U-17 World Cup: Bidhannagar Police comes up with app to ease parking headache

This is the first time that a football World Cup is being held in India, and Kolkata is hosting eight matches in six days, including the final.

Thousands of people are going to arrive at the stadium on each of these days to see the matches. One of the things the Bengal Government is doing to make the World Cup a success is ensuring that spectators coming to see the matches have easy access to transport.

The Bidhannagar Police Commissionerate has collaborated with a company which has created the parking app, ‘Park Snap’.

After downloading the app (for Android phones), one needs to go to the section ‘World Cup-17’. There one can locate all parking spaces around the Salt Lake Stadium, or Vivekananda Yuba Bharati Krirangan. After keying in the ticket number and gate number for accessing the stadium (given on the ticket as well), one would be able to see the parking spaces near that gate as well as the route to access those parking spots.

Parking spots can be booked in advance as well through the app, after which one would get a queue number and a code. At the particular parking area, the code can be scanned to have access to the pre-booked spot.

The Bidhannagar Police has designated eight areas around the stadium for parking purposes.

Click here to download Park Snap app

 

যুব বিশ্বকাপের জন্য পার্কিং মোবাইল অ্যাপের ব্যবস্থা করল বিধাননগর পুলিশ

এই প্রথমবার ফুটবল নিয়ে কোনও একটি বিশ্বকাপ ভারতে আয়োজন করা হচ্ছে। আর সারা বিশ্বকাপের সবকটি খেলার মধ্যে অনেকগুলি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

সারা ভারতের মধ্যে বাংলা হল ফুটবল প্রেমী রাজ্য। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ম্যাচ দেখতে আসা প্রায় ৬৬ হাজার মানুষের গাড়ির পার্কিং-এর জন্য উপযুক্ত ব্যবস্থা করছে পুলিশ। পার্কিং সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে একটি নতুন পার্কিং অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাপটির নাম পার্ক স্ন্যাপ।

বিধাননগর সিটি পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার বিশ্বকাপের সময় এই স্টেডিয়াম সংলগ্ন জায়গাতে পার্কিং কোথায় করা হবে সেই সম্বন্ধে বিশদে তথ্য দেবে। তার জন্য ওই মোবাইল অ্যাপটি ডাউনলোড করে সেখানে গিয়ে বিশ্বকাপ-১৭ তে যেতে হবে। পরে সেই জায়গাতে টিকিট নম্বর এবং গেট নম্বর দিয়ে দিলেই যে কেউ দেখে নিতে পারবে তার গেট সংলগ্ন কোথায় গাড়ি পার্কিং করা যাবে। তাছাড়া সেই পার্কিং-এ যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে তাও নেভিগেশনের মাধ্যমে দেওয়া থাকবে ওই অ্যাপে।

শুধু তাই নয়, এই অ্যাপ থেকে পার্কিং করার জন্য আগে থেকেই জায়গা বুক করে নিতে পারবেন দর্শকরা। পরে কেবল পার্কিং করার আগে কিউ আর কোড স্ক্যান করিয়ে নিলেই সেখানে পার্কিং মিলবে সহজে। এই কারণে পুলিশের তরফ থেকে গোটা ক্রীড়াঙ্গন সংলগ্ন জায়গা জুড়ে মোট ৮ টি জায়গায় গাড়ি পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে।

 

Source: Khabar 365 Din

 

 

Bengal Govt organises fish festival on the occasion of U-17 World Cup

Football fever is peaking in Bengal, what with the FIFA Under-17 World Cup being organised in Kolkata, which is one of the six venues across India, and also the venue for the final. Along with football, fish is another favourite of Bengalis.

Giving occasion to celebrate the combination of favourites – football and fish – the West Bengal Fisheries Development Corporation (WBFDC) is organising a fish festival across all its restaurants in Kolkata. The festival has been named after Gostho Paul, the first Bengali football icon of the country.

According to an official of WBFDC, the World Cup special menu has been named Football Fever and will be available from October 8 to 28 at select stalls, including the restaurants at Nalban, Eco Park, the State Secretariat, Nabanna and other places. It is priced at Rs 399 per plate.

The Football Fever thali (platter) comprises special jeera rice, googlie (a kind of pond snail) dribble, cooked in the style of fish kabiraji, googlie chop, crab crossbar, prawn malaikari and another prawn preparation named after football, Venmai penalty, which is prawn cooked with parsley leaves and lemon. Another dish, a variation of a Middle Eastern preparation, is also available and is called Ombuck Mustard Kick. To round it off, a dessert in the form of a sandesh named after the apex world football body, FIFA, has been added.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষে মৎস্য উৎসবের সূচনা রাজ্য সরকারের

ভারতের আর ৬টি শহরের মত কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। কলকাতায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনালের মতো উল্লেখযোগ্য খেলা। তাই, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এই শহরে এখন টান টান উত্তেজনা।

ফুটবলের মত বাঙালির আরেক প্রিয় জিনিস হল মাছ। বিশ্বকাপকে মাথায় রেখে রাজ্য সরকারের মৎস্য দপ্তর আয়োজন করেছে মৎস্য উৎসবের। মৎস্য দপ্তর রাজ্যে তাদের সব রেস্তোরাঁগুলোতে এই উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের নাম রাখা হয়েছে ভারতের প্রথম বাঙালী ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের নামে।

বিশ্বকাপের জন্য যে স্পেশ্যাল মেনু করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘ফুটবল ফিভার’। এই মেনুর খাবার পাওয়া যাবে অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত। এই রেস্তরাঁগুলো আছে নলবনে, ইকো পার্ক, স্টেট সেক্রেটারিয়েট, নবান্নে ও অন্যান্য স্থানে। এই স্পেশ্যাল মেনুর খাবারের দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা প্রতি প্লেট।

এই স্পেশ্যাল থালিতে থাকছে, জিরা রাইস, ফিস কবিরাজির আদলে রান্না করা গুগলি, গুগলির চপ, কাঁকড়ার একটি পদ, চিংড়ির মালাইকারি, আরেকটি চিংড়ির পদ যার নাম ফুটবলের নামে রাখা হয়েছে, ভেনমাই পেনাল্টি।

আরেকটি মধ্যপ্রাচ্যের থালি তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওম্বাক মাস্তার্ড কিক। এই দুটি থালির শেষেই থাকবে একটি বিশেষ ধরনের সন্দেশ, যার নাম রাখা হয়েছে, ফিফা।

Source: The Statesman

Water pouches for spectators at World Cup matches

The Bengal Government has arranged for water pouches free of cost for the spectators going to the Vivekananda Yuva Bharati Krirangan (VYBK) to watch the FIFA Under-17 World Cup matches. The pouches are available at ‘May I Help You’ kiosks inside the stadium.

Another measure taken by the government for the ease of spectators is allowing them to carry raincoats, since there is prediction of rain during the duration of the tournament.

These measures are among the many which have made the World Cup a much pleasurable experience for all concerned.

 

যুবভারতীতে দর্শকদের জলের পাউচ দেবে রাজ্য

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে বিনা পয়সায় জলের পাউচ বিলি করবে রাজ্য সরকার। স্টেডিয়ামের ভিতরে ‘মে আই হেল্প ইউ’ কিয়স্ক থেকে সেই পাউচ সংগ্রহ তৈরি করতে পারবেন খেলা দেখতে আসা দর্শকরা।

খেলার দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাষ থাকায় ম্যাচ দেখতে আসা দর্শকদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকে তাকিয়ে মাঠে বর্ষাতি নিয়ে প্রবেশ করার ছাড়পত্র মিলছে দর্শকদের।

 

Source: Sangbad Pratidin

 

Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

The Bengal Government has made tight security arrangements at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) for the FIFA Under-17 World Cup.

The stadium, refurbished at a huge cost, will host 10 matches, including the final, across six days. The first set of matches were held on October 8.

The security arrangements at a glance:

  • Stadium gates will be opened two hours before the matches
  • All tickets will be scanned before letting ticket-holders enter the stadium
  • Once a ticket-holder leaves the stadium, the person won’t be allowed in again
  • Spectators will not be allowed to carry bags, newspapers, cold drinks and bottles of water inside
  • Spectators will be allowed to carry raincoats
  • Women will be allowed to carry handbags inside
  • There will be 110 ticket-checking points, all of which will have doorframe metal detectors passing through which will be compulsory for spectators
  • Spectators will be allowed to carry in flags of countries they are supporting but no sticks or stick-like objects will be allowed
  • To avoid any confusion, the tickets for all the six days (10 matches) are of different colours
  • Only FIFA-approved vendors will sell drinking water at the stadium
  • State Government will distribute water pouches free of cost at the parking venue
  • Parking space for 2,600 cars is being provided
  • To avoid unnecessary congestion, quite a few areas have been marked as no-parking zones
  • The police have been trained in such a way that, if necessary, all 66,000 spectators can be evacuated within eight minutes
  • To secure the area, 260 CCTV cameras have been installed
  • A police control room has been opened inside the stadium
  • The Bidhannagar Police Commissionerate has tied up with two prominent hospitals in Salt Lake to admit any spectator who may need treatment
  • Smoking will be banned at the stadium premises

 

একনজরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে পাখির চোখ করে পুরো নিরাপত্তায় ঢেকে গেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

একনজরে দেখা যাকঃ-

  • খেলা শুরুর দু’ঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট।
  • ফিফা মনোনীত সংস্থা স্টেডিয়ামে জল বিক্রি করবে।
  • থাকছে ২৬০০ গাড়ির পার্কিং। পার্কিং এরিয়ায় বিনামূল্যে জল বিতরণ করবে রাজ্য সরকার।
  • বেশ কিছু অঞ্চল নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা হবে।
  • প্রতিদিনের জন্য আলাদা আলাদা রঙের টিকিট।
  • স্টেডিয়ামে ঢোকার আগে প্রতিটি টিকিট স্ক্যান করা হবে।
  • একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ওই টিকিট নিয়ে ফের স্টেডিয়ামে ঢোকা যাবে না।
  • মহিলারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন।
  • থাকছে ১১০টা চেকিং পয়েন্ট। প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হবে দর্শকদের।
  • পছন্দের দেশের পতাকা নিয়ে ঢোকা যাবে তবে লাঠি জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না।
  • কোনও দুর্ঘটনা ঘটলে ৬৬হাজার দর্শককে আট মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বাইরে বার করে আনতে পারবে পুলিশ কর্মী।
  • যুবভারতী চত্বরে ধূমপানও নিষেধ।
  • নিরাপত্তার জন্য ২৬০টি সিসি টিভি থাকছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই।
  • কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে চিকিৎসার ব্যবস্থা। সল্টলেকের দুটি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কমিশনারেট।
  • ব্যাগ, খবরের কাগজ, কোল্ড ড্রিঙ্কসের ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ।
  • থাকছে স্টুয়ার্ট স্কোয়াড

 

Source; Sangbad Pratidin

 

Correctional home inmates to organise Deepavali Mela on the occasion of Diwali

The Bengal Correctional Administration Department would be organising a unique festival today called Deepavali Mela, named so because it is being held on the occasion of Diwali.

The uniqueness arises from the fact that all the participants of the fair are inmates of correctional homes of Bengal, and the location is a correctional home too – Alipore Central Correctional Home (ACCH). It is to be held from 11 am to 7 pm and is open to everyone.

There are two aspects to the festival – a food festival and another selling various products. The chefs for the food festival are the inmates of Alipore Central Correctional Home (AACH). The other products to be sold have been made by the inmates of Alipore, Presidency and Dum Dum Correctional Homes and Alipore Women Correctional Home.

This is another of the numerous efforts that the department has been making to bring about a better atmosphere inside the correctional homes of the state.

In this connection, it needs to be mentioned that the government had, last June, organised a Kara Utsav at Rabindra Sadan in Kolkata.

 

দীপাবলিতে বন্দীদের আয়োজনে উৎসব

আজ সংশোধন প্রশাসন দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে অভিনব ‘দীপাবলি মেলা’।

এই মেলার স্টলগুলিতে থাকবেন রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দীরা। এই উৎসবটি অনুষ্ঠিতও হবে আলিপুর সংশোধনাগারে। অনুষ্ঠানটি চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এই অনুষ্ঠানে একদিকে যেমন অনুষ্ঠিত হবে খাদ্য উৎসব, অন্যদিকে তেমনই থাকবে বন্দীদের তৈরি নানারকম জিনিস কেনার সুযোগ।

প্রসঙ্গত, এই বছর জুন মাসে রাজ্য সরকার রবীন্দ্র সদনে কারা উৎসবের আয়োজন করে।

Source: Millennium Post

Bengal CM gives away Biswa Bangla Sharad Samman 2017

Chief Minister Mamata Banerjee gave away the Biswa Bangla Sharad Samman today at Nazrul Mancha.

The Chief Minister had instituted these awards three years ago. Apart from the awards for the best Durga Pujas, the Chief Minister also started Durga Puja Bisarjan Carnival from 2016. The carnival has become extremely popular across the world.

Here is the list of winners for this year.

 

Highlights of the Chief Minister’s speech:

It is a tradition to meet your near and dear ones for mishtimukh after Bijoya. I am happy to meet with you all on this occasion.

Crores of people had visited various pandals during the festive days. But there had not been any untoward incidents. My best wishes to all for maintaining peace and harmony during Durga Pujo.

his year, Muharram and Durga Puja happened at the same time, this happens every 25-30 years. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram around the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the puja committees and the people.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. What Bengal can do, no one else can. I am sure had Ganapati Visarjan and Muharram coincided, Maharashtra would not have been able to conduct them in a smooth manner.

A lot of foreign tourists came to Bengal to witness the grand festival. Durga Puja has now become a 10-day festival. So many artistes toil tirelessly for months on end to create such beautiful pieces of art. Durga Pujo generates huge employment opportunities.

This year the Bishorjon Carnival was a huge success. Several crores of people watched it from across the world online. I have been flooded with congratulatory comments on social media. This year 70 clubs participated; next year we will include 10 more clubs.

I appeal to you all to exercise caution during Kali Pujo. Do follow the fire safety norms. Do not let your celebration become a cause of concern for someone else. My advance wishes for Chhat and Jagadhatri Pujo. The festive season has just begun and will continue till Gangasagar Mela in January.

 

 

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭ পুরস্কার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

 

আজ নজরুল মঞ্চে বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭ পুরস্কার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তৃতীয় বর্ষে পড়ল এই সম্মাননা প্রদান।

এবারের পুরস্কার বিজয়ীদের তালিকা দেখে নিন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

বিজয়ার পরে মিষ্টিমুখ করার একটা প্রথা আছে। আজ আপনাদের সাথে মিলিত হয়ে খুব ভালো লাগছে। কোটি কোটি মানুষ পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখেছেন। কিন্তু, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাইকে আমি অভিনন্দন জানাই। প্রচুর বিদেশী অতিথি এসে প্রশংসা করেছেন।

আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। এরকম ২৫-৩০ বছর পরপর হয়। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একই সময় বাংলার মানুষ করে এসেছে। এবার কোনও ঘটনা ঘটেনি। এই কৃতিত্ব কিন্তু সকল পুজো কমিটির ও মানুষের।

ধর্ম যার যার, উৎসব সবার। চক্রান্ত কম হয়নি, প্ররোচনা কম হয়নি, কিন্তু, পুজো কমিটিগুলো এই ফাঁদে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার অভিনন্দন জানাই।

মহারাষ্ট্র একসাথে গণপতি বিসর্জন ও মহরম একসঙ্গে করে  দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না।

এই পুজোকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থান হয়। পুজো শুধু বিগ নয়- ‘বিগেস্ট ইনভেস্টমেন্ট’। মাসের পর মাস খেটে শিল্পীরা চমকে দেওয়ার মতো প্যান্ডেল বানায়।

এবছর ৭০টি ক্লাবকে নিয়ে বিসর্জন হয়েছে, সামনের বার আরও ১০টি ক্লাব বাড়বে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অনলাইনে এই কার্নিভ্যাল দেখেন। আমার কাছে প্রচুর শুভেচ্ছা বার্তা এসছে।

সামনেই কালী পুজো। সবার ভাল কাটুক। আগুন নিয়ে সাবধান, আলোকের এই ঝর্ণাধারায় সবার জীবন ভরে উঠুক। বাজি পোড়ানোর সময় সতর্ক থাকবেন, আপনার আনন্দ যেন অন্য কারো দুঃখের কারণ না হয়।

ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। সবে তো উৎসব শুরু হল, এই উৎসবের মরশুম চলবে গঙ্গাসাগর মেলা পর্যন্ত।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

 

Do not panic or spread rumours about dengue: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a meeting at the State secretariat, Nabanna today to take stock of the State’s preparedness to combat dengue and other diseases which have been occurring recently.

After the meeting she held a press conference, where she asked the district authorities as well as the people to be alert. She said that at the meeting she came to know that in Deganga only one person had died due to dengue. But news reports give the impression that there has been a death parade, and people are running away from their homes.

“If there is an outbreak of a disease, it is our duty to take preventive measures. But one should not spread canards. Spreading rumours is a crime,” the CM added.

The Chief Minister also shared statistics on deaths due to dengue in various States in the last few months:

  • In Gujarat 430 people died due to swine flu
  • In Tamil Nadu 642 people died due to swine flu and 40 died due to dengue
  • In Maharashtra, 437 people died due to swine flu
  • In Kerala, 36 people have died due to dengue.
  • In Lucknow, 141 people and in Delhi, 21 people have died due to dengue.
  • In Bengal, 14 people have died due to dengue in recent times and during the last seven to eight months, 30 people in all have died due to dengue.

 

She also said that two people in Bidhannagar died due to dengue. However, she clarified that these incidents took place in areas where construction for the metro railway is going on, and where a lot of garbage had accumulated. The areas are under the control of Central Government and they are not allowing the local bodies to clean them.

The CM reiterated, “We organised this meeting today because even one death is something to take note of. Our duty is to ensure that people do not get scared, that they get access to proper treatment.”

 

 

ডেঙ্গু নিয়ে অপপ্রচার করে মানুষকে ভয় দেখাবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে ডেঙ্গু ও অজানা জ্বরের মোকাবিলা করার জন্য একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সতর্ক থাকার, নিজেদের যত্ন নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,অপপ্রচার করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, “মিটিং করতে গিয়ে দেখলাম সংবাদমাধ্যমের একাংশ বলছে দেগঙ্গায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মানুষ নাকি ঘর ছেড়ে চলে যাচ্ছে। রোগ হলে তা প্রতিকার করা আমাদের দায়িত্ব কিন্তু অপপ্রচার করে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। গুজব ছড়াবেন না। এটা একটা অপরাধ।”

গত কয়েক মাসের পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন:

  • গুজরাতে ৪৩০ জন সোয়াইন ফ্লু-তে মারা গেছে
  • তামিলনাড়ু তে ৬৪২ জন সোয়াইন ফ্লু তে ও ৪০ জন ডেঙ্গুতে মারা গেছে,
  • মহারাষ্ট্রে ৪৩৭ জন মারা গেছে সোয়াইন ফ্লু-তে
  • কেরালায় ৩৬ জন মারা গেছে ডেঙ্গুতে
  • লখনৌ তে ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • দিল্লিতে ২১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • বাংলায় সম্প্রতি ১৪ জন এবং গত ৭-৮ মাসে মোট ৩০ জন মারা গেছেন ডেঙ্গুতে

 

তিনি আরও বলেন, “বিধাননগরে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন কারণ ওখানে মেট্রোর কাজ হচ্ছে, ময়লা জমা হচ্ছে। ওই এলাকা কেন্দ্রীয় সরকারের আওতায়, ওরা পরিষ্কার করতে দেয় না।”

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “একজনের মৃত্যুটাও খারাপ, তাই আমাদের এই পর্যালোচনা বৈঠক। মানুষ যাতে ভয় না পায়, সঠিক চিকিৎসা পায় সেদিকে নজর দেওয়াই আমাদের কর্তব্য।”

IMR in Bengal down to 25 under Trinamool, Bengal among top three States in India

Health has been one of the primary concerns of Chief Minister Mamata Banerjee ever since coming to power, so much so that she herself holds the Cabinet portfolio for the Health Department.

Soon after coming to power, she had instituted a task force to bring down the infant mortality rate (IMR) of Bengal, a move which has delivered significant results over the last six years. From 31 in 2011, when the Trinamool Congress came to power, the IMR came down to 26 in December 2016.

And now, as per the latest report of the Union Health Ministry, the number has further come down to 25. This was conveyed during the recently-held ‘Best Practices and Innovation in Public Health Service’ seminar.

The improved IMR number is primarily because of three reasons:

Higher number of institutional deliveries;
Setting up of new sick newborn care units (SNCU) in districts;
Significant improvement in the nutritional input for new mothers.

With respect to SNCU, the number of doctors and nurses trained in operating these has also been significantly improved. On the other hand, ASHA health workers are helping in bringing news about pregnant mothers and sick children to doctors and conveying back their advice, and also helping in bringing sick children (as well as mothers) immediately to the nearest health centres or hospitals on government-registered Matri Jaans and Nishchay Jaans, and if required, getting them admitted to SNCUs.

ASHA and aanganwadi workers are also helping in convincing pregnant mothers to go for institutional deliveries instead of depending on quacks, especially in rural areas, as well as delivering nutritious food free of cost to new mothers.

 

সদ্যোজাত শিশুমৃত্যু হার কমে ২৫, জানাল কেন্দ্রীয় রিপোর্ট

স্বাস্থ্যক্ষেত্রে ফের জাতীয় স্তরে কামাল করল বাংলা। ক্ষমতায় এসেই আলাদা টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলও পেলেন হাতেনাতে।

২০১১ সালে রাজ্যে সদ্যোজাত শিশুমৃত্যুর হার ছিল ৩১। অর্থাৎ প্রতি এক হাজার প্রসবে সদ্যোজাত থেকে এক বছর বয়স পর্যন্ত ৩১টি বাচ্চার মৃত্যু হত। তৃণমূল জমানায় ধাপে ধাপে তা কমে হয় ২৮ এবং ২০১৬ সালের ডিসেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী হয়ে দাঁড়ায় ২৬। এই সেপ্টেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট শোনাল নতুন সুখবর। সদ্যোজাত শিশুমৃত্যুর হার বা ইনফ্যান্ট মর্টালিটি রেট আরও কমেছে বাংলায়। তা হয়ে দাঁড়িয়েছে ২৫। গ্রামবাংলায় এই হার ২৫, শহরাঞ্চলে ২২।

এর প্রধান কারণ তিনটি:

এক, পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি।

দুই, গুরুতর অসুস্থ সদ্যোজাত বাচ্চাদের জন্য হওয়া এসএনসিইউ বা সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট-এর সংখ্যা বৃদ্ধি।
তিন, মায়েদের সার্বিক পুষ্টির মান আগের থেকে ভালো হওয়া।

এসএনসিইউ-এর সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আগের থেকে অনেক বেশী যত্ন পাচ্ছে সদ্যোজাতরা। অধিকাংশ বড় মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিইউ-তে এখন শ্বাসকষ্টের চিকিৎসায় সি প্যাপ, ভেন্টিলেটর ইত্যাদি যন্ত্র রয়েছে। প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের সংখ্যাও বেড়েছে।

এই সুফলের আরও কারণ হল আশা কর্মীদের মাধ্যমে আসন্নপ্রসবা মহিলাদের খবর জানা, ‘নিশ্চয় যান’ এর মাধ্যমে নিখরচায় অসুস্থ বাচ্চাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসা এবং পরিকাঠামোগত উন্নতি। এখন বাচ্চা অসুস্থ হলে গ্রামবাংলাতেও মায়েরা তাকে বাড়িতে ফেলে রাখেন না। কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ইনোভেশনস ইন পাবলিক হেলথ সিস্টেম’ শীর্ষক জাতীয় সম্মেলনে শিশুমৃত্যুর হার দ্রুত কমানোর বিষয়ে রাজ্য সরকার উচ্চ প্রশংসিত হয়।

Source: Bartaman

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

People of Bengal defeated all conspiracies during festive season: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee attended a Bijoya Sammilani function organised by the police at Jhargram.

Greeting people on the occasion, she expressed happiness that people of Bengal set an example of communal harmony during the festive season.

Excerpts of her speech:

Congratulations to everyone for ensuring a peaceful Durga Puja. This year, Muharram and Durga Puja happened at the same time, just like in 1982. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram at the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the people of Bengal.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A celebration is transformed into a festival only when everyone comes together.

A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. I convey my ‘pranam’ and my ‘salam’ to everyone. Remember, it is because of you all standing together that Bengal is as united as it is today.

We have been holding the Durga Puja Carnival for the last two years. Nobody can do it the way Bengal does it. From next year, the day before or after the carnival in Kolkata, similar carnivals would be held in all the districts. As a result, all Biswa Bangla Sharad Samman award winners, be they from Kolkata or from anywhere in Bengal, would be able to participate in a grand carnival en route to their immersions.

I say it with conviction that the way Durga Puja and Muharram are held together, Ganapati Puja and Muharram can never be. What Bengal can do none can. In Bihar and Uttar Pradesh, immersions were on put hold on the day of Muharram, but nobody said anything. Here, even a case was filed. We abided by the court’s decision. But the biggest judgement was delivered by the people.

It is because of the people’s patience and deep creativity that you have been able to do what you did. We are very happy that the festival of football has started in Kolkata.

It is to Bengal’s credit that FIFA officials are coming here to conduct meetings, where they have said Salt Lake Stadium has the potential to become the world’s best stadium. This is our pride.

The kind of promotion that I have seen in Kolkata, ZI am seeing in Jhargram too. I am feeling very happy, and happiness is meant to be shared with all. This is the season of festivals.

In Jangalmahal, 30,000 boys and girls are getting the opportunity now to play football. One the occasion of the Un-17 World Cup, we are giving away 1.5 lakh footballs. The footballs are branded ‘Joyee’, each of which costs Rs 2,500. These have been made by village girls, and the State Refugee Relief and Rehabilitation Department is in charge of the manufacturing. We are giving five footballs each to every school, college and club committee.

The philosophy by which we can all live together happily should be the basis of our religion. The best religion is the one which talks of including all humanity within its ambit. The interpretation of religion is loving and uniting all of humanity. The true religion is about dousing fires, and not setting fire to.

 

 

উৎসবের সময় বাংলার মানুষ কোন চক্রান্তে পা দেয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একসাথে বাংলার মানুষ করে এসেছে সারা দেশের সাথে। কিন্তু, মনে রাখবেন, এবার কোনও ঘটনা ঘটেনি, টোটাল ইন্সিডেন্ট ফ্রি। এই পুজো-মহরম বাংলার মানুষ একসাথে পালন করেছে, এর কৃতিত্ব সকল মানুষের।

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয়।

অনেক চক্রান্ত হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমি কৃতজ্ঞ বাংলার মানুষ এই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ এই চক্রান্তে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার সালাম জানাই, প্রণাম জানাই। মনে রাখবেন, আপনারা আছেন বলেই বাংলার এই শক্তি।

দুর্গাপুজোর কার্নিভাল গত দুবছর ধরে আমরা করছি। এবার থেকে আমরা যেদিন বিশ্ববাংলা কার্নিভাল করব, তার পরের দিন, অথবা তার আগের দিন, জেলাগুলোও একটা করে কার্নিভাল করবে। অর্থাৎ জেলায় যে ঠাকুরগুলো বিশ্ব বাংলা পুরস্কার পাবে তারা একসাথে লাইন দিয়ে বিসর্জন দিতে যাবে।

আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি। এখানে কোর্টে কেস পর্যন্ত করা হয়েছে। কোর্টের অর্ডারও আমরা মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।

মানুষ ধৈর্য, সহনশীলতা, সৃজনশীলতা দেখিয়েছে; তাই আজ আপনারা এটা করতে পেরেছেন যা আর কেউ করতে পারবে না।

সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়। ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা, ধর্ম মানে আগুন লাগানো নয়, আগুন নিভিয়ে দেওয়া।

কলকাতায় ফুটবল উৎসব শুরু হয়েছে, আমরা খুব খুশি। আজ ফিফার লোকেরা বাংলায় এসে বৈঠক করছে, এটা বাংলার কৃতিত্ব। তারা বলেছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের এক নম্বর স্টেডিয়ামে পরিণত হতে পারে। এটা আমাদের গর্ব।

কলকাতায় যে প্রচার দেখেছি ঝাড়গ্রামে এসেও আমি একই প্রচার দেখছি। আমার খুব ভালো লাগছে; আনন্দ ভাগ করে নিতে হয়।

জঙ্গলমহলের ৩০ হাজার ছেলেমেয়ে এখন ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এবার বিশ্ব ফুটবল উৎসব উপলক্ষে আমরা প্রায় দেড় লক্ষ ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছি। ফুটবলটির নাম ‘জয়ী’, যার মূল্য আড়াই হাজার টাকা। এগুলি তৈরি করছে গ্রামের মেয়েরা, দায়িত্বে আছে পুনর্বাসন দপ্তর। প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব কমিটিকে আমরা ৫ টি করে বল দিয়েছি।