Bengal narrows child mortality gender gap, on top-five list

The gap between male and female child mortality rates has reduced considerably in Bengal, propelling the state to the list of the best five states in terms of this key developmental index.

The latest Sample Registration Survey (SRS 2016) has found 28 deaths per 1,000 among girl children in the 0-4 age group, and 27 among boys. This is a huge improvement: the 2011 figure was 40 and 37 respectively.

The narrowing-down of the gap is a boost to the larger goal of gender equality. This is very good not only in terms of social consciousness, but also in terms of preparing a gender-equal strong workforce. The figures speak of a growing consciousness – that girl children are no more outcasts.

 

শিশু মৃত্যুর হার হ্রাসে নয়া নজির বাংলার

শিশু মৃত্যুর হারে লিঙ্গ-বৈষম্যের ব্যবধান উল্লেখযোগ্য ভাবে কমল বাংলায়। এই সূচকের নিরিখে দেশে প্রথম পাঁচটি রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গ।

সাম্প্রতিক স্যাম্পেল রেজিস্ট্রেসন সার্ভে ২০১৬ তে দেখা গেছে ০-৪ বছর পর্যন্ত বয়সের মেয়েদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৮। একই ভাবে,০-৪ বছর পর্যন্ত বয়সের ছেলেদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৭। এই পরিসংখ্যানটি ২০১১ তে ছিল যথাক্রমে ৪০ ও ৩৭।

এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় ছেলে-মেয়ের সংখ্যার ভারসাম্য নিয়ন্ত্রণে কতটা এগিয়ে এ রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে সচেতনতা বাড়ছে এবং লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে অনেকটাই সফল হয়েছে রাজ্য।

উল্লেখ্য, বাংলায় সামগ্রিক শিশু মৃত্যুর হার ছয় বছরে (প্রতি হাজারে) ৪২ থেকে কমে ২৫ হয়েছে।

 

Source: The Times of India

 

Tea industry: Bengal gives with open hands, Centre denies

The Bengal Government is trying its best to make life easier for everyone linked to the tea industry. Chief Minister Mamata Banerjee takes a special interest in ensuring that this agricultural heritage of the state gets all the help possible, despite all the troubles, some linked to miscreant elements, in recent years.

This was once again proved when Dr Amit Mitra, the State Finance Minister, announced fresh incentives for the tea industry. This is in contrast with the Central Budget presented a day later, which had nothing for it.

Dr Mitra, during the course of his Budget speech, proposed to fully exempt tea gardens from agricultural income tax for the financial years 2018-19 and 2019-20.

Apart from this, he also announced the exemption of education cess and rural employment cess on green tea leaves for 2018-19.

As it is, the government gives a special package of foodgrains under the Khadya Sathi Scheme for tea garden workers and their families in the sick and closed gardens, among other affected groups. For the workers and non-workers and their families in the other tea gardens, which includes the three Hill subdivisions of Darjeeling district, there is the normal subsidy through the Khadya Sathi Scheme.

চা শিল্পঃ উদার হস্ত রাজ্যের

চা শিল্পের সঙ্গে জড়িত সকলের জীবনের মান উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আগ্রহ নিয়েছেন এই হেরিটেজ কৃষিকাজকে সবরকমের সাহায্য করতে।

অর্থ মন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেটে নতুন ইনসেন্টিভ ঘোষণা করেন চা শিল্পের জন্য। ঠিক তার পরের দিন কেন্দ্রীয় বাজেট পেশ হয়, যেখানে চা শিল্পের জন্য কিছুই ছিল না।

অর্থ মন্ত্রী ২০১৮-১৯ ও ২০১৯-২০ সালের জন্য চা বাগানের সমস্ত কর মুকুব করে দেন। এর পাশাপাশি শিক্ষা সেস ও গ্রামীণ কর্মসংস্থান সেস প্রত্যাহার করেন চা পাতার ওপর।

দুস্থ ও বন্ধ চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাদ্য সাথী প্রকল্পে স্পেশ্যাল খাদ্য শস্য প্যাকেজ দিচ্ছে। দার্জিলিং জেলার ৩ মহকুমার চা বাগান গুলোর কর্মী ও অকর্মীদের ও পরিবারের লোককে খাদ্য সাথী প্রকল্পের আওতায় ভর্তুকি দিয়ে খাদ্য শস্য বিতরণ করা হয়।

Source: Millennium Post

Kakoli Ghosh Dastidar speaks on the Motion of Thanks on the President’s Address

FULL TRANSCRIPT

Madam, I stand on behalf of the All India Trinamool Congress to speak on the Motion of Thanks in gratitude towards the Hon’ble Rashtrapati ji for addressing a joint session of the Houses.

Madam, I am bemused at his self-contradictions. Whereas I agree to his statement on line number 12 of the printed speech that political democracy cannot survive without social and economic democracy, and I agree again with his last sentence when he stresses on equality and fraternity. But what I am confused about, along with many of my countrymen, my brothers and sisters, is whether the contradiction is in the rule of his government today, in the democracy at the personal level, at the social level, and at the economic and micro-economic levels that exist in today’s India. Doesn’t our Constitution grant each of us freedom of speech, and social, economic and political justice, gives us freedom of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, of fraternity, assuring us dignity of the individual?

But it is challenged in his rule today. The President, in his speech, invokes Swami Vivekananda often. ‘Bohuroope shommukhe tomar chari katha khunjiche ishwar/ Jeebe prem kore jeijon sheijon shebiche ishwar’. Why are you searching for god in the temples, in the openly armed processions or in the rituals? God is in humanity, god is within you, god is in the human being in front of you. So isn’t it contradictory when Swamiji is quoted but not followed?

Naren, as was he was to be called when he was young, at the age of five or six, he pulled the hukkah meant for Muslims in his house to see whether that would make him lose his ‘dharma’ or religion or jaat. At the end he concluded, that, ‘dharma’ or caste is not such a vanity that would be lost so easily. Ramakrishna Paramhansa Deb is specifically quoted to have said that you practice religion in temples and mosques alike; and he found no difference in reaching God.

Today’s India is different.
Today’s India is difficult.
Today’s India is contradictory.
Today’s India is shortsighted.
Today’s India is myopic.
Today’s India is intolerant.

Honourable Rashtrapatiji has asserted his commitment to weaker sections. But let us define weakness. Who is weak? What is weakness? Whether the weakness is physical, whether the weakness is mental, whether the weakness is social, religious, demographic or ethnic. Which weakness is he talking about in today’s India? The weak have become more vulnerable.

Children are to be protected as they are not yet strong enough, they have not grown up. But everyday children are being kidnapped, sexually harassed, abused, tormented and most important is that their budgetary allocation has been slashed as per the mid-day meal proposals.

Women are our pride and physically less strong. So we can say that they are the weaker sex, as we used to say so. But today, as honourable ministers have been saying that as BSF jawans, they have shown formations during the Republic Day parade, they have flown fighters, so they are not weak anymore. But, everyday they are being raped. Acid is thrown at them. They are molested. But there is no concern as it is shown that only Rs 1 crore has been increased in the Beti Bachao Beti Padhao scheme. Whereas, in our State, our Chief Minister Mamata Banerjee, has empowered 45 lakh girl children through the Kanyashree scheme.

The Adivasis are not getting their dues; their right over their land, their jungles, their water bodies are being snatched and their language is not being given recognition as per the schedule.

And most importantly minorities are trembling in trepidation. Madam, if you don’t believe me ask the families of Pehlu Khan and Mohammad Akhlaq.

Where is dharma today, where is God? He is here in my heart. Where is God, where is dharma? He is here in my mind, in my brain, in my soul, in my thought – that is Hinduism. To take everybody along as we go forward, not maime, not kill, not hurt, abuse as is happening in today’s India.

About economic growth. Equality is not there. If it were there then the large defaulters would not have been let scott-free and the poor depositors dealt with punitive actions for not having minimum balance in their bank accounts; it is not dharma.

The farmers and fishermen are suffering; there is farmer suicide everyday in the country. 12000 farmers have committed suicide, though in our state of Bengal, the tax for the agricultural land has been done away with. The one time deposit money to take electric connection for irrigation in the agricultural land has been done away with. But what about Bundelkhand? What about Vidarbha? What about States like Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Jharkhand? Minimum Support Price is not in support of the farming community. The farmers are committing suicide – four out of every hundred farmers are committing suicide everyday.

The fishermen are not getting the benefit of what the scientists are doing. The scientists are doing good job in the country. They had forecasted the Cyclone Okhi that had occurred very recently, but, when they could forecast the whole path, the information that it was going to hit these fishermen out in the sea, could not be reached. We have lost many seamen, many fishermen.

We have to look after the farmers, we have to look after the fishermen, the OBCs, the minorities.

In the recent Budget, Bengal’s Railway projects have been slashed, only two lines have been doubled but extension of metro, even in my constituency Barasat, they have been overlooked it looks like, vindictive political agenda is high. The use of central agencies also very high.

And about the security Madam, hamare desh ka 22000 km se bhi jyada international borders hain, koi friendly country, koi not so friendly country, aur jo wahan jawan pehre mein rehte hain, kisi ke pati hain, kisi ke pita, lekin wo sabhi hamare santan hain, and the Government is not looking after them well enough.

The question is, at Rs 90 per day… ek hatta katta jawan jo wahan baithe rehte hain, hamare suraksha ke liye, chain ke liye, jab hum baithe hain gharon mein, jhel lete hain goli hamare liye. Unite liye sirf 90 rupees per day for their ration is not enough. Who is thinking about this? The medical facility for them is not enough, so who is looking after them? This government is not looking after them.

India today is wild with the delirium of hatred, which is contradictory to the rosy picture propagated. We must try to be more tolerant. It is time to ask have we lost our dharma, Madam?

Thank You.

 

Books penned by Mamata Banerjee very popular at 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s books have always been favourites among the book-lovers who visit the Kolkata International Book Fair. This year has been no different.

Nine books penned by her released at this year’s edition of Kolkata Book Fair. on January 30, the day of the inauguration. With these nine, the total number of books penned by Mamata Banerjee touched 79. Many of these have been translated into English, Urdu and Ol Chiki too.

The books that released this year were:

  • Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi,
  • A book written in Ol-Chiki script,
  • Savera, written in Urdu,
  • My Journey, written in English,
  • Sishu Bela, a book for children,
  • Asahishnuta,
  • Rudraksha, a collection of her poems,
  • Amar Naba Prajanma,
  • Banglar Kanyashree Aaj Biswa Joyee – a book on the internationally-recognised Kanyashree scheme.

All the books are available at the Jago Bangla stall.

 

বইমেলায় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর লেখা বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতে বিপুল চাহিদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলির। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন হয় গত ৩০শে জানুয়ারি। সেদিনই প্রকাশ হয় তার লেখা ৯টি বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁয়েছে।

প্রথম দিন থেকেই লক্ষ্য করার মতো চাহিদা দেখা গেছে মুখ্যমন্ত্রীর নতুন ও পুরনো বইগুলিকে ঘিরে।

‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। অন্য একটি বই অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে।

মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, ‘সভেরা’ যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য ‘শিশু বেলা’, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া ‘আমার নব প্রজন্ম’, ‘বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী’।

জাগো বাংলার স্টলে পাওয়া যাচ্ছে বইগুলি।

 

Some pictures of Jago Bangla Stall at Kolkata International Book Fair 2018:

Jago bangla 10

 

 

 

 

 

 

 

A book-lover reading Mamata Banerjee’s books

 

Jago bangla 8

Innovative bookshelves at the Jago Bangla stall

 

Jago bangla 2

Huge crowds at Jago Bangla stall

 

Jago bangla 9

Bibliophiles’ delight

 

Jago bangla 7

Jago Bangla stall generating a lot of enthusiasm among book-lovers

 

Jago bangla 5 - baul

Baul performance at the Jago Bangla stall

 

Jago Bangla stall-Book fair -2018

Mamata Banerjee’s books on display

 

Jago Bangla stall-Book fair -2018 E

The Jago Bangla pavilion

Aroma garden in Baruipur being set up by MSME Dept

The aroma industry is coming up in Bengal in a very big way. Towards that end, the State Micro, Small and Medium Enterprises (MSME) Department is setting up two aroma gardens – one on 4 acres at Baruipur in South 24 Parganas district and another on 40 acres in Jhargram.

For the latter, the Paschimanchal Unnayan Affairs (PUA) Department will also assist the MSME Department.

Oil will be extracted from the plants and trees, even from the roots. Experts will identify the plants to be planted.

Aroma therapy is used in beauty treatment and also to cure some diseases. Lavender, rosemary and lemon grass are being planted in Baruipur.

বারুইপুর ও ঝাড়গ্রামে ‘আরোমা গার্ডেন’ তৈরী করছে রাজ্য

রাজ্যের সুগন্ধি শিল্পের বিকাশের উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর দুটি সুগন্ধি বাগান তৈরী করছে। একটি গড়া হবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৪ একর জমির ওপর। অন্যটি গড়া হবে ঝাড়গ্রামে ৪০ একর জমিতে। ঝাড়গ্রামের বাগানটির জন্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরকে সহযোগিতা করবে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন কোন কোন প্রজাতির গাছ এখানে রোপণ করা হবে। এই বাগানের সুগন্ধি গাছগুলি থেকে তেল সংগ্রহ করা হবে, এমনকি গাছের গোড়া থেকেও করা হবে তেল সংগ্রহ। বেশ কিছু রোগ নিরাময়ে আরোমা থেরাপি ও বিউটি ট্রিটমেন্টের ব্যবহার করা হয়ে থাকে।

বারুইপুরে ল্যাভেন্ডার, রোসমেরী ও লেমন গ্রাস গাছ রোপণ করা হচ্ছে।

Source: Millennium Post

Image is representative

Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post

Student-Youth Convention for North Bengal to be held today at Siliguri

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to address the party’s annual Student-Youth Convention for North Bengal at 3 pm today. It will take place at Kanchanjunga Stadium in Siliguri.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party will be present at the convention.

 

 

আজ শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলন, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হচ্ছে।

উত্তর বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।

10 major features of Bengal Budget 2018

Bengal Finance Minister Dr Amit Mitra today presented the State Budget for the year 2018-19 at the West Bengal Legislative Assembly.

The Budget laid stress on social welfare as well as employment generation. From farmers to tea garden workers, people with disabilities to women empowerment, there were several major announcements.

Ruposhree and Manobik were two new schemes announced in the Budget today.

 

Here are the key features of Bengal Budget 2018-19:

  • To provide relief to common people as well as the real estate sector – stamp duty reduced by 1% on properties (rural as well as urban) up to Rs 1 crore. Stamp duty will be reduced to 6% from existing 7%.
  • Tea sector is facing a lot of hardship. They have not been able to recuperate from the problems. In the FY 2018-19 and 2019-20, the Finance Minister proposed to abolish agricultural income tax in tea gardens completely. The Government will also abolish cess on tea industry. Twenty-five lakh tea workers will be benefited.
  • Due to the absence of banks, the economy in rural areas is mostly cash-dependent. Due to demonetisation, the farmers of Bengal faced a lot of hardships. We have already abolished khajna tax on agricultural land. The Government has decided to abolish mutation fee on agriculture also. This will benefit lakhs of farmers.
  • The State has made great strides in agriculture. It has created new records in food-grain production. The State is No. 1 in the production of vegetables, and No. 2 in potato production. To ensure farmers get the right price for their produce, the Government will create a special fund of Rs 100 crore for farmers.
  • The State provides old-age pension to farmers. The Finance Minister proposed to increase the monthly pension from Rs 750 to Rs 1000. The number of beneficiaries will increase from 66,000 farmers to one lakh farmers. Additional 34,000 farmers will hence benefit from this scheme.
  • For the empowerment of girls in Bengal, the Chief Minister launched the Kanyashree scheme. The state spends Rs 1,250 crore per annum for this scheme. This is a great step towards social reform. The annual stipend is proposed to be increased from Rs 750 to Rs 1000. Lakhs of girls will be benefitted.
  • A lot of families face hardship arranging money for the marriage of their daughters. The State wants to stand by these families. Families with annual income less than Rs 1.5 lakh, will get Rs 25,000 to facilitate the marriage of their daughters after they attain the age of 18. This scheme will be called Ruposhree. Rs 1,500 crore allocated for this scheme. Six lakh families will benefit.
  • Persons with 40% disabilities or more will receive a monthly pension of Rs 1,000. The scheme will be called Manobik. Rs 250 crore for this scheme allocated for this scheme.
  • Budget proposal worth Rs 2,14,958.75 crore presented for FY 2018-19.
  • Despite the hurried implementation of GST and demonetisation, the State has created 8,92,000 jobs in the last fiscal year.

 

 

২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের উল্লেখযোগ্য ১০ টি প্রস্তাব

আজ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

বাজেটে সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টি থেকে কৃষক, চা বাগান কর্মী, নারী ক্ষমতায়ন, প্রতিবন্ধী মানুষ সহ সকলের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ বাজেটে ‘মানবিক’ ও  ‘রূপশ্রী’ এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করলেন অমিত মিত্র।

 

বাজেটের উল্লেখযোগ্য কিছু প্রস্তাবঃ

  • গৃহ নির্মাণ শিল্পের ক্ষেত্রে ৪০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা অবধি সম্পত্তি মূল্যের ওপর স্ট্যাম্প ডিউটি ১% হারে ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। গ্রামাঞ্চলে স্ট্যাম্প ডিউটি বর্তমানে ৬% থেকে কমে ৫% হবে এবং শহরাঞ্চলে ৭% থেকে কমে ৬% হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ও গৃহ নির্মাণ শিল্প বিশেষ ভাবে উপকৃত হবে।
  • ছোট চা বাগান অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। আগামী ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে কৃষি আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। এর ফলে ২৫ লক্ষ চা শ্রমিক উপকৃত হবেন। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হচ্ছে।
  • গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবার অভাবে কৃষি অর্থনীতি নগদ টাকা লেনদেনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের সিদ্ধান্তের জন্য কৃষি অর্থনীতি ভেঙে পড়েছে। কৃষকদের প্রদেয় খাজনা মুকুব করা হয়েছে। তাদের আরও আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষিজমি  মিউটেশন ফি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ কৃষক ভাইবোনেরা উপকৃত হবে।
  • বিগত ৬ বছরে আমরা কৃষিতে অনেক উন্নতি করেছি। খাদ্যশস্য উৎপাদনে আমরা নতুন নজির গড়েছি। শাক সবজি উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান ও আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • বয়স্ক কৃষক ও তাদের পরিবারের সাহায্যের জন্য রাজ্য বার্ধক্য ভাতা প্রদান করে। বর্তমানে গড়ে ৬৬০০০ কৃষক ভাই-বোনেরা এই প্রকল্পে মাসে ৭৫০ টাকা পেনশন পান। এই পেনশন ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া এই ভাতা প্রাপকদের সংখ্যা ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করার প্রস্তাব দিচ্ছি। ফলে আরও ৩৪০০০ কৃষক এই পেনশন লাভ করবে।
  • বাংলার মেয়েদের শিক্ষার উন্নতি, প্রশস্তি ও প্রগতির জন্য মুখ্যমন্ত্রীর একান্ত নিজস্ব উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প এগিয়ে চলেছে। এই প্রকল্পে রাজ্য বছরে ১২০০ কোটি টাকা ব্যয় করে। সমাজ সংস্কার গঠনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। কন্যা সন্তানদের শিক্ষা আরও উন্নতির লক্ষ্যে তাদের বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। আমাদের সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।
  • যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি রয়েছে তাদের মাসে ৭৫০ টাকা পেনশন দেওয়া হয়, এদের কথা ভেবে নতুন পেনশন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের নাম ‘মানবিক’। এই প্রকল্পে ২ লক্ষ মানুষকে ১০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব পরিকল্পনায় সৃষ্টি।
  • ২০১৮-২০১৯ অর্থবর্ষের জন্য ২,১৪,৯৫৮.৭৫ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
  • মা মাটি মানুষের সার্বিক উন্নয়নের প্রধান লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি। ২০১৭-২০১৮ অর্থবর্ষে পরিকল্পনাহীন ও তাড়াহুড়ো করে চালু করা জিএসটি ও নোট বাতিলের ধাক্কা সত্ত্বেও আমরা রাজ্যে ৮,৯২,০০০ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি।

 

Bengal CM warns against attempts to distort history, science

Chief Minister Mamata Banerjee called upon the intellectuals to be alert against any effort to distort history and science at the inaugural programme of the 42nd International Kolkata Book Fair at Salt Lake’s Central Park on Tuesday.

“I urge the authors and writers of the country to remain alert so that the distorted version of history is not published in books,” she said. Without mentioning BJP, she trained her guns at the Centre against which she had been quite vocal on previous occasions.

She had earlier alleged that the BJP was trying to present a distorted version of Indian history. At the inauguration of the Kolkata International Book Fair, she once again reminded the scholars to thwart any such attempt.

বইয়ের পাহারাদার হতে হবে সাহিত্যিকদেরই: মুখ্যমন্ত্রী

ইতিহাস বিকৃতি রুখতে এগিয়ে আসতে হবে সাহিত্যিকদের। বইয়ের পাহারাদার হিসাবে সজাগ থাকতে হবে তাঁদের। মঙ্গলবার ৪২তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে লেখক শিল্পীদের প্রতি এই আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি। তারপরেও শ্রদ্ধেয় সাহিত্যিক ও লেখকদের আছে আমার আবেদন দেখবেন বইয়ের বিকৃতি যেন কেউ করতে না পারে। ইতিহাস যেন বিকৃত না হয়। আপনারা নজর রাখুন।বইয়ের পাহারাদার আপনারা।বই হল মানুষের মনের জানালা, হৃদয়ের জানালা, সৃষ্টির আলো। বইয়ের মধ্যে দিয়েই একটা সমাজ গড়ে ওঠে। বই পড়েই আমরা সমস্ত ইতিহাস জানতে পারি। বই ছাড়া সমাজ চলতে পারে না”।

প্রাচীন, আধুনিক ও সামাজিক ইতিহাস বইতেই লিপিবদ্ধ থাকে। শিক্ষা-সংস্কৃতি-সভ্যতা-মানবিকতার আলো দেখায় বই। বই ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বইয়ের বিকৃতি আটকাতেই সচেষ্ট হতে সাহিত্যিকদের এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “ বাংলা বরাবরই ভারতের সাংস্কৃতিক রাজধানী। বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল”।
একই সঙ্গে আগামী বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের নির্ঘণ্টও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ১৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে।