State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

Bengal Govt takes up plans for infrastructural development of the Sundarbans

The Sunderbans Affairs department has taken up a number of projects with the help of Rs 300 crore funds sanctioned by the government to spruce up the infrastructure of Sunderban. The plans include setting up more brick paved roads, culverts and bridges, further developing mangrove plantation and improving agriculture and fisheries activities.

The objective is to spruce up the infrastructure as well as improving the livelihood of the local people by imparting skill development programme.

Apart from improving road connectivity including setting up cement concrete roads and bituminous roads, the authorities are also working on skill development for the local dwellers to improve their livelihood.

 

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্য সরকারের

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন উন্নয়ন বিভাগ ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। পাকা ইটের রাস্তা, কালভার্ট এবং সেতু স্থাপনের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, কৃষি ও মাছ চাষের অগ্রগতির পরিকল্পনাও রয়েছে।

উদ্দেশ্য হল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।

সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতকরার জন্য সিমেন্টের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এছাড়া স্থানীয় লকেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

 

‘Eco fish tourism’ to enable tourists to catch fish and have it cooked too

The Fisheries Department of the Bengal Government is all ready introduce a new concept – eco fish tourism. As the name implies, it would be combine relishing the fish as well as the environment – a mouth-watering mélange to look forward to.

State Fisheries Development Corporation Department of the Fisheries Department is going to look after the projects.

A pilot project on eco fish tourism was completed at Nalban in Salt Lake, Kolkata about a month back. It proved to be a hit, which prompted the department to make the grand plans.

Bengalis are famous as fish-lovers and the concept is meant to latch on to this culinary fact.

Some of the details are as under. A two-day-one-night package for a family of four would cost Rs 4,000 to Rs 4,500, depending on the facilities availed of and the tourist spot. Individuals can also avail of eco fish tourism packages, in which case the cost would obviously be less. Coaches run by the Fisheries Department would transport the tourists from their homes to the spots they have booked. The bus journey would include breakfast and lunch, which would of course include fish. On reaching the place, battery-run vehicles of the department would provide a short tour of the area.

On the second day would come the ‘fish’ part of ‘eco fish tourism’. The tourists would be taken to the water bodies managed by the Fisheries Department. They can draw the nets along with the fishermen to pull in the fish, and can then indulge in the quiet joy of angling. The water bodies would be kept stocked with adequate fish.

The fishes caught by the tourists would be cooked and served to them. They would not be allowed to take any fish home, though. However, if they do want to carry any home, there is provision for that too – fishes can be bought, which would then be packed in ice to keep them fresh along the journey back. At the end of the tour, luxury bases of the Fisheries Department would drop the tourists back to their homes.

The projects are going to come up at five places to begin with – at Henry Island in the Fraserganj region and at Chandanpiri, located between Bakkhali and Fraserganj, both in the Sunderbans, at Guskara and Memari in Purba Bardhaman distirct, and in Digha (in a few of the place’s numerous fish farms).

The middle of May has been decided as the time for launching this new concept of eco fish tourism.

 

মৎস্যপ্রেমীদের জন্য চালু হচ্ছে ‘ইকো ফিশ ট্যুরিজম’

মৎস্যপ্রেমীদের জন্য এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর। বেড়ানোর সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রক্রিয়াও চালু করছে রাজ্য সরকার। প্রকল্পটির নাম – ইকো ফিশ ট্যুরিজম।

প্রকল্পটির পরিচালনায় রয়েছে মৎস্য দপ্তরের স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

মাসখানেক আগে সল্টলেকের নলবনে এই প্রকল্প চালু হয়েছে। সাফল্য পাওয়ার পর এই প্রকল্পের বিস্তারের সিদ্ধান্ত নিয়ে মৎস্য দপ্তর। মানুষের ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তোলার জন্যই এই উদ্যোগ।

অনলাইন বুকিং করতে হবে। ২ দিন এবং এক রাতের জন্য চারজনের একটি পরিবার – পিছু খরচ ৪০০০ বা ৪৫০০ টাকা। বুকিং করার সময় জানাতে হবে তিনি কোথা থেকে বাসে উঠবেন এবং দপ্তরের বাস তাঁকে সেখান থেকে তুলে নেবে। বাসে থাকবে জলখাবার ও দুপুরের খাওয়াদাওয়ার বন্দোবস্ত। গন্তব্যে পৌঁছানোর পর দপ্তরের ব্যাটারিচালিত গাড়িতে ভ্রমনার্থীদের প্রাকৃতিক দৃশ্য দেখানো হবে।

দ্বিতীয় দিনে ভ্রমনার্থীদের নৌকায় করে নিয়ে যাওয়া হবে জলাশয়ে। সেখানে তারা মাছকে খাবার দিতে পারবেন, জেলেদের সঙ্গে মাছ ধরার সময় জালও টানতে পারবেন। বেলায় জলাশয়গুলি থেকে মাছও ধরতে পারবে। ধরার পর সেই মাছ রান্না করে তাদেরকে তা পরিবেশনও করা হবে।  মাছ ধরার পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা।

চন্দনপিড়িতে একটি ওয়াচ টাওয়ার বানাচ্ছে মৎস্য দপ্তর। সেখানে উঠে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্যও দেখা যাবে। যদি কেউ মাছ কিনে বাড়ি ফিরতে আগ্রহী হন তাদের জন্য বরফ দিয়ে মোড়া মাছের প্যাকেটেরও বন্দোবস্ত রাখছে মৎস্য দপ্তর।

সুন্দরবনের বেশ কিছু এলাকা সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় চালু হবে এই উদ্যোগ। তালিকায় আছে সুন্দরবন এলাকার ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ড, বকখালি ও ফ্রেজারগঞ্জের মাঝখানে চন্দনপিড়ি, ঘুসকরা, মেমারি ও দিঘার লেক।

মে মাসের মাঝামাঝি এই নতুন প্রকল্প চালু করার কথা রয়েছে।

 

infrastructure bengal

Rural electrification project to be complete in Bengal by June 2017

Soon, Bengal will be among the first few states to complete the rural electrification project successfully.  Come June and the project will witness completion with state Power minister Sobhandeb Chattopadhyay laying emphasis that the rural electrification work is all set to be complete as soon as infrastructure in four villages of Sunderban area gets over.

This apart, the electrification work is more or less complete throughout the state. “Infrastructural works have been going on in four islands. The work is expected to be completed by the end of June this year. The Power department has been facing hurdles in some parts as many villagers were reluctant to get an electricity connection due to financial constraints. Despite the challenges, the state government will achieve 100 percent electricity coverage by June,” the Minister added.

Chief Minister Mamata Banerjee, after coming to the power, had asked the power department to provide electricity to the entire Sunderbans area through power grid. Banerjee had taken a pledge to electrify each and every village across the state. The state government is trying hard to resolve the issues with the involvement of local panchayat functionaries and the zilla parishads.

According to West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL), state’s nodal distribution agency, the total number of subscribers has gone up to 1.72 crore from around 88 lakh in 2011. A few years ago, the pace of electrification work in Bengal was quite slow in comparison to the other states in the country but Trinamool government has done a major revamp in infrastructure development.

 

রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের প্রকল্পের কাজ শেষ হবে জুন মাসে

খুব শীঘ্রই গ্রামীণ বৈদ্যুতিকরন প্রকল্পের কাজ সম্পন্ন করবে বাংলা। আগামী জুন মাসেই শেষ হবে সেই কাজ। যত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তার ওপর জোর দিচ্ছেন বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সুন্দরবন অঞ্চলের চার’টি গ্রামে বিদ্যুতের পরিকাঠামো তৈরীর কাজ শেষ হলেই এই প্রকল্পের কাজ শেষ হবে।

এ ছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও এই প্রকল্পের কাজ প্রায় শেষ। মন্ত্রী জানান, “এই চার’টি জায়গায় পরিকাঠামো তৈরীর কাজ চলছে, আশা করা হচ্ছে এই বছরের জুন মাসের শেষের দিকে এই কাজ শেষ হয়ে যাবে। অর্থনৈতিক কারনে অনেক গ্রামবাসীই বিদ্যুতের ব্যাপারে আগ্রহী নন তাই বিদ্যু९ দপ্তরকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবু এত বাধা সত্ত্বেও আগামী জুনের মধ্যেই রাজ্যের ১০০ শতাংশ অঞ্চলে পৌঁছে যাবে বিদ্যু९।”

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার পাওয়ার গ্রিডের মাধ্যমে পুরো সুন্দরবন অঞ্চলে বিদ্যু९ পৌঁছে দিতে উদ্যোগী হয়। রাজ্য সরকার পঞ্চায়েত ও জেলা পারিষদদের সহযোগিতায় এই কাজ দ্রুতগতিতে শেষ করতে চাইছে।

রাজ্য বিদ্যুত পর্ষদের তথ্য অনুযায়ী বিদ্যু९ গ্রাহকের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে প্রায় ১.৭২ কোটি যা ২০১১পর্যন্ত ছিল মাত্র ৮৮ লক্ষ। কিছু বছর আগে পর্যন্ত রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ ছিল অন্যান্য রাজ্যের তুলনায় খুবই মন্থর  গতির। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের দায়িত্ব পাওয়ার পর থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজে এসেছে এক নতুন গতি।