State Govt organises mango festival at Milan Mela

Mango is often called the ‘king of fruits’, and is arguably the favourite fruit of Bengal. To add a soothing touch to the hot summer, the Food Processing Industries and Horticulture Department of Bengal, under the inspiration of Chief Minister Mamata Banerjee, is organising a festival of mangoes at the Milan Mela ground in Kolkata.

The Bengal Mango Utsav 2017, as it is called, started on June 15 and would continue till June 18. The timings are 11 am to 8 pm. A cooking competition is also going to be held on June 17, that is, today at 3 pm.

Not only mangoes, but mango-derived edibles are also being sold at the festival. It is easier on the pockets too as the mango cultivators are directly selling the fruits, plucked from their orchards.

 

রাজ্য সরকারের উদ্যোগে মিলনমেলায় হচ্ছে আম উৎসব

“ফলের রাজা আম” আবার অনেকে বলে “অমৃত ফল”, এরম আরও অনেক কথা শোনা যায় বাঙালির প্রিয় ফল আমের ব্যাপারে। তবে সারা রাজ্যে বহু প্রজাতির আম পাওয়া গেলেও এই শহরে কিছু বিশেষ প্রজাতির আমই পাওয়া যেত এতদিন পর্যন্ত। এই নিয়ে রাজ্যবাসীর দুঃখ অনেক দিনের।

রাজ্যবাসীর এই দুঃখে সাড়া দিতে উদ্যোগী হলেন রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক ছাতার তলায় সব ধরনের আম এবার রাজ্যবাসী করতে পারবে আস্বাদন। মিলন মেলায় তাই রাজ্য সরকার আয়োজন করছে আম উৎসবের।

এই উৎসবে সারা রাজ্যের প্রায় সব ধরনের আমের পসরা নিয়ে আসবেন চাষিরা। তাই খুব ন্যায্য মুল্যেই রাজ্যবাসী পেতে পারবেন তাদের প্রিয় ফলের স্বাদ। শুধু আম নয় পাশাপাশি পাওয়া যাবে সকল ধরনের আমজাত খাদ্যদ্রব্য।
এই মেলার উদ্বোধন হবে ১৫ই জুন মিলন মেলা প্রাঙ্গনে ও চলবে ১৮ই জুন পর্যন্ত। মেলা খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

একটি বিশেষ রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হবে ১৭ই জুন বিকেল ৩টেয়।

 

 

 

Making Aadhaar mandatory would make the poor, the marginalised the worst sufferers: Mamata Banerjee

Chief Minister Mamata has come down heavily on the Centre’s decision to make Aadhaar mandatory for opening bank accounts and carrying out financial transactions above Rs. 50,000.

In a message on Twitter, she said the gravest consequence of this decision would be the fact that the “poorest of the poor, the marginalised people will be the worst sufferers”.

She further said that since Aadhaar has serious issues about privacy, the Central Government must not make it mandatory for access to any service unless 100 per cent coverage has been achieved.

 

 

 

আধার বাধ্যতামূলক করা হলে গরিব ও প্রান্তিক মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

আধার কার্ড ব্যাঙ্কিং পরিষেবার জন্য বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ টুইটারে লেখেন, “আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হবেন গরীব ও প্রান্তিক মানুষরা। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে না কেন্দ্র।”

তিনি আরও বলেন আধার এর সাথে ব্যক্তি-গোপনীয়তার অনেক সমস্যার এখনো সুরাহা হয়নি।

 

 

16 June 2017

গ্রাম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উদ্যোগ

 

পর্যটকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

কলকাতা ফেরার কর্মসূচী বাতিল করে দার্জিলিঙে থেকে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

বনধের মধ্যে রাস্তায় নেমে পর্যটকদের ফেরার ব্যবস্থা করেছেন। অসুস্থদের হাসপাতালে পাঠিয়েছেন। আশ্বস্ত করেছেন স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের।

 

State Govt opens helpline for admission to UG & PG courses

As promised by Chief Minister Mamata Banerjee while speaking on stage during the felicitation of secondary and higher secondary toppers of various boards on June 13, a helpline has been started by the Bengal Government for providing assistance during admission to under-graduate and post-graduate courses at institutions in Bengal.

The toll-free number is 18001028014.

One can call between 10 am and 6 pm on all days except Sundays.

The helpline opened on June 15 and would remain open as long as the admission processes to various higher education institutions are going on.

The service is being provided by the State Higher Education, Science and Technology and Biotechnology Department.

 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কথা দিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত ১৩ তারিখ উত্তীর্ণ মুক্ত মঞ্চে দশম ও দ্বাদশ শ্রেনীর কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্য সরকার সর্বত ভাবে সাহায্য করবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কোর্সে ভর্তিতে।

সেইমত তিনি আজই উদ্বোধন করলেন ১টি হেল্পলাইন টোলফ্রি নম্বরের।

টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১০২৮০১৪, রবিবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি সাহায্য পাওয়া যাবে এই হেল্পলাইনে।

এই হেল্পলাইন চলবে ভর্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। এই পরিষেবা প্রদান করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞ্যান, প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ।

 

 

 

 

The police need to keep their eyes and ears open: Bengal Chief Minister

Chief Minister Mamata Banerjee, during a speech at a felicitation programme, jointly organisd by the West Bengal Police and the Kolkata Police, at the open-air stage, Uttirna in Kolkata yesterday, exhorted the police force to higher glory. The Chief Minister Mamata Banerjee on Thursday decided to increase the award money for the recipients of Sewa Padak, Prasangsha Padak and Nistha Padak.

She said that the force in Bengal has already achieved a lot, and the Trinamool Congress-led State Government has also done a lot for the force.

Among the infrastructure set up are 108 police stations, of which 80 are women’s police stations, five police commissionerates (with a sixth one almost ready). Eighty-eight fast-track courts have also been set up.

She also criticised the Opposition parties, asking them to bring a certain respectability to their protest programmes. “We also organised a lot of political movements but we didn’t hold the police responsible for everything. Now the prevalent mentality everywhere is to burn and destroy everything”.

She said, “All politicians are not bad, but even a single such can bring a bad name to everyone. We need to change our attitudes”.

She also stressed on learning from one’s mistakes: “Making mistakes is necessary too; it is from mistakes that we learn the correct thing”

She reminded the audience of the role of saviour that the police once played in her life too: “The CPI(M) had tried to kill me at a protest at Hazra crossing on August 16; it was a policeman who had saved me”

She said that her party does not support bandhs anymore.

She reminded the force that “the challenges before the police and the Government have increased manifold”. “Now you have to fight cyber crimes too; just about anyone is trying to create riots through irresponsible comments”

Since “the types of crimes have multiplied”, “the police need to keep their eyes and ears open” to fight them. She described the job of the police force as a “rough and tough job”.

She then spoke on the traffic awareness programme that the State Government has started: “We have started the ‘Safe Drive Save Life’ programme; we have to continue this”.

The Bengal CM re-stressed about the commitment of the State Government to the police: “It is the Government’s responsibility to look after the families of those who work for us”.

She reminded the force that “respect cannot be bought with money”. “The uniform of the police is what gives them respect; the police should walk with the people”.

She also held out the hope that “the Kolkata Police and the Bengal Police will one day show the path to the whole world” because, among other things, they “have done what others could not”.

“We have brought peace to Jangalmahal”. This is a major achievement. She said, “earlier, 400 people used to be killed every year in Jangalmahal, not it is zero – all due to the efforts of the police”

She ended by asking the police personnel to continue with their good work.

 

পুলিশের দায়িত্ব, চ্যালেঞ্জ অনেক বেড়েছে, তাদের আরও সতর্ক হতে হবেঃ মুখ্যমন্ত্রী

পুলিশ সরকারের সবচেয়ে বড় মুখ তাই কেউ কেউ পুলিশকে টার্গেট করছে। বৃহস্পতিবার কলকাতার আলিপুরে পুলিসের এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব, চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে। এখন সাইবার ক্রাইমকে মোকাবিলা করতে হয়, যে কেউ এক একটা উক্তি করে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্রাইমের ধরন বেড়ে গেছে, সব দিকে নজর রেখে পুলিশকে কাজ করতে হবে, আর এটা রাফ অ্যান্ড টাফ জব। পুলিশের পোশাকই তাঁর সম্মান, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে চলবেন।

তিনি আরও বলেন, “সব politician খারাপ নয়, একজন খারাপ করলে বাকিদের বদনাম হয়। পুলিশের ক্ষেত্রেও তাই। অজান্তে ভুল হতেই পারে, ভুল থেকেই মানুষ শেখে। ১৬ আগস্ট সিপিএম আমায় হাজরায় মেরে ফেলার চেষ্টা করেছিল, একজন পুলিশ আমায় বাঁচিয়েছিল”।

সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করেছে এটা পুলিশকে continue করতে হবে। ১০৮ টি পুলিশ স্টেশন তৈরী হয়েছে, এর মধ্যে ৪০ টি মহিলা থানা। ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরী হয়েছে। ৫ টি পুলিশ কমিশনারেট হয়ে গেছে, ষষ্ঠ টিও (চন্দননগর) অনুমোদন পেয়ে গেছে।

তাঁর বিশ্বাস কলকাতা ও বাংলা পুলিশ সারা বিশ্বকে একদিন পথ দেখাবে। যা অন্যরা করতে পারে না বাংলা তা করে দেখিয়েছে। জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। গত ৫ বছরে জঙ্গলমহলের ১২০০০ মানুষ খুন হয়েছে। আগে জঙ্গলমহলে বছরে ৪০০ লোক খুন হত, এখন তা শূন্য, এটা  পুলিশের কৃতিত্ব।

 

 

 

 

 

 

 

Bengal CM to bring about programme of collaboration in football between Bengal & Holland

Football is one of the things that the people of Bengal have been identified with for many decades. Many of the best players of the country have come from Bengal. The game and its heroes are household topics in many a home.

Now things would be taken a step forward during Chief Minister Mamata Banerjee’s forthcoming trip to Holland. A treaty is going to be signed between Bengal Government and Royal Dutch Football Association (KNVB) in The Hague on June 20 to set up programmes of collaboration in football between the country and the State of Bengal.

As a part of that collaboration, players and coaches from the country, and they constitute some of the legends of the game, would be coming to the State to train its players in the latest techniques and skills. Players and coaches from here would also travel to Holland to get trained.

During the signing programme, the Chief Minister would also meet the Sports Minister of Holland.

The Chief Minister would be travelling to Holland on the invitation of the United Nations to talk on Bengal’s path-breaking achievements in the social sector.

 

বাংলাকে আধুনিক ফুটবলের পাঠ দেবে হল্যান্ড

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” একথা প্রায় সব বাঙালিরই জানা। বাংলা সেই স্বাধীনতার আগে থেকেই সারা দেশ দাপিয়েছে ফুটবলে। বহু মহান ফুটবল তারকা উপহার দিয়েছে দেশকে। এবার সেই বাঙালির প্রিয় খেলাকে বিশ্বের মান দিতে উদ্যোগী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আসন্ন হল্যান্ড সফরে ২০ জুন মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় এমনই একটি মৌ সাক্ষরিত হতে চলেছে হেগ-এ কেএনভিবি বা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েসনের সঙ্গে। রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে হল্যান্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

২৩ ও ২৪ শে জুন বিশ্ব জনপরিষেবা দিবসের কর্মসূচি। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলি সামনে রেখে কিভাবে উন্নয়ন অভিমুখ বাংলায় বদলে দিয়েছেন, তাই তিনি তুলে ধরবেন বিশ্বের দরবারে।

২১ তারিখ হেগ-এ আয়োজিত হবে একটি শিল্প সম্মেলন। বাংলার শিল্পপতিদের সঙ্গে যোগ দেবেন হল্যান্ডের বণিক সভা ভিএনও।

 

Bengal among the best in achievements in the rural sector

Mamata Banerjee, in a Facebook post today, announced one more good news for Bengal on the developmental front. The State has emerged among the best-performing States in rural road connectivity and rural housing, and has achieved one hundred per cent of the allocated target for setting up bank accounts for Self-Help Groups (SHGs) under the Anandadhara Scheme.

Recently, the State had earned the first prize in the 100 Days’ Work Scheme, under convergence.
The full post is reproduced below:

It is again good news for Bengal.

Our state has emerged among the best performing states in rural road connectivity (Grameen Sadak Yojana), rural housing and achieving 100% of allocated target in Self Help Group-Bank linkage under “Anandadhara”, as per communication of the Government of India.

This is in addition to best performance award in convergence under 100-days work, which I shared with you a few days back.

My heartiest congratulations and best wishes to all.

 

Click here to go to the post

 

গ্রামীণ উন্নয়নের দেশের মধ্যে সেরা বাংলা

আবারও কেন্দ্রের প্রশংসা পেল রাজ্য। গ্রামীণ জনপদের সাথে সড়ক যোগাযোগ উন্নত করায় পুরস্কার পেতে চলেছে বাংলা। শুধু গ্রামীণ সড়ক যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আনন্দধারা, ১০০ দিনের কাজেও ভালো পারফর্মেন্সের জন্য পুরস্কার পেতে চলেছে রাজ্য সরকার। এদিন ফেসবুকে একথা জানিয়েছেম মুখ্যমন্ত্রী।

সেই পোস্টে ছিল বাংলার জন্য একটি সুখবর। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাবস্থা ও গ্রামীণ আবাসনের দিক থেকে বাংলা দেশের সেরা রাজ্যগুলির একটি। এছাড়া আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর ১০০ শতাংশ সদস্যের ব্যাঙ্কের আকাউন্ট খোলা হয়ে গেছে।

এর আগে রাজ্য ১০০ দিনের কাজে ভালো পারফর্মেন্সের জন্য প্রথম পুরষ্কার পেয়েছে বাংলা।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টটির জন্য এখানে ক্লিক করুন

 

State Govt creates low-voltage map to better serve remote parts of Bengal

The State Government has created a ‘low-voltage map’ to better serve the remote parts of the State.

Bengal is on the threshold of achieving 100 per cent electrification of the State. The only roadblock towards achieving that is the low voltage prevalent in some remote parts of the State.

One of the reasons for this is the fact that a electric cables need to be drawn over long distances from power stations due to a lack of adequate number of transformers to distribute the power.

The low-voltage map that the Government has prepared hinges on six major points. They are as follows:

  • Setting up 175 substations
  • Increasing the distributing power of old substations
  • Setting up new feeder stations
  • Replacing thinner cables with thicker high-tension cables over a total distance of 32,000 km
  • Setting up 30,000 transformers
  • Separating electric lines on the basis of household use and farm use

The detailed project report (DPR) regarding this has already been sent to Chief Minister Mamata Banerjee by the State Power Department, and implementation is to begin soon.

 

প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো পরিষেবা দিতে তৈরী হল লো-ভোল্টেজ ম্যাপ

প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো পরিষেবা দিতে রাজ্য সরকার তৈরি করলেন লো-ভোল্টেজ ম্যাপ।বাংলা ১০০ শতাংশ বিদ্যুতিকরনের প্রায় শেষ পর্যায়ে। সেই পথে একমাত্র বাধা হল আজও রাজ্যের কিছু প্রত্যন্ত অঞ্চলে থেকে গেছে লো-ভোল্টেজের সমস্যা।

এর প্রধান কারণ হল সাধারণত বহুদুরের বিদ্যুৎ কেন্দ্র থেকে তারের মাধ্যমে এই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, যেখানে পর্যাপ্ত পরিমানে ট্রান্সফরমারের অভাব আছে।

লো-ভোল্টেজ ম্যাপে যে ৬টি বিষয় উঠে এসেছে, সেগুলি হলঃ-

  • ১৭৫টি নতুন সাবস্টেশন তৈরী করা
  • পুরনো সাবস্টেশনগুলির বিতরনের ক্ষমতা বাড়ানো
  • নতুন ফিডার স্টেশন তৈরি করা
  • ৩২,০০০ কিঃ মিঃ অঞ্চলে সরু তার বদলে মোটা হাই টেনশন তার লাগানো
  • ৩০,০০০ ট্রান্সফরমার বসানো
  • গৃহস্থালির ও শিল্পের বিদ্যুতের লাইন আলাদা করা

 

বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই ডিপিআর মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে, এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে।

 

 

 

Give blood, save life: Mamata Banerjee on World Blood Donor Day

On the occasion of World Blood Donor Day, Bengal Chief Minister Mamata Banerjee urged everyone to ‘Give Blood, Save Life’.

She said there is an acute shortage of blood during summers and hence the Bengal Government held a fortnight-long blood donation initiative. The Chief Minister had urged police personnel and her party Trinamool Congress workers to organise blood donation camps in the city and across districts to mark the sixth anniversary of her government.

The Chief Minister expressed her gratitude to the administration, police and the Trinamool workers for collecting 60,000 bottles of blood in 15 days.

 

রক্তদান জীবন দান: ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে মুখ্যমন্ত্রী

“রক্তদান জীবন দান”-একথা আমরা চিরকাল শুনেছি। এও দেখেছি রক্তের অভাবে বহু তরতাজা প্রান হারিয়ে যায়। এতদিন পর্যন্ত কোনও সরকার রক্তদানের ওপর জোর দেননি।

মা,মাটি, মানুষের সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের রক্তদানের জন্য আহ্বান জানান। যেহেতু গ্রীষ্মকালে রক্তের সঙ্কট সব থেকে বেশী হয়, তাই রক্তদানের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই উদ্যোগ চূড়ান্ত সাফল্য পেয়েছে; মাত্র ১৫ দিনেই ৬০,০০০ বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে তিনি টুইটারে ধন্যবাদ বার্তা জানিয়েছেন রাজ্য প্রশাসন, পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের। এছাড়াও তিনি সকলকে আহ্বান জানিয়েছেন রক্তদান করতে।

 

Image source: Daily Mail

I will stop at all costs efforts to divide the State in the name of religion: Mamata Banerjee

“A lot of politics is happening in the name of religion. But you all know that Didi is partial to no religion. You all remain as you are” – this was the message given by Chief Minister Mamata Banerjee at the Iftaar party organised by Kolkata Municipal Corporation.

A few hours earlier, at a public melting after the administrative review meeting in Bhangar, she had said, “Just like Eid, there is Rath Yatra coming up. Celebrate both in an atmosphere of peace and unity”. Commenting on the killings of Dalits in Uttar Pradesh, she said, “Some people are trying to set up a riot between Hindus and Muslims”.

“Many people ask me why I attend Ramzan celebrations. My answer is, why not? I participate in Hindu festivals too. As long as I am alive, I will go wherever I please”.

She further said, “Hindus, Muslims, Sikhs, Christians, we all love to stay together. This is our India. We do not want riots. We do not support riots”.

 

রাজনীতির স্বার্থে ধর্মের নামে চক্রান্ত মেনে নেব নাঃ মুখ্যমন্ত্রী

“অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু আপনারা জেনে রাখুন দিদি প্রত্যেক ধর্মের সঙ্গে রয়েছে। আপনারা সবাই নিজের মত থাকুন”। সোমবার কলকাতা পুরসভার দাওয়াত এ ইফতার এ অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভাঙড়ে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামনেই যেমন খুশির ঈদ রয়েছে তেমনই রয়েছে রথযাত্রা। ফলে সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে তা পালন করুন”। উত্তরপ্রদেশের দলিত হত্যার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন হিন্দু-হিন্দুতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ”।

“অনেকে আমায় প্রশ্ন করেন কেন মুসলিমদের রমজানে যাই। কেন যাব না? হিন্দুদের অনুষ্ঠানে যাই। যত বছর বাঁচব, আমার যেখানে যাওয়ার সেখানেই যাব। কেউ আমায় আটকাতে পারবে না”।

তিনি আর বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে থাকতে ভালোবাসি। এটাই আমাদের ভারতবর্ষ। লড়াই, দাঙ্গা আমার পছন্দ নয়, আমি এসব সমর্থন করি না”।