Sudip Bandyopadhyay speaks in Lok Sabha during the discussion on Rule 193

What I would say, Madam, is that we want the discussion on the President’s Address be held and we want to hear from the Hon’ble Prime Minister, because our elections will be taking place very shortly and we have to go back very soon, tomorrow or day after when the election notification will take place. But we are one of the major Opposition parties, having 34 MPs. We also have submissions to make – our ideas, our views – separately, and we want to make them.

What we think is that, according to our observations, keeping the Opposition out from the floor of the House on the issue of debate, if that Presidential Address would have been completed first and then it could have been taken up, it could have been better.

Venkaiah ji has given some precedent. Bhratruhari Mahtab was telling me that one of the issues was universities. But, that was much more important. This is an issue which was published in a particular newspaper and the Hon’ble Deputy Chairman of the Rajya Sabha uttered some comments that, by projection of some particular newspaper, no issue should be ventilated in the Rajya Sabha.

We are not actually concerned about the whole issue. We want to study it more, its merits and demerits. But we think that it was not a proper time to take it up, when the House was running very smoothly and nicely.

Main Kirit ji ko kahenge ki aapne kaha ki Digital India nahi hua. Woh baat aapne kaha. Main baatana chahta hun, Madam, who toh Budget main hamara party bolenge. Main nahi rah shakta, yeh suited booted Government zaroor bare-footed Government ke tarah aage badna shuru kar diya.

So I think we are not going to speak on this issue in detail. We have also decided to walk out on our own, as the Trinamool Congress.

We are not actually concerned about the whole issue. We want to study it more, its merits and demerits. But we think that it was not a proper time to take it up, when the House was running very smoothly and nicely.

Main Kirit ji ko kahenge ki aapne kaha ki Digital India nahi hua. Woh baat aapne kaha. Main baatana chahta hun, Madam, who toh Budget main hamara party bolenge. Main nahi rah shakta, yeh suited booted government zaroor bare-footed government ke tarah aage badna shuru kar diya.

So I think we are not going to speak on this issue in detail. We have also decided to walk out on our own, as the Trinamool Congress.

Palaces turned into heritage hotels boosting tourism in Bengal

In recent times, the West Bengal Government has been turning many old palaces into heritage hotels. The palaces being located in picturesque spots is an added benefit.

The State Tourism Department has done commendable job in this respect. All the heritage hotels have a very high occupancy rate, especially during the weekends.

The heritage project at the Jhargram Palace, in Jhargram in Paschim medinipur district, that threw open its gates in November last year, has been a huge hit. The Rs 8-crore project has been 80% occupied ever since.

Several other palaces are being developed into heritage hotels for tourists. Mahishadal Rajbari in Purba Medinipur district is one of them. A tourism complex is being constructed on the 60 acres of the palace, at an investment of Rs 20 crore.

Similar development of the Chilkigarh Rajbari, 15 km from Jhargram, is in the pipeline too.

All the above are being developed by the State Tourism Department. The department is also promoting other such projects which are being developed by their owners.

The Chief Minister Mamata Banerjee-led government has been very active in promoting West Bengal as a tourists’ paradise. A new Tourism Incentive Policy – 2015 has been introduced, covering concepts like eco tourism, home tourism and tea tourism.

Work on iconic projects like Gajoldoba Mega Tourism Project, Jharkhali Eco Tourism Project and Sabujdweep Eco Tourism Project, in PPP mode, is on in full swing. Home tourism in the Ayodhya Hills region of Purulia distrcit and in other places has become very popular. The innovative Tea Tourism Policy has been framed in order to generate local employment and augment local income by using the lands of tea gardens where tea plantation is not possible.

A lot of tourist infrastructure has been created in North Bengal and in the Sundarbans under the Trinamool Congress Government.

The tourist potential of the grand festival of Durga Puja has been recognised for the first time by the present government and it is being promoted in a major way. The State Tourism Department has also been very active in participating in major tourism fairs and conclaves all over the world and in India too, to promote West Bengal as, as the marketing slogan of the department says, ‘the sweetest part of India.’

 

আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে তৈরি হয়েছে বিভিন্ন হেরিটেজ হোটেল

 

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার অনেক পুরনো জায়গায় বেশকিছু হেরিটেজ হোটেল তৈরি করেছে। জায়গাগুলি যেন ছবির মত সুন্দর করে সাজানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য পর্যটন দপ্তর যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছে। প্রত্যেকটি হোটেলেই সপ্তাহের শেষে যথেষ্ট লোক সমাগম হয়।

পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম রাজবাড়ির গেট খোলা হয়েছে গত বছর নভেম্বর মাসে। ৮ কোটি টাকার এই প্রকল্পের প্রায় ৮০% সম্পন্ন হয়ে গেছে।

পর্যটকদের জন্য আরও বেশ কিছু হেরিটেজ হোটেল তৈরি করা হয়েছে। এর মধ্যে আর একটি হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি। এটি তৈরি হয়েছে ৬০ একর জমির ওপর এবং এতে বরাদ্দ অর্থের পরিমাণ ২০ কোটি টাকা।

চিলকিগড় রাজবাড়িরও যথেষ্ট উন্নয়ন হয়েছে, সেখানে ঝাড়গ্রাম থেকে প্রায় ১৫ কিমি পাইপলাইন তৈরি হয়েছে।

সব কটি উন্নয়নই হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। পর্যটন দপ্তর আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নিয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার পর্যটন উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ২০১৫ সালে একটি নতুন ট্যুরিজম ইনসেনটিভ পলিসি তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে ইকো ট্যুরিজম, হোম ট্যুরিজম এবং টি ট্যুরিজম।

পিপিপি মডেলের গাজোলডোবা মেগা ট্যুরিজম, ঝড়খালি ইকো ট্যুরিজম, সবুজদ্বীপ ইকো ট্যুরিজম প্রজেক্ট গুলির কাজ পুরদমে চলছে। পুরুলিয়া জেলা ও অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পর্যটন স্থান গুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার উত্তরবঙ্গে ও সুন্দরবনে অনেকগুলি পর্যটন পরিকাঠামো গঠন করেছে।

Image: mapio.net

 

Gatidhara adds numbers to the State’s transport

Under Gatidhara, the State offers assistance of a maximum of Rs 1 lakh, along with permits. Light goods vehicles, buses, mini buses, taxis, luxury taxis and even ambulances can be bought under the scheme.

West Bengal Chief Minister Mamata Banerjee sanctioned Rs 50 crore for the scheme. The fund was utilised in a little over two months. As of now, the assistance is paid to 4,256 people among the 5,317 applicants.

Most of the applications have been coming from Nadia district, followed by Bardhaman, North 24-Parganas, Purba Medinipur and Darjeeling.

Incidentally, the West Bengal Transport Department has now facilitated more frequent buses from Howrah and Sealdah stations.

Till now, the first buses used to start from the stations at 5 am. From March 1, bus services from the stations have been started at around 3 am.

Many people reach the stations from far-off places all through the night. With the Transport Department facilitating these new services, they would now not have to wait till the morning to start for their destinations.

To start with, buses would run along four routes from each of the two stations – to Park Street, Sector V, Park Circus and Kasba.

With the Gatidhara Scheme in place, small buses of private ownership are joining the transport fleet.

 

রাজ্যের পরিবহনে গতি আনছে “গতিধারা”

গতিধারা প্রকল্পের অধীনে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। বাস, মিনি বাস, ট্যাক্সি, এসি ট্যাক্সি এবং অ্যাম্বুলেন্সও কেনা যাবে এই প্রকল্পের আওতায়।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের জন্য। এই তহবিলের টাকা ২ মাস ধরে খুব অল্প কিছু কাজে ব্যবহৃত হয়েছে। এখন পর্যন্ত ৫,৩১৭ জন আবেদনকারীদের মধ্যে ৪,২৫৬ জন মানুষকে সাহায্য করা হয়েছে।

আবেদনকারীদের মধ্যে বেশির ভাগ মানুষ এসেছেন নদিয়া জেলা থেকে, এছাড়া বাকিরা এসেছেন বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং দারজিলিং থেকে।

যাত্রী সুবিধায় মাঝরাতেও এবার পাওয়া যাবে বাস পরিষেবা। রাত আড়াইটে থেকে শুরু হবে এই রাত্রিকালীন পরিষেবা।

হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে একাধিক গন্তব্যের উদ্দেশ্যে যেমন- পার্ক স্ট্রিট, সেক্টর ফাইভ, পার্ক সার্কাস ও কসবা রওনা হবে বিভিন্ন সরকারি ও মিনিবাসগুলি। এই পরিষেবা চালু হবে ১লা মার্চ থেকে।

পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “ আপাতত ৪টি রুটে এই পরিষেবা শুরু হবে, এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন”।

Fair price medicine shops: What Bengal thinks today India thinks tomorrow

West Bengal Chief Minister Mamata Banerjee and her Government’s pro-people policies have, from the very first, been the model for the entire country, be it other States or the Central Government. Many have been appreciated internationally too. Fair-price medicine shop (FPMS) is one such much-appreciated concept.

This was proved once again when the Union Budget 2016 laid out the plan for making quality medicines available at affordable prices, under Prime Minister’s Jan Aushadhi Yojana.

However, this concept was started by the Trinamool Congress-led government in West Bengal way back in 2011, when the party came to power.

Currently, across the State, more than 100 fair-price medicine shops are operating on the public-private partnership (PPP) model. Through these shops, medicines are available at discounts ranging from 48% to 77%.

Around 200 lakh people have been benefited through this. Medicines amounting to Rs 585 crore have been sold. Besides, 77 fair-price diagnostic centres have also been opened in PPP mode.

This concept has proved not only to be a path-breaker within the country but has drawn praise at international for a too. For example, a research study on this concept was selected for discussion at the 11th World Congress of International Health Economics Association in Milan in July 2015.

To mention another instance of the Central Government being inspired by the West Bengal Government’s innovative schemes, last year, the Beti Bachao, Beti Padhao Yojana was started. However it was just a copy of the State’s Kanyashree Scheme for the upliftment of the girl child. And while West Bengal allocated Rs 1000 crore for Kanyashree, the Centre allocated a measly Rs 100 crore for its scheme.

As Chief Minister Mamata Banerjee reiterates time and again, “What Bengal thinks today, India thinks tomorrow.” This has just been proved once more.

 

স্বাস্থ্য ব্যবস্থায় বাংলার দেখানো পথ অনুসরণ কেন্দ্রের

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর নীতি প্রথম থেকেই সারা দেশে মডেল হয়ে গেছে। ইতিমধ্যেই এই পদক্ষেপ অনেক জায়গায় প্রশংসিত হয়েছে। স্বল্প মূল্যের ওষুধের দোকান এর মধ্যে খুব জনপ্রিয়। পশ্চিমবঙ্গের লাখ লাখ গরীব মানুষ আজ অত্যন্ত স্বল্প মূল্যে জীবনদায়ি ওষুধ কিনতে পারছে।

এই কথাটি আবার একবার প্রমাণিত হল, যখন ২০১৬ বাজেট পেশ করার সময় যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা’ প্রকল্পের কথা ঘোষণা করলেন।

যাইহোক, ২০১১ সালে ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এই পদ্ধতি শুরু করেছিল।

বর্তমানে সারা রাজ্য জুড়ে প্রায় পিপিপি মডেলে পরিচালিত ১০০ টির বেশি স্বল্প মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে। এই দোকানগুলির মাধ্যমে ওষুধের দামে ৪৮% থেকে ৭৭% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। প্রায় ২০০ লক্ষ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। ৫৮৫ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে।পাশাপাশি ৭৭টি স্বল্প মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে পিপিপি মডেলে।

আরও একটি দৃষ্টান্ত দেওয়া যাক, পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি উদ্ভাবনী প্রকল্প দ্বারা অনুপ্রাণিত করা হচ্ছে কেন্দ্রীয় সরকার। গত বছর কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ যোজনা শুরু হয়েছিল। মেয়েদের উন্নয়নের জন্য রাজ্যের ‘কন্যাশ্রী’ প্রকল্পের প্রতিচ্ছবি এই প্রকল্প। যেখানে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে সেখানে কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্পের জন্য মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

‘আজ বাংলা যা ভাবে, দেশ তা ভাবে আগামীদিনে’, মুখ্যমন্ত্রীর এই কথা আরও একবার প্রমাণিত হল।

 

WB Govt’s refugee rehabilitation project in Bonhooghly

The West Bengal Government inaugurated a set of flats as part of its refugee rehabilitation project on Sunday, by handing over the keys to the first lot of 64 flats to refugee families that had crossed over from Bangladesh during the Partition and settled down in Bonhooghly in 1955. The scheme has been named ‘Banorini’ by Chief Minister Mamata Banerjee herself.

The remaining 476 flats under the scheme will be ready by August.

Another refugee rehabilitation project of the State government took off on Monday when 500 people of Jyangra Hatiara-2 gram panchayat in Rajarhat were handed over land pattas.

Chief Minister Mamata Banerjee had promised that she would help the refugees from Bangladesh settle down by giving them land pattas. This is the fulfillment of that promise.

More such pattas and flats are going to be distributed in the future. The government’s promise of uplifting the refugees is being fulfilled gradually.

According to Consumer Affairs Minister Sadhan Pande, such flats “would be started on a PPP basis in Kolkata too.”

 

উদ্বাস্তুদের জন্য তৈরি হল নতুন আবাসন ‘বনরিনি’

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বাস্তু পরিবারদের জন্য তৈরি হল বনহুগলি আবাসন – ‘বনরিনি’। গত রবিবার এটি উদ্বোধন হয়।

পশ্চিমবঙ্গেই প্রথম এই রকম প্রকল্প শুরু হল। ৫ একর জমিতে হয়েছে এই প্রকল্প। রাজ্যের উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পিপিপি মডেল প্রকল্প গড়ে উঠেছে।

এই প্রকল্পে ৮০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে এদিন ৩৪০ জনের হাতে চাবি তুলে দেওয়া হয়। দুই কামারার প্রতিটি আবাসনের মাপ ৬৪৪ বর্গ ফুট। ২৬০টি উদ্বাস্তু পরিবার ১১ লক্ষ টাকা করে পেয়েছে।

উদ্বাস্তুদের জন্য সোমবার রাজারহাটে ৫০০ জন মানুষকে পাট্টা দেওয়ার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উদ্বাস্তু শ্রেণির মানুশকে পাট্টা বিলির মাধ্যমে স্থায়ী বসবাসের ছাড়পত্র দেওয়া হবে। এবার তা বাস্তবায়িত হল।

ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে জানান, “কলকাতাতেও পিপিপি মডেলে এই প্রকল্প শুরু হবে।”

West Bengal number one state in rice production

The Economic Survey 2015-16 released recently by the Union Government has painted a bright picture for West Bengal. It is one of the best-performing States in many respects.

The State has seen the least rise in the price of goods, in general, in India in the last one year. The price inflation is less than 3%.

West Bengal is the largest rice-producer in the country, with Uttar Pradesh and Andhra Pradesh following it.

On many other aspects, like neonatal death, average life span, primary schools, etc., the State is the best or among the best, proving that the five years of Trinamool Government rule in West Bengal has been all about development and empowerment of the people.

 

ধান উ९পাদনে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ

কেন্দ্রীয় সরকারের ২০১৫-১৬ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ আর্থ-সামাজিক উন্নয়নের বহু ক্ষেত্রে অন্য রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে।

অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী চলতি আর্থিক বছরে গোটা দেশের মধ্যে সবথেকে কম মূল্যবৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে। পরিসংখ্যান প্রকাশ করে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতির হার এই বছর ৩ শতাংশেরও নীচে নেমে এসেছে, যা গোটা দেশে রেকর্ড।

দেশের ধান উ९পাদনকারী তিনটি প্রধান রাজ্যের (পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ) মধ্যে পশ্চিমবঙ্গের উৎপাদন সবথেকে বেশি। পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষ স্থানে।

অর্থনৈতিক সমীক্ষায় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের একটি সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের সদ্যোজাত শিশু স্বাস্থ্যের একটি বিস্তারিত পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। সেই বিবরণে বলা হয়েছে, ১২ মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের সম্পূর্ণ প্রতিষেধক কর্মসূচি সম্পন্ন করার নিরিখে প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ।

গ্রামীণ এলাকার শিশুদের প্রতিষেধক প্রদান কর্মসূচিতে পশ্চিমবঙ্গ ৮৭ শতাংশ কর্মসূচি সমাপ্ত করেছে। এছাড়া জন্মকালীন শিশুমৃত্যুর হার, প্রাথমিক স্কুল নির্মাণ, সেচসেবিত এলাকা সম্প্রসারণে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে।

West Bengal among the best in providing housing for the homeless

West Bengal is among the top States in India in terms of providing housing for the homeless. According to the National Urban Livelihoods Mission (NULM), in the urban and suburban areas, the State has done a really commendable job in this respect.

The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has always worked for the good of the people The housing project under NULM is another of the numerous developmental projects it has facilitated over the last five years.

NLM runs in 20 States. Among the clusters already being handed over to the people, West Bengal’s share is 37, which puts it in the second position in the countrry.

Another 50 housing clusters are also being set up in the State.

 

গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম সারিতে পশ্চিমবঙ্গ

শহর ও শহরতলির গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার ক্ষেত্রে সারা দেশের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের আবাসন এবং গরিবি দূরীকরণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের (এনইউএলএম) আওতায় দেশজুড়ে শহর ও শহরতলির গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তাতে সারা দেশের মধ্যে প্রথম সারিতেই রয়েছে পশ্চিমবঙ্গ।

সারা দেশে গৃহহীনদের জন্য মোট ৩৫৮টি নতুন আস্তানা তৈরির কাজ এনইউএলএমের আওতায় হাতে নেওয়া হয়েছে। সবমিলিয়ে দেশের মোট ২০টি রাজ্যে এই কর্মকাণ্ড চলছে। এই তালিকাতেই প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ।

এনইউএলএমের আওতাধীন সারা দেশের যে ৭৭০টি গৃহহীনদের জন্য আস্তানা সরাসরি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে এর সংখ্যা ৫০টি।

এই কর্মসূচিতে মোট বরাদ্দকৃত অর্থের ৭৫ শতাংশ খরচ করে কেন্দ্রীয় সরকার। আর রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেকটি আস্তানার জন্য বছরে বরাদ্দ থাকে ছ’লক্ষ টাকা করে।

অন্যদিকে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত ২০টি রাজ্য ছাড়াও দেশের আরও মোট ন’টি রাজ্যে ইতিমধ্যেই এহেন ২৭০টি আস্তানার ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গ রয়েছে একেবারে প্রথম সারিতে। মোট ৩৭টি আস্তানার ব্যবহার শুরু করিয়ে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। এই গৃহহীনদের জন্য আস্তানা প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

WB CM Mamata Banerjee inaugurates a host of developmental projects

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a host of projects at Kshudiram Anushilan Kendra today, at 5.30 pm.

Water supply and road projects in Durgapur and Asansol were inaugurated by the Chief Minister; a water supply project and a road widening project in Durgapur, and a road widening project and ADDA’s office building in Asansol.

Eco Park in New Town, near Kolkata, got a beautiful deer park-cum-deer treatment centre spread over 12 acres named Harinalaya, and a model of the famous Ghum railway station near Darjeeling, complete with a model toy train. A wax model of Maa Sarada, along with 23 others, was inaugurated at Mother’s Wax Museum, and a brilliantly designed pedestrian subway connecting the museum and Eco Park.

A potable water supply project of Bhadreshwar Municipality was inaugurated.

As a step towards fulfilment of the e-governance policy of the West Bengal Government, the Chief Minister initiated the implementation of the Rs 35-crore enterprise resource planning (ERP) project of West Bengal Power Development Corporation Limited (WBPDCL).

A mobile app named SWAS (Service With a Smile), for the development of micro, small and medium enterprises (MSME), was launched. Through this app, entrepreneurs of West Bengal are provided with answers to their queries regarding statutory compliances and incentives.

Other road projects inaugurated included the renovated and widened bridge over the Kaljani River along the Dinhata-Balarampur-Chilakhara road, and the eight-laned Diamond Harbour Road, at a cost of Rs 105 crore and the widened Barasat-Basirhat Road, at a cost of Rs 108 crore.

In the health sector, seven super-speciality hospitals – Domkal, Gangarampur, Siuri, Rampurhat, Ghatal, Raiganj, Balurghat, a Mother & Child Hub at Chittaranjan Seva Sadan and Shishu Sadan in Kolkata, and SNCUs at the Katwa, Kalna and BN Bose Subdivisional Hospitals (the last one being in Barrackpore) were inaugurated.

Chief Minister Mamata Banerjee also laid the foundation stone for the Milan Mela Convention & Trade Centre, under WBIDC. Three units in WBIDC Industrial Parks were also inaugurated. Two are Prasad Seeds Unit at Vidyasagar Industrial Park and Shree Durga Creations Unit at Zari Hub.

The other one is Emami Cement Plant, set up at Panagarh Industrial Park in Bardhaman district.

Mamata Banerjee inaugurated and laid the foundation stones of five educational projects. An academic building of Bankura University, and administrative buildings of Diamond Harbour Women’s University and Bidhan Nagar Government College were inaugurated. Foundations stones were laid of Sanskrit Sahitya Charcha O Gabeshana Kendra in Nabadwip and the West Bengal University of Teachers’ Training, Educational Planning and Administration in Kolkata.

 

Highlights of  MB’s speech: 

  • West Bengal Government is like a family which is working for the welfare of people
  • Bengal is growing at a fast rate – whether it is in terms of GVA or GDP or any other sector
  • The amount of work that has been done in the past four years, will be chronicled in the pages of history
  • Fulfilling promises is an essential part of democracy. Making promises is futile unless it is followed up with action
  • We have launched a project worth Rs 200 Cr to set up a permanent fair ground for holding conclaves
  • A convention centre is coming up in Rajarhat
  • Work for 32 multi super speciality hospitals have been completed
  • There were 6 SNCUs in Bengal in 2011. Now there are 52 such units
  • There were no SNSUs in Bengal. Now there are over 300 such units
  • We are not beating around the bush. Every claim we make are backed by figures and facts
  • Institutional delivery in Bengal has risen from 65% (in 2011) to 90% now
  • Infant mortality rate has come down from 32 to 27. Beds and medicines are free in Bengal’s hospitals
  • Number of medical seats in Bengal have risen from 1300 (in 2011) to 2900
  • We have set up 15 new universities and 45 new colleges
  • Permits have been given for new taxis; new bus routes have been created
  • We have constructed 1000 km roads though State Highway Authority
  • We are setting up 70-80 Pather Sathi motels at an interval of 35 km
  • 171 new Kisan Mandis have been set up by our government
  • Bengal is No. 1 in 100 Days’ Work. We have won Krishi Karman award for 4 years in a row
  • There have been no LWE violence in Jangalmahal. We have reduced no. of mandays lost due to bandh to zero
  • Great strides have been made in the tourism sector
  • 70 lakh people have been covered by insurance
  • 1.5 crore students have received scholarships. Why wasn’t Sanskrit University, Hindi College not set up before?
  • We have given second language status to Ol Chiki, Urdu, Nepali
  • 8.5 crore out of 9.1 crore people in the state are receiving some service from the govt under various schemes
  • 33 lakh girls have been registered under Kanyashree. 40 lakh students are getting cycles. 30 lakh pattas have been given away
  • We have created land bank and land use policy. We have created a land map
  • 68 lakh people have got employment
  • Bengal has no load-shedidng now. Bengal is a power-surplus state
  • Earlier there was a slogan “loadshedding er sarkar, aar nei dorkar”. It is a thing of the past now
  • We want smooth process for industrialisation, not a botched up hurried exercise
  • At the Bengal Global Business Summit, we got proposals worth Rs 5 lakh crore in the last two years
  • Lalgarh was infamous for violence before. Now there are nursing colleges, bridges and roads there
  • Jangalmahal is smiling. Bengal’s biggest bridge has come up there
  • I challenge the Opposition to prove their allegations against me. Do not engage in petty politics out of jealousy
  • We were able to achieve democratic freedom in 2011 but not economic freedom. Centre has taken away Rs 1 lakh crore
  • People say we took debt of Rs 1 lakh crore in 5 years. But out of that Rs 90000 Cr was used for repaying loans taken by Left
  • Centre has stopped funds for several schemes. They take a share of our revenue and give a portion of it only
  • I doubt if anyone else could have performed so much in the last 5 years in the conditions we had to work in
  • I have visited districts for 105 administrative meetings

 

বাংলার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাবক্ষে গারুলিয়া ও ভদ্রেশ্বর এই ২টি নতুন জেটি। নতুন ১৫০ আসনের ৪টি ইস্পাতের জলযান, নতুন ১০০টি আসনের কাঠের জলযান, ৪টি নবীকৃত জেটির শুভ উদ্বোধন করলেন।

সিউড়ি, রামপুরহাট, বালুরঘাট, গঙ্গারামপুর, ডোমকল, রায়গঞ্জ ও ঘাটাল এই  ৭টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতাল এবং ব্যারাকপুরে বি এন বোস মহকুমা হাসপাতালে এস.এন.সি.ইউ ইত্যাদির শুভ উদ্বোধন করলেন। এর সঙ্গে চিত্তরঞ্জন সেবা সদন ও শিশু সদনে মাদার ও চাইল্ড হাবের শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের অন্তর্গত ভদ্রেশ্বর পৌর এলাকায় কেএমডিএ রূপায়িত পরিস্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এছাড়া আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির নিজস্ব ভবনের উদ্বোধন হবে।নির্মল বাংলা মিশন অনুযায়ী সকল পৌরসভা ও পৌর নিগমের উন্নততর আবর্জনা ব্যবস্থাপনার লক্ষে ১৮৬টি চলমান ও ২২টি স্থিতিশীল কম্প্যাক্টর যন্ত্র প্রদানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নের স্বার্থে একটি মোবাইল অ্যাপ SWAS এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই পরিশেবার মাধ্যমে রাজ্যের উদ্যোগপতিরা শিল্প সংক্রান্ত ছাড়পত্র ও অনুদানের ব্যাপারে অনুসন্ধান করতে ও তার সমাধান করতে পারবেন।

এদিন আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, ডায়মণ্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিধাননগর গভর্নমেন্ট কলেজের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন হল। এছাড়া নবদ্বীপে সংস্কৃত সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র, কলকাতায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।

এর সঙ্গে আজ নিউটাউনের বিভিন্ন প্রকল্পও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যেমন – ইকো পার্কে হরিণালয়, পথচারীদের জন্য ইকো পার্ক ও মাদার্স ওয়াক্স মিউজিয়ামের সংযোগকারী সাবওয়ে, মাদার্স ওয়াক্স মিউজিয়ামে মা সারদার মোমের মূর্তি স্থাপন এবং ইকো পার্কে ঘুম রেলওয়ে স্টেশন ইত্যাদি।

এছাড়া মাননীয়া মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন পর্ষদ পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি ইউনিটের উদ্বোধন করলেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • পশ্চিমবঙ্গ সরকার একসাথে একটি পরিবারের মত মানুষের জন্য কাজ করে চলেছে
  • গত ৪ বছরে যে বিপুল পরিমান কাজ করেছে তা ঐতিহাসিক
  • রাজারহাটে আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে
  • ৩২টি মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে
  • আগে বাংলায় কোন এস এন এস ইউ ছিল না, আমরা ৩০০ টি এস এন এস ইউ ইউনিট তৈরি করেছি
  • ৯ টি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে
  • বিনামূল্যে চিকিৎসা একমাত্র পাওয়া যায় পশ্চিমবঙ্গে
  • শিশু মৃত্যুর হার ৩২% থেকে ২৭% কমিয়েছি
  • ১৭১টি কিষান মাণ্ডি তৈরি হয়েছে
  • ১৫টি নতুন বিশ্ববিদ্যালয় ও ৪৫টি নতুন কলেজ তৈরি হয়েছে গত ৪ বছরে
  • ৩৫ কিমির মধ্যে ৭০-৮০ টি পথের সাথি মোটেল তৈরি করেছি আমরা
  • ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে। ৪ বছরে একাধিক বার কৃষি কর্মন পুরস্কার পেয়েছে বাংলা
  • ১.৫ কোটি ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে, এর আগে সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও হিন্দি কলেজ কেন তৈরি হয়নি?
  • অলচিকি, উর্দু, নেপালি এগুলোকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
  • রাজ্যের ৯.১ কোটি লোকের মধ্যে ৮.৫ কোটি লোকজন বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় এসেছে
  • ৩৩ লাখ কন্যাশ্রী, ৪০ লাখ সবুজ সাথী সাইকেল, ৩০ লাখ পাট্টা দেওয়া হয়েছে
  • ৬৮ লক্ষ কর্মসংস্থান হয়েছে
  • আমরা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি
  • ‘লোডশেডিং এর সরকার আর নেই দরকার’ আগের এই স্লোগান এখন আর শোনা যায় না
  • বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে গত ২ বছরে ৫ লাখ কোটি টাকার প্রস্তাব এসেছে
  • জঙ্গলমহল এখন হাসছে, এটি পশ্চিমবাংলার গর্ব
  • লালগড়ে এখন আর কোনও হিংসা নেই, সেখানে নার্সিং কলেজ, রাস্তা, সেতু সব তৈরি হয়ে গেছে
  • কেন্দ্র বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • আমি সমস্ত জেলা পরিদর্শন করে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
  • আমি বিরোধীদের আমার বিরুদ্ধে সব অভিযোগ প্রমান করার চ্যালেঞ্জ জানাচ্ছি
  • গত ৫ বছরে আমরা যে কাজ করেছি তা অন্য কেউ করে দেখাতে পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে

RS Chairman admonishes CPM MP for “petty politics”, allows supplementary TMC Question

While asking a supplementary question in the Rajya Sabha, Trinamool MP Sukhendu Sekhar Roy today informed the House that almost 80 per cent of people in Bengal have been brought under the ambit of the public distribution system.

He also described how the people of Maoist-affected backward regions used to survive on ant eggs during the CPM rule in Bengal. He urged the Centre to increase allocations of food grains so that all the citizens of the State are covered under PDS.

Rajya Sabha Chairman Hamid Ansari today admonished a CPM MP for “doing petty politics” over a question. “Why are you bringing your political battles inside the House” he said.

Highlights of West Bengal Vote-On-Account 2016-17

The West Bengal Finance Minister Amit Mitra presented the 2016-17 Vote-on-Account statement today. This would be the last Budget presentation during the first term of the Trinamool Congress Government.

During the five years of the Trinamool Congress administration, led by Chief Minister Mamata Banerjee, West Bengal has taken long strides forward. West Bengal is one of the best-performing economies of India. What Trinamool Congress has done for the State in the last five years, the Left Front could not achieve even in 34 years.

Through prudent financial management, including taking many processes online, the West Bengal Government has improved revenue augmenting capacity to an extent where even the RBI and Central government has appreciated the State. The State’s model of e-governance has been awarded by the Central government. Over the years, the State has also cut down the fiscal deficit as a percentage of gross state domestic product (GDP).

Despite the huge debt burden that the State is facing, which is a result of the 34-year-misrule of the Left Front, and which load the Centre has refused to make easy, it has made commendable progress. West Bengal now has the best performance in the whole of the country, even outperforming the country’s performances on parameters like (state) gross domestic product, gross value-added growth, per capita income and increase industry.

Highlights of Dr Amit Mitra’s Vote-on-Account speech:

  • Bengal’s growth rate in industry is 10.5% while that of India is 5%.
  • Capital expenditure of Bengal has increased 6 times. Plan expenditure has increased 3 times.
  • Bengal has set records in expenditure in social sector.
  • We have increased the rural development budget 4 times.
  • We have increased health budget by 3 times.
  • Budget for minority development has increased by 5 times.
  • The agricultural budget of Bengal has increased 3 times.
  • The planned expenditure for women and child welfare has increased three-fold.
  • The planned expenditure for education has increased three times.
  • Even after considering inflation, the increase in budgetary allocation is unprecedented.
  • More than Rs 1 lakh crore has been deducted from our treasury due to debt incurred by the Left Front.
  • The Centre did not offer us any help in terms of debt moratorium.
  • In the name of reorganising funding for Central schemes, the Centre has stopped giving us money for several schemes like ICDS, BRGF, police modernisation, etc.
  • We have faced all the challenges and scaled new heights in development and progress.
  • In agriculture and allied services, we have surpassed all records. Since 2011, we have won the Krishi Karman Award for 4 years consecutively.
  • Till 2011, only 26 lakh Kisan Credit Cards (KCC) were distributed. In the last 5, years we have distributed 69 lakh KCC.
  • We have set up 176 Kisan Bazaars.
  •  64 cold storages have been set up for storing 8 lakh metric tonnes of food grains.
  • Number of Mother’s Dairy kiosks has increased to 1509, a four-fold increase since 2006-11.
  •  85,000 fishermen are getting monthly pension.
  •  A research centre for hilsa has been set up in South 24-Parganas district.
  • 5 lakh metric tonnes of food grains have been stored in godowns, a 64-fold increase from 2006-11.
  •  The Khadya Sathi Scheme ensures food grains at Rs 2/kg for 8 crore people, an increase from the 3 crore between 2006 and 2011.
  •  Subsidy on food grains was Rs 516 crore between 2006 and 11. It is Rs 6500 crore now.
  • Over 1.45 lakh ponds have been dug, while our target was 50,000.
  •  We have taken up Jal Tirtha Scheme for Birbhum, Bankura and Purulia districts.
  • There has been a three-fold increase in the budget for the  Irrigation Department.
  • 98 crore man-days have been created by our government.
  • Under Indira Awas Yojana, allocation was over Rs 6,000 crore between 2006 and 2011. Now it is over Rs 11,000 crore.
  • Over 11,000 km roads have been laid under PMGSY.
  • Nadia has been declared an open defecation free (ODF) district. Bengal is number one among the States in India.
  • 1.35 lakh houses have been built under the Gitanjali Scheme.
  • Under Nija Griha Nija Bhoomi Scheme, 3 lakh pattas have been distributed between 2011 and 2015. This is a three-fold increase from 2006 to 2011.
  • Over 2 lakh mutations (four-fold increase from 2006 to 2011) has been carried out between 2011 and 2016.
  • 666 rural pipelined water projects have been taken up.
  • Two-fold increase in the number of tube wells set up by the government.
  • Deliveries at health centres have increased from 68% to 90% between 2011 and 2016.
  • 82 fair price diagnostic centres have been set up.
  • 109 fair price medicine shops have been set up.
  • In just 4 years, we have set up 308 SNSUs and 48 SNCUs to ensure proper healthcare for children.
  • 8 new health districts have been formed.
  • Number of beds in government-run hospitals have increased to 27,000. Number of seats in MBBS/BDS have increased to 2900.
  • 9 new medical colleges are being set up across the State along with  41 multi super-specialtiy hospitals.
  • Budgetary allocation of health department has increased three-fold compared to 2006-11.
  • 65% students were covered by mid-day meals between 2006 and 2011. Now we have 100% coevrage.
  • 5851 new high schools have been set up between 2011 and 2016, compared to 500 high schools between 2006 and 2011.
  • 33,628 primary schools have been electrified.
  • 7 government universities, 8 private universities and 45 new colleges have been set up.
  • A women’s degree college has come up at Ekbalpore and a Hindi College has been set up in Jalpaiguri district.
  • There were 80 ITIs till 2011. By August 2016, the number will be over 170.
  • The government has started Utkarsh Bangla Scheme to train school drop-outs.
  • Rs 1835 crore has been allocated (three-fold increase) for skill development.
  • 84 lakh minority students have received scholarships.
  • 132 marketing hubs are coming up to encourage self-employment.
  • 33 lakh girls have been registered under the visionary Kanyashree Scheme
  • Kanyashree has received national and international acclaim. UNICEF and DFID have praised the scheme.
  • Drop-out rate among girls and early marriage has come down because of Kanyashree.
  • Allocation for Kanyashree scheme is Rs 2,000 crore for the upcoming year.
  • We have taken up the work of renovating several stadiums and set up 44 new stadiums in the districts.
  • 19 youth hostels have been renovated.
  • Rs 16.88 crore have been spent for sports infrastructure in the Jangalmahal region.
  • Number of labourers from the unorganised sector who were registered between 2007 and 11 was 15.25 lakh. The figure has increased to 26 lakh in the 2011-16 period.
  • We have registered over 1 lakh youth under the Yuvashree Scheme in the employment bank.
  • 32 lakh Samajik Mukti Cards have been distributed.
  • 5212 km of roads have been renovated in 2011-16. The figure was 3,000 in 2007-11.
  • 55 new bridges have been built between 2011 and 2016.
  • 1,12,000 hectares of land is under irrigation now, a 3.5 fold increase.
  • 640 km of embankments were done during 2007 to 2011. There has been a three-fold increase in 2011-16 period.
  • Anti-erosion measures have been taken for 1634 km of river banks, including those along Teesta, Bhagirathi and Karala.
  • 3 new municipalities have been created. Bidhannagar Municipal Corporation has been created.
  • Asansol and Howrah Municipal Corporations have been reorganised.
  • 5 new municipalities are on the anvil in the State.
  • Furfura Sharif Development Authority and Rampurhat-Tarapith Development Authority have been set up.
  • We have launched a new township policy. Six new theme townships are being set up.
  • Construction of a world-class convention centre is going on at Rajarhat.
  • Rs 736 crore has been spent in North Bengal for various developmental projects.
  • 9330 units have been completed under the Gitanjali Scheme in the Jangalmahal region.
  • Rs 3169 crore has been spent for the Sobar Ghore Aalo Scheme. By March, 100% households will be covered by the scheme.
  • Only 18% BPL households had power supply in March 2011. Now the figure stands at 90%.
  • From 52% in 2011, the number of APL households with power supply stands at 98%.
  • Pumpsets are being distributed at an expense of Rs 4200 crore.
  • In the Dooars region, and in Darjeeling and Kalimpong, we are promoting eco-tourism.
  • We have started Jungle Safari Park near Siliguri.
  • We have taken up the Bhorer Aalo mega tourism project in North Bengal.
  • Helicopter services have been introduced (between Kolkata and other tourist destinations like Santiniketan, Malda, Durgapur, Balurghat, Gangasagar, Haldia and Digha).
  • About 4,000 private bus permits issued.
  • 15,000 comfortable ‘No Refusal Taxis’ in the urban centres introduced.
  • We have started the Gatidhara Scheme to encourage the youth to seek employment.
  • Work for 8 IT parks have been completed and 8 more are on the verge of completion.
  • E-office has been launched all over the State. Similarly, the E-district project was launched in November, 2015.
  • 331 MSME clusters have been set up.
  • 48 lakh man-days were created till 2011 in the handloom sector. It has undergone a six-fold increase now.
  • We have created the Biswa Bangla brand to promote handloom and handicraft products of the State.
  • We are the first State to start a reality show called ‘Egiye Bangla’ to promote entrepreneurship.
  • We have reformed the tax collection system. We have introduced e-taxation measures.
  • ADB has granted a soft loan to West Bengal, which is a huge achievement.
  • The e-Abgari scheme has received recognition from Computer Society of India (CSI).
  • I propose to allocate Rs 57,905 crore for Plan outlay.
  • We have surpassed all records and created employment opportunities for 20 lakh people in the past one year.
  • To carry on with the surge of development, we seek the blessings of Bengal’s Maa, Mati, Manush.

পেশ হল ২০১৬-১৭ সালের ভোট-অন-একাউন্ট

আজ রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট  বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। গত ৫ বছরে সরকারের সাফল্যকে তুলে ধরা হল এই ভাশনের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতৃত্বে পাঁচ বছরে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে গিয়েছে। অর্থনীতির ক্ষেত্রে সারা দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবাংলা। উন্নয়নমূলক অর্থনীতির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিপুল সাফল্যের জয়জয়কার দেশের ভিতরে ও বাইরে সব জায়গায় প্রশংসিত হয়েছে। গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস যা কাজ করেছে গত ৩৪ বছরে বামফ্রন্ট তার কিছুই করতে পারেনি।

অনেক অনলাইন প্রসেস সহ বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনার  মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রীয় সরকারের থেকে অনেক প্রশংসা পেয়েছে। ই-গভর্নেন্স নিয়ে রাজ্য মডেল কেন্দ্রীয় সরকার দ্বারা পুরস্কৃত হয়েছে। সারা বছর ধরে রাজস্ব ঘাটতির জন্য (জিডিপি) শতকরা হিসাবে কাটা হয়েছে।

বাম সরকারের ৩৪ বছর অপশাসনের পর এই সরকার বিশাল ঋণের বোঝার সম্মুখীন হয়েছে, কেন্দ্রীয় সরকার সাহায্য করতে অস্বীকার করা সত্ত্বেও সরকার অগ্রগতির ক্ষেত্রে অনেক প্রশংসা পেয়েছে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ  GDP সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরমেন্স করেছে।

 

ডঃ অমিত মিত্র বক্তব্যর মূল বিষয়গুলি

  • শিল্পের ক্ষেত্রে বাংলার বৃদ্ধি ১০.৫% যখন ভারতের ক্ষেত্রে শিল্পের হার ৫%
  • নারী ও শিশু বিকাশ ক্ষেত্রে ৩ গুন বেড়ে ১২,৪৬৮ কোটি টাকা হয়েছে
  • কৃষিক্ষেত্রে ৩ গুন ব্যয় বৃদ্ধি হয়েছে
  • গ্রামীণ উন্নয়নে ব্যয় ৪ গুন বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে ৩ গুন বৃদ্ধি পেয়েছে
  • গত ৫ বছরে এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে
  • ৬৯ লক্ষ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, ১৭৬টি কিষাণ বাজার তৈরি হয়েছে
  • ৬৪টি হিমঘর তৈরি হয়েছে সঙ্গে ৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য গুদামজাত করার ব্যবস্থা করা হয়েছে
  • ৮৫০০০ মাছ চাষির পেনশনের ব্যবস্থা করা হয়েছে
  • ইলিশ মাছ গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে উত্তর ২৪ পরগনায়
  • ৫ লক্ষ মেট্রিক টন শস্য গুদামজাত করার ব্যবস্থা করা হয়েছে
  • ১.৪৫ লক্ষ পুকুর তৈরি করা হয়েছে, আরও ৫০০০ তৈরির লক্ষ্য রয়েছে আমাদের
  • বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় জল তীর্থ প্রকল্প চালু করা হয়েছে
  • ২০০৬-২০০১১ এ ইন্দিরা আবাস যোজনায় বরাদ্দ করা হয়েছিল ৬০০০ কোটি টাকা বর্তমানে এই বরাদ্দ ১১০০০ কোটি টাকা
  • নির্মল বাংলায় নদীয়া প্রথম স্থান অধিকার করেছে
  • গীতাঞ্জলি প্রকল্পের আওতায় ১.৩৫ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে
  • ‘নিজ গৃহ নিজ ভুমি’ প্রকল্পে ৩ লাখ পাট্টা প্রদান করা হয়েছে, ২০০৬-১১ সালের তুলনায় যা ৩ গুন বৃদ্ধি পেয়েছে
  • ৬৬৬টি পাইপ লাইন পতইরির প্রজেক্ট নেওয়া হয়েছে
  • ২০১১-১৬ র মধ্যে ২ লক্ষ মিউটেশন সম্পূর্ণ করা হয়েছে
  • ২০১১-১৬ র মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে প্রসবের হার ৬৮%-৯০% বৃদ্ধি পেয়েছে
  • ১০৯টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করা হয়েছে
  • ৮২ টি ন্যায্য মূল্যের ডায়াগনসটিক সেন্টার তৈরি হয়েছে
  • গত ৪ বছরে শিশু চিকিৎসার জন্য ৩০৮টি এস এন এস ইউ এবং ৪৮টি এস এন সি ইউ তৈরি করেছে রাজ্য সরকার
  • ৯টি নতুন মেডিকেল কলেজ ও ৪১টি মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল তৈরি করা হয়েছে
  • সরকারি হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে ২৭০০০ করা হয়েছে, এম বি বি এস এর আসন সংখ্যা বেড়ে হয়েছে ২৯০০
  • ২০০৬-২০১১ র মধ্যে ৬৫% ছাত্রছাত্রী ছিল মিদ ডে মিলের আওতায়, এই সরকার তা ১০০% সম্পূর্ণ করেছে
  • ৫৮৫১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তৈরি হয়েছে ২০১১-১৬ তে, যেখানে ২০০৬-২০১১ তে তৈরি হয়েছে ৫০০টি বিদ্যালয়
  • ৩৩৬২৮ প্রাথমিক বিদ্যালয় বিদ্যুতায়িত হয়েছে
  • ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৪৫টি কলেজ তৈরি করা হয়েছে
  • ইকবালপুরে মহিলাদের কলেজ তৈরির কাজ চলছে ও জলপাইগুড়িতে একটি হিন্দি কলেজ তৈরি করা হয়েছে
  • ২০১১ সাল পর্যন্ত ৮০টি আইটিআই তৈরি হয়েছিল, ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত মোট তৈরি আইটিআই এর সংখ্যা ১৭০টি
  • বেকার যুবকদের জন্য উ९কর্ষ বাংলা প্রকল্প তৈরি করা হয়েছে
  • স্কিল ডেভেলপমেন্টে মোট বরাদ্দ অর্থ ৪গুন বৃদ্ধি পেয়ে ১৮৩৫ কোটি টাকা করা হয়েছে
  • ৮৪ লাখ সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছে
  • ১৩২টি মার্কেটিং হাব তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৩৩ লাখ ছাত্রী নাম নথিভুক্ত করেছে
  • দেশ ও বিদেশ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্প
  • ইউনিসেফ ও ডি এফ আই ডি কন্যাশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে
  • বিভিন্ন জেলায় ৪৪ টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাজ্য সরকার
  • ১৯টি হোস্টেল পুন: সংস্কার করা হয়েছে
  • জঙ্গলমহলে খেলাধুলার পরিকাঠামো গরে তোলার জন্য ১৬.৮৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে
  • প্রায় ১ লক্ষ বেকার যুবক যুবতীকে যুবশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • ৩২ লক্ষ সামাজিক মুক্তি কার্ড বিতরণ করা হয়েছে
  • ২০১১-১৬ সালের মধ্যে ৫২১২ কিমি রাস্তা সংস্কার করা হয়েছে
  • ২০১১-১৬ সালের মধ্যে ৫৫টি নতুন সেতু নির্মাণ করা হয়েছে
  • ১১২ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে
  • ২০০৬-১১ সালে ভাঙ্গন রোধে নদী বাঁধ নির্মাণ হয়েছিল ৬৪০ কিমি, ২০১১-১৬ সালের মধ্যে তা ৩ গুন বৃদ্ধি পেয়েছে
  • ৩টি নতুন পুরসভা তৈরি করা হয়েছে, বিধাননগর পুরসভা তৈরি হয়েছে
  • আসানসোল ও হাওড়া কর্পোরেশন পুনর্গঠিত হয়েছে
  • রাজ্যে নতুন টাউনশিপ নীতি চালু হয়েছে, ৬ টি নতুন টাউনশিপ তৈরি হচ্ছে
  • তিস্তা, ভাগীরথী ও অন্যান্য নদী সহ ১৬৩৪ কিমি নদীতীরে ভাঙন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
  • তারাপীঠ ও রামপুরহাটে ফুরফুরা শরিফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছে
  • রাজারহাটে আন্তর্জাতিক মানের কনভেশন সেন্টার তৈরি হচ্ছে
  • উত্তরবঙ্গের উন্নয়নের নানা প্রকল্পের খাতে ৭৩৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে
  • জঙ্গলমহলের ৯৩৩০টি ইউনিট গীতাঞ্জলি প্রকল্পের আওতায় এসেছে
  • সবার ঘরে আলো প্রকল্পে ৩১৬৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে। মার্চের মধ্যে ১০০% ঘরে বিদ্যুত পৌঁছে যাবে
  • ২০১১ অবধি, ৫২% এপিএল পরিবারে বিদ্যুত পৌঁছেছিল। ২০১৬তে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮%
  • ২০১১ পর্যন্ত মাত্র ১৮% বিপিএল পরিবার বিদ্যু९ পাচ্ছিল এখ 90% মানুষ এই পরিষেবা পাচ্ছে
  • ৪২০০০ কোটি টাকার পাম্পসেট বিতরণ করা হয়েছে
  • উত্তরবঙ্গে শুরু হয়েছে ভোরের আলো পর্যটন প্রকল্প
  • ডুয়ার্স, দার্জিলিং ও কালিম্পঙে চালু হয়েছে ইকো-টুরিসম। শিলিগুড়িতে চালু হয়েছে জঙ্গল সাফারি পার্ক
  • হেলিকপ্টার পরিষেবা (কলকাতা ও শান্তিনিকেতনে, মালদহ, দুর্গাপুর, বালুরঘাট, গঙ্গাসাগর, হলদিয়া ও দীঘার মধ্যে) চালু করা হয়েছে
  • ৪০০০ প্রাইভেট বাস ও ১৫০০০ ‘নো রিফিউসল’ ট্যাক্সির পার্মিট দেওয়া হয়েছে গত পাঁচ বছরে
  • যুব সম্প্রদায়ের জন্য ‘গতিধারা’ প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে ৫০০০ বেকার যুবক উপকৃত হবেন
  • ৮টি আইটি পার্কের নির্মাণ কাজ শেষ হয়েছে ও ৮টির কাজ খুব শীঘ্র্রই শেষ হয়ে যাবে
  • ৩৩১টি MSME ক্লাস্টার তৈরি করা হয়েছে
  • ই-অফিস ও ই-ডিস্ট্রিক্ট প্রকল্প চালু হয়েছে রাজ্যে
  • ২০১১ সাল পর্যন্ত ৪৮ লাখ শ্রমদিবস তৈরি করা হয়েছিল, এখন তা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে
  • রাজ্যের হস্তশিল্প ও তাঁতশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে মুখ্যমন্ত্রী চালু করেছেন বিশ্ব বাংলা ব্র্যান্ড
  • রাজ্যের কর ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। চালু হয়েছে ই-ট্যাক্স পদ্ধতি
  • নতুন উদ্যোগপতিদের তুলে ধরতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছে ‘এগিয়ে বাংলা’ রিয়েলিটি শো
  • আমাদের রাজ্যের ই-আবগারী ব্যবস্থা কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া থেকে পেয়েছে পুরস্কার
  • ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে সবথেকে বেশি সফট লোণ প্রদান করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
  • পরিকল্পনা খাতে ২০১৬-১৭ আর্থিক বর্ষে ৫৭৯০৫ কোটি টাকা বরাদ্দ করা হল
  • আমরা বিগত সমস্ত রেকর্ড ছাপিয়ে গত বছর ২০ লক্ষ্য কর্মসংস্থান করেছি
  • ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের সামগ্রিক বৃদ্ধির হার ১২.০২%
  • কৃষি ক্ষেত্রে ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার ৫.৫%
  • পরিষেবা ক্ষেত্রে ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার ১৩%
  • রাজ্যের অগ্রগতি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আমরা মা, মাটি, মানুষের আশির্বাদপ্রার্থী