দিল্লির রামলীলা ময়দানে মোদী জুমলার তথ্যযাচাই


প্রধানমন্ত্রীর দাবি

কোনও ভারতীয় মুসলমানকে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে না এবং এই দেশে কোনও ডিটেনশন সেন্টার নেই

TRUTH

অসমের ডিব্রুগড়, শিলচর, তেজপুর, জোড়হাট, কোকরাঝাড় ও গোয়ালপাড়ার জেলায় ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে সরকার জানিয়েছে যে আসামের ৬টি ডিটেনশন সেন্টারে ৯৮৮ জনকে আটক করে রাখা হয়েছে। অসমের গোয়ালপাড়ায় ‘অনুপ্রবেশকারী’ হিসাবে ঘোষিতদের আটক করে রাখার জন্য ভারতের প্রথম এক্সকুসিভ ডিটেনশন সেন্টার নির্মাণের প্রক্রিয়া চলছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

২০১৪ সালে আমার সরকার ক্ষমতায় আসার পর থেকে কোথাও এনআরসি নিয়ে কোন আলোচনাই হয়নি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই অসমে এনআরসি করা হয়েছে

TRUTH

২০১৯ সালের ২০ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বলেছিলেন, যে জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি) প্রক্রিয়া সারা দেশে চালু করা হবে। বিজেপির ২০১৯ এর ইস্তেহারে আরও বলা হয়েছে, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলে জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি) দ্রুততার সাথে সম্পন্ন করব। ভবিষ্যতে আমরা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অংশে এনআরসি প্রক্রিয়া বাস্তবায়ন করব।’

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

আজ মমতা দিদি কলকাতা থেকে রাষ্ট্রসংঘ পৌঁছে গেছেন কিন্তু কয়েক বছর আগে, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আসা বন্ধ করতে হবে

TRUTH

২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে 'নো আই ডি কার্ড, নো ভোট ' (নকল কার্ড) ইস্যুতে প্রতিবাদ করেছিলেন। সেই তথ্য জনসমক্ষে রয়েছে। এই বিষয়টির সঙ্গে বর্তমানের কোন সম্পর্ক নেই। রাষ্ট্রসংঘ প্রসঙ্গেও তিনি বলেছেন, তিনি শুধুমাত্র একটি বিশ্বাসযোগ্য সংস্থার দ্বারা দেশজুড়ে জনমত নেওয়ার কথা বলেছিলেন। রাষ্ট্রসংঘ ছাড়াও তিনি জাতীয় মানবাধিকার কমিশনের উল্লেখ করেছিলেন। তিনি কখনই রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেন নি।

FALSE
TRUE