State Govt to launch 10,000 e-rickshaws

The Bengal Government has decided to launch 10,000 e-rickshaws in the State before the panchayat elections in 2018. It would entail a cost of Rs 365 crore on the part of the State Government.

The primary aim of this scheme is giving a means of employment to the youth in rural areas. The scheme is part of the Swami Vivekananda Swanirbhar Prakalpa, one of the glittering successes of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

These e-rickshaws are battery-run and hence environment-friendly. Each charge lasts for a few days, depending on the usage.

Of the cost of Rs 1.25 lakh for each e-rickshaw, 30 per cent would be borne by the Government as a grant, 55 per would be given as loan by banks and 5 per cent would have to be given directly by the buyer.

The Department of Self-Help Group & Self Employment would be in charge of running this scheme.

The State Government is also thinking of permitting e-rickshaws to run in the suburbs of Kolkata.

 

১০হাজার ই -রিকশা নামাতে তৎপর রাজ্য সরকার

রাজ্য জুড়ে জেলাগুলিতে মোট ১০ হাজার ই -রিকশা নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ন ‘মাসের মধ্যে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩৬৫ কোটি টাকা।

গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষেই সরকারের এই অভিনব উদ্যোগ। সরকারি সূত্রের খবর ,স্বামী বিবেকানন্দ স্ব -নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পে বেকার যুবকদের হাতে ই – রিকশা তুলে দেওয়া হবে।

চিনা প্রযুক্তিতে তৈরী ই -রিকশা কিনতে গড়ে খরচ পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার মধ্যে ৩০ % টাকা রাজ্য অনুদান হিসাবে দেবে। ৫% টাকা গ্রাহককে মেটাতে হবে। বাকি ৫৫% অর্থ ব্যাঙ্ক দেবে ঋণ হিসাবে। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে স্ব -নিযুক্তি দপ্তর।

 

 

Bengal’s children’s commission to now look after rights of prisoners’ children

Bengal’s State Commission for Protection of Child Rights is now going to get involved with the care and protection of children of prisoners.

Soon, it will start enquiring after the condition of children of prisoners who are growing up with their mothers inside the prisons. They have already asked for reports from correctional home authorities in Bengal.

The job of the commission is to look after the rights of children, and whether these are being violated in any way. Now it has added prisoners’ children to its list of duties, which is a welcome step.

It would ensure that though these children lead a life unlike most children, they do not suffer from any major disadvantages with regard to education, physical and mental health, diet, etc. it would also try to see whether these children, wherever possible, could be sent to children’s homes.

 

এবার থেকে জেলবন্দীদের সন্তানদেরও দেখভাল করবে বেঙ্গল চিলড্রেন কমিশন

বেঙ্গলস স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবার থেকে জেলবন্দীদের সন্তানদেরও দেখভাল করবে। জেলের ভিতর যে যে শিশু তাদের মা’দের সঙ্গে বড় হচ্ছে তাদের দেখাশোনা করবে কমিশন। তারা ইতিমধ্যেই সংশোধনাগারে এই বিষয়ে রিপোর্ট দাবি করেছে।

কমিশনের কাজ শিশুদের অধিকার রক্ষা করা। তারা এবার জেলের বন্দীদের শিশুদের অধিকারও রক্ষা করবে।

যদিও এই শিশুরা আর পাঁচটা শিশুর মতো জীবন পায়নি, তাও কমিশন চেষ্টা করবে এই শিশুরা যেন শিক্ষা, শারীরিক, মানসিক ভাবে কোনও বাধার সম্মুখীন না হয়। পরে সম্ভব হলে, এই শিশুদের হোম-এ পাঠাবার চেষ্টাও করা হবে।

 

 

Bengal CM holds meeting with private schools and colleges

Bengal Chief Minister Mamata Banerjee held a meeting with the heads of private schools, colleges and other educational institutions and discussed fee disparity with their representatives.

The Bengal Government has taken a stand to see that poor and meritorious students get opportunity to study in the institutions of their choice.

Recently the Bengal Government mooted on the three-language forumla and have suggested that Bengali should be one of the three languages in school curriculum.

 

Highlights of her speech: 

There are around 12,500 schools in our state

Bengal’s merit is famous in the world; it is the source of our excellence

Money cannot judge merit

Some schools even charge for exercise books, uniforms

Some schools take huge donation fees

Why should fees and session fees be separate?

We have started the three-language formula; we want students to know their mother tongue

We do not want to make things compulsory, students should choose their subjects

There is no differentiation in Bengal. Here everybody are treated equally

Why should those living in Bengal not study Bangla?

Everybody has the right to study:

We want our students to shine at international level

Bengal is an education hub.

Self Regulatory Committees to be formed to decide school fees.

Keep a section for grievances on your website.

The educational institutions of Kolkata are our pride.

On June 13, we will meet the toppers of of the Board exams at Uttirna in Alipore.

 

আজ বেসরকারী স্কুল, কলেজগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী

বেসরকারী স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভর্তির ফি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এবার বেসরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও যেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকে সেই আবেদন করে রাজ্য সরকার।

সম্প্রতি বাংলা সরকার ত্রিভাষা নীতি চালু করেছে এবং সিদ্ধান্ত হয়েছে সব স্কুলের পাঠ্যক্রমে এই তিনটি ভাষার মধ্যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

রাজ্যে প্রায় ১২,৫০০ স্কুল রয়েছে

বাংলার মেধা সর্বত্র প্রথম, বাংলার মেধাই প্রধান উৎকর্ষতা

টাকা দিয়ে মেধার বিচার হয় না

কিছু কিছু স্কুলে টেক্সট বই ও ইউনিফর্মের জন্য টাকা নেওয়া হয়

কিছু স্কুলে ডোনেশনের নামে যা ইচ্ছে তাই চলছেঃ মুখ্যমন্ত্রী

ফিজ এবং সেশন ফিজ কেন আলাদা হবে?

আমরা ত্রিভাষা নীতি প্রণয়ন করেছি, আমরা চাই সকলে তাদের মাতৃভাষা জানুক

আমরা কিছু compulsory করতে চাই না, যে যার পছন্দমতো বিষয় নিয়ে পড়বে

বাংলায় কোন বিভেদ নেই, এখানে সকলে সমান

বাংলায় থাকবে অথচ বাংলা পড়বে না?

সকলের পড়ার অধিকার আছে

আমারা চাই আমাদের ছাত্রছাত্রীরা বিশ্ব জয় করুক

পশ্চিমবঙ্গ হল এডুকেশন হাব

ফি ঠিক করতে একটি সেলফ রেগুলেটরি কমিটি গঠন করা হবে

আপনারা ওয়েবসাইটে একটি করে সেকশন রাখুন যেখানে মানুষ তাদের অভিযোগ জানাতে পারবে

কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের গর্ব

আগামী ১৩ জুন আলিপুরের উত্তীর্ণ-তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করব

 

 

 

 

 

 

Fish exports from Bengal to touch Rs 700 cr by 2020

The rapid improvement in the infrastructure for pisciculture that Bengal is witnessing, courtesy the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, fish traders of the State are projected to do business worth Rs 700 crore by 2020. By 2019, 1.2 lakh tonnes of fish would be cultivated in the State. These data were recently revealed by industry body, ASSOCHAM (Associated Chambers of Commerce of India) in a report.

Thus, the fish exporters of the State are looking at a bright future. However, according to the ASSOCHAM report, if the unused water bodies are used to their full potential, the State has the capacity to produce 31 lakh tonnes of fish. Another fact highlighted in the report is that every year, there is a 10 per cent increase in fish production in the State; however, during the last financial year, it was a 20 per cent jump.

The policies adopted by the Bengal Government to improve the potential of fish production and exports are indeed laudable. The Government is ensuring that all international food safety standards are being followed by the fish cultivators, processors and exporters. The latest technologies are being used by the food processors. As a result, a big demand for fish and processed fish from the State is being created in foreign markets.

The way things are progressing in the State, Bengal is going to earn a huge revenue from fish production in the future.

 

মাছ রপ্তানিতে ৭০০কোটির ব্যবসা করবে বাংলা

রাজ্যের মাছ চাষের যেভাবে পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হয়েছে তাতে আগামী ২০২০ সালে এই রাজ্যের মাছ রপ্তানির সঙ্গে যুক্ত ব্যাবসায়ীর প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন।২০১৯ এর মধ্যে ,মাছের উৎপাদন ১.২ লক্ষ টনে পৌঁছে নিয়ে যাওয়া যাবে  এমটাই দাবি করা হলো বণিক সভা ASSOCHAM এর পক্ষ থেকে।

তবে রাজ্যের যে অব্যবহৃত  জল জায়গা আছে তাকে সঠিকভাবে কাজেই লাগাতে পারা  গেলে আগামী দিনে ৩১ লক্ষ টন মাছ উৎপাদন করা সম্ভব হবে বলে ASSOCHAM এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্ৰত্যেক বছর মাছ চাষে ১০% উৎপাদন বৃদ্ধি  পায়  কিন্ত গত বছর সেই বৃদ্ধির পরিমান ২০% হয়েছে।

রাজ্য সরকার যেভাবে নতুন নীতি নির্ধারিত করেছেন মাছ চাষের ক্ষেত্রে তার ফলে আগামী দিনে রাজ্যের মাছ সারা বিশ্বের মাছ ক্রেতাদের কাছে বড় চাহিদা গড়ে তুলছে। বিশ্বের ফুড সেফটি নির্ধারণকারী সংস্থার দেওয়া মাপকাঠিতে যে কয়টি নিয়মাবলি দেওয়া হয়েছে তার সব কয়টিকেই  রাজ্যের মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। সেই মাছ বিদেশের বাজারে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে চাহিদা বাড়িয়ে তুলেছে।

এই হারেই যদি রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় তা হলে আগামী দিনে সারা বিশ্বে বাংলা মাছ রপ্তানি ব্যবসা থেকে বিপুল পরিমানে রাজস্ব আদায় করতে পারবে।

 

 

GST is not fully prepared, so it must not be rolled out on July 1: Dr Amit Mitra

Bengal Finance Minister Dr Amit Mitra today held a press conference in Kolkata regarding Goods and Services Tax (GST). During the interaction with the press, he underlined the fact that Bengal is not ready to accept GST in its current form.

Dr Mitra is the chairman of the Empowered Committee on GST, comprising all the 29 States was. It had met in Kolkata on June 14, 2016 in a historic meeting.

The constitutional amendment said that Parliament may, on the recommendation of the GST Council, compensate States for loss of revenue arising out of implementation of GST, upto five yrs. Secondly, for a State, if the income from tax decreases at any time during these five years, the State can decide to not to give its share of the tax to the Centre.

However, Dr Mitra said, “it was decided at this meeting that it should be ‘shall’, not ‘may’, and secondly, not ‘upto 5 years’ but ’period of 5 years’ “.

Other major decisions were taken during the historic meeting in Kolkata.

“It was decided at the meeting that if a business is worth less than Rs 1.5 crore, it would only attract State tax”.

Then, “in the cases 90 per cent of small businesses below Rs 1.5 crore, there would not be any dual control”.

At the 4th GST summit (November 3 and 4), the States had proposed that food grains have to be kept out of GST. “After everyone consented to it, food grains are now tax-free. This is a major victory for the common man”.

The Bengal Finance Minister said, “Daily essentials like raw vegetables and flowers are now tax-free”.

“We have fought to make cottage cheese, puffed rice, flattened rice, betel leaves, popped rice, green tea, vermilion, aalta, organic fertilizers, poultry and khadi clothing tax-free, health services, doctors’ fees, newspapers, textbooks and human hair.”.

Another victory for the States is that “on processed tea, instead of a 12-18 per cent tax, 5 per cent tax has been imposed”.

“The Empowered Committee has given a letter to also make news printing tax-free”, Dr Mitra said.

Some other major victories for the States, as stated by the Finance Minister, are:

He further said, “A 12% tax was proposed on cashew nuts; the fight on that is still going on”.

“They had said that shoes would be taxed at 12%; we have proposed that shoes costing up to Rs 500 should be tax-free”

On films, Dr Mitra said, “In West Bengal, films are taxed at 2% while the Centre is thinking of imposing a 28% tax. We will fight this. If regional films are taxed at 28%, won’t they bite the dust?”

He said, “Though my own powers are limited, I have fought for Maa-Mati-Manush under the inspiration of the Chief Minister and I will continue my fight”.

The Bengal Finance Minister said that GST is not fully prepared and ready, and that rules and forms not completed, so July 1 must not be finalised as the date for the roll-out of GST.

“Until and unless a solution is reached on GST, it will not be introduced in the Bengal assembly”

He questioned whether small and medium-scale industries are equipped to handle the new tax regime.

“The fight is still on,” Dr Amit Mitra said, pointing out that he is likely to attend the June 3 GST Council meeting. “Majority of the country is still not ready to roll out GST,” he added.

 

 

১লা জুলাই থেকে জিএসটি চালু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেনঃ অর্থমন্ত্রী

জিএসটি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ২৯ টি রাজ্য ও ২ টি ইউনিয়ন টেরিটরি নিয়ে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটি গঠন হয়েছে, সেখানে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে। ১৪ জুন ২০১৬ কলকাতায় এমপাওয়ার্ড কমিটি’র ঐতিহাসিক বৈঠক হয়। সংসদে বিল পাস হওয়ার পর চালু হল জিএসটি কাউন্সিল যা হল সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলী, যার চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তিনি বলেন, সাংবিধানিক সংশোধনীর বক্তব্য অনুযায়ী রাজ্যের রাজস্ব কমে গেলে তাহলে তারা ক্ষতিপূরণ দিতে পারে, কোন নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, ৫ বছরের যে কোন সময় যদি রাজস্ব কমে যায় কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে যে তারা রাজস্ব দেবে না। ওই কলকাতার বৈঠকে ঠিক হয় “it should be ‘shall’, not ‘may’, and secondly, not ‘upto 5 years’ but ’period of 5 years।”

ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যে ১.৫ কোটির নিচে ব্যবসা হলে তাদের ক্ষেত্রে শুধু রাজ্যের কন্ট্রোল থাকবে। জিএসটি কাউন্সিল তৈরি হলে অবশেষে সিদ্ধান্ত হল ১.৫ কোটির নিচে ৯০ শতাংশ ছোট ব্যবসায় দ্বৈত নিয়ন্ত্রণ থাকবে না।
চতুর্থ জিএসটি বৈঠকে (৩ ও ৪ নভেম্বর) আমরা প্রস্তাব দিয়েছিলাম খাদ্যশস্য জি এস টির বাইরে রাখতে হবে, সকলে সম্মতি দেওয়ায় এখন খাদ্যশস্য করমুক্ত। এটা সাধারন মানুষের একটা বড় পাওনা।

কাঁচা সবজি, ফল, স্বাস্থ্য পরিষেবা, ডাক্তারের ফি, নিউজ পেপার এগুলো করমুক্ত হয়েছে, যা সাধারন মানুষের প্রয়োজনীয়। ছানা, মুড়ি, চিড়ে, পানের পাতা, খই, সবুজ চা, সিঁদুর, আলতা, পোল্ট্রি, জৈব সার, খাদির জামাকাপড় ওপর ট্যাক্স বসাচ্ছিল, লড়াই করে এগুলো করমুক্ত করেছি আমরা।

তিনি আরও বলেন, জুতোর অপর ১২ ট্যাক্স বসাবে বলেছিল, আমরা প্রস্তাব দিয়েছি ৫০০ টাকা পর্যন্ত কোন কর ছাড় দিতে হবে।নিউজ প্রিন্টিং করমুক্ত করার জন্য আমরা চিঠি দিয়েছি, কাজুর ওপর ১২ ট্যাক্স বসাবে বলেছিল, সেই নিয়ে লড়াই এখনো বাকি।

বর্তমানে পশ্চিমবঙ্গে সিনেমার ওপর ট্যাক্স ২ শতাংশ, আজ কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ ট্যাক্স বসানোর চিন্তা করছে, আমাদের লড়াই জারি রয়েছে, আঞ্চলিক ভাষার ছবিতে যদি ২৮% ট্যাক্স বসানো হয় তাহলে তা ধুলিস্মাত হয়ে যাবে।সবশেষে তিনি বলেন, আমার একার ক্ষমতা সীমাবদ্ধ তবুও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা-মাটি-মানুষের জন্য লড়াই করেছি এবং এই লড়াই চালিয়ে যাব। জিএসটি পুরোপুরি তৈরী নয়। ১লা জুলাই এটি চূড়ান্ত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন অর্থমন্ত্রী বলেন যতক্ষণ না জিএসটি সমাধান হয় ততক্ষণ এটি বিধানসভাতেও পেশ করা হবে না।

 

 

 

Banning sale of cows for slaughter encroaches into State powers – is undemocratic, unethical: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at Nabanna after a cabinet meeting.

During the press meet, Mamata Banerjee attacked the Central Government for its one-sided decision on banning the sale of cows for slaughter. She termed it an attempt to encroach into State powers, and that it was undemocratic and unethical.

She said that such decisions are destroying the federal structure of the country, and that they are attempts to pare down the powers of the States.

She said, “The Central Government runs according to its own laws and the State Government, according to it’s own”.

She also mocked the decision to have Aadhaar cards for cows as a highly impractical one.

She said that the decision has spiked the relationship between the Centre and the States, because “the Centre is acting according to its whims and fancies”.

She asked rhetorically, “Are they to decide who eats what, who wears what?” and warned the Centre to not to interfere in the federal structure laid down by the Constitution of India, because such interferences would be challenged in court.

She said that like the Central Government, the State Government is also brought into power by the people. “Governments may come, Governments may go, but democracy will live on for ever”.

“Federal structure is the pillar of our democracy; if you destroy it, you destroy the heritage”.

On these decisions mocking the federal structure, she said, “All the secular political parties are united”.

The ban on cow meat also discriminates on religion: “All religions are one and the same for me – the law cannot discriminate”. “Now there is interference by the Centre in people’s day-to-day matters”

She also said that the Centre is stopping money for schemes which are due to Bengal.

 

গবাদি পশু আইন নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে আক্রমন করে তিনি  বলেন, গরু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত একতরফা, এটা অসাংবিধানিক।

তিনি বলেন, কেন্দ্রের এই একতরফা  সিদ্ধান্তে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হচ্ছে ও এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার তাদের নিয়ম অনুযায়ী চলে, রাজ্য সরকার তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। এদিন তিনি কেন্দ্রের অযৌক্তিক গরুর আধার কার্ডের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নষ্ট হচ্ছে, আইন খুব পরিষ্কার তাও আমাদের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

“যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের গণতন্ত্রের স্তম্ভ। এটাকে ধ্বংস করলে হেরিটেজকে ধ্বংস করা হবে।” যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই সব কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, সব ধর্মনিরপেক্ষ পার্টি একত্রিত হয়েছে।

তিনি বলেন, “আমার কাছে সব ধর্ম সমান। কে কি খাবে, কি পরবে সেসব কি ওনারা ঠিক করবেন?” বিভিন্ন প্রকল্পের জন্য এরাজ্যের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।

 

 

 

Bengal Education Dept makes class XI admission forms available on website

From now on, form for admission to class XI in State Government schools which do not have websites of their own would be available on the State Education Department’s website. The form needs to be downloaded and submitted to the schools. As a result, parents and candidates would not have to stand in long queues to collect the form.

The PDF document also contains details like the subjects that are taught in a school, the number of seats it has, fees, etc. As of now, details for 35 schools are available in the form

The forms can be submitted from May 29 to June 6, between 11 am and 4 pm. The list of students selected for admission would be published on June 13.

Please click here to download and print the form

 

একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম মিলবে অনলাইনে

সরকারী বিদ্যালয়গুলির ফর্ম স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা । তবে জমা দিতে হলে, সংশ্লিষ্ট স্কুলেই তা দিতে হবে।প্রসঙ্গত, এর আগে স্কুলগুলির নিজস্ব ওয়েবসাইটে একাদশে ভর্তির ফর্ম আপলোড করে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর।  স্কুলগুলিতে কী বিষয় পড়ানো হয়, কত আসন ইত্যাদি তথ্যও সংগ্রহ করা হয়। সেই মতো একটি ফর্ম তৈরী করে আপলোড করা আছে। পড়ুয়ারা বাড়িতে বসেই তাঁদের পছন্দের স্কুলের জন্য ফর্ম পূরণ করতে পারবেন।

দপ্তরের ওয়েবসাইট www.wbsed.gov.in –এ ঢুকে সেখানে নোটিস বলে একটি অপশন রয়েছে। তাতে ক্লিক করলেই প্রথমে এই ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেই কোন স্কুলে কত আসন, কী কী বিষয় পড়ানো হয়, ভর্তির সময় কত টাকা লাগবে, ইত্যাদি তথ্য দেওয়া হয়েছে।

আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ফর্ম ডাউনলোড এবং জমা করতে পারবেন পড়ুয়ারা। ১১টা থেকে ৪টে পর্যন্ত তা করা যাবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ১৪ থেকে ১৬ জুন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

 

 

Bengal govt to set up mini Mother and Child Hubs for infants and children

Four Mini Mother and Child Hubs are being set up in three districts of Bengal – in Silanpur and Sujapur in Malda district, at Anupnagar in Murshidabad district and in Jalpaiguri.

These 50-bedded facilities would be built at Rs 12 crore each.

Six full-fledged Mother and Child Hubs have recently been started at the Uluberia, Murshidabad and Nadia District Hospitals, and at the Calcutta, Bankura Sammilani and Malda Medical College Hospitals.

Three more are going to come up within this year at Jalpaiguri District Hospital, Midnapore Medical College Hospital and Cooch Behar Medical College Hospital.

Mother and Child Hubs are facilities, mostly set up in district hospitals and medical college hospitals, where infants and their mothers get full care in the first few days after delivery. It is a concept of Chief Minister Mamata Banerjee, who also heads the State Health Department.

 

 

‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করবে রাজ্য সরকার 

 

আমাদের রাজ্যে আগের তুলনায় শিশু এবং প্রসূতির মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। মু্খ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে  প্রসবের পর প্রসূতি ও শিশু, উভয়ই সুস্থ থাকছে। এই কাজের অঙ্গ হিসাবেই চারটি ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করা হবে।

মালদহের সিলানপুর ও সুজাপুর, মুর্শিদাবাদের অনুপনগরে এবং জলপাইগুড়িতে এই ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী হবে। প্রত্যেকটি হাবে ৫০টি করে শয্যা থাকবে। ১২ কোটি টাকা ব্যয়ে তৈরী হচ্ছে এগুলি।

এছাড়াও ন’টি জায়গায় পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাবও গড়া হচ্ছে। যার মধ্যে ছ’টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। উলুবেড়িয়া জেলা হাসপাতাল, মুর্শিদাবাদ জেলা হাসপাতাল, নদীয়া জেলা হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাব চালু হয়েছে।

জলপাইগুড়ি জেলা হাসপাতালে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কোচবিহার জেলা হাসপাতাল চলতি বছরের মধ্যে চালু হয়ে যাবে।

 

Let’s Unite to Grow Together published to celebrate six years of Trinamool Congress Govt

A book, Let’s Unite to Grow Together was published on the occasion of the sixth anniversary of the Trinamool Congress Government in Bengal.

On May 27, 2016, after a historic mandate by the people of Bengal, Mamata Banerjee took oath as the Chief Minister of the State for the second term.

The book details the State Government’s achievements during the six years from 2011 to 2017.

Click here to read the book, Let’s Unite to Grow Together: 6 Years – A Saga of Spectacular Growth

 

 

তৃণমূল কংগ্রেস সরকারের ষষ্ঠ বর্ষ পূর্তিতে প্রকাশিত হল ‘লেট্‌স ইউনাইট টু গ্রো টুগেদার’

 

তৃণমূল কংগ্রেস সরকারের ষষ্ঠ বর্ষ পূর্তিতে প্রকাশিত হল একটি বই, ‘লেটস ইউনাইট টু গ্রো টুগেদার’।
২০১৬ সালের ২৭সে মে রাজ্যবাসীর কাছে ঐতিহাসিক জনপ্রিয়তাকে সঙ্গী করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ছয় বছরে সরকারের সকল সফলতা লিপিবদ্ধ আছে এই বইটিতে।

 

‘লেটস ইউনাইট টু গ্রো টুগেদার’ বইটি পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Let us all pledge to build a better Bengal in the future: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today gave a speech at the State secretariat, Nabanna on the occasion of six years of the formation of the Trinamool Congress Government in Bengal, as well as one year of the formation of the second Trinamool Congress Government.

She also launched a book of achievements, titled Six Years of Poriborton.

In her speech, Mamata Banerjee listed the achievements of her Government, and also held out on the fact that some aspects of her governance have been taken up as a model by the Central Government.

She also flagged off 53 air-conditioned ambulances.

Salient features of her speech:

  • Last year on this day I had received a Guard of Honour from the police here in Nabanna. It was like a homecoming.
  • We could have celebrated the anniversary of our Government in a luxurious and grand manner like the others.
  • An auditorium is coming up at Nabanna for meetings and programmes.
  • My best wishes to the police and Government employees who organised the blood donation camp today.
  • There is a shortage of blood during summer; 16,000 police workers donated blood in the last one week.
  • I requested Trinamool workers to organise blood donation camps from today till the first week of June.
  • 66,000 bottles of blood will be collected during the blood donation drive.
  • I do not believe in making speeches. It is neither my profession nor my passion.
  • For the next one month several social programmes will be held all over the State.
  • Evidence speaks for itself. We have released a book listing the work done by our Government during the last six years.
  • We are setting up 42 multi super-speciality hospitals, 307 SNSUs, 70 HDUs.
  • We have set up 117 fair price diagnostic centres, 119 fair price medicine shops, 16 medical colleges.
  • We have set up over 100 police stations, over 60 women’s police station, 88 fast track courts.
  • We have given 40 lakh Kanyashree scholarships, 70 lakh Sabuj Sathi bicycles, 35 lakh Shikshashree scholarships.
  • 2 lakh youths have received financial assistance under Yuvashree.
  • We have given 3 lakh land pattas, 1.1 crore minority scholarships.
  • From tea gardens to Jangalmahal to the Hills – we have included nearly 9 crore people under Khadya Sathi.
  • Bengal is number one in skill development and MSME. We have received the Krishi Karman Award five years in a row.
  • Despite a huge debt burden, we have always paid the salaries of Government employees on first day of the month.
  • We have conducted 153 block-level meetings where all officials from Nabanna were present.
  • Let us all pledge to build a better Bengal in future.
  • We do not share fake images on social media for propaganda. We do not believe in slander campaigns.
  • Bengal is marching ahead.
  • My best wishes to students who have passed the Madhyamik and Madrassah examinations.
  • In the true sense, what Bengal thinks today, the world thinks tomorrow.
  • Sarva Dharma Samannay and unity is the motto of Bengal.
  • From Renaissance in India to social reforms, it all started in Bengal. We do not believe in discrimination.
  • We have adopted the three-language formula – choose any language as your first option but at least study Bangla as the third language.
  • Bangla abar jogot sobhay srestho ashon lobe (Bengal will become the best in the world).

 

আসুন আমরা শপথ নিই গর্বের বাংলা গড়ার: মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস সরকার গঠনের ছয় বছর পূর্তি উপলক্ষে আজ নবান্নে একটি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।

গত ছয় বছরে সরকারের কাজের খতিয়ান দিয়ে একটি পুস্তক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ৫৩ টি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের দিনে গত বছর এই দিনটিতে পুলিশ আমায় স্যালুট জানিয়েছিল। আমরা নবান্নে এসেছিলাম
  • ইচ্ছে করলে অন্যদের মতো অনেক খরচ করে এই অনুষ্ঠান করতে পারতাম
  • নবান্নে একটি অডিটোরিয়াম তৈরী হচ্ছে সরকারী অনুষ্ঠান ও বৈঠকের জন্য
  • পুলিশ ও সরকারী কর্মচারীরা যারা আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদের আমার শুভেচ্ছা
  • গরমকালে এমনিতেই রক্তের যোগান কম থাকে। গত সপ্তাহে ১৬০০০ পুলিশকর্মী রক্তদান করেছেন
  • আজ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তৃণমূল কর্মীদের রক্তদান শিবিরের আয়োজন করার অনুরোধ করেছি
  • রক্তদান শিবিরের মাধ্যমে ৬৬০০০ বোতল রক্ত সংগ্রহ করা হবে
  • আমি বেশি কথা বলতে ভালোবাসি না। ভাষণ দেওয়া আমার পেশাও না, নেশাও না
  • আগামী একমাস রাজ্য জুড়ে সামাজিক কর্মসূচি নেওয়া হবে
  • Evidence speaks for itself. সরকার গত ৬ বছরে কি কি কাজ করেছে তা নিয়ে একটা বই আজ আমরা পাবলিশ করলাম
  • ১১৭ টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক সেন্টার, ১১৯ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ১৬ টি নতুন মেডিকেল কলেজ তৈরী হয়েছে
  • ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩০৭টি SNSU, ৭০ টি HDU তৈরী হয়েছে
  • ১০০ টি নতুন পুলিশ স্টেশন, ৬০ টি মহিলা থানা। ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরী হয়েছে
  • ৪০ লক্ষ কন্যাশ্রী স্কলারশিপ, ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল, ৩৫ লক্ষ শিক্ষাশ্রী, ২ লক্ষ যুবশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে
  • ৩ লক্ষ পাট্টা দেওয়া হয়েছে, ১ কোটি ১০ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে
  • চা বাগান থেকে জঙ্গলমহল, পাহাড় – সারা রাজ্যে ৯ কোটি মানুষ খাদ্য সাথী প্রকল্পের আওতায় এসেছে
  • Skill Development, MSME তে বাংলা এক নম্বর। পরপর ৫ বছর আমরা কৃষি কর্মণ পুরস্কার পেয়েছি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মাসের প্রথম দিনে সরকারী কর্মচারীদের বেতন দিচ্ছি
  • ব্লক স্তরে আমরা ১৫৩ টি প্রশাসনিক বৈঠক করেছি
  • আসুন আমরা শপথ নিই গর্বের বাংলা গড়ার
  • সোশ্যাল মিডিয়ায় আমরা নকল ছবি শেয়ার করি না। কুৎসা ও অপপ্রচারে আমরা বিশ্বাস করি না
    বাংলা এগিয়ে চলেছে
  • আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। গত সপ্তাহে মাদ্রাসা পরীক্ষার ফল বেরিয়েছিল। ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা
  • সর্ব ধর্ম সমন্বয় ও একতাই সম্প্রীতি এই মাটির বিশিষ্টতা
  • নবজাগরণ থেকে শুরু করে সমাজ সংস্কার, সব বাংলাতেই শুরু হয়েছিল। বাংলায় ভেদাভেদের রাজনীতি হয়না
  • আমরা থ্রি ল্যাঙ্গুয়েজে ফর্মুলা চালু করেছি। নিজের পছন্দের ভাষা প্রথম ভাষা হিসেবে পড়ুন। কিন্তু বাংলাও শিখুন
  • বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে