্ধমান বৃহৎ অর্থনীতিও নয়।

৪. আইএমএফ ভারতের ২০১৭-২০১৮ সালের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাষ কমিয়ে ৬.৭% করেছে।

৫. আইএমএফ ভারতের ২০১৮-২০১৯ সালের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাষ কমিয়ে ৭.৮% করেছে।

৬. ২০১৭ সালের এপ্রিল-জুন মাসে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৭%। আগের বছর একই সময় এই হার ছিল ৭.১%।

৭. বড় শিল্পে ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ কমেছে ১.৭% ও মাঝারি শিল্পে ৪.১%।

৮. ২০১৭-১৮ সালের প্রথম কোয়ার্টারে মাত্র ৪৪৮টি শিল্প ও পরিকাঠামোগত প্রকল্প ঘোষিত হয়েছে, যা জুন ২০১৪-র পর সবথেকে কম।

৯. যে সকল পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, তার পরিমাণ ১৩.২২ লক্ষ কোটি টাকা, যা গত পাঁচটি কোয়ার্টারে ক্রমান্বয়ে বাড়ছে।

১০. কৃষিক্ষেত্রে এপ্রিল-জুন ২০১৭ তে বৃদ্ধির হার ২.৩% যা জানুয়ারি-মার্চে ছিল ৫.২%।

১১. গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন (যা অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের মাপকাঠি) এপ্রিল-জুন কোয়ার্টারে বেড়েছে মাত্র ১.১৬%। যা আগের বছর একই সময়ে ছিল ৭.৩৯%।
১২. ২০১৭ সালের এপ্রিল-জুলাইয়ের মধ্যে সার্ভিস সেক্টরের ব্যবসা নির্ভর সূচক হার (BCI) ৫.৩% কমে গেছে।

১৩. ২০১৭ সালের এপ্রিল-জুলাইয়ের মধ্যে মূলধনী পণ্য ও কনজিউমার নন-ডিউরেবল খাতের নির্ভর সূচক হার (BCI) কমে হয়েছে যথাক্রমে ১৩.৫% এবং ১০.৩%।

১৪. জুলাইয়ের শেষে রাজস্ব ঘাটতি বাজেটের প্রায় ৯২.৪% শতাংশ ছুঁয়েছে। ২০১৬-২০১৭ সালে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৩.৭%।

১৫. এই অর্থবর্ষে ইনক্রিমেন্টাল ব্যাঙ্ক ক্রেডিট কমেছে। এপ্রিল থেকে আগস্টে গত বছরের তুলনায় এই পরিমাণ কমেছে ১.৩৭ লক্ষ কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় ১.৮% হ্রাস পেয়েছে, যা অভূতপূর্ব।

১৬. ৮ই অক্টোবর শেষ হওয়া সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী ভারতের শহরাঞ্চলে
বেকারত্বের হার ছিল ৮.২%। গত ১১ মাসে ভারতের শহরাঞ্চলে বেকারত্বের ক্ষেত্রে এই হার সর্বাধিক।

১৭. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সমীক্ষা অনুসারে দেখা গেছে কারেন্ট সিচুয়েসন ইন্ডেক্স নিরাশাজনক। এর ফলে কর্মসংস্থান, দ্রব্যমূল্য ও আয়ের অবনতি ঘটেছে।

১৮. গত ১ বছরে ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় নিরাশ দেশের গৃহস্থরা।

১৯. নোট বাতিলের ফলে প্রায় ১৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

২০. নোট বাতিলের পর বেকারত্ব প্রায় ৭% বেড়ে গেছে। প্রায় ২৫ কোটি শ্রমিক-মজদুর কর্মহীন হয়েছেন।

২১. নোট বাতিলের ফলে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র শিল্পের ক্ষেত্রে রাজস্বের ক্ষতি হয়েছে ৫০% এবং কর্মহীন হয়েছে ৩০%।

২২. নোট বাতিল যদি সার্জিকাল স্ট্রাইক হয় তাহলে তার শিকার হয়েছে ভারতীয় অর্থনীতি।

 

 

Road safety unit to identify accident-prone areas

Continuing on the stellar work done as part of the ‘Safe Drive Save Life’ programme, a brainchild of Chief Minister Mamata Banerjee – the State Government has set up a road safety unit (RSU) to identify accident accident-prone areas across Bengal.

The RSU has been instituted by the Public Works Department (PWD), which looks after the health of the roads crisscrossing the state. Based on the reports of the RSU, the government is going to take up remedial measures. The chief engineer of the Planning Division of the PWD is in charge of the RSU.

Already certain spots have been identified, mostly along the national and state highways. Boards are being put up at these ‘black spots’, as they are being called, to warn drivers so that they are careful.

The RSU would bring out detailed reports for the government. The reports would contain the states of the roads, the reasons for more accidents happening at certain spots – whether they are due to the nature of the terrain, traffic, state of drivers (social reasons), etc., states of the signaling systems at various places, etc.

The police forces all over the state have also been asked to be more alert and take more preventive measures to avert accidents.

Source: Bartaman

 

পথ নিরাপত্তায় হবে সমীক্ষা-দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করবে রোড সেফটি ইউনিট

পথ দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে তার প্রচার হয়। এবার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে আরও কড়াভাবে বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। এর জন্য একটি রোড সেফটি ইউনিটও তৈরি করা হয়েছে যারা রাজ্যের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত এবং দুঘর্টনার কারণ নিয়ে সমীক্ষা করবে। সেই সঙ্গে দুঘর্টনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তার রূপপরেখাও তৈরি করছে ওই রোড সেফটি ইউনিট।

এই রোড সেফটি ইউনিটের প্রধান কাজ হবে, দুর্ঘটনাপ্রবণ এলাকাকে চিহ্নিত করা। সেই এলাকায় দুর্ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য গাইডলাইনও দেবে তারা। পথ দুর্ঘটনা রোধে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তাও জানাবে ওই ইউনিট। পথ দুর্ঘটনার তথ্য ডেটাবেস সিস্টেমে রাখতে হবে। সময়ে সময়ে সেই সংক্রান্ত তথ্য সরকারের কাছে জমা দিতে হবে। কী কী কারণে দুর্ঘটনা হয়, তার সমীক্ষাও করবে রোড সেফটি ইউনিট। দেখতে হবে, দুর্ঘটনার কারণ কী— সামাজিক, শারীরিক, ব্যবহারিক, পরিবেশগত না ভৌগোলিক? তা সমীক্ষা করে খতিয়ে দেখতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

দুর্ঘটনা রোধে রাস্তায় ট্রাফিক সিগন্যালিং পোস্টকে ঠিকমতো ব্যবহার করতে হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং পোস্ট রয়েছে, তা ঠিকমতো রয়েছে কি না, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। যেখানে নেই, সেখানে ওই পোস্ট বসানোর ব্যাপারে উদ্যোগী হতে হবে। রাস্তা চওড়া বা সম্প্রসারণের ক্ষেত্রে ঠিকমতো পথ নিরাপত্তার বিষয়টি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। রাস্তার হাল কেমন? রোড সেফটি ইউনিট তা খতিয়ে দেখবে। সেই সঙ্গে নিয়মিত সমীক্ষা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Bengal Govt to rope in folk artistes under Lok Prasar Prakalpa to spread dengue awareness

The Bengal Government has decided to take the help the beneficiaries of the Lok Prasar Prakalpa for spreading awareness about dengue.

The mosquito-borne disease occurs certain times of the year, ever year and the State Government has set up an effective mechanism to fight it, from employing extra doctors to setting up special blood-testing facilities to running health camps to spraying anti-mosquito medicines.

And now, it has come up with another initiative – to employ the services of the folk artistes (singers and dancers) who are beneficiaries of the Lok Prasar Prakalpa to spread awareness about the diseases through their songs, dances and street theatres throughout the state – from the big towns to the remotest of villages.

These artistes have been very successfully used till now to spread information about the various government schemes, and hence, the decision was taken to employ them for fighting dengue.

The script for the songs and poems related to fighting dengue would be written by the Health Department and these would be handed over to the folk performers.

Source: Ebela

 

রাজ্য সরকারের ডেঙ্গি সচেতনতার প্রচার করবে লোকশিল্পীরা

ডেঙ্গি সচেতনতা বাড়াতে ‘লোকপ্রসার প্রকল্পের’ শিল্পীদের কাজে লাগানোর ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন।

ইতিমধ্যেই মানুষের মধ্যে সচেতনতা প্রচারের কাজ শুরু করেছে সরকার। সচেতনতা প্রচারে বৈচিত্র্য আনতে চাইছে রাজ্য। প্রায় দু’লক্ষ লোকশিল্পীর একটি অংশকে এবার প্রচারের কাজে লাগাতে চায় রাজ্য।

স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই নবান্নের সঙ্গে আলোচনা করেছে। ঠিক হয়েছে, ডেঙ্গি সচেতনতার প্রচারের জন্য ছড়া-গান লিখবে স্বাস্থ্য দপ্তর। সেই ‘স্ক্রিপ্ট’ তুলে দেওয়া হবে লোকশিল্পীদের। তার পরেই শিল্পীরা নিজেদের মতো করে এলাকাভিত্তিকভাবে প্রচার করবেন। ডেঙ্গি মোকাবিলায় সাধারন নাগরিকের কি করণীয়, তাও জানাবেন তারা।

KIFF 2017: Govt making arrangements for another grand film fest

That time of the year is around the corner once again when Kolkata will play host to the grand Kolkata International Film Festival (KIFF). It is accepted by one and all that this is one of the best film festivals in India, and it is also the one with the highest prize money.

The Bengal Government has made all the arrangements to make this another successful festival. The dates this time are November 10 to 17.

All through the eight days, films will be shown at 12 auditoria – Nandan 1, 2 and 3, Rabindra Sadan, Sisir Mancha, Navina Cinema, Star Theatre, Mitra Cinema, Inox at Salt Lake City Centre 1 Mall, Purbashree Auditorium at Salt Lake EZCC, Nazrul Tirtha and PVR Mani Square.

The festival is organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

Apart from Amitabh Bachchan, Shah Rukh Khan, Kajol and famous British director Michael Winterbottom in attendance, the government has also managed another coup of sorts by getting to screen a rare Godard film. This will be the first screening of the film in India.

Titled Rise and Fall of Small Film Company, Godard made this film for television, and was screened in 1986. According to many cine buffs, this is a watershed moment for an Indian film festival.

Among the films of Winterbottom that will be screened are Trishna, On the Road and Welcome to Sarajevo.

Source: The Times of India

 

২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফল করতে উদ্যোগী রাজ্য সরকার

পুজোর মরশুম যত শেষ হওয়ার দিকে এগোয়, কলকাতার চলচ্চিত্রমোদীদের মনের উড়ুউড়ু ভাবটা ততই বাড়তে থাকে। এবার অবশ্য পুজোর মরশুম এসে পড়েছিল কিছুটা আগেই। তাই শেষও হবে আগেভাগে। কিন্তু হেমন্ত যতই এগিয়ে আসছে, ততই তার সঙ্গে কাছে এসে পড়ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার তাঁর বয়স হবে ২৩।

প্রতিবারের মতো এবারও নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। সিনেমোদীদের আগ্রহ থাকে কোন কোন নতুন পরিচালকের ছবি দেখানো হবে, কার কার রেট্রোস্পেকটিভ হবে, কোন কোন নতুন দেশের ছবি দেখা যাবে- সে সব নিয়ে। সব তথ্য পাওয়া যাবে অনলাইনে।

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ শুরু হয়েছিল আগেই। তার একটি উইমেন ডিরেক্টরস’ ফিল্মস অন্যটি ইনোভেশনস ইন মুভিং ইমেজেস। এবছর শুরু হচ্ছে আরও একটি নতুন প্রতিযোগিতা বিভাগ, ন্যাশনাল কম্পিটিশন সেকশন। এর আগে ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ও ন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন থাকলেও এই বিভাগটি ছিল না।

৮দিনে ১২টি প্রেক্ষাগৃহে উৎসবের সিনেমাগুলি দেখানো হবে। এই প্রেক্ষাগৃহগুলি হল, নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, স্টার থিয়েটার, মিত্রা সিনেমা, সল্ট লেক সিটি সেন্টারের আইনক্স, সল্ট লেক ইজেডসিসি পূর্বশ্রী অডিটোরিয়াম, নজরুল তীর্থ, মণি স্কোয়ারের পিভিআর।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল ও ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটম ছাড়াও, আরও চমক থাকছে দর্শকদের জন্য। গদার্দ-এর একটি দুষ্প্রাপ্য সিনেমা ভারতে এই প্রথমবার দেখানো হবে ফেস্টিভ্যালে। ‘রাইজ অ্যান্ড ফল অফ স্মল ফিল্ম কোম্পানি’ গদার্দের এই সিনেমাটি ১৯৮৬ সালে প্রথমবার টিভি’র পর্দায় দেখানো হয়েছিল।

ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটমের ‘তৃষ্ণা’, ‘অন দা রোড’ ও ‘ওয়েলকাম তো সারাজেভো’ এই উৎসবে দেখানো হবে।

Bengal Govt’s food festival, Ahare Bangla, once again beckoning food-lovers

Over the last few years, the annual food festival, Ahare Bangla at the Milan Mela fairground has become very popular. This annual fair held at the beginning of winter has drawn droves of food-lovers to taste some wonderful delicacies.

And not just selling food, the fair has also enabled businesses to explore new avenues and has thus, generated employment opportunities. Using their massive sales at Ahare Bangla as a plank, quite a few hotels and restaurants have been able to establish bases outside Bengal.

The State Animal Husbandry Department, which organises the fair, is busy now making preparations for holding the fair. That it has been an unqualified success is apparent from another fact: the department’s budget for the fair has jumped from Rs 75 lakh in 2015 to Rs 2.24 crore in 2017. This year, along with Animal Husbandry, the departments of Fisheries, Agriculture Marketing, Micro, Small and Medium Enterprises (MSME), along with five others, are lending a helping hand in the organising of the food festival.

Last year, sales at the five-day long fair had crossed Rs 2 crore. This year, officials of the department are confident that the number will rise by a few times.

Last year, well-established restaurants and hotels from Russia, China, Japan and Bangladesh had taken part and were very happy with the response. This year too, quite a few countries would be represented. And of course, the best of Bengal is represented – be it food or restaurants.

Source: Sangbad Pratidin

 

শীতের আগে মহানগর মাতাবে আহারে বাংলা

খেয়ে খাইয়ে তুষ্টি, আবার কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের সুবর্ণ সুযোগ। দুয়ের জব্বর মেলবন্ধন করেছে আহারে বাংলা। রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সাড়া জাগানো পেটপুজো পার্বণ।

গত দু’বছর যাবত শীতের মুখে কলকাতায় পসরা সাজাচ্ছে আহারে বাংলা। দু’বছর আগে এই উদ্যোগের সূচনা কালে তার বাজেট ছিল ৭৫ লাখ টাকা। দু’বছর বাদে তাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ টাকায়। গত বছর পাঁচ দিনের এই উৎসব বিকিকিনির বহর ২ কোটি টাকা ছাপিয়ে গেছিল। শুধু কদিনের মারকাটারি বিপণন নয়। আহারে বাংলার দীর্ঘমেয়াদি সুফলও বুঝতে পারা যাচ্ছে।

আহারে বাংলা’র হাত ধরেই বেশকিছু বাঙালি হোটেল, রেস্তোরাঁর রাজ্যের গন্ডি ছাড়িয়ে পড়েছে ভিন রাজ্যে। এবছরের আহারে বাংলা আশা করা যায় আগের বারের রেকর্ড ভাঙবে, জোর কদমে এখন থেকেই চলছে প্রস্তুতি।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে হাত মিলিয়েছে মৎস্য, কৃষি বিপণন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ আরও পাঁচটি দপ্তর। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকের কথায়, বর্ধমানের সীতাভোগ বা মিহিদানার সঙ্গে পাল্লা দিয়ে বিকোয় মুর্শিদাবাদের ছানাবড়া বা মেদিনীপুর নদীয়া কৃষ্ণনগরের মিষ্টি।

আগের বছর ভারতের সঙ্গে অংশ নিয়েছিল বাংলাদেশ, রাশিয়া, চীন, জাপানের বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ। এবারও অংশ নেবে বিদেশী একাধিক সংস্থা। এবারে আহারে বাংলা ফুড ফেস্টিভালে দর্শকরাও তাদের মনপসন্দ রান্না করার সুযোগ পাবেন। শহরের সেরা শেফদের সামনে তারা তাদের রেসিপির দৌলতে জিতে নিতে পারবেন পুরস্কারও।

Bengal CM announces setting up of AIFF Centre of Excellence in Kolkata

Chief Minister Mamata Banerjee announced recently that the All India Football Federation (AIFF), the governing body of Indian football, would establish its Centre of Excellence in Kolkata.

The Chief Minister has promised to allot 15 acres of land in Rajarhat for the purpose. The announcement was made at a gala dinner at Eco Park held the day before the final of the FIFA Under-17 World Cup, in the presence of the FIFA president and his council members.

The tournament has been a huge success, and FIFA itself has acknowledged the fact, being the best-attended Under-17 World Cup ever. On top of that, with due credit to Mamata Banerjee and her active part in making the tournament a huge success in Kolkata, Kolkata has seen, by far, the highest average attendance for the matches.

As Mamata Banerjee announced through a Facebook message, out of the 13.47 lakh spectators in India who watched the matches, Kolkata had 6.08 lakh watching them at Vivekananda Yuba Bharati Krirangan. This is  more than 45 per cent of the total spectator count. Furthermore, the per match average spectator count in India was 25,906, while in Kolkata it was 55,345 – which is more than double.

Source: xtratime.in

 

দেশের প্রথম ফুটবল সেন্টার রাজারহাটে

ফুটবলে দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের জন্য রাজারহাটে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার৷ শুক্রবার ইকো পার্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স কলকাতায় হবে৷ ফিফা প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ‘অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এখানে হলে রাজ্য সরকার পূর্ণ সহায়তা করবে৷’

কলকাতায় ফাইনাল করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গালা ডিনারে ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে ফিফা কাউন্সিল মিটিং করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ৷ রাজারহাটে সেন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর জমি দেওয়ার প্রতিশ্রুতিতে খুশি আমরা৷ জমি পেলে খুব তাড়াতাড়ি সেন্টারের কাজ শুরু করব৷’

ফিফা প্রেসিডেন্ট বললেন, ‘মুখ্যমন্ত্রীর কথা আমার হূদয় ছুঁয়ে গেল৷ এ ভাবে সবাই ফুটবলের জন্য কিছু করলে ভারতে ফুটবল পিছিয়ে থাকবে না৷ বিশ্বের ছয় ভাগ লোকের এক ভাগ লোকের বাস ভারতে৷ এখানে ফুটবল যদি গুরুত্ব পায়, তা হলে ভারত একদিন বিশ্ব ফুটবলে শাসন করবে৷ অন্য দেশগুলোর কাছে ভারত একটা উদাহরণ হয়ে থাকবে৷’

FIFA president writes to Bengal CM, showers accolades

Congratulating her for successfully hosting the Under-17 Football World Cup, FIFA President Giovanni Vincenzo Infantino wrote to Chief Minister Mamata Banerjee on Friday assuring assistance for the projects taken up for development of football. It may be mentioned that he had earlier appreciated the role of the Mamata Banerjee-government for developing an international standard infrastructure for the FIFA Under-17 Football World Cup. FIFA president reached Zurich on Friday and wrote to the Chief Minister.

The letter reads: “The FIFA delegation has now returned to Zurich with a host of unforgettable memories and having made many warm hearted new friendships during our stay in Kolkata for the final matches of the FIFA Under-17 Football World Cup in India and the FIFA Council meeting.” He further stated in the letter that: “Herewith, I would like to congratulate your government on its role in your country’s successful hosting of the FIFA Under-17 Football World Cup. I would also like to thank you on behalf of the entire FIFA delegation for affording us such a cordial welcome and warm hospitality as well as the all the moments shared together at the wonderful All India Football Federation (AIFF) gala dinner at the Eco Park and during the exciting final match between England and Spain last Sunday which I was very pleased and honoured to attain by your side at the Vivekananda Yuva Krirangan in Kolkata. The talks we had were marked by sincere friendship and mutual respect…about your vision of the important role that football plays in breaking down cultural and social barriers making the game accessible to all.”

It may be mentioned the Chief Minister had announced that the state government will be giving 15 acre land at new Town to AIFF to set up a national level football academy. In this connection, FIFA president wrote: “Herewith, I would also like to praise the remarkable work and efforts of the AIFF, who implements new plans for development of our sport in your country…and the construction of the AIFF National Centre of Excellence which will be realised on the 15 acres of land your government has kindly decided to give AIFF. I would like to thank you for this strong contribution towards supporting football development and promoting the values of our sport in your country. I can assure you that our stay in your country has given the fresh determination to provide any assistance from FIFA and the international football community that could be helpful in the realization of these development projects.”

 

 

রাজারহাটে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ৭১ কোটি টাকা দিচ্ছে ফিফা, আয়োজনের প্রশংসা করে চিঠি দিল ফিফা

 

বাংলার আতিথেয়তায় মুগ্ধ ফিফা চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে ফিফা। শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। ফাইনাল সহ যে কটি ম্যাচ যুবভারতীতে হয়েছে, তার জন্যও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফুটবলের উন্নতির জন্য যেকোনোও সাহায্যে সব সময় পাশে থাকবে ফিফা, এটাও জানিয়েছেন।

জুরিখ থেকে পাঠানো চিঠিতে তিনি মমতার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। ইকো পার্কের গালা ডিনার এবং রাজ্যের সংস্কৃতি ও মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে ফিফা সভাপতি অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন। রাজারহাটে উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এ আই এফ এফ) ১ টাকার বিনিময়ে লিজে ১৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ‘এ আই এফ এফ ন্যাশানাল ফুটবল সেন্টার ফর এক্সেলেন্স’ তৈরি হবে নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে। পরিকাঠামো তৈরির পুরো খরচ, যা হল ৭১ কোটি টাকা, দেবে ফিফা।

এই উৎকর্ষ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি হবে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, অনুর্দ্ধ-১৭ বিষ কাপে

মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকের সংখ্যায় সর্বোচ্চ স্থানে ছিল কলকাতা। কলকাতার প্রতিটি খেলায় মাঠে হাজির হয়েছেন ৫৫ হাজারেরও বেশি দর্শক – পুরো দেশের নিরিখে ৪৫ শতাংশ।

Bengal Govt introduces ‘Banglar Bari’ project to provide flats to those below poverty line

The Bengal Government has introduced the ‘Banglar Bari’ project to provide flats to people living below poverty line (BPL) in municipality areas.

The government has decided to build four-storied buildings in municipal areas to ensure permanent shelter to people from financially weaker sections.

The buildings will be constructed by the State Urban Development Agency (SUDA). Priority will be given to families headed by women and financially weaker families whose monthly income is less than Rs 10,000.

The beneficiaries have to apply to SUDA to get a flat under the project. Local municipalities have to ensure that the beneficiaries are from the BPL category and that the applicants don’t have any concrete houses.

The project will immensely benefit people in the BPL category in urban areas under different municipalities.

 

 

১০ হাজার টাকা পর্যন্ত আয়ের মানুষদের পুর এলাকায় নিখরচায় ফ্ল্যাট দেবে রাজ্য

 

পুর এলাকার গরিব ও দুঃস্থ মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গৃহহীন অংশের (ইকোনমিক্যালি উইকার সেকশন) জন্য বহুতল আবাসন বানাচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।

ভূমি ও গৃহহীনদের জন্য আবাসন তৈরির এই প্রকল্পের পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। এখানে হবে ‘জি প্লাস থ্রি’ আবাসন। প্রতিটি ফ্ল্যাট হবে ৩৮৫ বর্গফুট কার্পেট এরিয়ার। ফ্ল্যাট পাওয়ার জন্য উপভোক্তাকে এক পয়সাও দিতে হবে না। তাই উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন(ইডব্লুএস) নির্ধারণের উল্লেখিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

কোনও পুর এলাকায় যে পরিবারের কোনও জমি বা বাড়ি নেই এবং যে পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত, কেবলমাত্র তারাই এই আবাসনে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবে। ফ্ল্যাটের আবেদন জানাতে হবে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-এর কাছে।