Bengal Govt to develop Milan Mela into international standard trade centre

Milan Mela, the primary exhibition cum convention centre of Kolkata, will be turned into an international standard trade centre in the next 18 months.

The state government has decided to develop a fully air-conditioned structure on a major portion of the 18.40 acre of land. With conversion to an international standard trade centre, all major events can be organised under one roof at any time of a year.

Besides taking steps to give a new shape to Mila Mela Ground, the Mamata Banerjee government is also developing three major infrastructures at Alipore — Saujanya, Uttirnya and Dhanadhanya. A Biswa Bangla Convention Centre is also coming up at Newtown.

Saujanya is a convention centre where major seminars and state functions would be hosted in the city itself. There will also be accommodation facilities for the state guests Saujanya. Uttirnya and Dhanadhanya will house ampi-theatres and indoor stadium with a multi-level car parking lot in front.

 

মিলন মেলা প্রাঙ্গনকে আন্তর্জাতিক মানের ট্রেড সেন্টার হিসেবে গড়বে রাজ্য

আগামী ১৮ মাসের মধ্যে মিলন মেলা প্রাঙ্গনের আধুনিকীকরণ হবে, গড়া হবে আন্তর্জাতিক মানের পরিকাঠামো, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার। এই মেলা প্রাঙ্গনের ১৮.৪০ একর জমির বেশিরভাগ অংশই হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

কলকাতায় কোনও বিদেশি প্রতিনিধি এলে সরকারি বৈঠক করার কোনও নির্দিষ্ট কেন্দ্র এতদিন ছিল না। সেই চাহিদা পূরণ করতে উদ্যোগী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মিলন মেলা প্রাঙ্গনকে একটি নতুন রূপ দেওয়ার পাশাপাশি তৈরী হচ্ছে ‘সৌজন্য’, ‘উত্তীর্ণ’ এবং ‘ধনধান্য’। নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারও তৈরী হচ্ছে।

দিল্লির হায়দ্রাবাদের হাউজের আদলে ‘আলিপুরে’ তৈরি হছে ‘সৌজন্য ‘। এর পাশাপাশি ২০০০ আসনের ওপেন থিয়েটার কেন্দ্র ‘উত্তীর্ণ’ এবং ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’ তৈরি করছে পূর্ত দফতর।

Bengal Govt allocates Rs 300 crore to aid demonetisation-hit workers

The state government has allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

It may be mentioned that state Finance Minister Amit Mitra had announced the unique step of providing financial assistance to “stand beside the skilled workers” while presenting the Budget in the Assembly on February 10. Bengal is the only State in the country to take such a step for demonetisation-hit workers.

On Monday, the state government has decided to allocate Rs 300 crore for the scheme initially in nine districts. Under the scheme, Rs 50,000 each will be given to 50,000 such workers to start their own business so that they can earn their livelihood and don’t have to suffer after losing their jobs due to the hasty decision of the Central government to demonetise high value notes.

 

নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নোটবন্দীর ফলে ভিন রাজ্যে কর্মচ্যুতদের নতুন ব্যবসা শুরু করার জন্য  আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘সমর্থন’।

উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অমিত মিত্র নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের জন্য ৯টি জেলা বেছে নেওয়া হয়েছে। সোমবার ৯ টি জেলায় এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বনিযুক্তিকরণের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার যাতে তারা তাদের নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। প্রতিটি জেলায় এই ধরনের কর্মহীনদের শনাক্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

Bengal takes up 10 Solid Waste Management projects

Bengal government led by Mamata Banerjee has taken up 10 integrated solid waste management projects for 14 urban local bodies, at a cost of Rs 421.69 crore, under Mission Nirmal Bangla.

The urban local bodies are in Kolkata, Dum Dum, North and South Dum Dum, Baranagar, Bhatpara, Naihati, Ashoknagar-Kalyangarh and Habra, Asansol, Krishnanagar, Santipur, Nabadwip and Jalpaiguri.

Tender process of these projects has been initiated and all the urban local bodies have been instructed to create massive awareness.

Under the mission, four districts – Nadia, North 24 Parganas, Hooghly and East Midnapore and its 55 urban local bodies – achieved open defecation free status by completing the construction of more than one lakh individual household laterine.

The government said that another 21 urban local bodies of Burdwan, South 24 Parganas and Coochbehar districts aim to construct more than 1.5 lakh household latrines to achieve open defecation free status by March 2017.

