New avenues for minorities in Bengal

The Trinamool Congress Government has been ceaselessly pursuing holistic development of the minorities. The following are the key achievements under the Minority Affairs & Madrasah Education Department:

List of OBCs expanded: By introducing new legislation, the list of OBCs in West Bengal has been expanded to include 107 Muslim communities.

Higher education: In higher education, 17% reservation has been granted through State legislation. During 2014-15, about 60,000 students got admission in higher education. The State has made an additional provision of Rs 1,000 crore to implement this.

Scholarships/stipends: The number of students receiving scholarships/stipends has increased from 8,58,219 during 2007-2011 to more than 84 lakh during 2011-2015 – an increase of nearly 10 times. The amount of scholarships/stipends distributed has increased from Rs 171.47 crore during 2007-2011 to Rs 1,440 crore during 2011-2015.

Loans: The number of loan applications disposed of has increased from 1,15,457 during 2007-2011 to 3,86,417 during 2011-2015. The amount of loans distributed has increased from Rs 225.86 crore during 2007-2011 to Rs 709 crore during 2011-2015.

Aliah University: The New Town Campus of Aliah University, situated on 20 acres of land, with a sanctioned amount of Rs 236 crore, was inaugurated by Mamata Banerjee in November 2014. Another academic building at Park Circus with a financial sanction of Rs 62 crore is also complete.

Madrasah education: All the students of madrasahs, from Class VI onwards, are being provided basic knowledge of computer operation and of using the internet. West Bengal is the first State in India to take up such an initiative.

Hostels for students: The construction work for 382 hostels (192 girls’ and 190 boys’) have been taken up, out of which civil work for 206 hostels have been completed and 87 have been operationalised. Once put into operation, these hostels will benefit around 20,000 students.

Employment: More than 21,000 minority youth have got wage employment during 2011-2015 after successful completion of training, compared to 3,556 during 2007-2011.

Technical education: With a view to boosting technical training and employability of youth, 39 industrial training institutes (it is) and 8 polytechnic colleges are being set up in minority-concentrated areas.

Employment opportunities: The construction of 132 Karma Tirthas (marketing hubs) have been taken up for facilitating self-employment opportunities for youths from minority communities. Construction of Minority Bhavans have been sanctioned in all the districts to ensure easy access of the minorities by providing a single-window facility. Seventeen Minority Bhavans have become functional.

Haj: A Haj House (the third in Kolkata) has been constructed at Rajarhat. During the last four years, 50,362 Haj pilgrims have performed the Haj Pilgrimage. The government has facilitated the programme right from obtaining passports up to the return journey from Mecca.

Urdu: Urdu has been given the status of official language in areas having more than 10% Urdu-speaking population.

Housing: Housing for minorities has increased from 40,970 during 2007-2011 to more than 81,000 during 2011-2015.

The State budget allocation for the Department has increased more than five times, from Rs 472 crore in 2010-11 to Rs 2,500 crore in 2015-16. For 2016-17, Rs 2,500 crore has been allocated for the Department.

CPI(M) planning to rig polls: Didi at Raidighi

Slamming the CPI(M) candidate in Raidighi, Kanti Ganguly, Mamata Banerjee today said that the CPI(M) was planning to rig the upcoming elections in the assembly segment. She was addressing a massive rally at Raidighi in South 24 Parganas. She also addressed rallies at Baruipur, Magrahat and Bhangar later in the day.

In Bhangar, she slammed CPI(M), Congress and BJP on the issue of corruption. “The most corrupt parties are accusing us of corruption. BJP received Rs 2200 crore from unknown sources, Congress received Rs 2100 crore. CPI(M) received Rs 668 crore from unknown sources. 85% of Congress’s income is from unknown sources while that of BJP is 73%. Sonia Gandhi must give an account of Rs 2100 crore then lecture us on corruption. BJP promised to bring back black money. Where is the money,” she said.

Slamming the CPI(M)-Congress alliance, Didi said, “The CPI(M) and Congress have started a whisper campaign against us. But they will never win. The alliance is opportunistic. CPI(M) and Congress will become sign boards after the Bengal polls results are out. The alliance says it will win 200 seats. Let them first win 20 seats. People of Bengal have not forgotten the atrocities during CPI(M) rule.”

Speaking on the development in the area, she said, “Our government had taken a decision to create a new district in Sunderbans. From Kanyashree to Sabuj Sathi, we have given a lot of benefits to students. We have taken several initiatives for the fishermen of this district. We have set up hospitals, schools and colleges for people.”

“We have distributed Sikshasree scholarships to 26 lakh SC/ST students. We are giving rice at Rs 2/kg to 8 crore people under Khadya Sathi scheme. We built the Mridanga bridge for the local people here. We have set up ITIs, Karma Tirtha, polytechnics, Kisan Bazaars. We do not discriminate between people while distributing services,” she added.

 

সিপিএম রিগিংয়ের পরিকল্পনা করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দক্ষিণ ২৪ পরগণার রায়দীঘিতে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যপাধায়ায়। এরপর তিনি বারুইপুর, মগরাহাট এবং ভাঙড়ে ৩ টি জনসভা করেন। রায়দীঘিতে তিনি বলেন যে ইতিমধ্যেই সিপিএম রায়দীঘির বেশ কিছু বুথে রিগিং করার পরিকল্পনা করছে এবং সিপিএম-কংগ্রেসের এই জোট সুবিধাবাদী।

ভাঙড়ে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে দুর্নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, “দুর্নীতিগ্রস্ত দল আজ দুর্নীতি নিয়ে অভিযোগ করছে।বিজেপির ২২০০ কোটি টাকার উ९স অজানা, কংগ্রেসের ২১০০ কোটি টাকার উ९স অজানা। সিপিএমের ৬৬৮ কোটি টাকার উ९স অজানা। কংগ্রেসের আয়ের ৮৫% উ९স বেনামি এবং বিজেপির আয়ের ৭৩% উ९স বেনামি। আগে সোনিয়া গান্ধি ২১০০ কোটি টাকার সোর্সের জবাব দিন তারপর দুর্নীতি নিয়ে ভাষণ দেবেন।  বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কালো টাকা ফিরিয়ে আনবে? কোথায় সেই টাকা?”

সিপিএম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তিনি বলেন, “রায়দীঘির বেশ কিছু বুথে রিগিং করার পরিকল্পনা করছে সিপিএম। সিপিএম-কংগ্রেস ইতিমধ্যেই হুইসপার ক্যাম্পেন শুরু করে দিয়েছে, কিন্তু ওরা কখনোই জিততে পারবে না। সিপিএম আর কংগ্রেস এখন জোট করেছে, এই জোট সুবিধাবাদী। বাংলার নির্বাচনের ফলাফলের পর সিপিএম-কংগ্রেস সাইন বোর্ড হয়ে যাবে।জোট বলছে ওরা নাকি ২০০টি আসন জিতবে, আগে ওরা ২০টি আসন জিতে দেখাক। বাংলার মানুষ সিপিএমের আমলের সেই হিংসা, সন্ত্রাস ভুলে যায়নি। সেই সব সন্ত্রাসের দিনগুলিতে নন্দীগ্রামের মানুষরা এসে রায়দীঘি ও সাগরে আশ্রয় নিয়েছিল”।

এই এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, গত চার বছরে আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি মানুষের জন্য। গ্রাম-শহরের মানুষ এখন খুব খুশিতে আছে, শান্তিতে আছে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার পেয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। কন্যাশ্রী থেকে সবুজ সাথী সবরকম সুযোগ সুবিধা পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই জেলার মাছ চাষিদের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য হাসপাতাল, স্কুল, কলেজ তৈরি হয়েছে।

‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় রাজ্যের ৮ কোটি মানুষকে ২টাকা কেজি দরে চাল পাচ্ছে। এই এলাকার সাধারণ মানুষের জন্য আমরা মৃদঙ্গ ব্রিজ তৈরি করেছি। আইটিআই, কর্ম তীর্থ, পলিটেকনিক, কিষাণ বাজার তৈরি করেছি। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার সময় আমরা কোনরকম ভেদাভেদ করি নি”।

তিনি আরও বলেন, “৪০ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।  সরকারি হাসপাতালগুলিতে এখন বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। সব জেলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ শতাংশ সাবসিডি দেওয়া হচ্ছে, তাদের সুদের হারও কমিয়ে দেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের আমরা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।আমরা ২৬ লক্ষ তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়েছি”।

 

Mamata Banerjee to address rallies at south 24 Parganas today

Mamata Banerjee will address four election campaign rallies at South 24 Parganas today. She will be holding mass meetings for the constituencies Raidighi, Baruipur and Bhangor.

The Trinamool Chairperson has already taken part in more than one hundred campaign rallies and padyatras in different parts of Bengal in spite of the scorching heat.

She had led a huge padyatra in her own constituency Bhowanipore on Sunday.

Yesterday, Mamata Banerjee held rallies in different part of south Kolkata at Theatre Road, Baghajatin, Patuli and Tollygaunge. People turned out in large numbers to show support towards Didi.

 

আজ দক্ষিণ ২৪ পরগণায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দক্ষিণ ২৪ পরগণায় ৪টি প্রচার সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রায়দীঘি, বারুইপুর এবং ভাঙরে জনসভা করবেন তিনি।

ইতিমধ্যেই তৃণমূল নেত্রী ১০০টিরও বেশি জনসভা এবং পদযাত্রা করেছেন এই প্রচণ্ড গরমেও।

গত রবিবার তিনি তার নিজের কেন্দ্র ভবানিপুরে একটি বিশাল পদযাত্রা করেন।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার থিয়েটার রোড, বাঘাযতীন, পাটুলি এবং টালিগঞ্জে জনসভা করেন এবং সবকোটি জনসভাতেই তার সমর্থনে বিপুল জনসমাগম হয়েছিল।

South 24 Parganas surging ahead

Over the last four-and-a-half years, South 24 Parganas has developed at a fast pace. Now, 83% of the people of the district have access to government services.

 

 

 

 

Home

  • The Sundarbans would soon be made into a new district
  • New police stations: Baruipur and Diamond Harbour Women Police Stations, Ganga Sagar, Diamond Harbour (Parulia), Gobardhanpur, Jharkhali and Harwood Point Coastal Police Stations

 

Health and Family Welfare

  • Diamond Harbour Health District created
  • Multi Super-speciality Hospitals in Metiabruz, Kakdweep, Baruipur, Diamond Harbour and at MR Bangur Hospitals
  • Medical colleges being built in Diamond Harbour and Bhangar
  • Sick newborn care units (SNCU) at Diamond Harbour and at MR Bangur Hospitals
  • 29 sick newborn sensitisation units (SNCU)
  • 8 fair-price medicine shops, resulting in total savings of Rs 27.76 crore for 14.6 lakh people; 5 fair-price diagnostic centres; digital X-ray centre at Canning Sub-divisional Hospital; 3 critical care units (CCU), 2 high-dependency units (HDU)

 

Education

  • First women’s university in West Bengal, in Diamond Harbour
  • Government Girls’ College at Hastings in Alipore
  • 9 industrial training institutes (ITIs)
  • 2.52 lakh students got bicycles under Sabuj Sathi Scheme
  • 117 primary schools and 336 upper primary schools set up
  • 73 primary schools converted to upper primary, 171 secondary schools to higher secondary
  • 4 model schools in Basanti, Canning-2, Kultali and Jaynagar blocks
  • Mid-day meals and separate toilets for boys and girls in every schools

 

Agriculture, Land Reforms, Fisheries

  • 5 lakh families dependent on agriculture (82% of such families) given Kisan Credit Cards
  • 3 Krishak Bazaars in Bishnupur-2, Diamond Harbour and Mathurapur-1 blocks
  • 25,000 homeless families given patta under Nijo Griha Niho Bhumi Scheme
  • Hilsa Conservation and Research Centre set up in Sultanpur

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 969 crore spend to create 4.7 crore man-days
  • 3.12 lakh toilets built as part of Mission Nirmal Bangla
  • It was ensured that the Ganga Sagar Mela was an open defaecation-free event

 

Minorities’ Development

  • 8.58 lakh minority-community students given scholarships worth Rs 3.6 lakh
  • Loans worth Rs 22 crore given to youth
  • Karma Tirthas set up in Bishnupur, Sonarpur, Budge Budge, Baruipur, Sonakhali and Ramchandrakhali

 

Backward Classes and Adivasi Development

  • 1.6 lakh students getting financial aid under Shikshashree Scheme
  • 4.75 lakh SC/ST/OBC certificates handed out
  • 9 hostels for ST students built in Mathurapur-1, Diamond Harbour-2, Kakdweep and Falta blocks

 

Women and Child Development

  • 3.23 lakh girl students brought under Kanyashree Scheme
  • 126 anganwadi centres built at a cost of Rs 9 crore

 

Food Security

  • 63.25 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 3 beaches developed for tourism – named Bhor Sagar, Dheu Sagar, Rupsagar

 

Industrial Growth Centre set up in Falta

  • IT Hub being set up in Bantala
  • 10 micro, small and medium enterprise (MSME) clusters set up
  • Industrial Estates in Baruipur and Santoshpur
  • Bank loans worth Rs 6,800 crore given for small industries

 

PWD and Transport

  • Kolkata-Ganga Sagar helicopter service
  • Mridanga Bridge built over Mridangabhanga River at Bolerbazar in Mathurapur-2 block
  • Pather Sathi motels in Kulpi, CVanning-1 and Baruipur blocks

 

Power

  • 100% electrification of villages

 

Irrigation

  • New jetties in Sagar Island
  • 400 km of irrigation dams repaired

 

Public Health Engineering

  • 55 drinking water schemes set up

 

Tourism

  • Gangasagar-Bakkhali Development Authority set up
  • Kolkata-Gangasagar helicopter service
  • New jetty in Kakdweep
  • Gangasagar Tourist Resort built
  • Eco-tourism project being set up in Jharkhali on a public-private partnership (PPP) model

 

Sundarbans Development

  • Sundarini Project for the overall improvement of the Sundarbans and ensuring livelihood for the people

 

In the last five years, the Trinamool Congress Government has ensured developments in all areas all across the district. Projects have been accomplished covering all departments of the administration.

 

 

দক্ষিণ ২৪ পরগনা জেলায় উন্নয়ন এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৩ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

সুন্দরবনের মানুষের প্রশাসনিক কাজের সুবিধার্থে সুন্দরবনের অঞ্চলগুলিকে নিয়ে একটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলায় নতুন থানা হিসাবে বারুইপুর মহিলা থানা ও ডায়মন্ড হারবার মহিলা থানা এবং গঙ্গাসাগর উপকূলীয় থানা, ডায়মন্ড হারবার (পারুলিয়া) উপকূলীয় থানা, গোবর্দ্ধনপুর উপকূলীয় থানা, ঝড়খালি উপকূলীয় থানা ও হারউড পয়েন্ট উপকূলীয় থানা স্থাপন করা হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান :

ডায়মন্ডহারবারকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে।

ডায়মন্ডহারবার ও ভাঙরে ২ টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে।

মেটিয়াবুরুজ, কাকদ্বীপ এবং বারুইপুরে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।

ডায়মন্ড হারবার ও এম আর বাঙ্গুরে ২টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে, মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে।

বাঙ্গুর ও ডায়মন্ড হারবার হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ও বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি জগইঞ মে মাসের মধ্যে চালু হয়ে যাবে।

আমতলা, বাসন্তী, ভাঙ্গড়, নামখানা ইত্যাদি হাসপাতাল সহ মোট ২৯টি SNSU চালু হয়ে গেছে।

জেলায় ৮টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এম আর বাঙ্গুর, বিদ্যাসাগর,বাঘাযতীন  হাসপাতাল, ক্যানিং, বারুইপুর,  ডায়মন্ডহারবার, কাকদ্বীপ ও মাধবনগর (পাথরপ্রতিমা) হাসপাতালে চালু হয়ে গেছে।

এম আর বাঙ্গুর , ডায়মন্ডহারবার , ক্যানিং, বারুইপুর, , বিদ্যাসাগর হাসপাতাল ইত্যাদি সহ মোট ৫টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র চালু হয়ে গেছে। ক্যানিং মহকুমা হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে পরিষেবা ও চালু হয়ে গেছে।

ডায়মন্ড হারবার, এম আর বাঙ্গুর ও ক্যানিং হাসপাতালে ৩টি CCU চালু হয়ে গেছে।

কাকদ্বীপ ও বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি HDU গড়ে তোলা হচ্ছে।

 

শিক্ষা:

  • মেয়েদের মধ্যে উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ডায়মন্ড হারবারে পূর্বাঞ্চলের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।এর নব নির্মিত প্রশাসনিক ভবন ও নির্মিত হয়েছে।
  • আলিপুরের হেস্টিংস হাউসে জ্ঞগভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস স্থাপন করা হয়েছে।
  • এছাড়া জয়নগর-২, বজবজে ২টি আইটি আই গড়ে তোলা হচ্ছে।
  • এই জেলায় প্রায় ২ লক্ষ ৫২ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৭৩টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১৭১টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • বাসন্তী, ক্যানিং-২, কুলতলি ও জয়নগরে ৪টি মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

  • এই জেলার বিষ্ণুপুর-২, ডায়মন্ড হারবার-২ ও মথুরাপুর-১এ ৩টি কৃষক বাজার গড়ে তোলা হয়েছে। বারুইপুর, সাগর, পাথরপ্রতিমা ও গোসাবায় ৪টি কৃষক বাজার গড়ে তোলা হচ্ছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ২৫ হাজার ভূমিহীন পরিবারকে  পাট্টা প্রদান করা হয়েছে।
  • এছাড়া রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে সমবায় তথা স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে বড় মাছ চাষের একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়ার ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ২০ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ৯৬৯ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ৭০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৩৫০ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ১ লক্ষ ৩ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ৩ লক্ষ ১২ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন:

  • বিগত সাড়ে ৪ বছরে, ৮ লক্ষ ৫৮ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১৩০ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় সাড়ে ২২ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৮ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • এর পাশাপাশি প্রায় ২০ হাজার সংখ্যালঘু ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
  • প্রায় ৬ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে জয়নগর-১ ও ২, কুলতলী, মগরাহাট-১, মহেশতলা, কুলপী (৩টি) এবং পাথরপ্রতিমা ব্লকে ৯টি সংখ্যালঘু ছাত্রাবাস চালু হয়ে গেছে।
  • বিষ্ণুপুর, সোনারপুর, বজবজ, বারুইপুর ও বাসন্তীর সোনাখালি ও রামচন্দ্রখালিতে কর্মতীর্থগড়ে তোলা হচ্ছে।

 

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

  • প্রায় ১ লক্ষ ৬০ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও প্রায় ৯৪ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন:

  • এই জেলায় প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ছাত্রী কন্যাশ্রী-র আওতায় এসেছে।
  • প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন জায়গায় ১২৬টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়ে গেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচীখাদ্য সাথী:

জেলায় ৬৩ লক্ষ ২৫ হাজার মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প:

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১০টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।
  • এছাড়া বারুইপুর ও সন্তোষপুরে ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে, যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে।

 

পূর্ত পরিবহন:

  • যাত্রী সুবিধার্থে কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে।
  • জিঞ্জিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত একটি ৭.৪ কিমি দীর্ঘ উড়ালপুল গড়ে তোলা হচ্ছে।
  • ৭ কোটি টাকা ব্যয়ে কুলপী, ক্যানিং-১ ও বারুইপুর ব্লকে ৩টি জ্ঞপথের সাথীঞ্চ – মোটেল চালু হয়ে গেছে।

 

বিদ্যু অচিরাচরিত শক্তি:

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ শতাংশ গ্রমীণ বিদ্যুতায়ন প্রকল্পের কাজ ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে সমাপ্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে ।

 

সেচ:

  • গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সুবিধার্থে কাকদ্বীপ লট-৮এ নতুন জেটি নির্মিত হয়েছে।
  • ৪০০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সুন্দরবনের ৩৭টি স্থানে নদীবাঁধ উচুঁ, শক্তিশালী ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হয়েছে।
  • প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে সোনারপুর ব্লকের হাসনপুরে একটি সেতু নির্মান করা হচ্ছে।

 

জনস্বাস্থ্য কারিগরী:

বিগত সাড়ে চার বছরে ১৯৭ কোটি টাকা ব্যয়ে ৭৭টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৫৫টির কাজ সমাপ্ত হয়েছে।

 

পর্যটন:

  • গঙ্গাসাগর ও বকখালিতে পর্যটনের বিকাশের লক্ষ্যে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কতৃপক্ষ স্থাপন করা হয়েছে।
  • কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে।
  • গঙ্গাসাগার পর্যটক নিবাস -কে নবরূপে সজ্জিত করা হয়েছে।
  • প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দে ঝড়খালিতে ইকো-ট্যুরিজ্‌ম প্রকল্প গড়ে তোলা হচ্ছে।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী:

  • আনন্দধারা প্রকল্পে ৬২০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৪৫০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • ক্যানিং-১ ও ২ এবং নামখানায় ৩টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৯ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর নগরোন্নয়ন:

  • গঙ্গাসাগর, বকখালি ও সংলগ্ন এলাকার উন্নতিসাধনেএই সময়কালের মধ্যে গঙ্গাসাগর-বকখালি Development authority (২০১৩) গঠন করা হয়েছে।
  • দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৭টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ২১৩ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ১৩ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য সংস্কৃতি:

বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৩ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ৭৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন:

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে ২৭ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ১৮ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকি বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যান:

নতুন প্রতিভার অন্বেষণে সুন্দরবনে সুন্দরবন কাপ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলায় ৩৩৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৬ কোটি ৭৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন:

সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে সুন্দরিণী নামে একটি সর্বাঙ্গীন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।

 

Bengal makes progress in fisheries sector

In the last four and a half years, the fisheries sector has witnessed huge development and progress.

From an increase in production of fish to bringing more areas under production, Bengal has made great strides.

Similarly, the Ma, Mati, Manush government has taken several initiatives for the social security and welfare of fishermen. The fisheries sector also received investments to the tune of Rs 1000 crore.

Here are some notable achievements of the fisheries department:

Production of Fish: Number of big water bodies where fish production started has increased from 0 during 2007-2011 to 810 during 2011-2015. In order to increase production of fish during the indicated period about 1000 lakh fish fingerlings have been distributed in 33000 water bodies under various schemes

Growth in production: Nutritionally balanced floating feed have been supplied (8741.94 Ton) free of cost to 13,000 fish farmers for the first time in West Bengal with a financial involvement of Rs. 23 crore (approx) to encourage and popular use of formulated feed for growth.

Bringing more area under pisciculture: Fish fingerlings have been released in about 23000 ponds excavated under “Jal Dharo Jal Bharo” programe to cover more area under pisciculture in last four years.

Social welfare initiatives: Several social welfare schemes have been implemented in last four years for the socio-economic upliftment of fishermen community, like distribution of JAL-HUNDI: 3600 unit, DWELLING HOUSE: 13000, INSULATED BOX: 33000, CYCLE WITH BOX: 6820, MATSYAJAN: 1237, Pension @ Rs. 1000/- per month are given for 8500 old fishermen.

Safety and security for marine fishermen: The safety and security of marine fishermen have been taken by introducing biometric ID cards, distress alert transmitters.

Investment Promotion Unit and other activity: For encouraging investment in fisheries sector a dedicated cell “Investment Promotion Unit” have been set up during 2014-15. Investment proposal to the tune of Rs. 999.60 crores has already been received.

 

Image Source: indiamike.com

Development is our main agenda for 2016 polls: Abhishek Banerjee in South 24 Parganas

Trinamool Youth Congress President Abhishek Banerjee said that even nor’westers will not be able to have any adverse effect on Trinamool Government. The young MP was addressing election campaign rallies at Falta and Sonarpur in South 24 Parganas.

Abhishek said that while the agenda for the 2011 elections had  been ‘parivartan’, in 2016 the agenda is ‘development’ that the the Trinamool Government brought in the past four and half years.

He pointed out that since May 2011, the Trinammol Government has constructed more than 8000 kms of road and increased allotments in the area of the development of the Sundarbans and the development of the minorities communities.

 

২০১৬-র নির্বাচনে আমাদের মূলমন্ত্র হল উন্নয়ন: দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কালবৈশাখীরও কোনো প্রভাব পড়বে না তৃণমূল সরকারের উপর। গতকাল দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও সোনারপুরে নির্বাচনী জনসভা করেন তিনি।

অভিষেক বলেন যে ২০১১ সালের নির্বাচনে যেখানে মূলমন্ত্র ছিল ‘পরিবর্তন’, ২০১৬ সালের নির্বাচনে প্রধান আলোচ্য বিষয় হল গত সাড়ে চার বছরে তৃণমূল সরকারের দ্বারা বাংলার ‘উন্নয়ন’।

তিনি উল্লেখ করেন যে, ২০১১ সালের মে মাস থেকে তৃণমূল সরকার ৮,০০০ কি.মি. দৈর্ঘ্যেরও বেশি রাস্তা তৈরী করে দিয়েছে এবং সুন্দরবন উন্নয়ন ও সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়নের জন্য বরাদ্দ টাকার অঙ্কও দিয়েছে বাড়িয়ে।

 

Polling underway across 49 seats in North 24 Parganas and Howrah

Polling is currently underway in 49 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fifth day of the polls.

Polling is being held in 33 seats of North 24 Parganas district and 16 of Howrah district.

Total Booths – 6769 (North Kolkata – 4459, Howrah – 2310)

Total Voters – 1.08 crore

 

বিধানসভা নির্বাচনের আজ চতুর্থ দফার ভোটগ্রহণ

আজ পশ্চিমবঙ্গের দুটি জেলার মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ।

উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি কেন্দ্র এবং হাওড়া জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।

মোট বুথের সংখ্যা ৬৭৬৯টি (উত্তর ২৪ পরগনা – ৪৪৫৯, হাওড়া – ২৩১০)

মোট ভোটার সংখ্যা – ১ কোটি ৮ লক্ষ

 

 

Kolkata: On the path of progress

Kolkata has transformed in the last four and a half years, thanks to the vision of Mamata Banerjee. From well lit roads to beautified ghats, renovated parks to an improved transport sector – the City of Joy is on a path of progress.

Kolkata has been adjudged the ‘Best City in Crime & Safety’ category by India Today in the year 2014. Kolkata is the safest city in terms of incidents of crime against women, according to National Crime Records Bureau (NCRB).

The law and order system was completely overhauled in the city with creation of new police stations, installation of CCTVs, use of drones for crowd management.

Here are some achievements of the Ma, Mati, Manush government in the last four and a half years in transforming Kolkata:

  • An area of 132 sq km was included with the then existing area of Kolkata Police with effect from 1st September, 2011 making it co-terminous with KMC jurisdiction.
  • 3 community policing projects, like SAMPARK and SUKANYA, initiated by Kolkata Police for involving under-privileged youth as well as for providing self-defence training to school girls
  • Construction of Minority Bhavans sanctioned for all the districts including Kolkata to ensure easy access of the minorities by providing a single-window facility
  • West Bengal Livestock Development Corporation (WBLDC) is selling fair-price chicken through 48 outlets of its own and 46 outlets in collaboration with Kolkata Municipal Corporation, West Bengal Poultry Federation, Bengal Dairy and Government Dairy in Kolkata and its suburbs to maintain stability of price
  • To serve hygienic meat to the people, WBLDC has converted 20 outlets into Hygienic Meat Processing Units
  • Centre of excellence established in Mominpur in collaboration with Reynolds for imparting training in garment manufacturing
  • Training courses of 5 years initiated for skilling 5,000 people as jewellers by ASSOCHAM
  • Headquarters of 24X7 flood control rooms in the districts established in Kolkata, as well as toll-free helplines, flood data dissemination through e-governance
  • Operationalisation of Jai Hind (Dhapa) and Garden Reach Water Supply Scheme
  • Beautification and development of Hooghly riverfront on the Kolkata side, including the beautification and illumination of Millennium Park
  • 78 modern scientific waste compactor stations set up at various points in the city. Already 300 trash bins were set up on the roadside for use of pedestrians, shop-owners and commercial purpose

 

অগ্রগতির পথে কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত সাড়ে চার বছরে পাল্টে গেছে কলকাতা। আলোয় ভরা রাস্তাঘাট, সুসজ্জিতঘাট, নতুন করে ঢেলে সাজানো সব উদ্যান এবং আরো উন্নত পরিবহন ব্যবস্থা – এ সবই ‘সিটি অফ জয়’কলকাতাকে নিয়ে এসেছে অগ্রগতির পথে। 

 অপরাধ ও নিরাপত্তার নিরিখে কলকাতা পেয়েছে সেরার শিরোপা ২০১৪ সালে ইন্ডিয়া টুডে গোষ্ঠির কাছ থেকে।ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এন.সি.আর.বি)-র তথ্য অনুযায়ী নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনারপরিপ্রেক্ষিতে দেশের সবচেয়ে নিরাপদ শহর হল কলকাতা।

শহরের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য নতুন নতুন থানা স্থাপন করা হয়েছে, জায়গায়জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ভিড় পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন।

মা, মাটি, মানুষের সরকারের কলকাতাকে রূপান্তরিত করার পিছনে গত সাড়ে চার বছরের কিছু সাফল্য:-

 কলকাতা পৌরসংস্থার সঙ্গে সামঞ্জস্য স্থাপনের জন্য ১৩২ বর্গ কিলোমিটার এলাকা ২০১১সালের ১লা সেপ্টেম্বর নিয়ে আসা হয় কলকাতা পুলিশের আওঁতায়।

‘সম্পর্ক’ এবং ‘সুকন্যা’ সহ ৩টি  প্রকল্প কলকাতা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে যা থেকেস্থানীয় যুব সম্প্রদায় উপকৃত হচ্ছে এবং মেয়েরা শিখে নিতে পারছে আত্মরক্ষার নানা কৌশল।

কলকাতা সহ সকল জেলার  জন্য সংখ্যালঘু ভবন তৈরির কাজ চলছে দ্রুত সিঙ্গেল উইন্ডোপদ্ধতির মাধ্যমে।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন কর্পোরেশন (WBLDC) ৪৮টি ন্যায্যমূল্যের মুরগীবিক্রয়কেন্দ্র চালাচ্ছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে এবং কলকাতা পুরসভা, পশ্চিমবঙ্গ পোল্ট্রিফেডারেশন, বেঙ্গল ডেইরি এবং সরকারী ডেইরি-র সহায়তায় আরো ৪৬টি কেন্দ্র ইতিমধ্যেই কাজ শুরু করেদিয়েছে।

স্বাস্থ্যকর মাংস খাদ্য হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য WBLDC তাদের ২০টি কেন্দ্রেস্বাস্থ্যকর মাংস প্রসেসিং ইউনিট চালু করেছে।

মোমিনপুরে পোশাক প্রস্তুতকার্যের প্রশিক্ষণের জন্য রেনল্ডস সঙ্গে সহযোগিতায় একটিপ্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হয়েছে।

গয়না প্রস্তুতকার্যের জন্য ASSOCHAM দ্বারা ৫ বছরের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৫,০০০মানুষের জন্য।

ই-গভর্নেন্স মাধ্যমে কলকাতায় প্রতিষ্টিত করা হয়েছে সর্বক্ষণের বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র এবংটোল-ফ্রি হেল্পলাইন নম্বর।

জয় হিন্দ (ধাপা) ও গার্ডেনরিচ জল সরবরাহ প্রকল্প কাজ করে চলেছে।

হুগলি নদীর পার উন্নয়নের কাজ কলকাতাকে আরো সুন্দর করে তুলেছে ,যার মধ্যে আছে মিলেনিয়ামপার্কের সৌন্দর্যায়ন প্রকল্পও।

বর্জ্যপদার্থের জন্য ৭৮টি আধুনিক কম্প্যাক্টর কেন্দ্র স্থাপন করা হয়েছে শহরের বিভিন্নস্থানে। পথচারী, দোকানদারসহ সর্বসাধারণের সুবিধার্থে ৩০০টি ট্র্যাশ বিন বসানো হয়েছে শহরেররাস্তাঘাটে।

 

Image source: Wikimapia

Hooghly: A model of development

The district of Hooghly has kept pace with the rest of West Bengal in developing on all aspects. The Trinamool Congress Government ensured that 88% of the people have access to government services.

 

 

 

Health and Family Welfare

  • 6 fair-price medicine shops – Hooghly District Hospital, Chandannagar, Arambagh and Serampore Sub-divisional Hospitals, Uttarpara State General Hospital and Jangipara Rural Hospital; as a result, 7.5 lakh people have got discounts to the tune of Rs 10.49 crore
    Dialysis, CT Scan, digital X-ray facilities at Hooghly District Hospital and dialysis unit at Arambagh Sub-divisional Hospital
  • Sick newborn care units (SNCU) at Hooghly District Hospital and Arambagh Sub-divisional Hospital
  • Sick newborn sensitisation units (SNSU) at 16 block-level hospitals, Serampore Sub-divisional Hospital and Uttarpara State General Hospital
  • Work going on for Arambagh and Sreerampur Multi Super-Speciality Hospitals
  • Critical care unit (CCU) and high-dependency unit (HDU) at Hooghly District Hospital and Arambagh Sub-divisional Hospital
  • 10-bedded primary healthcare centres in Malaypur, Tarahat, Rajyadharpur and Ramchandrapur

 

Education

  • New building of Singur Government College, Hooghly Institute of Technology
  • Industrial training institute (ITI) built in Purshura, polytechnic college in Arambagh
  • Women’s hostel of West Bengal Survey College
  • New library building of Netaji Mahavidyalaya
  • 1.85 lakh bicycles given to students under Sabuj Sathi Scheme
  • 17 primary schools and 282 upper primary schools built
  • 34 primary schools upgraded to upper primary, 103 secondary schools to higher secondary
  • Mid-day meals served in all government schools
  • Separate toilets for boys and girls built in all government schools

 

Agriculture, Land Reforms

  • Kisan Credit Cards given to 5.1 lakh families (almost 100%) dependent on agriculture
  • 25,000 farmers have hired, at fair prices, farming equipment from 20 Custom Hiring Centres
  • 5 1000 MT-warehouses built in Sheoraphuli
  • 7 Krishak Bazaars – Singur, Dhonekhali, Arambagh, Balagarh, Jangipara, Parshura, Chinsura-Mogra block
  • 6,000 farming families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
  • Model village created in Balagarh block

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 1,486 crore spent to create 7.33 crore man-days
  • 3 lakh toilets built under Mission Nirmal Bangla
  • State Government facilitated the construction of 404 km under Grameen Sadak Yojana
  • State Government facilitated the construction of 61,000 houses under Indira Awaas Yojana

 

Minorities’ Development

  • 3.02 lakh students given scholarships worth Rs 49 crore
  • Loans worth Rs 14 crore given to youths for starting self-employment sctivities

 

Backward Classes and Adivasi Development

  • Almost 1 lakh students getting financial aid under Shikshashree Scheme
  • 1.9 lakh SC/ST/OBC certificates given out

 

Women and Child Welfare

  • More than 1.92 lakh girl students getting financial aid under Kanyashree Scheme
  • Under the Integrated Child Development Scheme (ICDS), 14,000 children from 0 to 6 years of age and 68,000 pregnant and lactating women getting nutritious diet

 

Food security

  • 36 lakh people in the district getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 14 micro, small and medium enterprise (MSME) clusters
  • Loans worth Rs 5,000 crore given for small-scale industries

 

PWD and Transport

  • Roads, bridges, etc. numbering 290 built in the last four-and-a-half years
  • Dankuni road overbridge and Kamarkundu overbridge over Howrah-Bardhaman cord line

 

Power

  • 100% rural electrification
  • Modernisation of unit number 5 of Bandel Thermal Power Station

 

Irrigation

  • 50 km of irrigation dams renovated
  • Concrete bridges built over Kunti River in Polba-Dadpur and Balagarh blocks

 

Public Health Engineering

  • 33 drinking water projects completed at a cost of Rs 81 crore

 

Tourism

  • Work for Sabuj Dweep Eco-Tourism Project in Balagarh block going on
  • First phase of renovation work of Hanseswari Temple and Gazi Zafar Khan Dargah under Bansberia Municipality completed

 

Labour

  • A total of 4.08 lakh people brought under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS)
  • More than 6,500 youth getting monetary benefits under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 7,500 self-help groups set up under Anandadhara Scheme
  • 6,000 projects sanctioned and Rs 47,000 crore given as grants under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa
    11 Karma Tirtha set up

 

Urban Development

  • Furfurasharif Development Authority set up
  • Rs 400 crore worth developmental projects completed in the 13 municipalities in the district
  • 24,000 dwellings constructed for the urban poor

 

Information and Broadcasting

  • 2,500 folk artistes getting retainer fees and pensions

 

Housing

  • 7,000 dwellings for economically disadvantaged built under Gitanjali and other schemes

 

Youth Affairs and Sports

  • Rs 1.1 crore granted for the construction of 55 multi-gym centres

 

Police

  • Arambagh Chinsurah and Serampore Women Police Stations set up

 

Thus we see how, over the years of Trinamool Congress rule, Hooghly has progressed like never before. A lot of projects have been accomplished, and a lot more have been sanctioned.

 

হুগলী জেলায় উন্নয়ন- এক নজরে

 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হুগলী জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৮ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান

  • জেলায় ৬টি ন্যায্যমূল্যের ঔষধের দোকান (ঊতভক্ষ ঙক্ষভদন খনধভদভশন জবষস) চালু হয়ে গেছে। এগুলি চালু হয়েছে – হুগলী জেলা সদর হাসপাতাল, চন্দননগর মহকুমা হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল, শ্রীরামপুর মহকুমা হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালেজেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষ ১০ কোটি ৪৯ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • হুগলী জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট, সি.টি. স্ক্যান, ডিজিটাল এক্স-রে ও আরামবাগ মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেছে।
  • হুগলী জেলার জেলা সদর হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে জগইঞ চালু হয়ে গেছে। এছাড়া চন্দননগর মহকুমা হাসপাতালে জগইঞ নির্মাণের কাজ চলছে।
  • শ্রীরামপুর মহকুমা হাসপাতালে জগইঞ মালটিস্পেশালিটি হাসপাতালের অর্ন্তভূক্ত করা হয়েছে।
  • জেলার মোট ১৮টি হাসপাতালে – ১৬টি ব্লক হাসপাতাল ও শ্রীরামপুর মহকুমা হাসপাতাল ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে জগজঞ বর্তমানে চালু হয়ে গেছে।
  • আরামবাগ ও শ্রীরামপুরে মালটি সুুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্প গুলির ব্যায় বরাদ্দ ৫২ কোটি টাকা হারে মোট ১০৪ কোটি টাকা।
  • বর্তমানে হুগলী জেলা সদর হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে ইইঞ ও এঈঞ চালু হয়ে গেছে।
  • প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মলয়পুর, তারাহাট, রাজ্যধরপুর ও রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শিক্ষা

  • সিঙ্গুরের সরকারি ডিগ্রী কলেজে পঠন পাঠন শুরু হয়েছে ও প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এর নতুন ভবনের স্থাপন করা হয়েছে।
  • প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে হুগলী কারিগরী প্রতিষ্ঠান (এ.ঐ.ঝ.)-এর শিক্ষায়তনের নতুন ভবনের স্থাপন করা হয়েছে।
  • পুরশুড়াতে আইটি আই তৈরির কাজ শেষ হয়েছে। পান্ডুয়া ও জাঙ্গীপাড়ায় আইটি আই তৈরীর কাজ চলছে, নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • আরামবাগে পলিটেকনিক তৈরির কাজ চলছে, নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • ব্যান্ডেলে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পশ্চিমবঙ্গ সার্ভে কলেজর ৬০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের স্থাপন করা হয়েছে।
  • আরামবাগে ৫১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নেতাজী মহাবিদ্যালয়ের নুতন লাইব্রেরী বিল্ডিং স্থাপন করা হয়েছে।
  • এই জেলায় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪১টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৩৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১০৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য ও পশুপালন

  • জেলার প্রায় ৫ লক্ষ ১০ হাজার (প্রায় ১০০%) কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে।
  • সুুলভমূেল্েয কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়ার প্রকল্প জ্ঞকাষ্টম হায়ারিং েেসন্টারঞ্চ এর মাধ্যমে ২০টি সেন্টার থেকে ১৫ হাজার কৃষক উপকৃত হেেয়ছেন।
  • প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শেওড়াফুলি নিয়ন্ত্রিত বাজার চত্বরে নির্মিত ৫টি ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গুদামঘরের উদ্বোধন করা হেেয়ছে।
  • ৭টি কৃষক বাজার নির্মান করা হয়েছে।
  • এই জেলার ৬ হাজারেরও বেশি পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমিঞ্চ পা-া দেওয়া হয়েছে।
  • সম্প্রতি বলাগড় ব্লকের ওলাঞ্চ মৌজায় নিজগৃহ নিজভূমি প্রকল্পে পা-া প্রাপ্ত ২৪টি উপভোক্তা পরিবারকে ১.১৮ একর জমিতে সরকারী উদ্যোগে গৃহ নির্মাণ করে দিয়ে ও বিভিন্ন সুুবিধা প্রদানকে একত্রীকরণ করে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় মাছ চাষ ও মৎস্য বিক্রেতাদের স্বাস্থ্যসম্মত তাপনিরোধক বাক্স ইত্যাদি বিতরণ প্রকল্প গ্রহণের ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১১ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৪৮৬ কোটি টাকা ব্যয় করে ৭ কোটি ৩৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৪৩২ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৪০৪ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৫২ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৬১ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ৪ হাজারেরও বেশি ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে অন্যতম হল হুগলী জেলা। ২০১২ সালের বেসলাইন সার্ভে অনুযায়ী পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে এই জেলা লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য লাভ করেছে। এছাড়াও সম্পূর্ণ ভাবে জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষনা করার লক্ষ্যে বাড়ি বাড়ি সার্ভে করে শৌচাগার বিহীন বাড়ির সংখ্যা নিরূপনের কাজ চলছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৩ লক্ষ ২ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৪৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৭৫ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • জাঙ্গীপাড়া ব্লকের জাঙ্গীপাড়া, রাধানগর ও ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এবং চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে জ্ঞফুরফুরা শরিফ উন্নয়ণ সংস্থাঞ্চ, সংস্থার প্রথম মিটিংএ ১৭টি প্রকল্প রূপায়ণের জন্যে সাড়ে ১০ কোটি টাকা ইতিমধ্যেই আমরা অনুমোদন করেছি এবং ৫ কোটি টাকা বরাদ্দ করেছি।

 

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

  • প্রায় ১ লক্ষ ছাত্র-ছাত্রী জ্ঞশিক্ষাশ্রীঞ্চ প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও প্রায় ৫৯ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
    বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৯০ হাজার জই/জঝ/ঘআই ইনক্ষঢ়ভপভদতঢ়ন প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

  • জেলায় ১ লক্ষ ৯২ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।
  • আই.সি.ডি.এস.-এর মাধ্যমে এই জেলায় ২০১৪-১৫ আর্থিক বছরে ৩ লক্ষ ১৪ হাজার জন ০-৬ বছরের শিশু, ৬৮ হাজার জন গর্ভবতী ও প্রসুুতি মাকে পরিপুরক পুষ্টি প্রদান করা হয়েছে এবং ১ লক্ষ ৪৭ হাজার জন শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার আঙিনায় আনা হয়েছে। অপুষ্টি রুখতে তারকেশ্বর আই.সি.ডি.এস. প্রোজেক্টে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলিতে তা রূপায়ন করা হচ্ছে।

 

খাদ্য সুুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী

  • আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান সুুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন ।
  • খাদ্য শস্যের যোগান সুুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে খভশভলয়ল জয়সসষক্ষঢ় ঙক্ষভদন (খজঙ) এর চেয়ে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করছি। এতে আমাদের কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন। রাজ্যের ব্লকে ব্লকে কৃষকদের থেকে ধান্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি ধান কেনা ও চেকের মাধ্যমে দাম মেটানোর কাজ চলছে।
  • জেলায় প্রায় ৩৬ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৪টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুুনিশ্চিত করা গেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৫ হাজার কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ১৪০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

 

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ২৯০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২৩৮টি প্রকল্পের কাজ প্রায় ৫২৭ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে প্রায় ২৫ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকি প্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৭০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আরামবাগ-গৌড়হাটি বন্দর রাস্তা প্রভৃতি।
  • প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ডানকুনি ছঘআ-এর কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ১৭ কোটি টাকা ব্যয় করে দ্বারবাসিনি সানিহাটি রাস্তা, পোলবা কেশোয়ারা রাস্তা,বাঁধপুর ইছাপাসারা রাস্তা ও জনাই -বাকসা -কৃষ্ণরামপুর রাস্তার প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন করা হয়েছে।
  • জি.টি. রোডের এবং রাজ্য সড়ক নং-১৩ এর উন্নতিকরন কাজ সম্পন্ন করা হয়েছে।
  • বৈদ্যবাটী তারকেশ্বর চাঁপাডাঙা রাস্তার দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন হয়েছে।
    হাওড়া বর্ধমান কর্ড রেললাইনের উপর কামারকুন্ডু উড়ালপুল নির্মান প্রকল্পের কাজ চলছে।
    গোঘাট-২ নং ব্লকে দ্বারকেশ্বর নদীর উপরে আর.আই.ডি.এফ (ছ.ঐ.ঈ.ঊ-ডট) প্রকল্পে হুগলী জেলাপরিষদ কতৃক নির্মিত হয়েছে পুন্ডহিত সেতু। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩৫০ মিটার। হুগলী জেলার পুন্ডহিত এবং বর্ধমান জেলার উচালনের মধ্যে নির্মিত সেতুটি ছিল উভয় জেলার মানুষের দীর্ঘদিনের দাবী। সেতুটি নির্মানের ফলে একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,বর্ধমান ও হুগলী জেলার বিস্তীর্ন অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। এই সেতু বরাবর বর্ধমানের দূরত্ব ২৫ কি.মি. কমে গেছে।

 

বিদ্যৎ ও অচিরাচরিত শক্তি

  • সমগ্র হুগলী জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬, মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।
  • ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিট এর পুর্ননবীকরণ ও আধুনিকীকরণ কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে প্লান্টের বর্তমানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০ মেগওয়াট থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২১৫ মেগওয়াট। উন্নত প্রযুক্তির প্রয়োগে কর্মক্ষমতার মেয়াদ বৃদ্ধি পেয়েছে ২৫ বছর। ভারতে এই প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরনো প্লান্ট ইউনিট বজায় রেখে, ইউনিট এর পুর্ননবীকরণ ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হল।

 

সেচ

  • প্রায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • এই জেলায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পোলবা-দাদপুর ব্লকে কুন্তী নদীর উপর ধূমায় কংক্রীট ব্রীজ, বলাগড় ব্লকের দক্ষিণ গোপালপুর মৌজায় কুন্তী নদীর উপর কংক্রীট ব্রীজ নির্মাণের কাজ সুুসম্পন্ন হয়েছে।
  • তারকেশ্বর ব্লকের নছিপুরে দামোদর নদের ১ কিমি দৈর্ঘ্যের ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ৬৮টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে ৩৩টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরও ১৫টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

 

পর্যটন

  • বলাগড়ে সবুজদ্বীপ ইকো টুরিজম প্রকল্পে রাজ্যসরকার পি. পি. পি. মডেলে কাজ করছে। রাজ্য পর্যটন দপ্তরের অর্থানুকূল্যে এরমধ্যেই ঠআঝঈই দুটি কাঠের জেটি, হুগলি জেলা পরিষদ এর রাস্তা সংস্কার, ঙএউ র পানীয় জলের ব্যবস্থা এবং ঠআজউঈইক দ্বীপে বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত রূপায়িত হচ্ছে।
  • এছাড়া চন্দননগর স্ট্যান্ডের সৌন্দর্যায়নের জন্য পর্যটন দপ্তর থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। ফুটপাত সংস্কারের কাজ বাদ দিয়ে বাকী সব কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • বাঁশবেড়িয়া পৌরসভার হংসেশ্বরী মন্দির এবং গাজীজাফর খান দরগা সংস্কারের জন্য প্রথম দফার সব কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • জাঙ্গীপাড়া ব্লকের আঁটপুরে মৎস্য বিভাগের একটি জলাশয়কে ঘিরে ছয়টি কটেজ, তৎসহ ডাইনিং হল এবং অন্যান্য পরিকাঠামো নির্মান কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।

 

শ্রম

  • জঅজঙঊঞঠ (জঢ়তঢ়ন-অড়ড়ভড়ঢ়নধ জদবনলন ষপ ঙক্ষষৎভধনশঢ় ঊয়শধ পষক্ষ ঞশষক্ষফতশভড়নধ ঠষক্ষযনক্ষড়) প্রকল্পে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • আঘইঠঅ প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৬৪ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, ঠআঝঠজজজ (ঠনড়ঢ় আনশফতর ঝক্ষতশড়সষক্ষঢ় ঠষক্ষযনক্ষড়ঞ্চ জষদভতর জনদয়ক্ষভঢ়ঁ জদবনলন) প্রকল্পে সাড়ে ৭ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে সাড়ে ৬ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

  • আনন্দধারা প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৪ হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৬ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং ৪৭ কোটির বেশি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৩টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

 

পুর ও নগরোন্নয়ন

  • এই সময়কালের মধ্যে ফুরফুরাশরিফ ঈনৎনরষসলনশঢ় অয়ঢ়বষক্ষভঢ়ঁ (২০১৫) গড়ে উঠেছে।
  • হুগলী জেলায় ১৩টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ৪০০ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ২৪ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

  • বর্তমানে হুগলী জেলায় প্রায় আড়াই হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ৪৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

 

আবাসন

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে সাড়ে ৪ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

ক্রীড়া ও যুব কল্যান

  • হুগলী জেলায় চুঁচুড়া উতড়ঢ়নক্ষশ ঋক্ষষয়শধ-এর সংস্কার, উদয়নী ব্যায়াম সমিতিতে সুুইমিং পুল নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।
  • ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৮২২টি ক্লাবকে অর্থ সাহায্য কেেরেেছ।
  • জেলায় ৫৫টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ১ কোটি ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

স্বরাষ্ট্র

  • জেলায় নতুন নতুন থানা হিসাবে আরামবাগ মহিলা থানা, চুঁচুড়া মহিলা থানা ও শ্রীরামপুর মহিলা থানা স্থাপন করা হয়েছে।

 

 

Agriculture or industry, Bengal is right ahead

Whether it is agriculture or industry, Bengal is right ahead in every sphere.

From disbursing Kisan Credit Cards to setting Kisan Bazaars and giving pattas to landless individuals, the government has always stood by the farmers of the State.

Even in industry, Bengal is performing better than the rest. In the Bengal Global Business Summit in 2016, investment proposals worth Rs 2.5 lakh crores were received.

Here are the FIVE biggest achievements in the agriculture and industry:

Agriculture:

Increase in Agriculture, Forestry and Fishery in 2014-15: West Bengal 6.49% India 1.1%

Production of foodgrains has increased to 17.4 million tonnes (2014) from 14.8 million tonnes (2011)

More than 6.9 million farmers have received the Kisan Credit Card

121 Krishak Bazars, out of 176, have been set up

300,000 landless individuals have received pattas

Whether it is agriculture or industry, Bengal is right ahead in every sphere.

From disbursing Kisan Credit Cards to setting Kisan Bazaars and giving pattas to landless individuals, the government has always stood by the farmers of the State.

Even in industry, Bengal is performing better than the rest. In the Bengal Global Business Summit in 2016, investment proposals worth Rs 2.5 lakh crores were received.

Here are the FIVE biggest achievements in the agriculture and industry:

 

Industry:

Increase in Industry – Bengal grew at 10.59% whereas India grew at 7.3% in 2015-16

Core Committee and Task Force on Industry : Sector Committees have been set up for industries with a mix of senior bureaucrats and business leaders, who deliberate on sector challenges, recommend policy initiatives, and suggest streamlining of processes and report to a Steering Committee

Unique Clearance Centre (UCC) : Set up in Howrah, Jalpaiguri, Burdwan, Purulia, Hooghly and Bankura districts. It is a dedicated
set up for fast tracking mutation and conversion of land for industry purpose. More than 1000 acres of land mutation and conversion has happened at these UCCs during the last one and a half years.

64% growth in export:The total export from the IT Industry of the State is estimated at Rs. 13,686 crore in 2013-14 as compared to Rs. 8335 crore of 2010-11 showing a growth of about 64% in only 3 (three) years or more than 20% year-on-year.

West Bengal MSME Venture Capital Fund : With a corpus of Rs. 200 crore launched in 2015 with an aim to provide equity support to
potential and innovative small and medium enterprises in the State.

 

কৃষি এবং শিল্পে এগিয়ে বাংলা

কৃষিই হোক বা শিল্প, আজ সর্বক্ষেত্রে এগিয়ে বাংলা।

কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ থেকে শুরু করে কিষাণ বাজার তৈরী করা – সব ব্যাপারেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। শিল্পেও বাংলা অভূতপূর্ব অগ্রগতি আনতে পেরেছে। ২০১৬ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। কৃষি এবং শিল্পে ৫টি সবচেয়ে বড় সাফল্যগুলি হল এইগুলি:-

কৃষি:

কৃষি, বন্যসম্পদ উন্নয়ন এবং মাছচাষে সারা দেশে বৃদ্ধির হার ১.১%, পশ্চিমবঙ্গে সেখানে ৬.৪৯%।

খাদ্যশস্যের উৎপাদন ২০১১-তে ১৪.৮ মিলিয়ন টন থেকে বেড়ে ২০১৪ সালে হয়েছে ১৭.৪ মিলিয়ন টন।

৬৯ লক্ষেরও বেশি চাষী আজ কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছেন।

১৭৬ কৃষক বাজারের মধ্যে ১২১টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

৩ লক্ষ ভূমিহীন কৃষকরা পাট্টা পেয়েছেন।

শিল্প:

শিল্পে বৃদ্ধি: বাংলায় ২০১৫-১৬ সালে শিল্পে বৃদ্ধির হার ১০.৫৯%, যেখানে সারা দেশে সেটি মাত্র ৭.৩%।

শিল্পে কোর কমিটি এবং টাস্ক ফোর্স: শিল্পপতি ও উচ্চপদস্থ আমলাদের নিয়ে সেক্টর কমিটি গঠন করা হয়েছে যা শিল্পক্ষেত্রে সমস্যা খুঁজে, তার সঠিক নীতি নির্ধারণ করে, সমাধান বার করে স্টিয়ারিং কমিটির কাছে রিপোর্ট পাঠাবে।

ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার (UCC): এগুলি গড়ে তোলা হয়েছে হাওড়া, জলপাইগুড়ি, বর্ধমান, পুরুলিয়া, হুগলি, এবং বাঁকুড়া জেলায়ে। জমি মিউটেশনের কাজ ও শিল্পের জন্য জমি রূপান্তরের কাজ তরান্বিত করতে এগুলি গড়ে তোলা হয়েছে, যার ফলে গত দেড় বছরে এক হাজার একর জমির উপর এই কাজ করা সম্ভব হয়েছে।

রপ্তানিতে ৬৪% বৃদ্ধি: আই টি শিল্পে রপ্তানি ২০১০-১১ সালের ৮,৩৩৫ কোটি টাকা থেকে বেড়ে মাত্র তিন বছরের মাথায়ে ২০১৩-১৪ সালে হয়েছে ১৩,৬৮৬ কোটি টাকা যা হল বছরে প্রায় ২০% বৃদ্ধি।

পশ্চিমবঙ্গ MSME ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড: রাজ্যে সম্ভাব্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের শিল্পকে স্বাগত জানাতে এটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে গড়ে তোলা হয়েছে।