No central funds for Ghatal Master Plan, Bengal Govt livid

After coming to power, Mamata Banerjee had instructed the Irrigation Department to draw up a plan to provide relief to the people of Ghatal from recurrent floods every year. This ‘master plan’ was drawn up by the department and sent to the Centre for clearance in 2014. Although the Centre has finally given its nod to Ghatal Master Plan, but they have not allocated any fund for the Rs 1238 crore project.

The Chief Secretary of the Union Minister of Water Resources communicated the same to state government officials last week. The Bengal Government is livid as the Centre has refused to bear the cost of the project. The officials have decided to write to the Centre seeking funds for Ghatal Master Plan.

As per the officials, this is yet another example of the neglect shown by Centre towards the State. In the past, for irrigation projects, the Centre and State used to share the cost at a ratio of 75-25. After Narendra Modi led government came to power, the share of Centre was reduced to 50 per cent. But in case of Ghatal Master Plan, the Centre has not even allocated funds for its share of 50 per cent.

What is Ghatal Master Plan?

As per the irrigation department officials, during monsoon, areas of Ghatal get inundated by the waters of Shilabati river. This causes a lot of trouble to the people of the region. Even areas like Chetua, Daspur 1 and 2 blocks are affected. The master plan was drawn up to provide relief to the people. The plan includes construction of a 6 meter dam over Shilabati river and installation of a pump (with 5000 cusec capacity) in Ghatal. This apart, desiltation work will be carried out at Old Kosi, New Kosi, Durgachoti and other rivers to increase navigability. Repair work would be carried out for several canals.

By not allotting funds for Ghatal Master Plan, the Centre has yet again dealt a several blow to the federal structure of the country.

Investment Bengal

Ease of doing business: Bengal now leader among peers

The third edition of the Central Government’s annual Ease of Doing Business ranking for states, modelled on the international one conducted by the World Bank, has seen West Bengal jumping 15 places to top of the list. West Bengal was in the 16th position last year.

Data collected till March 28 on an online dashboard maintained by the Department of Industrial Policy and Promotion, which conducts the ranking, suggests so. Last year, DIPP had finalised a total list of 372 reforms in regulatory processes, policies, practices or procedures as part of the Business Reforms Action Plan 2017. This is spread across 12 key reform areas. Reforms successfully undertaken by each state are updated on the dashboard, with the result that states with the highest implementation of reforms securing the highest ranks.

The rankings only reflect the changing face of Bengal over the last seven years, under Chief Minister Mamata Banerjee. Through a series of administrative reforms, e-governance measures, and three successful editions of Bengal Global Business Summit, she has turned the state into ‘Best Bengal’.

 

 

শিল্পের পথ সহজ করার মার্কশিটে বাংলাকে ১০০-তে ১০০ দিল কেন্দ্র

শিল্পের গা থেকে লালফিতের ফাঁস আলগা করার বিশ্বব্যাঙ্কের দেওয়া ৩৬৯টি নির্দেশিকার সবকটি সঠিকভাবে লাগু করে কেন্দ্রীয় সরকারের মার্কশিটে ১০০-তে ১০০ পেল পশ্চিমবঙ্গ। তাই সঙ্গত কারণেই বাংলার স্থান প্রথমে। হিসেব মতে, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো তথ্যের ভিত্তিতেই ওই নম্বর পেয়েছে রাজ্য সরকার।

শিল্প গড়তে কোন রাজ্য কতটা আগ্রহী, তা জানতে প্রতিবারই সমীক্ষা করে কেন্দ্রীয় সরকার। ব্যবসা করার ক্ষেত্রে প্রশাসনিক জট কাটাতে রাজ্যগুলি কী কী পদক্ষেপ করল, তার জন্য র্যা ঙ্কিং হয় প্রতি বছর। এবার রাজ্যগুলির মূল্যায়ন চলাকালীন বাংলা ছিল একেবারে প্রথম সারিতে।

এদিকে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, ব্যবসা বা শিল্পের পথ সহজ করার কাজে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, দেশের সেরা স্থানে রয়েছে রাজ্য। জানুয়ারির মাঝামাঝি সময়ে এ রাজ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল। সেই সময় রাজ্য ছিল এক নম্বরে। বাংলা এক নম্বর স্থান ধরে রাখায়, দিন কয়েক আগে ফের তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিবঙ্গকে যে প্রথম স্থান থেকে সরানো কার্যত সম্ভব নয়, তা মনে করছেন শিল্প দপ্তরের কর্তারা।

Number of hospital beds: Bengal leads among states

Bengal is number one not just in the 100 Days’ Work Scheme, not just in ‘Ease of Doing Business’, but in the number of hospital beds in Government hospitals as well. A new survey by the Central Government has put the State on top in terms of the number of beds available in Government-run hospitals. Bengal currently has 78,566 beds in such hospitals.

According to the survey, Bengal occupies the third spot among states in terms of the number of allopathic doctors available in Government hospitals, with 8,829 such doctors.

The report also states that for dental care and primary healthcare, the State has adequate infrastructure. There are 647 dental surgeons, 721 doctors manning the primary health centres (PHC).

The comprehensive report has been prepared by the Central Bureau of Health Intelligence (CBHI).

Overall, the total number of beds in the 14,379 Government-run hospitals in the country is 6,34,879. The number of allopathic doctors working in these hospitals is 11,03,328.

সরকারি হাসপাতালে রোগীর শয্যা সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবার ওপরে

কেবল ১০০ দিনের কাজেই নয়। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় রোগীর শয্যা (বেড) ব্যবস্থার নিরিখে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবার ওপরে। একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ৭৮ হাজার ৫৬৬ টি শয্যার ব্যবস্থা রয়েছে। গোটা দেশে সব মিলিয়ে সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী গোটা দেশের ১৪ হাজার ৩৭৯ টি সরকারি হাসপাতালে ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯ টি শয্যা রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশী। সরকারি হাসপাতালে চিকিৎসকের ক্ষেত্রে অ্যালোপ্যাথের সংখ্যা ৮ হাজার ৮২৯ জন। ডেন্টাল সার্জেন রয়েছেন ৬৪৭। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন ৭২১ জন। গোটা দেশে সরকারি হাসপাতালে মোট ১১ লক্ষ ৩ হাজার ৩২৮ জন অ্যালোপ্যাথ চিকিৎসক রয়েছেন। এর মধ্যে তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ।