June 15, 2017
State Govt creates low-voltage map to better serve remote parts of Bengal

The State Government has created a ‘low-voltage map’ to better serve the remote parts of the State.
Bengal is on the threshold of achieving 100 per cent electrification of the State. The only roadblock towards achieving that is the low voltage prevalent in some remote parts of the State.
One of the reasons for this is the fact that a electric cables need to be drawn over long distances from power stations due to a lack of adequate number of transformers to distribute the power.
The low-voltage map that the Government has prepared hinges on six major points. They are as follows:
- Setting up 175 substations
- Increasing the distributing power of old substations
- Setting up new feeder stations
- Replacing thinner cables with thicker high-tension cables over a total distance of 32,000 km
- Setting up 30,000 transformers
- Separating electric lines on the basis of household use and farm use
The detailed project report (DPR) regarding this has already been sent to Chief Minister Mamata Banerjee by the State Power Department, and implementation is to begin soon.
প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো পরিষেবা দিতে তৈরী হল লো-ভোল্টেজ ম্যাপ
প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো পরিষেবা দিতে রাজ্য সরকার তৈরি করলেন লো-ভোল্টেজ ম্যাপ।বাংলা ১০০ শতাংশ বিদ্যুতিকরনের প্রায় শেষ পর্যায়ে। সেই পথে একমাত্র বাধা হল আজও রাজ্যের কিছু প্রত্যন্ত অঞ্চলে থেকে গেছে লো-ভোল্টেজের সমস্যা।
এর প্রধান কারণ হল সাধারণত বহুদুরের বিদ্যুৎ কেন্দ্র থেকে তারের মাধ্যমে এই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, যেখানে পর্যাপ্ত পরিমানে ট্রান্সফরমারের অভাব আছে।
লো-ভোল্টেজ ম্যাপে যে ৬টি বিষয় উঠে এসেছে, সেগুলি হলঃ-
- ১৭৫টি নতুন সাবস্টেশন তৈরী করা
- পুরনো সাবস্টেশনগুলির বিতরনের ক্ষমতা বাড়ানো
- নতুন ফিডার স্টেশন তৈরি করা
- ৩২,০০০ কিঃ মিঃ অঞ্চলে সরু তার বদলে মোটা হাই টেনশন তার লাগানো
- ৩০,০০০ ট্রান্সফরমার বসানো
- গৃহস্থালির ও শিল্পের বিদ্যুতের লাইন আলাদা করা
বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই ডিপিআর মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে, এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে।