Ahamed Hassan speaks on The Indian Institute of Petroleum and Energy Bill, 2017

Sir, I rise to speak on The Indian Institute of Petroleum and Energy Bill, 2017.

Sir, the Bill seeks to establish a Petroleum and Energy Institute in Vishakhapatnam, Andhra Pradesh. We appreciate the efforts of the Government for undertaking this initiative. The Bill provides the setting up of authorities Board of Governors, the General Council and the Senate. These bodies are in charge of promoting quality education and research in petroleum, energy, oil and energy sectors. This will help to cultivate the culture of research within students.

However, under Section 9(v) of the Bill, the Institute has been conferred with wide powers to lay down standards of admission. I suggest the Government to conduct a uniform examination throughout the country giving due recognition to the needs of separate States. I caution the Government from a second NEET issue affecting the life of students.

Further, the Institute has the right to withdraw degrees, diplomas and other academic distinctions for “good and sufficient reasons.” The Bill does not define these reasons in detail and the phrase is ambiguous. It gives the Institute wide powers to withdraw these distinctions. Such a provision can have grave repercussions on the future of the students.

Another issue in the Bill is the composition of the Governing Council. Sir, the Council looks after the fiscal management of the Institute under Section 16 of the Bill. Among the 20 members, 16 are a part of the the Government. I stand here to urge the Government to raise the representation of eminent experts in petroleum technology and related fields in the energy sector. This will increase the credibility of the Government and bolster trust of the people in its actions.

Along with this, I raise the issue of the appointment of the Director by the Centre. Why can’t the Director be appointed by the State Government? We expect more autonomy to be given to the Institute. The Centre must work in partnership with the States as education is a concurrent subject under the Constitution.

Sir, on behalf of the Trinamool, I take this opportunity to raise other pertinent issues in the energy sector which need to be discussed. Sir, India currently imports around 80% of its fuel. While this Bill seeks to enhance research in the energy sector, the Government must focus its efforts on reducing this fuel dependence from other countries. Sir, volatile prices of crude oil is a major problem for countries. For us, dependence on imports and rising oil prices can adversely impact trade and fiscal balances. Why is the Government not initiating a discussion on this issue?

Sir, India’s energy demand is continuously increasing. The Bill in its sections and the Statement of Objects and Reasons focusses on the renewable energy sector. The Government has set ambitious targets to make India a renewable energy powerhouse.

However, with the implementation of the GST, the renewable sector has been heavily impacted. The cost of Solar Off Grids show a rise of 16-20%, a 12-16% rise in Solar PV Grid Installations, an 11-15% jump in the setting up of wind projects is also expected. Sir, I would like to ask the Government whether setting up of universities will lead to growth in the energy sector?

Sir, as we talk of renewable energy, I am compelled to mention few initiatives taken up by the Trinamool Government in Bengal. Our Government launched India’s first 10MW Canal Bank Solar PV in 2016. The State Government will provide solar power to families in the Sundarbans Delta and other islands. The government is credited with the country’s first battery less, carbon neutral Solar Street Light projects at public parks. There are 10,000 such Solar Street Lights in the State and 2 Lakh Solar Home Lighting Systems. We are in the process of harnessing tidal and other forms of renewable energy within the State. I hope these initiatives serve as a model for other states to follow.

Sir, the energy sector requires human resource formation, more than infrastructure generation in the form of universities. Through you, Sir, I request the Government to come up with training centers for local job construction in the renewable energy sector.

Moreover, sir, the new tax regime has left the oil and gas sector in a fix. While crude, natural gas, petrol is exempted from its coverage; kerosene and LPG are covered under GST. Complying with the previous and the current taxation system will certainly double compliance costs. Sir, due to GST the price of domestic LPG cylinder increased by Rs.26.88 per 14.2 kg. Are these Acche Din?

Sir, recently this Government decided to raise LPG prices in pursuance of finishing subsidy on oil. I urge the Government to pause and think of the 18.12 crore consumers of subsidized LPG cylinders in the country. Sir, due to the roll out of GST, LPG has been put under the 5% slab. Why is this pressing issue being ignored by the Government?

I request the Government to not derail the debate on several of its decisions such as demonetisation and the haphazard implementation of GST as these have had a negative impact on the petroleum and energy sector. And the Trinamool’s opposition to the implementation of these decisions is well known.

Sir, I wish to end my thoughts with an expectation that the Government will pay due attention to the issues mentioned.
Thank you.

If music and culture grow, civility and society too grow: Mamata Banerjee

Music in all its forms is the unifying force, a means by which peace and harmony can prevail in diversity. Music has been behind many successful movements in the world. It awakens, unifies, and carries forward all struggles. It is the very breath, the very life of the people.

It was with these words that Bengal Chief Minister Mamata Banerjee set the mood of the eight-day Bangla Sangeet Mela and the Biswa Bangla Loksanskriti Utsav during their inaugurations today at Uttirno, the new open-air theatre in Alipore.

“The very name Uttirno means exemplary, as the many artists who will be awarded today and who will participate during the festival are in their skills. Rabindrasangeet, Nazrulgeeti, Bhawali, Bhatiyali, Kirtan … there are so many forms. All have their own types of songs and music, and all are good in their own respective fields,” she said. Musicians too play different types of instruments. “But all subscribe to melody and harmony,” she pointed out.

About 1,500 artists from all over Bengal will be performing at five venues – Rabindra Sadan, Madhusudan Mancha, Sisir Mancha, Fanibhushan Mancha and Rabindra Okakura Bhavan – during the festival. The State government has decided that this year, more people should be involved and enjoy the various forms of music. For three days (December 25, 29 and 30), the performances will begin at 9am, while on the other days, it will begin at 5 pm.

After the advent of the Trinamool Congress government, a large number of folk-singers and musicians and even those who make musical instruments have been given assistance in various ways, including monthly stipends and awards so that there songs continue to be in the mainstream. “We have increased the number of artists receiving assistance from 1 lakh to 1.94 lakh this year. These singers and musicians will get an opportunity to perform and be utilized by the Government in advertisements and other work where the message is through music,” she said.

“If music and culture grows, civility and society grows. Many instruments are needed for a successful song, for an artist to be created. And many people from different walks of life are needed for improvement and progress,” she pointed out.

But it is unfortunate that the harmony and unity that we wanted to portray in the Republic Day parade tableau was not accepted by the Central government. They did not approve of the harmony that we wanted to show through culture, she said.

সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরেও রাজ্য সরকার আয়োজন করেছে বার্ষিক সঙ্গীত মেলার। আজ থেকে শুরু হল এ’বছরের সঙ্গীত মেলা, চলবেআগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত। এই বার্ষিক গানের উৎসবের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যান্য বছরের তুলনায় আরও বেশী মানুষকে এই উৎসবের মাধ্যমে আনন্দ দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩ দিন (২৫, ২৯ ও ৩০শেডিসেম্বর) এই উৎসব শুরু করা হবে সকাল ৯টা থেকে। অন্যান্য দিন এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

শিল্পীরা পাঁচটি প্রেক্ষাগৃহে সঙ্গীত পরিবেশন করবেন: রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, ফণীভূষণ মঞ্চ এবং রবীন্দ্র ওকাকুরা ভবন।সারা রাজ্যের সঙ্গীত শিল্পীরা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। এই আটদিন ব্যাপী অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৫০০ শিল্পী অংশ নেবেন।
এছাড়া শহরের কোনায় কোনায় সঙ্গীতকে পৌঁছে দিতে থাকছে বিশেষ আকর্ষণ ‘পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা’।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বাংলার লোকশিল্পীদের সাহায্য করার জন্য নিয়েছে নানা পদক্ষেপ। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে২ লক্ষ শিল্পীকে দেওয়া হয় মাসিক ভাতা। সম্মানের সাথে গান গেয়ে এই শিল্পীরা এখন সমাজের মূলস্রোতে বিরাজমান।

এবার সঙ্গীত মহাসম্মান পেলেন, অভিজিৎ ভট্টাচার্য ও জিৎ গাঙ্গুলি। এছাড়া যারা সম্মান পেলেন, তারা হলেন, শুভঙ্কর ব্যানার্জি (তবলা), তরুন ভট্টাচার্য (সন্তুর), দেবাশিস ভট্টাচার্য (গিটার), স্বপন বসু (লোকগীতি), রেজওানা চৌধুরী (রবীন্দ্র সঙ্গীত), বিমলা দেবী (ঝুমুর), স্বর্ণ চিত্রকর (পটগান), খাইবার ফকীর (ফকীরি গান)।

সঙ্গীত সম্মানে ভূষিত হলেন, পরিমল ভট্টাচার্য, গৌতম মিত্র (রবীন্দ্র সঙ্গীত), অমিত চৌধুরী (ক্ল্যাসিকাল শিল্পী), স্বপন সেন (গিটার), ইমন চক্রবর্তী (আধুনিক গান), বাকুয়া লোধ (পারকিন্সন), অমিত ব্যানার্জি (সঙ্গীত পরিচালক), দুর্বাদল চ্যাটার্জি (ভায়োলিন), গৌতম দাস বাউল (বাউল গান), ক্ষুদিরাম দাস (কাঠি ঢোল), মায়ারানী পোদ্দার (কীর্তন), সুলেখা রায় (ভায় গান), নিমাই সোরেন (সাঁওতালি গান)।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • সঙ্গীত আমাদের প্রাণ, সঙ্গীত ছাড়া জীবন সাধনা সম্পূর্ণ হয় না, সঙ্গীত অফুরন্ত প্রাণের স্পন্দন, সঙ্গীত জীবনের উন্মাদনা, সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি।
  • মানুষের মধ্যে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সঙ্গীতেও তেমন রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদী গান, রজনীকান্তের গান, লোকগান, ভাটিয়ালি গান। সমস্ত প্রাণ যদি একজায়গায় তৈরী হয়, তাকেই বলা হয় গান, এটাই সংস্কৃতি, সম্প্রীতি।
  • সঙ্গীতের মধ্যে দিয়ে আপনারা আগামীদিনে বিপ্লব আনুন। সঙ্গীতের মধ্যে দিয়ে পৃথিবীর অনেক বিপ্লব, ভালো কাজ, জাগরন, আন্দোলন, সংস্কৃতি চেতনা হয়েছে। সঙ্গীত যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। সঙ্গীত, কথা, সুর তৈরী করার মধ্যে দিয়ে তৈরী হয় স্রষ্টা। সঙ্গীত সাধনা সবচেয়ে বড় মুক্তির, জুক্তির, তর্ক-বিতর্কের পথ। সঙ্গীত পারে পুরো দেশকে, সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে।
  • নতুন শিল্পীরা খুব খুশি হন যদি স্বর্ণযুগের শিল্পীরা তাদের পাশে দাঁড়িয়ে একটু কথা বলেন। নতুন পুরাতনের মেল্বন্ধনে সংহতি ফিরে আসে বাংলা মায়ের কাছে, বাংলা তীর্থে।
  • প্রায় ১লক্ষ লোকশিল্পী আছেন, লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে যাদের আমরা মাসে ১হাজার টাকা করে ভাতা দিয়ি। গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, যাতে তারা আরও রোজগার করতে পারে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরও ৯৪ হাজার লোকশিল্পী আমরা নতুন করে যুক্ত করেছি। শুধু খবরের কাজে বা টিভি বিজ্ঞাপন না, এই শিল্পীরা গান বেঁধে বিভিন্ন গ্রামে গ্রামে চলে যান, সরকারি প্রোগ্রামগুলো গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। এটা খুব বড় কাজ।
  • একতাই সম্প্রীতি, কেন্দ্রীয় সরকার আমাদের ট্যাবোলোতা বারন করে দিলেন, আমি কিন্তু, সংস্কৃতির মধ্যে সম্প্রীতি দেখাতে চেয়েছিলাম। সেটা তাদের পছন্দ হয়নি।

 

State Govt to create 1,220 posts

At a recent Cabinet meeting, the Bengal Government decided to create 1,220 posts for various categories of jobs.

Five investigation centres for crimes against women would employ 94 people. Three new police stations – Narendrapur, Palashipara and Tamna – would employ 52, 37 and 42 personnel, respectively.

Fifteen posts would be created after the upgrading of the 60-bedded Kotalpur Hospital in Bishnupur to an 80-bedded one. Territory care cancer centres will come up at Burdwan Medical College and Hospital and Sagar Dutta Hospital, for which a total of 35 posts would be created. Twenty more posts have been created for the critical care unit in Frazerganj.

Besides these, many drivers for vehicles employed by the various departments and Karmabandhus (sweepers) would be given employment.

 

রাজ্যে আরও ১২২০ জনের কর্মসংস্থান

রাজ্যে ১২২০টি নয়া চাকরির সুযোগ। পুলিশ, চিকিৎসাক্ষেত্র, কর্মবন্ধু, অর্থদপ্তর মিলিয়ে রাজ্যে ১২২০টি নতুন পদ তৈরী হল। নতুন থানা বা মহিলা তদন্তকেন্দ্র তৈরীর পাশাপাশি চিকিৎসা পরিষেবার, বিশেষ করে ক্যান্সার আক্রান্তদের স্বার্থে কিছু প্রকল্প রুপায়নের জন্যই লোক নেবে সরকার।

মুখ্যমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকে নির্দেশ দেন গ্রামের কোনও প্রকল্প ফেলে না রাখতে, বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে বাড়তি নজর দিতে বলেন।

নরেন্দ্রপুর থানার জন্য ৫২টি, পলাশি পাড়া থানার জন্য ৩৭টি, তামনা থানার জন্য ৪২টি ও নতুন পাঁচটি মহিলা তদন্তকেন্দ্রের জন্য ৯৪টি নতুন পদ তৈরী হল। বাঁকুড়ার কোতলপুর হাসপাতালকে ঢেলে সাজানো হবে, শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে ৮০তে। সেখানে চিকিৎসক ও অন্যান্য কর্মী নিযুক্ত হবে ১৫জন। বর্ধমান ও ব্যারাকপুর সাগর দত্ত মেডিক্যালে টেরিটরি ক্যান্সার সেন্টার গড়া হবে, এখানেও নিযুক্ত হবেন ১৫জন। ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর এলাকায় ক্রিটিকাল কেয়ার ইউনিট গোঁড়ার জন্য ২০টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মবন্ধু ও চালক পদে নিযুক্ত হবেন ৭৩ জন।

Source: Sangbad Pratidin

Mamata Banerjee opposes bank deposit bill

Bengal chief minister Mamata Banerjee has asked Union finance minister Arun Jaitley to withdraw the proposed Financial Resolution and Deposit Insurance Bill, 2017.

Trinamool Congress has decided to oppose the ‘draconian bill’ both inside and outside Parliament.

Mamata Banerjee wrote that the proposed bill would compromise the financial security and safety of common people on four counts: it would forcibly convert their deposits into equity shares of the bank; it could change the nature of the deposits from one class to another, leading to a change in interest rates or deposit tenures; it could impose a stay on the right to withdraw deposits before maturity; if the Centre wants, it can impose a moratorium on payment of interest and repayment of deposits.

In her 2-page letter, Mamata Banerjee said the bill would take away the savings of common people entrusted to banks. “The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation,” she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে তা প্রত্যাহারের আর্জি জানালেন তিনি।

চিঠিতে ওই বিল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা।

তাঁর যুক্তি, সে ক্ষেত্রে দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ানো ব্যাঙ্কে গচ্ছিত টাকা ফেরত পাওয়ার বিষয়ে আর একশো শতাংশ নিশ্চিত থাকতে পারবেন না সাধারণ মানুষ। ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

1000 new Matri Jaans flagged off by Bengal CM

Chief Minister Mamata Banerjee, on December 11, inaugurated 1,000 Matri Jaan ambulances for the service of people across Bengal from Kanksa in Paschim Bardhaman district, where she had gone to attend an administrative review meeting.

These ambulances are meant for transporting pregnant and lactating women, and children to hospitals, especially those staying in rural regions. With these 1,000 new Matri Jaan ambulances in service, a large area of Bengal has now been covered. Being meant for the rural populace, the cost of availing these ambulances is paid by the State Government.

The infrastructure of the new Matri Jaan ambulances has also been enhanced. A health worker would be present inside every Matri Jaan to assist the patient and the patient’s family members. Life-saving medicines would be available so that emergency medical help can be given.

 

হাজারটি নতুন মাতৃযান উপহার মুখ্যমন্ত্রীর

গ্রামের গরীব মানুষদের জন্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।

কাঁকসার বনকাঠির রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের জন্য নতুন ১০০০টি মাতৃযান চালুর কথা ঘোষণা করেন।

এই পরিষেবা বাড়ানোর পাশাপাশি এই যানগুলির পরিকাঠামো বাড়ানো হচ্ছে। একজন চালক ছাড়াও থাকবে একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া থাকবে জীবনদায়ী ওষুধ। মাঝরাস্তায় অসুস্থকে যাতে ন্যুনতম চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবার মাধ্যমে গ্রামের গরীব মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

 

Source: Sangbad Pratidin

mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

WBTC bus drivers and conductors get new uniforms

In order to give them an identity makeover, West Bengal Transport Corporation (WBTC) has introduced a uniform for the drivers and conductors, as well as the inspectors, of its buses.

