Investments in north Bengal worth Rs 2,345.82 Cr: Dr Amit Mitra

The 5th North Bengal Conclave has turned out to be a big boost to industry in the region. Dr Amit Mitra, Bengal’s Finance and Industry & Commerce Minister, said at the day-long summit on December 5, which he had inaugurated, that the region has received investments worth Rs 2,345.82 crore over the last two years.

He explained the figure thus: Expressions of interest worth Rs 888 crore were signed at the conclave, and during the Agro Synergy in May 2017, it was approximately Rs 600 crore. Combining these with the work undertaken in 2015, and proposed investments and new projects, the figure comes to a staggering Rs 2,345.82 crore.

He also said that this is just an indicative figure, implying that more is to come adding that there is huge potential in north Bengal, and the State Government will do everything to attract investments in the region.

 

উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ শিল্পপতিদের

শিল্প সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন শিল্পপতিরা।

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় সিআইআই শিল্প সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ ও ভুটান থেকেও শিল্পপতিরাও এখানে আসেন। এ ছাড়া উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিরাও অংশ নেন। বাংলাদেশের শিল্পপতিরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ আবেদন করে ভারতের শিল্পপতিদের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করতে।

উত্তরবঙ্গে বিনিয়োগে অনেক সুযোগ, পাহাড় থেকে সমতলে সব জায়গায় বিনিয়োগ করা যায়। শিলিগুড়ি সংলগ্ন গাজোলদবায় ভোরের আলোতে পর্যটন হাব তৈরী হচ্ছে। সেখানেও বিনিয়োগ করা যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি জেলায় ল্যান্ড ব্যাঙ্ক তৈরী হয়েছে। শিল্পের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করে। বাগডোগরা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ১৭০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Source: Millennium Post

We must march ahead together for the sake of humanity: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee attended a function of the Minority Affairs and Madrasah Education Department at Netaji Indoor Stadium today, giving out scholarships to children.

Salient points of her speech:

Five lakh children from minority communities were presented scholarships today. In 2011, the annual budget of the Minorities Development & Finance Corporation was Rs 472 crore. In six years, the budget has been increased nearly eight times to Rs 3717 crore (and this despite having to pay Rs 40,000 crore per year, the debt legacy of the CPM).

During the last six years, 1.71 crore children have received scholarships, which is a record. The Centre takes money due as taxes from us, but does not give us what is our due. It has stopped funding minorities’ scholarships. The State Government is giving it from its own treasury.

The State Government has allotted Rs 258 crore for giving pension to 2.5 lakh people.

Those who have no work the whole day sit in front of televisions. Their aim is to devise ways to instigate people.

We have given education loans worth Rs 63 crore to more than 18,000 children belonging to the minority communities. Loans for starting businesses have been given to 7 lakh youths. Opportunities to pursue higher education have been given to 1.65 lakh people. People from the minority community are becoming doctors and engineers now.

Burial places and cremations grounds have been renovated. Minority Bhavans have been constructed in every district. We have set up Aliah University, Haj Houses, hostels for the minority communities, ITIs and polytechnic colleges.

All the people of Bengal are our pride. We do not see Hindus and Muslims as being different, we all belong together. This is what humanity is all about. We have to take everyone along, including the Dalits, Adivasis and minorities, on the road to progress.

In some areas, certain people are trying to divide the communities and instigating conflagration. These people are inciting others by bribing them with money. Do not give any importance to them. If you see such people, inform the authorities immediately.

What has happened at GD Birla School is not correct. Teachers are our pride, they are our guardians. Only a few teachers may be bad, but that doesn’t mean the teaching profession should be denigrated. Along with the schools, the teachers should also take up more responsibilities.

I also appeal to the media to follow their responsibilities properly. Some of them publish the wrong news. Those who commit a crime would be punished; there would be no compromise on that. Guardians have the right to protest; but at the same time it has to be kept in mind that children must not miss school.

A person who can take everyone along is a leader. The one who divides a country can never become any sort of leader, let alone lead a country. People do not remember them.

The spirit of Hinduism is about unity; it takes everyone along. It does not teach to divide. We do not agree with those who want to follow only their own rules of religion. Hinduism teaches people to love those from other religions too.

What is the harm in taking everyone along? Some persons ask who do I work for and support? Well, I work for everyone. The evil elements in society – those who spread hatred and rumours, conspire and plot – want to divide people. But the influence of such people is temporary. Keep faith. We ourselves are our biggest strength.

 

সবাইকে নিয়ে চলার নাম মানবিকতাঃ মুখ্যমন্ত্রী

 

আজ নেতাজি ইনডোরে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সংখ্যালঘু ছেলেমেয়েদের হাতে স্কলারশিপ তুলে দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

৫ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েকে আজ স্কলারশিপ দেওয়া হল। ২০১১ সালে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বাজেট ছিল ৪৭২ কোটি টাকা, ৬ বছরে এই বাজেট ৮ গুণ বাড়িয়ে ৩৭১৭ কোটি টাকা করা হয়েছে (সিপিএমের ৪০ হাজার কোটি টাকা দেনা শোধ করেও)।

এই ৬ বছরে ১ কোটি ৭১ লক্ষ ছেলেমেয়ে স্কলারশিপ পেয়েছে যা রেকর্ড। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না। সংখ্যালঘুদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের কোষাগার থেকে তাদের স্কলারশিপের টাকা দিচ্ছে।

রাজ্য সরকার ২৫৮ কোটি টাকা বরাদ্দ করেছি আড়াই লক্ষ লোককে পেনশন দেওয়ার জন্য।

যাদের কোন কাজ নেই সকাল থেকে টিভির সামনে বসে পড়ে ছবি তোলার জন্য। কোন কাজ করে না, শুধু আগুন লাগায়।
১৮ হাজারের বেশি সংখ্যালঘু ছেলেমেয়েকে আমরা শিক্ষা ঋণ দিয়েছি ৬৩ কোটি টাকা। ৭ লক্ষ ছেলেমেয়েকে ব্যবসা করার জন্য ঋণ দিয়েছি। আমরা ওবিসি রিজার্ভেশন করেছি। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।

কবরস্থান, শশ্মান ঘাটগুলির ও সংস্কার করা হচ্ছে। সব জেলায় মাইনরিটি ভবন তৈরি হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ, হোস্টেল, আইটিআই, পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে।

বাংলার সব মানুষ আমাদের গর্ব। আমরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করি না, সকলে একসাথে চলি। সবাইকে নিয়ে চলার নাম মানবিকতা, সর্বধর্ম। দলিত,আদিবাসী, সংখ্যালঘু সবাইকে ভালবেসে এগিয়ে যেতে হবে।

বিভিন্ন এলাকায় কেউ কেউ বন্ধু সেজে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ভাগাভাগি করার চেষ্টা করছে। এইসব অজানা অচেনা লোক টাকার থলি নিয়ে বসে আছে, এদের গুরুত্ব দেবেন না। এরকম লোক দেখতে পেলে সাথে সাথে পুলিশের কাছে অভিযোগ জানাবেন।

সংবাদমাধ্যমকে আমার অনুরোধ তারা সঠিকভাবে যেন তাদের ভূমিকা পালন করেন। কেউ কেউ বাজে ঘটনাকে প্রচার করে। অপরাধ করলে তার শাস্তি হবে, সেখানে কোনরকম কম্প্রোমাইজ করা হবে না।

যে দেশের সবাইকে নিয়ে চলবে সেই হবে দেশ নেতা। যারা দেশকে ভাঙ্গে তারা দেশের নয়, কোন চেয়ারের নেতাও হতে পারে না। তাদের কোন স্থায়িত্ব থাকে না।

হিন্দুধর্ম সর্বজনীন, সবাইকে গ্রহণ করে। হিন্দু ধর্ম ভাগাভাগি করতে শেখায় না। কেউ যদি নিজের ইচ্ছেমতো ধর্ম পালন করে তাঁর সঙ্গে আমরা একমত নই। নিজের ধর্মের সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও ভালোবাসতে শেখায় হিন্দু ধর্ম।

সবাইকে নিয়ে চললে আপত্তিটা কোথায়? ওরা আমায় বলে আমি কাদের জন্য কাজ করব, কাদের সঙ্গে কথা বলব? আমি সবার জন্য কাজ করি। যারা সমাজের দুষ্টু লোক, যারা কুৎসা, চক্রান্ত, ষড়যন্ত্র ও চক্রান্ত করে তারা ভাগাভাগি চায়। এটা সাময়িক, ভরসা রাখুন। আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় ভরসা।

Bonyopran Sathi launched to support wildlife conservation

The Bengal Government’s Forest Department, in a unique bid to garner public support for wildlife conservation, has launched a project, Bonyopran Sathi (Honorary Wildlife Volunteer Service Programme), that offers wildlife enthusiasts to venture into core areas of forests, especially in north Bengal and the Sundarbans, to get real-life experiences on how to deal with animals.

The initiative was kicked off in north Bengal on November 26, in which 13 persons are being allowed to spend nights in as many as six core areas in the forests of Jaldapara, Gorumara and Buxa.

Visitors will be taken in small groups of 10 to 15 to six earmarked core areas of forests in north Bengal forest and the Sundarbans.

The visitors will stay with forest guards in camps, which will also give them the experience of keeping guard in the forest. Before a tour starts, they will be provided a day-long training on how to behave if they come close to an elephant, a leopard or a deer during their adventure. A team will be accompanied by two Forest Department officials, who will be experts in handling wild animals.

The programme, which was announced some months back, has already attracted a lot of wildlife enthusiasts, with the Forest Department website receiving as many as 128 applications. The programme is open only to residents of Bengal over the age of 18.

 

Source: Millennium Post

 

 

গরুমারা জাতীয় উদ্যানে শুরু দেশের প্রথম বণ্যপ্রাণ সাথী প্রকল্প

গরুমারা জাতীয় উদ্যানে শুরু হল দেশের মধ্যে প্রথম বন্যপ্রাণ সাথী প্রকল্প, উদ্বোধন করলেন বনমন্ত্রী। বন কর্মীদের সঙ্গে ঘন জঙ্গলে থাকতে হবে। কাজ করতে হবে বন কর্মীদের সঙ্গে। এক কথায় অভূতপূর্ব অভিজ্ঞতার সুযোগ। প্রথম পর্যায়ে ডুয়ার্সের একাধিক জঙ্গলে কাজ করবেন ১৩ জন বন্যপ্রাণ সাথী। সুন্দরবনেও চালু হবে এই প্রকল্প।

জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ চিতাবাঘের গর্জন। খুব কাছ থেকে হাতির দলের যাতায়াত। বাইসনের দৌড়। নাম না জানা পাখিদের কলবর। শহুরে জীবন থেকে একেবারে অন্য জগতে কয়েকটা দিন-রাত। পরিবেশ প্রেমীদের জন্য সেই সুযোগ করে দিয়েছে বন দফতরের বন্যপ্রাণ সাথী প্রকল্প।

বন্যপ্রাণ সাথী প্রকল্পে অংশ নিতে ১২৮টি আবেদন জমা পড়ে, তার মধ্যে ১৩ জন বন্যপ্রাণ সাথীকে বাছাই করা হয়েছে। ১৩ জনের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। বনকর্মীদের সঙ্গে সবসময় জঙ্গলে থাকবেন তাঁরা। রাতে পাহাড়ার দায়িত্বেও থাকবেন বন্যপ্রাণ সাথীরা।

বন দপ্তরের এই উদ্যোগে খুশি পরিবেশ প্রেমিরা।

 

Source: Millennium Post

E-office system for State Govt offices from January 2018

Bengal is a leading state in the country when it comes to e-governance, and has been recognised as such through various awards, both by the Central Government and private organisations. Various websites and other initiatives have been rewarded with the National Awards for e-Governance, SKOCH Award, Golden Peacock Award, etc.

To further this initiative, the Bengal Government has decided that from January 2018, government offices would be converted into e-offices.

All paper documents of all departments would be scanned in a step-by-step manner and stored online. Easy retrieval systems would be put in place and communicated to all concerned officials.

E-governance, initiated by the Trinamool Congress Government, has led to massive transparency in the running of the State Government, a far cry from the ways of the previous Left Front Government.

Another advantage is that there is no chance of the loss or misplacement of files. Also, one need not go from one table to another or from room to another to get hold of a file – everything is available at the end of a few clicks.

Among the many online systems implemented by the government are the Government Receipt Portal System (GRIPS) of Finance Department, e-tendering (now all tenders issued by the government are done so online), online single-window clearance system for large-scale industries, etc.

 

Source: Anandabazar Patrika

 

 

২রা জানুয়ারী থেকে রাজ্য সরকার চালু করছে ই-অফিস ব্যবস্থা

২রা জানুয়ারী, ২০১৮ থেকে রাজ্যে ফাইলের জায়গা নেবে ই-অফিস। কর্মীদের টেবিলে থাকবে কম্পিউটার। সেখানেই তৈরি হবে ফাইল। মাউসের এক ক্লিকেই কম্পিউটারে ভেসে উঠবে ফাইলের একের পর এক পাতা।

টেন্ডার দেওয়া, কর ব্যবস্থার হিসেব, এমনকী ফাইল ট্র্যাকিংয়ের মতো বহু কাজ এখন ই-অফিসের মাধ্যমে হচ্ছে।

সরকারি আইন ও মামলা সংক্রান্ত ফাইল, কোনও তদন্তের ফাইল, সরকারের নীতি সংক্রান্ত ফাইল, বেশি দামে কেনাকাটার কোনও ফাইল— দৈনন্দিন প্রয়োজনে লাগা এই গুরুত্বপূর্ণ ফাইলগুলি অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে এই ধরনের ফাইলের স্ক্যান করা প্রতিলিপি রাখা থাকবে ই-অফিসে। পরের ধাপে এর বাইরে থাকা ফাইলগুলি শুধু স্ক্যান করে ই-অফিসে রেখে দেওয়া হবে। এখন বিভিন্ন দপ্তর তাদের ফাইলের তালিকা তৈরি করছে।

সরকারি অধিকর্তাদের মতে, যে কাজ করতে দু’মাস লাগতো, ই-অফিসে সেটাই হতে পারে কয়েক দিনে। ই-অফিস থেকে ফাইল হারানোর সম্ভাবনা নেই। নিয়ম মেনে কাজ করলে ফাইল খুঁজে বের করতে বেশি সময় লাগার কথা নয়। আবার, ফাইলের রেকর্ড একবার সার্ভারে চলে গেলে তা নষ্ট করা কঠিন।

কম্পিউটারে ফাইলের তথ্য-ভাণ্ডার থাকলে দপ্তরের মন্ত্রী-সচিবরা সহজেই কাজের অগ্রগতি দেখে নিতে পারবেন। প্রতিটি দপ্তরের সব তথ্য মজুত থাকবে রাজ্য সরকারের কেন্দ্রীয় সার্ভারে।

 

 

Subhanna – the new administrative building in Salt Lake

Chief Minister Mamata Banerjee will inaugurate Bengal Government’s new secretariat at Salt Lake today. It has been named ‘Subhanna’ by the Chief Minister herself, in the style of Nabanna, the name of the existing secretariat on the banks of the Ganga.

This new secretariat building would house offices of various State Government departments which are at present spread out across Kolkata. Some of the departments include ‘Pay and Accounts’ department of the Finance Ministry, Panchayat, Consumer Affairs, Social Welfare and Child Development among others.

A few offices have already been shifted, including those of the Panchayat and Rural Development Department. More will shift in the coming weeks.

The 14-storey building is beautifully designed, in an eye-catching mélange of tradition and modernity. While the glass-and-steel façade gives it a modern corporate look, beautiful traditional flowery patterns in the form of panels stretch around the building. Blue and white glass panels have been used for the façade. Placed atop the entrance is the name of the building in Bengali, in the form of blocks, in dual shades of blue.

The first four floors are meant to be used as parking space. The top floor has two auditoriums, each with a seating capacity of 400. A cafeteria is also located there. The building has two gates, one for vehicles and the other for people. The entrance from the direction of Bikash Bhavan has a beautiful gate adorned with the logo of Biswa Bangla.

 

Source: Bartaman

 

 

সল্টলেকে নয়া সরকারি ভবন ‘শুভান্ন’

মহাকরণকে হেরিটেজ রূপ দিয়ে সংরক্ষিত করতে চায় রাজ্য সরকার। সেই কারণে তার সংস্কারের কাজ চলছে। সেখানের অফিসগুলিকে জায়গা করে দিতে সল্টলেকের অফিসপাড়ায় একেবারে কর্পোরেট ধাঁচে তৈরি হল রাজ্য সরকারি অফিস ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের অনুকরণে এর নাম রাখলেন ‘শুভান্ন’।

অত্যন্ত দৃষ্টিনন্দন ওই ১৪ তলা বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হল, একতলা থেকে চারতলা পর্যন্ত গাড়ি রাখার ব্যবস্থা থাকছে। বাকি অংশে থাকছে সরকারের বিভিন্ন দপ্তরের অফিস। ইতিমধ্যে অর্থদপ্তরের পে এন্ড একাউন্টস বিভাগ, পঞ্চায়েত, কনসিউমার অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার ও চাইল্ড ডেভেলপমেন্ট ইত্যাদি দপ্তর সেখানে আসবে বলে চূড়ান্ত হয়ে গিয়েছে।

অত্যাধুনিক ঝাঁ চকচকে নবনির্মিত বাড়ির নীচের চারতলায় যেমন কয়েকশো গাড়ি থাকতে পারবে, তেমনি সবচেয়ে উপরের তলায় ৪০০ জনের বসার ব্যবস্থাসহ দু’টি অডিটোরিয়াম থাকছে। অর্থাৎ ৮০০ জনের বসার ব্যবস্থা হবে। তাছাড়াও থাকছে ক্যাফেটেরিয়া।

ওই বহুতল ভবনে দুটি গেট থাকছে। একটি দিক দিয়ে গাড়ি ওঠানামা করবে। আর একটি দিক দিয়ে সরকারি কর্মচারী ও অফিসাররা যাতায়াত করবেন। বিকাশ ভবনের দিক দিয়ে বাড়িতে ঢোকার মুখে বিশ্ববাংলার লোগো লাগিয়ে সুন্দর গেট তৈরি করা হয়েছে। নীল সাদা রংয়ের সঙ্গে অন্য রংয়ের মিশ্রন ঘটিয়ে সুন্দর গ্লাস দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। পুজোর আগে মুখ্যমন্ত্রী ভবনটির উদ্বোধন করবেন।

 

Source: Bartaman and Sangbad Pratidin

Image source: kolkata24x7.com

KMC to set up its first day-care school for girls

For the first time, Kolkata Municipal Corporation (KMC) is going to open a day-care school for girls.

The primary reason for opening this school is to take better care of the children from low-income families, where both the parents have to go out to work every day, and who make up the greater number of children attending the KMC-run schools.

The school is being built on Kashiswar Chatterjee Lane in Cossipore, which falls within ward number 1. It will start at 8 AM and get over at 5 PM. Besides studies, the school will also take care that the children get adequate time to play, get meals, etc.

KMC has plans to start similar schools in south and central Kolkata, Behala, Jadavpur and other areas.

 

Source: Bartaman

 

 

মেয়েদের জন্য এই প্রথম ডে-কেয়ার স্কুল খুলছে পুরসভা

মেয়েদের জন্য এই প্রথম একটি ডে কেয়ার স্কুল খুলছে কলকাতা পুরসভা। প্রতিদিন এই স্কুল খুলবে সকাল ৮টায়। অভিভাবকরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সকালেই স্কুলে পাঠাতে পারবেন। ছুটি হবে বিকেল ৫টায়।

এই সময়ের মধ্যে পড়াশুনো তো বটেই, সেইসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলো ইত্যাদি শিশুর বিকাশের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থাই থাকবে। কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৪/১এ, কাশীশ্বর চ্যাটার্জি লেনে পুরসভার এই বিদ্যালয়টি গড়ে উঠছে। এলাকা চিহ্নিত করে পাঁচিল দেওয়ার কাজ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে বিদ্যালয়ের ভবন তৈরির কাজ।

পুরসভার বিদ্যালয়গুলিতে সাধারণত শহরের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সকাল থেকে বাবা-মা রুজির টানে বেরিয়ে পড়েছেন। ফলে সেই সময়টায় শিশুর দেখভালের কেউ থাকে না। সুযোগ দিতে পারলে এরকম অনেক স্কুলবিমুখ শিশুকে পড়াশুনোয় আগ্রহী করে তোলা যেতে পারে।

পুরসভার এই উদ্যোগ যদি সাফল্য পায়, তাহলে দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং বেহালা, যাদবপুরের মতো সংযুক্ত পুর-এলাকাতেও এই ধরনের ডে কেয়ার স্কুল গড়ার কথা ভাববে পুরসভা।

Source: Bartaman

Elephant safaris to start in south Bengal

Elephant safaris are common in north Bengal. Now they are going to start in south Bengal too.

The safaris on elephant-back are going to be organised for tourists visiting Joypur in Bankura district for the five-day ‘Elephant Corridor’ Joypur Mela, from December 15. The name refers to the fact that the forest there is a major corridor, or path of migration, for wild elephants. Besides wild elephants, the pristine forest around Joypur is home to deer, peacocks and bears, to see all of which is the safari programme being held.

The fair is just two years old, but is steadily becoming a major tourist attraction. The idea behind the fair is to make people aware of the history, tradition, and art and culture of the region, lying bang in the middle of a major elephant corridor.

The Forest Department is organising these safaris, for which 10 elephants are being trained under the guidance of experienced mahouts.

 

দক্ষিণবঙ্গে প্রথম হাতি সাফারি

আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৫দিন ব্যাপী জয়পুর মেলা উপলক্ষে আগত অতিথিদের হাতির পিঠে চাপিয়ে জঙ্গল ঘোরানো হবে। উত্তরবঙ্গে এ’রকম ব্যবস্থা থাকলেও দক্ষিণবঙ্গে হাতির পিঠে জঙ্গল সাফারি এই প্রথম।

জয়পুর জঙ্গলের মধ্যে অভিজ্ঞ মাহুতদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সাফারির মহড়াও শুরু করেছে ১০টি কুনকি হাতির দল। আগত অতিথিরা যাতে জঙ্গলে হরিণ, ময়ূর, ভাল্লুক ও জংলি হাতি দেখার সুযোগ পায়, তার তোড়জোড়ও শুরু হয়েছে। ‘এলিফ্যান্ট করিডোর’ জয়পুর মেলার বয়স মাত্র ২বছর।

এলিফ্যান্ট করিডোরের ওপর এই জনপদ ও জঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে এই মেলাকে রাজ্যের পর্যটন মাঞ্চিত্রে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে চলেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। প্রথম বছর থেকেই এই মেলা সফলতা লাভ করেছে।

Source: Ma Mati Manush magazine

Three universities to be set up in Bengal

Three Bills were passed this week in the Bengal Assembly for the creation of three universities – The West Bengal Green University Bill, The Purba Medinipur University Bill and The Jhargram University Bill. All three universities would be State Government-funded.

West Bengal Green University would be set up in Hooghly district. It would be a centre of excellence for studies and research in subjects related to environment, surface management, bio-diversity, etc. Both graduate and postgraduate courses would be conducted here. The courses would be job-oriented. All types of pollution – land, water, surface and noise – would be studied here. This would be the first state university here.

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken several steps for facilitating the holistic development of the education sector. Seventeen universities have already been set up over the last six years, five more are in process, as a result of which many more students have been able to go for higher education.

 

Source: Millennium Post

 

 

বাংলা পাবে আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল রাজ্যে তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ার জন্য প্ৰয়োজনীয় বিল। এই নতুন বিশ্ববিদ্যালয় হল, ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটি, ঝাড়গ্রাম ইউনিভার্সিটি, ও পূর্ব মেদিনীপুর ইউনিভার্সিটি। তিনটি বিশ্ববিদ্যালয়ই হবে সরকারি।

হুগলীতে তৈরি হতে চলা ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন শাখায় পড়াশোনা ও গবেষণার সুযোগ থাকবে। এই বিশ্ববিদ্যালয়টি হবে একটি সেন্টার ও এক্সসেলেন্স। এখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা যাবে। হুগলী জেলার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি।

পাশাপাশি নব নির্মিত জেলা ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলাও পেতে চলেছে নতুন বিশ্ববিদ্যালয়। এছাড়াও, সিস্টার নিবেদিতার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠছে রাজ্যে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে ক্ষমতায় আসার পর থেকেই উদ্যোগী মুখ্যমন্ত্রী। গত ছয় বছরে ১৭টি বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে রাজ্যে; আরও ৫টি নির্মাণের পথে। নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হলে রাজ্যের আগামী প্রজন্ম উপকৃত হবে বিপুলভাবে।

Source: Millennium Post

Bengal Govt to digitise Assembly records

Chief Minister Mamata Banerjee has recently announced that the State Government has decided to digitise the books and records that are there in the library located inside the Assembly building. The new e-library will be located at the Platinum Jubilee Memorial Building inside the Assembly premises, during whose foundation-stone laying she made the announcement. The building will also house a museum, an auditorium and a conference hall.

There are there are more than two lakh books in the existing library, for whose preservation digitisation is essential. The State Education Department will extend support in this connection. Further, after digitisation, the electronic archive would be opened to the public. Researchers from all over the world visit the library in the Assembly to study various books and documents.

Besides digitisation, the Chief Minister announced several other measures. One of this is to make available documents and books from the Assembly library to those who order for them in a much shorter time. For this purpose, staff strength is likely to be increased.

She also said that the documents in Bengali would be translated into English, for which the help of the British Council and Cambridge University might be sought.

Again, tie-ups with Bangladesh can be done as part of an academic exchange since the histories of Bengal and Bangladesh are inextricably linked.

 

Source: The Statesman

 

 

ই-লাইব্রেরীর মাধ্যমে বিধানসভার সমস্ত তথ্যই মানুষের সামনে তুলে ধরতে হবেঃ মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভার ২ লক্ষ বই ও নানা দলিলের ডিজিটাইজেশন করা হবে। একইসঙ্গে দেশবাসীর পাশাপাশি বিদেশীরাও যাতে এইসব তথ্যের মাধ্যমে সমৃদ্ধ হতে পারেন, সেই চেষ্টা করা হবে। বিধানসভায় প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করার পর বলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ক্রেডিবিলিটি বজায় রেখে তা সাধারন মানুষের সামনে তুলে ধরা উচিত।

পশ্চিমবঙ্গ সরকারই প্রথম নেতাজী সুভাষ সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আনা হয়। বিধানসভাতেও গনতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। বিধানসভা গনতন্ত্রের মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা। কলকাতা ও রাজ্য পুলিশের লাইব্রেরী আছে, যা আরও উন্নত করা হবে। বিধানসভার লাইব্রেরীতে যে সতীদাহ প্রথা বিল রাখা আছে তা দেশের সংসদও গ্রহণ করেছে। এগুলিকে ই-লাইব্রেরীর মাধ্যমে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই বিল্ডিং হলে লাইব্রেরীর পরিধিও বাড়বে।

সম্প্রতি লন্ডনে সিস্টার নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণার সময় আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ব্রিটিশ কাউন্সিলর ডিরেক্টরেটের কাছ থেকে তিনি জানতে পেরেছেন ১ লক্ষ বাংলা বই তারা ইংরাজিতে অনুবাদ করেছেন।

ই-লাইব্রেরী তৈরীতে উচ্চশিক্ষা দপ্তরও সহায়তা করতে পারে। এমনকি বিধানসভার সঙ্গেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের চুক্তিও করা যেতে পারে। সমস্ত নথির ইংরেজি অনুবাদ করলে তা আন্তর্জাতিক স্তরে সকলেই বুঝতে পারবেন। এজন্য প্রয়োজনে বিধানসভার কর্মী বাড়াতে হবে। বাংলাদেশের সরকার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেও তথ্যের আদান প্রদান করা যেতে পারে। বাংলা ভাষা বিশ্বে পঞ্চম ও এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম।

বিধানসভায় যে বিল্ডিংটি তৈরী হচ্ছে সেখানে থাকবে লাইব্রেরী, অডিটোরিয়াম।

Source: The Statesman

River-side park of international standard to come up in Diamond Harbour

The State Government has decided to build a park in line with those seen in many well-known tourist places at Diamond Harbour in South 24 Parganas district.

The park will stretch along the bank of the Hooghly River, and will be a stretch of refreshing green.

The park will have steps going down to the river along the entire stretch of the park, with adequate safety measures like security personnel to keep watch. There will be two separate parks for children within the park.

Trees of various species will cover the whole area, including a row of palms. Manicured gardens will be set up at places. There will also be sculptures to beautify the park.

A large lake will be dug up in the middle of the park. There will be two entrance-cum-exits, connected to paths crisscrossing the entire park. Special viewpoints and benches for sitting will be constructed.

Four special picnic zones are part of the blueprint, so that the whole park does not become strewn with plates and other refuse. Last but not the least, there will be toilets located at convenient points inside the park.

 

Source: Bartaman

 

বিদেশের আদলে ডায়মন্ডহারবারে গড়ে উঠবে পার্ক, পিকনিক এরিনা

 

শীতের গোড়াতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর। একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে এবার ডায়মন্ডহারবারে শ্রীহীন গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে।

প্রায় দু’কিমি এলাকা জুড়ে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যবস্থা থাকবে। যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দু’দণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন। সকল বয়সিদের মনোরঞ্জনের কথা ভেবে সেই অনুসারে পরিকাঠামো তৈরি করা হবে। বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করারও পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে। নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে। সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে। যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন। কেউ চাইলে সেখানে বসতেও পারেন। কোথাও কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে। সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে। পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে। পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও। খাওয়ার জন্য বাইরে যেতে হবে না। ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল।

বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেল্লার মাঠকে। পুরো জায়গাকে পিকনিক করার উপযোগী করে তৈরি গড়ে তোলা হবে। সব মিলিয়ে পাঁচটি পিকনিক এরিনা করা হবে। এছাড়া বোটিংয়ের জন্য ব্যবস্থা হবে। পাশাপাশি একটি রোপওয়ে তৈরি করা হবে। ডায়মন্ডহারবার ব্যায়ামাগারের থেকে কেল্লার মাঠ পর্যন্ত রোপওয়েটি করা হবে।

সব মিলিয়ে, ডায়মন্ডহারবারকে সাজিয়ে তোলার এই উদ্যোগ এলাকার পর্যটনের বিকাশ ঘটাবে বলেই আশা করা যায়।