অক্টোবর ১৯, ২০২২
বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ শিলিগুড়ির কাওখালি গ্রাউন্ডে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে ওনার বক্তব্যের কিছু অংশ :
উত্তরবঙ্গের ৮টি জেলার মধ্যে প্রত্যেকটি থেকে ৯৬টি করে পুজো কমিটিতে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া পাশাপাশি মোট ৬ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয়েছে।
চা বাগানে আমার যেসব ভাইবোনরা কষ্ট করে কাজ করেন, তাদের আমি সম্মান জানাই।
মালবাজারে হড়পা বানে মৃতদের বাড়িতে আমি গিয়েছিলাম। সবাইকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও চাকরির বন্দোবস্ত করা হয়েছে এবং যাঁরা উদ্ধার কাজে সাহায্য করেছেন, তাদের ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ হলেও আমরা সবাই পশ্চিমবঙ্গে থাকি এবং এখানকারই বাসিন্দা।
দরকার হলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মতো উত্তরবঙ্গে বাণিজ্য সম্মলেন আয়োজন করা যেতে পারে।
আমরা শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করি না। আমরা চাই সব শিল্পপতি এখানে বিনিয়োগ করুক এবং কর্মসংস্থান হোক। হাসিমারাতে আমারা বিমানবন্দর তৈরির চেষ্টা করছি। বাগডোগরার পাশাপাশি আরও ৩-৪টে বিমানবন্দর তৈরি হবে। আমি ঢেলে কর্মসংস্থান চাই। কেউ চাইছে না, তাই কর্মসংস্থানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা কারও চাকরি খাইনা, চাকরি খাবও না।
আমি সবাইকে বলব, ভাল করে কাজ করুন। সুন্দর করে কাজ করুন। কোনও ভাগাভাগি নয়। ভঙ্গ-টঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। বুঝলেন কিছু? বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ।