21 April 2017

আঞ্চলিক দলগুলিকে এক হওয়ার ডাক মমতা

আঞ্চলিক দলগুলির একজোট হওয়ার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজনীতিতে এই ধরনের জোটের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। আর তারই অংশ হিসাবে ওড়িশা সফরে গিয়ে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করলেন বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। দু’জনের মধ্যে রাজ্য-রাজনীতি নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্টেট গেস্ট’-এর মর্যাদা দিয়েছে ওড়িশা সরকার।

 

 

Mamata Banerjee tears into the BJP at Trinamool’s organisational polls

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee today teared into the BJP at party’s organisational polls. Slamming the ruling party at Centre she said that It is the need of the hour for all regional parties to come together for the sake of the nation. Didi said, my message to all regional parties is ‘Be Together, Be United’.

She said, “Trinamool is targeted because we speak for the common people. How many leaders will you put in jails? I dare you to arrest all our MPs, Ministers, MLAs. They are carrying out malicious propaganda. Wherever I go, London, Puri or Delhi, they send workers to disrupt.”

The Chairperson added, “Who are you to decide what a person can eat or wear? Trinamool works for people of all castes, creed, religions. I believe I am a worker of the party. In Trinamool, workers and not leaders are the biggest assets.”

BJP is dividing people based on religious identities. We respect all religions but humanism is our biggest identity. They (BJP) have destroyed the democratic culture of the country with their vindictive politics and vendetta,” Didi said.

Mamata Banerjee lashed out at the BJP for indulging in divisive politics. She said, “Religion means peace and harmony. But BJP gave arms to children during their rally. BJP only believes in conspiracies not rule of law.

I am proud of my religion. I am proud of all religions. Hinduism means tolerance. BJP is defaming Hinduism. Riots cannot be religion. Religion unites people, does not divide them. Be proud of the land you are born in. This is our motherland. We are proud of it.”

She told party workers that the next two years as a challenge. “We have to fight against the malicious propaganda and conspiracies. They are bringing cadres from other States to incite trouble in Bengal. We have to be very careful,” Didi added.

She also took on the BJP for their malicious propaganda on social media. “BJP spends crores on social media. They put fake photos and distort my words. We have to counter them. They post photos and videos of Bangladesh and say it is Bengal. They are spreading rumours.”

She also reiterated that Trinamool will continue to fight for the people. “As a political party we have a responsibility. We have to fight valiantly. We will not tolerate politics of vindictiveness. India is a vast country with a lot of diversity. We will not allow politics of ‘Divide & Rule’. Let us stand for unity,” was her message.

She slammed the BJP for destroying the federal structure of the country. She maintained the voice of the press-media has been muzzled by the Centre.

 

তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন। সব সব আঞ্চলিক দলগুলির প্রতি দিদির বার্তা ” এক হও, একজোট হও”।

তিনি বলেন, “তৃণমূলকে বারবার টার্গেট করা হয় কারণ তারা সাধারণ মানুষের হয়ে কথা বলে। কত জন নেতাদের ওরা জেলে পাঠাবে? ওদের সাহস থাকলে আমাদের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের গ্রেফতার করুক”।

সভানেত্রী আরও বলেন, “মানুষ কি খাবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? তৃণমূল সব ধর্মের, সব জাতির মানুষের জন্য কাজ করে। আমি মনে করি আমি দলের একজন কর্মী। নেতারা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের বড় সম্পদ”।

বিভাজনের রাজনীতি করার জন্য এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, “ধর্ম মানে শান্তি ও সম্প্রীতি। অথচ বিজেপির মিছিলে ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।

বিজেপি শুধু চক্রান্ত ও ষড়যন্ত্র করে। ওরা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। প্রেস মিডিয়া ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠ রোধ করে দিয়েছে।

আমি আমার ধর্মের জন্য গর্বিত। হিন্দুধর্ম মানে সহনশীলতা। বিজেপি হিন্দুধর্মকে অপমান করছে। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে জোরে, ভাগ করে না।

আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশের জন্য গর্বিত হোন। এটা আমাদের মাতৃভূমি”।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওদের কুৎসা ও অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরও সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে বিজেপি। জাল ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ফটো, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। গুজব ছড়াচ্ছে ওরা, ওতে কান দেবেন না”।

তাঁর বার্তা, “রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সাহসিকতার সঙ্গে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা বরদাস্ত করব না ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না। আসুন আমরা এক হই”।

 

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।

 

 

Mamata Banerjee unanimously elected Chairperson of All India Trinamool Congress

The organisational election of the Trinamool Congress was held today where Mamata Banerjee was unanimously elected the Chairperson of the party.

The programme was held at Netaji Indoor Stadium. Trinamool Congress was set up in 1998 and Mamata Banerjee has been elected the Chairperson of the party in 2001, 2006 and 2011 in the past. The next election will be held after 6 years.

Didi said she considers herself a worker of the party. Our workers are our biggest assets, she added.

For the full speech of Mamata Banerjee at today’s organisational elections, click here.

 

তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল দলটি তৈরী হওয়ার পর ২০০১, ২০০৬ ও ২০১১ সালে দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদি বলেন তিনি দলের এক কর্মী মাত্র। দলের কর্মীরাই সবচেয়ে বড় সম্পদ।

 

Our civil services cadets are like our family members: Bengal CM at the inauguration of Uttirna

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the newly-constructed open air stage – Uttirna – at Alipore. Uttirna is a state-of-the-art open-air stage with the capacity to accommodate 1,968 people at a time and it is one of the dream projects of the Chief Minister.

Uttirna comprises a stage, green room, banquet hall, food court, media centre, cafetaria, conference room and other services. Uttirna is part of the ‘Dhana Dhanyo’ project being carried out by the Public Works Department.

The state government for the first time held a programme on the occasion of Civil Services Day at Uttirna today. It was be attended by officials of the West Bengal Civil Service, Indian Administrative Service and Indian Police Service and dignitaries of the cultural field.

 

The salient points of Mamata Banerjee’s speech:

  • Our civil services cadets are like our family members. We are proud of them.
  • This place was a waste land before. We have turned it into an open-air theatre now.
  • Conferences and exhibitions can be held at Uttirna. It has a seating capacity of 2,000.
  • We are also building a stadium, ‘Dhana Dhanyo’ with a seating capacity of 3,000.
  • We are also setting up ‘Saujanya’ – a State Government guest house – at Hastings.
  • We respect all languages but we cannot forget our own language and our roots. We must respect Bengali.
  • We are setting up a convention centre of international standards at New Town. We have set up Mother’s Wax Museum there.
  • We have set up 41 multi super hospitals, 300 SNCUs, 60 SNSUs, polytechnics, ITIs, 66 colleges, 15 universities.
  • There is a lot of potential in Bengal. We want more IAS and IPS officers to come to the State.
  • We have registered 80,000 folk artistes under the Lok Prasar Scheme. We will register 1 lakh more artistes.
  • Health care is free in Bengal. Even private hospitals are covered under the Swasthya Sathi Scheme.
  • We have started paternity leaves for State Government employees.
  • Civil services cadets are sent to Singapore for training.
  • Civil services officers form the policy implementation groups of the State Government.
  • We have conducted over 160 meetings at the block level covering all the districts. This is a precedent for other States.
  • We have set up 26 helipads in the State.
  • We are setting up airports in Malda, Balurghat and Cooch Behar.
  • We are developing six theme cities across the State.
  • From day one, we have worked for e-governance. We received the Golden Peacock Award for e-services.
  • Scholarships like Kanyashree and Yuvashree, pensions and salaries are all paid online.
  • There are 716 villages in Bengal without banks or post offices, so we cannot insist on cashless payment there.
  • Eight crore people in Bengal receive rice at Rs 2 per kg.
  • We are bearing the burden of a huge debt. But still we are following FRBM and working for the people.
  • We need more and more civil services officers. They create employment opportunities for others.
  • Every year we will observe Civil Services Day at Uttirna.

 

আজ ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ আলিপুরে ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০০ আসন বিশিষ্ট এই ৫ তলা মুক্তমঞ্চটি পূর্ত দপ্তরের ‘ধন ধান্য’ প্রকল্পের অন্তর্গত।

‘উত্তীর্ণ’ তে থাকছে একটি স্টেজ, গ্রীন রুম, ব্যাংকোয়েট হল, কনফারেন্স রুম, মিডিয়া সেন্টার, ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট ও অন্যান্য পরিষেবা।

আজ ‘উত্তীর্ণ’ তে রাজ্য সরকার সিভিল সার্ভিস দিবস উদযাপন করে।

 

মুক্তমঞ্চ ‘উত্তীর্ণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  • আমাদের সিভিল সার্ভিস কর্মীরা আমাদের পরিবারের সদস্য। আমরা ওদের জন্য গর্বিত
  • আগে এখানে জঙ্গল ছিল। এই জায়গাটায় আমরা একটা মুক্তমঞ্চ তৈরী করেছি
  • বিভিন্ন কনফারেন্স, প্রদর্শনী করা যাবে এই ২০০০ আসন বিশিষ্ট ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে
  • আমরা ৩০০০ আসনের ‘ধনধান্য’ স্টেডিয়াম তৈরী করছি
  • আরও একটি সরকারী গেস্ট হাউস ‘সৌজন্য’ তৈরী হচ্ছে
  • আমরা সব ভাষাকে শ্রদ্ধা করি। আমরা আমদের নিজেদের ভাষাকে ভুলে যেতে পারি না
  • নিউটাউনে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হচ্ছে। আমরা মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরী করেছি
  • ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩০০টি SNCU,৬০টি SNSU,পলিটেকনিক কলেজ, আইটিআই, ৬৬টি নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরী করেছি
  • বাংলায় অনেক কাজের সুযোগ আছে। আমরা চাই আরও আইএএস, আইপিএস অফিসার আসুক রাজ্যে
  • ৮০ হাজার লোকশিল্পীকে আমরা লোক প্রসার প্রকল্পের আওতায় এনেছি, আরও ১ লক্ষের নাম নথিভুক্ত করা হবে
  • বাংলায় বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা পাওয়া যায়। বেসরকারী হাসপাতালগুলিকেও স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • আমরা সরকারী কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করেছি। সিভিল সার্ভিস কর্মীরদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে
  • সিভিল সার্ভিস কর্মীরাই নীতি বাস্তবায়ন করেন
  • বিভিন্ন জেলার ব্লকস্তরে আমরা ১৬০টি প্রশাসনিক বৈঠক করেছি। অন্য রাজ্যগুলির জন্য এটি একটি উদাহরণ
  • আমরা ২৬ টি হেলিপ্যাড তৈরী করেছি। মালদা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দর তৈরী হচ্ছে
  • আমরা ৬ টি থিম সিটি তৈরী করছি
  • প্রথম দিন থেকে আমরা ই-গভরন্যান্স চালু করেছি। ই-সার্ভিসের জন্য আমরা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছি
  • কন্যাশ্রী, যুবশ্রী, পেনশন, বেতন সব কিছু অনলাইন মাধ্যমে দেওয়া হচ্ছে
  • বাংলার ৭১৬টি গ্রামে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই। সেখানে ক্যাশলেস পেমেন্ট বাধ্যতামূলক করা যাবে না
  • বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন
  • আমাদের মাথায় বিপুল ঋণের বোঝা। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • আমাদের আরও সিভিল সার্ভিস কর্মী চাই। ওরা অনেক বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থান করেন
  • প্রত্যেক বছর আমরা উত্তীর্ণতেই সিভিল সার্ভিস দিবস উদযাপন করব

 

 

Regional parties can defeat the BJP together: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday called on her Odisha counterpart Naveen Pattanaik in Bhubaneshwar.

Addressing the media following the meeting, she said that BJP is not a threat to regional parties and that the regional parties can together defeat the BJP. She also said that she wanted to strengthen the federal structure of the country.

The CM also slammed the BJP for indulging in “divisive” politics. She said: “They (BJP) wanted to divide the nation in the name of religion, region and caste. They pit Hindus against Muslims, Christians against Hindus, SC/STs against General caste. They are even dividing Hindus. We don’t do it. We want unity.”

Mamata Banerjee said that regional parties are always in contact. “It is a continuous process. We want to strengthen the federal structure in the country. All the States are important.”

 

আঞ্চলিক দলগুলি একসাথে বিজেপিকে হারাতে পারবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কোন থ্রেট নয়। আঞ্চলিক দলগুলি একসাথে ওদের (বিজেপি) হারাতে পারবে”।

বিজেপির বিভাজনের রাজনীতির নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা জাতিধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের, হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের, জেনারেল কাস্টের বিরুদ্ধে SC/ST-দের উত্তক্ত করছে। এমনকি হিন্দুদের মধ্যেও ওরা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এসব করি না। আমরা একতায় বিশ্বাস করি”।

মুখ্যমন্ত্রী বলেন, “আঞ্চলিক দলগুলি সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা চাই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হোক। সব রাজ্যই গুরুত্বপূর্ণ”।

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।

 

Bio-lab to come up at Abash to promote organic farming

Bengal Government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore at a cost of more than Rs 1 crore to promote organic farming.  The decision to set up the laboratory has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops.

All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. Preliminary tasks needed to set up the lab have already been undertaken and the work to set it up will start begin.  This comes at the time when the state agriculture department has taken several measures to ensure increase in organic farming.

The state government has also allotted around 25 acres of land to the Centre to set up a dedicated groundnut research station at Abash; one such research station in Jaunpur and the second of its kind is coming up in Bengal. Eastern and north eastern states would get additional benefit with the setting up of the research station in Bengal.

 

পশ্চিম মেদিনীপুরের আবাসে জৈব চাষের বিকাশের জন্য গড়া হবে বায়ো ল্যাব

আলু -পটল , শাক -সবজি থেকে শুরু করে মাছ -মাংসে ‘অরগানিক ‘-এর এখন বিপুল চাহিদা। বহু ব্যবসায়ী বিক্রিত পণ্য ‘জৈব ‘বলে দাবি করেন। কেমিক্যাল ব্যবহার হয়নি ভেবে ক্রেতাও তা হুড়মুড়িয়ে কেনেন। জিনিসগুলি জৈব কি না তা বোঝার জন্য পরীক্ষাগার থাকলেও সেখানে নিখুঁতভাবে জানা সম্ভব ছিল না।

রাজ্যের কৃষি দফতর এবার এক কোটি টাকার ও বেশি ব্যয় ‘বায়ো ল্যাব ‘ তৈরি করছে। রাজ্য সরকারের উদ্যোগে এবার পশ্চিম মেদিনীপুরের আবাসে একটি পরীক্ষাগার তৈরি হচ্ছে। কৃষিজাত পণ্য ও মাছ জৈব কি না তা নিখুঁতভাবে জানতে আর কোনও সমস্যা হবে না।

ওই এলাকায় চিনাবাদাম গবেষণার জন্য ২৫ একর জমি বরাদ্দ করেছে। ওই জমিতে গোটা দেশের চিনাবাদাম পরীক্ষা হবে। পূর্ব ভারতে এমন পরীক্ষাগার নেই।

 

Sabujdwip set to be Bengal’s latest eco-tourism hotspot

Bankura’s Sabujdwip, one of the popular tourist spots at Raipur block is turning to be an eco-tourism hotspot. The river Kanshabati has bifurcated in a place here and reunites again after going some distance. The island in between two bi-furcated streams is known as Sabujdwip.

With ‘sal’ forest on one side and the gushing Kanshabati river on the other, the place is not very far away from Kolkata. The eco-tourism there has gathered huge popularity among those who visit Bankura. The area, surrounded by ‘sal forest’ on one side and a stream of Kanshabati on the other, is also near to Mukutmanipur and Jhilimili — two famous tourist destinations. Susunia hills are also close to the area.

The state government has framed an adventure tourism policy in some areas of Bankura and Purulia. The state Tourism department began to work on a draft plan following the instruction from the CMO. Bengal Chief Minister had announced to promote tourism in these sectors during her district visit to Bankura. She had particularly mentioned the areas around Susunia hills to be promoted.

 

বাঁকুড়ার সবুজদ্বীপে ইকো ট্যুরিজমের বিকাশের উদ্যোগ রাজ্যের

বাঁকুড়ার মানচিত্রে জুড়ল নতুন পর্যটন কেন্দ্র – সবুজদ্বীপ। বাঁকুড়ার রায়পুর ব্লকের সবুজদ্বীপ অন্যতম একটি জনপ্রিয় জায়গা। এটিকে ইকো ট্যুরিজম হটস্পট করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর। শাল জঙ্গলে ঘেরা কংসাবতী নদীর কোলে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। কংসাবতী দু’ভাগে বিভক্ত হয়ে গিয়ে আবার একটু দূরেই মিশে গেছে। এই দ্বীপের অংশটুকুর নামই সবুজদ্বীপ।

এক পাশে রয়েছে শাল বন এবং অন্যদিকে কংসাবতি নদী – জায়গাটি কলকাতা থেকে খুব দূরে নয়। এই ইকো-ট্যুরিজম সেখানে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এলাকাটির, এক পাশে শাল বন এবং অন্যদিকে কংসাবতি নদীর একটি প্রবাহ রয়েছে, যা মুকুটমানপুর ও ঝিলিমিলি – এই দুটি বিখ্যাত পর্যটন স্থলের কাছেই। শুশুনিয়ার পাহাড় এই এলাকার বেশ কাছাকাছি অবস্থিত।

বাঁকুড়া ও পুরুলিয়ার বেশ কিছু জায়গায় পর্যটনে জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য পর্যটন বিভাগ একটি খসড়া পরিকল্পনার কাজও শুরু করেছে। বাঁকুড়া জেলা সফরে এসেই এই অঞ্চলে পর্যটনকে আরও উন্নীত করার কোথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষভাবে শুশুনিয়ার পাহাড়ের কথাই উল্লেখ করেন তিনি।

 

Image source

 

 

Another set of 22 bike taxis to be introduced in Rajarhat, New Town

The Benngal Transport department on Wednesday introduced another set of 22 bike taxis that will serve as last-mile connectivity vehicles in Rajarhat and New  Town respectively.

The Transport department had already introduced around 21 bike taxis for Rajarhat and New Town on March 16. The bike taxis were named as K Bike Taxi.

The state Transport department had framed a set of guidelines that all the operators of bike taxis will have to follow. Such guidelines have been framed considering the safety and security of passengers.

Panic buttons have been made mandatory in the bike taxis and at the same time the fare will also be controlled by the transport department. Moreover, riders of the bike taxis will carry an additional helmet that the pillion rider might need to put on while availing the service. At the same time, raincoats for pillion riders during the monsoon season will also be provided.

 

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি। ইতিমধ্যেই মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর রাজারহাট ও নিউটাউনের পরিবহণের সুবিধার্থে চালু করে বাইক ট্যাক্সি পরিষেবা। বাইক ট্যাক্সি গুলির পোশাকি নাম রাখা হয়েছে ‘কে বাইক ট্যাক্সি’।

রাজ্য পরিবহণ সংস্থা কিছু নিয়মাবলী তৈরি করেছেন যা সকল বাইক ট্যাক্সি’কে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে।

বাইক ট্যাক্সিতে থাকছে একটি প্যানিক বোতাম; পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহণ দপ্তর। এছাড়া বাইক ট্যাক্সিতে একটি অতিরিক্ত হেলমেট রাখতে হবে যেটা যাত্রী পরবেন ও বর্ষাকালের কথা মাথায় রেখে এই বাইক ট্যাক্সিতে যাত্রীদের জন্য একটি রেনকোটও থাকবে।