সেপ্টেম্বর ১০, ২০১৯
হেরিটেজ পর্যটনে অন্তর্ভুক্ত করতে সংস্কার শুরু পাঁচটি বৌদ্ধস্তূপের

হেরিটেজ পর্যটনে অন্তর্ভুক্ত করতে রাজ্যের বৌদ্ধ স্তূপগুলির সংস্কারের কাজ শুরু করলো পর্যটন দপ্তর। প্রথম পর্যায়ে পাঁচটি বৌদ্ধস্তূপকে সংস্কারের জন্য চিহ্নিত করেছে রাজ্য সরকার। মালদার জগজীবনপুরের বৌদ্ধস্তূপে ইতিমধ্যেই সংস্কার শুরু হয়েছে।
গুপ্তযুগে ও হর্ষবর্ধনের সময়ে রাজ্যের একাধিক প্রান্তে বৌদ্ধস্তূপ গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে পালযুগে রাজ্যে বৌদ্ধস্তূপ ও মঠ গড়ে ওঠে। গত তেরশো বছরে অধিকাংশ বৌদ্ধস্তূপ ধবংস হয়ে গেলেও এখনও মালদা, মুর্শিদাবাদ জেলা-সহ রাজ্যের কয়েকটি জায়গায় বৌদ্ধস্তূপের অস্তিত্ব রয়েছে। হেরিটেজ পর্যটনে এখন এই সমস্ত বৌদ্ধস্তূপগুলি অন্তর্ভুক্ত হতে চলেছে। একই সঙ্গে মালদা জেলার বিলুপ্তপ্রায় ঘোড়ার গাড়ি বা টাঙাকে পর্যটন কেন্দ্রগুলিতে ফিরিয়ে আনার ভাবনা শুরু করেছে রাজ্য সরকার।
বৌদ্ধস্তূপের সংস্কার পরিকল্পনা নিয়ে বিধানসভায় পর্যটনমন্ত্রী বলেন, ‘পাঁচটি বৌদ্ধস্তূপ চিহ্নিত করে সেগুলির সংস্কারের কাজ শুরু করা হয়েছে। মালদার জগজীবনপুরে বৌদ্ধস্তূপ সংস্কারের কাজ কিছু দিনের মধ্যে সম্পূর্ণ হবে।’
সৌজন্যেঃ এই সময়