Bengal coming up with ‘best and attractive’ IT incentive policy

The Mamata Banerjee led Bengal government will soon come up with its new IT incentive policy which will be “one of the best and attractive” in the country.

“The new policy will be unveiled soon by Chief Minister Mamata Banerjee,” minister of Information Technology & Electronics, Bratya Basu said addressing ICT East 2017 organised by CII on Thursday.

The IT department is also inviting suggestions and inputs from industry associations like CII as to what industry wants from us in terms of incentives. The government is creating an ecosystem to give a boost to start-ups in the state. Webel Informatics Ltd (WIL) has been directed to make start-up orientation courses compulsory. WIL conducts certificate courses in advanced computer through its centres in various districts.

The state government is also trying to create clusters by integrating IT under a single roof by providing state-of-the-art infrastructure. The government is coming up with an Analytics City on a 50-acre land in Kalyani, an IoT cluster at Naihati and ICT Healthcare cluster at Falta in South 24 Parganas.

 

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ নীতি আনছে রাজ্য সরকার

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ নীতি আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বলেন খুব শীঘ্রই এই নীতি চালু করবেন মুখ্যমন্ত্রী। এই নতুন নীতি তৈরী করতে শিল্প সংগঠনগুলি থেকে পরামর্শ চাওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকার স্টার্ট-আপে জোর দিতে একটি স্টার্ট-আপ নীতি চালু করেছে। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরী হয়েছে। জেলায় জেলায় নিজেদের কম্পিউটার প্রশিক্ষণ দেয় ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড।

অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন ক্লাস্টার তৈরি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। রাজ্য সরকার কল্যাণীতে ৫০একর জমিতে অ্যানালিটিক্স সিটি, নৈহাটিতে IoT ক্লাস্টার ও দক্ষিণ ২৪ পরগণার ফলতায় ICT হেলথ কেয়ার ক্লাস্টার তৈরি ক

 

Soon, skill development centres for employees: Bengal CM

The Mamata Banerjee-government has decided to set up a dedicated computer and language skill training centre for state government employees.

The Chief Minister announced it on Thursday: “A dedicated training centre will be developed to provide computer and language skills training to our employees. Rs 10 crore has been sanctioned for the project.”

The training centre will come up just beside the Administrative Training Institute (ATI) at Salt Lake. “It is not that we are planning for it. It has already been decided and it will be done without wasting any time. We don’t keep things in a planning stage for a long time. Instead, we prefer executing a plan on time,” she said.

“I want to see that day when the entire world will say that the Bengal government employees can make it possible and for it the employees’ skills have to be developed. It is not our fault that we have not been sent to English medium schools by our parents. Three generations had not got the opportunity to learn English properly for the Left Front government,” she said adding that there is nothing to be shameful if one cannot speak in English. But one has to learn it for the sake of work.

Mamata Banerjee said: “We will get trained and will improve our skills. There is nothing to be shy of it. If anyone asks me to go for a training programme, I will be enthusiastic enough to go for it as I will get to learn something.” “We are sending our officers to Singapore and Cambridge for training to prepare them for the future. It had never happened earlier,” she said adding that not only WBCS, officers of nine other services will also go abroad for training,” she said adding that this year 25 selected officers from nine different services are going for training to world class institutions.

Stating that she always wants an employee to get promoted to officer rank, she said: “One has to be disciplined and work with diligence.” She said that she always follows discipline and prefers to reach a venue before the scheduled time.

 

সরকারি কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবেঃ বাংলার মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার কম্পিউটার ও ইংরাজি ভাষা প্রশিক্ষণ দেবে সরকারি কর্মচারীদের, বৃহস্পতিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিধান নগরে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই সাড়া বিশ্বের মানুষ বলুক, এই রাজ্যের সরকারি কর্মচারীরা করে দেখাতে পারে ও তার জন্য এই প্রশিক্ষণ আবশ্যক। আমরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশুনো করিনি, এতে আমাদের দোষ নেই। বামফ্রন্ট সরকারের জন্য তিন প্রজন্ম ইংরাজি ভাষা শেখার সুযোগ পায় নি। কেউ যদি ইংরাজি ভাষায় কথা না বলতে পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু, কাজের খাতিরে সেটা শিখতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশিক্ষণ পাব পেলে দক্ষতা বাড়বে। এতে লজ্জার কিছু নেই। আমায় যদি কেউ কিছু প্রশিক্ষণ নিতে বলে, আমি স্বাগ্রহে যাব কারণ আমি কিছু শিখতে পারব।”

তিনি বলেন, “আমরা আমাদের কর্মীদের সিঙ্গাপুর ও কেমব্রিজ পাঠাচ্ছি যাতে তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে; শুধু ডব্লিউবিসিএস নয়, অন্য নটি ক্ষেত্রের আধিকারিকরাও বিদেশ যাবেন প্রশিক্ষণ নিতে।” এ বছর ন’টি ক্ষেত্র থেকে ২৫জন আধিকারিককে বিদেশে পাঠানো হচ্ছে প্রশিক্ষণ নিতে।

 

15% DA for state government employees from Jan 2018: CM

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday announced 15 per cent hike in dearness allowance of state government employees from next January. The increased DA for over 1.1 million employees would cost the exchequer about Rs 4,500 crore. She also said that all the arrears would be cleared in phases by end of 2019.

She also gave assurances on bridging the DA gap between Central and state government employees by 2019. She added: “There will be a hike in DA by 15 percent from January 1 next year. It will be applicable for all state government employees including the teaching and non-teaching staff.”

Giving a breakup of the expense that the state government will bear for increasing the DA, she said: “There will be an additional expense of Rs 4,500 crore of the state government for increasing the DA. In the past six years till January 1 in 2017, this government has increased the DA from 35 percent to 50 percent in six phases despite the financial crisis and it has led to an increase of expense by Rs 27,900 crore. Now, the amount will go up to Rs 32,400 crore as the total expense.”

The CM further stated: “One has to keep in mind that the Centre did not give the money to the state government. I am writing to the Centre asking it to give us the money that is needed to increase the DA along with them. Let them plan a policy. Now, there is GST which is a one-tax formula.”

She added that in the past six years her government has cleared a debt of Rs 1.79 lakh crore — a legacy left behind by the erstwhile CPI(M) government. “Moreover, this year we have to give Rs 45,000 crore and it will go up to Rs 47,000 crore next year,” she said adding that she made it possible to give the DA in such a situation just because she is always keen on small savings.

Stating that her government would have done much more if the Left Front government had not left behind the legacy of such a huge debt, she said: “Earlier, state government employees had to think whether they would get their salaries and pensions on the first day of every month or not. But now, they don’t have to worry as salary gets credited to their respective accounts on the first day of the month.”

She criticised the erstwhile Left Front government for not addressing the DA issue during their 34-year-long rule.

 

সরকারি কর্মচারীদের ১৫ শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর। বকেয়া ১৫ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বৃহস্পতিবার নজরুল মঞ্চে কর্মচারীদের সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা।

তিনি জানিয়েছেন ২০১৯-এর মধ্যে ধাপে ধাপে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি ১৫ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মীরা। ৯ মাসের ব্যবধানে ফের রাজ্য সরকার ডিএ ঘোষণা করল।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্য ডিএ বাড়ালেও, সংবাদমাধ্যমেরও একাংশ তা নিয়ে অপপ্রচার করে। বকেয়া ডিএ নিয়ে পূর্বতন বাম সরকারেরও সমালচনা করেন।৩৪ বছর সময় মতো ডিএ না দেওয়ার জন্য এই পরিস্থিতি। তাদের করে যাওয়া ঋণ ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা শোধ করতে চলে গেছে। চলতি বছর ঋণ বাবদ আরও ৪৫ হাজার কোটি টাকা দিতে হবে।

পাশাপাশি তাঁর দাবি কয়েক লক্ষ টাকার দেনা মাথায় নিয়ে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কর্মচারীরা সময়মতো বেতন পান। মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। বাছাই করা কর্মীদের সিঙ্গাপুর এবং অক্সফোর্ডে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

Trinamool Govt spreading the light of education in Bengal

The Bengal Government under Chief Minister Mamata Banerjee has taken numerous initiatives over the last six years, since it came to power in 2011, to improve the state of primary education, and education in general, in the state.From various schemes to scholarships to free textbooks, books, etc., and special provisions for the upliftment of minority students, the schemes and incentives are meant to enable students to grow an interest towards education and lead to the

From various schemes to scholarships to free textbooks, books, etc., and special provisions for the upliftment of minority students, the schemes and incentives are meant to enable students to grow an interest towards education and lead to the fulfilment of dreams.Free accessories to incentivise education

Free accessories to incentivise education

Textbooks are given for free – all books for students from classes I to VIII, four for classes IX and X and two for classes XI and XII. Almost 9.5 crore of 296 textbooks are printed for distribution.

Textbooks in Braille are supplied to visually impaired students.

From last year, all government school students from classes I to IV get school shoes for free; 50.32 lakh pairs have been distributed till now.

School uniforms are supplied for free to all students from classes I t VIII in all government-run and government-aided schools.

Under the Anandadhara Scheme, the government has supplied 990 primary schools with recreational infrastructure like swings, toys and other playthings.

A decision has already been made to supply for free school bags to students till class VIII, at a cost of Rs 300 crore.

From this year, the government will supply free notebooks to all students from classes VI to XII – numbering three to five per year – studying in State Government schools. The scheme was inaugurated by Mamata Banerjee on September 5. The cover of these notebooks would have the Biswa Bangla logo. The last few pages of each notebook would contain information about some of the most successful schemes like Kanyashree, Sabuj Sathi, Shikshashree, Yuvashree and others.

Mid-Day Meals

All students till class VIII have been included in the Mid-Day Meal Scheme, through which 1.2 crore elementary level students are provided nutritious meals on a daily basis involving self help groups.

Schemes and scholarships

The Kanyashree Scheme, a scheme of monetary incentives for school and higher education for girls, is enabling the girl child to stand on her feet and successfully pursue her dreams. The Chief Minister recently announced that Kanyashree has helped in reducing the school dropout rate among girls by 16.5 per cent, which is a big achievement. More than Rs 1,000 crore is budgeted annually for the scheme.

With regard to scholarships, for scheduled caste (SC) and scheduled tribe (ST) students below the poverty line (BPL), the government has instituted the Shikshashree Scheme. From 2014 to 2017, 38 lakh students have been brought under the scheme.

Another highly successful scheme for school students – for all students – is Sabuj Sathi, which provides bicycles to students to enable them to commute to school and thus ensures that distance never becomes a hindrance to pursuing their dreams of education. Forty lakh bicycles have already been distributed; 30 lakh more will be distributed this year. Earlier for government school students from classes IX to XII, from next year it might include class VIII as well.

For professional education, there is the Swami Vivekananda Merit-cum-Means Scholarship. For 2016-17, Rs 200 crore was budgeted for the scheme.

 

Human resource

In primary schools, 50,826 teachers have been appointed.

Comprising upper primary and secondary schools, 27,572 have been appointed.

 

Infrastructure

93,064 classrooms have been built.

During the last six years, 531 primary schools, 3,966 upper primary schools, 2,706 shishu Shiksha Kendras (SSKs), 166 Madhyamik Shiksha Kendras (MSKs) have been renovated and upgraded.

 

For minority students

Over 1 crore 24 lakh minority students have been given scholarships.

Bengal is among the very few states to provide digital literacy to students in government-aided madrasahs. Almost 2 lakh students have been trained so far.

Hostels, numbering 419, are being set up across the state at a cost of more than Rs 400 crore. Out of these, 147 have been operationalised.

 

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর মা মাটি মানুষের সরকার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষা ব্যাবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত পর্যায়ে আনা হয়েছে প্রচুর প্রকল্প শিক্ষার প্রসারের জন্য।

পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে। দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

গত এক বছরে প্রাথমিকবিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণেরব্যবস্থা চালু করেছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। ৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-স, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।

গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।

গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুনউদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।
গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নতকরতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়।

২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।

২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তিরপরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

 

Bengal is number one in healthcare: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee informed on Wednesday that Bengal is number one in the country in providing health services. She was speaking at a programme from where she inaugurated a series of health facilities including a Mother and Child Hub in Jalpaiguri, a Blood Bank at Nayagram Multi/Super-speciality Hospital and GNM Training School at five different hospitals.

Referring to the recent incidents of child deaths, she said: “If children die due to lack of oxygen, don’t you think it’s a crime? A government must have a comprehensive plan to ensure better health services to people.” She further said: “More than 400 people died because of swine flu in the past four to five months in Gujarat.”

She said, “One may say that charity begins at home when these issues are raised. I would like to say in this connection that a series of steps were taken to provide better health services to the people of Bengal. During the erstwhile government, the rate of institutional delivery in the state was 63 percent and now it has gone up to 93 percent. At the same time, 16 mother and child hubs have been set up and there are special arrangements for treatment of children.” She informed that free treatment in provided to people in state-run hospitals. In addition to that, 200 fair price shops have been set up across the state.

She further said that out of 9.10 crore people, around 55.5 lakh people have been brought under the Sasthya Sathi scheme. The scheme provides health insurance to the people who are brought under it. She said that the socio-economic parameter of a place is an important indicator that shows the condition of the residents living in it. So the state government always tries to ensure proper health services, education, food and shelter to its citizen.The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and

The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and tension-free environment is needed for people to be healthy. So we need an environment-friendly country.” She also mentioned that the state government has paid Rs 1.79 lakh crore of the debt that was left behind by the erstwhile Left Front government and yet has been able to ensure better healthcare facilities in Bengal.

 

স্বাস্থ্যে দেশে সেরা আমরাই: মুখ্যমন্ত্রী

চিকিৎসা পরিষেবায় দেশের মধ্যে আমরাই সেরা। এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একগুচ্ছ সরকারি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে স্বাস্থ্যের বেহাল দশার জন্য কড়া ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এটা তো অপরাধ।একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে।

একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Source: Millennium Post

Website for Biswa Bangla Sharad Samman 2017 launched

The refurbished website for 2017 Biswa Bangla Sharad Samman has been launched by Bengal Government. The website has been given a completely new look, with new sections being added.

The Samman, or awards by the Bengal Government for the best Durga Pujas, are a keenly awaited feature of the festival every year. The concept of these awards is the brainchild of Chief Minister Mamata Banerjee, who gives away the awards every year. The first awards were presented in 2014.

The home page is designed with beautiful pictures of Goddess Durga, taken from some of the award-winning Pujas of the past years. There are five broad sections, which can be accessed from tabs on the top of the home page. They are: About, Winners, Application, Photo Gallery and Contact Us.

The ‘Winners’ section has the details of the past winners (2017 winners will be added to this page too), while the ‘Application’ section is where details about applying for the awards can be found. For any query, one can go to the ‘Contact Us’ section. The home page also has links to the Facebook and Twitter pages of Biswa Bangla Sharad Samman.

Application forms would be available and filled-up forms can be submitted from September 4 to 14, from 12 to 7 pm.

The awards are given in four categories – Kolkata, Rest of Bengal, Rest of India and Rest of World.

Click here to visit the website 

 

চালু হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭-র ওয়েবসাইট

চালু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭র ওয়েবসাইট। যুক্ত হয়েছে অনেক নতুন বিভাগ।

দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হল রাজ্য সরকার প্রদত্ত বিশ্ব বাংলা শারদ সম্মান। এই প্রয়াসটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। ২০১৪ সাল থেকে শুরু হয় এই সম্মাননা প্রদান। কলকাতা, জেলা, বাংলার বাইরে এবং দেশের বাইরের শ্রেষ্ঠ পুজোগুলোকে সম্মান জানানো হয় এর মাধ্যমে।

এই ওয়েবসাইটের হোমপেজটি দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সজ্জিত। এই ছবিগুলি নেওয়া হয়েছে গত কয়েক বছরের শ্রেষ্ঠ পুজোগুলি থেকে। নতুন এই ওয়েবসাইটে ৫টি বিভাগ আছে: অ্যাবাউট, উইনার্স, এপ্লিকেশন, ফটো গ্যালারি, কন্টাক্ট আস।

উইনার্স বিভাগে গত ৩ বছরের বিজয়ীদের ব্যাপারে বিশদে তথ্য আছে। এপ্লিকেশন বিভাগে বলা আছে কিভাবে পুজো উদ্যোক্তারা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। কিছু জিজ্ঞাস্য থাকলে তা জানা যাবে কন্টাক্ট আস বিভাগে। হোমপেজে বিশ্ব বাংলা শারদ সম্মানের ফেসবুক ও টুইটার পেজের লিঙ্ক দেওয়া আছে।

আবেদন পত্র জমা দেওয়া যাবে সেপ্টেম্বরের ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত (রোজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) এই ঠিকানায়:

কলকাতা তথ্যকেন্দ্র, (দ্বিতীয় তল) (রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গনের সন্নিকটে), ১/১ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা – ৭০০০২০।

যোগাযোগঃ feedback.bbss@gmail.com

ওয়েবসাইটঃ www.biswabanglasharadsamman.com

ফোনঃ ৯৬৭৪০৩১৩৩২/৯৮৩১৪৭৪৯৯০

 

Bengal Environment Dept releases book about environmental awareness

The Bengal Environment Department has published a book to spread awareness about the environment. The book titled Poribesher Tore Shokole Aamra (We Are All for the Environment) was released by the Environment Minister. According to the minister, Chief Minister Mamata Banerjee has seen and appreciated the book.

To make everyone appreciate and understand the book, a lot of sketches have been used; three cartoonists have contributed to the book. The book deals with all types of pollution – from air to sound to everything.

The book would be given to 9,000 Madhyamik schools to make students aware about preserving the environment. The book would be given to municipalities, municipal corporations and block offices across the state too.

 

পরিবেশ-সচেতনতা বাড়াতে বই প্রকাশ রাজ্য পরিবেশ দপ্তরের

পরিবেশ নিয়ে নাগরিক সচেতনতা বাড়িয়ে তুলতে বই প্রকাশ করল রাজ্য পরিবেশ দপ্তর। কলকাতা পুরসভায় ‘পরিবেশের তরে সকলে আমরা’ বইটি প্রকাশ করেন পরিবেশমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব, মেয়র পারিষদ, কার্টুনিস্ট, পরিবেশ ও পুরসভার পদস্থ আধিকারিকেরা।

পরিবেশমন্ত্রী জানান, পরিবেশ সচেতনতা নিয়ে এই বইটি তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বইটির প্রশংসা করেছেন। পরিবেশ রক্ষার জন্যও সরকার আছে, পর্ষদ আছে, বিধিবদ্ধ নিয়মও আছে। কিন্তু তা কার্যকর করার জন্যও তৃণমূল স্তরের মানুষের জানা দরকার।

সাধারণ ও নিচু স্তরের মানুষদের সহযোগিতা ছাড়া পরিবেশ সংক্রান্ত সব নিয়মনীতি ব্যর্থ। তাই, তিন কার্টুনিস্টদের দিয়ে ছবি আঁকিয়ে বইটি তৈরি করা হয়েছে। ২৫ হাজার বই ছাপানো হয়েছে। ন’হাজার মাধ্যমিক স্তরের স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, রাজ্যের প্রতিটি সরকারি স্কুল, পুরসভা, ব্লক অফিসে পৌঁছে দেওয়া হবেএই বইটি নাগরিক সচেতনতার জন্য। বইটিতে বায়ু থেকে শব্দদূষণ সব বিষয়েরই উল্লেখ রয়েছে।

Source: Aajkal

Ham Radio

Bengal Govt constructing cold storage in Digha to store fish for exporting

The Bengal Government is planning to go big with exporting fish, and it is setting up the infrastructure to go with that. In Digha, the government is setting up an industrial-standard fish processing unit and a cold storage, where up to 40 tonnes processed fish can be stored for months together.

The West Bengal Fisheries Development Corporation Ltd. (WBFC) would be responsible for setting up the export processing infrastructure. With this in place, Bengal would be able to compete on an equal footing with the other major fish-exporting states.

Rs 5 crore will be spent to construct the export centre. It which would take about one year to come up, the construction of which would begin in late November or early December. This would be the first such large-capacity unit of the Bengal Government.

In many countries, the consumption of pre-packed processed fish is on the rise. Europe, USA and the Gulf countries are the primary destinations for the exporting of processed fish. Bengal has already taken big steps in sending its pisciculture products to other parts of the country; and now it is gearing up to capture the export market in a major way.

ভিনরাজ্যে মাছ বিক্রি করতে দীঘায় তৈরি হচ্ছে বড় হিমঘর

মাছে বিপ্লব ঘটাতে চলেছে পশ্চিমবঙ্গ। শুধু রাজ্যবাসীকে মাছে-ভাতে রাখাই নয়, একইসঙ্গে ভিনরাজ্য ও পরবর্তীকালে সাত-সমুদ্র তেরো নদীর ওপারের বাজার ধরার লক্ষ্য নিয়েই জাল ছড়াচ্ছে রাজ্য সরকার। এই বিশাল কর্মযজ্ঞের জন্য যে পরিকাঠামো দরকার, তা এতদিন এখানে ছিল না। দীঘায় প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে এবার রাজ্য আন্তর্জাতিক মানের সেই প্রক্রিয়াকরণ ইউনিট গড়তে চলেছে, যেখানে একসঙ্গে মাসের পর মাস ৪০ টন প্রক্রিয়াজাত মাছ রাখা যাবে। এতে মুনাফার মুখও দেখতে পাবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। কারণ গোটা পরিকল্পনাটাই রূপায়িত হবে তাদের হাত ধরে।

দেশে বিশেষ করে উপকূলবর্তী রাজ্যগুলি মূলত মাছ উৎপাদনে এগিয়ে। সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, গুজরাত প্রভৃতি। পশ্চিমবঙ্গেও ভালো পরিমাণ মাছ উৎপাদন হয়, তবে তাদের মতো লরি ভরে ভিনরাজ্যে পাঠানো বা তাকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার অত্যাধুনিক পরিকাঠামো এতদিন এরাজ্যে ছিল না। সেই লক্ষ্য পূরণে দীঘায় রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের হাত ধরে সরকার একটি ‘ফিস প্রসেসিং ইউনিট’ গড়ে তুলতে চলেছে।

দীঘায় প্রায় পাঁচ কোটি টাকায় এমন ইউনিট গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য স্টেট কো-অপারেটিভ ব্যাংক ঋণ দিতে সম্মত হয়েছে। এখন ডিপিআর তৈরির কাজ চলছে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের গোড়ায় কাজ শুরু হয়ে যাবে। হিমঘরসহ গোটা প্রক্রিয়াকরণ ইউনিট গড়তে এক বছর সময় লাগবে। সেক্ষেত্রে ২০১৯ সালের প্রথম থেকেই সেই মাছকে বাজারজাত করতে পারবে নিগম। প্রসঙ্গত, কলকাতায় বেসরকারিভাবে শুধুমাত্র চিংড়ির ক্ষেত্রে এরকম দুটি ছোট প্রসেসিং ইউনিট আছে। কিন্তু সরকারি উদ্যোগে ৪০ টন প্রক্রিয়াজাত মাছ রাখার এতবড় ইউনিট এই প্রথম তৈরি করা হচ্ছে।

বিদেশে প্যাকেটজাত প্রসেসড মাছ খাওয়ার প্রবণতা দিন কে দিন বাড়ছে। ইউরোপ, আরব দুনিয়া এমনকী মার্কিন মুলুকে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ, থাইল্যান্ডের মতো দেশগুলি। দেশের বাজার ধরার পর ভবিষ্যতে একই পথের পথিক হতে চায় পশ্চিমবঙ্গ। আসল লক্ষ্য, মাছ খাইয়ে মুনাফা অর্জন।
Source: Bartaman

Bengal Transport Dept making plans for a pleasant Durga Puja

With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.

It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.

The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.

পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের

দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।

পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।

বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।

Source: Ei Samay

Bengal Govt to gift 51 varieties of rice to ISKCON

The Bengal Government will give the Mayapur-based ISKCON (International Society for Krishna Consciousness) 51 varieties of rice. These would be planted on the 100 acres where ISKCON cultivates paddy.

After a request from ISKCON, the State Government has come forward with providing it with 51 varieties of rice which will be grown organically. The government will also provide them with expert advice. Among the varieties to be provided are Dadshal, Radhatilak, Gobindabhog, Keralasundari and others.

Most of these are indigenous varieties, also known as folk rice varieties, and are highly nutritious; many are also aromatic. The Bengal Government, by itself and also in collaboration with some scientific organisations, is trying to revive these varieties. Gifting ISKCON these 51 varieties is part of that effort.

ইসকনকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য

 

মায়াপুরের ইসকন মন্দির কতৃপক্ষকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য সরকার। মায়াপুরের ইসকন কতৃপক্ষের হাতে প্রায় ১০০ একর কৃষিজমি রয়েছে। তার একটি অংশে কৃষিকাজ করেন মন্দির কতৃপক্ষ । প্রধানত জৈবিক চাষেই তাঁদের বেশি আগ্রহ। কারণ ,জৈবচাষ উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও ,জৈবচাষে উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও , জৈব চাষেবাড়তি গুরুত্ব দিচ্ছে ইসকন।

সেই সূত্রে কৃষি দফতরের কর্তা -আধিকারিকদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইসকন কতৃপক্ষের। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে ,প্রায় ৫১ প্রজাতির ধানের বীজ ইসকনকে দেবে রাজ্য সরকার। সঙ্গে দেওয়া হবে বিশেষজ্ঞর পরামর্শ এবং সহযোগিতা। যে প্রজাতির ধানের বীজ দেওয়া হবে সেগুলির মধ্যে দাদশাল ,রাধাতিলক ,গোবিন্দভোগ ,কেরালাসুন্দরী অন্যতম। প্রজাতিগুলির বেশিরভাগই সুগন্ধি।

প্রতিদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করে ইসকন।৫২ সপ্তাহে এক বছর হয়।সেই সূত্রে প্রতি সপ্তাহে পৃথক পৃথক প্রজাতির চালে ভোগ দিতে পারবেন ইসকন কতৃপক্ষ।তাতে জৈব চাষের প্রচার বাড়বে।ভোগের পাশাপাশি ,চাল বিক্রি করলে রাজ্যের লুপ্তপ্রায় কিছু প্রজাতির চালের প্রচার বাড়বে। পাশাপাশি জৈব চাষ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ প্রতিষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন , ইসকনের জমিতে রাধাতিলক চালের ফলন সবথেকে বেশি।কারণ,গঙ্গা এবং জলঙ্গীর সংযোগস্থলের থাকা ওই জমিগুলি ওই চাষের জন্য উপযুক্ত। সেকারণে এত ধরণের চালের বীজ দিতে চাইছে রাজ্য।তবে এজন্য লভ্যাংশ দাবি করা হবে না বলে কৃষি দফতর সূত্রের খবর।
Source: Ebela