Bengal Govt to open 50 tourist information centres across Bengal

To make information to tourists easily available, the Bengal Government has decided to open as many as 50 tourist information centres across the State.

Though aimed primarily at tourists from other parts of the country as well as from across the world, the information centres would cater to tourists from the State as well. All information related to a particular area would be available at each centre. These would be run by the Tourism Department.

These tourist centres would play a major role in making Bengal more tourist-friendly. As it is, it is one of the top States in terms of tourist arrivals, both nationally and internationally. This project would take Bengal significantly higher in the rankings.

Where to stay, what to do, what to eat, what to buy, what are the specialities of a particular place or area – information of every kind would be available at these centres. Guide books would be available in English, Hindi and Bengali. They would contain detailed information about the history, geography and culture of a place.

These centres are already running at the airports in Kolkata and Bagdogra. Soon they would come up in four other places in Kolkata (Kolkata and Sealdah railway stations, Rabindra Sadan and Madhusadan Mancha), Howrah and Santragachi railway stations, Kakdwip and Diamond Harbour railway stations (South 24 Parganas district), Murshidabad, Malda, Bankura, Birbhum district, Darjeeling, Jalpaiguri, Siliguri and other places to cover all the districts.

The information available at the centres would also help tourists to decide how and where to go next. All in all, the tourist information centres would act as one-stop centres for all tourists visiting Bengal.

Source: Sangbad Pratidin

Bengal Govt to operate sea scooters to prevent accidents

The Bengal Government is soon going to buy sea scooters for rescuing swimmers stuck in high waters. These scooters would be operated by the coastal police force, whose officers would patrol the coastal areas on these scooters.

Along with the popularity of coastal tourism has come the attendant problem of marine accidents. People sometimes wrongly gauge the depth of water, direction of current, tidal situations, and fall in trouble. The sea scooters would prevent fatalities from these accidents.

The scooters would be of use not only for rescuing swimmers but also fishermen whose boats and trawlers may overturn due to strong currents or storms.

Kolkata Police has six such scooters at present. For patrolling the coasts, the coastal police has 10 all-terrain vehicles (ATV).

 

পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য

সমুদ্রে আপৎকালীন অবস্থায় পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য সরকার। যেগুলি তুলে দেওয়া হবে রাজ্য সরকারের উপকূল পুলিশের হাতে। প্রাথমিকভাবে দশটির মত ‘সি স্কুটার’ কেনার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে।

রাজ্য জুড়ে পর্যটন শিল্পের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামু্দ্রিক এলাকাগুলিতে প্রতিবছর পর্যটকদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ভরা মরসুমে পাহাড় বা জঙ্গল দেখতে যেমন পর্যটকরা ভিড় করেন, তেমনই সমুদ্রের ধারগুলি যেমন দীঘা, মন্দারমনি এলাকায় প্রচুর পর্যটক যান।

আপৎকালীন অবস্থায় যাতে দ্রুত পর্যটকদের কাছে পৌঁছে তাদের উদ্ধার করা যায় সেকারণেই এই ‘সি স্কুটার’ কেনার পরিকল্পনা করা হয়েছে। বাংলা ছাড়াও দেশের অন্যান্য রাজ্য এবং বিদেশ থেকেও পর্যটকরা নানাসময় সমুদ্রের পাড়ে ভিড় করেন। ফলে নিরাপত্তার দিকটি চিন্তা করেই এই ধরনের যান কেনার কথা ভেবেছে রাজ্য।

এই ‘সি স্কুটারে’ যারা দায়িত্ব থাকবেন, তাদের কাছে থাকবে ওয়াকি টকি। অল্প এবং গভীর, দু’রকম জলেই এই স্কুটার নিয়ে ঘোরা যাবে। বিচে কর্তব্যরত পুলিসকর্মী এবং ওয়াচ টাওয়ারে যারা পাহারায় থাকবেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন এঁরা। রাজ্যে আপাতত ১৪টি উপকূল পুলিশ থানা থাকলেও মূলত সমুদ্রের যে জায়গাগুলিতে পর্যটকরা নামেন সেই জায়গাগুলিতেই এই ‘সি স্কুটার’ ব্যবহার করা হবে। পর্যটকদের লক্ষ্য রাখার জন্য মাঝে মাঝে ‘সি স্কুটার’ নিয়ে এঁরা চক্কর কাটবেন।

শুধুমাত্র স্নান যারা করবেন তাদের ক্ষেত্রেই নয়, সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের যদি কখনও নৌকাডুবি হয়, তবে সেক্ষেত্রেও কাজে লাগতে পারে এই ‘সি স্কুটার’। উদ্ধারকারী নৌকা বা লঞ্চ যেমন ছুটবে ডুবন্ত যাত্রীদের উদ্ধারের জন্য, তেমনি ছুটবে এই ‘সি স্কুটার’। যাতে দ্রুত উদ্ধারের কাজ চালানো যায়। কলকাতা পুলিসের কাছে আপাতত এই ধরনের ছ’টি যান আছে।

ইতিমধ্যেই উপকূল পুলিশের হাতে এসেছে ‘অল টেরেন ভেহিক্যাল’, যা যে কোনও রুক্ষ অঞ্চল দিয়েও চলাচল করতে পারবে। মূলত নদী এবং সমুদ্রের পাড় দ্রুত চলাচলের কথা চিন্তা করেই এগুলি কেনা হয়েছে। উপকূল পুলিশের হাতে এমন গাড়ি আছে ১০টি। বিচে নজরদারি চালাতেই ওই গাড়িগুলি ব্যবহার করা হয়।

 

Tourism Dept to introduce houseboats

Seeing high demand from sightseers for touring in houseboats, the Bengal Government’s Tourism Department has decided to introduce the same in the rivers and coastal tourist spots of the state.

Two houseboats are stationed near Babughat, at the department’s jetty. Six more are to be bought soon, four of which would be kept in Digha, Mandarmani and Tajpur. Depending on their popularity houseboats would be introduced at riverine tourist spots across the state.

There would be elaborate arrangements in the houseboats. Besides for touring, they can be hired for birthday parties, wedding receptions and conferences. For conferences, there would be sitting arrangements for 20 people in each vessel.  There would be banquet halls and double-bedded rooms, as well as a bar and a restaurant. All rooms would be air-conditioned.

 

গঙ্গা, সমুদ্র ও সুন্দরবনে হাউসবোটে ভ্রমণ

পর্যটন দপ্তর সমীক্ষা করে দেখেছে, সমুদ্রসৈকতে বেড়ানোর পাশাপাশি গভীর সমুদ্রের রূপ দেখতেও বহু পর্যটক আগ্রহ প্রকাশ করে থাকেন। তাই, পর্যটন দপ্তর এবার নিয়ে এল গঙ্গায় হাউসবোট এবং এটিতে চেপেই পাড়ি দেওয়া যাবে সমুদ্রে।

চাইলে জন্মদিনের পার্টি, বিয়ের রিসেপশন, ছোট খাটো কনফারেন্সের আয়োজনও করা যাবে এই হাউসবোটগুলিতে। কনফারেন্স হলে ২০জনের মতো মানুষ বসার ব্যবস্থা থাকছে। থাকছে ব্যাঙ্কোয়েট হল ও ডবল বেডের রুম। থাকছে বার ও রেস্তোরাঁও।

আপাতত, বাবুঘাটের কাছে দপ্তরের জেটির সামনে আপাতত দুটি হাউসবোট রাখা হয়েছে, আরও ৬টি আসছে খুব শীঘ্র কেরল থেকে। জনপ্রিয়তা বাড়লে রাজ্যের আরও বিভিন্ন স্থানে এই পরিষেবা চালু করবে পর্যটন দপ্তর।

এই বোটে সাধারন মানুষের থাকার জন্যও ব্যবস্থা করা হবে। চারটি থাকবে দিঘা, মন্দারমনি, তাজপুরের খাঁড়িতে। এতে পর্যটকেরা হাউসবোটে থেকেই সমুদ্রের মজা উপভোগ করতে পারবেন।

Source: Aajkaal

Chhau mask fair at Ayodhya Hills delights tourists

The Micro, Small and Medium Enterprises (MSME) Department of the Bengal Government and UNESCO recently joint organised a festival of chhau masks at Charida village of Baghmundi block, located on the Ayodhya Hills. The Tourism Department was also part of the effort.

With the effort of the State Government, the Ayodhya Hills is gradually turning into a tourist hotspot. Both for casual tourists and trekkers, the region is proving to be a big attraction.

Chhau is a traditional masked dance of Purulia district, and one of the big attractions of the art form is the big colourful masks that the dancers wear. This is also a collector’s item, and hence the fair.

A lot of tourists flocked the three-day fair at the hill-top village of Charida, which is famous for the masks, making it a huge success. It was an opportunity for income for the locals and for the tourists, a taste if the diverse culture of Bengal.

Through the interactions at the stalls and at the mask-making workshops, the bond between the local Adivasis, who perform the chhau, and people from other regions of the state was also strengthened.

The dance form has been recognised by UNESCO through its Cultural Hubs project, jointly undertaken with the State Government following encouragement from none other than Chief Minister Mamata Banerjee.

As a result of these efforts, a lot of researchers are studying the chhau dance and the related cultural traditions. Films and documentaries are being made on the dance and the dancers. Some are also getting opportunities for performing in front of foreign audiences.

 

অয্যোধ্যার চুড়ায় ছৌ মুখোশ মেলা, পর্যটকরা করল উপভোগ

রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং ইউনেস্কোর সহযোগিতায় পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামে শুরু হওয়া ছৌ মুখোশ উৎসব শেষ হল। এই নিয়ে এই মেলার চতুর্থ বর্ষ হল। গোটা গ্রাম জুড়ে এই মেলায় ছৌ মুখোশ এর শিল্পীরা অংশ নিয়েছিলেন।

চড়িদা গ্রামের সমস্ত শিল্পীরা এই উৎসবে স্টল দিয়েছিলেন। শিল্পীদের সাথে সাধারন মানুষের সরাসরি আলাপ-সহ মুখোশ কেনাবেচার আয়োজন, মুখোশ বিষয়ক কর্মশালা, শিল্পীরা কীভাবে মুখোশ তৈরী করেন, সে বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়।

অয্যোধ্যার চুড়ার এই গ্রাম রঙ-বেরঙের মুখোশে ছেয়ে গেছিল, যা বাড়িয়েছিল পাহাড়ের আকর্ষণ। আর দোকানের পসরা দেখে সমস্ত পর্যটকরা অভিভুত। তিন দিনের এই মেলায় নানা অনুষ্ঠানের পাশাপাশি ছৌ শিল্পীরা বেশ কিছু টাকার ছৌ মুখোশ বিক্রি করলেন। রাজ্যের লোকশিল্পকে নিয়ে অনেকেই এখন গবেষণা শুরু করেছেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের করা তথ্যচিত্রেও উঠে আসছে লোকশিল্প প্রসারের প্রসঙ্গ। ছৌ নাচ দেখতে ও ছৌ শিল্পীদের সঙ্গে সময় কাটাতে প্রতি বছর দলে দলে পর্যটক পুরুলিয়া পাড়ি দেয়। অনেকে এই ছৌ নাচের মরশুমকে মাছের চোখ করে পর্যটন নির্ঘণ্ট তৈরী করেন। তাই এই মেলা একটি জনপ্রিয় উদ্যোগ বলেই মনে করছেন পর্যটন দপ্তর।

Source: Aajkaal