 

নির্মল বাংলা মিশনে নতুন মাত্রা যোগ করতে উদ্যোগ রাজ্যের

নির্মল বাংলা মিশনকে এক নতুন মাত্রা দিতে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। আনুমানিক ৪২১.৬৯ কোটি টাকার এই প্রকল্প ১৪টি পৌরসভাকে কেন্দ্র করে হবে।

এই পৌরসভাগুলি হল কলকাতা, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, ভাটপাড়া, নৈহাটি, অশোকনগর-কল্যাণগড়, হাবড়া, আসানসোল, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ ও জলপাইগুড়ি। নির্মল বাংলা মিশন সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পৌরসভাগুলিকে ।

ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী ও পূর্ব মেদিনীপুর নির্মল জেলার স্বীকৃতি পেয়েছে। মার্চ মাসের মধ্যে বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার জেলার অন্তর্গত ২১টি পুরসভায় ১.৫ লক্ষের বেশি শৌচাগার নির্মিত করা হবে ও তাদের নির্মল জেলার স্বীকৃতি দেওয়া হবে।

 

Provide selfless service to patients with a smile, Didi tells private hospitals

Bengal Chief Minister Mamata Banerjee today urged the private hospitals to treat patients, specially those from economically weaker sections, with a smile. She was speaking at the function of a private hospital in Newtown.

The CM said that hospitals are not a place for business. “The State Government is ready to provide full cooperation to you but not for fleecing the poor,” she reiterated. She added that for incidents of violence at hospitals, law will take its own course.

The CM suggested to the private hospitals that they could start ‘budget section’ for poor people.

On February 22, 2017, the Chief Minister had met with representatives of the private hospitals and nursing homes in and around Kolkata. In the meeting she had announced that a Commission to regulate the private hospitals would be set up.

 

 

হাসিমুখে মানুষের জন্য কাজ করুন, বেসরকারি হাসপাতালগুলিকে বললেন মুখ্যমন্ত্রী

আরও একবার বেসরকারি হাসপাতালগুলিকে রোগীদের প্রতি মানবিক আচরণের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিউটাউনে এক বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন মানবিকতার সঙ্গে, হাসিমুখে মানুষের জন্য কাজ করুন।

মুখ্যমন্ত্রী বলেন, “সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত, কিন্তু গরীব মানুষদের লুঠ করা চলবে না”। তিনি আরও বলেন, হাসপাতালে কোন রকম অশান্তি আমরা সমর্থন করি না। আইন আইনের পথে চলবে।

গরীবদের জন্য বেসরকারি হাসপাতালগুলিকে একটি ‘বাজেট সেকশন’ তৈরী করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

গত ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী টাউন হলে কলকাতা ও আশেপাশের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের জন্য একটি হেলথ রেগুলেটরি কমিশন গঠন করার কথাও ঘোষণা করেন।

 

Bengal Govt sets up Judicial School

The West Bengal Judicial School was inaugurated on Saturday at Newtown by the State Minister in Charge of the Judiciary Department.

The aim of the School would be to act as a training and research centre for all the students, lawyers and even judges and anybody connected to the legal profession.

The Bengal Government has already taken up steps like video conferencing facility in the eight of the State’s correctional homes in order to speed up the legal processes. Three new district courts has also been set up, besides spending Rs 100 crore for the development in the judiciary infrastructure.

 

পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুল চালু হল

শনিবার নিউ টাউনে পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুলের উদ্বোধন করলেন জুডিসিয়ারি দপ্তরের বিচারবিভাগীয় মন্ত্রী।

রাজ্য সরকার বিচার বিভাগীয় আধিকারিক ও আইনজীবীদের জন্য প্রশিক্ষণ দেওয়াই এই স্কুলের উদ্দেশ্য।

রাজ্য সরকারের সহযোগিতায় ৮টি সংশোধনাগারে বিচার প্রক্রিয়ার দ্রুততার কথা ভেবে ভিডিও কনফারেন্সিং চালু হয়েছে। ৩ টি নতুন জেলা আদালতও তৈরি হয়েছে। বিচারপ্রার্থীদের পরিবারের জন্য বিভিন্ন আদালতে ছাউনি তৈরি করা হয়েছে এবং বিচারবিভাগীয় পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা ব্যয় করছে জুডিসিয়ারি দপ্তর।

 

 

Toy train and ropeway among numerous projects to attract more tourists to Digha

From toy train to ropeway, from water ATMs to making the region plastic-free, numerous projects are being launched to make Digha more attractive to tourists. Digha Sankarpur Development Authority is taking up 39 schemes at a cost of Rs 50 crore.

Neglected during the Left Front regime, the Mamata Banerjee Government has brought about large-scale developments to the region. The district and local administrations have also done a lot.

Now, Digha Sankarpur Development Authority has initiated a project to run a toy train from Digha to Udaypur, near the border with Odisha. The train would run along the casuarina tree-lined coastline of Digha and New Digha.

A ropeway is also being planned from Digha to Sankarpur, which would enable tourists to view the beautiful coastline from up above.

New initiatives are also being planned to keep Digha clean, recruitments for which are being planned. Digha has been declared a plastic-free zone, so tourist cars would be checked before they enter Digha to ensure that no such material is being taken inside the resort town. The control on plastic waster would improve the sewage system of the area.

To improve the garbage collection system, garbage trucks running on hydraulic system would be introduced.

All these measure would ensure that Digha becomes a much more attractive place for tourists.

দিঘার পর্যটনে নতুন চমকঃ টয়ট্রেন, রোপওয়ে

পর্যটকদের কাছে আরও আরও আকর্ষণীয় করে তুলতে টয় ট্রেন থেকে রোপওয়ে, ওয়াটার এটিএম মেশিন থেকে প্ল্যাস্টিক ব্যবহার রোধ সহ একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। মোট ৫০ কোটি টাকা খরচ করে ৩৯ টা নতুন প্রকল্প গ্রহণ করেছে পর্ষদ।

বাম আমলে অবহেলিত পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাকে ক্ষমতায় এসেই বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার থেকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেজে উঠেছে দিঘা।

এবার পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে টয় ট্রেন। সমুদ্র উপকুলের ঝাউ বনের ভিতর দিয়ে নিউ দিঘার পিকনিক স্পট ধরে প্রতিবেশী রাজ্য উরিশার সীমান্তবর্তী উদয়পুর অবধি টয় ট্রেন চালানোর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে।

শুধু টয় ট্রেন নয়, পর্যটকদের আকর্ষণের আরও একটা নতুন ডেস্টিনেশন হতে চলেছে রোপওয়ে। দিঘা থেকে শংকরপুর অবধি প্রায় চার কিমি এলাকায় সমুদ্রের ওপর দিয়ে যাবে এই রোপওয়ে। ফলে এবার আর সমুদ্রে স্নান করে কিংবা টয় ট্রেনের ভিতরে বসে ঝাউ বনের মধ্যে যেতে যেতে সমুদ্র দেখার আনন্দ নয়, সঙ্গে জুড়তে চলেছে আকাশের ওপর থেকেও সমুদ্র দেখার আনন্দ।

এমন ৩৯টি প্রকল্প গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

দিঘাকে সাজানোর সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পর্যটকদের উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিঘায় ঢোকার আগেই পর্যটকদের গাড়ি পরীক্ষা করবে এই কর্মীরা। কারণ প্ল্যাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্ল্যাস্টিক মুক্ত হলে দিঘার জল নিকাশি ব্যবস্থা আরও বেশি আবর্জনামুক্ত হবে বলে জানান দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী। দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাইড্রোলিক সিস্টেমের আবর্জনা বহনকারী গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

Mamata Banerjee’s statement on the death of Indian engineer in Kansas, USA

Bengal Chief Minister Mamata Banerjee today reacted on the unfortunate and tragic death of an Indian engineer in Kansas, USA.

She posted on Twitter, “The world is one big family. People from different countries live in different nations. We must all understand this.”

She added, “Saddened and shocked at incident of Indian engineer in Kansas USA who was an unfortunate victim. We don’t support the politics of hate.”

 

আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুতে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোতলার মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ টুইটারে তিনি বলেন, পৃথিবীটা এক বিরাট যৌথপরিবারের মত। পৃথিবী জুড়েই নানা মানুষ নানা দেশে থাকেন। আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারের সাথে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত ও মর্মাহত। আমরা ঘৃণার রাজনীতি সমর্থন করি না।

Bengal Govt to set up Tourist Amenity Centres beside national highways

Ever since she became Chief Minister, Mamata Banerjee’s aim has been to make Bengal an ideal destination for tourists. She has taken various measures towards this goal.

One of them being taken up now is the construction of Tourist Amenity Centres besides the national highways crisscrossing the State. West Bengal Tourism Corporation Limited is in talks with the various petrol pump owners who have facilities on the national highways, to use vacant land around their setups to build Tourist Amenity Centres, in collaboration with private organisations.

Each Tourist Amenity Centre would be equipped with a cafeteria, a restaurant with an in-house kitchen, a small medicine shop and a stationery store. Ramps would be built for wheelchair-bound people. Each centre would also have a special room where mothers would have the privacy to breast-feed their children.

Bengal is quickly becoming a hot destination for tourists, both Indian and international. A massive advertising campaign is already on, where Bengal has been dubbed as the “Sweetest Part of India”. Shah Rukh Khan has been appointed as the State’s brand ambassador.

Bengal is unique in the sense that it is the only State which stretches from the high mountains to the sea. Chief Minister Mamata Banerjee is aiming to make the State with such a diversity of ecosystems the number one in the country in terms of tourist visits, from the current number five.

 

 

জাতীয় সড়কের ধারে তৈরি হচ্ছে ‘সুবন্দোবস্ত সেন্টার’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, পর্যটনে বাংলা আগামী দিনে দেশের মধ্যে এক নম্বর স্থান দখল করবে। এই লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। এবার পর্যটক টানতে নয়া উদ্যোগ গ্রহণ করল পর্যটন দপ্তর। দেশ ও বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে তৈরি করছে ‘ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার’ বা ‘পর্যটক সুবন্দোবস্ত সেন্টার’।

মূলত বাংলার পর্যটনে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে পর্যটন বিভাগ। এর আগেই পর্যটন বিভাগ সারা বিশ্বের কাছে বাংলার পর্যটনকে তুলে ধরতে শাহরুখ খানকে বিজ্ঞাপনে ব্যবহার করেছে। পর্যটন দপ্তরের ট্যাগ লাইন ‘বেঙ্গল – দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’ ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে দেশে ও বিদেশের পর্যটকদের কাছে।

এবার রাজ্যের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কের ওপর ‘সুবন্দোবস্ত সেন্টার’ তৈরি করে দেশ ও বিদেশের পর্যটকদের চমক দিতে চলেছে পর্যটন দপ্তর। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে ঝঞ্ঝাট মুক্ত ও নিশ্চিত যাত্রা তুলে ধরতে পর্যটন বিভাগ এই পরিকল্পনা নিয়েছে।

পর্যটকদের জন্য ‘সুবন্দোবস্ত সেন্টার’ গুলোর পরিকাঠামো কেমন হবে? প্রত্যেক ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টারে থাকছে একটি করে ক্যাফেটেরিয়া, একটি রান্নাঘর সহ রেস্টুরেন্ট, ছোট ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য জিনিসের একটি করে দোকান। প্রতিবন্ধীদের প্রবেশের জন্য থাকবে আলাদা ঢালু রাস্তা। শিশুদের স্তন দুগ্ধ পান করানোর জন্য মহিলাদের জন্য থাকবে আলাদা ঘর। এ ছাড়াও মহিলা ও পুরুষদের জন্য থাকবে আলাদা শৌচালয়। এই সমস্ত সুযোগ-সুবিধার বাইরেও প্রত্যেক সুবন্দোবস্ত সেন্টারের মধ্যে থাকবে বিনা খরচে ওয়াইফাই ব্যবস্থা। সেন্টারের বাইরে থাকবে গাড়ি পার্কিঙের জন্য পর্যাপ্ত জায়গা।

কলকাতা থেকে বকখালি পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ৪টি পর্যটকদের জন্য সুবন্দোবস্ত সেন্টার তৈরি করা হচ্ছে। বাকি ৩টে তৈরি হচ্ছে কলকাতা থেকে দিঘা রুটে।

 

24 February 2017

ভাঙচুর, আগুন লাগানোর রাজনীতি শেষ করবইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

৩৪ বছর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও অনেক হয়েছে। আমায় কেউ দুর্বল ভাববেন না। এই রাজনীতি শেষ করবই। বাংলার ক্লাবগুলিকে বলব একজোট হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে, পল্লীতে গ্রামেগঞ্জে রুখে দাঁড়ান। বাংলাকে বিশ্ব বাংলায় প্রতিষ্ঠা করার শপথ নিন।

 

People hail Bengal CM’s move as ‘milestone’

Appreciation and words of thanks came flooding for Chief Minister Mamata Banerjee from all walks of life on Thursday, a day after she pulled up private healthcare facilities in the city. Citizens of Kolkata and other parts of Bengal welcomed the move to form the West Bengal Health Regulatory Commission to monitor the functioning of the private hospitals and nursing homes.

Calling it a “milestone decision” by the government, the people from the city expressed their heartfelt gratitude to the Chief Minister as they believe that the decision will help the patients in many ways.

It may be mentioned that in an unprecedented move, the Chief Minister on Wednesday pulled up the private hospitals and nursing homes over various issues. The people are happy as the head of the state has come up with a policy to fix accountability on the part of the hospital authorities.

 

বেসরকারি হাসপাতালগুলির জন্য কমিশন গড়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ সাধারণ মানুষের

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে নজরদারি রাখতে হেলথ রেগুলেটরি কমিশন তৈরি করবে রাজ্য| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ সদস্যের সেই কমিটির মাথায় রাখা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সঙ্গে থাকবেন ৫ জন চিকি९সক ও আধিকারিকরা। এই কমিটি মুখ্যমন্ত্রীকে প্রতি মাসে একবার করে রিপোর্ট দেবে।

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট আরও কঠোর করতে আগামী ৩ মার্চ বিল আনা হচ্ছে বিধানসভায়|

উল্লেখ্য এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। বুধবার মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে ‘মাইলস্টোন ডিসিশন’ আখ্যা দিয়েছে মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে।