সাম্প্রতিক খবর

অগাস্ট ২৬, ২০২১

চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেওয়ার ভাবনা রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী

চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেওয়ার ভাবনা রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণ এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য সচিব এবং এসএসকেএমের অধিকর্তারা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে কথা হয় এসএসকেএমের নতুন ক্যানসার বিভাগ চালু করা নিয়েও। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়:

  • পিজি হাসপাতালের সঙ্গে টাটা ক্যনসার হাসপাতাল যৌথ ভাবে একটি ক্যান্সার চিকিৎসার প্রকল্প নিয়েছে।
  • শিশুদের চিকিৎসা পরিকাঠামোয় জোর দেওয়া হবে।
  • চিকিৎসক, নার্সদের বাড়ি করার জন্য ১০ একর জমি খোঁজা হবে।
  • কোয়াক ডাক্তাররা গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে পারেন। ওঁরা ডাক্তার হিসেবে নয়, স্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক কিছু নির্দেশিকা মেনে কাজ করবেন।
  • চিকিৎসকদের নির্দেশে জুনিয়র ডাক্তাররা খুব ভাল কাজ করেন। অনেক নার্স দীর্ঘ অভিজ্ঞতা থেকে চিকিৎসকদের সমান কাজ করতে পারেন।
  • যাঁরা ভাল কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সকে আরও এক ধাপ পদোন্নতি করা হবে। ভাল কাজ করলে পদোন্নতির পর এই নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার।
  • প্র্যাকটিশনার সিস্টাররা প্র্যাকটিস করতে পারবেন। একই সঙ্গে তাঁদের দায়িত্ব নিয়ে অনেক কাজও করতে হবে, যাতে হাসপাতালে চিকিৎসকের অভাব বোধ না হয়
  • এসএসকেএমের জন্য লি রোডে ‘জি প্লাস টেন’ হস্টেল এবং অন্য মেডিক্যাল কলেজের জন্যও একটি ‘জি প্লাস সিক্স’ হস্টেল তৈরি হবে।
  • শিক্ষকদের ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে।
  • আগামী ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ফের বৈঠক হবে।