June 12, 2017
Bengal CM inaugurates construction of 18,000 rural roads from Bhangor

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the construction of 18,000 rural roads covering 25000 km across the State from Bhangar in South 24 Parganas today. The Bengal CM had earlier announced this at the administrative review meeting of South 24 Parganas held in Pailan last Friday.
The Chief Minister also inaugurated a host of developmental projects like State Government offices, bridges, parks, hostels, irrigation projects, etc. and State Government services like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabujsathi, Khadyasathi and Swasthyasathi. She laid the foundation stones of numerous projects.
Another important announcement by the Chief Minister would be the declaration of South 24 Parganas as an open defecation-free (ODF) district.This is the sixth district in Bengal to be declared an ODF district. Nadia was India’s first district to be declared as such. Since then, four other districts have joined the list – North 24 Parganas, Hooghly, Purba Medinipur and Cooch Behar.
The State Government has decided to construct toilets in all rural homes in the state by 2019.
This declaration is another step in the campaign to make Bengal free from open defecation – Mission Nirmal Bangla. Mission Nirmal Bangla has been one of the pet projects of Mamata Banerjee, another endeavour towards making Bengal stand out in the world. Stopping defecation in the open is one of the essential aspects of a clean, healthy environment.
To celebrate the achievements of the project, April 30 is celebrated as Nirmal Bangla Dibas (Nirmal Bangla Day) in Bengal – the date in 2015 when the Chief Minister declared Nadia the country’s first ODF district.
Excerpts of her speech:
- We have inaugurated 18000 km of roads today across every block in Bengal
- Today I am in Bhangor. Last time, we launched 10000 km of rural road. I was present in Jangalmahal then
- We are setting up a medical college in Bhangor
- South 24 Parganas has been declared OFD today. This is the 6th district to be declared ODF in Bengal
- We are the only State in to waive off any tax on agricultural land
- Our Govt is always with the farmers. We give away Krishi Ratna awards
- Bengal has received Krishi Karman awards five years in a row. Credit goes to farmers
- Rath Yatra is approaching. Eid is around the corner. I extend my greetings
- All communities, castes and creed are our family. Unity is harmony. We are all one
আজ ভাঙড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আজ ভাঙড়ে রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাস্তা উদ্বোধনের পাশাপাশি পুলিশের জনসংযোগ বাড়াতে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন কাপ ও সম্প্রীতি কাপ পুরস্কার তুলে দেন।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণাকে নির্মল জেলা হিসেবেও ঘোষণা করেন। এই জেলা নিয়ে রাজ্যের ষষ্ঠ জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হল। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ছিল দেশের প্রথম নির্মল জেলা। এর পর আরও চারটি জেলা ঘোষিত হয় নির্মল জেলা হিসেবে উত্তর ২৪ পরগণা, হুগলী, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামে শৌচালয় নির্মাণ করার। নির্মল বাংলা করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের মাধ্যমে তিনি বাংলাকে তুলে ধরতে চান বিশ্বের দরবারে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য উন্মুক্ত শৌচকর্ম পরিপন্থী।
এই সাফল্য উদযাপনের জন্য প্রতি বছর রাজ্যে ৩০শে এপ্রিল নির্মল বাংলা দিবস পালন করা হয়-২০১৫ সালের যেদিন মুখ্যমন্ত্রী নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা হিসেবে ঘোষণা করেছিলেন।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ
- আজকের দিনটি ঐতিহাসিক দিন, আজ বাংলার ব্লকে ব্লকে ১৮০০০ কিমি রাস্তা উদ্বোধন করা হল
- আজ আমি ভাঙড়ে। গতবার আমরা রাজ্যজুড়ে ১০০০০ কিমি রাস্তা উদ্বোধন করেছিলাম। আমি জঙ্গলমহলে ছিলাম
- ভাঙড়ে আমরা একটি মেডিকেল কলেজ তৈরী করছি
- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হল। এটি রাজ্যের ষষ্ঠ নির্মল জেলা
- কৃষিজমির ওপর ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার
- আমাদের সরকার কৃষকদের যথাসাধ্য সাহায্য করে, আমরা কৃষকদের কৃষি রত্ন পুরস্কার দিই
- পরপর ৫ বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য, এর কৃতিত্ব কৃষকদের
- সামনেই রথ যাত্রা। ঈদও আসছে। সবাইকে শুভেচ্ছা জানাই
- সব জাতি, সব সম্প্রদায়ের মানুষ এক বিরাট পরিবার। একতাই সম্প্ৰীতি