Kanyashree Swabalambi Scheme for self-sufficiency

To make the beneficiaries of the Kanyashree Scheme self-sufficient with respect to making a living, the Bengal Government has started the Kanyashree Swabalambi Scheme.

The pilot project for the scheme was recently launched for Purulia district. Gradually, this project would be extended to the whole of the state.

Besides skill development training, the girls would also be given training in communication and other personality development modules.

Source: Dainik Jugasankha

‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্পের সূচনা

‘কন্যাশ্রী’দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে স্বনির্ভর করার জন্য ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প চালু করল রাজ্য সরকার। পুরুলিয়ায় জেলায় প্রাথমিকভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে এই জেলায় হাজারের বেশী কন্যাশ্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি ছাড়াও সাবলীলভাবে কথা বলা এবং ব্যাক্তিত্ব বাড়িয়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। কন্যাশ্রীদের এই সুযোগ ধীরে ধীরে সারা রাজ্যে প্রসারিত করা হবে।’

জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর সঠিক পোষণের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ’ শিরোনামে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সহায়ক পুস্তিকার উদ্বোধন করা হয়।

Correctional home inmates in Bengal getting trained to become self-reliant

The inmates of three correctional homes in Bengal are being trained in the making of jute bags.

Twenty-five inmates – 15 from Dum Dum Central Correctional Home and five each from Berhampore and Jalpaiguri Central Correctional Homes – are being trained by the correctional home authorities in collaboration with the National Jute Board and a non-governmental organisation (NGO).

The inmates are trained from 11 am to 4 pm. The products they make have found a good response from buyers at the jail depots and at various fairs they are sold in.

The correctional homes of Bengal, under the guidance of the Mamata Banerjee-led Trinamool Congress Government، are running long-term programmes to train their inmates in various activities – making puffed rice (muri) and phenyl, stitching (for female inmates), wood carving, making uniforms, etc. A hundred and fifty inmates, covering all the correctional homes in the State, are getting the benefits of training.

The number of training programmes and activities, and the number of inmates being involved are being gradually increased.

These activities encourage the inmates to keep their minds away from negative thoughts and also form the basis for a crime-free life after coming out of jails.

 

সংশোধনাগারের বন্দিদের  স্বাবলম্বী করতে উদ্যোগী হল কারা দপ্তর

দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের স্বাবলম্বী করতে উদ্যোগী হল ন্যাশনাল জুট বোর্ড ও স্বেচ্ছাসেবী সংস্থা।

এই দুই সংস্থার যৌথ উদ্যোগে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের পাটের ব্যাগ তৈরীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের তৈরী জিনিসপত্রের বাজারে ভালো চাহিদা রয়েছে ।

৪ মাস ধরে রাজ্যের তিনটি সংশোধনাগারের ২৫ জন আবাসিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১৫ জন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক, ৫ জন বহরমপুর ও ৫ জন জলপাইগুড়ির সংশোধনাগারে আবাসিক রয়েছে।

সকাল ১১ টা থেকে ৪ টে অবধি আবাসিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের তৈরী সামগ্ৰী জেল ডিপোতে বিক্রি হচ্ছে। বিভিন্ন মেলায় তাদের তৈরী জিনিসের স্টল দেওয়া হয়েছে ফলে ভালো সাড়া মিলেছে।

সংশোধনাগারের আবাসিকদের ক্রিকেট ও ফুটবল দল  রয়েছে।  তারা থিয়েটারে অভিনয়ও করছে। আবাসিকদের মুড়ি ও ফিনাইল তৈরীর প্রশিক্ষণ দেওয়াহচ্ছে। মহিলা বন্দিদের সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বন্দিদশা কাটিয়ে তারা যাতে সমাজে সুস্থ ভাবে ফিরে যেতে পারে , সেই জন্যই এই প্রয়াস।

মেদিনীপুর  সংশোধনাগারের কিছু পুরুষ বন্দিকে কাঠের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেক আবার ইউনিফর্ম  তৈরী করছে। এইরকম প্রায় ১৫০ জন সংশোধনাগারের আবাসিককে স্বাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হছে ।

এই ধরনের কাজ তাদের আরও উৎসাহ দিচ্ছে এবং তাদের মন থেকে অপরাধপ্রবণতা মুছে দেওয়ার সবরকম চেষ্টা করা হচ্ছে।