June 28, 2017
Differential global positioning system to update maps, land records in Bengal

The state Land and Land Reforms Department has decided to use differential global positioning system (DGPS) for a cadastral survey to update maps and land records in Bengal. The state government has decided to take it up as a pilot project. With its successful implementation, the method will be used for the same purpose in the areas where the task of updating maps and land records is still left. Initially, three mouzas in South 24 Parganas — Hiranmaypur, Miagheri and Baruipur — have been selected where it will be done. There is also a plan to execute the task using the same method at Haringhata in Nadia as well.
Each of the three mouzas is different from each other. One is an urban area, another is semi-urban and the third one is in the rural parts of the district. The areas of Hiranmaypur, Miagheri and Baruipur mouzas where it will be done are 2,133.64 acre, 630.46 acre and 2,471.88 acre respectively.
The decision to utilise the new technology was taken to ensure fast completion of the task. Earlier, the entire task had to be done manually and it used to take at least 40 to 50 days for each mouza. But the use of DGPS system will help in completion of the task within 10 to 15 days. The modern DGPS technology will enable preparation of accurate geo-referenced digital mouza maps and it will be done by identifying the latitude and longitude of different points of the mouza. The land record data and the present cadastral map have already been digitised. It will take around 40 days after the completion of the tendering process to complete the work in the three mouzas.
ডিজিপিএস ব্যাবহার করে এবার জমির পরিমাপ ও ম্যাপ তৈরী করা হবে বাংলায়
রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ডিজিপিএস পদ্ধতি ব্যাবহার করবে জমির পরিমাপ করে তফসিলভুক্ত ম্যাপের রেকর্ড তৈরিতে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটিকে পাইলট প্রকল্প হিসেবে শুরু করতে এই পদ্ধতি চালাতে হবে প্রধানত সেই সকল অঞ্চলে যেসব অঞ্চলে এখনও অবধি ম্যাপ ও জমি নির্দিষ্টকরণের কাজ হয়নি।
প্রাথমিক ভাবে, দক্ষিণ ২৪ পরগণার তিনটি মৌজা – হিরন্ময়পুর, মিয়াঁঘেরি ও বারুইপুরে এই প্রকল্প শুরু হবে। পরে হরিণঘাটা ও নদীয়াতেও এই কাজ করার পরিকল্পনা আছে।
এই তিনটে মৌজা তিন ধরনের। একটি নগরে, একটি আধা শহরে ও তৃতীয়টি গ্রামে। হিরন্ময়পুর মৌজার আয়তন ২১৩৩.৬৪ একর, মিয়াঁঘেরি মৌজার আয়তন ৬৩০.৪৬ একর এবং বারুইপুর মৌজার আয়তন ২৪৭১.৮৮ একর।
এই নতুন পদ্ধতি ব্যাবহারের কারন জমি পরিমাপের কাজ তাড়াতাড়ি শেষ করা। এর আগে এই জমি পরিমাপের কাজ করা হত ম্যানুয়াল পদ্ধতিতে, তাতে প্রতি মৌজায় সময় লাগত ৪০ থেকে ৫০ দিন। কিন্তু, এই ডিজিপিএস পদ্ধতিতে সময় লাগবে ১০ থেকে ১৫ দিন। এই আধুনিক ডিজিপিএস পদ্ধতিতে মৌজার প্রতিটি অঞ্চল একেবারে অক্ষাংশ ও দ্রাঘিমা দ্বারা নির্দিষ্ট করা হবে। জমির রেকর্ড ও তফসিলভুক্ত ম্যাপ ইতিমধ্যেই ডিজিটাল করা হয়েছে। টেন্ডারের পর আনুমানিক ৪০ দিন লাগবে ওই তিন মৌজার জমি পরিমাপের কাজ শেষ করতে।