22 more Sufal Bangla stalls set up

With Durga Puja at our doorsteps, the Bengal Government has brought another good news for the people of the state. Twenty two mobile Sufal Bangla stalls were inaugurated in Kolkata and its suburbs on September 21.

The USP of the Sufal Bangla stalls is price: vegetables are available at rates cheaper than in the open market. All types of vegetables are available at these stalls, run by the Agriculture Marketing Department.

Already, 16 permanent and 29 mobile stalls have been set up under the brand of Sufal Bangla. Now, 22 more have been set up.

 

 

পূজোর আগেই নতুন ২২ স্টল সুফল বাংলার

 

উৎসবে রাজ্যবাসীর দোরগোড়ায় পৌঁছে গেল সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। দ্বিতীয়ার দিনেই এই সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ২১সে সেপ্টেম্বর শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় চালু হল ২২টি নতুন সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। ইতিমধ্যেই কৃষি বিপণন দপ্তরের ১৬টি স্থায়ী এবং ২৯টি ভ্রাম্যমাণ সুফল বাংলার স্টল চালু করা হয়েছে। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সুফল বাংলার স্টলগুলিতে বাজারের থেকে কম মুল্যে নানান ধরনের সবজি থেকে চাল, জ্যাম থেকে দই, পায়েস এমনকি নানান ধরনের মাংসও পাওয়া যাচ্ছে। পুজোর আগে ২২টি নতুন ভ্রাম্যমাণ স্টল চালু হওয়ার খবরে স্বাভাবতই খুশি সাধারন মানুষ।

এই স্টলগুলির জন্য কলকাতাকে বিভিন্ন রুটে ভাগ করে নেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতা সহ বিধাননগর, নিউটাউন এলাকার বিভিন্ন জায়গায় সুফল বাংলার এই ভ্রাম্যমাণ স্টলগুলি ঘুরে বেড়াচ্ছে।

কৃষি বিপণন মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল এই সুফল বাংলা। স্থায়ী ও ভ্রাম্যমাণ স্টলগুলি থেকে যেভাবে আমরা বিপুল পরিমানে সাড়া পেয়েছি, তার থেকেই দপ্তর সর্বতোভাবে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও বেশী সংখ্যক মানুষ যেন সুফল বাংলার সুফল ভোগ করতে পারেন, তার জন্য আমরা সব ধরনের প্রয়াস চালাচ্ছি।”

মাদার ডেয়ারির সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে কৃষি বিপণন দপ্তর। সুফল বাংলার স্থায়ী ও ভ্রাম্যমাণ স্টলগুলিতে এইবার বিশেষ আকর্ষণ হিসেবে পাওয়া যাচ্ছে কোয়েলের মাংস। মুর্গীর মাংস তো থাকছেই, টার্কির মাংস, কচি পাঁঠার মাংসও এবার পুজোর বাজার মাতাবে বলে নিশ্চিত কৃষি বিপণন দপ্তরের আধিকারিকেরা।

 

Source: Khabar 365 Din

Without any big investment, Durga Puja is the biggest investment: Mamata Banerjee

Planning, preparations and resource mobilisation for Durga Puja, the biggest festival of Bengal, begins at least three months before the actual Puja begins. “It is an industry that becomes active for three months, where the involvement can’t be seen. But I feel that without any big investment, it is the biggest investment”, Chief Minister Mamata Banerjee said while inaugurating the Suruchi Sangha Puja in south Kolkata today.

So many people are involved right from forming the ideas and themes to procuring raw material, creating the pratimas and structures, the decorations, the lighting — the festival begins even before Mahalaya, she pointed out. The pandals in the city as well as the districts are “very beautiful this year, and the creativity of those involved is quite good”. A large number of clubs had been given items to promote the Football World Cup that begins in the country early next month, the semi-final and final of which will be held in Kolkata.

Urging the public to enjoy the festivities, she reiterated that people must not fall prey to conspiracies and rumours. “There are people who do not like our enjoyment and happiness and will try to disrupt through false Facebook posts and tweets. You must counter this and say that such things don’t happen in Bengal, where the people celebrate every festival and take part in every tradition”. She said some people in the past had resorted to lying, conspiring and spreading wrong information, but had not succeeded. “They have forgotten we are from Bengal, and proud to have been born here. We want the progress and happiness of its people”.

The Chief Minister said she had no objection over immersions taking place on all days. But usually, they don’t take place on Ekadoshi (the day after Vijaya Dashami), which this year coincides with the observation of Muharram. The people in Bengal respect all faiths and traditions — let them be carried out peacefully and in harmony, she implored. Assuring the public that everything will take place in an orderly manner, she said that the police and administration would be there all through to help out. “Enjoy the Pujas fearlessly and with happiness. See the creativity, the wide range of artistry and feel the goodness of Durga Puja in Bengal, which is famous all over the world”.

 

দুর্গাপুজো বিগ নয়, বিগেস্ট ইনভেস্টমেন্টঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী, তিনি ওই পুজোর থিম সঙও রচনা করেছেন।

তিনি আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ যার কিছু খেলা কলকাতায় অনুষ্ঠিত হবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার ফুটবলকে তথা খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। প্রতিটি ক্লাবে অনেক উপহার দেওয়া হয়েছে এই প্রতিযোগিতার প্রচার করতে। আগের তুলনায় এখন পুজোমন্ডপগুলি আগে উদ্বোধন হওয়ায় ট্রাফিক পুলিশের ওপর যে পরিমাণ চাপ বৃদ্ধি হয়েছে, সে কথাও মনে করিয়ে দেন।

এই পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বিনিয়োগ হয়, লক্ষ লক্ষ শ্রম দিবস তৈরি হয়। অগণিত শিল্পীদের জীবিকা নির্বাহ হয়, বিভিন্ন ধরনের শিল্পীরা যুক্ত থাকেন প্রতিটা পুজোতে। এর ফলে শিল্পের বিকাশ হয়, শিল্পীদের মধ্যে আরও ভালো কাজ করার প্রতিযোগিতা বাড়ে, ফলে শিল্পের উন্নতি হয়, বাড়ে রাজ্যের শিল্পের মান। তিনি বলেন পুজো শুধু বিগ নয়- ‘বিগেস্ট ইনভেস্টমেন্ট’। অনেক আইডিয়া এই প্যান্ডেল থেকে নিয়ে গিয়ে অনেকে ক্ষুদ্র শিল্পে কাজে লাগায়।বিভিন্ন পুজোর বিভিন্ন রকমের থিমের তিনি প্রশংসা করেন।

তিনি জনসাধারণকে সতর্ক করে বলেন, “কোনও চক্রান্তে ভুল বুঝবেন না। কিছু কিছু মানুষ ফেসবুককে ফেকবুক হিসেবে ব্যবহার করে, টুইট করে মিথ্যে কথা বলে, মানুষের সঙ্গে মানুষের সংঘাত লাগানোর চেষ্টা করে। অনেকে বাংলার আনন্দ সহ্য করতে পারে না, অনেকে নিরানন্দের ভূমিকা তৈরি করেন, আপনারা সবাই এটাকে কাউন্টার করুন। কাউন্টার করে বলুন, বাংলা এর জায়গা নয়, বাংলার বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাঁদের ছেড়ে কথা বলব না। সাড়া পৃথিবীতে একটা উৎসব দেখান যারা বাংলার মতো করে যেকোনো উৎসবকে উৎসাহিত করতে পারে। এখানে প্রচুর গণপতি পুজো হয়, কখনও কি ভাবি ওটা মহারাষ্ট্রের পুজো? গুরু নানকের জন্মদিন পালন করি, কখনও ভাবি ওটা পাঞ্জাবের পুজো? দেশনেতা কারা হয়? যাদের সারা দেশ নেতা বলে মনে করে। এ সমাজে কিছু ভালো লোক আছে, কিছু খারাপ লোক আছে, কিছু ‘গুডি গুডি’ আছে, যারা ভেরি ডেঞ্জারাস। এরা মিথ্যে বলবে, কুৎসা করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, একটা ভোজপুরি সিনেমার ছবি দিয়ে বলছে বাংলার ঘটনা, বাংলাদেশের একটা ঘটনার ফটো দিয়ে বলছে এটা বসিরহাটে হচ্ছে- পুরোটাই মিথ্যে কথা। বাংলায় এসব জিনিস হয় না। বাংলার মাটি কখনও অমানবিক, দানবিক হতে পারে না। এ মাটি কৃষ্টি, সংস্কৃতি, জাগরনের মাটি। বাংলা সাড়া বিশ্বকে পথ দেখায়, তাই, বাংলা- বিশ্ব বাংলা। বাংলার মাটিতে আমরা জন্মেছি, আমরা গর্বিত। অনেক বড় উৎসব আছে, কিন্তু, একটা রাজ্যের একটা উৎসবকে কেন্দ্র করে সাড়া বিশ্বে উৎসব হয়, কেউ দেখাতে পারবেন? প্রত্যেকটা দেশ থেকে লোক আসছে, পুজো দেখতে। মানুষে মানুষে এত মিল আর কোথাও কেঊ দেখাতে পারবে না।”

তিনি বিসর্জন প্রসঙ্গে বলেন, “আমার কোনও আপত্তি নেই, যে যবে খুশি বিসর্জন দিক, তবে বাড়ির পুজো কেউ একাদশীতে বিসর্জন দেয় না। আমি প্রচার করে ধর্ম মানি না, সব ধর্মকে ভালবাসি। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ ভাবে বিসর্জন ও মহরম পালন করা। একটা দাঙ্গা লাগানো খুব সহজ, এদের কাজ হল বাংলার বদনাম করা। বাংলায় দাঙ্গা হল, বাংলায় পুজো হল না, তাই এরা চায়। বলল, জগন্নাথদেবের মন্দিরে আমায় ঢুকতে দেওয়া হবে না, কারণ আমি হিন্দু না, তো সেখানে পুরোহিতরা আমাকে প্রায় আলিঙ্গন করে নিয়ে গেছে। যারা আমার জন্ম নিয়ে প্রশ্ন তোলে, তাদের বাংলার মাটি প্রশ্রয় দেয় না। এত নিম্ন রুচি, মানসিকতা, সঙ্কীর্ণতা, এটা রাজনীতি, সমাজ সংস্কার নয়, আমরা এগুলকে ঘৃণা করি, আমাদের এখানে পুরান, কোরান, বাইবেল, গ্রন্থসাহেব, ত্রিপিটক সব থাকবে।”

তিনি আরও বলেন যে -প্রতিটি পুজো কমিটির দায়িত্ব বেড়ে গেছে, আমি তাদের অভিনন্দন জানাই। কেউ কেউ চক্রান্ত করতে পারে, মানুষকে দুঃখী করার চেষ্টা করতে পারে, আমি চাই মানুষ যেন দুঃখী না হয়। আপনারা চিন্তা করবেন না, নিশ্চিন্তে ভালভাবে শান্তিতে পুজো করুন। প্রশাসন আপনাদের সঙ্গে আছে, পাড়ার ছেলেমেয়েদের সাহায্য চাই।

পুজোর দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ, বিদেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

 

Bengal Govt gets 300 mn USD financial assistance from ADB for further fiscal reforms

Impressed by the Bengal Government’s tremendous performance in implementing fiscal reforms, the Asian Development Bank (ADB) has decided to give financial assistance of 300 million US dollars (USD) to carry forward further reforms.

According to a press release by the ADB, the board of the bank approved the assistance to continue a comprehensive series of fiscal reforms in West Bengal to bring about more accessible, affordable, and high quality public services.

Bengal, for the first time in 2012, had received a 400 million USD from ADB – its first policy based lending – with an aim to create the fiscal space necessary to sustain a higher public investment.

According to a senior ADB official, the Bengal government’s partnership with the ADB has been a successful one. Public investment as a percentage of gross state domestic product reached almost 1.3 per cent in 2015-16 from 0.5 per cent in 2011-12, while, during the same period, fiscal deficit reduced to 2.2 per cent from 3.4 per cent, as per ADB.

Under the newly-announced financial assistance programme, to be carried out over two years, linking medium term expenditure plans to actual budgets supported by strengthening internal audit system and enhancements in the integrated financial management system (IFMS) will be carried out.

Other activities include improved tax monitoring and continued support for information technology (IT) systems in strengthening tax and land administration.

The capital outlay as a percentage of gross state domestic product is expected to rise to 2.2 per cent by 2021- 22 under this new programme, with improved budget allocations geared toward development expenditure.

Accompanying the 300 million USD assistance, is a technical assistance grant of 500,000 USD to strengthen key institutions responsible for carrying out fiscal management reforms in the state.

রাজ্যকে ৩০ কোটি ডলার ঋণ এডিবির

পশ্চিমবঙ্গে পরিকাঠামোয় লগ্নির তহবিল জোগাতে ৩০ কোটি ডলার ঋণ মঞ্জুর করল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)।

রাজ্যে বেসরকারি লগ্নির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও নির্দিষ্ট প্রকল্প তৈরি এবং স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গড়ার জন্য ৩০ কোটি ডলার বা ১,৯৫০ কোটি টাকার এই এডিবি ঋণের অর্থ ব্যয় হবে। ক্ষুদ্র-মাঝারি শিল্পের রেজিস্ট্রেশন-লাইসেন্স প্রক্রিয়া সরল করার কাজও হবে এই অর্থে।

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের চাপিয়ে যাওয়া ঋণের বোঝা নিয়ে সরব। তাঁর যুক্তি, ঋণ শোধ করতে গিয়ে পরিকাঠামো ও সামাজিক খাতে খরচের অর্থই থাকছে না রাজ্যের হাতে। এই পরিপ্রেক্ষিতেই মমতার জমানায় এডিবি প্রথম ২০১২-তে রাজ্যকে ৪০ কোটি ডলার ঋণ দেয়। অন্য ঋণের সঙ্গে এর পার্থক্য হল, এটি পেতে হলে সরকারকে কিছু শর্ত মেনে তৈরি করতে হয় আর্থিক নীতি। যেমন, রাজ্যকে পরিকাঠামো বা স্থায়ী সম্পদ তৈরির জন্য বেশি অর্থ ব্যয় করতে হবে, কমাতে হবে রাজকোষ ঘাটতি, সরকারি ব্যবস্থায় আর্থিক শৃঙ্খলা এনে পরিকাঠামো ও সামাজিক ক্ষেত্রে খরচ বাড়াতে হবে।

বৃহস্পতিবার এডিবি জানিয়েছে, রাজ্য সব রকম শর্তই পূরণ করেছে। সরকার যে আর্থিক শৃঙ্খলার পথে ফিরতে দায়বদ্ধ, তা প্রমাণ করেছে। বৈদ্যুতিন কর আদায় ব্যবস্থা (ই-প্রশাসন) চালু করে রাজ্য পুরস্কারও কুড়িয়েছে। রাজ্যের জিডিপি-র নিরিখে সরকারি ব্যয় ২০১১-’১২-তে ছিল মাত্র ০.৫%। তা ২০১৫-’১৬-তে বেড়ে হয়েছে ১.৩%। ওই সময়ে রাজকোষ ঘাটতিও রাজ্য জিডিপি-র ৩.৪% থেকে নেমেছে ২.২ শতাংশে।

এডিবি এ বার নিশ্চিত করতে চায়, সরকারি খরচের আরও বেশি অর্থ সেতু, সড়ক, জল বা বিদ্যুৎ সরবরাহ, নিকাশির মতো আর্থ-সামাজিক পরি-কাঠামো তৈরিতে ব্যয় করুক রাজ্য, যাতে লগ্নির পথ তৈরি হয়। সে জন্যই দ্বিতীয় দফার ঋণ।

এডিবি চায়, ২০২১-’২২-এর মধ্যে রাজ্যের জিডিপি-র ২.২% পরিকাঠামোয় ব্যয় হোক। এডিবি-র অর্থনীতিবিদ নবেন্দু করণের যুক্তি, ‘‘প্রথম দফার ঋণ কাজে লাগিয়ে আর্থিক সংস্কার সম্ভব হয়েছে, যাতে রাজকোষে ভারসাম্য আসে। তবে তার ফল পুরো পেতে পাঁচ বছর লাগবে। পাশাপাশি এই সব সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়াও জরুরি।’’

Source: news18.com

 

 

 

State Govt to invest Rs 300 cr for Andal Airport

The Bengal Cabinet, during a meeting headed by Chief Minister Mamata Banerjee, has given its nod to infuse Rs 300 crore for the revival of Andal Airport.

Bengal Aeorotropolis Projects Limited (BAPL) has stakes of the State Government and other private players. With the infusion of the Rs 300 crore, the State Government’s share in BAPL has increased from 11 percent to 26 percent.

With this initiative, the airport will become at par with other airports. With the increase of traffic at the Netaji Subhas Chandra Bose International Airport in Kolkata, there is a need to develop other airstrips to ensure that flight services remain unaffected.

It may be mentioned that after the change of guard in the state, the government had a taken series of steps to improve air connectivity in the State.

 

অন্ডাল বিমানবন্দরে ৩০০ কোটি লগ্নির সিদ্ধান্ত রাজ্যের

অন্ডাল বিমানবন্দরে নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর পড়েছে। অন্ডাল বিমানবন্দর প্রকল্পে রাজ্যের ১১% অংশীদারিত্ব ছিল। ৩০০ কোটি টাকা বিনিয়োগের পর তা বেড়ে ২৬% হবে।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দ্বিতীয় একটি বিমানবন্দর না হলে অদূর ভবিষ্যতে কলকাতা থেকে বিমানে যাতায়াত খুবই জটিল হয়ে পড়বে। সে জন্যই এই সিদ্ধান্ত।”

নবান্নের এক কর্তা জানান, রাজ্যের অংশীদার ২৬% হওয়ায় বেশ কিছু ক্ষমতাও রাজ্যের হাতে আসছে। এর মধ্যে প্রধান হল, বিমানবন্দরের বোর্ড অব ডিরেক্টরসে দু’জন সদস্য থাকবে রাজ্য সরকারের। ‘ভেটো’ দেওয়ার ক্ষমতাও থাকবে রাজ্যের হাতে।

রাজ্যের মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে একটি উচ্চস্তরীয় কমিটিও তৈরি করা হবে। যে কমিটি আর্থিক লেনদেন-সহ বিমানবন্দরের অডিট ও অন্যান্য পরিচালন পদ্ধতির উপরে নজরদারি করবে।

ডিজিসিএ অন্ডাল বিমানবন্দরে উড়ান শুরুর অনুমতি দেয় ২০১৫ সালে।

Source: Millennium Post

 

 

Housing societies recycling organic waste to get tax discount

Kolkata Municipal Corporation (KMC) is chalking up plans to give discount on the property tax payable by housing societies if they recycle their organic waste into fertilizer.

The fertilizer could be used by the housing societies for the trees and plants within their campuses. The money saved by the corporation in not having to pick up garbage from such societies would be adjusted against their housing taxes, and hence the discount.

This was stated recently by a senior KMC official at a seminar organised by a leading real estate developers’ organisation.

In this connection, the official stated that the KMC is also planning to generate power from organic waste. Another senior KMC official present at the seminar explained how the KMC has brought in changes in the building laws to make a certain amount of greenery mandatory.

আবাসনের জৈব বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করলে ছাড় মিলবে সম্পত্তি করে

আবাসনের জৈব বর্জ্যকে আবাসিকরা পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারলে সম্পত্তি করে ছাড় দেওয়ার কথা ভাবছে কলকাতা পুরসভা। এই কথা জানিয়েছেন পুরসভার কঠিন বর্জ্য উপস্থাপনা বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার।

এই কর্মসূচির অংশ হিসাবে আয়োজক সংস্থা যে প্রকল্প আনতে চলেছে, তাতেও বলা হয়েছে, জৈব এবং অজৈব বর্জ্যকে আলাদা আলাদা ডাস্টবিনে ফেলার কথা। তারপর জৈব বর্জ্য থেকে সার প্রস্তুত করে তা গাছের গোড়ায় দেওয়ার কথাও বলা হয়েছে। পুরসভাকে যদি কোনও বড় আবাসন থেকে প্রতিদিন বর্জ্য তুলতে না হয়, তাহলে যে খরচ বাঁচবে, তা থেকেই সম্পত্তি কর ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে বলে আশ্বস্ত করেন মেয়র পারিষদ।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভা যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং সার উৎপাদনের কথা ভাবছে, সেই কথাও জানান মেয়র পারিষদ।

Source: Bartaman

Silver pompano fish to soon add variety to the plates of Bengalis

The Bengal Government’s Fisheries Department, through its unit, State Fisheries Development Corporation Ltd. (SFDC) has started the large-scale culture of the silver pompano fish. This would make the fish, which normally sells at high prices, affordable for many.

Silver pompano looks and tastes just like the pomfret but costs Rs 100 more per kilogram; hence there is a high demand for it just as there is for pomfret.

A research institute in Kochi has supplied the initial group of 15,000 hatchlings to start the cultivation, to a State Government hatchery in Alampur in Purba Medinipur district. The fishes would achieve a weight of 500 to 600 grams in three months, after which they would be brought to the open market to be sold. The first batch is expected to arrive in the markets in November.

Initially, only the SFDC will sell the fishes. Later on, private hatchery owners would be given permission to rear and sell these fishes.

The cultivation of these fishes was started on an experimental scale a year back at the Alampur hatchery, whose success prompted the government to start cultivation on a large scale.

 

রাজ্যে শুরু সিলভার পমপ্যানো মাছের চাষ

মৎস্যপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। ইচ্ছা থাকলেও চড়া দামের জন্য পমফ্রেট মাছ যাঁরা কিনতে পারছেন না, তাঁদের জন্য এগিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। বাণিজ্যিকভাবে রাজ্যে এবার সিলভার পমপ্যানো মাছের চাষ শুরু করল তারা।

কোচির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে রাজ্যে ঢুকেছে প্রায় ১৫,০০০সিলভার পমপ্যানো–র চারা। যা পাঠিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের আলমপুরে। যেখানে সরকারি জলাশয়ে বড় হয়ে উঠবে এই চারাগুলি। তিন মাসের মধ্যে চারাগুলির ওজনদাঁড়াবে ৫০০ থেকে ৬০০ গ্রাম। খোলাবাজারে এরপর এগুলিকে বিক্রির জন্য নিয়ে আসা হবে।

এই মাছের স্বাদ একেবারেই পমফ্রেট মাছের মতো। না বলে পাতে দিলে বোঝা খুবই শক্ত যে পমফ্রেট খাচ্ছি না সিলভার পমপ্যানো খাচ্ছি। অথচ দামের তফাত কেজি প্রতি প্রায় ১০০ টাকার মত।

হিসেব অনুযায়ী এই মাছ বাজারে আসতে আসতে নভেম্বর মাস হয়ে যাবে।

Source: Aajkal

 

Jago Bangla’s Festive Edition 2017 is a literary treat for all

The Jago Bangla Festive Edition 2017 is a literary treat for the all.

The cover of the festive edition of Jago Bangla has been designed by the party Chairperson Mamata Banerjee, like every year. The magazine begins with her poem – Maa and also features her article ‘Kandarir Kalam’.

Several senior party leaders – Subrata Bakshi, Partha Chatterjee, Sudip Bandopadhyay, Derek O’Brien, Subrata Mukherjee, Sovandeb Chatterjee, Suvendu Adhikari, Sovan Chatterjee, Aroop Biswas, Firhad Hakim, Purnendu Bose and Abhishek Banerjee – have penned articles in this year’s edition among others.

Besides political columns, this year’s edition contains a play by Bratya Bose, paintings by Suvaprasanna and Jogen Chowdhury, a touch of history by Sukhendu Sekhar Roy alongside articles by economist Abhirup Sarkar, academician Nrisingha Prasad Bhaduri, Gautam Brahma and others.

The fiction section contains stories penned by noted writers like Sirshendu Mukherjee, Tapan Bandapadhyay, Sekhar Bose and Amar Mitra while the poetry section features poems by noted poets like Nirendranath Chakraborty, Joy Goswami, Subodh Sarkar and Srijata.

You can collect the hard copy of the festive edition from Jago Bangla stalls at Puja pandals across the State. You can read it online here.

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪: একনজরে

প্রতি বছরের মতো এবছরেও জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশিত হল মহালয়ার পুণ্যলগ্নে, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এবারও বইটির প্রচ্ছদটি এঁকেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কাণ্ডারির কলম’ শীর্ষক মূল প্রচ্ছদের লেখাটিও লিখেছেন তিনিই; এছাড়া তাঁর লেখা ‘মা’ নামক একটি কবিতা রয়েছে এই সংখ্যাটির শুরুতেই।

বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন আরও নেতা নেত্রীরা: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ও ডেরেক ও’ব্রায়েন প্রমুখ।

এছাড়াও নানা বিষয় বিশ্লেষণ করেছেন নির্বেদ রায়, প্রবীর ঘোষাল, মানস ভূঁইয়া, গৌরীশঙ্কর দত্ত ও আশিস বন্দ্যোপাধ্যায়। এই বইটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নের কথা, নিবন্ধ, সাক্ষাৎকার, নাটক, এছাড়াও বিভিন্ন বিষয়।

শুধু এই নয়, বহু বিশিষ্ট লেখকের লেখাও থাকছে এখানে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, সুবোধ সরকার ছাড়াও বহু কবি লিখেছেন অসাধারন কিছু কবিতা।

সব মিলিয়ে প্রতিবারের মত জাগো বাংলার এই উৎসব সংখ্যাটিও এককথায় আনপুটডাউনেবেল।

সারা রাজ্যে যে কোনো পুজো প্যান্ডেলে জাগো বাংলার স্টলগুলি থেকে সহজেই এই বইটি সংগ্রহ করা যাবে। অনলাইনেও পড়তে পারেন আপনি এই উৎসব সংখ্যা। ক্লিক করুন এখানে।

 

Dear Boys: An initiative by Kolkata police on respecting women

Kolkata Police has launched an initiative named ‘Dear Boys’ to educate teenage school boys – from class IX to XII in 20 schools – in showing respect to women.

The project is directed at teenage boys especially because it is pertinent to realise at a young age that women too are humans with every right to stay out for as long as they want to, wear what they wish to – and everyone must respect that.

Boys who inculcate these values in them will grow up into sensitive and responsible men, and will not be unnecessarily judgmental about women’s choices.

Kolkata Police is conducting this campaign also through posts on its Facebook page. The initiative has found support on social media with many users welcoming the move and giving valuable suggestions.

 

ডিয়ার বয়েজঃ কলকাতা পুলিশের নবতম উদ্যোগ

কিশোর বয়সেই যাতে ছেলেরা মহিলাদের সম্মান করতে শেখে তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ নিয়েছে এক অভিনব উদ্যোগ। স্কুলপড়ুয়া কিশোরদের প্রশিক্ষণ দেবে পুলিশ যাতে তারা মহিলাদের সম্মান জানাতে শেখে। ২০টি স্কুলের ক্লাস ৯ থেকে ১২ এর ছাত্রদের মধ্যে মহিলাদের প্রতি সম্মানবোধ জাগিয়ে তুলতে দেওয়া হবে প্রশিক্ষণ।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডিয়ার বয়েজ’। কিশোর বয়সেই ছেলেদের নারীর প্রতি সম্মানের ব্যাপারে অবগত করানোই উদ্দেশ্য এই উদ্যোগের। বড় হয়ে এই ছাত্ররা যাতে দায়িত্ববান পুরুষ হতে পারে, তাই নিশ্চিত করবে কলকাতা পুলিশ।

এর উদ্যোগকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বাহবা জানিয়েছে।

Source: inuth.com

 

Attempts are being made to belittle the culture of Bengal: Mamata Banerjee

Speaking at the inauguration of a community Durga Puja in south Kolkata, Chief Minister Mamata Banerjee reiterated today that she will not allow any riots in the State and ensure that peace and harmony is safeguarded in the State.

 

Extracts from her speech:

I will not tolerate any insult to Bengal, its culture, its heritage, its harmony. While majority of the people are gearing up to soak themselves in the spirit of festivities, a certain section is engaging in vilification, spreading canards and conspiring to belittle Bengal’s culture.

People will not accept any insult to the culture of Bengal. In a democracy, the decision of the people is supreme.

Lakhs of people visit Puja pandals every year. Do Puja organisers discriminate on the basis of whether their name is Ram or Rahim or Paul or Santosh or James? No. Do they discriminate on the basis of religion? No. Why should they?

We take inspiration from Rabindranath Tagore who had written: “Punjab, Sindhu, Gujarat, Maratha, Dravid, Utkal, Banga”. He had also written, “Hindu Bouddho Shikh Joino Parosik Musolman Khrishtani”. Dwijendra Lal Roy had written, “Emon desh ti kothao khuje pabe na ko tumi…” This is our culture.

This is the land of Ramakrishna Paramhansa Deb who had taught us ‘Sarva Dharma Samannayay’. We do not need lectures from others. This is the land of Swami Vivekananda and Sarada Maa. The divine mother is embodied in Maa Durga, Jagadamba, Kali, Siddheswari, Vaishno Devi as well as Santoshi Mata.

Everyone has the right to worship in the way they wish to. This is their fundamental right. If I go to a Muslim function, I am accused of appeasement. But when I go to a Hindu function, am I appeasing Hindus? I go to Chhat Puja also; am I appeasing Biharis then? When I go to the midnight mass on Christmas, am I appeasing Christians?

These allegations of appeasement are extremely humiliating. I believe in humanity. I believe the service of mankind is the biggest religion. I believe in a religion that stands for creation not destruction. I abhor politics of division and riots. I do not support violence or creating feud between people in the name of riots.

The Centre is continuously misusing its agencies against us. But I believe that with the blessings of the divinity, we will defeat such conspiracies.

Subrata Da here has been organising Durga Puja for a long time now. I organise Kali Puja at my home. We have never heard of immersions on Saturdays or Ekadoshi. There are attempts to belittle our festival and culture.

People are living in peace and harmony. But some sections are trying to drive a wedge between them and incite violence.

I perform ‘Chandipath’ every day. I also pray to Allah. I worship Maa Durga as well as Maa Kali. I pray to Maa Lokkhi as well as Maa Saraswati. I celebrate Eid as well as Christmas. Quran, Puran, Ved, Vedanta, Bible, Tripitak, Zend-Avesta, Guru Granth Sahib, Gita – we respect all. This is the culture we have inherited from our parents and we will safeguard it as long as we are alive.

We will not allow riots in Bengal. I am responsible for maintaining peace and prosperity. Those who try to destabilise harmony in the State will be held accountable.

 

 

বাংলার উৎসবকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে: মুখ্যমন্ত্রী

 

আজ দক্ষিণ কলকাতার এক দুর্গা পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার সংস্কৃতি ও উৎসবকে খাটো করার এক চেষ্টা চলছে। তিনি বলেন এই রাজ্যে তিনি শান্তি বজায় রাখবেন এবং দাঙ্গা লাগাতে দেবেন না।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

যদি আমার বাংলার মানুষ, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে গালাগালি দেওয়া হয় তাহলে আমার গায়ে লাগে।বাংলার উৎসবকে ঘিরে যখন মানুষ আনন্দে মেতে ওঠে তখন একদল লোক আছে যারা কুৎসা, অপপ্রচার, চক্রান্ত করে বাংলার উৎসবকে ছোট করে দেখায়।

বাংলার উৎসবকে ছোট করে দেখানো যাবে না। মানুষ গনতন্ত্রের সবচেয়ে বড় বিচারক এবং মানুষের বিচার সর্বশ্রেষ্ঠ বিচার। কারন মানুষই মানুষের পাহারাদার।

প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বাংলায় আসেন পুজো দেখতে। তখন কোন পুজো প্যান্ডেলের কর্মকর্তারা জিজ্ঞাসা করে আপনার নাম রাম না রহিম না পল না সন্তোষ না জেমস? কেউ কি জিজ্ঞাসা করে তুমি হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান না বৌদ্ধ? কেন জিজ্ঞাসা করবে?

রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, পাঞ্জাব, সিন্ধু, গুজরাত, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। তিনি লিখেছেন, “হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি”। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি” – এটা আমাদের সংস্কৃতি।

এ মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মেছেন; তার কাছ থেকে আমরা সর্ব ধর্ম সমন্বয় শিখেছি। তার থেকে বড় জ্ঞানদাতা আছে বলে আমি মনে করি না। এই দেশে স্বামী বিবেকানন্দ, সারদা মা জন্মেছেন। এই মাতৃমুখই কখনো মা দুর্গা, কখনো জগদম্বা, কখনো রক্ষাকালী, কখনো চামুণ্ডা কালী, কখনো ছিন্নমস্তা, কখনো সিদ্ধেশ্বরী, কখনো সর্বমঙ্গলা, কখনো কালী, কখনো সিদ্ধেশ্বরী, কখনো সন্তোষী মা।

কে কি পুজো করবে, কোথায় উৎসব করবে এটা মানুষের নিজস্ব অধিকার। আমি মুসলমানদের অনুষ্ঠানে গেলে বলা হয়, আমি তাদের তোষণ করি। আর হিন্দুদের অনুষ্ঠানে গেলে তাদেরকেও তোষণ করি? ছট পুজোর আগের দিন কি দেখতে যাই এটা বাঙালীদের না বিহারিদের উৎসব? যখন আমি বড়দিনে চার্চে যাই তখন কি আমি খ্রিস্টানদের তোষণ করি?

এই কথাটা অপমানজনক, অসম্মানজনক। আমি সেই ধর্মে বিশ্বাস করি যার নাম মানবধর্ম। আমি সেই ধর্মে বিশ্বাস করি যার নাম সর্ব ধর্ম সমন্বয়। আমি সেই ধর্মে বিশ্বাস করি যা সৃষ্টি করা শেখায়, স্রষ্টা কর্তার জন্ম দেয়। যারা মানুষে মানুষে দাঙ্গা লাগায় আমি সেই ধর্মে বা তোষণে বিশ্বাস করি না।

কেন্দ্র অনবরত নানারকম এজেন্সি দিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যদি দেবদেবী বলে কিছু থাকে এই চক্রান্তকে ধুলিস্মাৎ করে দেবে।

সুব্রত দা এখানে অনেক দিন পুজো করছেন। আমার বাড়িতেও মা কালীর পুজো হয়। শনিবার ও একাদশীর দিন কখনো ঠাকুর বিসর্জন দেওয়ার কথা শুনেছেন? উৎসবকে ছোট করার জন্য এসব। মানুষ শান্তিতে আছে, ওদের মধ্যে অশান্তি লাগিয়ে দিচ্ছে। কেন এত হিংসা, এত ষড়যন্ত্র?

আমি রোজ চণ্ডীপাঠ করি। আমি আল্লার কাছে দোয়া মাঙি। আমি মা দুর্গার পুজো করি, মা কালীরও পুজো করি, মা লক্ষ্মীরও পুজো করি, মা সরস্বতীরও পুজো করি। আমি ঈদও পালন করি, বড়দিনও পালন করি। কোরান, পুরান, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাভেস্তা, গীতা সব কিছুকেই আমরা শ্রদ্ধা করি। আমার সব কৃতজ্ঞতা মানুষের প্রতি কারন মানুষ আমাকে এই পথ দেখিয়েছে।

আমরা বাংলায় দাঙ্গা বরদাস্ত করব না। কেউ অশান্তি করার চেষ্টা করলে আমার থেকে তার বড় শত্রু কেউ হবে না।

 

Rediscovery of the history of Bengal at Eco Park

The history of Bengal has come alive at the Eco Park in New Town, through the Sculpture Garden on History of Bengal, which was inaugurated yesterday by the Urban Development Minister.

The nature park is the idea of Chief Minister Mamata Banerjee – it was her idea to convert the huge area surrounding a lake into Eco Park, which she formally named Prakriti Tirtha.

The sculpture garden is meant to celebrate the glorious legacy of the history and culture of Bengal. Young and talented artistes have made beautiful life-like relief sculptures. The garden would also host daily 45-minute light-and-sound shows in English and Bengali in the evenings.

The murals depict personalities, events and time periods intrinsically linked with Bengal. They are titled as the following: Shri Chaitanya and the Middle Age Renaissance of Bengal; The Battle of Plassey; Shri Aurobindo – India and International Spiritualism; Satyajit Ray and his World; Santhal Rebellion; Ram Mohun Roy and the Renaissance of Bengal; Swami Vivekananda – Call of Youth and his Activities; Anandamath – Bankim Chandra, The Awakening of Bengal and India; Netaji Subhas Chandra Bose – Azad Hind Fauj and his Revolution; From Lalan Fakir to Kazi Nazrul Islam – A Different Spirit of Revolution and Culture; Rabindranath Tagore – Viswabharati Movement.

 

বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান উদ্বোধন হল ইকো পার্কে

ইকো পার্কে উদ্বোধন হল বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান। উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

২০১১ তে ক্ষমতায় আসার পর এই বিশাল অঞ্চলকে সুসজ্জিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তোলেন ইকো পার্ক; নাম দেন প্রকৃতি তীর্থ।

এই উদ্যানে থাকছে নানা রকম ভাস্কর্য্যের নিদর্শন। থাকছে বাংলার মধ্য যুগের নবজাগরণের অন্যতম পথিকৃৎ শ্রী চৈতন্য, ভারতীয় ও আন্তর্জাতিক অধ্যাত্মবাদ, থাকবেন ঋষি অরবিন্দ, অস্কার বিজয়ী সত্যজিৎ রায় ও তাঁর জগত।

এছাড়া থাকছে বাংলার নবজাগরণের রুপকার রাজা রামমোহন রায়, যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ, থাকবে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র, বাংলা ও ভারতের নবজাগরণ, নেতাজী সুভাষ চন্দ্র বসু-আজাদ হিন্দ ফৌজ ও তাঁর বিদ্রোহ, লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম-বিদ্রোহ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতী।

এছাড়া আরেকটি বড় আকর্ষণ থাকছে; প্রতি সন্ধ্যায় ৪৫মিনিটের বাংলা ও ইংরাজিতে একটি লাইট ও সাউন্ড শো হবে এখানে।
Source: The Statesman