The shirt is sky blue in colour while the trousers are dark blue. Significantly, the two chest pockets are imprinted with the identifiers of two of the most-recognised projects of the Bengal Government. The right pocket has written on it ‘Safe Drive Save Life’, the government’s landmark and very well-received safe driving project, while on the left pocket is the blue-green-yellow logo of Biswa Bangla, the government’s all-encompassing brand for all things Bengal.

There are 2,347 drivers and 2,398 conductors manning the 1,300 buses of the WBTC. In addition, there are a large number of inspectors. All are required to wear the uniform. Initially, two sets of uniforms are being given to them.

Over the last six years, since the Trinamool Congress Government has been in power, the transport sector of Bengal has seen a marked change. New and state-of-the-art buses, new routes, app for tracking buses, improved social benefits for the workers, and now, new uniforms – it has been good fortune all the way.

রাজ্য সরকারের বাসের ড্রাইভার ও কন্ডাক্টররা পাবেন নতুন উর্দি

এক নতুন পরিচিতি তৈরি করার লক্ষ্যে রাজ্য পরিবহণ নিগম একটি উর্দি দিচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ইন্সপেক্টরদের।

জামাটি হবে আকাশী নীল রঙের ও প্যান্ট হবে গাড় নীল রঙের। জামায় বুক পকেটে থাকবে দুটি। এই পকেট দুটিতে রাজ্যের সবচেয়ে বিখ্যাত দুটি প্রকল্প মুদ্রিত থাকবে। ডান পকেটে লেখা থাকবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং বাম পকেটে থাকবে বিশ্ব বাংলার লোগো।

এই মুহূর্তে ২৩৪৭ জন ড্রাইভার, ২৩৯৮ জন কন্ডাক্টর ১৩০০টি বাস চালান। প্রচুর সংখ্যায় ইন্সপেক্টর আছে, সবাইকে এই উর্দি পরতে হবে। প্রাথমিক ভাবে দু জোড়া উর্দি দেওয়া হবে সবাইকে।

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা পাওয়ার পর আমুল পরিবর্তন এসেছে পরিবহণ দপ্তরে। অত্যাধুনিক বাস, নতুন রুট, বাস ট্র্যাক করার অ্যাপ, কর্মীদের জন্য উন্নত সামাজিক পরিষেবা এবং এবার নতুন উর্দি-এটা সব দিয়েই ভালো দপ্তরের জন্য।
Source: Aajkal

Politics of divisiveness will not be tolerated by the people of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today embarked on a tour of Paschimanchal districts. Today she addressed a public meeting at Kanksa in Paschim Bardhaman district. She inaugurated and laid the foundation stones for a slew of projects on the occasion.

Highlights of her speech:

A bridge over the River Ajay at Shibpur in Kanksa block will soon be completed, at a cost of Rs 164 crore. The foundation stones for the construction of two more bridges have been laid.

Eleven ambulances, called Matri Jan, were distributed for transporting pregnant women and young children to hospitals free of cost. The ambulances will contain all life-saving medicines and equipment. All across Bengal, 1,000 such ambulances are being distributed.

Agriculture and industry co-exist in Bengal. We have abolished khajna tax on agricultural land. We have provided help to farmers affected by the floods.

We have set up an airport in Andal, 6,000 micro and small enterprise units, Panagarh Industrial Park, IT Park, Deucha-Pachami coal mine project.

Projects worth Rs 2,668 crore have been taken up for controlling floods and for irrigation, as a result of which 30 lakh families will benefit.

Several steps have been taken for the welfare of Adivasis. A separate department for the Adivasis was set up by the Trinamool Congress Government in 2013.

Shikshashree Scholarship is being given to 57 lakh SC, ST and Adivasis children. The State Government is also helping Adivasi artistes.

We have distributed scholarships to 1.71 crore students belonging to minority communities. We give a loan of Rs 10 lakh for for pursuing higher education in the country and Rs 20 lakh for foreign education.

Santhali language has been given recognition through the teaching and propagation of the Ol Chiki script.

Our aim is to work for everybody. We do not differentiate on the basis of religion.

A man was burnt to death in Rajasthan. Why should this happen?

Trinamool does not follow the culture that the BJP speaks of. We do not like that culture. We will fight politically. Let others speak ill, we will not.

The Ma-Mati-Manush Government is a government for everyone. Every human being is equal to me.

We give rice at Rs 2 per kg to 8.5 crore people, electricity free of cost, scholarships, bicycles to school-going children. Our government has schemes to cover the whole lifespan of a person. We do real work for the people, not indulge in empty talk.

We have started Matrisneha Scheme at the PG Hospital in Kolkata. We have started Samabyathi and Baitarini Schemes. We have introduced a lot of social schemes. Subsidies to farmers, artistes and for jute cultivators are being give.

The Centre is taking away all our earnings in the name of servicing debts.

We provide shoes, uniforms, mid-day meal to primary school students. We are providing nutritious food to malnourished kids. This is our social responsibility.

We gave Rs 50,000 to the families of workers who lost their jobs in other States due to demonetisation. We want them to stand on their feet, even if they open a tea stall.

A lot of people from other States work in Bengal. We consider them our own. Our people will go to other places, people from other States will come to Bengal – isn’t this normal? We cannot drive others away from Bengal. We love them.

A Dalit man was killed in Gujarat because he went to a dandiya festival. They did not allow Padmavati to release. An innocent man was burned alive in Rajasthan. How long can we allow these incidents to continue?

This is the land of Rabindranath and Nazrul. We respect Ambedkar, Gandhiji, Swami Vivekananda, Maulana Abul Kalam Azad. We will not allow divisive politics in Bengal. Those who indulge in divisiveness, people will teach them a lesson politically.

They cannot stand the fact that we oppose their (anti-people) policies. So they want to stop all funds to Bengal. We were affected by floods but did not receive a single penny. But Assam and Bihar (both BJP-ruled States) receives Centre assistance.

There are attempts to cause riots by spreading falsehoods and peddling lies. They kill Adivasis and Dalits but feed lies to Adivasis here. I urge you all not to believe their canards.

There was a time when Adivasis in Jangalmahal used to survive by eating ants. Now we provide rice at Rs 2/kg to them. They live with dignity now. They receive healthcare for free; we provide them dhamsa-madol, education. We have also initiated a pension scheme for kendu leaf collectors.

Kanyashree girls will show the way to the rest of the country. They are our pride. Kanyashree – the name is famous all over the world. One day, Sabuj Sathi and Sabuj Shree will also become renowned.

Our government is with the common people, the poor people, labourers, farmers. More than 12,000 farmers committed suicide in Maharashtra. We want our farmers to remain safe and sound. We provide all assistance in times of their need. They are our pride.

We have created 81 lakh jobs in the last six years. We have appointed 1 lakh civic volunteers. We have distributed 3 lakh land pattas and built 3 lakh homes. We will create more. We have created 45,000 flats for the people of Asansol. We will set up 25,000 more.

Do not pay heed to lies and slander. Some people peddle lies to besmirch our characters, to incite violence and riots. Bengal will never tolerate these conspiracies.

I am always with the people and for the people. People are our pride. My best wishes and humble thanks to all.

Stay healthy, stay safe. Advance wishes for Christmas. Celebrate Nabanna in a befitting manner. May the new year bring peace and prosperity for all.

 

 

বাংলায় বিভেদের রাজনীতি মানুষ মেনে নেবে নাঃ মুখ্যমন্ত্রী

 

আজ কাঁকসায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।0

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

1শীঘ্রই কাঁকসার শিবপুরে অজয় নদীর ওপর ১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়া আরও ২ টি সেতুর শিলান্যাস করা হল।

গর্ভবতী, প্রসূতি মহিলা ও বাচ্চাদের বিনাপয়সায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই জেলায় ১১ টি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে ‘মাতৃ যান’। তাতে সবরকম জীবনদায়ী ওষুধও থাকবে। সমগ্র বাংলায় ১০০০ টি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে।

শিল্প ও কৃষির সহাবস্থান বাংলায়। আমাদের সরকার কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আমরা সবরকম সহায়তা করেছি।

অণ্ডাল বিমানবন্দর, ৬০০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আই টি পার্ক, দেউচা পাচামি কয়লা প্রকল্প ইত্যাদি তৈরি করা হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন ও সেচের কাজে উন্নয়নের জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, এর ফলে ৩০ লক্ষ পরিবার উপকৃত হবেন।

আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২০১৩ সালে আদিবাসী দপ্তর তৈরি করা হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ও আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছে। আদিবাসী শিল্পীদেরও সহায়তা করছে রাক্য সরকার।

১ কোটি ৭১ লক্ষ সংখ্যালঘু ভাইবোনেরা স্কলারশিপ পেয়েছে। এখানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বাইরে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে।

অল চিকি ও সাঁওতালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

সকলের জন্য কাজ করতে হবে এটাই আমাদের লক্ষ্য। আমরা ধর্মে ধর্মে কোন ভেদাভেদ করি না। সব মানুষ আমার আপনজন।

রাজস্থানে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হল। কেন এটা হবে?

বিজেপি যে কালচারে কথা বলে তৃণমূল কংগ্রেসের কালচার সেটা নয়। আমরা এই কালচার আমরা পছন্দ করি না। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। অন্য কেউ খারাপ কথা বললেও আমরা বলব না।

মা-মাটি-মানুষের সরকার সকলের জন্য। আমার কাছে সব মানুষ সমান।

সাড়ে ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কিলো চাল দিই, বিনামূল্যে চিকিৎসা, স্কলারশিপ, সাইকেল দেয় আমাদের সরকার।

স্বাস্থ্য সাথী প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে আমাদের সরকার। কথায় নয় আমরা কাজে করে দেখাই।

পি জি হাসপাতালে আমরা ‘মাতৃস্নেহ’ প্রকল্প চালু করেছি। ‘সমব্যাথি’ ও ‘বৈতরনী’ প্রকল্প চালু করেছি। আমরা অনেক সামাজিক কর্মসূচি পালন করি। আমাদের সব টাকা কেটে নিওয়ে যাচ্ছে কেন্দ্র। তবুও আমরা কৃষক ভাতা, শিল্পী ভাতা, পাট্টা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি। দেনায় রাজ্যটাকে বিক্রি করে সিপিএম চলে গেছে। কেন্দ্রের সরকার, পয়সা তো দেয় না, পয়সা কেড়ে নেয়।

প্রাইমারি স্কুলের বাচ্চারা জুতো পাচ্ছে, ড্রেস পাচ্ছে, মিডডে মিল পাচ্ছে, অপুষ্টিজনিত শিশুরা খাবার জিনিস পাচ্ছে, এগুলোই তো সামাজিক কর্মসূচী।

যখন নোটবন্দি করা হল, অনেক লোক বিভিন্ন রাজ্যে কাজ করত, তাদের কাজ চলে গেল। আমাদের সরকার একমাত্র সরকার, প্রত্যেক পরিবারকে ৫০০০০ টাকা করে দিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

আমি এখনও বলি, মোটা ভাত খাওয়াবার, মোটা কাপড় দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বাইরে থেকে কেউ কাজ হারিয়ে এখানে ফিরে এলে তাকে অন্তত ৫০০০০ টাকা দিয়ে ১টা চায়ের দোকান খোলানোর ক্ষমতা আমরা রাখি।

আমাদের এখানে অনেক বাইরের লোক কাজ করেন, আমরা তাদের বাইরের লোক মনে করি না, ঘরের বলে মনে করি। বাইরের ছেলেরা বাংলায় আসবে, বাংলার ছেলেরা বাইরে যাবে, এটাই তো স্বাভাবিক। বিহারের যারা এখানে থাকেন, তাদের আমরা বলতে পাড়ি না আপনারা এখান থেকে চলে যান। আমি তাদের ভালবাসি।

এক দলিত ভাই গুজরাটে গেছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পদ্মাবতী সিনেমা নিয়ে একজন প্রতিবাদ করেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল। রাজস্থানে একটি ছেলে অন্যায় কাজ করতে গেছিল, তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। কতদিন চলবে এই জিনিস?

বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। আম্বেদকর, গান্ধীজীকে, বিবেকানন্দকে, মৌলনা আবুল কালাম আজাদকে আমরা সম্মান করি। বাংলার মাটিতে ভাগাভাগির খেলা হবে না। আর কেউ করতে চাইলে, বাংলার মানুষ তাকে একদম রাজনৈতিক ভাবে তাড়িয়ে দিন।

ওরা ভাবে, বাংলা কেন আমাদের বিরুদ্ধে বলে? বাংলাকে ভাতে মারো। বন্যায় কৃষকদের জমি দুবে গেছে, আসাম, বিহারকে টাকা দিয়েছে, বাংলাকে দেয়নি।

নানা রকম, দাঙ্গা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত করার চেষ্টা করা হয়। আর মিথ্যে বলা হয়। আদিবাসীদের পরিবারকে হত্যা করা হয়। দলিত পরিবারকে হত্যা করা হয়। আর এখানে আদিবাসী ভাই বোনেদের কাছে গিয়ে মিথ্যে বলা হয়। ওদের কথা একদম বিশ্বাস করবেন না। ওরা ভীষণ মিথ্যে কথা বলে, অপপ্রচার করে। টাকা নিয়ে কুৎসা করে।

