মার্চ ২০, ২০২০
ডরেঙ্গে নেহি হাম লড়েঙ্গেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা ভাইরাস দমন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেনঃ-
কেন্দ্র কিছু নিশ্চিত করেনি, শুধু বলেছে আমরা সব কিছু নোট করেছি। ওরা আজ যে বৈঠক করছে, আমরা সেই বৈঠক গত দুমাস ধরে করছি।
আমরা আতঙ্কিত হবনা, আমাদের এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধের সময় লড়তে হয়, হাল ছেড়ে চলে যেতে নেই।
আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করতে অনুরোধ জানিয়েছি। এখানে যা রোগ এসছে, সব বাইরে থেকে এসছে। মুম্বই, তেলেঙ্গানাও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করতে বলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে প্রথমে এটা পশু থেকে এলেও এখন মানুষ থেকেই ছড়াচ্ছে।
অসংগঠিত ক্ষেত্রের জন্য একটা পরিকল্পনা নিতে বলেছি যাতে তাহা সহায়তা পায়। আমরা আজ থেকে রেশনের চাল বিনামূল্যে দেওয়া হবে। আইসিডিএসে মিড ডে মিলের জন্য বাড়ি বাড়ি চাল, গম, আলু পৌঁছে দেওয়া হচ্ছে।
এখানে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। প্রায় চার হাজার শয্যার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে ৮০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।
৫.৬৩ লক্ষ মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। ৫৭ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। আইসোলেশনে দুজন আছে যারা ইউকে থেকে এসেছে। হোম সার্ভেলিয়েন্সে আছে প্রায় ১৮,৭০০ জন। সাম্পেল টেস্ট হয়েছে ৮৮।
যারা বিদেশ থেকে এসে বাড়িতে না থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা নিজেরা সচেতন না হলে তাকে আইনত জোর করে কোয়ারেন্টাইনে রাখা যেতে পারে।কোয়ারেন্টাইন জেল নয়, বাড়ির মত ব্যবস্থা। আপনার জন্য যেন কেউ সংক্রামিত না হয়।
আমরা ইকনো মেশিন, টেস্টিং কীট, প্রাইভেট ল্যাবে টেস্টিঙের জন্য এসওপি, অতিরিক্ত খাদ্য শস্য দেওয়ার কথা বলেছি।
সকল প্রতিষ্ঠানকে অনুরোধ করব জনসমাবেশ করবেন না। এটা কোনও রাজনৈতিক লড়াই নয়। বাজার রাস্তা আবাসন পরিষ্কার রাখুন।
বাংলা একমাত্র রাজ্য যারা সবাইকে বিনামূল্যে সব পরিষেবা দিচ্ছে।