Watershed-based initiatives launched in districts

The Bengal Panchayat and Rural Development Department has recently launched watershed-based initiatives for livelihood augmentation in several districts.

The government has initiated watershed-based initiatives in soil and moisture conservation, plantation and livelihood augmentation in 54 blocks in Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Paschim Bardhaman districts.

It may be mentioned that the department had already taken up several schemes for watershed development for livelihood augmentation under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

 

ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ জেলায় জেলায়

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটি জেলায় ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ব্লকে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ, চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটারশেড ভিত্তিক পদ্ধতিতে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রার উন্নয়নের জন্য ওয়াটারশেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে।

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Bengal CM announces setting up of AIFF Centre of Excellence in Kolkata

Chief Minister Mamata Banerjee announced recently that the All India Football Federation (AIFF), the governing body of Indian football, would establish its Centre of Excellence in Kolkata.

The Chief Minister has promised to allot 15 acres of land in Rajarhat for the purpose. The announcement was made at a gala dinner at Eco Park held the day before the final of the FIFA Under-17 World Cup, in the presence of the FIFA president and his council members.

The tournament has been a huge success, and FIFA itself has acknowledged the fact, being the best-attended Under-17 World Cup ever. On top of that, with due credit to Mamata Banerjee and her active part in making the tournament a huge success in Kolkata, Kolkata has seen, by far, the highest average attendance for the matches.

As Mamata Banerjee announced through a Facebook message, out of the 13.47 lakh spectators in India who watched the matches, Kolkata had 6.08 lakh watching them at Vivekananda Yuba Bharati Krirangan. This is  more than 45 per cent of the total spectator count. Furthermore, the per match average spectator count in India was 25,906, while in Kolkata it was 55,345 – which is more than double.

Source: xtratime.in

 

দেশের প্রথম ফুটবল সেন্টার রাজারহাটে

ফুটবলে দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের জন্য রাজারহাটে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার৷ শুক্রবার ইকো পার্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স কলকাতায় হবে৷ ফিফা প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ‘অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এখানে হলে রাজ্য সরকার পূর্ণ সহায়তা করবে৷’

কলকাতায় ফাইনাল করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গালা ডিনারে ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে ফিফা কাউন্সিল মিটিং করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ৷ রাজারহাটে সেন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর জমি দেওয়ার প্রতিশ্রুতিতে খুশি আমরা৷ জমি পেলে খুব তাড়াতাড়ি সেন্টারের কাজ শুরু করব৷’

ফিফা প্রেসিডেন্ট বললেন, ‘মুখ্যমন্ত্রীর কথা আমার হূদয় ছুঁয়ে গেল৷ এ ভাবে সবাই ফুটবলের জন্য কিছু করলে ভারতে ফুটবল পিছিয়ে থাকবে না৷ বিশ্বের ছয় ভাগ লোকের এক ভাগ লোকের বাস ভারতে৷ এখানে ফুটবল যদি গুরুত্ব পায়, তা হলে ভারত একদিন বিশ্ব ফুটবলে শাসন করবে৷ অন্য দেশগুলোর কাছে ভারত একটা উদাহরণ হয়ে থাকবে৷’

FIFA president writes to Bengal CM, showers accolades

Congratulating her for successfully hosting the Under-17 Football World Cup, FIFA President Giovanni Vincenzo Infantino wrote to Chief Minister Mamata Banerjee on Friday assuring assistance for the projects taken up for development of football. It may be mentioned that he had earlier appreciated the role of the Mamata Banerjee-government for developing an international standard infrastructure for the FIFA Under-17 Football World Cup. FIFA president reached Zurich on Friday and wrote to the Chief Minister.

The letter reads: “The FIFA delegation has now returned to Zurich with a host of unforgettable memories and having made many warm hearted new friendships during our stay in Kolkata for the final matches of the FIFA Under-17 Football World Cup in India and the FIFA Council meeting.” He further stated in the letter that: “Herewith, I would like to congratulate your government on its role in your country’s successful hosting of the FIFA Under-17 Football World Cup. I would also like to thank you on behalf of the entire FIFA delegation for affording us such a cordial welcome and warm hospitality as well as the all the moments shared together at the wonderful All India Football Federation (AIFF) gala dinner at the Eco Park and during the exciting final match between England and Spain last Sunday which I was very pleased and honoured to attain by your side at the Vivekananda Yuva Krirangan in Kolkata. The talks we had were marked by sincere friendship and mutual respect…about your vision of the important role that football plays in breaking down cultural and social barriers making the game accessible to all.”

It may be mentioned the Chief Minister had announced that the state government will be giving 15 acre land at new Town to AIFF to set up a national level football academy. In this connection, FIFA president wrote: “Herewith, I would also like to praise the remarkable work and efforts of the AIFF, who implements new plans for development of our sport in your country…and the construction of the AIFF National Centre of Excellence which will be realised on the 15 acres of land your government has kindly decided to give AIFF. I would like to thank you for this strong contribution towards supporting football development and promoting the values of our sport in your country. I can assure you that our stay in your country has given the fresh determination to provide any assistance from FIFA and the international football community that could be helpful in the realization of these development projects.”

 

 

রাজারহাটে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ৭১ কোটি টাকা দিচ্ছে ফিফা, আয়োজনের প্রশংসা করে চিঠি দিল ফিফা

 

বাংলার আতিথেয়তায় মুগ্ধ ফিফা চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে ফিফা। শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। ফাইনাল সহ যে কটি ম্যাচ যুবভারতীতে হয়েছে, তার জন্যও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফুটবলের উন্নতির জন্য যেকোনোও সাহায্যে সব সময় পাশে থাকবে ফিফা, এটাও জানিয়েছেন।

জুরিখ থেকে পাঠানো চিঠিতে তিনি মমতার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। ইকো পার্কের গালা ডিনার এবং রাজ্যের সংস্কৃতি ও মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে ফিফা সভাপতি অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন। রাজারহাটে উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এ আই এফ এফ) ১ টাকার বিনিময়ে লিজে ১৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ‘এ আই এফ এফ ন্যাশানাল ফুটবল সেন্টার ফর এক্সেলেন্স’ তৈরি হবে নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে। পরিকাঠামো তৈরির পুরো খরচ, যা হল ৭১ কোটি টাকা, দেবে ফিফা।

এই উৎকর্ষ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি হবে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, অনুর্দ্ধ-১৭ বিষ কাপে

মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকের সংখ্যায় সর্বোচ্চ স্থানে ছিল কলকাতা। কলকাতার প্রতিটি খেলায় মাঠে হাজির হয়েছেন ৫৫ হাজারেরও বেশি দর্শক – পুরো দেশের নিরিখে ৪৫ শতাংশ।

Kangaroos, jaguars, mouse deer – new attractions at Alipore Zoo

After a gap of two years, visitors at Alipore zoo will get a glimpse of kangaroos. Four grey kangaroos, known to be the fastest kangaroo in the world, will arrive from Japan’s Yokohama Zoo soon as a gift from the zoo.

Other recent arrivals include a pair of jaguars, Asiatic lions and six mouse deer, all from Hyderabad zoo. These animals are being brought under an exchange programme.

The director of Alipore Zoo said that grey kangaroos are hardier than the previous ones. The new enclosure developed for them is also bigger compared to the previous one. The animals will keep them in quarantine for a month before being put on public display.

Visitors will also get to see jaguars in the zoo after a gap of four years. After a long time, the zoo will also be getting a pair of pure Asiatic lions.

Source: The Times of India

শীতের আগেই আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি

শীতের আগেই আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ।নতুন অতিথি হিসেবে এল চারটে ইস্টার্ন গ্রে ক্যাঙারু। জাপান এই চারটে ক্যাঙারু উপহার হিসেবেই দিয়েছে আলিপুর চিড়িয়াখানাকে।

আরও একঝাঁক নতুন সদস্যের অপেক্ষায় চিড়িয়াখানা। আসতে চলেছে দুটি জাগুয়ার, দুটি সিংহ, ছটা মাউস ডিয়ার। স্বাভাবিকভাবেই এবারে শীতে দর্শকদের ভিড়ও বাড়বে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে এখনই দর্শকরা চাইলেও দেখতে পাবেন না এই ক্যাঙারুদের। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আপাতত তাদের বিশেষ পরিবেশে রাখা হয়েছে। ডিসেম্বরের শুরুতেই দর্শকদের সামনে আসবে এই চার নতুন সদস্য।

ক্যাঙারু এসেছে।এবার আসবে জাগুয়ার। হায়দরাবাদ থেকে নিয়ে আসা হচ্ছে তাদের। সঙ্গে আসছে দুটি সিংহ ও ছটি মাউস ডিয়ার।

State Govt promoting home stay tourism in Adivasi-populated villages in the Ayodhya Hills

The Bengal Government is promoting home stay tourism in the Adivasi-populated villages in the Ayodhya Hills in Purulia district. The first such project is being implemented in Punia Sasan village in Baghmundi block.

Over the last few years, it is being seen that more and more people are visiting the verdant Ayodhya Hills, especially in winter. Since it is difficult and not environment-friendly to construct too many resorts in ecologically fragile areas, the government has come up with this measure to accommodate tourists.

These home stays would also give the Adivasi villagers, most of whom are poor, an additional source of income. The Adivasi villagers who would be running these home stays are being given training for the purpose.

Being the original inhabitants of the land, the Adivasis are intimately acquainted with the history, and folk culture and literature of the region. Hence, they can be the guides for tourists flocking the region.

Staying in home stays would also give tourists a feel of Adivasi life.

Source: Ei Samay

অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে’তে জোর দিচ্ছে রাজ্য সরকার

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে ট্যুরিসমে জোর দিচ্ছে রাজ্য সরকার। বাঘমুন্ডি জেলার পুনিয়া ও শাসন জেলার জন্য রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ এই প্রথম।

বিগত কয়েক বছরে দেখা গেছে, প্রচুর মানুষ অযোধ্যা পাহাড় বেড়াতে গেছে, বিশেষ করে শীতকালে। এইসকল অঞ্চলে রিসর্ট তৈরি করা কষ্টসাধ্য এবং পরিবেশ-বান্ধবও নয়। তাই, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের হোম-স্টে গুলি আদিবাসীদের অতিরিক্ত রোজগারের সুযোগ করে দেবে।

এই হোম-স্টে’গুলি যে বাড়িতে করা হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অতিথি সৎকারের।
আদিবাসীদের এই প্রকল্পে আনার কারন হল, যেহেতু তাঁরা এই অঞ্চলের পুরনো বাসিন্দা, স্থানীয় ইতিহাস খুব ভালো জানেন। তাই তাঁরা গাইডের কাজ খুব ভালো পারবেন।

এই হোম-স্টেগুলিতে থেকে পর্যটকরা আদিবাসী জীবনের আস্বাদ পাবেন, যা কোনও হোটেলে কেউ পেতে পারবেন না।

Bengal Govt lining up delicious fare at international food fest in Delhi

Various departments of the Bengal Government are participating in a major way in the World Food India Festival, to be held in New Delhi from November 3 to 5.

Not just other states, but 121 countries, including France, Germany, Britain, USA, China, Japan, Poland, Switzerland and others are participating. Naturally, the festival presents a big opportunity for the state to showcase its best food products to the whole world.

On November 4, representatives of different departments of the State Government are also planning to meet potential foreign investors, as part of the food festival.

The departments of the State Government taking part are Agriculture, Agriculture Marketing, Fisheries, Animal Husbandry and Panchayat and Rural Development. They would be displaying and selling the best of the best from Bengal.

In recent years, the state’s fish, vegetables and fruits have gained a name for themselves in terms of quality in not only the country, but internationally too. Hence, the State Government plans to use the festival as a platform to display its best products to gain access to more national and international markets.

The Fisheries Department would showcase hilsa, tangra, parshe, koi, changes, bhetki, panga, bagda and apple snail, and also varieties of shutki (sun-dried fish),. Processed products like prawn pickle and fish sweet and sour pickle would also be displayed.

The Animal Husbandry Department would display meat products made from black Bengal goat (which is especially popular), koel, turkey, duck, pork and lamb. Basically, the products sold by Haringhata Farm would be sold. The department is also planning to popularise the work being done by the three bull centres set up for artificial insemination in Beldanga, Haringhata and Salboni.

The Food Processing Department is taking along mango and litchi from Malda and Murshidabad districts, pineapple jam from Siliguri, jelly, pickles and other items.

The Panchayat and Rural Development Department would display products made by the various self-help groups (SHG) which are aided through the Anandadhara Scheme, which is administered by the department. The products are goyna bori from Tamluk, morabba from Suri, biuli dal, black moong dal, papad, etc.

Source: Ei Samay

বিশ্ব খাদ্য উৎসবে বাংলা তুলে ধরবে রাজ্যের খাদ্যসম্ভার

গেঁড়ি -গুগলি থেকে শুঁটকি মাছ , সিউড়ির মোরব্বা থেকে তমলুকের গয়না বড়ি — বাংলার এই খাবারের সম্ভারকে তুলে ধরতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ ৩ থেকে ৫ নভেম্বর দিল্লিতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ফেস্টিভ্যাল৷

এই খাদ্য উত্সবে থাকছে রাজ্যের এই খাদ্যসম্ভার৷ ফ্রান্স , জার্মানি , ব্রিটেন , আমেরিকা , চিন , জাপান , পোল্যান্ড , সুইজারল্যান্ডের মতো বিশ্বের ১২১টি দেশ অংশ নেবে ওই খাদ্য উৎসবে৷ রাজ্যের কৃষি , কৃষি বিপণন , মত্স্য , প্রাণিসম্পদ উন্নয়ন ছাড়াও দিল্লির ওই উৎসবে অংশ নেবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরও৷

বিশ্বের দরবারে বাংলার কোন কোন খাবার তুলে ধরতে চাইছে বাংলা? মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ইলিশ, ট্যাংরা, পার্শে, কই, চ্যাঙস, ভেটকি, কোবিয়া, প্যাঙাস, বাগদার মত মাছ নিয়ে যাওয়া হবে৷ সঙ্গে গেঁড়ি, গুগলি থেকে শুঁটকি মাছের প্রক্রিয়াকরণের ভালো সম্ভাবনা থাকায় তাও তুলে ধরা হবে খাদ্য উৎসবে৷ প্রন পিকল থেকে ফিস সুইট অ্যান্ড সাওয়ার পিকল থাকবে সেখানে৷

মাংস হিসাবে দারুণ জনপ্রিয় ব্ল্যাক বেঙ্গল গোট৷ রাজ্যের প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাক বেঙ্গল গোট ছাড়াও কোয়েল, টার্কি, হাঁস, পর্ক, ল্যাম্বেরও প্রক্রিয়াকৃত নানা পদ থাকবে৷ মূলত হরিণঘাটা ফার্মের সমস্ত আইটেমগুলিই নিয়ে যাওয়া হবে প্রদর্শনীতে৷ এ ছাড়াও বেলডাঙা , হরিণঘাটা এবং শালবনীতে আর্টিফিসিয়াল ইনসেমিনেশনের জন্য যে তিনটি বুল সেন্টার রয়েছে , তার প্রচারও করা হবে সেখানে৷

কৃষি বিপণন দপ্তর উদ্যোগ নিচ্ছে সীতাশাল, কালোনুনিয়া, গোবিন্দভোগ, তুলাইপাঞ্জির মতো ৪০ ধরনের চাল, বেশ কয়েক ধরনের ডাল নিয়ে যাওয়ার৷ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দন্তরের উদ্যোগে মালদহ, মুর্শিদাবাদের আম, লিচু, শিলিগুড়ির আনারসের জ্যাম, জেলি, আচারের মতো নানা আইটেম থাকবে সেখানে৷

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে আনন্দধারা প্রকল্পটি৷ তাদের উদ্যোগেই এই প্রকল্পের আওতায় গড়ে তোলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি তমলুকের গয়না বড়ি, সিউড়ির মোরব্বা, বিউলি, কালো মুগ ডালের পাঁপড়ের মতো নানা সামগ্রী নিয়ে যাওয়া হবে খাদ্য উত্সবে৷

Bengal Govt’s fourth open-air correctional home coming up in Medinipur

The Bengal Government has decided to set up the state’s fourth open-air correctional home beside the Medinipur Correctional Home. The three existing are in Lalgola, Raiganj and Durgapur.

Initially, 50 inmates will be kept at the two-storied correctional home. Each room will house two to three people. Eleven people are being hired to look after the place. The three open correctional homes currently house 200 inmates in all; the latest one would add another 50 initially.

According to the Minister for Correctional Administration, moving inmates to open correctional homes is part of the reforms process. Staying there increases their chances of getting reformed and being able to lead a good life after release. Another essential aspect of the reforms process is for inmates to be able to stay with their families, which would be allowed at the open-air correctional home later on.

The Bengal Government puts in a lot of efforts towards the welfare of correctional home inmates. From organising cultural programmes and allowing inmates to perform outside for the general public to teaching them to make items of handicrafts and other things like sanitary napkins to organising food festivals, the reforms process has been a big hit among the inmates.

Source: Anandabazar Patrika

রাজ্যে চতুর্থ ‘মুক্ত সংশোধনাগার’ মেদিনীপুরে

রাজ্যে আরও একটি মুক্ত সংশোধনাগার গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কারা দফতর। সেটি তৈরি হচ্ছে মেদিনীপুর সেন্ট্রাল জেলের পাশেই। রাজ্য মন্ত্রিসভার ৮ সেপ্টেম্বরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে তিনটি মুক্ত সংশোধনাগার খোলা হয়েছে লালগোলা, রায়গঞ্জ ও দুর্গাপুরে, সেখানে বন্দিদের সংখ্যা প্রায় ২০০।

কারা দফতর সূত্রের খবর, নতুন মুক্ত সংশোধনাগারে প্রথম দিকে ৫০ জন বন্দি থাকবেন। বাড়িটি হবে দোতলা। এক-একটি ঘরে দু’তিন জন থাকবেন। এটি দেখভালের জন্য ১১ জন কর্মী নিয়োগ করা হচ্ছে।

মুক্ত সংশোধনাগার কি?

‘মুক্ত জেলে বন্দিদের বন্দিদশা অনেকটাই চলে যায়, সাধারণ জেলের বন্দিরা বাইরে যাওয়ার সুযোগ পান না। মুক্ত জেলের আবাসিকেরা চাইলে জেলের বাইরে কাজে যেতে পারেন। তবে সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের জেলে ফিরে আসতে হয়।

সাধারণ জেলে নতুন ও পুরনো সব বন্দিই থাকেন। কিন্তু ১৫ বছর ধরে জেলে থাকলে তবেই মুক্ত সংশোধনাগারে থাকার অনুমতি পাওয়া যায়। সাধারণ জেলে বন্দিরা কোনও নিকটজনকে সঙ্গে নিতে পারেন না। অনেক মুক্ত জেলেই পরিবার নিয়ে থাকার সুযোগ দেওয়া হয় আবাসিকদের।

মুক্ত সংশোধনাগারে থাকার সুযোগ পেলে তবেই হাতের কাজ করে উপার্জন করা যায়। অনেক বন্দি হাতের কাজ গান, ছবি আঁকা, নাটকে শিখছেন। মুক্ত জেল সংশোধন প্রক্রিয়ারই একটি অঙ্গ। যত বেশি মুক্ত জেল তৈরি হবে, বন্দিদের সংশোধিত হয়ে ওঠার সুযোগ তত বাড়বে।

Kolkata Police to acquire electric scooters for easier patrolling

If things go according to plan, Kolkata Police is soon going to get self-driving electric scooters for patrolling. After Puducherry and Mumbai, where the police use such vehicles for patrolling beaches, Kolkata is next in line to acquire the scooters.

These scooters are driven standing up. Being electric scooters, they are environment-friendly. Each charge would drive the scooter for 30 to 35 km. they run at a speed of 15 to 20 kilometres per hour. They are also much lighter than normal scooters. According to police sources, four of these vehicles would be bought initially.

However, unlike Puducherry and Mumbai, police sources said that the vehicles in Kolkata would be used for patrolling areas along the bank of the Hooghly and in the Maidan, where a lot of people come for morning and evening walks. The scooters can also be used in narrow lanes, where cars are difficult to manoeuvre.

Police personnel would be given trained to handle this special type of electric scooters. These scooters would have pockets for keeping walkie-talkie and radio sets. Special charging kiosks would also be set up for convenient charging.

 

Source: Ei Samay

 

নজরদারিতে কলকাতা পুলিশ ব্যবহার করবে ইলেকট্রিক স্কুটার

সবকিছু পরিকল্পনামাফিক চললে পুডুচেরী বা মুম্বইতে সমুদ্রতটের ওপর নজরদারি চালাতে যেরকম ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে, সেরম স্কুটার পেতে চলেছে কলকাতা পুলিশ।

এই স্কুটারগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হয়। ইলেকট্রিক চালিত হওয়ার কারণে এই স্কুটার পুরোপুরি পরিবেশ বান্ধব। প্রতিবার চার্জিং-এ এই স্কুটার চলবে ৩০-৩৫ কিঃ মিঃ। এই স্কুটার চলে ঘণ্টায় ১৫-২০ কিঃ মিঃ গতিবেগে। এগুলি সাধারন স্কুটারের থেকে অনেক হালকা। প্রাথমিক ভাবে ৪টি স্কুটার আনা হবে।

কলকাতা পুলিশ এগুলি ব্যবহার করবে হুগলী নদীর দুপাশে নজরদারি চালাতে। পাশাপাশি নজরদারি চলবে ময়দানেও। এই স্কুটার নিয়ে খুব সরু গলিতেও ঢোকা যাবে।

পুলিশ কর্মীদের এই বিশেষ স্কুটার চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে। এই স্কুটারে ওয়াকি-টকি ও রেডিও-সেট রাখার পকেট থাকবে। বিশেষ চার্জিং কিয়স্ক তৈরি করা হবে চার্জিং-এর সুবিধার্থে।

10 MW solar PV project on Teesta Canal Bank commissioned

A 10 MW solar photovoltaic (PV) project has been commissioned on the bank of the Teesta Canal by the Bengal Government. This solar plant is the first canal-bank project under the government’s canal-top and canal bank projects scheme for solar power plants.

West Bengal Renewable Energy Development Agency (WBREDA) is setting up the Regional Energy Efficiency Centre (REEC) to promote and implement the Energy Efficiency Programme (EEP). WBREDA is developing mass awareness about the usefulness of renewable energy, of which solar energy is a type. It is promoting the usage of appliances using energy-efficient state-of-the art technologies. Energy efficiency is one of the most important tools to avoid global warming.

The State Government is also stressing on financial support to enable people to buy and use these kinds of efficient devices.

It may be mentioned that the state Power Department is contemplating on the use of energy efficient pumps in agriculture in various districts.

The state government has already taken initiatives to increase the electricity access and has added nearly 80 lakh consumers over the past four years. The state has achieved 24X7 quality power supply to its villages. The state government also has a plan to give power to the agriculture sector across the state through a dedicated line to ensure uninterrupted supply at a steady voltage.

 

Source: Millennium Post

 

তিস্তা ক্যানালে ১০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল রাজ্য

রাজ্য সরকার তিস্তা ক্যানালে মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পকে অনুমোদন দিল। এই ধরনের ক্যানাল ব্যাংক প্রকল্প রাজ্যে এই প্রথম।

প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল রিনিউএবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি একটি রিজিওনাল এনার্জি এফিসিয়েন্সি সেন্টার তৈরি করছে। নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সাধারন মানুষের মধ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

পাশাপাশি, সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক বিভিন্ন যন্ত্রের প্রচারও করা হচ্ছে। এইসব যন্ত্রপাতি কিনে ব্যবহার করতে সাধারন মানুষকে অর্থনৈতিক সহায়তাও প্রদান করছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, রাজ্য বিদ্যুৎ দপ্তর পরিকল্পনা করছে বিভিন্ন জেলায় চাষের কাজে এনার্জি এফিসিয়েন্ট পাম্প ব্যবহার করার। রাজ্য সরকার পরিকল্পনা করেছে একটি নির্দিষ্ট লাইন থেকে সারা রাজ্যে কৃষিকাজে অবিচ্ছেদ্য ভাবে বিদ্যুৎ পৌঁছে দিতে। রাজ্য সরকার ইতিমধ্যেই বিদ্যুতায়নের ওপর জোর দিয়েছে; গত ৪ বছরে রাজ্যে বেড়েছে ৮০ লক্ষ নতুন গ্রাহক। জেলাগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দিতেও সক্ষম হয়েছে রাজ্য সরকার।