আগে আদিবাসীরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকত। আমি ২ টাকা কিলো চাল দেওয়া শুরু করেছি। এখন মানুষ সম্মান পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, ধামসা মাদল পায়, শিক্ষা পায়, সব ব্যাপারে সাহায্য করি আমরা। যারা কেন্দু পাতা তোলে, তাদের সাহায্য করি, ৬০ বছর হয়ে গেলে পেনশন দিই।

কন্যাশ্রীর মেয়েরা আগামীদিন ভারতবর্ষকে পথ দেখাবে। এরা আমাদের গর্ব। সারা পৃথিবীর কাছে কন্যাশ্রী একটা নাম। আগামী দিন সবুজ সাথী একটা নাম হবে। সবুজশ্রীও একটা নাম হবে।

আমাদের সরকার, সাধারন মানুষের, গরীব মানুষের, খেটে খাওয়া মানুষের, ক্ষেত মজুরদের, কৃষকদের পক্ষে। মহারাষ্ট্রে ১২,৬০০ কৃষক মারা গেছে না খেতে পেয়ে। আমি চাই আমাদের কৃষকরা ভালো থাকুন, তাদের ফসল নষ্ট হলে, সঙ্গে সঙ্গে আমরা তাদের সাহায্য করি। কারো কাছে তাদের হাত পাততে না হয়, কৃষকরা আমাদের গর্ব।

গত সাড়ে ৬ বছরে ৮১ লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছে। আরও নেওয়া হবে। তিন লক্ষ লোককে পাট্টা দিয়েছে আমাদের সরকার। তিন লক্ষ লোককে বাড়ি তৈরী করে দিয়েছি। আরও অনেককে আমরা করে দেব। রানিগঞ্জের মানুষকে আমরা আবেদন করব, আমরা ৪৫০০০ ফ্ল্যাট করে দিয়েছি, আরও ২৫০০০ করব।

যদি কেউ উল্টোপাল্টা বলে মিথ্যে কথা রটায়, কুৎসা রটায়, চরিত্র হনন করে, অপপ্রচার করে, দাঙ্গা লাগায়, ভয় পাবেন না, বাংলার মাটি দাঙ্গাকে, কুৎসাকে, চক্রান্তকে, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয় না।

জনগণের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকব। মা মাটি মানুষকে, ধন্যবাদ, জিন্দাবাদ জানাই। আপনারাই সমাজের গর্ব, সমাজের ভবিষ্যৎ।

ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় দিনের উৎসবের অভিনন্দন জানিয়ে যাই। নতুন ধান নিয়ে নবান্ন উৎসবে গর্ববোধ করবেন। নতুন বছরে আপনাদের ঘোরে ঘোরে মঙ্গল শঙ্খ বাজুক।

Bengal Govt stands by the family Afrajul Khan, the labourer killed in Rajasthan

Bengal Chief Minister Mamata Banerjee, in a tweet today, said that the State Government will provide Rs 3 lakh to the family of Afrajul Khan, the labourer from Malda district, who was killed in Rajasthan.

The CM also tweeted that an eligible person from the family will receive a job. “Other help from the government will also be provided,” she added.

The CM also said that she is sending a team of Ministers and MPs to visit the family.

Here is the tweet of the Chief Minister:

Very sad incident happened in Rajasthan. Afrajul Khan of Malda of our state was brutally killed. His family is totally helpless. As a small help to the bereaved family, our government has decided to provide Rs 3 lakh to the family and also one job to the eligible person of the victim’s family. Other help from the government will also be provided. I am sending our team of Ministers and MPs to visit the family.

 

 

রাজস্থানে নিহত বাঙালী 1শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার

মালদা জেলার এক শ্রমিক আফরাজুল খানকে রাজস্থানে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হত্যাকারী। এর পরই ওঠে প্রতিবাদের ঝড়।

টুইট করে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি নিহত আফরাজুলের পরিবারের পাশে থাকার বার্তা দেন।

মুখ্যমন্ত্রী টুইট করে জানান, শোকসন্তপ্ত অসহায় পরিবারের সাহায্যার্থে আমাদের সরকার আফরাজুলের পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি তার পরিবারের একজন সদস্যকে চাকরিও দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আমরা সবরকম সাহায্য করব।

আজ রাজ্যের মন্ত্রী ও সাংসদদের এক প্রতিনিধি দলও যাচ্ছে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে।